অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion : জীববিজ্ঞান ১মপত্র (অধ্যায় – ৪: অণুজীব)
জ্ঞানমূলক প্রশ্ন | Knowledge-Based Questions
১, ভাইরাস কী? [কু বাে, ‘১৯; ঢা, বাে, ‘১৫; য, বাে, ‘১৬]
২. সুপ্তাবস্থা কী? [ব, বাে, ‘১৯]
৩. ক্যাপসিড কী? [চা, বাে, ‘১৭; কু, ৰাে, ‘১৫]
৪, কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ। [ঢা, বাে, ‘১৭]
৫. হেটারােমরফিক জনুক্রম কী? [ঢা, বাে, ‘১৭]
৬ গােল আলুর বিলম্বিত ধ্বসা রােগের জীবাণুর নাম লিখ। [য, বৰা, ‘১৭ , বাে, ‘১৭]
৭, প্যাথােজেন কাকে বলে? [য, বাে, ‘১৭; ব, বাে, ‘১৭]
৮, ভিরিয়ন কী? [চ, বাে, ‘১৬].
৯. ডেঙ্গু রােগের জীবাণুর নাম কী? (কু, বাে, ‘১৬)
১০, ব্যাকটেরিওফায কি? (চ, বাে, ‘১৬)
১১. জনুক্রম কী?
১২ ব্যাকটেরিয়া কী?
১৩, ম্যালেরিয়া কী?
১৪, দাদ রোগ কী?
১৫, দাদ রােগের জীবাণুর নাম কী?
১৬, ভিরয়েড কী?
১৭. প্রিয়ন কী?
১৮. নিউক্লিওয়েড কী?
১৯. লাইটিক চক্র কী?
২০. ইমার্জিং ভাইরাস কী?
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion
অনুধাবনমূলক প্রশ্ন | Comprehension Based Questions
১. ম্যালেরিয়া জীবাণুর দুটি পােষকের প্রয়ােজনীয়তা কেন? (ঢা বাে, ‘১৯)
২. সাইজন্ট বলতে কী বুঝ? [রা, বাে, ‘১৯; চ. বাে, ‘১৯]
৩. ব্যাকটেরিয়া কেন আদিকোষী জীব—ব্যাখ্যা কর। (য, বাে, ‘১৯)
৪. কলেরা আক্রান্ত রােগীর ডিহাইড্রেশন দেখা দেয় কেন?[ব, বাে, ‘১৯]
৫. সুপ্তাবস্থা বলতে কী বােঝায়? [সকল বাের্ড, ‘১৮]
৬. E.coli একটি আদিকোষী অণুজীব- ব্যাখ্যা কর। [চ. বাে, ‘১৭]
৭. ভাইরাসকে কেন অকোষীয় বলা হয়? [ঢা, বাে, ‘১৯; য, বাে, ‘১৭; ৰ, বৰা, ‘১৭; কু, ৰাে, ‘১৫]
৮. অণুজীব বলতে কী বুঝ? (কু, বাে, ‘১৯; ‘১৬)
৯. হেটাররামরফিক জনুক্রম বলতে কী বােঝায়? [রা, বাে, ‘১৭, ‘১৬; দি, বাে, ‘১৫]
১০. ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহ লেখ।
১১. পরজীবী বলতে কি বুঝ? [য, বাে, ‘১৭]
১২. Virus-কে জীব ও জড়ের সেতুবন্ধনকারী বলা হয় কেন- ব্যাখ্যা কর।
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion
বহুনির্বাচনি প্রশ্ন | Multiple Choice Questions
বাের্ড পরীক্ষায় আসা বহুনির্বাচনি প্রশ্নাবলি
১ কোনটি ভাইরাসঘটিত রােগ? (ঢা, বাে, ‘১৯]
ক, যক্ষ্মা।
খ, কলেরা।
গ, জলাতঙ্ক
ঘ, ধনুষ্টংকার
২ কোনটিকে কেলাসিত করা যায়? [য, বাে, ‘১৯]
ক, আর্কিব্যাকটেরিয়া খ, ম্যালেরিয়া পরজীবী
গ, ভাইরাস ঘ, সায়ানােব্যাকটেরিয়া
৩ ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানবদেহে সংক্রমণ ঘটায়? [কু, বাে, ‘১৯]
ক, মেরােজয়েট খ, স্পােরােজয়েট
গ, ক্রিপ্টোজয়েট ঘ, সাইজন্ট
8. নিম্নের কোনটি DNA ভাইরাস? (সকল বাের্ড, ‘১৮)
ক. রেবিস
খ. ইনফ্লুয়েঞ্জা
গ, ভ্যাক্সিনিয়া
ঘ, ইবােলা
৫. মানবদেহ আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কি? (ঢা. বাে, ‘১৭]
ক. মেরােজয়েট খ. ট্রফোজয়েট
গ. ক্রিপ্টোজয়েট ঘ, স্পােরােজয়েট
৬ কোন ব্যাকটেরিয়াটি ভিটামিন উৎপন্ন করে? [সি, বাে, ‘১৭]
ক. Escherichia sp
খ Agrobacterium sp
গ Clostridium sp
ঘ, Rhizobium sp
৭. নিচের কোন দশাটি মশকীর লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে? [ব, বাে, ‘১৭; য, বাে, ‘১৬, ‘১৫]
ক. ট্রফোজয়েট
খ. ক্রিপ্টোজয়েট
গ, মেরােজয়েট
ঘ, স্পােরােজয়েট
৮. Plasmodium vivax-এর গ্যামেটোগনি কোথায় সম্পন্ন হয়? (ঢা, ৰাে, ‘১৬)
ক, মানুষের যকৃতে
খ, মানুষের লােহিত কণিকায়
গ, মশকীর ক্রুপে
ঘ, মশকীর লালাগ্রন্থিতে
৯ Plasmodiur malariae-এর স্বাভাবিক সুপ্তিকাল কত দিন? [ঢা, বাে, ‘১৫]
ক, ৮-১৫ খ, ১১-১৬ গ, ১২-২০ ঘ. ১৮-৪০
১০. ভাইরাস-এর মাথার দ্বিস্তরী প্রােটিন নির্মিত আবরণকে কী বলে?
ক. প্লাজমামেমব্রেন
খ, কলার
গ. জিনােম
ঘ, ক্যাপসিড
১১, টোবাকো মােজাইক ভাইরাসের আকার কোন ধরনের? [য, বাে, ‘১৬]
ক, দণ্ডাকার
খ, গোলাকার।
গ, ঘনক্ষেত্রাকার
ঘ, ব্যাঙাচি আকার।
১২. Streptococcas lactis ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত? [কু, বাে, ‘১৬|
ক, ভিনেগার উৎপাদন
খ, মাংস শিল্পে
গ. চা প্রক্রিয়াজাতকরণে
ঘ, দুগ্ধ শিল্পে
১৩, মানুষের ভাইরাসঘটিত রােগ কোনটি? (চ, বাে, ‘১৬)
ক. কলেরা
খ, আমাশয়
গ, হেপাটাইটিস
ঘ, যক্ষ্মা
১৪. Plasmodium এর কোন পর্যায় মানুষকে সংক্রমিত করে? [সি, বাে, ‘১৬]
ক. ট্রফোজোয়েট
খ. উকিনেট
গ, জাইগােট
ঘ. স্পােরােজয়েট
১৫. কোনটি ব্যাকটেরিয়াজনিত রােগ? [সি, বাে, ‘১৫]
ক, কলেরা
খ. ডেঙ্গু
গ, দাদরােগ
ঘ. কক্কিডিওমাইকোসিস
১৬. কোন ধাপটি বহু নিউক্লিয়াসযুক্ত? [ব. বাে, ‘১৬]
ক, স্পােরােজোয়েট
খ, সাইজন্ট
গ. ট্রফোজোয়েন্ট
ঘ. সিগনেট রিং
১৭. এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে? [দি, বাে, ‘১৫]
ক. যকৃতে
খ, লােহিত কণিকায়
গ, মশকীর ক্রপে
ঘ, মশকীর সিলােমে
উদ্দীপকটির আলােকে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
শাওন শীতের ছুটিতে তার মামার সাথে রাঙ্গামাটিতে বেড়াতে যায়। ফিরে এসে জ্বরে আক্রান্ত হয়। নির্দিষ্ট
সময় পর পর গা কাঁপুনি দিয়ে জ্বর আসে ।(সকল বাের্ড, ‘১৮)
১৮. উদ্দীপকের রােগটির নামকরণ কোন ভাষায় করা হয়েছে?
ক, ইতালিয়ান
খ, গ্রিক
গ, স্প্যানিশ
ঘ, ল্যাটিন
১৯, শাওনকে আক্রমণকারী জীবাণু
i. প্রথমে যকৃতকে আক্রমণ করে।
jj, সব সময়ে ডিপ্লয়েড অবস্থায় থাকে
iii. লােহিত কণিকা ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ, i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপক থেকে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
মশাবাহিত দুটি রােগের মধ্যে একটিতে রক্তের প্লেটলেট নষ্ট হয়ে যায় এবং অপরটিতে দেহের রক্তশূন্যতা দেখা দেয়। [দি, বাে, ‘১৭]
২০. উদ্দীপকের প্রথম রােগটির নাম কি?
ক. কলেরা
খ, ম্যালেরিয়া
গ, ডেঙ্গু
ঘ. ইনফ্লুয়েঞ্জা
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion
মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডেন্টাল পরিক্ষায় আসা প্রশ্নাবলী
১. Plasmodium vivax এর সুপ্তকাল কত দিন?
ক) ৮-২৫ খ) ১১-১৬
গ) ১২-২৫ ঘ) ১৫-৩০
সঠিক উত্তর: (গ)
২. সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি?
ক) H1N1 খ) HIV গ) TMV ঘ) রুবিওলা
সঠিক উত্তর: (ক)
৩. ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় –
i. তেল অপসারণে
ii. ভাইটামিন তৈরিতে
iii. অ্যাসিটোন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪.কুষ্ঠ রোগের জীবাণু কোনটি?
ক) Treponema pallidum
খ) Mycobacterium laprae
গ) Mycobacterium ruberculosis
ঘ) Salmonella typhi
সঠিক উত্তর: (খ)
৫.ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম –
ক) Flavi Virus খ) Influenza
গ) Adias Virus ঘ) Polio Virus
সঠিক উত্তর: (ক)
৬.বাতাসের মুক্ত N2 মাটিতে আবদ্ধ করতে পারে –
i. Azotobacter
ii. Bacillus subtilis
iii. Pseudomonas
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭.সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে কী বলা হয়?
ক) ভিরিয়ন খ) ক্যাপসিড
গ) পেপলোমিয়ার ঘ) নিউক্লিড ক্যাপসিড
সঠিক উত্তর: (ক)
৮.সাধারণত ব্যাকটেরিয়া সর্বোচ্চ কত তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে?
ক) ৮০০ সে. খ) ১০০০ সে.
গ) ১২০০ সে. ঘ) ১৫০০ সে.
সঠিক উত্তর: (ক)
৯.অনুকূল পরিবেশে ব্যাকটেরিয়া অঙ্গজ প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। অনুকূল পরিবেশ বলতে বুঝায় –
i. খাদ্যের প্রাচুর্যতা
ii. নিম্ন তাপমাত্রা
iii. অধিক আর্দ্রতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০.PRSV ভাইরাসটি কোন গোত্রের?
ক) Poxviridae খ) Togaviridae
গ) Potyviridae ঘ) Retroviridae
সঠিক উত্তর: (গ)
১১.সর্বপ্রথম কোন দেশের বিজ্ঞানীরা ধানের ব্লাইট রোগের সন্ধান পান?
ক) বাংলাদেশ খ) জাপান
গ) অস্ট্রেলিয়া ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর: (খ)
১২.কত সালে কলেরা রোগের জীবাণু আবিষ্কৃত হয়?
ক) ১৮৮৩ খ) ১৮৯৯
গ) ১৯৮০ ঘ) ১৯৯০
সঠিক উত্তর: (ক)
১৩.ব্যাকটেরিয়া একটি এককোষী অণুজীব যার –
i. কোষ প্রাচীর বিদ্যমান
ii. কোষীয় সংগঠন প্রাককেন্দ্রিক
iii. সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া দ্বিবিভাজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪.T2 ফায তার লেজের প্রোটিন আবরণীকে সংকুচিত করে ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি প্রবেশ করায়?
ক) RNA খ) DNA
গ) সমস্ত দেহ ঘ) প্রোটিন ক্যাপসিড
সঠিক উত্তর: (খ)
১৫.টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণ করলে কোন বর্ণের পাপড়িতে বর্ণবৈশিষ্ট্য সৃষ্টি হয়?
ক) লাল খ) কালো
গ) হলুদ ঘ) খয়েরী
সঠিক উত্তর: (খ)
১৬.বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের নাম কী?
ক) ভেরিওলা খ) র্যাবিস
গ) অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ঘ) অ্যাডেনো
সঠিক উত্তর: (গ)
১৭.ডেঙ্গু জ্বরের জীবাণুর বাহক হিসেবে কাজ করে নিচের কোন অণুজীবটি?
ক) Aedes aegypti
খ) Myzus persicae
গ) Dissateria longipennis
ঘ) Apis mellifera
সঠিক উত্তর: (ক)
১৮.Plasmodium এর সিগনেট রিং সাধারণত কত সময়ের মধ্যে অ্যামিবয়েডে পরিণত হয়?
ক) অর্ধ ঘন্টা খ) এক ঘন্টা
গ) দেড় ঘন্টা ঘ) দুই ঘন্টা
সঠিক উত্তর: (ক)
১৯.ধানের ব্লাইট রোগ সংক্রমণের জন্য অনুকূল তাপমাত্রা কত?
ক) ১৮০-২০০ সে. খ) ২২০-২৬০ সে.
গ) ২৮০-৩০০ সে. ঘ) ৩০০-৩৪০ সে.
সঠিক উত্তর: (খ)
২০.নিচের কোন ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন সংবন্ধনের সাথে জড়িত?
ক) Lactobacillus খ) Diplococus
গ) Rhizobium ঘ) Clostridium
সঠিক উত্তর: (গ)
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion
২১.ব্যাকটেরিয়ার কোষের রাইবোজোম –
i. RNA ও প্রোটিন দ্বারা গঠিত
ii. ৮০S আকৃতির
iii. প্রোটিন সংশ্লেষণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২২.ধানের ব্লাইট রোগের জীবাণু পোষকদেহে প্রবেশ করে –
ক) ফুলের মাধ্যমে খ) পানিরন্ধ্রের মাধ্যমে
গ) কান্ডের মাধ্যমে ঘ) ফলের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
২৩.ভাইরাস দেহের কেন্দ্রে কোনটি অবস্থিত?
ক) নিউক্লিক অ্যাসিড খ) ক্যাপসিড
গ) ক্যাসোমিয়ার ঘ) পেপলোমিয়ার
সঠিক উত্তর: (ক)
২৪.ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় –
i. ক্লোরোকুইন
ii. ডক্সিসাইক্লিন
iii. ম্যালারোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫.টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণ করলে –
i. ফুলের পাঁপড়ি কুঁচকে যায়
ii. ফুলের পাঁপড়িতে বর্ণ বৈচিত্র্য তৈরি হয়
iii. ফুলকে আরও সুন্দর দেখায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬.পেঁপের রিং স্পট রোগ একটি ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত হলে গাছের –
i. কচি পাতায় বিভিন্ন বর্ণের ছোপ দেখা যায়
ii. পাতা ভীষণভাবে কুকড়িয়ে যায়
iii. কান্ড পঁচে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭.শক্ত ফ্লাজেলাকে কী বলে?
ক) ট্রাইকাস খ) পিলি
গ) ফিমব্রি ঘ) ক্যাপসুল
সঠিক উত্তর: (গ)
২৮.ভিরিয়নের ক্ষেত্রে –
i. ক্যাপাসিড আবরণে আবৃত
ii. নিউক্লিক এসিড যুক্ত
iii. RNA খন্ডক দিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯.Pseudomonas এর বৈশিষ্ট্য –
ক) প্রোক্যারিওটিক জীব
খ) ইউক্যারিওটিক জীব
গ) দুধ থেকে দই উৎপাদনে ভূমিকা রাখে
ঘ) পানি দূষণ করে
সঠিক উত্তর: (ক)
৩০.হেপাটাইটিস নিচের কোনটির প্রদাহজনিত সমস্যা?
ক) অগ্ন্যাশয়ের খ) যকৃতের
গ) পাকস্থলির ঘ) হৃৎপিন্ডের
সঠিক উত্তর: (খ)
৩১.মাইল্ড টারশিয়ান ম্যালেরিয়ার সুপ্তকাল কত দিন?
ক) ৮-২৫ খ) ১১-১৬
গ) ১২-২৫ ঘ) ১৫-৩০
সঠিক উত্তর: (খ)
৩২.ম্যালেরিয়া জ্বরের প্রধান কারণ –
ক) হিমোজইন খ) পাইরোজেন
গ) সাফনার্স দানা ঘ) ট্রফোজয়েট
সঠিক উত্তর: (খ)
৩৩.বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার ঘটে –
i. Tetracoccus
ii. Streptococcus
iii. E. coli
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪.E-coli কে ধ্বংস করে নিচের কোন ভাইরাস?
ক) রুবিওলা খ) T2 ফায
গ) H1H1 ঘ) র্যাবিল
সঠিক উত্তর: (খ)
৩৫.ব্যাকটেরিয়া সাধারণত কতটি পদ্ধতিতে বংশবিস্তার করে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৩৬.নিচের কোন ব্যাকটেরিয়াটি দেখতে গোলাকার?
ক) Micrococcus denitrificans
খ) Bacillus albus
গ) Vibrio cholerae
ঘ) Spirillum minus
সঠিক উত্তর: (ক)
৩৭.নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি?
ক) Azotobacter খ) Leuconostoc
গ) Streptococcus ঘ) Bacillus sp
সঠিক উত্তর: (ক)
৩৮.ক্যাপসিড আবরণে আবৃত নিউক্লিক এসিডযুক্ত সংক্রমণক্ষম ভাইরাসের নাম কী?
ক) প্রিয়ন খ) ভিরিয়ন
গ) লিপোভাইরাস ঘ) পেপলোমিয়ার
সঠিক উত্তর: (খ)
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion
৩৯.Plasmodium vivax এর সুপ্তকাল কত?
ক) ১১-১৬ দিন খ) ১৮-৪০ দিন
গ) ৮-১৫ দিন ঘ) ১২-২০ দিন
সঠিক উত্তর: (ঘ)
৪০.ম্যালেরিয়ার ইরাইথ্রোসাইটিক দশার ধাপ হলো –
i. ট্রফোজোয়েট
ii. সিগনেট রিং
iii. সাইজন্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪১.মশকীর ক্রপের বাইরে সংঘটিত অযৌন জননের নাম কী?
ক) গ্যামেটো খ) এক্সফ্লাজেলেশন
গ) মাইক্রোগ্যামেট ঘ) স্পোরোগনি
সঠিক উত্তর: (ঘ)
৪২. AIDS এর জন্য দায়ী নিচের কোন ভাইরাস?
ক) HIV খ) TMV
গ) H1N1 ঘ) T2 ফায
সঠিক উত্তর: (ক)
৪৩.কোন ভাইরাসটি মানবদেহে হাম রোগের সংক্রমণ ঘটায়?
ক) ভেরিওলা খ) রুবিওলা
গ) র্যাবিস ঘ) H1V1
সঠিক উত্তর: (খ)
৪৪.কোন ভাইরাসের RNA দ্বিসূত্রক?
ক) রিও ভাইরাস
খ) ফুলকপির মোজাইক ভাইরাস
গ) HIV
ঘ) ইনফ্লুয়েঞ্জা
সঠিক উত্তর: (ক)
৪৫.ICDDRB উদ্ভাবিত ওরাল স্যালাইন তৈরিতে প্রয়োজন হয় –
i. তিন গ্লাস বিশুদ্ধ পানি
ii. এক চামচ লবণ
iii. একমুঠো গুড়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৬.কোনটিতে লাইট্রিক চক্র দেখা যায়?
ক) Bacillus albus খ) Escherchia coli
গ)Bacillus tuberculosis ঘ) Clostridium tetani
সঠিক উত্তর: (খ)
৪৭.কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুত করা হয়?
ক) পেঁপে খ) নিম
গ) সিনকোনা ঘ) অর্জুন
সঠিক উত্তর: (গ)
৪৮.ফ্লাভিভাইরাস সৃষ্ট রোগ কোনটি?
ক) সোয়াইন ফ্লু খ) ইয়েলো ফিভার
গ) ডেঙ্গু ঘ) বসন্ত
সঠিক উত্তর: (গ)
৪৯.নিচের কোন ভাইরাসটি দেখতে দন্ডাকার?
ক) TMV খ) T2 ফায
গ) HIV ঘ) পোলিও
সঠিক উত্তর: (ক)
৫০.কোনটি অসম্পুর্ণ ভাইরাস গ্রুপ?
ক) HVC খ) HVA
গ) HVE ঘ) HVB
সঠিক উত্তর: (ক)
৫১.কোনটি ভাইরাস ঘটিত রোগ?
ক) কলেরা খ) নিউমোনিয়া
গ) হেপাটাইটিস ঘ) ডিপথেরিয়া
সঠিক উত্তর: (গ)
৫২.ব্যাকটেরিওফাযের জীবন চক্র কত প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৫৩.ম্যালেরিয়া এরিথ্রোসাইটিক দশার ধাপ হলো –
i. ট্রফোজয়েট
ii. সিগনেট রিং
iii. সাইজন্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion
৫৪.দ্বি-বিভাজন প্রক্রিয়ায় কত সময় লাগে
ক) ১০ মি. খ) ২০ মি.
গ) ৩০ মি. ঘ) ৬০ মি.
সঠিক উত্তর: (গ)
৫৫.ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কোনটি?
ক) স্লাইম স্তর খ) পিলি
গ) মেসোসোম ঘ) প্লাইপোপ্রোটিন
সঠিক উত্তর: (ক)
৫৬.ভাইরাস এক প্রকার পরজীবী। উপযুক্ত পোষক কোষের বাইরে এরা –
i. জড় বস্তুর ন্যায় আচরণ করে
ii. সংখ্যা বৃদ্ধি করতে অক্ষম
iii. কোষ বিভাজন করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৭.পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী নিচের কোন ভাইরাসটি?
ক) H1N1 খ) T2 ফায
গ) HIV ঘ) PRSV
সঠিক উত্তর: (ঘ)
৫৮.কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়ার নামকরণ করেন?
ক) Leeuwen Hoek খ) Ehenberg
গ) Louis Pasteur ঘ) Robert Brown
সঠিক উত্তর: (খ)
৫৯.কিছু ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন শতকরা কতভাগ বাড়ানো সম্ভব হয়েছে?
ক) ৩১.৮ খ) ২০.৮
গ) ২১.৮ ঘ) ৩০.৮
সঠিক উত্তর: (ক)
৬০.ভাইরাসের নিউক্লিক এসিডবিহীন প্রোটিন আবরণকে কী বলে?
ক) ভিরিয়ন খ) ভিরয়েড
গ) প্রিয়ন ঘ) ক্যাপসোমিয়ার
সঠিক উত্তর: (গ)
৬১.দ্বি-সূত্রক RNA পাওয়া যায় কোনটিতে?
ক) TMV খ) T2 ফায
গ) রাইস টুংরো ভাইরাস ঘ) কোলিফায
সঠিক উত্তর: (গ)
৬২.আইভানোভস্কি কোন রোগ নিয়ে কাজ করেন?
ক) তামাকের মোজাইক খ) যক্ষ্মা
গ) কলার মোজাইক ঘ) গলগন্ড
সঠিক উত্তর: (ক)
৬৩.শিশুদের হেপাটাইটিস থেকে রক্ষার জন্য কোনটি দিতে হবে?
ক) এ্যামোক্সিলিন খ) মেট্রোনিডাজল
গ) ভিটামিন – সি ঘ) প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন
সঠিক উত্তর: (ঘ)
৬৪.ভাইরাস নামটি প্রবর্তন করেন কে?
ক) N. W Pirie খ) W. M Stanley
গ) Gallow ঘ) A. Mayer
সঠিক উত্তর: (ঘ)
৬৫.ভাইরাস বাহিত রোগ –
i. কলেরা
ii. বসন্ত
iii. হাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৬.AIDS রোগের প্যাথোজেন যে ভাইরাস তা কে আবিষ্কার করেন?
ক) Gallow খ) Stantey
গ) Mager ঘ) Bawden
সঠিক উত্তর: (ক)
৬৭.DNA ভাইরাসের উদাহরণ কোনটি?
ক) পোলিও খ) রুবিওলা
গ) ফ্ল্যাভি ঘ) T2 ফায
সঠিক উত্তর: (ঘ)
৬৮.ম্যালেরিয়া জীবাণুর অযৌন চক্রের হেপাটিক সাইজোগনি মানব দেহের কোথায় সম্পন্ন হয়?
ক) বৃক্কে খ) যকৃতে
গ) লোহিত রক্ত কণিকায় ঘ) ফুসফুসে
সঠিক উত্তর: (খ)
৬৯.WHO এর তথ্যানুযায়ী প্রতি বছর কতজন লোক সারা বিশ্বে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়?
ক) ৫১৫ মিলিয়ন খ) ৫১৫ বিলিয়ন
গ) ৫৩০ বিলিয়ন ঘ) ৫৫০ মিলিয়ন
সঠিক উত্তর: (ক)
৭০.বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন অণুজীবকে?
ক) ছত্রাক খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস ঘ) শৈবাল
সঠিক উত্তর: (গ)
৭১.ধানের পাতা ধ্বসা রোগের কারণ Xanthomonas oryzae নামক ব্যাকটেরিয়া, যা –
i. গ্রাম পজিটিভ
ii. বায়বীয় প্রকৃতির
iii. একক ফ্লাজেলা বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭২.T2 ফায ভাইরাসের বেসপ্লেটে কতটি স্পর্শক তন্তু যুক্ত থাকে?
ক) ২টি খ) ৪টি গ) ৬টি ঘ) ৮টি
সঠিক উত্তর: (গ)
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion
৭৩.ব্যাকটেরিয়ার কোষঝিল্লির প্রকৃতি কীরূপ?
ক) বৈষম্য ভেদ্য খ) অভেদ্য
গ) ভেদ্য ঘ) পূর্ণভেদ্য
সঠিক উত্তর: (ক)
৭৪.কোন অঙ্গটি শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপস্থিত?
ক) ফ্ল্যাজেলা খ) ভলিউটিন
গ) পিলি ঘ) ল্যামেলি ও ভেসিকল
সঠিক উত্তর: (গ)
৭৫.ধনুষ্টংকার রোগের জন্য দায়ী কোন জীবাণু?
ক) Treponema pallidum খ) Vibrio cholerae
গ) Clostridium tatani ঘ) Yersinia pestis
সঠিক উত্তর: (গ)
৭৬.স্পোরোজোয়েট থেকে মেটাক্রিপটোজোয়েট অবস্থায় পৌঁছাতে পরজীবীর কত দিন সময় লাগে?
ক) ২-৩ দিন খ) ৭-১০ দিন
গ) ১৫-১৬ দিন ঘ) ২০-২৬ দিন
সঠিক উত্তর: (খ)
৭৭.নিচের কোনটি উদ্ভিদ দেহের রোগ?
ক) মোজাইক খ) বার্ড ফ্লু
গ) সোয়াইন ফ্লু ঘ) নিউক্যাসল
সঠিক উত্তর: (ক)
৭৮.ফায (Phage) শব্দটির অর্থ কী?
ক) বিষ খ) ভক্ষণ করা
গ) আক্রমণ করা ঘ) উপকার করা
সঠিক উত্তর: (খ)
৭৯.টিউলিপ ফুলের পাপড়িতে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে কোন অণুজীব?
ক) ব্যাকটেরিয়া খ) ভাইরাস
গ) ছত্রাক ঘ) শৈবাল
সঠিক উত্তর: (খ)
৮০.T2 ফাযের মাথার আকার কীরূপ?
ক) চতুর্ভুজাকার খ) ত্রিকোণাকার
গ) গোলাকার ঘ) ষড়ভুজাকার
সঠিক উত্তর: (ঘ)
৮১.নিউক্লিয়াস বিশিষ্ট ক্রিপ্টোজোয়েটকে কী বলে?
ক) মেরোজোয়েট খ) সাইজন্ট
গ) স্পোরোজোয়েট ঘ) সাইজোগনি
সঠিক উত্তর: (খ)
৮২.সাধারণ ডেঙ্গু জ্বর সাধারণত কত দিন স্থায়ী হয়?
ক) ৩-৬ খ) ৭-১০
গ) ১২-১৫ ঘ) ১৮-২০
সঠিক উত্তর: (ক)
৮৩.নিচের কোনটি ব্যাকটেরিয়ার সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া?
ক) অনুলিপন খ) দ্বিবিভাজন
গ) মাইটোসিস ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (খ)
৮৪.Vibrio cholerae এর দেহ থেকে যে বিষাক্ত পদার্থ বের হয় তা কোন জাতীয়?
ক) নিউরোটক্সিন খ) এন্টারোটক্সিন
গ) কার্ডিওটক্সিন ঘ) হেপাটোটক্সিন
সঠিক উত্তর: (খ)
৮৫.নিচের কোন হেপাটাইটিস সবচেয়ে মারাত্মক?
ক) হেপাটাইটিস এ খ) হেপাটাইটিস বি
গ) হেপাটাইটিস ডি ঘ) হেপাটাইটিস ই
সঠিক উত্তর: (খ)
৮৬.এক সূত্রক DNA পাওয়া যায় কোন ভাইরাসে?
ক) T2 ফায খ) TMV
গ) কোলিফায ঘ) HIV
সঠিক উত্তর: (গ)
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion
৮৭.লেবুর ক্যাংকার রোগের কারণ কোনটি?
ক) Xanthomonas citri
খ) Xanthomonas oryzae
গ) Xanthomonas vasculorum
ঘ) Stemptomyces scabies
সঠিক উত্তর: (ক)
৮৮.মা যদি হেপাটাইটিস বি আক্রান্ত হয় তবে নবজাতকের জন্মের পর হেপাটাইটিস বি এর টিকার পাশাপাশি নিচের কোনটি দিতে হয়?
ক) হিমোগ্লোবিন খ)ইমুনোগ্লোবিন
গ) স্যালাইন ঘ) অ্যান্টিসেপটিক
সঠিক উত্তর: (খ)
৮৯.ব্যাকটেরিওফাযের জীবনচক্রের অন্তর্ভুক্ত –
i. লাইটিক চক্র
ii. লাইসোজোম চক্র
iii. লাইসোজেনিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯০.ব্যাকটেরিয়ার যৌন জননে –
i. চারিত্রিক গুণাবলির বিনিময় ঘটে
ii. স্পোর ও রেণু উৎপাদন করে
iii. অসম্পূর্ণ জাইগোট সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯১.নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়?
ক) টাইফয়েড খ) নিউমোনিয়া
গ) ইনফ্লুয়েঞ্জা ঘ) হুপিংকাশি
সঠিক উত্তর: (গ)
অণুজীব MCQ ┃ Microorganism MCQ Suggestion