অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা গদ্য অংশ অপরিচিতা এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।
![](https://wisesmartly.com/wp-content/uploads/2022/11/অপরিচিতা-গল্পের-সৃজনশীল-প্রশ্ন-সাজেশন.jpg)
সাজেশন
আরো পড়ুনঃ
সর্বশেষ বোর্ডে আসা প্রশ্ন সাজেশন
১) ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে নাটকীয়তা থাকবে। স্বল্পসংখ্যক সুনির্বাচিত ঘটনার সাহায্যে ইঙ্গিতপূর্ণ পরিণতি লাভই ছোটগল্পের উদ্দেশ্য। নাটকীয় আকর্ষণীয়তা থাকবে ছোটগল্পে, একটি উৎকণ্ঠা ও চরম মুহূর্ত উপস্থিত হবে অনিবার্য হয়ে।
ক) ‘কুলি কুলি’ বলে কে ডাক ছাড়তে লাগল?
খ) “ছোটোকে যাঁহারা সামান্য বলিয়া ভুল করেন না তাঁহারা ইহার রস বুঝিবেন।”— এ কথার মাধ্যমে লেখক কী বুঝিয়েছেন?
গ) উদ্দীপকটি ‘অপরিচিতা’ গল্পের কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত ছোটগল্পের বৈশিষ্ট্যাবলি ‘অপরিচিতা’ গল্পে পরিপূর্ণরূপে বিদ্যমান। বক্তব্যের যথার্থতা প্রমাণ কর।
অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)
২। ভারি একখানি সাদাসিধা মুখ, সাদাসিধা দুটি চোখ, এবং সাদাসিধা একটি শাড়ি। কিন্তু সমস্তটি লইয়া কী যে মহিমা সে আমি বলিতে পারি না। যেমন-তেমন একখানি চৌকিতে বসিয়া, পিছনে একখানা ডোরা দাগ-কাটা শতরঞ্জ ঝোলানো, পাশে একটা টিপাইয়ের উপরে ফুলদানিতে ফুলের তোড়া। আর, গালিচার উপরে শাড়ির বাঁকা পাড়টির নীচে দু’খানি খালি পা।
ক) মামা অনুপমের চেয়ে কত বছরের বড়?
খ) “কারণ, প্রমাণ হইয়া গেছে, আমি কেহই নই।”— ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য ফুটে উঠেছে?
ঘ) “উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের অংশবিশেষ প্রতিফলিত হয়েছে।”- তোমার মতামত যাচাই কর।
৩) তবু বড়ো বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ, মেয়ের বয়স বড় বলিয়াই পণের অঙ্কটাও বড়। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে। বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবী জামাতার ভবিষ্যতের গর্ভ পূরণ করিয়া তুলিতেছে।
ক) অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন?
খ) “বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে”— বলতে কী বোঝানো হয়েছে?
গ) উদ্দীপকের পিতার সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?-ব্যাখ্যা কর।
ঘ) “উদ্দীপকটি ‘অপরিচিতা’ গল্পের বিশেষ একটি দিককেই নির্দেশ করে, পুরো বিষয়কে নয় ।”— মন্তব্যটি বিশ্লেষণ কর।
অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)
৪) বছরখানেক পূর্বে নোয়াপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে তানিয়ার সঙ্গে ধলপুর গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে রিফাতের বিয়ে হয়। বিয়ের সময় অনেক টাকা-পয়সা যৌতুক হিসেবে লেনদেন হয়। কিছুদিন যেতে না যেতেই নতুন করে যৌতুকের জন্য চাপ দিতে থাকে রিফাতের পরিবার। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় শুরু হয় তানিয়ার ওপর অমানবিক নির্যাতন।
ক) অনুপম অন্নপূর্ণার কোলে কার ছোট ভাইটির মতো?
খ) কল্যাণী কীভাবে অনুপমের কাছে অপরিচিতা হয়েই রইল?
গ) বিয়ের ব্যাপারে উদ্দীপকের তানিয়ার সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর মধ্যে মিল-অমিল তুলে ধর।
ঘ) অনুপমের সঙ্গে বিয়ে হলে কল্যাণীর পরিণতি কী তানিয়ার মতো হতো বলে তুমি মনে কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৫) ঘরেতে এলো না সে তো
মনে তার নিত্য আসা-যাওয়া-
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
ক. কল্যাণী কাদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে?
খ ‘তবে আপনাদের গাড়ি বলিয়া দিই’?— এই উক্তিটি শম্ভুনাথ কেন করেছিলেন?
গ উদ্দীপকে বর্ণিত ‘সে’ ‘অপরিচিতা’ গল্পের নায়িকাকে কীভাবে প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
ঘ ‘অপরিচিতা’ গল্পের অনুপমের ঋজু ব্যক্তিত্ববোধই পারত গল্পটির গতিকে পরিবর্তন করতে’- উক্তিটি সমর্থন কর কি? তোমার মতামতের পক্ষে যুক্তি প্রদান কর।
অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)
৬) রোকেয়া সাখাওয়াত হোসেন সমকালীন ভারতবর্ষে পুরুষশাসিত সমাজ জীবনের সব ক্ষেত্রে তৎকালীন নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখেছেন পুরুষের নিদারুণ স্বার্থপরতা, আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। তাঁর বিভিন্ন রচনায় তিনি নারী সমাজকে জ্ঞানচর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তি আকাঙ্ক্ষায় প্রলুব্ধ করতে চেয়েছেন। পরিবার ও সমাজের অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল, অবনত অবস্থার জন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন এবং নারী সমাজের উত্তরণের জন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আশা করেছেন।
ক) রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্পটির নাম কী?
খ) “এ জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড়, না গুণের হিসাবে”— কার, কেন? ব্যাখ্যা কর।
গ) কল্যাণীর চারিত্রিক বৈশিষ্ট্য বেগম রোকেয়ার সঙ্গে কোন কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
ঘ) ‘অপরিচিতা’ গল্পটি বেগম রোকেয়ার চিন্তা-চেতনাকে কতটা উচ্চকিত করে? যৌক্তিক মত প্রকাশ কর।
অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)
৭) মেয়েকে প্রচন্ড ভালোবাসতেন বলে তার শান্তির জন্য শ্বশুরবাড়ির নানা অপমান আর যন্ত্রণা মুখ বুজে সহ্য করেছেন গৌরীশংকর বাবু। এমনকি ছেলের বাবার দাবিকৃত পণের টাকাও জোগাড় করে দিয়েছেন। কিন্তু এতকিছু করেও শেষরক্ষা হয়নি। মেয়েকে এতটুকু শান্তি দিতে পারেননি তিনি। যৌতুকের কারণে শ্বশুরবাড়িতে নিত্যনতুন মানসিক যন্ত্রণা,নির্যাতন আর অবহেলা পোহাতে হয়েছে হৈমকে। এ যন্ত্রণার ভার সইতে না পেরে পরপারে চলে যায় হৈম।
ক) অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কী ছিল?
খ) বিয়ের আগে অনুপমের মামা গহনার খাদ পরীক্ষা করতে চেয়েছিলেন কেন?
গ) উদ্দীপকের গৌরীশংকর বাবুর সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ সেনের অমিল কোথায়? ব্যাখ্যা কর।
ঘ) কার্যক্রমগত ভিন্নতা থাকলেও গৌরীশংকর বাবু এবং শম্ভুনাথ সেন উভয়েই মেয়ের কল্যাণ চেয়েছেন- মন্তব্যটি বিশ্লেষণ কর।
৮) লেখাপড়া জানা সুমন বাবার একমাত্র সন্তান। বিয়ের আসরে পণের টাকা নিয়ে বাবা ঝামেলা বাধালেও সুমন কিছুই বলেনি। শেষ পর্যন্ত প্রজাপতির দুই পক্ষের তর্কাতর্কিতে বিয়েটা ভেঙে যায়। অথচ সুমন জানে যৌতুক একটি সামাজিক অপরাধ।
ক) ‘গাড়িতে জায়গা আছে’- এ উক্তিটি কার?
খ) মামা বিয়েবাড়িতে ঢুকে খুশি হলেন না কেন? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকটি ‘অপরিচিতা’ গল্পের কোন দিককে নির্দেশ করে? আলোচনা কর ।
ঘ) উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি ‘অপরিচিতা’ গল্পের সমগ্র ভাব ধারণ করে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৯) কোনো যৌতুক না চাইলেও বিয়েবাড়ি থেকে ফেরার সময় গাড়ি বোঝাই উপহার দেখে সফিউদ্দিন অবাক হয়ে গেলেন। তিনি মেয়ের বাবাকে বলেন- আমরা উপহার বা যৌতুকনিতে আসিনি, আমার ছেলের জন্য শুধু আপনার মেয়েকে নিতে এসেছি।
ক) হরিশ কে?
খ) “তবে আপনাদের গাড়ি বলিয়া দেই?” উক্তিটি শম্ভুনাথ কেন করেছিলেন?
গ) উদ্দীপকের সফিউদ্দিনের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের বৈসাদৃশ্যপূর্ণ চরিত্রটি উপস্থাপন কর।
ঘ) “উদ্দীপকের সফিউদ্দিনের মনোভাব ‘অপরিচিতা’ গল্পের মূলভাব পরিবর্তনের চাবিকাঠি”– উক্তিটির যৌক্তিকতা বিচার কর।
১০) সামান্য কারণে বিয়ে ভেঙে যাওয়ায় শ্যামলী আর বিয়ের পিঁড়িতে বসেননি। তিনি এখন সমাজসেবামূলক একটি এতিমখানায় এতিমদের লেখাপড়া শেখানোর কাজ করেন।
ক) অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড়?
খ) মা কেন অনুপমকে ছাড়তে পারেননি?
গ) শ্যামলীর সমাজসেবামূলক কাজ ‘অপরিচিতা’ গল্পের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ) “শ্যামলীর মানসিক দৃঢ়তা ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর ছায়ারূপ”— কথাটির যথার্থতা বিচার কর।
১১) অশোক লেখাপড়া না জানা দরিদ্র রিকশাচালক। পিতৃ-মাতৃহীন অশোকের চাচাই তার একমাত্র অভিভাবক। অশোকের বিয়ে ঠিক হয় পিতৃহীন অনিলার সঙ্গে। বিয়ের দিন সামান্য বিষয় নিয়ে কনেপক্ষের লোকের সঙ্গে ঝগড়া বাধলে অশোকের চাচা বরযাত্রী নিয়ে চলে এলেও অশোক বিয়ের আসর থেকে চলে আসেনি। অতঃপর অশোকের সঙ্গে অনিলার বিয়ে হয়।
ক) অনুপম রেলস্টেশনে কী ফেলে গিয়েছিল?
খ) নবযৌবন ইহার দেহে মনে কোথাও ভার চাপাইয়া দেয় নাই। ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে অশোকের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধর।
ঘ) উদ্দীপকের অশোকের চাচার মানসিকতা ও ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মামার মানসিকতা একই— যথার্থতা নিরূপণ কর।
এই অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো পড়ুন