HSC ICT 1st chapter MCQ Test -6 আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
0 votes, 0 avg
0

HSC ICT MCQ Online Exam

ইন্টারমিডিয়েট আইসিটির সকল অধ্যায়ের সমন্বয়ে তৈরি MCQ পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করতে পারবে। প্রতিবার তোমার জন্য ২৫টি প্রশ্ন দৈবক্রমে আসবে। তাই বহুবার পরীক্ষায় অংশ নিতে পারবে। সব অধ্যায় এর সমন্বয়ে ১০০০+ প্রশ্ন দেওয়া হয়েছে। 

1 / 25

ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযােগকে কী বলা হয়?

2 / 25

Google.com কী?

3 / 25

ক্রায়ােসার্জারিতে কোন প্রযুক্তি প্রয়ােগ করা হয়?

4 / 25

HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?

5 / 25

পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেইজে হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে ।
পান্না কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার।

6 / 25

HTML এর body অংশে থাকে
i. ছবি ।
ii. টেবিল।
iii. ওয়েব পেইজ টাইটেল
নিচের কোনটি সঠিক?

7 / 25

একটি ওয়েব পেইজের প্রথম পৃষ্ঠাকে কী বলে?

8 / 25

অনুমতি ব্যতীত কোনাে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে?

9 / 25

উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : মি, হাসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত, চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাতকরণে পদার্থের মাইক্রোস্কোপিক অণু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে ।পণ্যের বিপণন, মজুদকরণ এবং উৎপাদনে গতিশীলতার কারণে বাজারে তার অবস্থা আরাে শক্তিশালী হয় ।. মি. হাসানের বাজারে শক্ত অবস্থানের কারণ পণ্যটি- i. আকর্ষণীয় মােড়কযুক্ত ii. আর্দ্রতা প্রতিরােধী iii. পরিবহনে সুবিধা, নিচের কোনটি সঠিক?

10 / 25

রােবটিক্স-এর ক্ষেত্রে প্রযােজ্য- i. হার্ডওয়্যার ii. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স iii. নতুন গবেষণা পরিচালনা ,নিচের কোনটি সঠিক?

11 / 25

Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?

12 / 25

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

13 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
নিরব নতুন ওয়েব ডেভেলপার। সে HTML ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।
নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে?
নিরৰ যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা-
i. ওয়েবসাইটের একটা পেইজের এক অংশের সাথে একই পেইজের অন্য অংশের লিংক করা যায়
ii. ওয়েবসাইটের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়া যায়
ii. এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিংক করা যায়
নিচের কোনটি সঠিক?

14 / 25

ওয়েব ব্রাউজার হলো—
i. গুগল ক্রোম
ii. সাফারি।
iii. ইউটিউব।
নিচের কোনটি সঠিক?

15 / 25

ওয়েব পেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি?

16 / 25

জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?

17 / 25

HTML হচ্ছে—
i. শেখা সহজ
ii. কেস সেনসিটিভ
iii, রক্ষণাবেক্ষণ সহজ
নিচের কোনটি সঠিক

18 / 25

উদ্দীপকটি পড় এবংপ্রশ্নের উত্তর দাও : অসুস্থতার কারণে অমিত অনুপস্থিত থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মােবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “এক্ষুণি তােমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও মােবাইল ফোনে প্রয়ােজনীয় তথ্যের টেক্সট, অডিও ভিডিও ডাউনলােড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে। উদ্দীপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহণ করেছে?

19 / 25

মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?

20 / 25

ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-

21 / 25

প্রতিটি HTML ডকুমেন্টকে কী বলে?

22 / 25

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:শুভ সাহেব এর ছােট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন। উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে?

23 / 25

বায়ােমেট্রিক্স ব্যবহৃত হয়- i.কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে ii. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে iii. পাসপাের্ট তৈরিতে নিচের কোনটি সঠিক?

24 / 25

ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা i. একে অপরের ছবি দেখতে পারে ii. প্রত্যেকে প্রত্যেকের কথােপকথন শুনতে পারে। iii. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে নিচের কোনটি সঠিক?

25 / 25

রােবট ব্যবহৃত হয়-i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজেii. পরিকল্পনা প্রণয়নেii. খনির অভ্যন্তরীণ কাজে, নিচের কোনটি সঠিক?

Your score is

0%

এই HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top