আমার পথ mcq Test part-1 আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর বাংলা ১মপত্র

আমার পথ mcq Test part-1/ আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

আমার পথ mcq Test part-1/ আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

আমার পথ mcq Test part-1/ আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত আমার পথ চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে ৩০টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/30
1 votes, 5 avg
2

HSC Bangla

আমার পথ প্রবন্ধের mcq মডেল টেস্ট-১

এইচএসসি বাংলা ১ম পত্র(আমার পথ ) এর সিলেবাসভূক্ত সকল টপিকসের MCQ Test-1
পূর্ণমানঃ ৩0 সময়, ২৫মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

কাজী নজরুল ইসলাম আমৃতু্য কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন?

2 / 30

এ 'ধূমকেতু' কী আনবে না?

 

3 / 30

‘আমার পথ’ কোন ধরনের রচনা?

4 / 30

ভুলের মাধ্যমে আমরা কী পেতে পারি?

 

5 / 30

আত্মাকে চেনা আর যাই হোক কী নয়?

 

6 / 30

. 'আমায় পথ দেখাবে আমার সত্য।'-এ সত্য বলতে প্রাবন্ধিক কোন সত্যকে বুঝিয়েছেন?

 

7 / 30

কোনটিকে সবচেয়ে বড় দাসত্ব বলে?

 

8 / 30

“কারও প্রশংসা পাবার লোভে কোনোদিনও মিথ্যার পথে হাঁটেনি নিখিল।” ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে নিখিলের মধ্যে কোনটি নেই?

9 / 30

সত্য যে কঠিন

কঠিনেরে ভালোবাসিলাম

সে কখনো করে না বঞ্চনা।

উক্ত প্রতিনিধিত্বের কারণ হলো-

i. সত্যই সুন্দর

ii. সত্যই মুক্তির পথ

iii. সত্য আলোর দিশারী

নিচের কোনটি সঠিক?

10 / 30

কাকে চিনলে মানুষের মনে আপনাআপনি একটা জোর আসে?

 

11 / 30

কোন ধর্ম সবচেয়ে বড় বলে ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন?

12 / 30

 “হেলাল সব সময় তার অফিসের বড় কর্তার সামনে মাথা হেঁট করে থাকে। এমনকি বড়কর্তা তাকে শত অপমান করলেও সে তা গায়ে মাখে না।” ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে উদ্দীপকের হেলাল কোনটিকে অস্বীকার করেছে?

13 / 30

“তেত্রিশ কোটি দেবতার দেশ” বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কোন দেশকে বোঝানো হয়েছে?

14 / 30

'আমার পথ' প্রবন্ধ অনুসারে কোন ব্যক্তি বাহিরে ভয় পায়?

 

15 / 30

ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়?

 

16 / 30

‘আমার পথ’ প্রবন্ধটির রচয়িতা কে?

17 / 30

মহাত্মা গান্ধী ভারতবাসীকে কী শেখাচ্ছিলেন?

 

18 / 30

'আমার পথ' প্রবন্ধে নিচের কোনটিকে বিপথ বলা হয়েছে-

 

19 / 30

‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

20 / 30

আগুনের ঝান্ডা কী?

21 / 30

কে সবাইকে নিজের ওপর বিশ্বাস করতে শিখাচ্ছিলেন বলে ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন-

22 / 30

কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন?

 

23 / 30

“এ দেশের নাড়িতে নাড়িতে অস্থিমজ্জায় যে পচন ধরেছে” আলোচ্য অংশে যে পচনের কথা বলা হয়েছে নিচের কোনটি তার সাক্ষ্য বহন করে?

24 / 30

ধূমকেতু' কোনটিকে ধারণ করবে?

 

25 / 30

 কাজী নজরুল ইসলাম এক মানুষকে অন্য মানুষের সঙ্গে মিলিয়ে কী হয়ে উঠতে চেয়েছেন?

26 / 30

সত্য যে কঠিন

কঠিনেরে ভালোবাসিলাম

সে কখনো করে না বঞ্চনা।

আমার পথ প্রবন্ধের যে বাক্য উদ্দীপকের বাক্যটির প্রতিনিধিত্ব করে তা হলো-

i. আমার পথ দেখাবে সত্য

ii. নমস্কার করছি সত্যকে

iii. এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম

নিচের কোনটি সঠিক?

27 / 30

“আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে।“ আলোচ্য বাক্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

28 / 30

কাকে চিনলে আত্মনির্ভরতা আসে?

 

29 / 30

অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে মানুষ কোনটিকে অস্বীকার করে ফেলে?

 

30 / 30

কোন ধরনের কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে?

Your score is

The average score is 75%

0%

এই আমার পথ mcq Test part-1/ আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রস্তুতি(উত্তরসহ)

আমার পথ

কাজী নজরুল ইসলাম

১. কাজী নজরুল ইসলাম আমৃতু্য কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন?

ক. অন্যায় ও শোষণ

খ. সমাজতন্ত্র

গ. রাষ্ট্রব্যবস্থা

ঘ. ব্রিটিশ সরকার

সঠিক উত্তর : ক. অন্যায় ও শোষণ

২. ‘আমায় পথ দেখাবে আমার সত্য।’-এ সত্য বলতে প্রাবন্ধিক কোন সত্যকে বুঝিয়েছেন?

ক. অন্তরের

খ. জীবনের

গ. সমাজের

ঘ. বাইরের

সঠিক উত্তর : ক. অন্তরের

আমার পথ mcq Test part-1/ আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

নিচের কবিতাংশটি পড়ে ৩ ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও

সত্য যে কঠিন

কঠিনেরে ভালোবাসিলাম

সে কখনো করে না বঞ্চনা।

৩. আমার পথ প্রবন্ধের যে বাক্য উদ্দীপকের বাক্যটির প্রতিনিধিত্ব করে তা হলো-

র. আমার পথ দেখাবে সত্য

রর. নমস্কার করছি সত্যকে

ররর. এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৪. উক্ত প্রতিনিধিত্বের কারণ হলো-

র. সত্যই সুন্দর

রর. সত্যই মুক্তির পথ

ররর. সত্য আলোর দিশারী

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৫. ‘ধূমকেতু’ কোনটিকে ধারণ করবে?

ক. ধ্বংস খ. সাম্য

গ. সত্য ঘ. ন্যায়-নীতি

সঠিক উত্তর : গ. সত্য

৬. কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন?

ক) তারুণ্যকে

খ) সত্যকে

গ) রাজভয়কে

ঘ) লোকভয়কে

সঠিক উত্তর : খ) সত্যকে

৭. ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়?

ক) বার বার ভুল করার মাধ্যমে

খ) ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে

গ) ভুল চেপে রাখার মাধ্যমে

ঘ) প্রাণ খুলে ভুল স্বীকার করার মাধ্যমে

সঠিক উত্তর : খ) ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে

৮. ‘আমার পথ’ প্রবন্ধে নিচের কোনটিকে বিপথ বলা হয়েছে-

ক. সত্যবিরোধী পথকে

খ. ভয়ের পথকে

গ. লাঞ্ছনার পথকে

ঘ. নিপীড়নের পথকে

সঠিক উত্তর : ক. সত্যবিরোধী পথকে

আমার পথ mcq Test part-1/ আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৯. কাকে চিনলে মানুষের মনে আপনাআপনি একটা জোর আসে?

ক. বিশ্বকে

খ. জীবনকে

গ. সময়কে

ঘ. নিজেকে

সঠিক উত্তর : ঘ. নিজেকে

১০. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে মানুষ কোনটিকে অস্বীকার করে ফেলে?

ক. নিজের পৌরুষ

খ. নিজের মর্যাদা

গ. নিজের বিবেক

ঘ. নিজের সত্য

সঠিক উত্তর : ঘ. নিজের সত্য

১১. মহাত্মা গান্ধী ভারতবাসীকে কী শেখাচ্ছিলেন?

ক. স্বাবলম্বন

খ. সত্যবাদিতা

গ. শৃঙ্খলা

ঘ. নিয়মানুবর্তিতা

সঠিক উত্তর : ক. স্বাবলম্বন

১২. ভুলের মাধ্যমে আমরা কী পেতে পারি?

ক) সত্য খ) মিথ্যা

গ) ভয় ঘ) জ্ঞান

সঠিক উত্তর : ক) সত্য

১৩. কোনটিকে সবচেয়ে বড় দাসত্ব বলে?

ক. পরাবলম্বন খ. গোলামি

গ. ব্যক্তিত্বহীনতা ঘ. পরাধীনতা

সঠিক উত্তর : ক. পরাবলম্বন

১৪. কাকে চিনলে আত্মনির্ভরতা আসে?

ক. আত্মা খ. সত্য

গ. অস্তিত্ব ঘ. কর্ণধার

সঠিক উত্তর : ক. আত্মা

১৫. আত্মাকে চেনা আর যাই হোক কী নয়?

ক. ছলচাতুরী খ. ছলনা

গ. ভন্ডামি ঘ. মিথ্যাচার

সঠিক উত্তর : গ. ভন্ডামি

আমার পথ mcq Test part-1/ আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

১৬. এ ‘ধূমকেতু’ কী আনবে না?

ক. বিনষ্ট খ. ধ্বংস

গ. দুঃখ ঘ. ঝগড়া-বিবাদ

সঠিক উত্তর : ঘ. ঝগড়া-বিবাদ

১৭. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কোন ব্যক্তি বাহিরে ভয় পায়?

ক. যার ভেতরে ভয়

খ. যে পরাধীন

গ. যে মূর্খ

গ. যে অত্যাচারী

সঠিক উত্তর : ক. যার ভেতরে ভয়

আমার পথ mcq Test part-1/ আমার পথ নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

You cannot copy content of this page

Scroll to Top