এইচএসসি রসায়ন ২য়পত্র সৃজনশীল ও নৈর্ব্যক্তিক সাজেশন ২০২৪ । HSC Chemistry 2nd paper CQ MCQ Suggestion 2023
Read More:
এখানে , এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের রসায়ন ২য়পত্রের সর্বশেষ সিলেবাসের আলোকে সাজেশন দেওয়া হয়েছে।
এইচএসসি রসায়ন ২য়পত্র সৃজনশীল সাজেশন ২০২৪
১।
(ক) নাইট্রোজেন ফিক্সেশন কী?
(খ) CO কে নীরব ঘাতক গ্যাস বলা হয় কেন ?
(গ) স্টপকর্ক বন্ধ অবস্থায় A গ্যাসের অণুসংখ্যা নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকে উল্লেখিত পর্যবেক্ষিত মোট চাপ ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসরণ করে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
২।
(ক) ফ্লু গ্যাস কী?
(খ) COD এর মান BOD অপেক্ষা বেশী হয় কেন?
(গ) উদ্দীপকের গ্যাসটির মোল সংখ্যা নির্ণয় করো।
(ঘ) উল্লেখিত গ্যাসটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করবে? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
৩।
(ক) রেকটিফাইড স্পিরিট কী?
(খ) জ্যামিতিক সমানুতার শর্তগুলো লিখ ।
(গ) B যৌগের কার্যকরী মূলক কীভাবে শনাক্ত করবে?
(ঘ) উদ্দীপকে A ও C এর মধ্যে কোনটি অম্লীয়? বিশ্লেষণ কর।
৪।
(ক) গ্যামাক্সিনের গাঠনিক সংকেত লিখ ।
(খ) প্রোপানোনের টটোমারিতা দেখাও ।
(গ) C যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণসহ লিখ।
(ঘ) A যৌগ হতে B যৌগ প্রস্তুতির ক্রিয়াকৌশল লিখ ।
৫।
(ক) সেন্টিমোলার দ্রবণ কী?
(খ) মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কেন?
(গ) A দ্রবণে 500 ml পানি যোগ করলে যে দ্রবণ তৈরী হয় তার ppm ঘনমাত্রা কত?
(ঘ) A ও B দ্রবণের মিশ্রণে আরও কত গ্রাম Ca ধাতু দিলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৬।
(ক) ppm এর সংজ্ঞা দাও ।
(খ) Fe2+ আয়ন জারক ও বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে কেন ?
(গ) A পাত্রের আকরিকে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় কর ।
(ঘ) জারক হিসাবে K2Cr2O7 ব্যবহার করে উক্ত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা কর ।
৭।
(ক) ETP কী?
(খ) কাচে অ্যানিলিং করা হয় কেন ?
(গ) উদ্দীপকের কোষটির emf নির্ণয় কর ।
(ঘ) উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণটিকে M এর পাত্রে রাখা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৮।
(ক) ফুলারিন কী?
(খ) কার্বক্সিল মূলক কীভাবে শনাক্ত করা হয়?
(গ) Y থেকে একটি নন অ্যারোমেটিক যৌগ প্রস্তুত কর ।
(ঘ)Y ও Z যৌগদ্বয়ের মধ্যে কোনটির নাইট্রেশন সহজে ঘটে তা কারণসহ বিশ্লেষণ কর।
এইচএসসি রসায়ন ২য়পত্র MCQ সাজেশন ২০২৪
১। SATP তে তাপমাত্রা কত কেলভিন ?
(ক) 273 (খ) 278 (গ) 293 (ঘ) 298
২। কোন জৈব যৌগে হাইড্রোজেন নেই ?
(ক) ডাইক্লোরোমিথেন (খ) হেক্সাক্লোরোবেনজিন (গ) আয়োডোফর্ম (ঘ) সাইক্লোহেক্সেন
৩। ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য কোন ক্ষেত্রে?
(ক) F2, H2 (খ) CH4, Cl2 (গ) N2, O2 (ঘ) NH3, HCl
৪। প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থো-প্যারা নির্দেশক?
(ক) -NH2 (খ) -COOH (গ) -CHO (ঘ) -NO2
৫। SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে-
i. পোলার দ্রাবকে এ কৌশল দেখা যায়
ii. এক ধাপে সম্পন্ন হয়
iii. সক্রিয়তার ক্রমঃ
CH3X >10RX> 20RX >30RX
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
6। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরন করে ? ক) শূন্য তাপমাত্রায় খ) নিম্ন তাপমাত্রায় গ)কক্ষ তাপমাত্রায় ঘ) খুব উচ্চ তাপমাত্রায় 7। কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে?
(ক) ফ্লোরিন (খ) অক্সিজেন (গ) নিয়ন (ঘ) ক্লোরিন উদ্দীপকটি লক্ষ করো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও
A ও B উভয় যৌগের আণবিক সংকেত C4H8. A যৌগের ১টি গঠন সম্ভব হলেও B যৌগের ২টি গঠন সম্ভব।
৮। IUPAC পদ্ধতিতে A যৌগের সঠিক নাম কোনটি?
(ক) বিউট-১-আইন,(খ) বিউট-২-আইন (গ) বিউট-২-ইন (ঘ) বিউট-১-ইন
৯। B যৌগের সমানূ হলো-
i. d-সমানূ ii. Cis-সমানূ iii. trans-সমানূ
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০। লূকাস বিকারক ব্যবহৃত হয়-
(ক) ফেনল শনাক্তকরণে (খ) অ্যালকোহল শনাক্তকরণে (গ)অ্যালডিহাইড শনাক্তকরণে (ঘ)ফ্যাটি এসিড শনাক্তকরণে
11। COOH-COOH এর IUPAC নাম কী ? ক) অক্সালিক এসিড খ) ডাইকার্বক্সিলিক এসিড গ) ইথানোয়িক এসিড ঘ) ইথান ডাইঅয়িক এসিড ১২। কোনটি বলয় নিষ্ক্রীয়কারী ? (ক) -OH (খ) –NH2 (গ) -CH3 (ঘ) –CHO 13। নিচের কোনটি প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ ?
(ক) H2SO4 (খ) K2Cr2O7 (গ) KMnO4 (ঘ) HCl
১৪। 10% মিথানলের ঘনমাত্রা মোলারিটি এককে কত ? (ক) 3.125 (খ) 3.51 (গ) 4.43 (ঘ) 5.61
১৫। মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে কোন ধরনের বর্ণ দেখায় ?
(ক) লাল (খ) কমলা (গ) হলুদ (ঘ) গোলাপী
১৬। মোলার দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি একটি প্রমাণ দ্রবণ
ii. দ্রবণের ঘনমাত্রা 1M
iii. 1L দ্রবণে 1mol পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। 100 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম H2SO4 দ্রবীভূত আছে ?
(ক) 98 (খ) 49 (গ) 4.9 (ঘ) 0.98
১৮। কোনটি লুইস ক্ষার ?
(ক) BF3 (খ) AlCl3 (গ) H2O (ঘ) FeCl3
১৯। অ্যানোড তড়িৎদ্বারে ঘটে – ক) ধাতব আয়ন আগমন খ) ধাতব আয়ন নির্গমন গ) বিজারণ ঘ) জারণ ২০। কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না ? ক) তড়িৎ বিশ্লেষ্য কোষ খ) লেড সঞ্চয়ী কোষ গ) লিথিয়াম আয়ন ব্যাটারি ঘ) গ্যালভানিক কোষ
২১। ক্যালোমেল তড়িৎদ্বারে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
(ক) HgCl2 (খ) Hg2Cl2 (গ) MnO2 (ঘ) NH4Cl
২২। 0.15 M HCl দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত ? ক) 3.65 খ) 1500 গ) 3650 ঘ) 5475
২৩। কোনটি উর্টজ-ফিটিগ বিক্রিয়ায় উৎপন্ন হয় ? ক) উচ্চতর এলকেন খ) অ্যালকাইল হ্যালাইড গ) ফিনাইল হ্যালাইড ঘ) অ্যালকাইল বেনজিন ২৪। 4g H2 গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরন কোনটি ? ক) PV = nRT খ) PV = RT
গ) PV = 2RT ঘ) PV = 4RT
২৫। কোন সমানুতা আপনা আপনি ঘটতে পারে ?
ক) অবস্থান সমানুতা খ) টটোমারিজম গ) গাঠনিক সমানুতা ঘ) মেটামারিজম
Huge information about chemistry
ntroduction to HSC Chemistry CQ and MCQ Suggestion 2024
As a student preparing for the HSC Chemistry examination in 2023, the importance of extensive preparation cannot be overstated. The examination consists of two distinct sections – Creative Questions (CQ) and Multiple Choice Questions (MCQ). Our experts have compiled an exhaustive list of CQ and MCQ suggestions for HSC Chemistry 2023 to aid in your preparation.
Designed to test your understanding and application of key concepts, the Creative Questions (CQ) section will make up a significant portion of the HSC Chemistry examination. Similarly, the Multiple Choice Questions (MCQ) section will check your grasp of the fundamentals and your ability to choose the correct answer from a set of options. The MCQ section is particularly crucial, given that it can be a game-changer in terms of points.
The Relevance of CQ and MCQ Suggestions
The CQ and MCQ suggestions offer a comprehensive view of potential questions that may be featured in the 2023 HSC Chemistry examination. These suggestions are not just random questions; rather, they are carefully selected and organized based on the pattern of previous years’ examinations and upcoming educational trends. Additionally, they are designed to cover a wide range of topics within the chemistry syllabus, ensuring that no stone is left unturned in your preparation.
Note: While these suggestions can significantly aid in your preparation, they should not be used as a substitute for comprehensive study and understanding of the entire syllabus.
Advantages of Using Our CQ and MCQ Suggestions
- Comprehensive Coverage: The CQ and MCQ suggestions cover a broad spectrum of topics within the HSC Chemistry syllabus, ensuring a well-rounded preparation.
- Expertly Curated: Our suggestions are compiled by a panel of experienced educators who have a deep understanding of the HSC examination patterns and requirements.
- Time-Efficient: Studying from our suggestions can help streamline your preparation by focusing on potential questions, thus saving valuable time.
- Boosts Confidence: By practicing these questions, you can significantly improve your confidence, which is a crucial factor in any examination.
In conclusion, our HSC Chemistry CQ and MCQ Suggestion 2023 is a valuable resource for any student seeking to excel in the examination. Remember, success in any examination is a combination of well-planned preparation and strategic revision. Let our suggestions guide you towards your academic goals.
Understanding the HSC Chemistry Exam Format
Understanding the format of the HSC Chemistry Exam is crucial in ensuring success. Much like a skilled carpenter who knows the ins and outs of his toolbox, a well-prepared student must familiarize themselves with the structure of the exam they are about to face. This knowledge enables students to allocate their revision time more efficiently and allows them to approach the test with an increased level of confidence.
Key Elements of the HSC Chemistry Exam
The HSC Chemistry Exam is broken down into two primary sections: Creative Questions (CQ) and Multiple Choice Questions (MCQ). Both sections are vital and require a firm understanding of the subject matter to excel.
- Creative Questions (CQ): This section assesses the student’s ability to apply the principles of chemistry to complex problems. It requires a deep understanding of the subject, as well as the capability to think critically and creatively.
- Multiple Choice Questions (MCQ): This section evaluates a student’s comprehension and retention of the material. It demands accuracy and speed, as students are required to recall specific details within a limited time frame.
Exam Duration and Marks Distribution
The HSC Chemistry Exam typically lasts for three hours, with additional reading time. The distribution of marks between the two sections is as follows:
Section | Duration | Marks |
---|---|---|
Creative Questions (CQ) | 2 hours | 60 |
Multiple Choice Questions (MCQ) | 1 hour | 40 |
To excel in the HSC Chemistry Exam, students must allocate their time wisely and maintain a solid understanding of the material. Remember, the exam is not merely a test of knowledge—it’s a test of understanding, application, and time management.
A solid grasp of the exam format is a stepping stone to success in the HSC Chemistry Exam. Familiarize yourself with the structure, understand the requirements of each section, and prepare accordingly. Good luck!
Top Scoring Topics in HSC Chemistry
With the HSC Chemistry exams poised on the horizon for 2023, students need to ensure they maximize their study efficiency by focusing on the highest-scoring topics. Notably, these topics are known to have a rich history of relevance in past examinations and are likely to feature prominently in the HSC Chemistry 2023 exams as well.
Quantitative Chemistry
This topic, rooted in the mathematical aspects of chemistry, often carries significant weight in HSC exams. Key areas of focus should include stoichiometry, molar calculations, and chemical equations. Understanding these areas not only boosts your score but also lays a solid foundation for the rest of your chemistry studies.
Acid/Base Reactions
Acid/base reactions are a staple in chemistry and are bound to appear in the exam. This topic encompasses titration, buffer solutions, and pH calculations. Mastery of these concepts is vital for acing this section of the exam.
Rates of Reactions
Understanding the factors that influence the rates of reactions and how to measure them is crucial. This topic often includes questions about catalysts, temperature effects, concentration effects, and reaction mechanisms.
Organic Chemistry
Organic chemistry is an integral part of the HSC Chemistry syllabus. Areas of concentration should include the structure and naming of organic compounds, as well as reactions involving alkanes, alkenes, and alkynes.
Note that while these topics have traditionally been significant in HSC chemistry exams, a thorough understanding and mastery of the entire syllabus is still essential. Remember, success in chemistry is not about rote learning but understanding and application.
Frequently Asked Questions (FAQ)
- What topics are traditionally significant in HSC chemistry exams?
While the importance of topics may vary slightly from year to year, certain topics have consistently been significant in HSC chemistry exams. However, it is absolutely crucial to have a thorough understanding and mastery of the entire syllabus. - Is success in chemistry about rote learning?
No, success in chemistry is not about rote learning. It is more about understanding concepts and their application. The ability to apply your knowledge in varying contexts is what will truly set you apart. - What is the best way to prepare for HSC chemistry?
The best way to prepare for HSC chemistry is to master the entire syllabus. Understand each topic, practice regularly, and ensure you are able to apply what you’ve learned.