কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স টি দেওয়া হয়েছে এইচএসসি শিক্ষার্থীদের জন্য যাতে তারা প্রস্তুতি নিতে পারে ও ভালো ফলাফল করতে পারে।
কোষ চক্র
প্রশ্ন ১। কোষচক্র কী? (য, বাে, ‘১৯; কু. বো, ‘১৯)
উত্তর : একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন-এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষচক্র।
প্রশ্ন ২। সেন্ট্রোমিয়ার কাকে বলে?
উত্তর : প্রতিটি ক্রোমােসােমের দুটি বাহু যে নির্দিষ্ট স্থানে সংযুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে।
প্রশ্ন ৩। মাতৃকোষ কী?
উত্তর : মাতৃকোষ হলাে বিভাজনে অংশগ্রহণকৃত কোষ যা অপত্য কোষ সৃষ্টি করে।
অ্যামাইটোসিস
প্রশ্ন ৪। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? (চ, বাে, ‘২১)
উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনাে জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।
প্রশ্ন ৫। কোন ধরনের জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়?
উত্তর : ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় ।
মাইটোসিস/সমীকরণিক বিভাজন
প্রশ্ন ৬। কোষ বিভাজন কী? [ঢা.বাে, ‘২১]
উত্তর : যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে ।
প্রশ্ন ৭। মাইটোসিস কী? [রা, বাে, ‘১৬]
উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমােসােম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস বলে।
মাইটোসিস বিভাজনের ধাপসমূহ
প্রশ্ন ৮ | মেটাকাইনেসিস কী? [কু, বাে, ‘২১; দি, বাে, ‘১৬]
উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞলে ক্রোমােসােমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে ।
প্রশ্ন ৯। ক্রোমাটিড কী? (কু, বাে, ‘২১)
উত্তর : কোষ বিভাজনের প্রােফেজ পর্যায়ের শেষে প্রতিটি ক্রোমােসােম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি তন্তুর ন্যায় দু’ভাবে বিভক্ত হয়, ক্রোমােসােমের এমন প্রতিটি তন্তুকেই বলা হয় ক্রোমাটিড।
প্রশ্ন ১০। মাইটোটিক ইন্ডেক্স কী? [ব, বাে, ‘২১; দি, বাে, ‘২১]
উত্তর : কোন টিস্যুর মােট সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত হলাে মাইটোটিক ইনডেক্স ।
প্রশ্ন ১১। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কাকে বলে? (ব, বে, ‘২১)
উত্তর ; মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটির কোনাে কারণে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে, তাকেই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলে ।
প্রশ্ন ১২। ক্যারিওকাইনেসিস কী?
উত্তর : কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনই হলাে ক্যারিওকাইনেসিস ।
প্রশ্ন ১৩। ইন্টারফেজ কী?
উত্তর : একটি কোষ পরপর দু’বার বিভক্ত হওয়ার মধ্যবর্তী সময় বা পর্যায়ই হলাে ইন্টারফেজ।
প্রশ্ন ১৪। বিপাকীয় নিউক্লিয়াস কী?
উত্তর : ইন্টারফেজ অবস্থায় কোষে নিউক্লিয়াই বিপাকীয় নিউক্লিয়াস ।
প্রশ্ন ১৫। ইন্টারকাইনেসিস কাকে বলে?
উত্তর : মিয়ােসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে।
প্রশ্ন ১৬। কোন প্রকার কোষ বিভাজন প্রক্রিয় মূল ও কাণ্ড গঠিত হয়?
উত্তর : মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মূল ও কাণ্ড গঠিত হয়।
সাইটোকাইনেসিস
প্রশ্ন ১৭। সাইটোকাইনেসিস কী? (চ, বাে, ‘২১)
উত্তর : বিভাজনরত কোষের সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়াই হলাে সাইটোকাইনেসিস ।
মিয়ােসিস বা হ্রাসমূলক বিভাজন
প্রশ্ন ১৮। বাইভেলেন্ট কী? [দি, বাে, ‘২১]
উত্তর : জাইগােটিন উপপর্যায়ে প্রতিটি জোড় বাঁধা ক্রোমােসােম জোড়াকে বাইভেলেন্ট বলে ।
প্রশ্ন ১৯। ট্র্যাকশন ফাইবার কী? [ম, বাে, ‘২১]
উত্তর : কোষ বিভাজনের সময় সৃষ্ট স্পিণ্ডল যন্ত্রের যে তন্তুগুলাে ক্রোমােসােমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে তাকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলে ।
জীববিজ্ঞান ২য় অধ্যায়ঃ কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন সাজেশান্স
প্রশ্ন ২০। ক্রসিং ওভার কী? [য, বাে,, ব, বাে, ‘১৭]
উত্তর : মিয়ােসিস কোষ বিভাজনের প্রথম প্রােফেজে একজোড়া হােমােলােগাস, ক্রোমােসােমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে।
প্রশ্ন ২১। সিন্যাপসিস কাকে বলে?(ব, বাে, ‘১৯,)
উত্তর : দুটি হােমােলােগাস ক্রোমােসােমের জোড় বাধার প্রক্রিয়াই হলাে সিন্যাপসিস।
প্রশ্ন ২২। মিয়ােসিস কোথায় ঘটে?
উত্তর : মিয়ােসিস কোষ বিভাজন গ্যামেট সৃষ্টির সময় জীবের জনন মাতৃকোষে ঘটে।
দ্বিতীয় মিয়ােটিক বিভাজন
প্রশ্ন ২৩। সমসংস্থ ক্রোমােসােম কাকে বলে?
উত্তর : যেসব ক্রোমােসােমের আকার, আকৃতি ও জিনের বিন্যাস হুবহু একই রকম হয় তাদেরকে সমসংস্থ ক্রোমােসােম বলে ।
প্রশ্ন ২৪। কায়াজমা কী? [য. বাে, ‘২১; রা, বাে, ‘১৭]
উত্তর : দুটি মন-সিস্টার ক্রোমাটিডের ‘X’ আকৃতির জোড়াস্থলকে কায়াজমা বলে।
প্রশ্ন ২৫। হােমােলােগাস ক্রোমােসােম কাকে বলে?
উত্তর ; ডিপ্লয়েড জীবে আকার, আকৃতি ক্রোমােমিয়ারের অবস্থান ও সংখ্যা প্রভৃতি দিক হতে দুটি ক্রোমােসােম একই রকম থাকে এই দুটি ক্রোমােসােমকে একত্রে হােমােলােগাস ক্রোমােসােম বলে।