তাহারেই পড়ে মনে সৃজনশীল সাজেশন ২০২৩ (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা পদ্য তাহারেই মনে পড়ে এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।
সৃজনশীল সাজেশন
১। ভুলি কেমনে আজো যে মনে বেদনা-সনে রহিল আঁকা।
আজো সজনি দিন রজনী সে বিনে গণি তেমনি ফাঁকা ॥
তরুরা রিক্ত-পাতা, আস্লো লো তাই ফুল-বারতা,
“ফুলেরা গ’লে ঝরেছে ব’লে ভরেছে ফলে বিটপী-শাখা ॥
ডালে তোর হানলে আঘাত দিসরে কবি ফুল-সওগাত,
ব্যথা-মুকুলে অলি না ছুঁলে বনে কি দুলে ফুল-পতাকা ॥
ক) “তরী তার এসেছে কি?” কবি কার তরী আসার কথা বলেছেন?
খ) “কহিল সে পরম হেলায়”– কবির এই হেলার কারণ ব্যাখ্যা কর।
গ) উদ্দীপক ২-এর সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মিলের ক্ষেত্রটি ব্যাখ্যা কর।
ঘ ) “উদ্দীপক ১ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির মনোভাবের ধারক।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
আরো পড়ুনঃ
তাহারেই পড়ে মনে সৃজনশীল সাজেশন (এইচএসসি বাংলা ১মপত্র)
২। ১৮৯৪ খ্রিষ্টাব্দে স্ট্যাটুটারী সিভিলিয়ান কেদারনাথ রায়ের সঙ্গে কামিনীর বিয়ে হয়। কেদারনাথ অনেক আগে থেকেই কামিনীর গুণগ্রাহী ছিলেন। আলো ও ছায়া’ প্রকাশিত হলে তিনি ইংরেজিতে তার এক বিস্তৃত সমালোচনা লেখেন।.কিছুদিন পরে তাঁর জীবনে বেদনার কালো মেঘ জমে ওঠে। … ১৯০৮ খ্রিস্টাব্দে ঘোড়ার গাড়ি উল্টে গিয়ে আঘাতজনিত কারণে স্বামীও মারা যান। এরপর কামিনীর মেয়ে লীলা এবং ছেলে অশোকের মৃত্যু হয়। ফলে সবকিছু ভুলে থাকার জন্য তিনি আরও বেশি করে সমাজকর্মে জড়িয়ে পড়েন।
ক. কবির স্বামী কোথায় রিক্ত হস্তে চলে গেছেন?
খ ‘অর্ঘ্য বিরচন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের কামিনী রায়ের সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় স্বামীর মৃত্যুর শোকে কবি প্রকৃতি ও সমাজবিমুখ হলেও উদ্দীপকের কামিনী রায় অতিমাত্রায় সমাজমুখী – মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
৩। পহেলা বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসবে মেতেছিল সবাই। নাচ-গান, হৈ-হুল্লোড় আর পান্তা উৎসবে সবাই হয়েছিল মাতোয়ারা। কিন্তু বকুলের মনে বেদনার ছায়া। কারণ, তার ছোট ভাই গত বৈশাখে চলে গেছে না ফেরার দেশে। বকুল অনেক চেষ্টা করেও তার ভাইকে ভুলতে পারে না। তাই সে ভাবে অতীত কখনও অতীত নয়, ভবিষ্যতেই তার বিচরণ।
ক) ‘উত্তরী’ শব্দের অর্থ কী?
খ) “গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে।”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ) উদ্দীপকের বকুল ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন চরিত্রকে নির্দেশ করে? বর্ণনা কর।
ঘ) “প্রেক্ষাপট আলাদা হলেও উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাববস্তু একই সূত্রে গাঁথা।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
তাহারেই পড়ে মনে সৃজনশীল সাজেশন (এইচএসসি বাংলা ১মপত্র)
৪। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায়
ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
খ বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কেন? বুঝিয়ে দাও।
গ আলোচ্য কবিতাংশটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
ঘ “উদ্দীপকটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে না।”- আলোচনা কর ।
৫। আজ ঈদ। সুমনার সারাটা দিন কেমন করে যেন শেষ হয়ে গেল। এই দিনটির অপেক্ষা সে মাসজুড়ে করত। আর সেই সাথে চলত তার নানা পরিকল্পনা। কিন্তু আজ কোনোকিছুর প্রতি তার কোনো আকর্ষণ নেই। বুকফাটা কান্না আর এক গভীর বেদনা তার সমস্ত সত্তাকে এলোমেলো করে দিয়েছে। কারণ তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ বন্ধু তার ‘দাদু’কে সে এই রমজান মাসে হারিয়েছে।
ক) কবি সুফিয়া কামালের দুটি কাব্যগ্রন্থের নাম লেখ।
খ) ‘যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই’— ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের সুমনার মানসিক অবস্থা ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাববস্তুকে ধারণ করেছে বিশ্লেষণ কর।
৬। ভেতরে আমার বাঁশিটি বাজে না আর,
ওড়ে না পাখির আঁকাবাঁকা সাদা ঝাঁক,
নদীর জলের ঢেউগুলো নির্বাক
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়।
ক) ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ ) যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই কার প্রতি এবং কেন এ অনুযোগ?
গ. উদ্দীপকটি কোন দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? চিহ্নিত কর।
ঘ) “উদ্দীপকের ‘ভেতরে আমার বাঁশিটি বাজে না আর’- এ দহন যেন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্দহন” – তোমার উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন কর।
তাহারেই পড়ে মনে সৃজনশীল সাজেশন (এইচএসসি বাংলা ১মপত্র)
৭। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সেই কি ভোলা যায়
আয় আরেকটিবার আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব প্রাণ জুড়াবে তাই
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি গেলাম কে কোথায়
আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়।
ক) অর্ঘ্য বিরচন শব্দের অর্থ কী?
খ) মাঘের সন্ন্যাসী’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ) উদ্দীপক ও তোমার পঠিত কবিতার মধ্যে সাদৃশ্য আলোচনা কর।
ঘ) উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মধ্যে মিল থাকলেও অমিলই বেশি। আলোচনা কর।
৮ নাজনীন সুলতানা একজন ব্যস্ত লেখিকা। তিনি এক সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন, আজকে তার যে অবস্থান তাতে প্রেরণা দিয়েছেন তার স্বামী ড. ওয়াসিক ইমতিয়াজ। এরপর তিনি তার স্বামীকে মঞ্চে নিয়ে এসে ক্রেস্ট তুলে দিলেন। পরদিন তারা দুজনেই বসন্ত উৎসবে মেতে উঠলেন এবং আনন্দ চিত্তে উপভোগ করলেন ঋতুরাজ বসন্তের সৌন্দর্য।
ক.সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?
খ. ‘হৈ কবি নীরব কেন?’ উক্তিটি কেন করা হয়েছে? ব্যাখ্যা কর।
গ উদ্দীপকের আবহের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কী ভিন্নতা পরিলক্ষিত হয় বর্ণনা কর।
ঘ উদ্দীপকের নাজনীন সুলতানার অনুভূতির সঙ্গে কবি সুফিয়া কামালের অনুভূতির তুলনামূলক বিশ্লেষণ কর।
তাহারেই পড়ে মনে সৃজনশীল সাজেশন (এইচএসসি বাংলা ১মপত্র)
৯ কেউ ভোলে না, কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি।
কেউ দুঃখ লয়ে কাঁদে,
কেউ ভুলিতে গায় গীতি।
ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খ “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী” বলতে কবি কী বুঝিয়েছেন?
গ উদ্দীপকের সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির চেতনাগত সাদৃশ্য নিরূপণ কর।
ঘ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার শিল্পসৌন্দর্য ব্যাখ্যা কর।
১০ অতীত দিনের স্মৃতি
কেউ ভোলে না কেউ ভোলে
কেউ দুঃখ লয়ে কাঁদে
কেউ ভুলিতে গায় গীতি ।
ক) কবি সুফিয়া কামাল কী সম্ভাষণে ভূষিত হয়েছেন?
খ) ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কার কথা মনে পড়ে? কেন?
গ “উদ্দীপকের গানটির সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির চেতনাগত সাদৃশ্য নিরূপণ কর।
ঘ “প্রেক্ষাপট ভিন্ন হলেও চিরন্তন সত্যের প্রতিচিত্র উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি”- উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
তাহারেই পড়ে মনে সৃজনশীল সাজেশন (এইচএসসি বাংলা ১মপত্র)
১১ বৈশাখকে বরণ করার উৎসবে মেতেছে সবাই। কিন্তু নাদিরার মনে শোকের ছায়া। তার ছেলে আসিফ চলে গেছে অজানার দুনিয়ায়। অন্যান্যবারের এ দিনটিতে আসিফই মাকে নিয়ে বেরিয়ে পড়ত নববর্ষের উৎসবে যোগ দিতে। আসিফকে ছাড়া জীবনের সব আনন্দ নিঃশেষ হয়ে গেছে নাদিরার। আজ তার কেবলি মনে হয় ‘স্মৃতিভারে আমি পড়ে আছি; ভারমুক্ত সে এখানে নাই।’
ক) সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
খ) বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কেন? বুঝিয়ে দাও।
গ) উদ্দীপকটির আসিফ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ঋতুকে স্মরণ করিয়ে দেয়? আলোচনা কর ।
ঘ) “উদ্দীপকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ভাবের প্রতিফলন ঘটেছে”— মন্তব্যটি বিশ্লেষণ কর।
এই তাহারেই পড়ে মনে সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো জানুন