প্ল্যান্ট বায়োকেমেস্ট্রি প্রশ্নব্যাংক ও সাজেশন / Plant Biochemistry Question Bank / অনার্স ৩য়বর্ষ
তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।
তাই তোমরা যারা ২০২৩ সালের(পরীক্ষা- ২০২২) পরীক্ষার্থী তাদের জন্য ২০২০ এবং ২০১৮ প্রশ্ন অনুসরণ করলেই তোমরা অনেক কমন পাবে।
আরো পড়ুনঃ
আমি তোমাদের বোঝার সুবিধার্থে ২০২৩ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি।
পরীক্ষা- ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০২০
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Plant Biochemistry
কোর্স কোড : ২৩৩০০৫
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও-
(ক) ডাইস্যাকারাইড কী?
(খ) দুটি পেন্টোজ সুগারের নাম লেখ।
(গ) এ্যামাইনো এসিডের সাধারণ সংকেত লেখ।
(ঘ) কো-এনজাইমের সংজ্ঞা দাও।
(ঙ) উদ্ভূত প্রোটিন কী?
(চ) সম্পৃক্ত ফ্যাটি এসিড কী?
(ছ) প্লাজমা মেমব্রেনের গাঠনিক উপাদানসমূহ কী কী?
(জ) হলো এনজাইম কী?
(ঝ) বায়োঅণু কী?
(ঞ) স্টেরয়েড কী?
(ট) এ্যালকালয়েড কী?
(ঠ) ভিটামিন ‘বি’ কমপ্লেক্স কী?
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-
২। মনোস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের পার্থক্য লেখ।
৩। এ্যামাইনো এসিডের জৈবিক গুরুত্ব লেখ।
৪। এনজাইম সম্পর্কিত তালাচাবি মতবাদটি বর্ণনা কর।
৫। উদ্ভিদদেহে টারপিনয়েডস এর কাজ কী?
৬। উদ্ভিদে অ্যালকালয়েডের বিস্তৃতি বর্ণনা কর।
৭। ফেনলিক যৌগসমূহের রাসায়নিক প্রকৃতি বর্ণনা কর।
৮। টারপিনয়েডের কাজগুলো আলোচনা কর।
৯। ক্রোমাটোগ্রাফি এবং স্পেকট্রোফটোমেট্রি বলতে কী বুঝ?
গ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-
১০। পেপটাইড বলতে কী বুঝ? উদাহরণসহ প্রোটিনের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
১১। B জারণ কী? ছয় কার্বনবিশিষ্ট ফ্যাটি এসিডের B জারণ পদ্ধতি বর্ণনা কর।
১২। প্লাজমা মেমব্রেনের কাজ এবং ভৌত গঠন বর্ণনা কর।
১৩। ফেনলিক এসিড সংশ্লেষণের সিকিমিক এসিড গতিপথ বর্ণনা কর।
১৪। এনজাইমের বৈশিষ্ট্য উল্লেখ কর। এনজাইম কাইনেটিক্স ব্যাখ্যা কর।
১৫। উদাহরণসহ ভিটামিনের শ্রেণিবিন্যাস বর্ণনা কর। ভিটামিন ‘সি’ এর শারীরতাত্ত্বিক ভূমিকা উল্লেখ কর।
১৬। পেপার ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট রঞ্জকের পৃথকীকরণ পদ্ধতি বর্ণনা কর।
১৭। টিকা লেখ : (যেকোনো দুটি) :
(ক) অলিগোস্যাকারাইড
(খ) জিবেরেলিন
(গ) এ্যান্থোসায়ানিন
এই প্ল্যান্ট বায়োকেমেস্ট্রি প্রশ্নব্যাংক ও সাজেশন / Plant Biochemistry Question Bank / অনার্স ৩য়বর্ষর্ষ ছাড়াও আরো পড়ুন