বাক্য পরিবর্তন
যৌগিক বাক্য থেকে সরল বাক্য
বাক্য পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখতে হবে, বাক্যের (i) অর্থ পরিবর্তন করা যাবে না। (ii) যৌগিক বাক্যের যে কোন একটি স্বাধীন খন্ডবাক্যকে (অর্থের গুরুত্ব বিবেচনা করে) অপরিবর্তনীয় রেখে সরল বাক্যের কাঠামোতে আনতে হবে। অর্থাৎ কর্তা + বিধেয় (সমাপিকা ক্রিয়া)। (iii) অবশিষ্ট স্বাধীন খন্ডবাক্যগুলোকে অসমাপিকা ক্রিয়ার সাহায্যেূ সরল বাক্যে পরিবর্তন করা হয়। তবে, এর ব্যতিক্রম থাকে। (iv) সংযোজক অব্যয় বাদ দেয়া হয়।
যৌগিক : সে আমাকে ডেকেছিল কিন্তু আমি যাইনি।
সরল : সে আমাকে ডাকলেও আমি যাইনি।
যৌগিক : লোকটি দরিদ্র এবং সৎ।
সরল : লোকটি দরিদ্র হলেও সৎ।
যৌগিক : বাতাসে অমরতার গন্ধ, তবু তার সেদিকে খেয়াল নেই।
সরল : বাতাসে অমরতার গন্ধ থাকলেও তার সেদিকে খেয়াল নেই।
যৌগিক : কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
সরল : কন্যার বাপ সবুর করিলেও বরের বাপ চাহিলেন না।
(দু’বার ক্রিয়া ব্যবহার না করাই বিধেয়)
জটিল থেকে সরল
নিয়ম : (i) অর্থ পরিবর্তন করা যাবে না। (ii) শুধুমাত্র অপ্রধান খন্ডবাক্যের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তরিত করতে হবে। (iii) সমাসবদ্ধ করে বা প্রত্যয় যোগ করে সরল বাক্যের কাঠামো তৈরি করতে হবে। (iv) জটিল বাক্যের শর্তযুক্ত পদ বা সাপেক্ষ সর্বনাম ও অন্যান্য অব্যয় পদ দিতে হবে।
জটিল : যখন স্কুল ছুটি হয়, তখন বালকেরা মাঠে খেলা শুরু করে।
সরল : স্কুল ছুটি হলে বালকেরা মাঠে খেলা শুরু করে। (হলে অসমাপিকা ক্রিয়া)
জটিল : সে যে কথা বলে তা ঠিক নয়।
সরল : তার কথা ঠিক নয।
জটিল : ফের যদি আসি তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব।
সরল : ফের আসিলে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব।
জটিল : যে পন্ডিত সে মূর্খ।
সরল : পন্ডিতই মূর্খ
জটিল : যদি সে রাতে আসে তাহলে কাল সকালে আমি যাব।
সরল : যে রাতে এলে আমি সকালে যাব।
সরল থেকে জটিল
লক্ষণীয়, (i) সরল থেকে জটিল ও যৌগিক বাক্যে পরিবর্তন করার সময় অর্থের আমূল পরিবর্তন করা যাবে না। (ii) জটিল ও যৌগিক বাক্যের কাঠামো ও বৈশিষ্ট্য অনুযায়ী বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ জটিল বাক্য থেকে শর্তযুক্ত সাপেক্ষ সর্বনাম ও যৌগিকের ক্ষেত্রে সংযোজক অব্যয় যোগ করতে হবে।
সরল : সকালে সূর্য ওঠে।
জটিল : যখন সকাল হয় তখন সূর্য ওঠে।
যৌগিক : সকাল হয় এবং সূর্য ওঠে।
সরল : রকিব খুব বুদ্ধিমান ছেলে।
জটিল : যার নাম রকিব সে খুব বুদ্ধিমান।
যৌগিক : তার নাম রকিব এবং সে খুব বুদ্ধিমান।
সরল : প্রকৃতির রূপ এসে পৌঁছে মনের গহীনে।
জটিল : যা প্রকৃতির রূপ তা এসে পৌঁছে মনের গহীনে।
যৌগিক : এই প্রকৃতির রূপ এবং তা এসে পৌঁছে মনের গহীনে।
সরল থেকে যৌগিক
সরল : তিনি আর বেঁচে নেই।
যৌগিক : তিনি আগে ছিলেন, এখন নেই্ (এখানে কমা (’) যৌগিক অব্যয়ের কাজ করে)
সরল : শিক্ষক এলেও ক্লাস হয়নি।
যৌগিক : শিক্ষক এসেছেন, কিন্তু ক্লাস হয়নি। (জটিল বাক্যের মতো মনে হলেও এখানে শর্তযুক্ত বাক্য গঠিত হয়নি, সেজন্য বাক্যটি যৌগিক)
সরল : অনুগ্রহ করে সব খুলে বলুন।
যৌগিক : অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন।
সরল : গ্রামের ওপারে তুরাগ নদী।
যৌগিক : এখানে গ্রামের শেষ এবং তারপরে তুরাগ নদী।
এই বাক্য পরিবর্তন ছাড়াও আরো পড়ুন