মানব কল্যাণ  mcq Test part-1 মানব কল্যাণনৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর বাংলা ১মপত্র

মানব কল্যাণ  mcq Test part-1/ মানব কল্যাণনৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

মানব কল্যাণ  mcq Test part-1/ মানব কল্যাণনৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

মানব কল্যাণ  mcq Test part-1/ মানব কল্যাণনৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত মানব কল্যাণ চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

বাংলা সব চ্যাপ্টারের MCQ Suggestion

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে ৩০টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/30
0 votes, 0 avg
0

HSC Bangla

মানব-কল্যাণ প্রবন্ধের mcq মডেল টেস্ট-১

এইচএসসি বাংলা ১ম পত্র(মানব-কল্যাণ ) এর সিলেবাসভূক্ত সকল টপিকসের MCQ Test-1
পূর্ণমানঃ ৩0 সময়, ২৫মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

নিচের হাত মানে কী?

 

2 / 30

মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে?

3 / 30

আবুল ফজলের ‘রাঙা প্রভাত’ কোন ধরনের রচনা?

 

4 / 30

আবুল ফজল কত বছর অধ্যাপনা করেন?

 

5 / 30

‘সাহিত্য সংস্কৃতি ও জীবন’ রচনাটির লেখক কে?

6 / 30

আবুল ফজল শিক্ষাজীবন অতিবাহিত করেন–

 

7 / 30

আবুল ফজলের লেখা ‘মৃতের আত্মহত্যা’ কোন জাতীয় গ্রন্থ?

8 / 30

নিচের কোনটির রচয়িতা আবুল ফজল?

9 / 30

‘ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ’–কথাটি কে বলেছেন?

 

10 / 30

জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলার বৃহত্তর দায়িত্ব কার?

 

11 / 30

নবি ভিক্ষুককে কী দিয়েছিলেন?

12 / 30

মানুষকে কী হিসেবে বেড়ে উঠতে হবে?

13 / 30

‘মানবতন্ত্র’ প্রবন্ধটির লেখক কে?

14 / 30

নিচের কোনটি আবুল ফজলের প্রবন্ধ জাতীয় রচনা?

15 / 30

আবুল ফজলের লেখা ‘রাঙা প্রভাত’ কোন জাতীয় রচনা?

16 / 30

. আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন?

17 / 30

লেখকের মতে, মানব-কল্যাণ কী হতে পারে না?

18 / 30

আবুল ফজল কী হিসেবে কর্মজীবন শুরু করেন?

 

19 / 30

মানব-কল্যাণ’ প্রবন্ধ অনুসারে কাঙালি ভোজন কিসের অবমাননাকর পদ্ধতি?

 

20 / 30

‘চৌচির’ কোন ধরনের রচনা?

21 / 30

কোনটিকে আমাদের দেশে বাহবা দেওয়া হয়?

 

22 / 30

মানব-কল্যাণ’ প্রবন্ধে ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?

 

23 / 30

কোনটি সমাজের ক্ষুদ্রতম অঙ্গ?

 

24 / 30

প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

25 / 30

যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে, তাকে কী বলে?

 

26 / 30

হিবার্ট বক্তৃতামালার কথা উল্লেখ আছে কোন রচনায়?

27 / 30

রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?

28 / 30

ভিক্ষা গ্রহণকারীর দীনতা কিসে প্রতিফলিত হয়?

 

29 / 30

প্রতিটি মানুষকে কেমন হতে হবে?

30 / 30

আবুল ফজল ছাত্রজীবনে কোন আন্দোলনে যুক্ত হন?

 

Your score is

The average score is 0%

0%

এই মানব কল্যাণ  mcq Test part-1/ মানব কল্যাণনৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

মেধা তালিকা

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রস্তুতি(উত্তরসহ)

১. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. চৌচির খ. রাঙা প্রভাত
গ. মানবতন্ত্র ঘ. মাটির পৃথিবী

২. ‘আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।’ এখানে ‘দৃষ্টিভঙ্গি’ বলতে বোঝানো হয়েছে–

ক. মানসিকতার খ. সংস্কার
গ. দেখার কৌশল ঘ. দেখার ইচ্ছা

কবিতাংশটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।

৩. উদ্দীপকের ভাবার্থ ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের যে ভাব নির্দেশ করে তা হলো–
ক. পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে মানব-কল্যাণ নিহিত
খ. মানব-কল্যাণের জন্য নিঃস্বার্থ হওয়া বাঞ্ছনীয়
গ. অন্যকে বিপন্মুক্ত করলেই মানব-কল্যাণ হয় না
ঘ. অপরকে সহযোগিতার মাধ্যমেই মানব-কল্যাণ সম্ভব

মানব কল্যাণ  mcq Test part-1/ মানব কল্যাণনৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৪. নির্দেশিত ভাবটি নিচের কোন বাক্যে বিদ্যমান?

ক. সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তাভাবনার ফসল

খ. মানব-কল্যাণ স্বয়ম্ভূ, বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না

গ. মানব-কল্যাণ অলৌকিক কিছু নয়–এ কাজ জাগতিক মানবধর্ম

ঘ. তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?

৫. আবুল ফজল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৮০৩ খ. ১৮৮৯ গ. ১৯০৩ ঘ. ১৯৩৩

৬. আবুল ফজল কী হিসেবে কর্মজীবন শুরু করেন?

ক. সাংবাদিক খ. স্কুলশিক্ষক

গ. কলেজশিক্ষক ঘ. ডাক্তার

৭. আবুল ফজল কত বছর অধ্যাপনা করেন?

ক. প্রায় ২৫ বছর খ. প্রায় ৩০ বছর

গ. প্রায় ৩৩ বছর ঘ. প্রায় ৩৫ বছর

৮. আবুল ফজল ছাত্রজীবনে কোন আন্দোলনে যুক্ত হন?

ক. ভাষা আন্দোলন খ. ছয় দফা আন্দোলন

গ. বুদ্ধির মুক্তি আন্দোলন ঘ. অসাম্প্রদায়িক আন্দোলন

৯. আবুল ফজলের ‘রাঙা প্রভাত’ কোন ধরনের রচনা?

ক. প্রবন্ধ খ. উপন্যাস

গ. দিনলিপি ঘ. গল্পগ্রন্থ

১০. আবুল ফজল শিক্ষাজীবন অতিবাহিত করেন–

ক. ঢাকা ও রাজশাহী খ. চট্টগ্রাম ও রাজশাহী

গ. চট্টগ্রাম ও ঢাকা ঘ. সাতকানিয়া ও কুমিল্লা

১১. সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হয়েছেন?

ক. বাংলা একাডেমি পুরস্কার খ. আদমজী সাহিত্য পুরস্কার

গ. একুশে পদক ঘ. জগত্তারিণী স্বর্ণপদক

১২. আবুল ফজল কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক. ১৮৮৩ খ. ১৮৮৪

গ. ১৯৮৩ ঘ. ১৯৮৪

১৩. নিচের হাত মানে কী?

ক. যে হাত পেতে গ্রহণ করে খ. যে উপকার করে

গ. যে দান করে ঘ. যে অপকার করে

১৪. যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে, তাকে কী বলে?

ক. দাতা খ. গ্রহীতা

গ. অনুগৃহীত

ঘ. অবমাননাকারী

মানব কল্যাণ  mcq Test part-1/ মানব কল্যাণনৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

১৫. ভিক্ষা গ্রহণকারীর দীনতা কিসে প্রতিফলিত হয়?

ক. মুখে খ. পোশাকে

গ. কথায় ঘ. সর্ব অবয়বে

১৬. জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে গড়ে তোলার বৃহত্তর দায়িত্ব কার?

ক. পরিবারের খ. সমাজের

গ. শিক্ষাপ্রতিষ্ঠানের ঘ. রাষ্ট্রের

১৭. ‘ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ’–কথাটি কে বলেছেন?

ক. আবুল ফজল খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. ইসলামের নবি

ঘ. লালন শাহ

১৮. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধে ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?

ক. খেজুর খ. রুটি গ. কুড়াল ঘ. কোদাল

১৯. কোনটি সমাজের ক্ষুদ্রতম অঙ্গ?

ক. দল খ. পরিবার গ. গোষ্ঠী ঘ. সংগঠন

২০. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধ অনুসারে কাঙালি ভোজন কিসের অবমাননাকর পদ্ধতি?

ক. মানবমর্যাদার

খ. সামাজিক মর্যাদার

গ. ব্যক্তি মর্যাদার ঘ. জাতিগত মর্যাদার

২১. কোনটিকে আমাদের দেশে বাহবা দেওয়া হয়?

ক. ভিক্ষা দেওয়া খ. দান-খয়রাত করা

গ. লোক দেখানো সাহায্য ঘ. চাটুকারিতা করা

২২. হিবার্ট বক্তৃতামালার কথা উল্লেখ আছে কোন রচনায়?

ক. মানব-কল্যাণ খ. বায়ান্নর দিনগুলো

গ. আমার পথ ঘ. রেইনকোট

উত্তরমালা

উত্তরমালা: ১. গ ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. খ ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. খ ২২. ক।

You cannot copy content of this page

Scroll to Top