রেইনকোট গল্পের সৃজনশীল সাজেশন ২০২৩ (এইচএসসি বাংলা ১মপত্র)

রেইনকোট গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

রেইনকোট গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা গদ্য অংশ রেইনকোট এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।

রেইনকোট গল্পের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

সাজেশন

আরো পড়ুনঃ

১) কাল থেকে বৃষ্টি খুব হচ্ছে। আজ বাইজু এসেছিল। ওর দিকে চাইতে পারি না। বেচারী সাইদ। এত ভালো লোকটি ছিল। কি পশুর দল দানব দল অসুর দল দেশে এসেছে। ঘর,বুক খালি করে দিল। সব ঘরে হাহাকার আতঙ্ক। রাজরাণী পথের ভিখারী হয়েছে।

ক) নুরুল হুদার স্ত্রীর নাম কী?
খ) কেন নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে?
গ) উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে?- ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের “পশুর দল, দানব দল, অসুর দল এবং ‘রেইনকোট’ গল্পে বর্ণিত পাকিস্তানি হানাদারদের স্বভাব-বৈশিষ্ট্য একই।” মন্তব্যটির যথার্থতা বিচার কর।

মিসক্রিয়েন্টরা কী বেশে কলেজে ঢুকেছিল?


ঐ যে মুক্তিফৌজের গেরিলা তৎপরতার কথা বলল- ঢাকার ছ’ জায়গায় গ্রেনেড ফেটেছে,

আমরা তো সাত-আটদিন আগে এ রকম বোমা ফাটার কথা শুনেছিলাম, কিন্তু ঠিক

বিশ্বাস করিনি। ব্যাপারটা তাহলে সত্যি? আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল।

ব্যাপারটা তাহলে সত্যি! সত্যি সত্যি তাহলে ঢাকার আনাচে-কানাচে মুক্তিফৌজের

গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে? এতদিন জানতাম

বর্ডারঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা। এখন তাহলে খোদ ঢাকাতেও?

গ.

“প্রিন্সিপ্যালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক

করা”- এ কথা কেন বলা হয়েছে?

উদ্দীপকের গ্রেনেড ফাটানোর দিকটিতে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটির

ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

“মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গে প্রকৃত অর্থেই পাকিস্তানি

বর্বর শাসনের ভিত কেঁপে উঠত।”- মন্তব্যটি যাচাই কর।

8

তারামন বিবি ১১ নং সেক্টরের একজন নারী মুক্তিযেদ্ধা। আজিজ মাস্টারের ক্যাম্পে তিনি

মুক্তিবাহিনীর জন্য রান্নার দায়িত্ব পালন করেন। মুহিব হালদারের কাছ থেকে প্রশিক্ষণ

নিয়ে তিনি পুরুষের পাশাপাশি সরাসরি যুদ্ধেও অংশগ্রহণ করেন।

ক.

‘রেইনকোট’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

‘আব্বু তাহলে মুক্তিবাহিনী’— ব্যাখ্যা কর।

উদ্দীপকের তারামন বিবির সঙ্গে ‘রেইনকোট’ গল্পের মিন্টুর তুলনা কর।

‘নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশ স্বাধীন হয়েছে’-

‘রেইনকোট’ ও উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

বর্গি এল খাজনা নিতে

গ.

ঘ.

MOIX SUTS

৫৮ কীসে কী হইল, পশ্চিম হতে নরঘাতকেরা আসি

সারা গাঁও ভরি আগুন জ্বালায়ে হাসিল অট্টহাসি

মার কোল হতে শিশুরে কাড়িয়া কাটি সে খান খান

পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্তস্নান।

মারল মানুষ কত ।

পুড়ল শহর পুড়ল শ্যামল

গ্রাম যে শত শত।

হানাদারের সঙ্গে জোরে

লড়ে মুক্তি সেনা

তাদের কথা দেশের মানুষ

কখনো ভুলবে না। [তথ্যসূত্র : রৌদ্র লেখে জয়— শামসুর রাহমান] [গুলশান কমার্স

কলেজ, ঢাকা; ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর)

আসমার ভাইয়ের নাম কী?

খ.

O

8

রাজাকার বলতে কী বোঝ?

2

উদ্দীপকের দ্বিতীয় অংশ ‘রেইনকোট’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩

“উদ্দীপকের বর্গি আর ‘রেইনকোট’ গল্পের মিলিটারি একই প্রেতাত্মার অভিন্ন

রূপ।” – বিশ্লেষণ কর।

8

প্রিন্সিপ্যাল কাকে তোয়াজ করতেন?

রেইনকোটের ওপর চাবুকের বাড়ি নুরুল হুদার কাছে কেমন মনে হয়েছিল? ২

উদ্দীপকের সঙ্গে ‘রেইনকোট’ গল্পটি কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৩.

“উদ্দীপক ‘রেইনকোট’ গল্পটির আংশিক ‘প্রতিনিধিত্ব করে”- মন্তব্যটি বিশ্লেষণ কর। ৪

কলিমদ্দি দফাদার বিশ বাইশ বছর বয়সে ঢুকেছিল ইউনিয়ন বোর্ডের দফাদারিতে।

দফাদারের বোর্ড অফিস শীতলক্ষ্যার তীরে বাজারে। ১৯৭১ সাল। সরকারি লোক

হিসেবে কলিমদ্দির উপর খান সেনারা হুকুম জারি করে বোর্ড অফিস খোলা রাখার এবং

এলাকার সরকারি লোক হিসেবে খান সেনারা ওকেই তাদের অভিযানের সঙ্গী করে

নেয়। তারও এক কথা যখনকার সরকার তখনকার হুকুম পালন করি। কিন্তু আমরা

প্রত্যক্ষ করি, খান সেনারা মুক্তি নিধনের জন্য নদীর অন্য পাড়ে গ্রামে যাওয়ার জন্য যখন

নড়বড়ে কাঠের পুলে ওঠে তখন কলিমদ্দি দফাদার কৌশলে তাদের অনেককে নদীতে

ফেলে মারে এবং খান সেনারা কেউ অক্ষত অবস্থায় ছাউনিতে ফেরে না।

এই মাসি-পিসি সৃজনশীল প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page

Scroll to Top