সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1 সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর বাংলা ১মপত্র

সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1/ সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1/ সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1/ সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত সিরাজউদ্দৌলা নাটক চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে ৩৬টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ৩০ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৬ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/36
0 votes, 0 avg
0

HSC Bangla

সিরাজউদ্দৌলা নাটকের mcq মডেল টেস্ট-১

এইচএসসি বাংলা ১ম পত্র(সিরাজউদ্দৌলা নাটক) এর সিলেবাসভূক্ত সকল টপিকসের MCQ Test-1
পূর্ণমানঃ ৩৬ সময়, ৩০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 36

নিজের মুক্তি কামনায় বিভীষণ আপনজনদের পরিত্যাগ করে অবতার রামচন্দ্রের দলে যোগ দেন। তার সঙ্গে নিচে উল্লিখিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের বৈপরিত্য রয়েছে?

2 / 36

মিরজাফর ক্লাইভকে ২৮ পরাগণার স্থায়ী মালিকানা দিলেন কেন?

3 / 36

সিরাজ ঘসেটি বেগমকে রাজধানীতে নিয়ে যাবার জন্য মোহনলালকে নির্দেশ দিলে তিনি যে ভবিষ্যদ্বাণী করেন, তা হলো -
 i. তোমার ক্ষমতা ধ্বংস হবে
 ii. বেশিদিন নবাবি করতে হবে না
 iii. কেয়ামত নাজেল হবে
 নিচের কোনটি সঠিক?

4 / 36

খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ব্যবসায়ী আক্কেল মিয়াকে এক হাজার টাকা জরিমানা দিতে হয়। আক্কেল মিয়ার সঙ্গে মানিক চাঁদের কোন দিক থেকে মিল রয়েছে?

5 / 36

তাই আজ হে স্বদেশ, হে জনতা, হাতিয়ার ধরো,
শত্রুর শিবিরে আজ জোট বেঁধে প্রত্যেকেই পদাঘাত করো।

 উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-
 i. বাঙালিদের প্রতি সিরাজের আহবান
 ii. ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
 iii. ইংরেজদের ব্যবসার অনুমতি প্রদান
 নিচের কোনটি সঠিক?

6 / 36

গভীর রাতে বিষ্ণুপুরে একদল আগন্তুক মুকুল বাবুর বাড়িতে আশ্রয় চায়। মুকুল বাবু আত্মীয়ের মতো ঘরে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেন। শেষ রাতের দিকে আগন্তুকরা বাড়ির সবাইকে জিম্মি করে ধন-সম্পদ লুটে পালায়।

 এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয় -
 i. ইংরেজরা চুক্তি করে চক্রান্ত করার মধ্য দিয়ে
 ii. বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের অপচেষ্টায়
 iii. কোমলতার পশ্চাতে কুটিলতা রয়েছে বলে
 নিচের কোনটি সঠিক?

7 / 36

“এতিম মসলেমকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করে বিয়ে দিয়ে সংসারী করে রাজীবের মা। অথচ ফুটবল খেলতে গিয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে রাজিবকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে মসলেম।”
উদ্দীপকের মসলেম চরিত্রটি নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

8 / 36

সিরাজউদ্দৌলা' নাটকে ‘মিরনের আবাস' স্থানটি দ্বিতীয় অঙ্কের কততম পরিচ্ছেদে সংঘটিত হয়েছে?

9 / 36

ক্লাইভের শেষ পরিণতি কী ছিল?

10 / 36

সিকান্দার আবু জাফর রচিত ‘সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপটি কার?

11 / 36

আমাদের ধন, করেছে লুণ্ঠন, বেনিয়ারা হায়!
প্রতিবাদ তবু না করে, কেউ কেউ দাসত্ব করেছি পায়।
‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে?

12 / 36

মিরজাফর উমিচাঁদকে দেয়ার জন্য রাইসুল জুহালাকে কী দিলেন?

13 / 36

মার্টিন ও হ্যারী - এ দু জনের ব্যাংক ব্যালেন্স কত টাকা বলে উল্লেখ করা হয়েছে?

14 / 36

ইংরেজরা আত্মরক্ষার অজুহাতে গোপনে কোথায় অস্ত্র আমদানি করছিল?

15 / 36

ইংরেজদেরকে অবাধ বাণিজ্যের ফরমান প্রদান করেছিলেন কোন সম্রাট?

16 / 36

‘জগৎশেঠ' উপাধি কে পান?

17 / 36

আমাদের ধন, করেছে লুণ্ঠন, বেনিয়ারা হায়!
প্রতিবাদ তবু না করে, কেউ কেউ দাসত্ব করেছি পায়।

এরূপ সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো-
 i. আমরা সহজে সবকিছু মেনে নিই
 ii. আমরা দাসত্ব মনোভাবাপন্ন জাতি
 iii. আমরা প্রতিবাদকে অশান্তি ভাবি
 নিচের কোনটি সঠিক?

18 / 36

একটি জলাশয়ের মালিকানা নিয়ে পূর্ব ও পশ্চিম পাড়ার অধিবাসীদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধ একসময় সংঘর্ষের সূত্রপাত্র ঘটায়। সংঘর্ষে পূর্বপাড়ার অনেক ব্যক্তি প্রতারণা করে বিরোধী পশ্চিম পাড়ার মানুষের সাথে হাত মিলায়।
উদ্দীপকের কোনদিকটি ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?

19 / 36

“এতিম মসলেমকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করে বিয়ে দিয়ে সংসারী করে রাজীবের মা। অথচ ফুটবল খেলতে গিয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে রাজিবকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে মসলেম।”
উদ্দীপকের মসলেম চরিত্রের যে বৈশিষ্ট্যটি নাটকের মোহাম্মদি বেগের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ-
 i. বিশ্বাসঘাতকতা
 ii. কৃতঘ্নতা
 iii. নিষ্ঠুরতা

20 / 36

ক্ষমতা লাভের আশায় নারায়ণগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলামকে হত্যার জন্য সন্ত্রাসী নূর হোসেন ও তার সাঙ্গোপাঙ্গরা নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে নীলনকশা তৈরি করে। তারা সম্মিলিতভাবে কাউন্সিলর নজরুলকে অপহরণ করে নিষ্ঠুরভাবে হত্যা করে।
উদ্দীপকের চরিত্রগুলোর সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

21 / 36

রাইসুল জুহালার মতে গুপ্তচরদের-
 i. যথেষ্ট দায়িত্বশীল হতে হয়
 ii. সন্দেহপ্রবণ হয়
 iii. বিপদের ঝুঁকি অধিক
 নিচের কোনটি সঠিক?

22 / 36

‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপটি কার?

23 / 36

“অন্যায়ের কাছে নত নয় শির
ভয়ে কাঁপে কাপুরুষ, লয়ে যায় বীর।”

এরূপ সাদৃশ্য ফুটে উঠেছে-
 i. নবাব বাহিনী অন্যায়ের কাছে মাথা নত না করায়
 ii. দেশপ্রেমিক সৈনিকরা কাপুরুষ নয় বলে
 iii. বীরযোদ্ধারা বীরের মতোই লড়াই করে বলে
 নিচের কোনটি সঠিক?

24 / 36

দওলতের পূজারী কে?

25 / 36

Copy - গভীর রাতে বিষ্ণুপুরে একদল আগন্তুক মুকুল বাবুর বাড়িতে আশ্রয় চায়। মুকুল বাবু আত্মীয়ের মতো ঘরে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেন। শেষ রাতের দিকে আগন্তুকরা বাড়ির সবাইকে জিম্মি করে ধন-সম্পদ লুটে পালায়।

 এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয় -
 i. ইংরেজরা চুক্তি করে চক্রান্ত করার মধ্য দিয়ে
 ii. বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের অপচেষ্টায়
 iii. কোমলতার পশ্চাতে কুটিলতা রয়েছে বলে
 নিচের কোনটি সঠিক?

26 / 36

 মিরজাফর একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত বলে মনে করেন। কারণ-
 i. সবাই সন্দেহ দোলায় দুলছে
 ii. কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না
 iii. সিদ্ধান্তটিকে কাগজে কলমে পাকাপাকি করে নেয়া উচিত

 নিচের কোনটি সঠিক

27 / 36

তাই আজ হে স্বদেশ, হে জনতা, হাতিয়ার ধরো,
শত্রুর শিবিরে আজ জোট বেঁধে প্রত্যেকেই পদাঘাত করো।
উদ্দীপকের কোন ভাবটি ‘সিরাজউদ্দৌল্লা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?

28 / 36

সিরাজউদ্দৌলা’ নাটকের সমাপ্তি ঘটেছে কীভাবে?

29 / 36

‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে সকলের খাদেম?

30 / 36

‘সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনা ১৭৫৭ সালের কত তারিখ নির্দেশ করছে?

31 / 36

সিরাজ আলীনগরের দেওয়ান নিযুক্ত করলেন কাকে?

32 / 36

মিরজাফরের গুপ্তচর কে?

33 / 36

পাশের বাড়ির সুধারাম কথা বাড়িয়ে বলতে ওস্তাদ। তার সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কার সাদৃশ্য রয়েছে?

34 / 36

ক্ষমতা লাভের আশায় নারায়ণগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলামকে হত্যার জন্য সন্ত্রাসী নূর হোসেন ও তার সাঙ্গোপাঙ্গরা নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে নীলনকশা তৈরি করে। তারা সম্মিলিতভাবে কাউন্সিলর নজরুলকে অপহরণ করে নিষ্ঠুরভাবে হত্যা করে।

 উদ্দীপকের ‘নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব’ আলোচ্য নাটকে কোন কোন জায়গাকে নির্দেশ করে?
 i. ফোর্ট উইলিয়াম দুর্গ
 ii. ঘসেটি বেগমের বাসগৃহ
 iii. মির জাফরের দরবার
নিচের কোনটি সঠিক?

35 / 36

একটি জলাশয়ের মালিকানা নিয়ে পূর্ব ও পশ্চিম পাড়ার অধিবাসীদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধ একসময় সংঘর্ষের সূত্রপাত্র ঘটায়। সংঘর্ষে পূর্বপাড়ার অনেক ব্যক্তি প্রতারণা করে বিরোধী পশ্চিম পাড়ার মানুষের সাথে হাত মিলায়।

 ‘সিরাজউদ্দৌলা' নাটকের যে ভাব উদ্দীপকে ফুটে উঠেছে, তা হলো¬-
 i. দু’দেশের মধ্যে সম্প্রীতির বন্ধন
 ii. বিরোধী পক্ষের সাথে হাত মিলানো
 iii. প্রতারণার আশ্রয় গ্রহণ করা
 নিচের কোনটি সঠিক?

36 / 36

কলিমদ্দি দফাদার সব সময় পাক বাহিনীর সঙ্গে থাকলেও অন্তরালে মুক্তিযোদ্ধার তথ্য দিয়ে সহায়তা করেন। তার চরিত্রের কোন বিশেষ দিকটি রাইসুল জুহালার কর্মকাণ্ডে প্রতিভাত হয়?

Your score is

The average score is 0%

0%

এই সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1/ সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩৬টি MCQ এর জন্য ৩০ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রস্তুতি(উত্তরসহ)

সিরাজউদ্দৌলা নাটকের

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. মোহাম্মদি বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

 (ক)✓দশ হাজার

 (খ) আট হাজার

 (গ) ছয় হাজার

 (ঘ) পাঁচ হাজার

২. ‘স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারে নি’ বলতে কার কার কথা বোঝানো হয়েছে?

 (ক) নৌবে সিং

 (খ) রাজবল্লভ 

 (গ) জগৎশেঠ

 (ঘ) রায়দুর্লভ

 [বি. দ্র. সঠিক উত্তর হবে নারাণ সিং]

৩. উদ্দীপকের বিপথগামী সেনা সদস্যদের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

 (ক) বদ্রিআলি

 (খ) ✓মোহাম্মদি বেগ

 (গ) সাঁফ্রে

 (ঘ) নারাণ সিং

৪. উক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে- 

 i. নৈরাশ্যবোধ

 ii. কৃতঘ্নতা

 iii. অসৌজন্য

 নিচের কোনটি সঠিক?

 (ক) র

 (খ) ✓রর

 (গ) iii

 (ঘ) i ও ii

মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নাট্যকার পরিচিতি: (বোর্ড বই )

৫. সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

 (ক) ১৯১৬ খ্রি.

 (খ) ১৯১৭ খ্রি. 

 (গ)✓১৯১৮ খ্রি.

 (ঘ) ১৯১৯ খ্রি

৬. সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন?

 (ক) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়

 (খ) ✓সাতক্ষীরা জেলার তালা উপজেলায় 

 (গ) রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়

 (ঘ) বরিশাল জেলার নলছিটি উপজেলায়

৭. সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রিকার সম্পাদক ছিলেন?

 (ক) সবুজপত্র

 (খ) লাঙল

 (গ)✓সমকাল

 (ঘ) কবিতা

৮. সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা প্রকাশনার দায়িত্ব পালন করেন? তার সম্পাদিত পত্রিকাটির নাম কী?

 (ক) সাপ্তাহিক সমকাল

 (খ) মাসিক সমকাল

 (গ)✓সাপ্তাহিক অভিযান

 (ঘ) মাসিক অভিযান

৯. কলকাতা রিপন কলেজের বর্তমান নাম কী?

 (ক) জ্ঞানেন্দ্রনাথ কলেজ

 (খ) ✓সুরেন্দ্রনাথ কলেজ

 (গ) কলকাতা কলেজ

 (ঘ) প্রেসিডেন্সি কলেজ

১০. সিকান্দার আবু জাফর রচিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

 (ক) ১৯৫১ খ্রি.

 (খ) ✓১৯৬৫ খ্রি. 

 (গ) ১৯৭০ খ্রি.

 (ঘ) ১৯৭৫ খ্রি.

১১. সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির রচনাকাল কত সালে?

 (ক)✓১৯৫১ সাল

 (খ) ১৯৫৩ সাল 

 (গ) ১৯৫৫ সাল

 (ঘ) ১৯৫৭ সাল

১২. ‘আমাদের সংগ্রাম চলবেই’- গানটির রচয়িতা কে?

 (ক) সৈয়দ ওয়ালীউল্লাহ

 (খ) কাজী মোতাহার হোসেন

 (গ)✓সিকান্দার আবু জাফর

 (ঘ) কাজী নজরুল ইসলাম

১৩. ‘আমাদের সংগ্রামক চলবেই’- গানটি কখন রচিত হয়?

 (ক) বঙ্গভঙ্গের সময়

 (খ) ভাষা আন্দোলনের সময়

 (গ) গণঅভ্যুত্থানের সময়

 (ঘ)✓মুক্তিযুদ্ধের সময়

১৪. সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান?

 (ক) ১৯৬৪ খ্রিষ্টাব্দে

 (খ) ১৯৬৫ খ্রিষ্টাব্দে

 (গ)✓১৯৬৬ খ্রিষ্টাব্দে

 (ঘ) ১৯৬৭ খ্রিষ্টাব্দে

১৫. সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

 (ক) ১৯৭৩ খ্রি.

 (খ) ১৯৭৪ খ্রি. 

 (গ)✓১৯৭৫ খ্রি.

 (ঘ) ১৯৭৬ খ্রি.

১৬. কত তারিখে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন?

 (ক)✓৫ আগস্ট

 (খ) ১৫ আগস্ট 

 (গ) ২৫ আগস্ট

 (ঘ) ৩০ আগস্ট

সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1/ সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর:

১৮১. সিকান্দার আবু জাফর ছিলেন- 

 i. কবি

 ii. গীতিকার 

 iii. নাট্যকার

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও ii (গ) ii ও iii (ঘ)✓i, ii ও iii

১৮২. সফোক্লিসের ট্রাজেডি নাটক হলো – 

 i. আদিপাউস

 ii. হ্যামলেট

 iii. আন্তেগোনে

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) ✓i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৮৩. কমেডি নাটকের পরিসমাপ্তি ঘটে – 

 i. আনন্দে

 ii. মিলনে

 iii. প্রাপ্তিতে

 নিচের কোনটি সঠিক? 

 (ক) র (খ) i ও iii (গ) রi ও ii (ঘ)✓i, ii ও iii

১৮৪. ১৬৯৮ সালে ইংরেজরা যে গ্রাম ক্রয় করে – 

 i. সুতানটি

 ii. গোবিন্দপুর

 iii. কলকাতা

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ)✓i, ii ও iii

১৮৫. সম্রাট ফররুখের ফরমানের বিরোধিতা করেছিলেন- 

 i. মুর্শীদকুলি খাঁ

 ii. সুজাউদ্দিন খাঁ

 iii. আলিবর্দি খাঁ

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ)✓i, ii ও iii

সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1/ সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

১৮৬. মির জাফর আলি খাঁ নবাব হবার লোভে যে ষড়যন্ত্রকারীর সাথে হাত মেলান- 

 i. রাজবল্লভ

 ii. জগৎশেঠ

 iii. রায়দুর্লভ

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ)✓i, ii ও iii

১৮৭. ক্লেটন ব্রিটিশ সৈনিকদের ‘সাহসী’ বলার কারণ- 

 i. তারা বাণিজ্য করতে এসে যুদ্ধ করছে

 ii. তারা যুদ্ধে জয় বা মৃত্যুতে বিশ্বাসী

 iii. কাপুরুষের মতো হলে ছেড়ে দেয় না

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ)✓ii ও iii (ঘ) i, ii ও iii

১৮৮. জর্জের প্রথম সংলাপটিতে যা প্রকাশ পেয়েছে, তা হলো- 

 i. অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে

 ii. পেরিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছারখার হয়েছে

 iii. ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্যরা দুর্গের দিকে আসছে 

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ)✓i, ii ও iii

১৮৯. জর্জের ভাষ্যমতে, নৌকায় করে পালিয়েছে- 

 i. কাউন্সিলার ফাঙ্কল্যান্ড 

 ii. ক্যাপ্টেন মিনচিন

 iii. ম্যানিংহাম

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ)✓i, ii ও iii

১৯০. ক্যাপ্টেন ক্লেটনের প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার কারণ হলো- 

 i. যুদ্ধে প্রাণ দেবার প্রতিজ্ঞা করা সঠিক ছিল না 

 ii. যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচতে চেয়েছেন

 iii. ব্রিটিশদের সিংহও লেজ গুটিয়ে পালায়

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ)✓i, ii ও iii

সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1/ সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

১৯১. সিরাজউদ্দৌলার ভাষ্যানুযায়ী কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দিয়ে যাদের বন্দি করা হয়েছে তারা হলেন- 

 i. ক্লেটন ii. ওয়াট্স iii. কলেটক

 নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ)✓ii ও iii (ঘ) i, ii ও iii

১৯২. ‘সিরাজউদ্দৌলা’ ওয়াট্সের কাছে যে কৈফিয়ত জানতে চান, তা হলো- 

 i. কাশিমবাজারে তোমরা গোলাবারুদ আমদানি করছ কেন? 

 ii. দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বাড়াচ্ছ কেন? 

 iii. আমি মসনদে বসার পর তোমরা নজরানা পাঠাওনি কেন?

 নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? 

 (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ)✓i, ii ও iii

সিরাজউদ্দৌলা নাটকের mcq Test part-1/ সিরাজউদ্দৌলা নাটকের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

You cannot copy content of this page

Scroll to Top