HSC ICT 1st chapter MCQ Test -6 আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
0 votes, 0 avg
1

HSC ICT MCQ Online Exam

ইন্টারমিডিয়েট আইসিটির সকল অধ্যায়ের সমন্বয়ে তৈরি MCQ পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করতে পারবে। প্রতিবার তোমার জন্য ২৫টি প্রশ্ন দৈবক্রমে আসবে। তাই বহুবার পরীক্ষায় অংশ নিতে পারবে। সব অধ্যায় এর সমন্বয়ে ১০০০+ প্রশ্ন দেওয়া হয়েছে। 

1 / 25

কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়?

2 / 25

ওয়েব ব্রাউজার হলো—
i. গুগল ক্রোম
ii. সাফারি।
iii. ইউটিউব।
নিচের কোনটি সঠিক?

3 / 25

ওয়েবসাইট তৈরি ও পাবলিশিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়-
i. ওয়েব সাইট ডিজাইন
ii. ডোমেইন রেজিস্ট্রেশন।
iii. ডোমেইন হোস্টিং
নিচের কোনটি সঠিক?

4 / 25

Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?

5 / 25

কম্পিউটারে HTML ব্যবহার করে Home Page-এ যুক্ত করা যায়-
i. গ্রাফিক্স
ii, স্থির চিত্র
iii. চলমান চিত্র
নিচের কোনটি সঠিক

6 / 25

সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?

7 / 25

কোন প্রতিষ্ঠান কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?

8 / 25

এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?

9 / 25

খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-

10 / 25

এইচটিএমএল কোড

H 2

এর ফলাফল কোনটি?

11 / 25

ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?

12 / 25

ক্রায়ােসার্জারি কোন ধরনের রােগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

13 / 25

নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা?

14 / 25

নিচের কোডটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
link text
উক্ত কোড় থেকে বুঝায়-
i, href দ্বারা লিঙ্কের ঠিকানা।
ii. url দ্বারা ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
iii. দ্বারা অ্যাঙ্কর এলিমেন্ট
নিচের কোনটি সঠিক?

এই HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page

Scroll to Top