আইসিটি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর / জ্ঞানমূলক সাজেশন / DBMS Short Question: এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের ডাটাবেজ মেনেজমেন্ট সিস্টেম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হয়েছে যাতে তোমরা পূর্ণাংগ প্রস্তুতি নিতে পারো।
১. ডেটা বা উপাত্ত কী?
উ: তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত । ডেটা হচ্ছে একক ধারণা।
Read more:
২. তথ্য কী?
উ: ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায়, তাকেই বলা হয় তথ্য।
৩. ডেটা সংগঠন কী?
উ: কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং-এর উপযোগী ডেটার বিশেষ সংগঠনকে ডেটা সংগঠন বলে।
৪. ডেটাবেজ কী?
উ: পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
৫. রেকর্ড কী?
উ: ডেটা টেবিলের একটি রো বা সারিকেই রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়।
.৬. ফিল্ড কী?
উ: ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি। রেকর্ডের প্রতিটি উপাদানকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়।
৭. ডেটা টেবিল কী?
উ: সমজাতীয় সকল ডেটাকে এক একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়। এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত।
৮. এনটিটি কী?
উ: কোনো ডেটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেয়া হয়, তাই হচ্ছে ডেটার এনটিটি।
৯. এনটিটি সেট কী?
উ: একই জাতীয় এনটিটিকে এনটিটি সেট (Entity set) বলা হয়। একটি ডেটাবেজকে এনটিটি সেট বলা যেতে পারে।
১০. অ্যাট্রিবিউট কী?
উ: একটি এনটিটি-এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে বলা হয় এট্রিবিউট।
আইসিটি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর / জ্ঞানমূলক সাজেশন / DBMS Short Question
১১. ভ্যালু কী?
উ: প্রত্যেকটি এট্রিবিউট-এর যে মান থাকে, তাকে বলা হয় ভ্যালু।
১২. এনটিটি রিলেশনশিপ মডেল (ER Model) কী?
উ: এনটিটি রিলেশনশিপ মডেল (E-R Model) হলো একটি এনটিটি সেটের বিভিন্ন এনটিটিগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি।
১৩, Key কী ?
উ: যে ফিল্ডের ওপর ভিত্তি করে ডেটাবেজের ফিল্ডের তথ্যাবলি/ রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কী বা কী-ফিল্ড বলা হয়।
১৪. প্রাইমারি কী কাকে বলে?
উ: ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্যান্য রেকর্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়, সেই ফিল্ডকে প্রাইমারি কী বলা হয়।
১৫. কম্পোজিট প্রাইমারি কী কাকে বলে?
উ: দুই বা ততোধিক এট্রিবিউট বা কী-এর সমষ্টি সম্মিলিতভাবে কোনো এনটিটি সেটকে শনাক্ত করতে পারলে, তাদেরকে কম্পোজিট গ্রাইমারি কী বলা হয়।
১৬. ফরেন কী কাকে বলে?
উ: রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য ডেটা টেবিলে সাধারণ কী হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কী-কে দ্বিতীয় প্রাইমারি প্রথম ফাইলের/টেবিলের ফাইলের/টেবিলের জন্য ফরেন কী বলা হয়।
১৭. DBMS কী?
উ: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (ডিবিএমএস) হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য অ্যাকসেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
১৮. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ কী?
উ: কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত কোনো ডেটাবেজ সিস্টেমকে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ বলা হয়ে থাকে।
১৯. ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ কী?
উ: যে ডেটাবেজে কেন্দ্রীয় ডেটাবেজ সিস্টেমের ঠিকানায় ডেটাসমূহ থাকে এবং সেখানেই এগুলো প্রসেস হয়ে থাকে, তাকে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ বলে।
২০. ওয়েব এনাবল ডেটাবেজ কী?
উ: ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে ডেটাবেজকে অ্যাকসেস করা যায়, তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে।
আইসিটি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর / জ্ঞানমূলক সাজেশন / DBMS Short Question
21. RDBMS কী?
উঃ রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ (RDBMS) বলা হয়।
২২: ডেটা টাইপ কী?
উ: ডেটাবেজের ফিল্ডে এন্ট্রিকৃত ডেটার ধরনই হলো এর ডেটা টাইপ।
২৩. Text ডেটা টাইপ কী?
উ: সাধারণত বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়, তাকে Text ডেটা টাইপ বলে।
২৪. Memo ডেটা টাইপ কী?
উঃ যে ফিল্ডে বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি ৬৫,৫৩৬ সংখ্যা বর্ণ ব্যবহার করে লেখা যায় এবং সাধারণত মন্তব্য (Remark) ফিল্ডে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়, তাকে Memo ডেটা টাইপ বলা হয়। এটি একসিস-২০১৬ ভার্সনে Long Text নামে পরিচিত।
২৫. কুয়েরি কী ?
উ: ডেটাবেজে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যে কোনো সংখ্যক ডেটাকে দ্রুত বা খুব সহজে খুঁজে বের করা, প্রদর্শন করা বা ছাপানোর কার্যকরী পদ্ধতিকে কুয়েরি বলা হয়।
২৬. SQLite কী ?
উ: এসকিউলাইট (SQLite) একটি ওপেন সোর্স ও ফ্রি রিলেশনাল ডেটাবেজ সফটওয়্যার। এটি সি-ভাষার লাইব্রেরি, যা একটি ছোট, দ্রুত ও হাই রিলায়েবল এসকিউএল ডাটাবেজ ইঞ্জিন প্রয়োগ করে।
29. DB Browser for SQLite কী?
উ: DB Browser for SQLite উচ্চমানসম্পন্ন, ভিজুয়্যাল ও ওপেন সোর্স ডেটাবেজ সফটওয়্যার এবং এসকিউলাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ।
২৮. SQL কী?
উ: SQL এর পূর্ণ অর্থ হলো Structured Query Language । এটি একটি জনপ্রিয় কুয়েরি ল্যাঙ্গুয়েজ।
২৯. SQL কুয়েরি কী?
উ: ডেটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যে কোনো কাজ করার জন্য SQL এর DDL, DML ইত্যাদি ভাষা ব্যবহার করে যে কুয়েরি করা হয়, তাকে SQL কুয়েরি বলে।
৩০.DDL কী?
উ: প্রয়োজনীয় তথ্যের সাহায্যে ডেটাবেজ তৈরি, সংশোধন, বাতিল ইত্যাদি ডেটাবেজ ব্যবস্থামূলক কাজে ব্যবহৃত ভাষাকে DDL বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে।
31. DML কী?
উ: ডেটাবেজের সকল তথ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে ভাষা ব্যবহার করা হয়, তাকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (DML) বলে।
আইসিটি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর / জ্ঞানমূলক সাজেশন / DBMS Short Question
৩২.সর্টিং কী?
উ: সর্টিং হলো সাজানোর প্রক্রিয়া। ডেটাবেজের ডেটাকে নিম্নক্রম (Ascending) বা ঊর্ধ্বক্রম (Descding) অর্ডারে সাজানোকেই সর্টিং বলে। ৩৩. ইনডেক্স কী?
উ: ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহের অ্যাড্রেসকে কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্স বলা হয়।
৩৪. ইনডেক্সিং কী?
উ: সুবিন্যস্তভাবে সঠিক নিয়মে তথ্যসমূহের সূচি তৈরিকে ইনডেক্সিং বলে। সঠিক তথ্যকে দ্রুত খুঁজে বের করতে ইনডেক্সিং ব্যবহার করা হয়।
৩৫.ডেটাবেজ রিলেশন কী?
উ: একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে।
৩৬. One to One রিলেশন কী?
উ: যদি দুটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় যে, কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে One to One রিলেশন বলে।
৩৭. One to Many রিলেশন কী?
উ: যদি ডেটাবেজের কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক থাকে, তখন তাকে One to Many রিলেশন বলা হয়।
৩৮. Many to Many রিলেশন কী?
উ: যদি কোনো ডেটাবেজের কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক থাকে, তখন তাকে Many to Many রিলেশন বলা হয়।
৩৯. রিপোর্ট কী?
উ: রিপোর্ট অর্থ প্রতিবেদন। চাহিদামতো তথ্য/রেকর্ডকে সুবিন্যস্ত করে উপস্থাপনই হলো রিপোর্ট।
৪০. কর্পোরেট ডেটাবেজ কী?
উ: কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা বিশেষ ধরনের প্রতিষ্ঠান যে বিশেষ পদ্ধতিতে তথ্য সংগ্রহ, পর্যালোচনা, বিশ্লেষণ ও উপস্থাপন করে, তাকে কর্পোরেট ডেটাবেজ বলে।
৪১. ডেটা সিকিউরিটি কী?
উ: অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে ডেটাকে মুক্ত রাখার পদ্ধতিকে বলা হয় ডেটা সিকিউরিটি।
৪২. ডেটা এনক্রিপশন বলতে কী বুঝ?
উ: অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডেটাকে নিরাপদ রাখার জন্য যে পদ্ধতিতে ডেটা ভেঙে এলোমেলো করা হয়, তাকে ডেটা এনক্রিপ্টশন বলা হয়।
৪৩. প্লেইন টেক্সট কী?
উ: এনক্রিপ্ট করার জন্য ইনপুট ডেটা অর্থাৎ, যেটিকে এনক্রিপ্ট করা হবে, সেই পঠনযোগ্য টেক্সটকে প্লেইন টেক্সট বলে।
৪৪. সাইফারটেক্সট কী?
উ: এনক্রিপ্ট করার পর এনক্রিপ্টেড এলোমেলো ডেটাকে সাইফার টেক্সট বলে।
এই আইসিটি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর / জ্ঞানমূলক সাজেশন / DBMS Short Question ছাড়াও আরো পড়ুন