আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা পদ্য আঠারো বছর বয়স এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

জ্ঞানমূলক

প্রশ্ন ১। ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের কী ধরনের রচনা?
উত্তর : ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।

আরো পড়ুনঃ

প্রশ্ন ২। আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
উত্তর : আঠারো বছর বয়স পদাঘাতে পাথর সমান বাধা ভাঙতে চায় ।

প্রশ্ন ৩। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন ৪। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার ‘কিশোরসভা’ অংশের সম্পাদক ছিলেন।

প্রশ্ন ৫। কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
উত্তর : কবি সুকান্ত ভট্টাচার্য ‘দৈনিক স্বাধীনতা’ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রশ্ন ৬। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়?
উত্তর : সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলায় ।

প্রশ্ন ৭ । কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
উত্তর : কবি সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান।

প্রশ্ন ৮। সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বেঁচে ছিলেন।

প্রশ্ন ৯। আঠারো বছর বয়সে কীভাবে আঘাত আসে?
উত্তর : আঠারো বছর বয়সে অবিশ্রান্তভাবে আঘাত আসে ।

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

প্রশ্ন ১০। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর : আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা উঁকি দেয় ।

প্রশ্ন ১১। সুকান্ত তাঁর কাব্যে কিসের আহ্বান জানিয়েছেন?
উত্তর : সুকান্ত তাঁর কাব্যে অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন।

প্রশ্ন ১২ । আঠারো বছর বয়স কিসে কালো?
উত্তর : আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো।

প্রশ্ন ১৩ । সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : ছাড়পত্র।

প্রশ্ন ১৪ । রবীন্দ্র-নজরুল উত্তর যুগের তরুণ কবি বলা হয় কাকে?
উত্তর : সুকান্ত ভট্টাচার্যকে।

প্রশ্ন ১৫। কবি সুকান্ত ভট্টাচার্য ১৩৩৩ বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর : ৩০ শ্রাবণ ।

প্রশ্ন ১৬। ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য

প্রশ্ন ১৭। কবি সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কী?
উত্তর : নিবারণচন্দ্র ভট্টাচার্য।

প্রশ্ন ১৮। কবি সুকান্তের মায়ের নাম কী?
উত্তর : সুনীতি দেবী।

ইলেকচার শবচার লেকচার শেবচার দেবার চোর গ্রেফতার সবচার ফোকচার গ্রেফতার বার বার ব্যবহার দেবার প্রচার প্রচার শুরু

প্রশ্ন ১৯। ‘ঘুম নেই’ কোন জাতীয় রচনা?
উত্তর : কাব্যগ্রন্থ।

প্রশ্ন ২০। ‘ঘুম নেই’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : কবি সুকান্ত ভট্টাচার্যের।

প্রশ্ন ২১। দৈনিক পত্রিকা ‘স্বাধীনতা’র ‘কিশোর সভা’ অংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য।

প্রশ্ন ২২। ‘পূর্বাভাস’ কী?
উত্তর : কবি সুকান্ত ভট্টাচার্য রচিত একটি কাব্যগ্রন্থ।

প্রশ্ন ২৩। ‘মিঠেকড়া’ রচনাটি কার সৃষ্টি?
উত্তর : কবি সুকান্ত

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

প্রশ্ন ২৪। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
উত্তর : ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

প্রশ্ন ২৫। ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রতিটি চরণের মাত্রা বিন্যাস কেমন?
উত্তর : ৬ + ৬ + ২ মাত্রা।

প্রশ্ন ২৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কী শূন্য থাকে না?
উত্তর : প্রাণ দেওয়া নেওয়ার ঝুলি।

প্রশ্ন ২৭। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কোন বয়স ভয়ংকর?
উত্তর : আঠারো বছর বয়স।

প্রশ্ন ২৮। আঠারো বছর বয়স পথে প্রান্তরে কী ছোটায়?
উত্তর : তুফান ।

প্রশ্ন ২৯। আঠারো বছর বয়সে সহস্র প্রাণ কী হয়?
উত্তর : ক্ষতবিক্ষত।

প্রশ্ন ৩০। দুর্যোগে আর ঝড়ে আঠারো বছর বয়স কী করে?
উত্তর : বাঁচে।

প্রশ্ন ৩১। কবি সুকান্ত ভট্টাচার্যের অন্য রচনাগুলো কী কী?
উত্তর : ‘মিঠেকড়া’, ‘অভিযান’, ‘হরতাল’ ইত্যাদি।

প্রশ্ন ৩২। কবি সুকান্ত ভট্টাচার্য কিসের জয়ধ্বনি শুনতে পান?
উত্তর : আঠারোর জয়ধ্বনি ।

প্রশ্ন ৩৩। কোন বয়স স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নেয়?
উত্তর : আঠারো বছর বয়স।

প্রশ্ন ৩৪। কখন হাল ঠিকমতো রাখা কঠিন হয়ে পড়ে?
উত্তর : দুর্যোগের সময়।

প্রশ্ন ৩৫। আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কী হয়ে যায়?
উত্তর : কালো হয়ে যায়।

প্রশ্ন ৩৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কোন বয়সকে ‘দুঃসহ বলা হয়েছে?
উত্তর : আঠারো বছর বয়সকে।

প্রশ্ন ৩৭। “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- কে বলেছেন?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য।

এই আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো জানুন

You cannot copy content of this page

Scroll to Top