আমার পথ প্রবন্ধের সৃজনশীল সাজেশন ২০২৩ (এইচএসসি বাংলা ১মপত্র)

আমার পথ প্রবন্ধের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

আমার পথ প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা গদ্য অংশ আমার পথ এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।

আমার পথ প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

সাজেশন

আরো পড়ুনঃ

সর্বশেষ বোর্ডে আসা প্রশ্ন সাজেশন

১) যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্য একজন। আর, আমিও তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করিয়া মাসিকপত্রে প্রবন্ধ লিখিয়াছি।

ক) ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
খ) লেখক নিজ সত্যকে সালাম জানিয়েছেন কেন? বুঝিয়ে লেখ।
গ) গ উদ্দীপকের লেখকের সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধের লেখকের অমিলের ক্ষেত্রটি চিহ্নিত কর।
ঘ) “উদ্দীপকে আমাদের সমাজের যে সমস্যা বিদ্যমান ‘আমার পথ’ প্রবন্ধে তা থেকে উত্তরণের পথনির্দেশ রয়েছে।” মন্তব্যটি যাচাই কর।

আমার পথ প্রবন্ধের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

২) মনুষ্য জাতি স্বভাবতই ক্ষমতার অন্ধ উপাসক। যে পক্ষে ক্ষমতা সেই পক্ষেই আমাদের সমবেদনা, অসহায়ের আমরা কেহ নই। এই জন্যই একজনের হাতে যথেচ্ছা ক্ষমতা থাকিলে ভয়ের বিষয়। তাহার ব্যবহারের ন্যায়ান্যায় বিচার করিবার লোক সংসারে পাওয়া যায় না।কাজেই তাহাকে আর বড়ো একটা ভাবিয়া চিন্তিয়া কাজ করিতে হয় না।

ক. কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না?
খ “আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত।”- ব্যাখ্যা কর।
গ ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটির প্রতি উদ্দীপকে ইঙ্গিত প্রদান করা হয়েছে?
ঘ “সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি ‘আমার পথ’ প্রবন্ধের প্রতিরূপ নয়।” সত্যতা যাচাই কর।

৩) মানুষ ভুল করে, পরে সেই ভুলের সংশোধন করেই সত্যের সন্ধান পায়। সাধারণের ধারণা, ঠেকে শেখার চেয়ে দেখে শেখাই বুদ্ধিমানের কাজ। কিন্তু ‘অতি চালাকের গলায় দড়ি’ বলেও একটা কথা আছে। জীবনের অভিজ্ঞতা ও বাস্তবলব্ধ যে জ্ঞান তার তুলনা নেই। স্বল্প পরিসরে টবের ভেতর জীবন ধারণ করার চেয়ে বাইরের বিস্তৃতির ভেতরে আনন্দে বিকশিত হওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। তবে অন্যের দুর্দশা দেখেও শিক্ষালাভ করতে হবে। কারণ একজনের পক্ষে সকল রকম অভিজ্ঞতা লাভ করা অসম্ভব।

ক) ‘আগুনের ঝান্ডা’ শব্দের অর্থ কী?
খ) খ ‘আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত’— কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ) উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে?— ব্যাখ্যা কর।
ঘ) “উদ্দিষ্ট দিকটি হৃদয়ে ধারণ করে মানুষ নিজে যেমন আলোকিত হতে পারে, তেমনি গড়তে পারে আলোকিত পৃথিবী” – বিশ্লেষণ কর।

আমার পথ প্রবন্ধের সৃজনশীল সাজেশন ২০২৪ (এইচএসসি বাংলা ১মপত্র)

৪) তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।

ক) সবচেয়ে বড় ধর্ম কোনটি?
খ) যার মনে মিথ্যা, সে-ই মিথ্যাকে ভয় করে, ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের তারুণ্যের সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধের তারুণ্যের সাদৃশ্য দেখাও।
ঘ) তারুণ্যশক্তিতে বলীয়ান হলেই সত্য-সুন্দর পথে অগ্রসর হওয়া যায়; উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

৫। মানুষ বড় জটিল জীব। তাকে দশ দিক বজায় রেখে কাজ করতে হয়। আবার পৃথিবীও এমন কঠিন ঠাঁই যে, অনেক সময় এক কূল বজায় রাখতে গেলে আর এক কূলে ভাঙন লাগে। জীবনে এগুলোই সবচেয়ে বড় সমস্যা। এখানেই ভুল হয় বেশি। মানুষ এই রকম ভুলের উপর চরণ ফেলে সত্যকে খুঁজে পাচ্ছে এবং ক্রমশ অগ্রসর হয়ে চলেছে। ভুল না করলে যেন সত্যের প্রকৃত রূপটি ধরা পড়ে না। এ যেন আলো-আঁধারের লুকোচুরি খেলা। যেমন- একটা ফুলকে নানাভাবে চারদিক থেকে দেখলে তার নতুন নতুন সৌন্দর্য চোখে পড়ে। এরূপ সত্যকেও নানা ঘটনার ভেতর দিয়ে নানাভাবে পরখ করে দেখতে হয়। তবেই তার সমগ্র রূপ ধরা পড়ে।

ক) ‘আমার পথ’ প্রবন্ধটি কোথা থেকে সংকলিত হয়েছে?
খ) কবি নিজেকে ‘অভিশাপ-রথের সারথি’ বলে অভিহিত করেছেন কেন?
গ) উদ্দীপকের সঙ্গে ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

৬) হে সূর্য!
তুমি আমাদের উত্তাপ দিও
শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড,
তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই
এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব!
তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,
তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।

ক) মহাত্না গান্ধী কে?’
খ) স্পষ্ট কথা বলায় একটি অবিনয় থাকে কেন?
গ) উদ্দীপকে যেদিক টি ধারন করা হয়েছে তা আলোচনা কর।
ঘ) এই প্রবন্ধের আলোকে উদ্দীপকের আশাবাদ ব্যক্ত কর।

এই আমার পথ প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page

Scroll to Top