এইচসসি বাংলা ১মপত্র mcq HSC Bangla MCQ exam বাংলা ১মপত্র নৈর্ব্যক্তিক পরীক্ষা HSC Bangla 1st paper MCQ Test HSC Bangla 1st paper MCQ exam এইচএসসি বাংলা মডেল টেস্ট

এইচএসসি বাংলা ১মপত্র mcq / HSC Bangla MCQ exam / বাংলা ১মপত্র নৈর্ব্যক্তিক পরীক্ষা

এইচএসসি বাংলা ১মপত্র mcq / HSC Bangla MCQ exam / বাংলা ১মপত্র নৈর্ব্যক্তিক পরীক্ষা / HSC Bangla 1st paper MCQ Test / HSC Bangla 1st paper MCQ exam / এইচএসসি বাংলা মডেল টেস্ট

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের শর্ট সিলেবাসভুক্ত পদ্য ৭টি , গদ্য ০৭টি , নাটক ও উপন্যাস ০২টি সহ সর্বমোট ১৬টি বিষয়ের সবগুলোর আলাদা আলাদা online MCQ / নৈর্ব্যক্তিক এখানে দিয়েছি। তোমার যতবার খুশি ততবার পরীক্ষায় অংশ নিতে পারবে।

আলাদা আলাদা মড়েল টেস্ট ছাড়াও সবগুলো চ্যাপ্টারের সমন্বয়ে একটি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি। যেখানে প্রায় ১০০০+ MCQ দেওয়া হয়েছে। তাই তোমরা আনলিমিটেড এক্সামে অংশ নিতে পারবে।

তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

নির্দেশনা

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে ৩০টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

চূড়ান্ত মডেল টেস্ট

/30
0 votes, 0 avg
5

HSC Bangla

এইচএসসি বাংলা প্রথমপত্র নৈর্ব্যক্তিক / MCQ Online / অনলাইন মডেল টেস্ট

এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস ভূক্ত সবগুলো অধ্যায়ের আলোকে এই চূড়ান্ত মডেল টেস্টের মধ্যে ১০০০+ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যতখুশি ততবার এক্সাম দিতে পারবে।
পূর্ণমানঃ ৩0 সময়, ২৫মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?

2 / 30

 কামাল সাহেব একজন কবি। তিনি তাঁর কবিতায় সর্বদাই তারুণ্যের জয়গান তুলে ধরেন। তিনি মনে করেন তারুণ্য শক্তি অপরিমেয়। এ শক্তির সঙ্গে লড়াই করে পৃথিবীর অন্য কোনো শক্তি টিকতে পারে না। তরুণরা যেকোনো অজেয়কে জয় করতে পারে। প্রবীণরা যে কাজ করতে ভয় পায় তরুণরা অনায়াসে সে কাজ করতে পারে।
  উদ্দীপকের কামাল সাহেব তোমার পাঠ্য বইয়ের কোন কবিকে সমর্থন করে?

 

3 / 30

সত্য যে কঠিন

কঠিনেরে ভালোবাসিলাম

সে কখনো করে না বঞ্চনা।

আমার পথ প্রবন্ধের যে বাক্য উদ্দীপকের বাক্যটির প্রতিনিধিত্ব করে তা হলো-

i. আমার পথ দেখাবে সত্য

ii. নমস্কার করছি সত্যকে

iii. এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম

নিচের কোনটি সঠিক?

4 / 30

বাংলাদেশের জাতীয় কবি কে?

5 / 30

রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?

6 / 30

 আঠারো বছর বয়সকে কবি দুঃসহ বলেছেন কারণ—

            i. এ সময় জীবন গড়ার প্রস্তুতি পর্ব

            ii. এ সময়ে তরুণরা বেয়াড়া হয়

            iii. এ বয়স হতেই তরুণরা জীবনে ঝুঁকি নিতে পারে

            নিচের কোনটি সঠিক?

 

 

7 / 30

মিছিলের ভিড়ে যুবকটিকে
মনে হলো কতদিনের চেনা
তেজদীপ্ত কণ্ঠে আকাশ-বাতাস মুখরিত প্রাণ
মুষ্টিবদ্ধ লোমশ হাতে তুলেছে নিশান ।

উদ্দীপকের যুবকটির ‘মুষ্টিবদ্ধ লোমশ হাত' ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কীসের প্রতীক রূপে প্রকাশিত?
i. সংগ্রামের
ii. অন্যায়ের প্রতিবাদের
iii. ঘাতকের
নিচের কোনটি সঠিক?

8 / 30

বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 

9 / 30

 কন্যার পিতামাত্রেই কী স্বীকার করবেন?

10 / 30

 ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?

11 / 30

হিবার্ট বক্তৃতামালার কথা উল্লেখ আছে কোন রচনায়?

12 / 30

. আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন?

13 / 30

'সোনার তরী' কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে ?

14 / 30

তাই আজ হে স্বদেশ, হে জনতা, হাতিয়ার ধরো,
শত্রুর শিবিরে আজ জোট বেঁধে প্রত্যেকেই পদাঘাত করো।

 উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-
 i. বাঙালিদের প্রতি সিরাজের আহবান
 ii. ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
 iii. ইংরেজদের ব্যবসার অনুমতি প্রদান
 নিচের কোনটি সঠিক?

15 / 30

একটি জলাশয়ের মালিকানা নিয়ে পূর্ব ও পশ্চিম পাড়ার অধিবাসীদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধ একসময় সংঘর্ষের সূত্রপাত্র ঘটায়। সংঘর্ষে পূর্বপাড়ার অনেক ব্যক্তি প্রতারণা করে বিরোধী পশ্চিম পাড়ার মানুষের সাথে হাত মিলায়।

 ‘সিরাজউদ্দৌলা' নাটকের যে ভাব উদ্দীপকে ফুটে উঠেছে, তা হলো¬-
 i. দু’দেশের মধ্যে সম্প্রীতির বন্ধন
 ii. বিরোধী পক্ষের সাথে হাত মিলানো
 iii. প্রতারণার আশ্রয় গ্রহণ করা
 নিচের কোনটি সঠিক?

16 / 30

মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে?

17 / 30

আমাদের পূর্বপুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিল?

18 / 30

 সুকান্ত ভট্টাচার্যের কত বছর বয়সে মৃত্যু হয়েছিল?

19 / 30

আহ্লাদী স্বামীর ঘরে যেতে না চাওয়ার যুক্তিযুক্ত কারণ-

20 / 30

.কামচাটকা কী?

21 / 30

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ভ্রাতার নাম কী?

22 / 30

মিরজাফরের গুপ্তচর কে?

23 / 30

বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিনটিতে প্রধান রূপে ফুটিয়ে তুলেছে? 

24 / 30

'নিকা' শব্দটি বিলাসী গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?

25 / 30

কেউ কাঁটার আঘাত করলে কবি তার কী প্রতিদান দেন?

26 / 30

নিজের মুক্তি কামনায় বিভীষণ আপনজনদের পরিত্যাগ করে অবতার রামচন্দ্রের দলে যোগ দেন। তার সঙ্গে নিচে উল্লিখিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের বৈপরিত্য রয়েছে?

27 / 30

বঙ্গবন্ধু কোথায় পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে?

28 / 30

‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?

29 / 30

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

30 / 30

পিতৃ-মাতৃহীন মিতু স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে চলে আসে ফুফুর কাছে। গ্রামের উঠতি যুবকের দৃষ্টি পড়ে মিতুর ওপর। কিন্তু ফুফু সব প্রতিবন্ধকতা কাটিয়ে মিতুকে লালসা-উন্মুত্ত লোকদের হাত থেকে আগলে রাখে।

উদ্দীপকের ফুফুর মধ্যে মাসি-পিসি চরিত্রের যে দিকটি ইঙ্গিত করে-

i. মমত্ববোধ

ii. দায়িত্ববোধ

iii. আত্মসচেতন

নিচের কোনটি সঠিক

Your score is

The average score is 49%

0%

অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট

মেধা তালিকা

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

HSC Bangla MCQ exam / বাংলা ১মপত্র নৈর্ব্যক্তিক পরীক্ষা / HSC Bangla 1st paper MCQ Test / HSC Bangla 1st paper MCQ exam / এইচএসসি বাংলা মডেল টেস্ট আরো জানুন

You cannot copy content of this page

Scroll to Top