HSC bangla 2nd paper Suggestion 2024 । বাংলা ২য়পত্র সাজেশন ২০২৪ – এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সাজেশন হিসেবে নিচের আর্টিকেলটি অনুসরণ করতে পারো।
আরো পড়ুনঃ
১। বাংলা (আবশ্যি (ক) উচ্চারণরীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখো।
অথবা
যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: অনিঃশেষ ঐশ্বর্য, ষাণ্মাসিক, প্রায়শ্চিত্ত, উহ্য, জয়ধ্বনি, ব্রহ্মপুত্র, উদ্বাস্তু ।
২। প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো।
যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: অধিনস্থ, কুজ্জটিকা, জেষ্ঠ্য, মুমুর্ষু, সম্বর্ধনা, মহিষী, পিপিলীকা, নুন্যতম।
৩। বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা করো। নিম্নরেখ পদগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
- সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
- কারণ ছাড়া কার্য হয় না।
রবীন্দ্রনাথ
তো আর দুজন হয় না।- আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়।
- তিনি হো হো করে হেসে উঠলেন।
৪। (ক) শব্দ গঠন বলতে কী বোঝ? কী কী পদ্ধতিতে শব্দ গঠিত হয়। উদাহরণসহ লেখো।
অথবা
খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: (যেকোনো পাঁচটি) চিরসুখী, পলান্ন, বিশালাক্ষী, দেশান্তর, সাত-সতের, যথাবিধি, মুখচন্দ্ৰ।
HSC bangla 2nd paper Suggestion 2024 । বাংলা ২য়পত্র সাজেশন ২০২৪
৫। খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? আলোচনা করো।
অথবা
নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যান্তর করো:
দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন। (প্রশ্নবাচক)
ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। (জটিল)
জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? (নির্দেশাত্মক) এ
কেই কি বলে সভ্যতা? (নেতিবাচক)
শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না। (অস্তিবাচক)
যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই। (যৌগিক)
ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি। (অনুজ্ঞাবাচক)
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো:
মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক)
বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
iii. কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)
যা বার্ধক্য, তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক) সদা সত্য বলা উচিত। (অনুজ্ঞা)
দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)
অথবা
রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করেছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগি। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।
৭। (ক) নিচের যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো:
Abstract, Bidder, Cold war, Diplomatic, Embargo, Face value, Gratuity, Hygiene, Initial, Myth, Justice, Power house, Queue, Sabotage, Violation.
অথবা, (খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:
A good teacher is one of the most important people in any country, Bangladesh needs good teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake. He also makes them confident and proves them clever. Everybody has something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student.
HSC bangla 2nd paper Suggestion 2024 । বাংলা ২য়পত্র সাজেশন ২০২৪
৮। (ক) তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত করো।
অথবা,
ঢাকা মেট্রোরেল নিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো।
৯। দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে বন্ধুদের কাছে প্রেরণের জন্য একটি ই-মেইল রচনা করো।
অথবা, (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
১০ সারাংশ লিখো
কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারও থাকে, তাহলে তাদের সব বই ধ্বংস করতে হবে এবং সকল পণ্ডিতকে হত্যা করতে হবে। এতে উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে, তারা বাঁচে না। দেশ বা জাতিকে উন্নত করতে হলে জ্ঞান ও সাহিত্যের বিকল্প নেই; পণ্ডিত ও সাহিত্যিক ছাড়া উপায় নেই।
অথবা
রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা,
সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা
সারাংশ ৩০ টি ক্লিক
সারমর্ম ৩০টি
১১. (ক) বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।
অথবা, (খ) গল্পসংকেত: মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ইচ্ছা স্বপ্নিল ও মুনার অনেকদিনের। তারা শ্রীপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার কাছে গেল মুক্তিযুদ্ধের গল্প শুনতে।… মুক্তিযুদ্ধের দিনগুলো
১২। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো:
ক. স্বদেশপ্রেম
খ মানবকল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি
গ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ একুশ শতকে পল্লি উন্নয়ন ও বাংলাদেশ
ঙ) দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা
চ) বিদ্যুৎ ও আধুনিক জীবন
ছ ) মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১
জ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ঞ) একুশ শতকে পল্লী উন্নয়ন ও বাংলাদেশ
ট) স্মার্ট বাংলাদেশ
ঠ) মুক্তিযুদ্ধের চেতনা