ইকোনমিক বোটানি ইনথনোবোটানি এন্ড ফার্মাকোগনজি সাজেশন ও প্রশ্নব্যাংক । Economic Botany Ethnobotany and Pharmacognosy suggestion & Question Bank / Botany 4th Year Honours

ইকোনমিক বোটানি ইনথনোবোটানি এন্ড ফার্মাকোগনজি সাজেশন ও প্রশ্নব্যাংক । Economic Botany Ethnobotany and Pharmacognosy suggestion & Question Bank / Botany 4th Year Honours : তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স কোর্স সার্টিফিকেট পরীক্ষা(উদ্ভিদবিজ্ঞান ) দিবে তারা বিগত সালে আসা প্রশ্ন অনুসরণ করলে কমন পাবে

সাজেশন ২০২৩

বি.এস.এস. অনার্স ৪র্থ বর্ষ
উদ্ভিদবিভাগ (তত্ত্বীয়) 
কোর্স শিরোনাম : Economic Botany, Ethnobotany and Pharmacognosy
কোর্স কোড : ২৪৩০০৩ 

[বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।] ক-বিভাগ 

১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও

(ক) খাদ্যশস্য কাকে বলে? 
উত্তর : ঘাস গোত্রের (Poaceae) খাদ্যদানা উৎপাদনকারী উদ্ভিদসমূহকে খাদ্যশস্য বলে।

খ) ডালে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড বেশি পাওয়া যায়? 
উত্তর : ডালে লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড বেশি থাকে। 

(গ) উদ্ভিজ্জ চর্বি কী? 

উত্তর : গ্লিসারোল ও ফ্যাটি এসিডের সমন্বয়ে গঠিত যে সকল জৈব রাসায়নিক পদার্থ প্রকোষ্ঠ উষ্ণতায় তরলাবস্থায় বিরাজ করে তা তেল (Oils) এবং যা কঠিন অবস্থায় বিরাজ করে তা চর্বি (Fats)। উদ্ভিদ থেকে প্রাপ্ত চর্বিকে উদ্ভিজ্জ চর্বি বলে। যেমন, নারিকেল তেল, পাম অয়েল, নিম তেল ইত্যাদি। 

(ঘ) প্যারা রাবার বলতে কী বুঝ ? 
উত্তর : যে রাবার Euphorbiaceae গোত্রের Hevea brasiliensis উদ্ভিদের তরক্ষীর থেকে উৎপাদন করা হয়, সেই রাবারকে প্যারা রাবার বলা হয়। এ উদ্ভিদটি দক্ষিণ আমেরিকার আমাজান নদীর দক্ষিণ শাখার অববাহিকা অঞ্চলের (ব্রাজিলের প্যারা জেলা) আদিবাসী। ব্রাজিলের প্যারা জেলায় রাবারের প্রথম সংগৃহীত হয় বলে Hevea brasiliensis-কে প্যারা রাবার বলে ।

(ঙ) ইথনোলজিস কী? 
উত্তর : গোটা মানবজাতি সে আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মানুষ হোক বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ হোক সবার সাথে উদ্ভিদজগতের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিনিয়ত সার্বিক সম্পর্ক, সমীক্ষা, গবেষণা, অনুশীলন ও চর্চাকে ইথনোলজিস (ethnologies) বলে। অর্থাৎ, আদিম সম্প্রদায়ের লোকজন ও তাদের ব্যবহৃত উদ্ভিদের মধ্যকার সম্পর্কের অনুসন্ধানকে ইথনোবোটানি বলে। 

(চ) ধর্মীয়ভাবে পবিত্র একটি উদ্ভিদের স্থানীয় ও বৈজ্ঞানিক নাম লেখ। 
উত্তর : বেল। স্থানীয় নাম : শ্রীফল। উদ্ভিদের বৈজ্ঞানিক নাম: Aegle marmelos গোত্র Rutaceae 

(ছ) সাঁওতাল উপজাতি কর্তৃক ব্যবহৃত একটি উদ্ভিদের স্থানীয় ও বৈজ্ঞানিক নাম লিখ। 
তুলসী। বৈজ্ঞানিক নাম Ocimum sanctum এবং গোত্র Labiatae. 

জ) এমন একটি প্রবাদ লিখ যেখানে উদ্ভিদের নাম উল্লেখ করা আছে। 
উত্তর : মনা বলে চাষার পো, আঢ়, হাওনে কলা রো। 

(ঝ) Active ingredients বলতে কী বুঝ? 
উত্তর : প্রাকৃতিক ভেষজদ্রব্যে বিদ্যমান যে সকল রাসায়নিক উপাদান প্রাণিদেহে কোনো উপকারী বা ক্ষতিকর (beneficial বা harmful) পরিবর্তন সাধনে সক্ষম তাদেরকে সক্রিয় উপাদান বা Active ingredients বলে। সক্রিয় উপাদান বলতে সাধারণত ঔষধিগুণসম্পন্ন উপাদানকেই বুঝায়। 

(ঞ) ফর্মূলারি কী ? 
উত্তর : কোনো দেশের আইনানুগ কর্তৃপক্ষ স্বীকৃত ও প্রকাশিত যে প্রমাণ্য পুস্তক বা প্রকাশনায় সেই দেশ প্রচলিত প্রস্তুতযোগ্য ও ব‍্যবহৃত ঔষধ সমূহের উপাদান, মাত্রা ও ব্যবহার বিধিসহ বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করা হয় তাকে সেই দেশের ফর্মুলারি বলে । যেমন— ব্রিটিশ ন্যাশনাল ফর্মূলারী (BNF)। 

(ট) সর্পগন্ধার রাসায়নিক উপাদানের নাম লিখ। 
উত্তর : সর্পগন্ধায় ১.২-১.৪% ইনডোল উপেক্ষার (indole alkaloid) আছে। এ ধরনের প্রায় ৬০টি উপেক্ষারের মধ্যে reserpine, deseripidine এবং rescinnaine ঔষধ হিসেবে বেশি গুরুত্বপূর্ণ উল্কোর ছাড়াও সর্পগন্ধায় কিছু রজন, ফ্যাটি এসিড অ্যালকোহল ও চিনি থাকে।

(ঠ) পরীক্ষিত নমুনা কী? 
উত্তর : তথ্যের নির্ভুলতা ও ভবিষ্যতের জন্য পরীক্ষিত নমুনা সংরক্ষণ করা হয় যাতে ভবিষ্যতের গবেষক সে সব নমুনা দেখতে পারেন ও পুনঃপরীক্ষা করতে পারেন, তাকে পরীক্ষিত নমুনা (Voucher specimens) বলে । 

খ-বিভাগ 

যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও

২। ইকোনমিক বোটানির গুরুত্ব লেখ। 
৩। উদাহরণসহ উৎপত্তির ভিত্তিতে তন্ত্রর শ্রেণিবিন্যাস কর।
৪। ‘নরমাল টি’ ও ‘ব্লাক টি’ এর মধ্যে পার্থক্য কী? 
৫। ইথনোবোটানি ও ইকোনোমিক বোটানির পার্থক্য দাও। 
৬। মারমা উপজাতি কর্তৃক ব্যবহৃত দুটি ভেষজ উদ্ভিদের স্থানীয় নামসহ ব্যবহার লেখ।
৭। আয়ুর্বেদের সংজ্ঞা দাও। এর প্রয়োজনীয়তা লেখ।
৮। দ্রব্য, ঔষধ ও বিষ-এর মধ্যে পার্থক্য কর। 
৯। ভেষজ উদ্ভিদ চাষের সুবিধা ও অসুবিধাগুলো লেখ। 

গ-বিভাগ 

যেকোনো গাঁচটি প্রশ্নের উত্তর দাও

১০৷ নিম্নলিখিত গ্রুপগুলো থেকে দুটি করে উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহার উল্লেখ কর :(ক) ডাল; (খ) তন্ত্র; (গ) মসলা; (ঘ) সুগন্ধি। 

১১। রাবার-এর চাষ এবং প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর। 

১২। ইথনোবোটানি গবেষণা কী? ইথানোবোটানি গবেষণা পদ্ধতির ধাপগুলো সংক্ষেপে বর্ণনা কর। 

১৩। হিন্দু সম্প্রদায় কর্তৃক ব্যবহৃত পাঁচটি ভেষজ উদ্ভিদের প্রদত্ত নাম, গোত্র ও ভেষজ ব্যবহার লেখ। 

১৪। ভ্রম উৎপন্নকারী, অ্যালার্জি ও বিষাক্ততা সৃষ্টিকারী দুটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও তাদের ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।

১৫। কেটে যাওয়া, জখম হওয়া এবং হাড়ভাঙা সারাতে বাংলাদেশে ব্যবহৃত তিনটি ঔষধি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও ব্যবহার বিধি লেখ। 

১৬। হারবাল ঔষধ বলতে কী বুঝ? হারবাল ঔষধ এর প্রস্তুতপ্রণালি বর্ণনা কর। 

১৭। ‘টিস্যু কালচার’ প্রযুক্তির মাধ্যমে ভেষজ উদ্ভিদ উৎপাদন পদ্ধতি বর্ণনা কর। 

ইকোনমিক বোটানি ইনথনোবোটানি এন্ড ফার্মাকোগনজি সাজেশন ও প্রশ্নব্যাংক । Economic Botany Ethnobotany and Pharmacognosy suggestion & Question Bank / Botany 4th Year Honours

প্রশ্নব্যাঙ্ক

বিএসসি অনার্স ৪র্থ বর্ষ :
বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Economic Botany, Ethnobotany and Pharmacognosy
কোর্স কোড: 243003 

বিশেষ দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। ক-বিভাগ 

১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও— 

(ক) BFIDC-এর পূর্ণরূপ কী? [What is the full form of BFIDC]
উত্তর : BFIDC-এর পূর্ণরূপ : Bangladesh Forest Industries Development Corporation. 

খ) আয়ুর্বেদ শাস্ত্রে কোন রোগকে মধুমেহ বলা হতো? [Which disease is called Madhumaho in Ayurved Science?]
উত্তর : আয়ুর্বেদ শাস্ত্রে ডায়াবেটিস (Diabetes) রোগকে মধুমেহ বলা হতো? 

গ) কোন গোত্রের উদ্ভিদসমূহকে খাদ্যশস্য বলে? [Which family of plants is called cereals?] 
উত্তর : Poaceae গোত্রের উদ্ভিদসমূহকে খাদ্যশস্য বলে। 

ঘ) কাঠের সিজনিং বলতে কী বুঝ? [What do you mean by seasoning of wood?] 
উত্তর : যে প্রক্রিয়ায় কাঠ শুকিয়ে দুমড়ে যাওয়া, ফেটে যাওয়া, বেঁকে যাওয়া প্রভৃতি থেকে ত্রুটিমুক্ত করে ব্যবহারের উপযোগী করা হয় তাকে কাঠের সিজনিং (Seasoning of wood) বলে। কাঠ সাধারণত আসবাবপত্র ও নির্মাণসামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। ব্যবহৃত এসব কাঠ যদি সিজনিং করা না হয়, তবে কয়েক মাসের মধ্যেই উল্লিখিত ত্রুটিগুলো প্রকাশ পেতে থাকে। সে কারণে সিজনিং কাঠ ব্যবহার করা অতি উত্তম ! 

ঙ)ডালে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড বেশি পাওয়া যায়? [Which type of amino acid is mestly found in pulses?]
উত্তর : ডালে লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড বেশি থাকে। 

(চ) ইথনোলজিস কী? [What is ethnologies?] 

উত্তর : গোটা মানবজাতি সে আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মানুষ হোক বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ হোক সবার সাথে উদ্ভিদজগতের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিনিয়ত সার্বিক সম্পর্ক, সমীক্ষা, গবেষণা, অনুশীলন ও চর্চাকে ইথনোলজিস (ethnologies) বলে। অর্থাৎ, আদিম সম্প্রদায়ের লোকজন ও তাদের ব্যবহৃত উদ্ভিদের মধ্যকার সম্পর্কের অনুসন্ধানকে ইথনোবোটানি বলে । 

(ছ) বৌদ্ধ সম্প্রদায়ের নিকট আম গাছ পবিত্র কেন? [Why does the mango tree sacred to the Buddihst community?]
উত্তর : : একদা ভগবান বুদ্ধ আমের গাছের নিচে বসে বিশ্রাম করে পুরষ্কৃত হয়েছিলেন। তা থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এ গাছকে পবিত্র মনে করে। 

(জ) Ethnobotany-র ওপর প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? [What is the first published book on ethnobotany? ]
উত্তর ; Ethnobotany-র ওপর প্রকাশিত প্রথম গ্রন্থ : ড. সুধাংশু কুমার জৈনের প্রবন্ধ Faulks (1958)

(ঝ) ফার্মাকোপিয়া কী? (What is pharma copeia?] 

উত্তর : আইনানুগ কর্তৃপক্ষ প্রণীত ও প্রকাশিত যে পুস্তক বা প্রকাশনায় একটি দেশের প্রচলিত ও ব্যবহৃত সকল ঔষাধ দ্রব্য, ভেষজদ্রব্য ও আনুষঙ্গিক অন্যান্য দ্রব্যের নাম, তাদের গুণগত মান, বর্ণনা, পরীক্ষা করার পদ্ধতি, ওষুধি বা অন্যান্য গুণাগুণ, ব্যবহার ও মাত্রার বিবরণ লিপিবদ্ধ করা থাকে সে পুস্তক বা প্রকাশনাকে ঐ দেশের ফার্মাকোপিয়া বলে। 

(ঞ) বিষ কী? [What is poison?] 

উত্তর : বিষ হলো কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ যা কিছু ব্যবহার করলে অন্য বিষাক্ত পদার্থ দূর হয় কিন্তু অতিরিক্ত ওষুধের প্রয়োগে জীবহানি বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 

(ট) কীটনাশক হিসেবে ব্যবহৃত দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। [Write down the scientific name of two plants used as pesticides] উত্তর : কীটনাশক হিসেবে ব্যবহৃত দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম: ১। ধুতুরা – Datura metel২। নিম- Azadirachta indica.

(ঠ)  বালসাম কী? [What is Balsam?] 

উত্তর : কিছু কিছু রজনজাতীয় সংমিশ্রণে সিনামিক এসিড (Cinnamic acid) বা বেনজোয়িক এসিড (Benzoic acid) বা উভয় এসিড একত্রে বা উক্ত এসিডদ্বয়ের এস্টারদ্রব্য (esters) লক্ষণীয় পরিমাণে বিদ্যমান থাকে। এই ধরনের রজনজাতীয় সংমিশ্রণকে বালসাম (Balsams) বলা হয়। Benzoin, Tolu Balsam, Peru Balsam, Storax বালসামের প্রকৃষ্ট উদাহরণ। 

এগ্রোনমি ও হর্টিকালচার সাজেশন ও প্রশ্নব্যাংক । Agronomy and Horticulture suggestion & Question Bank / Botany 4th Year Honours

খ-বিভাগ 

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও

২। আখের বৈজ্ঞানিক নাম, গোত্র ও ব্যবহার লেখ। [Write down the scientific name, family and uses of sugarcane.] 
৩। চারটি কাঠ উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও ব্যবহৃত অংশ লেখ। [Write down the scientific name and using parts of the four timber yielding plants.]

৪। বাংলাদেশের চা চাষের অঞ্চলসমূহ উল্লেখ কর। [Mention the tea growing region of Bangladesh.]

৫। পবিত্র উদ্ভিদ বলতে কী বুঝ? [What do you mean by sacred plant?] 

৬। মারমা উপজাতি কর্তৃক ব্যবহৃত দুটি ভেষজ উদ্ভিদের স্থানীয় নামসহ ব্যবহার লেখ। [Mention the uses of two medicinal plants with local name used by the Marma tribal people.] 

৭। ইউনানি ঔষধ প্রস্তুতের পাঁচটি নীতিমালা লেখ। [Write down the five principles of the preparation of the unani medicine.]

৮। ঔষধ, ড্রাগস ও বিষ বলতে কী বুঝ? [What do you mean by medicine, drugs and poison?] 

৯। ভেষজবিজ্ঞানে ইবনে সিনা ও এরিস্টটলের অবদান উল্লেখ কর। [Cite the contribution of Ibn-Sina and Aristotle in pharmacognosy.] 

গ-বিভাগ 

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-

১০। নিম্নলিখিত গ্রুপগুলো থেকে দুটি করে উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহার উল্লেখ কর : (ক) তেল; (খ) কাঠ; (গ) খাদ্যশস্য; (ঘ) ফল। [Mention the scientific name, using parts and uses of two plants in the following ups :(a) Oil; (b) Timber; (c) Cereals; (d) Fruit. ] 

১১। রাবার-এর চাষ এবং প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর। [Describe the cultivation and processing method of rubber.] 

১২। উদাহরণসহ ভেষজ উদ্ভিদের শ্রেণিবিন্যাস আলোচনা কর। [Describe the classification of medicinal plants with examples.]

১৩। ইথনোবোটানির শাখাসমূহ বর্ণনা কর। [ Describe the branches of ethnobotany.] 

১৪। হিন্দু সম্প্রদায় কর্তৃক ব্যবহৃত পাঁচটি ভেষজ উদ্ভিদের প্রদত্ত নাম, গোত্র ও ভেষজ ব্যবহার লেখ। [Mention the scientific name, local name, family and uses of five medicinal plants used by Hindu communities.]

১৫। গৌণ মেটাবোলাইটস কী? উদাহরণসহ অ্যালকালয়েড-এর শ্রেণিবিন্যাস কর। [What is secondary metabolites? Classify alkaloid with examples. ]

১৬। (ক) রাবার কী? চারটি রাবার উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। [What is rubber? Write down the scientific name of four rubber yielding plants.]

খ) ঔষধি দ্রব্য এর গুরুত্ব আলোচনা কর।[Discuss the importance of drugs.]

(খ) ১৭। টীকা লেখ (যেকোনো দুটি) : [Write notes (any two) :

(ক) এট্রোপিনের উৎস ও ব্যবহার; [Sources and uses of Atropine;]
(খ) Hallucination উৎপাদনকারী ছত্রাক; [Hallucination Productions Fungus;]
(গ) মেটেরিয়া মেডিকা । [Meteria Medica.] 

ইকোনমিক বোটানি ইনথনোবোটানি এন্ড ফার্মাকোগনজি সাজেশন ও প্রশ্নব্যাংক । Economic Botany Ethnobotany and Pharmacognosy suggestion & Question Bank / Botany 4th Year Honours ছাড়াও আরো জানুন

You cannot copy content of this page

Scroll to Top