কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সাজেশন ২০২৪ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সাজেশন ২০২৪ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সাজেশন ২০২৪ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ : অনার্স ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য সর্বশেষ সাজেশন এর আর্টিকেল নিয়ে আসলাম। এটি থেকে ১০০% কমন আসবে।

Read more:

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সাজেশন ২০২৩ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয় 
[বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষ; (ব্যবস্থাপনা বিভাগ) 

বিষয় : কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি 
বিষয় কোড : ২২২৬১১  পূর্ণমান : ৮০ 

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। 

ক-বিভাগ 

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০ 

(ক) মেইন ফ্রেম কম্পিউটার কী? (What is mainframe computer ? ) 

উত্তর : মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেকগুলো ছোট ছোট কম্পিউটার যুক্ত করে এক সঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে।

(খ) সফ্ট স্কিল কী? (What is soft skills ? ) 

উত্তর : সফট স্কিল বলতে এমন দক্ষতাকে বোঝায় যা আপনার ব্যক্তিদের সাথে সম্পর্কিত ও কোনো নির্দিষ্ট উপায়ে যার পরিমাপ বা যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয়। 

(গ) ALU এর পূর্ণরূপ লেখ। (Write down the full meaning of ALU.) 

উত্তর : ALU-এর পুরো নাম হলো : Arithmatic Logic Unit

(ঘ) সিস্টেম সফটওয়্যার কী? (What is system software?) 

উত্তর : কম্পিউটারের হার্ডওয়্যার এবং অ্যাপিকেশন প্রোগ্রামগুলো কার্যকর রাখার জন্য সাহায্যকারী প্রোগ্রামসমূহকে সিস্টেম সফটওয়্যার বলে।

(ঙ) মেশিন ল্যাংগুয়েজ কী? (What is machine language?) 

উত্তর : প্রথম যখন কম্পিউটার আবিষ্কার করা হয় তখন শুধু এবং ১ দিয়ে প্রোগ্রাম লিখতে হতো। কারণ কম্পিউটার শুধু ও ১ চিনতে পারত। আর এই ০ ও ১ দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা বলে।

(চ) রিসাইকেল বিন কী? (What is recycle bin?) 

উত্তর : রিসাইকেল বিন এমন একটি ফোল্ডার বা ডিরেক্টরি যেখানে মুছে ফেলা আইটেমগুলো অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।

(ছ) সিস্টেমস কী? (What is systems? ) উত্তর : কোনো নির্দিষ্ট কাজ সহজে ও সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংবদ্ধভাবে বিন্যস্ত রীতিনীতিকে সিস্টেম বলা হয়।

(জ) নর গেইট কী? (What is NOR Gate?) 

উত্তর : সাধারণত OR গেইট এবং NOT গেইটের সম্বন্বয়ে যে লজিক গেইট তৈরি করা হয় তাকে NOR গেইট বলে। অর্থাৎ, NOR গেইট OR গেইটের বিপরীত কাজ করে। এই গেইটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। 

(ঝ) সেন্সর কী? (What sensor?) 

উত্তর : সেন্সর হলো এমন এক ধরনের ডিভাইস যা কোন সংকেতকে চিহ্নিত বা সনাক্ত করে থাকে। 

(ট) কৌশলগত প্রযুক্তি কী? (What is database?) 

উত্তর : কৌশলগত প্রযুক্তি হলো সামগ্রিক পরিকল্পনা, যা একটি নির্দিষ্ট সংস্থার মধ্যে প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত উদ্দেশ্য, নীতি এবং কৌশল নিয়ে গঠিত। 

(ঞ) ডাটাবেজ কী? 

উত্তর : এক বা একাধিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমকে বর্ণনা করার জন্য ডাটার সংগ্রহকে ডেটাবেজ বলে। 

(ঠ) ডিজিটাল ফার্ম কী? (What is strategic technology ? ) 
উত্তর : যেসব প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে ক্রেতা, সরবরাহকারী ব্যবসায় সংশিষ্ট বিভিন্ন পক্ষ অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং পারস্পরিক যোগাযোগ ইত্যাদি কার্যসম্পাদন করে তাকে ডিজিটাল ফার্ম বলা হয়।

খ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

২। OCR ও OMR এর মধ্যে পার্থক্য লেখ।  (State the differences between OCR and OMR.)

বিভিন্ন প্রকার পোর্ট সম্পর্কে ধারণা দাও। (Conceptualize the different kinds of port.)

৪। হাই লেভেল ও লো লেভেল কম্পিউটার ভাষার বৈশিষ্ট্য লেখ। (Write down the features of high level and low level computer language.)

৫। ব্যবসায় ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার চারটি প্রয়োগ দেখাও। (Illustrate any four applications of artificial intelligence in the field of business.)

অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য দেখাও। (Show the differences between analog and digital computer.)

৭। (১২৭), (৩০৬২)১০, ৭৫২ কে BCD কোডে রূপান্তর কর। 

৮। আউটপুট ডিভাইসের ব্যবহার লেখ। (Write down the uses of output devices.)

৯। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামের কাজসমূহ বর্ণনা কর। (Describe the functions of network management program.) 

গ-বিভাগ

(ক) কম্পিউটার সংগঠন কাকে বলে?

১২। (ক) হার্ড ডিস্ক কী? 

কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশসমূহের বর্ণনা দাও। (Describe the main structural parts of computer.)

লজিক গেইট বলতে কী বুঝ? (What do you mean by logic gate?)

মৌলিক গেইটের প্রকারভেদ বর্ণনা কর। 

(খ) হার্ড ডিস্কের সংগঠন আলোচনা কর। (Discuss the organization of hard disk.)

সংখ্যা পদ্ধতি কী? (Describe the different kinds of number system.)

কম্পিউটার মেমোরি বলতে কী বুঝ? নং (What do you mean by computer memory?)

বিভিন্ন প্রকার কম্পিউটার মেমোরি সম্পর্কে আলোচনা ছাতকর। (Discuss the different types of computer memories.)

১৫। (ক) অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ও সিস্টেম সফ্টওয়্যারের মধ্যে পার্থক্য লেখ। 

বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বিবরণ দাও। (Write down the differences between application software and system software.) 

(খ) অপারেটিং সিস্টেমের ব্যবহার ও কাজ আলোচনা কর । (Discuss the uses and functions of operating system.) 

১৬। (ক) কম্পিউটার ভাইরাসের লক্ষণগুলো বর্ণনা কর। (Describe the symptoms of computer virus.) 

(খ) ভাইরাস প্রতিরোধের উপায়সমূহ লেখ। (Write down the ways of protecting computer virus.) 

(ক) ডিসিসন সাপোর্ট সিস্টেম ও এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের মধ্যে পার্থক্য লেখ। (Write down the differences between decision support system and executive support system.)

(খ) ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে তথ্য ব্যবস্থার ভূমিকা লেখ। (Write down the role of information systems in managerial decision making process.) 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সাজেশন ২০২৪ । ব্যবস্থাপনা বিভাগ । অনার্স ২য়বর্ষ

 

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top