জিনতত্ত্ব ও বিবর্তন সাজেসান্স

জিনতত্ত্ব ও বিবর্তন সাজেসান্স

জিনতত্ত্ব ও বিবর্তন সাজেসান্সটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য।

Gene Theory and Evoluation

জিনতত্ত্ব ও বিবর্তন সাজেসান্স

জ্ঞানমূলক প্রশ্ন

১. বংশগতিবিদ্যার ভিত্তি কী ?
২. মেন্ডেলের প্রথম সূত্রটি লিখ । [ঢা.বাে. ২০১৯]
৩. জিন কাকে বলে ? [রা.বাে., ব.বাে, ২০১৯]
৪. অ্যালিল কী ?(সি.বাে. ২০১৯; চ.বাে. ২১৭; রা.বাে. ২০১৫]
৫. হােমােজাইগাস কী?
৬. হেটেরােজাইগাস জীব কী?
৭. ফিনােটাইপ কী? [য.বাে, ২০১৯]
৮. মনােহাইব্রিড ক্রস কী?
৯. অটোসােম কী?
১০. প্রকট বৈশিষ্ট্য কী ?ব.বাে, ২০১৬]
১১. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
কী ?
১২. টেস্ট ক্রস কী?
১৩. ব্যাক ক্রস কী?
১৪. জিনােম কী?
১৫. অসম্পূর্ণ প্রকটতা কী?
১৬. সমপ্রকটতা কী?
১৭. লিথাল জিন কী?
১৮. পরিপূরক জিন কী?
১৯. এপিস্ট্যাসিস কী ?দি.বাে. ২০১৯; ঢা.বে, ২০১৭; চ.বাে, ২০১৫)
২০, হাইপােস্ট্যাটিক জিন কী ?
২১. দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস কী ?
২২. পলিজেনিক ইনহ্যারিট্যান্স কী ?
২৩. মানুষের গায়ের রঙ কতজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
২৪, সেক্স ক্রোমােজোম কী ?
২৫. হােমােগ্যামেটেক প্রাণী কী ?
২৬ হেটারােগ্যামেটিক প্রাণী কী ?
২৭. সেক্স লিংকটড বৈশিষ্ট্য কী ?
২৮. মাসকুল্যার ডিসট্রফি কী ? [চবাে, ২০১৯]
২৯. DMD কী?
৩০. ABO ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন ?
৩১. সার্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে ?
৩২. সার্বজনীন গ্রহীতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে?
৩৩. Rh ফ্যাক্টর কী ? কু.বাে, ২০১৯]
৩৪, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কী ?
৩৫. বিবর্তন কী ? রা,বাে, ২০১৭; দি.বাে, ২০১৫]
৩৬. জৈব অভিব্যক্তি কী?
৩৭. ল্যামার্কিজম কী?
৩৮. ডারউনিজম কী?
৩৯. পরিব্যক্তি কী?
৪০. নব্য-ডারউইনবাদের প্রধান প্রবক্তা কে ?
৪১. জীবাশ্ম কী ? (সকল বোের্ড ২০১৮; চ.বাে, ২০১৫]
৪২. Archaeoptexy কী?
৪৩. জীবন্ত জীবাশ্ম কী?
৪৪. নিষ্ক্রিয় অঙ্গ কী ? [কু.বাে, ২০১৭]

জিনতত্ত্ব বিবর্তন সাজেসান্স

অনুধাবনমূলক

১. মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন ?
২ মেন্ডেলের পরীক্ষায় সফলতার কারণগুলাে লেখ।
৩ বিশুদ্ধ জীব বলতে কী বুঝায় ?
৪ হােমােজাইগাস বলতে কী বুঝ ?
৫. হেটারােজাইগাস বলতে কী বুঝায় ?
৬ জিনােটাইপ বলতে কী বুঝায় ?
৭ ফিনােটাইপ ও জিনােটাইপ বলতে কী বুঝায় ? [চ.বাে, ২০১৭; সি,বাে,, যবাে ২০১৫)
৮. সংকর জীব বলতে কী বুঝায়?
৯. প্রকট ও প্রচ্ছন্ন জিন বলতে কী বুঝায় ?
১০. টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে কী বুঝায় ? [ঢা.বাে, ২০১৭]
১১. টেস্ট ক্রসে অনুপাত ১ ৪ ১ হয় কেন ?
১২. নিয়ন্ত্রক জিন কীভাবে প্রােটিন তৈরি নিয়ন্ত্রণ করে ?
১৩. জিনকে বংশগতির মৌলিক একক বলা হয় কেন ?
১৪. মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রের ব্যাখ্যা দাও।
১৫. অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বুঝায়?[সি.বাে, ২০১৯; রা.বাে, ২০১৫; চ.বাে, ২০১৬)
১৬. সন্ধ্যামালতির লাল ফুল ও সাদা ফুলের সংকরায়নে F1 জনুতে গােলাপি ফুল পাওয়ার কারণ কী ?
১৭. লিথাল জিন কীভাবে কাজ করে ?
১৮. হেটারােজাইগাস অবস্থায় হলুদ ইঁদুর পাওয়া যায় কেন?
২০. Lathyrus odoratus উদ্ভিদের ক্ষেত্রে জিনের পরিপূরক ক্রিয়ার উদাহরণ দাও ।
২১. এপিস্ট্যাসিস বলতে কী বুঝায় ? বি.বাে, ২০১৭]
২২. এটিস্ট্যাটিক জিন ও হাইপােস্ট্যাটিক জিন বলতে কী বুঝ ?
২৩, Dominant epistasis বলতে কী বুঝায় ?
২৪. সাদা লেগহর্ণ জাতের মােরগ মুরগির ক্রসে রঙ্গিন পালকের প্রজন্মের আবির্ভাব ঘটে কীভাবে ?
২৫. কখন একজন মানুষ মুক ও বধির হয় ?
২৬. মেন্ডেলের ১ম ২য় সূত্রের মধ্যকার মূল পার্থক্যগুলাে লেখ।
২৭. পলিজেনিক ইনহেরিট্যান্সের ক্ষেত্রে মেন্ডেলের সূত্র সমর্থিত হয় না কেন ?
২৮. নন-মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স বলতে কী বুঝায়?
২৯. পুরুষ প্রাণীদের হেটারােগ্যামিটিক বলা হয় কেন ?
৩০, স্ত্রী প্রাণীদের হােমােগ্যামেটিক বলার কারণ কী ?
৩১. সেক্স লিঙ্কড ইনহেরিট্যান্স বলতে কী বুঝ ?
৩২. বর্ণান্ধতা দেখা যায় কেন ? কু.বাে, ২০১৯]
৩৩. বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার বিয়ে হলে তাদের সকল সন্তানই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয় কেন?
৩৪. বর্ণান্ধতার কারণে সৃষ্ট অসুবিধাগুলাে লেখ।
৩৫. হিমােফিলিয়া রােগ নারীদের থেকে পুরুষদের মধ্যে বেশি দেখা যায় কেন ?
৩৬. ব্লাড গ্রুপ বলতে কী বুঝায় ?
৩৭. AB+ রক্তগ্রুপের ব্যাখ্যা দাও।
৩৮. AB ব্লাড গ্রুপ সব গ্রুপের রক্ত নিতে পারলেও অন্য কোনাে গ্রুপকে রক্ত দিতে পারে না কেন ?
৩৯. O ব্লাড গ্রুপ যেকোনাে ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারে কিন্তু নিজ গ্রুপ ব্যাতীত কোন কোনাে গ্রুপের রক্ত নিতে পারে না কেন ?
৪০. সর্বজনীন দাতা বলতে কী বুঝায় ?[রা,বাে, ২০১৬]
৪১. Rh ফ্যাক্টর বলতে কী বুঝায় ? (সকল বাের্ড ২০১৮; রা,বাে, ২০১৭)
৪২. Rh পুরুষ ও Rh® নারীর বিবাহ হলে তাদের সন্তানের সমস্যা হয় কেন ? (সকল বাের্ড ২০১৮; রা.বাে, ২০১৭]
৪৩. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কী বুঝায় ? [য.বাে, ২০১৭; কু.বাে, ২০১৭]
৪৪, ল্যামাকিজম বলতে কী বুঝায় ? (যবাে, ২০১৯]
৪৫. ল্যামার্কের মতবাদ বিজ্ঞানী মহলে গ্রহণযােগ্য হয়নি কেন ? (সি.বাে, ২০১৭)
৪৬, ‘যােগ্যতম উর্ধ্বতন’ বলতে কী বুঝায় ?
৪৭. ডারউইনবাদের দুর্বলতাগুলাে উল্লেখ কর।
৪৮. প্রকরণ বলতে কী বুঝায় ?
৪৯. সংযােগকারী যােগসূত্র বলতে কী বুঝ ?(সকল বাের্ড ২০১৮]
৫০. Archaeopteryx কে কেন সংযােগকারী যােগসূত্র বলা হয় ? [ব.বাে. ২০১৯]
৫১. “পাখি একটি মহিমান্বিত সরিসৃপ” – ব্যাখ্যা কর। [চ,বাে.২০১৯)
৫২. সমবৃত্তীয় অঙ্গ বলতে কী বুঝায়?
৫৩. লুপ্তপ্রায় অঙ্গ বলতে কী বুঝ ?
৫৪. সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লেখ। [ঢা.বাে, ২০১৯]

জিনতত্ত্ব বিবর্তন সাজেসান্স

বরিশাল বোর্ড ২০২১

মামুন চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে জিরাফের খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে বিস্ময়াভিভূত হলাে। কিছুক্ষণ পর সে একটি ডাইনােসরের প্রতিকৃতি দেখতে পেল।

ক. সমসংস্থ অঙ্গ কী?
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বােঝ?
গ. উদ্দীপকের প্রথমােক্ত প্রাণীটির উক্ত বিশেষ গঠন যে বিশেষ বিবর্তন মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় তার প্রস্তাবনাসমূহ লেখাে।
ঘ. উদ্দীপকের শেষােক্ত প্রাণীটি যে বিবর্তনগত সাক্ষ্য-প্রমাণের ইঙ্গিত দান করে তার ব্যাখ্যা করাে।

বরিশাল বোর্ড ২০২১

মীনা বর্ণান্ধতার বাহক হলেও তার স্বামী স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।

ক. ফিনােটাইপ কী?
খ. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কী বােঝ?
গ. মীনার পুত্র সন্তানদের বর্ণান্ধতা হবার সম্ভাবনা শতকরা কতভাগ? চেকার বাের্ডের মাধ্যমে দেখাও।
ঘ, মীনার কন্যা সন্তানদের স্বামী বর্ণান্ধ হলে পরবর্তী বংশধরদের ভাগ্যে কী ঘটবে তা বিশ্লেষণ করাে।

যশোর বোর্ড ২০২১

সুমন ও তার বােন সুমি স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম হলেও তার এক ভাই স্বাভাবিক বর্ণ দর্শনে অক্ষম। যদিও তাদের পিতামাতার বর্ণ দর্শন সক্ষমতা স্বাভাবিক।

ক. জিনােটাইপ কী?
খ. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কী বােঝ?
গ. উদ্দীপক সংশ্লিষ্ট সকলের জিনােটাইপ নির্ণয় করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সুমির স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম পুরুষের সাথে বিয়ে হলে তাদের পরবর্তী প্রজন্মের সন্তানাদির ফিনােটাইপ ও জিনােটাইপ বিশ্লেষণ করাে।

যশোর বোর্ড ২০২১

বিগল জাহাজে ভ্রমণকারী একজন প্রকৃতিবিজ্ঞানী অভিব্যক্তি সম্পর্কিত তার মতবাদটির মাধ্যমে অভিব্যক্তির কলাকৌশল ব্যাখ্যা করেন। যদিও এটি যুগান্তকারী মতবাদ তথাপি এটি সর্বজন গৃহীত নয়।

ক. সমবৃত্তীয় অঙ্গ কী?
খ. জীবন্ত জীবাশ্ম বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত মতবাদটির মৌলিক সিদ্ধান্তগুলাে সংক্ষেপে লেখাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ বিবৃতিটি বিশ্লেষণ করাে।

সিলেট বোর্ড ২০২১

এক দম্পতির স্বামীর রক্তের গ্রুপ A এবং স্ত্রীর রক্তের গ্রুপ AB। তবে স্বামীর Rh ফ্যাক্টর ধনাত্মক এবং স্ত্রীর Rh ফ্যাক্টর ঋণাত্মক।

ক. বিবর্তন কী?
খ. সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ বলতে কী বােঝ?
গ. উদ্দীপকের দম্পতির রক্ত গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের দম্পতির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? বিশ্লেষণ করাে।

সিলেট বোর্ড ২০২১

P → BB x bb

F1 → Bb

F → ?

ক. জিনােটাইপ কী?
খ. Rh ফ্যাক্টর বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ছকের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের আলােকে টেস্ট-ক্ৰস বিশ্লেষণ করাে।

চট্টগ্রাম বোর্ড ২০২১

নন-অ্যালিলিক জিনের আন্তঃক্রিয়ায় মেন্ডেলের ২য় সুত্রের অনুপাতের ব্যতিক্রম ঘটে, যেমন ১৩ : ৩।

ক. প্রকট বৈশিষ্ট্য কী?
খ. টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের মধ্যে দুটি পার্থক্য লেখাে।
গ. উদ্দীপকে উল্লিখিত অনুপাতটির আলােকে মেন্ডেলের সূত্রটি ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অনুপাতটি কেন এবং কীভাবে সংঘটিত হয়? বিশ্লেষণ করাে।

কুমিল্লা বোর্ড ২০২১

নিচে একটি জিনতাত্ত্বিক পরীক্ষণের ফলাফল দেখানাে হলাে।
P→ মূক বধির x মূক বধির
F1 জনু = সকলেই স্বাভাবিক বাক শ্রবণক্ষম।
F2 জনু = স্বাভাবিক বাক শ্রবণক্ষম : মূক বধির = ৯ : ৭

ক, বর্ণান্ধতা কী?
খ. প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত F2 জনুর ফলাফল চেকারবাের্ডেরসাহায্যে ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা বংশগতির মৌলিক সূত্রকে সমর্থনকরে কী? যুক্তিসহ আলােচনা করাে।

দিনাজপুর বোর্ড ২০২১

পিতা-মাতা উভয়ই স্বাভাবিক হলেও তাদের একমাত্র পুত্র আবুল হিমােফিলিক।

ক, লিথাল জীন কী?
খ. টেস্টস বলতে কী বােঝায়?
গ. উদ্দীপকের ঘটনাটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের একমাত্র পুত্র সন্তানের সাথে স্বাভাবিক কন্যার বিয়ে হলে পরবর্তী বংশধরে কী হারে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে? চেকার বাের্ডের মাধ্যমে বিশ্লেষণ করাে ।

দিনাজপুর বোর্ড ২০২১

পিতা-মাতা ⚥ সাদা লেগহর্ন x সাদৃা ওয়াইনডট

F1 জনু: সাদা।

F2 জনু: সাদা ও রঙিন

ক. Rh ফ্যাক্টর কী?
খ, সমসংস্থ অঙ্গ বলতে কী বােঝায়?
গ. উদ্দীপকের আলােকে F1 জনু চেকার বাের্ডের মাধ্যমে ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বিশ্লেষণ করাে।

রাজশাহী বোর্ড ২০২১

করিম সাহেবের বাবা-মা দুজনেই মূক ও বধির ছিলেন,কিন্তু করিম সাহেব ও উনার বােন রিমি স্বাভাবিক বাক-শ্রবণক্ষম। দুর্ভাগ্যবশত উনার ছেলে অভি ট্রাফিক সিগনাল বাতির রং শনাক্ত করতে পারে না।

ক, জীবাশ্ম কী?
খ. মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে বিবর্তনের সপক্ষে প্রমাণ দেয়?
গ. অভির সমস্যাটি কী কারণে হচ্ছে? জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের রিমির সাথে সম জিনােটাইপধারী লােকের বিয়ে হওয়ায় পরবর্তী প্রজন্মের জিনােটাইপ F2 বিশ্লেষণ করাে।

ময়মনসিংহ বোর্ড ২০২১

ক, বিবর্তন কী?
খ, নব্য-ডারউইনবাদ বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘B’ চিত্রের প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়- ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘A’ চিত্রের প্রাণীটি কাছাকাছি দুইটি শ্রেণির ‘সংযােগকারী যােগসূত্র’ – বিশ্লেষণ করাে।

ময়মনসিংহ বোর্ড ২০২১

স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পিতার সকল পুত্র বর্ণান্ধ কিন্তু সকল কন্যাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।

ক. Rh ফ্যাক্টর কী?
খ. সেক্স লিংকড ইনহেরিট্যান্স বলতে কী বােঝ?
গ. উদ্দীপকের পুত্র ও কন্যার পিতামাতার জিনােটাইপ ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের কন্যার সাথে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ছেলের বিয়ে হলে পরবর্তী বংশধরে ফলাফল বিশ্লেষণ করাে।

ময়মনসিংহ বোর্ড ২০২১

লাল ফুল (♂️ ) x সাদা ফুল (♀)

F → গােলাপি ফুল
F2 → ?

ক. লিথাল জিন কী?
খ. টেস্ট-ক্রস বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে F, জনুতে সকল ফুল গােলাপি হওয়ার কারণ ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে F, জনুর ফলাফল চেকার বাের্ডের মাধ্যমে বিশ্লেষণ করাে।

ঢাকা বোর্ড ২০২১

 লিমা চিড়িয়াখানার মূল ফটকে জিরাফ ও ডাইনােসর-এর ছবি দেখে ভিতরে প্রবেশ করলাে। সে চিড়িয়াখানায় লম্বা গলাবিশিষ্ট জীবন্ত জিরাফ দেখলেও ডাইনােসর দেখতে পেল না।

ক, আর্কিওপটেরিক্স কী?
খ, মানুষের উপপল্লবকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় কেন?
গ. উদ্দীপকে লিমার দেখা জীবন্ত প্রাণীটির বিশেষ দৈহিক গঠন বিবর্তনিক আলােকে ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে লিমার না দেখা প্রাণীটির অস্থিত্ব প্রমাণে জৈব অভিব্যক্তির কোন প্রমাণটি যুক্তিযুক্ত? বিশ্লেষণ করাে।

ঢাকা বোর্ড ২০২১

ক. ক্লাসিক হিমােফিলিয়া কী?
খ, মহিলাদের তুলনায় পুরুষরা বর্ণান্ধ বেশি হয় কেন?
গ. উদ্দীপকের ঘটনাবলি চেকার বাের্ডের মাধ্যমে উপস্থাপন করাে।
ঘ. উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বিশ্লেষণ করাে।

ঢাকা বোর্ড ২০২১

রহিম স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হলেও তার বাবা-মা উভয়ই মূক-বধির। জিনতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে তার বাবা-মায়ের জিনােটাইপ যথাক্রমে AAbb ও aaBB।

ক. জিনােটাইপ কী?
খ. টেস্ট-ক্রস বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত রহিমের সাথে অনুরূপ জিনােটাইপধারী কন্যার বিবাহ পরবর্তী বংশধরের মধ্যে বৈশিষ্ট্যগুলাে কী হারে প্রকাশ পাবে? চেকার বাের্ডের মাধ্যমে দেখাও।

ঢাকা বোর্ড ২০১৯

১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

কবির সাহেব রাস্তা পারাপারের সময় সিগনাল বাতি বুঝতে পারেন। কিন্তু তাঁর স্ত্রী মিতা তাঁর বান্ধবী লুনা তা পারে না। পরবর্তীতে লুনার ছেলের সাথে কবির সাহেব তাঁর মেয়ের বিয়ে দেন।

গ) উদ্দীপকের কবির সাহেবের সন্তানদের জেনােটাইপ চেকার বাের্ডের মাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের সমস্যাটি লুনার নাতী-নাতনীদের মধ্যে কী অনুপাতে প্রকাশ পারে ? বিশ্লেষণ কর।

বরিশাল বোর্ড ২০১৯

২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

<a href=

গ) উদ্দীপকে বর্ণিত F, জনুর ফলাফল চেকার বাের্ডের সাহায্যে দেখাও।
ঘ) উদ্দীপকের উল্লিখিত ঘটনা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম বলে মনে কর ? এর জিনতাত্ত্বিক বিশ্লেষণ দাও।

চট্টগ্রাম বোর্ড ২০১৯

৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

জীববিজ্ঞানের ইতিহাসে দু’জন বিজ্ঞানীর ভুমিকা অতি গুরুত্বপূর্ণ । একজন বংশগতির সূত্রাবলি আবিষ্কার করেন এবং অপরজন বিবর্তন সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন ।

গ) উদ্দীপকে প্রথম উল্লিখিত বিজ্ঞানী প্রদত্ত একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযােজ্য মৌলিক সূত্রটির ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে শেষে উল্লিখিত বিজ্ঞানী প্রদত্ত মতবাদটির গ্রহণযােগ্যতা প্রশ্নাতীত নয়- বিশ্লেষণ কর।

দিনাজপুর বোর্ড ২০১৯

৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

ক বিবর্তন তত্ত্বল্যামার্কিজম ডারউইনিজম
খ. বিবর্তনের প্রমাণাদি

গ) উদ্দীপকের মতবাদ দুটির মধ্যে তুলনা কর ।
ঘ) উদ্দীপকের খ এর সপক্ষে প্রমাণাদির মধ্যে অঙ্গ সংস্থানিক প্রমাণ অন্যতম- ব্যাখ্যা কর।

রাজশাহী বোর্ড ২০১৯

৫. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

রীনা ও তার স্বামী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও তাদের ছেলে বর্ণান্ধ।

গ) রীনার ছেলে বর্ণান্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ) রীনার মেয়েদের ভাগ্যে কী ঘটবে বিশ্লেষণ করে দেখাও।

যশোর বোর্ড ২০১৯

৬. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

রক্তগ্রুপRh Factor
বাবাB+
মাB
১ম সন্তান(সুস্থ)B+
২য় সন্তান(মৃত)

গ) ১ম সন্তান সুস্থ এবং B রক্তগ্রুপের-কারণসহ ব্যাখ্যা কর ।
ঘ) ২য় সন্তানের মৃত্যু এড়াতে কী করা উচিত ছিল- তােমার মতামত দাও।

সকল বোর্ড ২০১৮

৭. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

<a href=জিনতত্ত্ব বিবর্তন সাজেসান্স” class=”wp-image-4952″ width=”310″ height=”113″/>

গ) উদ্দীপক অনুযায়ী F, জনুর সবাই স্বাভাবিক হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের আলােকে F, জনুর ফলাফল চেকার বাের্ডের মাধ্যমে বিশ্লেষণ কর।

রাজশাহী বোর্ড ২০১৭

৮. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

রহিম তার বাবার খামারে মুরগির বাচ্চাগুলাে লক্ষ্য করে দেখলেন-সাদা পালকের মাঝে কয়েকটি রঙিন পালকের বাচ্চা ১৩: ৩ অনুপাতে রয়েছে। তিনি ভাবছেন, খামারের সব মােরগ-মুরগি সাদা পালকের, কিন্তু কয়েকটি রঙিন বাচ্চা হলাে কীভাবে ?

গ) উদ্দীপকের এই ঘটনাটির সাথে বংশগতির কোনাে সম্পর্ক আছে কি ? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের আলােকে এই ঘটনার জিনতাত্ত্বিক ব্যাখ্যা চেকার বাের্ডে দেখাও।

জিনতত্ত্ব বিবর্তন সাজেসান্স

যশোর বোর্ড ২০১৭

৯. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

গ) F1 জনুর ফলাফল ব্যাখ্যা কর।
ঘ) F1 জনুর দুটি প্রাণীর মধ্যে ক্রসের ফলাফলের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।

কুমিল্লা বোর্ড ২০১৭

১০. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

নিচে একটি জিনতাত্ত্বিক পরীক্ষণের ফলাফল দেখানাে হলাে

গ) উদ্দীপকের F1 ও F2 জনুর ফলাফল চেকার বাের্ডের মাধ্যমে দেখাও।
ঘ) উদ্দীপকের ঘটনাটি মেণ্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম – বিশ্লেষণ কর।

দিনাজপুর বোর্ড ২০১৭

১১. নিচের চিত্রগুলাে লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

জিনতত্ত্ব <a href=ও বিবর্তন সাজেসান্স” class=”wp-image-4955″ width=”367″ height=”241″/>

গ) F1 জনুতে লাল বা সাদা ফুল পাওয়া গেল না- ব্যাখ্যা কর।
ঘ) F1 জনুতে কী ঘটবে চেকার বাের্ডের সাহায্যে বিশ্লেষণ কর।

চট্টগ্রাম বোর্ড ২০১৭

১২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

চার ভাইবােনের মধ্যে ইকবাল ও স্বপ্ন লাল-সবুজ বর্ণ পৃথক করতে পারলেও করিম ও মিলা লাল-সবুজ বর্ণ পৃথক করতে পারে না। করিমের মত তার স্ত্রী লাল-সবুজ বর্ণ পৃথক করতে পারে না ।

গ) উদ্দীপকে উল্লিখিত চার ভাইবােনের জিনােটাইপ উল্লেখ কর।
ঘ) উদ্দীপকের আলােকে করিমের সন্তানেরা কিরূপ বৈশিষ্টের অধিকারী হবে – বিশ্লেষণ কর।

বরিশাল বোর্ড ২০১৭

১৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

শরীফ সাহেবের দুই ছেলে ও এক মেয়ে। বয়স বাড়ার পর তিনি লক্ষ্য করলেন যে তার দুই ছেলে বর্ণান্ধ হলেও মেয়েটি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন ।

গ) শরীফ সাহেব ও তার স্ত্রীর জিনােটাইপ ক্রসের মাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ) শরীফ সাহেবের মেয়ের সাথে স্বাভাবিক ছেলের বিয়ে হলে কী অনুপাতে উদ্দীপকের ঘটনাটি প্রকাশ পাবে ? চেকার বাের্ডের সাহায্যে বিশ্লেষণ কর।

ঢাকা বোর্ড ২০১৬

১৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও

এ দম্পতির দুইজনই স্বাভাবিক (+DdEe, -DdEe) তাদের সন্তানদের কেউ কেউ মূক ও বধির। জেনেটিক সমস্যার কারণে এ ধরনের ঘটনা ঘটে।

গ) উদ্দীপকে বর্ণিত সন্তানদের ফেনােটাইপের সংখ্যা ছকের সাহায়্যে নির্ণয় কর।
ঘ) উদ্দীপকে বর্ণিত ঘটনা মেণ্ডেলের সূত্রের ব্যতিক্রম বিশ্লেষণ কর।

জিনতত্ত্ব বিবর্তন সাজেসান্স

রাজশাহী বোর্ড ২০১৬

১৫. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

রফিক সাহেবের দুই ছেলে ও দুই মেয়ে বিদ্যমান । বয়স বাড়ার পর তিনি লক্ষ্য করলেন যে, তার দুই ছেলেই লাল ও সবুজ বর্ণ পৃথক করতে পারে না।

গ) রফিক সাহেব ও তার স্ত্রীর জিনােটাইপ ব্যাখ্যা কর।
ঘ) রফিক সাহেবের মেয়েদের স্বাভাবিক পুরুষের সাথে বিয়ে হলে তাদের সন্তানের জিনােটাইপ বিশ্লেষণ কর ।

কুমিল্লা বোর্ড ২০১৬

১৬. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

গ) উদ্দীপক মেণ্ডেলের দ্বিতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে দ্বৈত প্রচ্ছন্ন অ্যালিল ক্রিয়া করলে F2 তে ফিনােটাইপ কেমন হতে পারে দেখাও।

বরিশাল বোর্ড ২০১৬

১৭. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

গ) F, জনুতে সাদা বা লাল ফুল না পাওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপক অনুসারে F এর একটি গােলাপি ফুলের সাথে মাতৃবংশের একটি লাল ফুলের ক্রসে কী ঘটবে? জিনতাত্ত্বিক বিশ্লেষণ কর।

সিলেট বোর্ড ২০১৬

১৮. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

নন-অ্যালিলিক জিনের আন্তঃক্রিয়ায় মেণ্ডেলের ২য় সূত্রের অনুপাতের ব্যতিক্রম ঘটে, যেমন-১৩ : ৩। কখনাে কখনাে অপত্য বংশধরের মৃত্যুর কারণে ৩ : ১ অনুপাতের পরিবর্তন হয় ।

গ) উদ্দীপকে উল্লিখিত ১ম অনুপাতটি ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের শেষ বাক্যটি উপযুক্ত উদাহরণসহ বিশ্লেষণ কর।

দিনাজপুর বোর্ড ২০১৬

১৯. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে জিরাফ এর খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে তানিম বিস্ময়াভিভূত হলাে। তানিম এ ব্যাপারে তার বাবাকে প্রশ্ন করলে, বাবা বললেন,“বিবর্তনের ধারায় প্রতিটি জীবই নতুন পরিবেশে নিজেকে অভিযােজিত করে।”

গ) উদ্দীপকের প্রাণীটির আলােকে তানিমের বাবার উক্তি ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির গলা লম্বা হওয়ার কারণ,বিবর্তন মতবাদের আলােকে বিশ্লেষণ কর।

জিনতত্ত্ব বিবর্তন সাজেসান্স

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top