জিমনোস্পার্ম প্যালিওবোটানি ও প্যালিনোলজি প্রশ্নব্যাংক ও সাজেশন অনার্স ৩য়বর্ষ

জিমনোস্পার্ম প্যালিওবোটানি ও প্যালিনোলজি প্রশ্নব্যাংক ও সাজেশন / অনার্স ৩য়বর্ষ

জিমনোস্পার্ম প্যালিওবোটানি ও প্যালিনোলজি প্রশ্নব্যাংক ও সাজেশন / অনার্স ৩য়বর্ষ

তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।

তাই তোমরা যারা ২০২৩ সালের(পরীক্ষা- ২০২২) পরীক্ষার্থী তাদের জন্য ২০২০ এবং ২০১৮ প্রশ্ন অনুসরণ করলেই তোমরা অনেক কমন পাবে।

আরো পড়ুনঃ

আমি তোমাদের বোঝার সুবিধার্থে ২০২৩ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি।

পরীক্ষা- ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Gymnosperm, Palaeobotany and Palynology
কোর্স কোড: ২৩৩০০১

বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত

ক-বিভাগ

১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও-

(ক) জিমনোস্পার্মের সংজ্ঞা দাও।
(খ) কোন জিমনোস্পার্মের ডিম্বক সবচেয়ে বড়?
(গ) ফোনিয়ার স্পার কাকে বলে?
(ঘ) মমিফিকেশন বলতে কী বুঝ?

(ঙ)Seed fern বলতে কী বুঝ?
(চ) জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের ভ্রূণের সাদৃশ্য লেখ।
(ছ) অভিযুগ কাকে বলে?
(জ) Gnetum-এর পাতার দুটি বৈশিষ্ট্য লেখ।
(ঝ) ট্রাই-কলপেট পরাগ কী?
(ঞ) প্রত্ন পরাগবিদ্যার সংজ্ঞা দাও।

(ট) রিভ্যুলিউশন কাকে বলে?
(ঠ) Lepidodendron এ কোন ধরনের স্টিলি দেখা যায়?

খ বিভাগ

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-

২। টেরিডোফাইটের সাথে জিমনোস্পার্মের পার্থক্য লেখ।

৩। Cycas ‘কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?

৪। Pinus এর অর্থনৈতিক গুরুত্ব লেখ।

৫। বায়ুতে পরাগ ভেসে থাকার প্রভাবকসমূহ বর্ণনা কর।

৬। জীবাশ্ম কী? জীবাশ্মের ধর্মাবলী উল্লেখ কর।

৭। Calamites,এর বাহ্যিক বৈশিষ্ট্য লেখ।

৮। পরাগরেণুবিদ্যার শাখাসমূহ আলোচনা কর।

৯। মৌ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

গ-বিভাগ

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-

১০। Cycas-এর পুং গ্যামেটোফাইটের বিকাশ চিত্রসহ বর্ণনা কর।

১১। চিহ্নিত চিত্রসহ Pinus এর পাতার অন্তর্গঠন বিস্তারিত বর্ণনা কর।

১২। জিমনোস্পার্মের বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।

১৩। বিভিন্ন ভূ-তাত্ত্বিক কালপঞ্জিতে জীবের আগমন ও বিলুপ্তির বর্ণনা দাও।

১৪। (ক) প্রত্ন উদ্ভিদবিজ্ঞানের সংজ্ঞা দাও।

(খ) প্রত্ন উদ্ভিদবিজ্ঞানের পরিসর আলোচনা কর।

১৫। প্যালিনোলজির গুরুত্ব আলোচনা কর।

১৬। বায়ু পরাগরেণু বিজ্ঞানের প্রয়োগ ব্যবহার সম্পর্কে লেখ।

১৭। ফরেনসিক মেডিসিন ও অপরাধ জগতে পরাগবিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা কর।


এই জিমনোস্পার্ম প্যালিওবোটানি ও প্যালিনোলজি প্রশ্নব্যাংক ও সাজেশন / অনার্স ৩য়বর্ষ ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page

Scroll to Top