জীবপরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি প্রশ্নব্যাংক / Biostatistics and Research Methodology Question Bank / Suggestion / Botany 4th Year / Honours : তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স কোর্স সার্টিফিকেট পরীক্ষা(উদ্ভিদবিজ্ঞান ) দিবে তারা বিগত সালে আসা প্রশ্ন অনুসরণ করলে কমন পাবে।
আরো পড়ুন
পরীক্ষা ২০১৮
জাতীয় বিশ্ববিদ্যালয় [বিএসসি (অনার্স) চতুর্থ বর্ষ;
পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-০৯/০৫/২০১৯)]
(উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
বিষয় কোড : 243013
বিষয় : জীবপরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি (Biostatistics and Research Methodology) পূর্ণমান –৮০ [দ্রষ্টব্য :– প্রত্যেক বিভাগ থেকে ক্রমানুসারে প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক-বিভাগ
সময় ৪ ঘণ্টা;
১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) বায়োমেট্রির সংজ্ঞা দাও। (Define Biometry)
উত্তর : বিশাল জীবজগতের বিভিন্ন জীবের বিভিন্ন বৈশিষ্ট্যে বা তথ্যের বিশ্লেষণ, উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জীব পরিসংখ্যান বলে।
(খ) অবিচ্ছিন্ন চলক কাকে বলে? (What is continuous varible?)
উত্তর : যে চলক কোনো নির্দিষ্ট সীমার মধ্যে যেকোনো মান গ্রহণ করতে পারে, তাকে অবিচ্ছিন্ন চলক বলে।
(গ) প্রচুরক কী? (What is mode?)
উত্তর : কেন্দ্রীয় প্রবণতার অপর একটি পরিমাপ হলো প্রচুরক। কোনো তথ্যসারির অন্তর্ভুক্ত রাশিগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে অধিক থাকে, তাকে প্রচুরক বলে।
(ঘ) ভেদাঙ্কের সংজ্ঞা দাও। (Define variance.)
উত্তর : কোনো তথ্যসারির গাণিতিক গড় হতে রাশিগুলোর পার্থক্যের বর্গের গাণিতিক গড়কে ভেদাঙ্ক বলে।
(ঙ) রেপ্লিকেশন কাকে বলে? (What is replication?)
উত্তর : একটি জীবের অনুরুপ হুবহু জীব সৃষ্টির প্রক্রিয়াকে রেপ্লিকেশন বলে।
(চ) LSD এর পূর্ণ রূপ লিখ। (Write down the full to form of LSD.)
উত্তর : LSD এর পূর্ণরূপ: Latin Square Design.
ছ) নাস্তি কল্পনার সংজ্ঞা দাও। (Define null hypothesis)
উত্তর : যে পরিসাংখ্যিক কল্পনায় বা অনুমানে ধরে নেয়া হয় যে, পর্যবেক্ষিত (O) এবং প্রত্যাশিত (E) মানের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য না থাকাকে নাস্তি কল্পনা বা নাস্তি অনুকল্প বা অনুমান বলে।
(জ) জার্নাল কী? (What is journal?)
উত্তর : জার্নাল হলো বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার প্রতিবেদন প্রকাশক। অর্থাৎ এর মাধ্যমে বিভিন্ন গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়।
(ঝ) নমুনাচয়ন কী? (What is sampling?)
উত্তর : সমগ্রক থেকে নমুনা নির্বাচন করার পদ্ধতিকে নমুনায়ন বলে।
(ঞ) আদর্শ বিচ্যুতির সংজ্ঞা দাও। (Define standard deviation.)
উত্তর : কোনো তথ্যসারির গড় হতে রাশিগুলোর পার্থক্যের বর্গমূলের সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার বর্গমূলকে উক্ত তথ্য সারির পরিমিত ব্যবধান বলে।
(ট) সার-সংক্ষেপ কাকে বলে? (What is called abstract?)
উত্তর : কোনো পুস্তক বা প্রবন্ধের প্রধান বা মূল বিষয়গুলো খুব সংক্ষিপ্ত সারাংশকে সার-সংক্ষেপ বলা হয়।
ঠ) গ্রন্থপঞ্জি কি? (What is Bibliography?)
উত্তর : বিবলিওগ্রাফি হলো সেই প্রাসঙ্গিক পুস্তক বা সাময়িকীসমূহের অক্ষর ক্রমিক তালিকা যা গবেষণা প্রতিবেদনে আন্তর্জাতিক নিয়মে লিপিবদ্ধ করা হয়।
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ × ৫ = ২০
২। চলক কাকে বলে? বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দাও। (What is variable? Describe the different types of variables.)
৩। উপাত্ত উপস্থাপনের গুরুত্ব উল্লেখ কর। (Mention the importance of presentation of data.)
৪। LSD-এর বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলো লিখ। (Write down the characteristics, advantages and disadvantages of LSD.)
৫। কেন্দ্রীয় প্রবণতা এবং বিস্তারের মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between central tendency and disperson.)
৬। গড়, পরিমিত ত্রুটি এবং ব্যবধানাঙ্কের সংজ্ঞা দাও। (Define mean, standard error and coefficient of variation.)
৭। গবেষণার সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখ। (Write down the general characteristics of Research.)
৮। একটি বৈজ্ঞানিক প্রবন্ধ জার্নালে প্রকাশের ধাপসমূহ লিখ। (Write down the steps of publishing a scientific paper in a journal.)
‘৯। ফলাফল ব্যাখ্যাকরণের সুবিধাগুলো কী? ফলাফল ব্যাখ্যাকরণের সুবিধাগুলো কী? (What is the benefits of result interpretation?)
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০× ৫ = ৫০
১০। আয়তলেখ কী? নিচের উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করে একটি আয়তলেখ আঁক :(What is Histogram? Draw a histogram after Plant height preparing the frequency distribution from the following data 🙂
৬৬ | ২৬ | ৬১ | ৪৩ | ৫৫ | ৭৫ | ৫৩ | ৩৮ | ২০ |
৪২ | ২৭ | ৬৫ | ৬৬ | ৬৪ | ৭৩ | ৬৪ | ৭৭ | ৪০ |
৪৮ | ৪৫ | ৩৭ | ৩৭ | ৫৫ | ৪৬ | ৬৪ | ৫৯ | ৫০ |
৬৬ | ৮০ | ৫৩ | ৫৩ | ৬২ | ৫৫ | ৬০ | ৫০ | ৩৯ |
৩৩ | ৬০ | ৩৬ | ৩৬ | ২৫ | ৪০ | ৫০ | ৬০ | ৭৫ |
১১। ইউরিয়া প্রভাবযুক্ত ও প্রভাববিহীন দুটি প্লটে ধানের ফলনের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা, তা নিচের উপাত্ত থেকে যাচাই সাপেক্ষে পরিসাংখ্যিক সিদ্ধান্ত ব্যক্ত কর: (Express your statistical decision about significant differences in yield after testing the following data taken from two plots of urea treated and non-treated paddy (kg/plot):-)
Urea Treated | 23 | 31 | 29 | 21 | 21 | 15 | 20 | 23 | 19 | 13 |
Urea Non-Treated | 27 | 19 | 19 | 27 | 20 | 14 | 21 | 16 | 11 | 10 |
| Urea treated 23 31 29 21 21 15 20 23 1913
Urea non- 27 19 19 27 2014 2116 11 10 treated
১২। একটি দ্বিসংকর ক্রসের F2 জনুতে ৮৫৫ টি লম্বা-লাল, ২৮৬ টি লম্বা-সাদা, ২৯১ টি খাট-লাল ও ৯৬ টি খাটসাদা ফুলবিশিষ্ট উদ্ভিদ পাওয়া গেল। ফলাফল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের সাথে সামঞ্জস্যতা যাচাই কর। ( In a dihybrid cross, the F2 generation produced 855 tall-red, 286 tall-white, 291 dwarf-red and 96 dwarf-white flowered plants. Test the goodness of fit of the result with Mendels second law.)
১৩। নিচের চলক দু’টির মধ্যে সহসম্পর্ক বিশ্লেষণ কর :(Analyze regression from the following two variables:-)
Height(cm) | 25 | 34 | 35 | 37 | 40 | 42 |
Weight(kg) | 15 | 17 | 21 | 22 | 24 | 25 |
১৪। নক্সা অবলম্বনে পরীক্ষায় প্রাপ্ত নিচের উপাত্ত বিশ্লেষণ করে তোমার সিদ্ধান্ত প্রদান কর :(Give your comments by analyzing the following data obtained from an experiment using a design.)
I | A10 | C5 | B6 | D8 | |
Blocks | II | D9 | B7 | A12 | C7 |
II | B8 | D10 | C7 | A13 |
১৫। ই-রিসোর্স কী? গবেষণার প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর। (What is E-resources? Describe about different types of research.)
১৬। বাংলাদেশে ফল চাষ ও সংরক্ষণ বিষয়ক একটি গবেষণা করার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দ চেয়ে একটি গবেষণা প্রস্তাব তৈরি কর। (Prepare a research proposal about the culture and preservation of fruits of Bangladesh for a grant from the Ministry of Agriculture.)
১৭। টীকা লিখ (Write short notes 🙂
(ক) গবেষণার নৈতিকতা (Ethics in research);
(খ) নমুনাচয়ন নক্সার মৌলিক নীতিমালাসমূহ (Basic principles of sampling design
পরীক্ষা ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-০৪/০৪/২০১৮)
উদ্ভিদবিজ্ঞান বিভাগ (তত্ত্বীয়) বিষয় : জীব পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি
বিষয় কোড: 243013
সময়-৪ ঘণ্টা;
পূর্ণমান-৮০
[দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগ থেকে ক্রমানুসারে প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক-বিভাগ
১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১×১০ = ১০
ক) উপাত্ত কাকে বলে?
উত্তর : কোনো বিষয় সম্পর্কে জানা ও যেকোনো সমস্যা সমাধানের জন্য যেসব খবর সংগ্রহ করা হয় তাকে সাধারণত উপাত্ত বা তথ্য বলে।
(খ) কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও।
উত্তর : কোনো গণসংখ্যা নিবেশনের রাশিগুলোর মান বিভিন্ন আকারের হলেও অধিকাংশ রাশির মানই নিবেশনের একটি কেন্দ্র মানের দিকে ঘনীভূত হবার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে ।
(গ) চলক কাকে বলে?
উত্তর : একই পপুলেশনের বা সমগ্রকের সদস্যগণের মধ্যে গুণগত ও পরিমাণগত পার্থক্যকে চলক বলে।
ঘ) গণসংখ্যা নিবেশন কি?
উত্তর : কোনো বৈশিষ্ট্যের নির্দিষ্ট তথ্য সারিতে নির্দিষ্ট মান যতবার বিদ্যমান থাকে, তার সমসংখ্যক মানকে উক্ত মানের গণসংখ্যা নিবেশন বলা হয়।
(ঙ) জীবপরিসংখ্যান এর সংজ্ঞা দাও।
উত্তর : বিশাল জীবজগতের বিভিন্ন জীবের বিভিন্ন বৈশিষ্ট্যে বা তথ্যের বিশ্লেষণ, উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জীব পরিসংখ্যান বলে।
(চ) RBD – এর পূর্ণরূপ লিখ।
উত্তর : RBD -এর পূর্ণরূপ হলো- Randomized Block Desing.
ছ) “Student” কার ছদ্ম নাম?
উত্তর : বিখ্যাত গাণিতিক ও পরিসংখ্যানবিদ W.S. Gosset -এর ছদ্ম নাম।
জ) মধ্যমা কি?
উত্তর : কোন একটি তথ্যসারির রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজালে যে সংখ্যাটি ঠিক মাঝখানে থাকে তাকে মধ্যমা বলে।
(ঝ) নির্ভরণ কি?
উত্তর : যে পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করে এক বা একাধিক স্বাধীন চলকের জানা মান দ্বারা নির্ভরশীল চলকের মান নির্ণয় করা হয় তাকে নির্ভরণ বলে।
ঞ) পরীক্ষণ নক্শা কি?
উত্তর : পূর্বনির্ধারিত কোনো উদ্দেশ্য পূর্ণ বিশ্লেষণের জন্য সঠিক ডাটা সংগ্রহের পদ্ধতিকে পরীক্ষণের নকশা বলে।
(ট) সিনোপসিস বলতে কি বুঝ?
উত্তর : কোনো পপুলেশনের সমকালীন জ্ঞানের সার সংক্ষেপই সিনোপসিস নামে পরিচিত।
(ঠ) থিসিস কি?
উত্তর : কোন এক বিষয়ের উপর গবেষণা করে যে পেপার তৈরি করা হয় বা বিশেষ জ্ঞান অর্জন করা হয়। তাকে থিসিস বলে।
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ X ৫ = ২০
২। জীবপরিসংখ্যানের গুরুত্ব উল্লেখ কর।
৩। উপাত্ত উপস্থাপনের সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
৪। পরিমিত ব্যবধানের সংজ্ঞা এবং গুরুত্ব উল্লেখ কর।
৫। সহ-সম্পর্ক ও নির্ভরণের মধ্যে পার্থক্য লিখ।
৬। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
৭। গবেষণার উদ্দেশ্য লিখ।
৮। তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ ব্যাখ্যা কর।
৯। পরীক্ষণ নক্শার মৌলিক বৈশিষ্ট্যসমূহ লিখ।
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ × ৫ = ৫০
১০। দণ্ডচিত্র কি? বিভিন্ন প্রকার দণ্ডচিত্রের উদাহরণসহ বর্ণনা কর।
১১। কেন্দ্রীয় প্রবণতা কি? নিচের উপাত্ত থেকে গড়, মধ্যমা, পরিমিত ব্যবধান ও ব্যবধনাঙ্ক নির্ণয় করঃ
গাছের উচ্চতা (সে.মি) : ৭০, ৭২, ৭৪, ৬৪, ৮০, ৬২, ৭৫
১২। (ক) আয়তলেখ ও স্তম্ভলেখ এর মধ্যে পার্থক্য লিখ।
(খ) RBD এর সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।
১৩। সহ-সম্পর্কের সংজ্ঞা দাও। নিচের চলক দু’টির মধ্যে সহ-সম্পর্ক বিশ্লেষণ কর : —
উচ্চতা ১৫ ১৭ ১৮ ১৬ ১৭ ১৫ (সে.মি)
উচ্চতা(সে,মি) | ১৫ ৬ | ১৭ ০ | ১৮ ০ | ১৬ ০ | ১৭ ২ | ১৫ ৫ | ১৬ ৪ |
ওজন(কেজি) | ৭০ | ৭৫ | ৮৫ | ১০০ | ৮০ | ৭৫ | ৬৪ |
১৪। ল্যাটিন বর্গ নক্শায় প্রাপ্ত নিম্নলিখিত ফলাফলের ভেদাঙ্ক বিশ্লেষণ কর (উপাত্ত ইংরেজি ভার্সন)
A14 | B16 | C15 | D13 |
B16 | C14 | D12 | A16 |
C13 | D11 | A15 | B17 |
D12 | A14 | B16 | C14 |
১৫। পরিমাণগত ও গুণগত গবেষণা কি? গবেষণা প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর।
১৬। গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের গবেষকদের সমস্যাবলি উল্লেখ কর।
১৭। (ক) গবেষণার প্রয়োজনীয়তা আলোচনা কর।
(খ) একটি উত্তম গবেষণার বৈশিষ্ট্যগুলো লিখ।
এই জীবপরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি প্রশ্নব্যাংক / Biostatistics and Research Methodology Question Bank / Suggestion / Botany 4th Year / Honours ছাড়াও ক্লিক