জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ অধ্যায় – ১১: জীবপ্রযুক্তি

জ্ঞানমূলক প্রশ্ন | Knowledge Based Questions

১ ইন্টারফেরন কী? [ঢা, বাে, ‘১৯; দি, বাে, ‘১৬]
২ রেস্ট্রিকশন এনজাইম কী? [চ, বাে, ‘১৯]
৩ GM ফসল কী? (য, বাে, ‘১৯)
৪ সাইব্রিড কী? [ব. বাে, ‘১৯]
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? [ব, বাে, ‘১৬]
৬ মেরিস্টেম কী? [দি, বাে, ‘১৬]
৭ এক্সপ্লান্ট কী? [রা, বাে, ‘১৭]
৮ জীবপ্রযুক্তি বা বায়ােটেকনােলজি কাকে বলে?
৯ টিস্যু কালচার কী?
১০. রিকম্বিনেন্ট DNA কী?
১১. PCR কী?
১২. জিন ক্লোনিং কী?
১৩. সােমাটোট্রপিন কী?
১৪. GMO কী?
১৫. জিনােম সিকোয়েন্স কী?

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

অনুধাবনমূলক প্রশ্ন | Comprehension Based Questions

১ GM শস্য বলতে কী বােঝায়? [কু. বাে, ‘১৬; ১৯]
২ রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয় কেন? [কু. বাে, ‘১৯]
৩ প্লাজমিডকে ভেক্টর বলা হয় কেন? [সি, বাে, ‘১৯]
৪ জিনােম সিকোয়েন্সিং বলতে কী বুঝ? [রা, বাে, ‘১৯; ঢা, বাে, ‘১৭; য, বাে, ‘১৭; সি, বাে, ‘১৭; দি, বাে, ‘১৭]
৫ টিস্যু কালচারের মাধ্যমে কি রােগমুক্ত চারা তৈরি সম্ভব?
৬. হাইব্রিডাইজেশন বলতে কী বুঝ? [দি, বাে, ‘১৬]
৭. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে উৎপাদিত ফসল প্রচলিত পন্থা থেকে উন্নত কেন? [ব, বাে, ‘১৬]
৮ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বুঝ? [ঢা, বাে, ‘১৫]
৯. কৃষি উৎপাদনে জীবপ্রযুক্তির ব্যবহার লিখ।
১০. পরিবেশ ব্যবস্থাপনায় জীব প্রযুক্তির ব্যবহার লিখ।
১১. জিন ক্লোনিং-এ প্লাজমিড ব্যবহৃত হয় কেন?

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

বহুনির্বাচনি প্রশ্ন | Multiple Choice Questions

বাের্ড পরীক্ষায় আসা বহুনির্বাচনি প্রশ্নাবলি

১ কোন ক্ষেত্রে জিনােম সিকোয়েন্সিং প্রয়ােগ করা হয়? [ঢা বে. ‘১৯]

ক, অপরাধী সনাক্তকরণে খ. পরিবেশ ব্যবস্থাপনায়
গ. ক্যালাস সৃষ্টিতে ঘ, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরিতে

২ নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব? [র, বাে, ‘১৯]

ক. কাণ্ড
খ. জ্বণ
গ, পরাগধানী
ঘ মূল

৩ রােগ প্রতিরােধী জাত উদ্ভাবনে নিয়ে কোন জিনটি ব্যবহৃত হয়? [ব, বাে, ‘১৯]

ক. CP
খ. CRT-1
গ, Nif
ঘ. PG

৪ ‘সাইব্রিড’ শব্দটি নিম্নের কোন প্রক্রিয়ার সাথে জড়িত? (সকল বাের্ড ‘১৮]

ক গ্রাফটিং
খ. জিন ক্লোনিং
গ. টিস্যু কালচার
ঘ. হাইব্রিডাইজেশন

৫ কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? [ঢা, বাে, ‘১৭]

ক. রেস্ট্রিকশন
খ. লাইগেজ
গ. লাইপেজ
ঘ. প্রাইমেজ

৬ DNA খন্ডকে জোড়া লাগানাের জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? [য, বাে, ‘১৭]

ক, রেস্ট্রিকশান
খ. হেলিকেজ
গ. পলিমারেজ
ঘ, লাইগেজ

৭ কোন এনজাইমটি DNA কর্তনের আণবিক কাঁচি? [চ, বাে, ‘১৭]

ক. রেস্ট্রিকশন
খ. পলিমারেজ
গ. লাইগেজ
ঘ, ট্রান্সক্রিপটেজ

৮ সুপার রাইসে কোন ভিটামিন থাকে? [চ, বাে, ‘১৭; ব, বাে, ‘১৭]

ক. A
খ. B-6
গ. D
ঘ. E

৯. পরাগধানী আবাদ এর মাধ্যমে যে উদ্ভিদ তৈরি হবে, সেটি— [রা, বাে, ‘১৫]

ক, পলিপ্লয়েড
খ. ট্রিপ্লয়েড
গ. ডিপ্লয়েড
ঘ. হ্যাপ্লয়েড

১০. ইন্টারফেরন কোন ধরনের পদার্থ? [ য, বাে, ‘১৬]

ক. প্রােটিন
খ. শর্করা
গ, চর্বি
ঘ, গ্লাইকোলিপিড

১১. বায়ােলজিক্যাল নাইফ কোনটি? [সি, বাে, ‘১৬]

ক. পলিমারেজ
খ. লাইগেজ
গ, রেস্ট্রিকশন এনজাইম
ঘ, অ্যামাইলেজ

১২. হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির জন্য কালচার করা হয়- বি. বাে, ‘১৬)

ক, শীর্ষ মুকুল
খ, মূল
গ, ভ্রুন
ঘ. পরাগরেণু

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

১৩, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনােলজি প্রয়ােগে সৃষ্ট নতুন জীবকে কি বলে? [দি, বাে, ‘১৫]

ক, ট্রান্সজেনিক
খ, হাইব্রিড
গ, সাইব্রিড
ঘ, ক্লোন

১৪. প্লাজমিড ব্যবহৃত হয়- [রা, বাে, ‘১৭]

i. ইনসুলিন উৎপাদনে
ii. হ্যাপ্লয়েড লাইন উৎপাদনে
iii. GM food উৎপাদনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ, ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

১৫. জিনােম সিকোয়েন্সিং প্রয়ােগ করা হয়- [চ, বাে, ‘১৫]

i. অপরাধী শনাক্ত করতে
ii. ক্যালাস সৃষ্টি করতে
iii. পিতৃত্ব নির্ণয় করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৬. টিস্যু কালচার করার উদ্দেশ্য হলাে— [সি, বাে, ‘১৫]

i. উদ্ভিদের উৎপাদন বৃদ্ধি
ii. উদ্ভিদের প্রজনন।
iii. উদ্ভিদের জীবন রহস্য জানা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৭, টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়- (দি, বাে, ‘১৬]

i. দেহজ ভ্রূণ
ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ
iii. নতুন প্রকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ করে ১৮ ১৯নং প্রশ্নের উত্তর দাও :

জীবপ্রযুক্তি <a href=MCQ ┃ Biotechnology MCQ” class=”wp-image-6932″/>

১৮, উল্লিখিত চিত্রে ‘A’ চিহ্নিত অংশটির নাম কী? ঢাি. বাে, ‘১৭]

ক. রাইবােসােম খ, মেসােসোম।
গ, কোষগহ্বর ঘ. প্লাজমি

১৯. ‘A’ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলাে— [ঢা, বাে, ‘১৭]

i. বেশী সংখ্যক জিন ধারণ করে।
ii. দ্বিসূত্ৰক DNA অণু
iii. সংরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন করে

নিচের কোনটি সঠিক?

ক. i
খ ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

মেডিকেল, ডেন্টাল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নাবলি

২০. টমেটো আলু গাছের প্রােটোপ্লাস্ট ফিউশন থেকে কোন নতুন গাছ তৈরি করা হয়েছে? [মেডিকেল ‘১৬-‘১৭]

ক, মামাটো
খ, পােমেটো
গ, আমাটো
ঘ, পটোমাটো

২১. টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় কাকে? [মেডিকেল ‘১৫-‘১৬]

ক. Morgan
খ. Haberlandt
গ, Gautheret
ঘ. White

২২. বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট DNA শনাক্ত করা যায়? [মেডিকেল ‘১৫-‘১৬]

ক. gene cloning
খ, DNA finger printing
গ, gene therapy
ঘ. DNA probe

২৩, টিকা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে? [মেডিকেল ‘১৪-‘১৫]

ক, টিস্যু কালচার খ, মিউটেশন
গ. জীবপ্রযুক্তি ঘ, হাইব্রিডাইজেশন

২৪. মিউটন কী? [মেডিকেল ‘১৬-‘১৭)

ক, জিন রিকম্বিনেশনের একক
খ. জিন মিউটেশনের একক
গ. জিন কাটার একক
ঘ. জিন প্রতিস্থাপনের একক

২৫. কোন প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়? [ডেন্টাল ‘১৪-‘১৫]

ক. টিস্যু কালচার খ, এক্সপ্লাস্ট কালচার
গ, জিন ক্লোনিং ঘ, ডিএনএ রিকম্বিনেন্ট

২৬. সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকে কী বলে? [জা. বি. ‘১৮-‘১৯)

ক. টটিপটেন্সি খ, এক্সপ্লান্ট
গ. এমব্রায়ােজেনেসিস ঘ. ট্রান্সফরমেশন

২৭. PCR পদ্ধতিতে দ্বিসূত্ৰক DNA কে কত তাপমাত্রায় একক সূত্র করা হয়? [রা. বি. ‘১৮-‘১৯]

ক. 50°C
খ. 70°C
গ. 90°C
ঘ, 110°C

২৮, প্রথম বায়ােটেক ড্রাগ কোনটি? (রা, বি, ‘১৮-১৯)

ক. হিউমুলিন
খ. ইন্টারফেরন
গ, সিঙ্গেল সেল প্রােটিন
ঘ, ইরাইথ্রোপােইটিন

২৯. গ্রিন বায়ােটেকনােলজি কাজ করে [ই. বি. ‘১৮-১৯]

ক. সমুদ্রক্ষেত্রে খ. কৃষিক্ষেত্রে
গ. চিকিৎসাক্ষেত্রে ঘ. শিল্পক্ষেত্রে

৩০. রিকম্বিনেন্ট প্লাসমিডকে কোন প্রক্রিয়ায় বাহক E.coli তে প্রবেশ করানাে হয়? [রা. বি, ‘১৮-‘১৯]

ক. ট্রান্সফেকশন।
খ. ইনফেকশন।
গ. ট্রান্সফরমেশন।
ঘ. ফার্মেন্টেশন

৩১. টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কী বলা হয়? [খু. বি. ‘১৮-‘১৯]

ক সিয়ন
খ, প্ল্যান্টলেট
গ. ক্যালাস।
ঘ. এক্সপ্লান্ট

৩২. ইনসুলিন কোন ধরনের পদার্থ? [ঢা. বি. ‘১৪-‘১৫)

ক আমিষ
খ. চর্বি
গ, শর্করা
ঘ. নিউক্লিক এসিড

৩৩. নিচের কোনটি সঠিক Genetic Code? [জ, বি, ‘১৫-‘১৬]

ক. AUG CUG DPAA
খ, AAA GGC CRC
গ. UAP PAT GCA
ঘ, AUG GUC CUA

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

গুরুত্বপূর্ণ MCQ

১. কোন প্রক্রিয়ার মাধ্যমে সংকরের কোষে এক প্রজনকের নিউক্লিয়াস ও উভয় বা বিপরীত প্রজনকের সাইটোপ্লাজম একত্রে থাকে?

ক) সাইব্রিড প্রযুক্তি     খ) GM প্রযুক্তি
 গ) হাইব্রিডাইজেমন   ঘ) ক্লোনিংসঠিক
উত্তর: (ক)

২. এক চামচ সমুদ্রের পানিতে কত ভাগ ভাইরাস বিদ্যমান?

      ক) ১০৯ ভাগ      খ) ১০৮ ভাগ
      গ) ১০১১ ভাগ      ঘ) ১০১৮ ভাগ
সঠিক উত্তর: (ক)

৩. মানুষের DNA তে মোট ক্ষার জোড়ের সংখ্যা কত?
      ক) প্রায় ৩০০ কোটি  খ) প্রায় ৪০০ কোটি
      গ) প্রায় ৪৫০ কোটি   ঘ) প্রায় ৫০০ কোটি

সঠিক উত্তর: (ক)

৪. ব্যাকটেরিয়া কোষে ইউক্যারিওটিক জীবের DNA খন্ড প্রবেশ করানো হয় কেন?

 ক) DNA এর প্রতিলিপি গঠন করানোর জন্য
 খ) DNA নষ্ট করানোর জন্য
 গ)DNA উপাদান রক্ষার জন্য
 ঘ) DNA খন্ড জোড়ার জন্য
 সঠিক উত্তর: (ক)

৫.ক্লোন তৈরির পদ্ধতিকে কী বলা হয়?

 ক)জেনেটিক ইঞ্জিনিয়ারিং
 খ) হাইব্রিড প্রযুক্তি
 গ) ক্লোনিং
 ঘ) হাইব্রিডাইজেশন
 সঠিক উত্তর: (গ)

৬.টিস্যু কালচারে ব্যবহৃত কোষটি বিভাজিত হয়ে কোনটিতে পরিণত হয়?
 ক) ক্যালাসে                      খ) উদ্ভিদে
 গ) মূলে                             ঘ) নডিউলে
 সঠিক উত্তর: (ক)

৭.মানুষের একটি জিনোম কতটি ক্রোমোসোমের মিলিত গঠন?
 ক) ২১           খ) ২২          গ) ২৩          ঘ) ২৪
সঠিক উত্তর: (গ)

৮.পৃষ্ঠ নির্বীজনকরণে কোন যৌগটি ব্যবহার করা হয়?
 ক) ব্রেমিন পানি
 খ) সোডিয়াম হাইড্রোক্সাইড
 গ) সোডাআঁশ
 ঘ) মারকিউরিক এসিড
 সঠিক উত্তর: (ক)

৯.R-DNA প্রযুক্তির মাধ্যমে কোনটি প্রয়োগের ফলে ব্যাকটেরিয়া কোষ সহজে প্লাজমিড গ্রহণ করে?

 ক) ক্যালসিয়াম অক্সাইড
 খ) ক্যালসিয়াম কার্বনেট
 গ) ক্যালসিয়াম ক্লোরাইড
 ঘ) ক্যালসিয়াম ফ্লোরাইড

 সঠিক উত্তর: (গ)

১০.জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রযোজ্য –

i. এনজাইম
ii. ভেক্টর
iii. কাঙ্ক্ষিত জিন

নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

১১.কোনটি আবিষ্কারের মাধ্যমে বড় আকৃতির DNA অণু ভেক্টরে প্রতিস্থাপনের বাধা দূরীভূত হয়?

 ক)সিকোয়েসিং
 খ) PCR
 গ) মাইক্রোইনজেকশন
 ঘ) ইলেকট্রোফোরেসিস
 সঠিক উত্তর: (খ)

১২.কাগজের কাঁচামালকে ‘ব্লিচ’ করতে কোনটি ব্যবহৃত হয়?

 ক) ব্রোমিন                       খ) আয়োডিন
 গ) ফ্লোরিন                        ঘ) ক্লোরিন
 সঠিক উত্তর: (ঘ)

১৩.সুপার রাইস (Super Rice) এ থাকে –
 ক) ভিটামিন – এ              খ) ভিটামিন – সি
 গ) ভিটামিন – ডি             ঘ) ভিটামিন – বি১
 সঠিক উত্তর: (ক)

১৪.মেরিস্টোম কালচারে উদ্ভিদের কোন অংশ ব্যবহার করা হয়?
 ক) শীর্ষ মূল                      খ) শীর্ষ মুকুলের অগ্রভাগ
 গ) পার্শ্বমুকুল                    ঘ) পার্শ্বমূল
 সঠিক উত্তর: (খ)

১৫.ট্রান্সজেনিক আলুতে কত ভাগ স্টার্চ বাড়ানো সম্ভব হচ্ছে?
 ক)২০-৩০%                     খ) ২০-৪০%
 গ) ২০-৫০%                     ঘ) ১০-২০%
 সঠিক উত্তর: (খ)

১৬.পরিবেশ রক্ষায় জীবপ্রযুক্তির অবদান কোনটি?

 ক) জৈবশক্তি উৎপাদন
 খ) অণুজীব থেকে খাদ্য উৎপাদন
 গ) জিন ব্যাংক স্থাপন করে জীববৈচিত্র‌্য রক্ষা
 ঘ) উদ্ভিদকোষ, টিস্যু ও অঙ্গের কালচার
 সঠিক উত্তর: (গ)

১৭.সুপার রাইস উদ্ভিদের জিন কোন উদ্ভিদ থেকে প্রতিস্থাপন করা হয়?

 ক) পাট                             খ) ধান
 গ) ড্যাফোডিল       ঘ) রঙ্গন
সঠিক উত্তর: (গ)

১৮.কোনটি থেকে bar জিন সরিষা ও আলু গাছে স্থানান্তর করে হার্বিসাইড প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে?

 ক) Staphylococcus      খ) Streptomyces
 গ) Streptococcus         ঘ) Bacillus
 সঠিক উত্তর: (খ)

১৯.DNA অণুতে নিউক্লিওটাইডগুলোর মধ্যে পারস্পরিক নির্দিষ্ট সজ্জারীতিকে কী বলে?

 ক) জিন ম্যাপ                   খ) জিন ক্লোনিং
 গ) জিন সিকোয়েন্স          ঘ) জিন ম্যানিপুলেশন

 সঠিক উত্তর: (গ)

২০.ভ্রূণের পূর্ণ বিকাশের আগে ফল ঝরে পড়ে –

i. আন্ত:গণ সংকরায়নে
ii. অন্ত:প্রজাতি সংকরায়নে
iii. আন্ত:প্রজাতি সংকরায়নে
নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) ii ও iii   গ) i ও iii       ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (গ)

২১.রাসায়নিক ডিগ্রেডেশন পদ্ধতিতে DNA কোনটি দ্বারা লেবেল করা হয়?

 ক) P32         খ) Co40     গ) U234      ঘ) N
 সঠিক উত্তর: (ক)

২২.লুপ্ত প্রায় প্রাণীগুলো সংরক্ষণের জন্য সংখ্যাবৃদ্ধির গুরুত্বপূর্ণ কৌশল কোনটি?

 ক) হাইব্রিডাইজেশন         খ) ক্লোনিং
 গ) মিউটেশন                    ঘ) টিস্যু কালচার
 সঠিক উত্তর: (খ)

২৩.আবাদ মাধ্যমে রোগজীবাণুর সংক্রমণ এড়াতে মাধ্যমের গুণাগুণ অক্ষুন্ন রাখতে কোনটি আবশ্যক?

 ক) ক্যালাস সৃষ্টি               খ) নির্বীজকরণ

 গ) ইনোকুলেশন                ঘ) সংখ্যাবৃদ্ধি

 সঠিক উত্তর: (খ)

২৪.উদ্ভিদের কোন অংশটি সাধারণত ভাইরাস বা রোগজীবাণু মুক্ত থাকে?

 ক) কান্ড 

খ) পাতা

 গ) মূলের অগ্রভাগ

 ঘ) বিটপের শীর্ষস্থ ভাজক কলা

সঠিক উত্তর: (ঘ)

২৫.প্লাজমিডের বৈশিষ্ট্য হলো –

i. বৃত্তাকার

ii. রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে না

iii. রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন করা হয়

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii     গ) i ও iii       ঘ) i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬.কোন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়?

 ক) লাইগেজ         খ) রেস্ট্রিকশন
 গ) রেস্ট্রিকটেড                ঘ) রেস্ট্রিক্ট
 সঠিক উত্তর: (খ)

২৭.রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে কোন ফলের বীজহীন ফল সৃষ্টি করা হয়েছে?

 ক) তরমুজ                       খ) কলা
 গ) কাঁঠাল          ঘ) পেঁপে
 সঠিক উত্তর: (ক)

২৮.রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিস্যু কালচার বিষয়ক সাফল্যজনক কাজ –

i. বেলের চারা উৎপাদন

ii. কাঁঠালের চারা উৎপাদন

iii. তরমুজের চারা উৎপাদন

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (গ)

২৯.কাকে টিস্যু কালচারের জনক বলা হয়?

 ক) Morgan                     খ) Haberlandt

 গ) Erkey                          ঘ) Skoog

 সঠিক উত্তর: (খ)

৩০.গাজী ‘মোহিনী’ এগুলো হলো উন্নত জাতের –

 ক) ধান         খ) গম         গ) কলা         ঘ) ভুট্টা

 সঠিক উত্তর: (ক)

৩১.বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনকারী কোন জিন লিগুম উদ্ভিদে পাওয়া যায়?

 ক) CP জিন                     

খ) অসমোটিন জিন

 গ) নিফ জিন

 ঘ) অ্যাসিটাইল ট্রান্সফারেজ

 সঠিক উত্তর: (গ)

৩২.লুপ্তপ্রায় প্রাণীগুলো সংরক্ষণের জন্য সংখ্যাবৃদ্ধির গুরুত্বপূর্ণ কৌশল কোনটি?

 ক) টিস্যু কালচার             খ) হাইট্রিডাইজেশন

 গ) মিউটেশন        ঘ) ক্লোনিং

 সঠিক উত্তর: (ঘ)

৩৩.E. coli ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম কে প্লাজমিডের সন্ধান পান?

 ক) Haberlandt              খ) Laderberg

 গ) Morgan                      ঘ) Strasburger

সঠিক উত্তর: (খ)

৩৪.পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে এক্সপ্ল্যান্টকে কোনটি দিয়ে জীবাণু মুক্ত করা হয়?

 ক) সোডিয়াম হাইপোক্লোরাইড

 খ) সোডিয়াম পারম্যাঙ্গানেট

 গ) সালফিউরিক এসিড

 ঘ) হাইড্রোক্লোরিক এসিড

 সঠিক উত্তর: (ক)

৩৫.DNA পলিমারেজ একটি –

 ক) হরমোন                      খ) এনজাইম

 গ) ভিটামিন                     ঘ) শর্করা

 সঠিক উত্তর: (খ)

৩৬.পুষ্টি মিডিয়ামগুলো কত তাপমাত্রায় নির্বীজন করা হয়?

 ক) ১৬০০-১৮০০C        খ) ১৫০০-১৭০০C

 গ) ১০০০-২০০০C           ঘ) ২৫০০-২৬০০C

সঠিক উত্তর: (ক)

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

৩৭.ক্লোন হলো –

i. সমরূপী বস্তু

ii. সমধর্মী বস্তু

iii. সমরূপ ও ভিন্নধর্মী

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii        ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ক)

৩৮.আলুতে অসমোটিন জিন দ্বারা কোনটির প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে?

 ক) Phytophthora infestans
 খ) Pseudomonas syringe
 গ) Xanthomonas oryzae
 ঘ) Xanthomonas citri
  সঠিক উত্তর: (ক)

৩৯.রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে –

i. ক্লোন জিন বা DNA খন্ডকে দুটি ইপ্সিত স্থানে কাটা হয়
ii. উৎপন্ন DNA কে রিকম্বিনেন্ট DNA বলে
iii. উৎপন্ন জীব কে মিউটেন্ট জীব বলে
নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

৪০.জোনাকি পোকার আলো উদগিরণকারী জিন –

i. তামাক গাছে যুক্ত করা হয়
ii. কীটপতঙ্গরোধী ট্রান্সজেনিক জাত তৈরি করে
iii. ভাইরাসরোধী ট্রান্সজেনিক জাত তৈরি করে

নিচের কোনটি সঠিক?
 ক)i ও ii         খ) ii ও iii    গ) i ও iii        ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

৪১.কীসের সাহায্যে মাতৃকোষের DNA অণুকে পৃথক করা হয়?

 ক)ছাঁকন প্রক্রিয়ায়           খ) সেন্ট্রিফিউজ করে

 গ) তাপ প্রয়োগ করে         ঘ) উচ্চ চাপে

  সঠিক উত্তর: (খ)

৪২.জৈব বর্জ্য ব্যবহার করে কীসের সাহায্যে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদন করা হচ্ছে?

 ক) অণুজীব                      খ) ছত্রাক

 গ) শৈবাল                         ঘ) ফার্ন

সঠিক উত্তর: (ক)

৪৩.মানুষের অগ্ন্যাশয়ের আইলেটস অব হ্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

 ক) ইনসুলিন                     খ) গ্লুকাগন

 গ) সোমাটোট্রপিন    ঘ) সোমাটোস্ট্যাটিন

 সঠিক উত্তর: (ক)

৪৪.এক্সপ্লান্টের বৃদ্ধির জন্য কক্ষ তাপমাত্রা কত হওয়া উচিত?

 ক)২৫ ± ২০                      খ) ২৫ ± ৫০

 গ) ২৫ ± ৭০        ঘ) ২৫ ± ১০

সঠিক উত্তর: (ক)

৪৫.বাংলাদেশে সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ে টিস্যু কালচারের কাজ শুরু হয়?

 ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

 খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

 গ)খুলনা বিশ্ববিদ্যালয়

 ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 সঠিক উত্তর: (ক)

৪৬.জিন ক্লোনিং ভেক্টর হলো –

i. ডেজমিড

ii. প্লাজমিড

iii. কসমিড

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৭.তেলের সারফেস টেনসন কমিয়ে দূষণ মুক্ত করতে সাহায্য করে কোনটি?

 ক) Pseudomonas tabaci

 খ) Pseudomonas aeruginosa

 গ) Pseudomonas syringe

 ঘ) Xanthomonas citri

সঠিক উত্তর: (খ)

৪৮.ইন্টারফেরনের কাজ কোনটি?

 ক) ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেয়া

 খ) ভাইরাসের সংখ্যা হ্রাস বন্ধ করে দেয়া

 গ) ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেয়া

 ঘ) ব্যাকটেরিয়ার সংখ্যা হ্রাস বন্ধ করে দেয়া

 সঠিক উত্তর: (ক)

৪৯.পুষ্টি মাধ্যমের pH কত রাখা উত্তম?

 ক)৫.৫ – ৫.৯                    খ) ৫.৫ – ৫.৭

 গ) ৫.৫ – ৫.৮                  ঘ) ৫.৫ – ৫.৬

সঠিক উত্তর: (গ)

৫০.কোনটির উপর ভিত্তি করে অটোক্লেভ ভিন্ন হয়?

 ক) এক্সপ্লান্টের আয়তন

 খ) বিভিন্ন পদার্থের আয়তন

 গ) পুষ্টি মাধ্যমের আয়তন

 ঘ) এগার মাধ্যমের আয়তন

 সঠিক উত্তর: (গ)

৫১.যে পদ্ধতিতে বংশগতীয় উপাদানকে সরাসরি সঠিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকে কী বলা হয়?

 ক)ফিজিওথেরাপি            খ) জিন থেরাপি

 গ) কেমোথেরাপি      ঘ) শক থেরাপি

সঠিক উত্তর: (খ)

৫২.অণুজীবের আবাদ মাধ্যমের কোন পর্যায়ে এক বা একাধিক পুষ্টি পদার্থের অভাব দেখা যায়?

 ক) ইডিওফেজ                  খ) লগ ফেজ

 গ) ল্যাগ ফেজ                   ঘ) স্টেশনারী ফেজ

 সঠিক উত্তর: (ক)

৫৩.দুটি মানুষের জিন সিকুয়েন্সের মধ্যে পার্থক্য থাকে কোন পর্যায়ে?

 ক) ক্ষারকে                       খ) সুগারে

 গ) ফসফেটে                     ঘ) নিউক্লিওসাইডে

 সঠিক উত্তর: (ক)

৫৪.প্লাজমিড পাওয়া যায় কোনটিতে?

 ক) শৈবালে         খ) ফার্নে

 গ) ব্যাকটেরিয়ায়             ঘ) মসে

সঠিক উত্তর: (গ)

৫৫.টিস্যুকালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য –

i. নতুন ধরনের টিস্যু সৃষ্টি করা

ii. বিভাজনক্ষম অঙ্গ নতুন চারা উৎপাদন করা

iii. রোগমুক্ত নতুন চারা উৎপাদন করা

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৫৬.DNA বা জিনে হঠাৎ করে ঘটে যাওয়া পরিবর্তনকে বলা হয় –

 ক) রিকম্বিনেন্ট ডিএনএ   খ) মিউটেশন

 গ) প্লাজমিড                     ঘ) ক্লোনিং

 সঠিক উত্তর: (খ)

৫৭.টিস্যু কালচারে ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয় বলে এর অন্য নাম কী?

 ক) মাইক্রোপ্রোপাগেশন    খ) ম্যাক্রোপ্রোপাগেশন

 গ) ক্লোনিং পদ্ধতি             ঘ) কোনটিই নয়

 সঠিক উত্তর: (ক)

৫৮.ইনসুলিন কতটি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত?

 ক) ৪৯     খ) ৫০    গ) ৫১    ঘ)৫২

 সঠিক উত্তর: (গ)

৫৯.রিকম্বিনেন্ট DNA উদ্ভিদের কোন অংশে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়?

 ক) নিউক্লিয়াসে                খ) প্রোটোপ্লাস্টে

 গ) মাইটোকন্ড্রিয়াতে    ঘ) DNA-তে

 সঠিক উত্তর: (খ)

৬০.সোনালী ধানে কোন ধরনের ক্যারোটিন থাকে?
 ক) α-ক্যারোটিন     খ) β-ক্যারোটিন
 গ) γ-ক্যারোটিন            ঘ) ক্যারোটিন a ও b

 সঠিক উত্তর: (খ)

৬১.প্রাণীর মধ্যে জিনের স্থানান্তরকে বলা হয় –
 ক) নিউটেশন                   খ) ট্রান্সফেকশন
 গ) ট্রান্সক্রিপশন      ঘ) ট্রান্সফরমেশন

সঠিক উত্তর: (খ)

৬২.ডলি ভেড়ার ক্লোন তৈরিতে কোন কোষ ব্যবহার করা হয়েছে?

 ক) স্তনগ্রন্থি কোষ             খ) ত্বকের কোষ

 গ) পায়ের কোষ               ঘ) আঙ্গুলের কোষ

সঠিক উত্তর: (ক)

৬৩.আন্ত:গণ ও আন্ত:প্রজাতি সংকর উৎপাদনে কোন পদ্ধতি প্রয়োগের প্রয়োজন?

 ক) গ্যামিটিক হাইব্রিডাইজেশন

 খ) নিউক্লিয়ার ফিউশন

 গ) সোমোক্লোনাল ভেরিয়েশন

 ঘ) সোমাটিক হাইব্রিডাইজেশন

 সঠিক উত্তর: (ঘ)

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

৬৪.একটি ব্যাকটেরিয়া কোষে কত অণু ইনসুলিন তৈরি হয়?

 ক) প্রায় ২ লাখ       খ) প্রায় ৫ লাখ

 গ) প্রায় ৬ লাখ       ঘ) প্রায় ১০ লাখ

 সঠিক উত্তর: (ঘ)

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

৬৫. রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে –

i. DNA প্রোব

ii. ইলেকট্রন প্রোব

iii. মনোক্লোনাল অ্যান্টিবডি

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৬৬.এক্সপ্লান্ট হিসেবে নির্বাচন করা হয় –

i. সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্যমন্ডিত উদ্ভিদ

ii. নিরোগ মাতৃ উদ্ভিদ

iii. পলিপ্লয়েড মাতৃ উদ্ভিদ

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৬৭.কোন বিজ্ঞানী সর্বপ্রথম উদ্ভিদের বিচ্ছিন্নকৃত টিস্যু সফলতার সাথে পুষ্টি মাধ্যমে জন্মাতে সক্ষম হন?

 ক)Gautheret                 খ)Murashiage

 গ) White                        ঘ)Haberlandt

 সঠিক উত্তর: (ঘ)

৬৮.কাগজ ও মন্ড শিল্প থেকে নির্গত হয় –

i. লিগনিন

ii. আয়োডামাইড

iii. সেলুলোজ

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (গ)

৬৯.মাইক্রোপ্রোপাগেশন হলো –

i. ভ্রূণ থেকে উদ্ভিদ সৃষ্টি

ii. গাছ থেকে গাছ সৃষ্টি

iii. কোষ থেকে উদ্ভিদ

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৭০.A ও B শৃঙ্খল দুটি পুনঃসংযোজিত হওয়ার ক্ষেত্রে কী ধরনের বন্ড তৈরি হয়?

 ক) সালফাইড বন্ড           খ) ডাইসালফাইড বন্ড

 গ) ফসফেট বন্ড               ঘ) ডাইফসফেট বন্ড

  সঠিক উত্তর: (খ)

৭১.জীবের জিনোমে নতুন জিন কম্বিনেশন তৈরির সর্বাধুনিক প্রযুক্তি কোনটি?

 ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

 খ) টিস্যু কালচার

 গ) মিউটেশন

 ঘ) হাইব্রিডাইজেশন

 সঠিক উত্তর: (ক)

৭২.মানুষের অন্ত্রে বসবাসরত ব্যাকটেরিয়া কোনটি?

 ক) E. coli                        খ) R. Coli

 গ) Nostoc                      ঘ) Mucor

  সঠিক উত্তর: (ক)

৭৩.কোন ধরনের উদ্ভিদে সহজে প্রচ্ছন্নধর্মী মিউটেশন ঘটে?

 ক) ডিপ্লয়েড উদ্ভিদে         খ) ট্রিপ্লয়েড উদ্ভিদে

 গ) হ্যাপ্লয়েড উদ্ভিদে         ঘ) সবগুলোই

 সঠিক উত্তর: (গ)

৭৪.আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট স্থাপন করাকে কী বলে?

 ক) ইনোকুলেশন      খ) ট্রান্সপ্লান্টেশন

 গ) স্টেরিওলাইজেশন   ঘ) রেপ্লিকেশন

 সঠিক উত্তর: (ক)

৭৫.জেনেটিক ইঞ্জিনিয়ারিং – এর ক্ষেত্রে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কী?

 ক) DNA অণুর কাটা অংশ জোড়া লাগানো

 খ) DNA অণুর বৃদ্ধিকরণ

 গ) DNA অণুর নির্দিষ্ট স্থানে কর্তন

 ঘ) DNA অণুর হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়া

 সঠিক উত্তর: (গ)

৭৬.পাটের বেস পেয়ার কতটি?

 ক) ১০০ কোটি                 খ) ১২০ কোটি

 গ) ১৪০ কোটি       ঘ) ১৬০ কোটি

সঠিক উত্তর: (খ)

৭৭.লিগুম উদ্ভিদে প্রাপ্ত ‘নিফ জিন’ –

i. বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন করে
ii. E. coli ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা যায়
iii. ননলিগুম উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধন করে
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ক)

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

৭৮.জীব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ইনসুলিন প্রথম বাজারজাত করা হয় কী নামে?

 ক) হিউমুলিন                   খ) পিউরিন

 গ) ইনসুলিন                     ঘ) সুপার বাগ

 সঠিক উত্তর: (ক)

৭৯.কোনটি লবণাক্ততা সহিষ্ণু জিন?

 ক) PDH 40                     খ) PDH 45
 গ) PDH 50                      ঘ) PDH 55
 সঠিক উত্তর: (খ)

৮০.স্বাধীন প্রতিরূপ সৃষ্টির ক্ষমতা রয়েছে কোনটির?

 ক) ক্রোমোজোমের           খ) এলিলের
 গ) প্লাজমিডের                  ঘ) লোকাসের

 সঠিক উত্তর: (গ)

৮১.ট্রান্সজেনিক প্রাণীর দুধ, রক্ত ও মূত্র হতে ওষুধ আহরণকে কী বলে?

 ক) বায়োরিএক্টর             খ) মালিকুলার ফার্মিং
 গ) মাইক্রোপ্রোসেস     ঘ) ফার্মেন্টর
 সঠিক উত্তর: (খ)

৮২.ব্যাকটেরিয়ার কোন জিন সরিষা উদ্ভিদে স্থানান্তর করে পুংবন্ধ্যা উদ্ভিদ উৎপাদন করা যায়?

 ক) অ্যাসিটাইল ট্রান্সফারেজ
 খ) অসমোটিন
 গ) রাইবোনিউক্লিয়েজ
 ঘ) CP জিন
সঠিক উত্তর: (গ)

৮৩.ইন্টারফেরন হলো –
i. উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন
ii. ক্যান্সার প্রতিরোধক
iii. যক্ষ্মা প্রতিষেধক
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii        খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮৪.প্লাজমিডের সংখ্যা কোষ প্রতি কত হতে পারে?

 ক) ১-১০০০                     খ) ২-২০০০

 গ) ৩-৩০০০                    ঘ) ৪-৪০০০

 সঠিক উত্তর: (ক)

৮৫.কত খ্রিস্টাব্দে Biotechnology শব্দটি প্রবর্তিত হয়?

 ক) ১৯১৫                         খ) ১৯০২
 গ) ১৯১৯                         ঘ) ১৯২০
 সঠিক উত্তর: (গ)

৮৬.Biotechnology – এর অন্তর্ভুক্ত –

i. অ্যান্টিবায়োটিক উৎপাদন
ii. এনজাইম প্রকৌশল
iii. হার্ট সার্জারি
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii        খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

৮৭.বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট DNA শনাক্ত করা যায়?

 ক) জিন ক্লোনিং
 খ) DNA ফিগার প্রিন্টিং
 গ) DNA হাইব্রিডাইজেশন
 ঘ) DNA প্রোব
 সঠিক উত্তর: (ঘ)

৮৮.যে DNA খন্ডের সাথে কাঙ্ক্ষিত জিন বা DNA খন্ড যুক্ত করে ক্লোন করা হয় তাকে কী বলা হয়?

 ক) ভেক্টর                        খ) অনুঘটক
 গ) প্রজনক                        ঘ) Recombinant DNA

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

আরো অনুশীলন

১। কোন প্রযুক্তিতে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়?
(ক) এক্সপ্লান্ট কালচার
(খ) জীন ক্লোনিং
(গ) ডিএনএ রিকম্বিনেন্ট
(ঘ) টিস্যু কালচার
উত্তরঃ (ঘ) টিস্যু কালচার

২। বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়েছিল?
(ক) ১৯০২
(খ) ১৯৭০
(গ) ১৯১৯
(ঘ) ১৯৫২
উত্তরঃ (গ) ১৯১৯

৩। কত সালে সর্বপ্রথম কোষ কালচারের চেষ্টা করা হয়?
(ক) ১৯৭০
(খ) ১৯৭২
(গ) ১৯০২
(ঘ) ১৯১৯
উত্তরঃ (গ) ১৯০২

৪। টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় কাকে?
(ক) Morgan
(খ) Haberlandt
(গ) Gautheret
(ঘ) While
উত্তরঃ (খ) Haberlandt

৫। বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
(ক) কার্ল এরেকি
(খ) হ্যাবারল্যান্ড
(গ) লিন্ডেনম্যান
(ঘ) এরিস্টেটল
উত্তরঃ (ক) কার্ল এরেকি

৬। পুষ্টি মাধ্যমে পাত্র ও অন্যান্য কাঁচের জিনসপত্র নর্বীজ করা হয়-
(ক) অটোক্লেভে
(খ) গরম বায়ু ওভেনে
(গ) বার্ণারে
(ঘ) অ্যালকোহলে ডুবিয়ে
উত্তরঃ (খ) গরম বায়ু ওভেনে

৭। গরম বায়ু ওভেনে পুষ্টি মাধ্যমের পাত্র নির্বীজকরণে প্রয়োগকৃত তাপমাত্রা কত?
(ক) 121°C – 123°C
(খ) 160°C – 180°C
(গ)121°F – 123°F
(ঘ) 160°F – 180°F
উত্তরঃ (খ) 160°C – 180°C

৮। গরম বায়ু ওভেনে পুষ্টি মাধ্যমের পাত্রটি নির্বীজকরণে কত সময় ধরে রেখে দিতে হয়?
(ক) 1-2 ঘন্টা
(খ) 2-3 ঘন্টা
(গ) 15-30 মিনিট
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (ক) 1-2 ঘন্টা

৯। যে যন্ত্রের সাহায্যে জীবাণু ধ্বংশ করা যায়-
(ক) মাইক্রোস্কোপ
(খ) কালচার মিডিয়া
(গ) অটোক্ল্যাভ
(ঘ) গ্লাইকোসেট
উত্তরঃ (গ) অটোক্ল্যাভ

১০। মেরিস্টেম কালচার পদ্ধতি প্রয়োগ করে নিম্নের কোন উদ্ভিদের প্রজনন করা হয়-
(ক) বেল
(খ) বেগুন
(গ) টমেটো
(ঘ) কলা
উত্তরঃ (গ) টমেটো

১১। উদ্ভিদের টিস্যু কালচারের জন্য ব্যাসাল মিডিয়ামের উপযুক্ত PH কত?
(ক) 3.5 – 5.5
(খ) 5.5 – 5.8
(গ) 5.8 – 7.5
(ঘ) 7.5 – 7.8
উত্তরঃ (খ) 5.5 – 5.8

১২। কালচার মিডিয়ামের সুক্রোজের পরিমাণ কত ভাগ?
(ক) ১-২%
(খ) ২-৩%
(গ) ১-৪%
(ঘ) ২-৪%
উত্তরঃ (ঘ) ২-৪%

১৩। টিস্যু কালচারের সময় ক্যালাস সৃষ্টির জন্য উপযুক্ত তাপমাত্রা –
(ক) 17 – 20°C
(খ) 17 – 30°C
(গ) 17 – 25°C
(ঘ) 28 – 40°C
উত্তরঃ (ক) 17 – 20°C

১৪। আলু ও টমাটোর উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্টি নতুন উদ্ভিদের নাম –
(ক) আলু-টম
(খ) টমালু
(গ) পোমাটো
(ঘ) আলম্যাটো
উত্তরঃ (গ) পোমাটো

১৫। মিডিয়াম জীবাণুমুক্তকরণে অটোক্লেভ যন্ত্রে ব্যবহৃত তাপমাত্রা কত?
(ক) ১২৩° সে
(খ) ১২১° সে
(গ) ১১২° সে
(ঘ) ১৩২° সে
উত্তরঃ (খ) ১২১° সে

১৬। মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে প্রয়োগ করে নিম্নের কোন উদ্ভিদের প্রজনন করা হয়?
(ক) স্ট্রবেরি
(খ) তরমুজ
(গ) কলা
(ঘ) তুঁত
উত্তরঃ (ঘ) তুঁত

১৭। ইন ভিট্রো সিলেকশন পদ্ধতি প্রয়োগ করে নিম্নের কোন উদ্ভিদের কালচার করা হয়?
(ক) স্ট্রবেরি
(খ) তরমুজ
(গ) কলা
(ঘ) সরিষা
উত্তরঃ (গ) কলা

১৮। সর্বপ্রথম রিকম্বিনেট DNA তৈরি করেন কে?
(ক) Paul Berg
(খ) Herbert Boyer
(গ) Stanley Cohen
(ঘ) Rudolf Jaenisch
উত্তরঃ (ক) Paul Berg

১৯। সর্বপ্রথম ট্রান্সজেনিক প্রাণীটি ছিল-
(ক) Escherichia coli
(খ) ইঁদুর
(গ) Golfish
(ঘ) Synthia
উত্তরঃ (খ) ইঁদুর

২০। প্রথম ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করেন কে?
(ক) Paul Berg
(খ) Herbert Boyer
(গ) Stanley Cohen
(ঘ) Rudolf Jaenisch
উত্তরঃ (ঘ) Rudolf Jaenisch

২১। সর্বপ্রথম ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবিত হয় কত সালে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৪
(গ) ১৯৮২
(ঘ) ১৯৯৪
উত্তরঃ (খ) ১৯৭৪

২২। প্রথম সিনথেটিক জীবটি কত সালে তৈরি হয়?
(ক) ১৯৮২
(খ) ১৯৯৮
(গ) ২০০৩
(ঘ) ২০১০
উত্তরঃ (ঘ) ২০১০

২৩। কোষ প্রতি প্লাজমিডের সংখ্যা কত হতে পারে?
(ক) ১-১০
(খ) ১-১০০
(গ) ১-১০০০
(ঘ) ১-১০,০০০
উত্তরঃ (গ) ১-১০০০

২৪। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন প্লাজমিড কোনটি?
(ক) F- প্লাজমিড
(খ) F`- প্লাজমিড
(গ) R- প্লাজমিড
(ঘ) কোল প্লাজমিড
উত্তরঃ (গ) R- প্লাজমিড

২৫। কোনটি রেস্ট্রিকশন এনজাইমের উদাহরণ?
(ক) CDNA
(খ) PCR
(গ) Eco RI
(ঘ) CTAG
উত্তরঃ (গ) Eco RI

২৬। আণবিক কাঁচি বলা হয় কোনটিকে?
(ক) প্লাজমিড
(খ) DNA লাইগেজ
(গ) রেস্ট্রিকশন এনজাইম
(ঘ) ট্রান্সক্রিপটেজ
উত্তরঃ (গ) রেস্ট্রিকশন এনজাইম

২৭। কোন DNA তে জিনের সিকুয়েন্স সঠিক আছে কিনা তা জানার জন্য ব্যবহৃত হয়-
(ক) জিন মার্কার
(খ) DNA প্রোব
(গ) ভেক্টর
(ঘ) রেস্ট্রিকশন এনজাইম
উত্তরঃ (খ) DNA প্রোব

২৮। জিন ক্লোনিং এ ব্যবহৃত প্রয়োজনীয় উপাদান নয় কোনটি?
(ক) কাঙ্খিত জিন
(খ) ক্লোনিং ভেক্টর
(গ) এনজাইম
(ঘ) হরমোন
উত্তরঃ (ঘ) হরমোন

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

২৯। জিন ক্লোনিং এ ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় না কোনটি?
(ক) প্লাজমিড
(খ) ট্রান্সপোজেন
(গ) ভাইরাস
(ঘ) ব্যাকটেরিয়া
উত্তরঃ (ঘ) ব্যাকটেরিয়া

৩০। বাংলাদেশে প্রথম Genetically Modified খাদ্য ফসল কোনটি?
(ক) Bt-ভূট্টা
(খ) Bt-বেগুন
(গ) Bt-আলু
(ঘ) Bt-গম
উত্তরঃ (খ) Bt-বেগুন

৩১। যে কোন দেহের যে কোন অঙ্গের কোষ তৈরিতে সক্ষম?
(ক) ম্যাক্রোফেজ
(খ) প্লাজমা কোষ
(গ) স্টেম সেল
(ঘ) NK-Cells
উত্তরঃ (গ) স্টেম সেল

৩২। ইনসুলিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া বাজারজাত শুরু করা হয় কত সাল থেকে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৪
(গ) ১৯৮২
(ঘ) ১৯৯৪
উত্তরঃ (গ) ১৯৮২

৩৩। ইনস্যুলিনে অ্যামাইনো এসিডের সংখ্যা কতটি?
(ক) ৫০টি
(খ) ৫১টি
(গ) ৫২টি
(ঘ) ৫৩টি
উত্তরঃ (খ) ৫১টি

৩৪। মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনটি কত নং ক্রোমোসোমে অবস্থিত?
(ক) ৯
(খ) ১০
(গ) ১১
(ঘ) ১২
উত্তরঃ (গ) ১১

৩৫। ইন্টারফেরেন আবিস্কৃত হয় কত সালে?
(ক) ১৯৫৩
(খ) ১৯৬৩
(গ) ১৯৭০
(ঘ) ১৯৫৭
উত্তরঃ (ঘ) ১৯৫৭

৩৬। ব্যাকটেরিয়া কোষ হতে Streptokinase এনজাইম পাওয়া যায় প্রথম কত সালে?
(ক) ১৯৫৭
(খ) ১৯৭০
(গ) ১৯৭২
(ঘ) ১৯৬৭
উত্তরঃ (খ) ১৯৭০

৩৭। টিকা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে?
(ক) জৈবপ্রযুক্তি
(খ) টিস্যু কালচার
(গ) হাইব্রিডাইজেশন
(ঘ) মিউটেশন
উত্তরঃ (ক) জৈবপ্রযুক্তি

৩৮। মানুষের দেহের প্রতিটি কোষে কর্মক্ষম জিনের সংখ্যা কত?
(ক) ২৫০টি
(খ) ২৫০০টি
(গ) ২৫০০০টি
(ঘ) ২৫০০০০টি
উত্তরঃ (গ) ২৫০০০টি

৩৯। টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয়?
(ক) Morgan
(খ) Haberlandt
(গ) Gautheret
(ঘ) While
উত্তরঃ (খ) Haberlandt

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

৪০। Escherichia coli ব্যাকটেরিয়া জিনসংখ্যা কতটি?
(ক) ১৭০০
(খ) ৩২০০
(গ) ৬০০
(ঘ) ২৫০০
উত্তরঃ (খ) ৩২০০

৪১। DNA কে খন্ডিত করে?
(ক) লাইগেজ এনজাইম
(খ) রেস্ট্রিকশন এনজাইম
(গ) প্রোটিয়েজ এনজাইম
(ঘ) অ্যামাইলেজ এনজাইম
উত্তরঃ (খ) রেস্ট্রিকশন এনজাইম

৪২। ইনসুলিন মানবদেহের কোন অঙ্গাণু থেকে নিঃসৃত হয়?
(ক) যকৃত
(খ) অগ্ন্যাশয়
(গ) পাকস্থলি
(ঘ) ক্ষুদ্রান্ত্র
উত্তরঃ (খ) অগ্ন্যাশয়

৪৩। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়?
(ক) জীন ক্লোরিং
(খ) ডিএনএ রিকম্বিনেট
(গ) টিস্যু কালচার
(ঘ) এক্সপ্লান্ট কালচার
উত্তরঃ (খ) ডিএনএ রিকম্বিনেট

৪৪। কোন বিজ্ঞানী সর্বপ্রথম Biotechnology শব্দটি ব্যবহার করেন?
(ক) Janet Parker
(খ) Karl Erekh
(গ) Edward Jenner
(ঘ) John Clinch
উত্তরঃ (খ) Karl Erekh

৪৫। গ্রিন বায়োটেকনোলজি কোনটি নিয়ে কাজ করে?
(ক) সমুদ্রক্ষেত্র
(খ) কৃষিক্ষেত্র
(গ) চিকিৎসাক্ষেত্রে
(ঘ) শিল্পক্ষেত্র
উত্তরঃ (খ) কৃষিক্ষেত্র

৪৬। নিচের কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত?
(ক) প্লাজমিড
(খ) রেস্ট্রিকশন এনজাইম
(গ) লাইগেজ এনজাইম
(ঘ) ইন্টারফেরন
উত্তরঃ (খ) রেস্ট্রিকশন এনজাইম

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

জীবপ্রযুক্তি MCQ ┃ Biotechnology MCQ

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top