জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08) : প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের আইসিটি ১ম অধ্যায়ের MCQ উত্তর ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। যার ফলে তোমরা অ্যাডমিশন টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিবে তা এই পোষ্টের মাধ্যমে নিতে পারবে।এই পার্ট-৩ তে ৪০ টি নৈর্ব্যক্তিক দেওয়া হয়েছে।
পার্ট-৮
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering)
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
২৫৩। কোন নির্দিষ্ট জিন (Gene) বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরের প্রক্রিয়াকে বলে –
ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) কৃত্রিম বুদ্ধিমত্তা
গ) ভার্চুয়াল রিয়েলিটি
ঘ) রােবােটিক্স
উত্তর-(ক) ব্যাখ্যা: জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম এজেন্ট তৈরির বিষয়ে গবেষণা করে। ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক কাল্পনিক জগত তৈরি করে। রােবােটিক্সে রােবট সম্পর্কে গবেষণা করা হয়।
২৫৪। কিসের মাধ্যমে DNA সমূহ প্রাণীকোষের নিউক্লিয়াসে প্রবেশ করানাে হয় ?
ক) মিনি ইঞ্জেকশন
খ) মাইক্রো ইনজেকশন
গ) সেমি ইনজেকশন।
ঘ) সেন্সর।
উত্তর-(খ) ব্যাখ্যা: মাইক্রো ইনজেকশনের মাধ্যমে DNA সমূহ প্রাণীকোষের নিউক্লিয়াসে প্রবেশ করানাে হয়।
২৫৫। কোনটির মাধ্যমে বিভিন্ন প্রকার হরমােন তৈরি করা সম্ভব হচ্ছে?
ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) বায়ােমেট্রিক্স
গ) বায়ােইনফরমেটিক্স
ঘ) ন্যানাে টেকনােলজি
উত্তর-(ক) ব্যাখ্যাঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে হিউম্যান গ্রোথ হরমােনসহ বিভিন্ন ধরনের হরমােন তৈরি করা যায়। বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয় । পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
২৫৬। ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি?
ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) বায়ােমেট্রিক্স
গ) বায়ােটেকনােলজি
ঘ) ন্যানাে টেকনােলজি
উত্তর-(ক) ব্যাখ্যাঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ব্যাকটেরিয়া ও প্রাণী কোষে অ্যান্টিবায়ােটিক রেজিস্ট্যান্স জীন প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক জীব তৈরি করা হয়। বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি।
২৫৭। ক্রোমােজোম কি দ্বারা গঠিত?
ক) DNA
খ) RNA
গ) DNA ও RNA
ঘ) Protin
উত্তর-(গ) ব্যাখ্যা: ক্রোমােজোমের ভেতৱে চেইনের মত প্যাঁচান যে বন্ত থাকে তাকে DNA বলা হয়। জীব কোষের DNA এর গঠন পরিবর্তনের মাধ্যমে যে নতুন ধরনের ডিএনএ তৈরি করা হয় তাকে RNA বলা হয়।
২৫৮। এক সেট পূর্ণাঙ্গ জিনকে কি বলে?
ক) DNA
খ) জিনােম
গ) কোষ
ঘ) ক্রোমােজোম
উত্তর-(খ) ব্যাখ্যা: বিভিন্ন প্রাণীর দেহে ভিন্ন ভিন্ন জোড় সংখ্যক জীন রয়েছে। এক জোড়া পূর্ণাঙ্গ জীনকে বলে জিনােম। DNA দ্বারা ক্রোমােজোম গঠিত হয়। ক্রোমােজোম হল জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের ধারক ও বাহক। জীব দেহের ক্ষুদ্রতম একক হল কোষ ।
২৫৯। জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? কু.-১৭)।
(ক) বায়ােমেট্রিক্স
(খ) বায়াে ইনফরমেটিক্স
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(ঘ) ন্যানাে টেকনােলজি
উত্তর-(গ) ব্যাখ্যা: জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং- এ জিনের গঠন পরিবর্তনের মাধ্যমে নতুন জিনােম তৈরি করা যায়। মানুষের শারীরিক, বা আচরনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল। বায়ােমেট্রিক্স । বায়ােইনফরমেটিক্সে জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
২৬০। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? [চ.-১৭]
(ক) বায়ােমেট্রিক
(খ) ভার্চুয়াল রিয়েলিটি
(গ) ন্যানাে টেকনােলজি (ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর-(ঘ) ব্যাখ্যা: DNA এর গঠন পরিবর্তন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়ােগের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায় রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়িয়ে শস্যের উৎপাদন বৃদ্ধি করা এবং উন্নত জাতের শস্য উদ্ভাবন করা এর একটি প্রধান লক্ষ্য। মানুষের শারীরিক বা আচরনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল বায়ােমেট্রিক্স ।। ভার্চুয়াল রিয়েলিটি হল কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং ও সিমুলেশনের মাধ্যমে কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ তৈরি করা হয় । পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি।
২৬১। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে ? [ব, -১৯]
(ক) Jack Williamson
(খ) E, Coli
(গ) Paul Berg
(U) Stanley Cohen
উত্তর-(গ) ব্যাখ্যা: Paul Berg কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়।
(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন
২৬২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে –
i) বাণিজ্যিক ভাবে প্রােটিন উৎপাদন করা যায়
ii) ভ্যাকসিন, ইনসুলিন ও ঔষধ উৎপাদন করা হয়
iii) Genetically Modified Crop বা GMO উৎপাদন করা হয়।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ব্যাকটেরিয়া, ইস্ট ও ইনসেক্ট সেল থেকে বাণিজ্যিক ভাবে প্রােটিন উৎপাদন করা যায়, E.Coli ব্যাকটেরিয়া থেকে হিউম্যান ইনসুলিন, বিভিন্ন ধরনের ঔষধ ও ভ্যাকসিন তৈরি করা হয়। জিনের গঠন পরিবর্তন করে Genetically Modified Crop বা GMO উৎপাদন করা হয়।
২৬৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর লক্ষ্য হল –
i) কৃষির উৎপাদন বৃদ্ধি করা
ii) শস্যের রোগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করা
iii) শস্যের নতুন প্রজাতি উদ্ভাবন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কৃষিকে ঘিরে পরিচালিত হচ্ছে। রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়িয়ে শস্যের উৎপাদন বৃদ্ধি করা এবং উন্নত জাতের শস্য উদ্ভাবন করা এর একটি প্রধান লক্ষ্য।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
২৬৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে– বি.-১৬, .-১৬]
i) জীবের নতুন জিনােম আবিস্কার করা যায়
ii) বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করা হয়
iii) সহজে ব্যক্তি সনাক্ত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ জিনের গঠন পরিবর্তনের মাধ্যমে নতুন জিনােম তৈরি করা যায়। E, Coli ব্যাকটেরিয়া থেকে মানব প্রােটিন’somatostatin তৈরি করা হয় যা হিউম্যান ইনসুলিন নামে পরিচিত । সহজে ব্যক্তি সনাক্ত করা যায় বায়ােমেট্রিক্স পদ্ধতিতে।
২৬৫। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সফল প্রয়ােগ হচ্ছে –
i) শিল্পক্ষেত্রে
ii) চিকিৎসা ক্ষেত্রে
iii) কৃষিক্ষেত্রে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন, বিভিন্ন ধরনের ঔষধ ও ভ্যাকসিন তৈরি করা হয়। উচ্চ ফলনশীল শস্য উদ্ভাবন করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা হয়।
২৬৬। DNA এর নতুন সিকুয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
অথবা, নতুন ধরনের ক্রোমজোম তৈরির কৌশলকে কী বলে? [মা.-১৮]
(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(খ) বায়ােইনফরমেটিক্স
(গ) ন্যানােটেকনােলজি (ঘ) বায়ােমেট্রিক্স ।
তথ্য ও যোগা
উত্তর-(ক) ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনের গঠন সংক্রান্ত গবেষণা, এর উন্নয়ন ও পরিবর্তনের কাজ করে। এটি জিনের গঠন পরিবর্তন অথবা DNA এর নতুন সিকুয়েন্স তৈরির মাধ্যমে নতুন জিনােম তৈরি করে যা নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ বা প্রাণি উন্নয়নের কৌশল। বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ২৬৭ ও ২৬৮ নং প্রশ্নের উত্তর দাও,
কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মূলা, সরিষা ও ফুলকপির জিন ব্যবহার করে একটি উদ্ভিদের ভিতর তিনটি গুণ সন্নিবেশিত করার চেষ্টা করে নতুন শস্য উদ্ভাবন করেন। তার ইচ্ছা ছিল মূলা নীচে থাকবে,সরিষা উপরে ও ফুলকপির পাতা কান্ডে থাকবে। গবেষণালব্ধ ফলে মূলা নীচে থাকলেও সরিষা মাঝে এবং ফুলকপির পাতা উপরে হলাে।
২৬৭। বংশগত বিভিন্ন বৈশিষ্টের পরিবর্তন করা যায় –
ক) ন্যানাে টেকনােলােজিতে খ) কৃত্রিম বুদ্ধিমত্তায়
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং- এ
ঘ) সবগুলাে
উত্তর-(গ) ব্যাখ্যা: DNA এর গঠন পরিবর্তনের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ জীবের বংশগত বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায়। আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলােজি । কৃত্রিম বুদ্ধিমত্তা মানব বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম এজেন্ট তৈরির বিষয়ে গবেষণা করে।
২৬৮। হিউম্যান ইনসুলিন উৎপাদন করা হয়।
ক) ইস্ট থেকে
খ) ইনসেক্ট সেল থেকে
গ) E. Coli ব্যাকটেরিয়া থেকে
ঘ) ভাইরাস থেকে।
উত্তর-(গ) ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং- এ E. Coli ব্যাকটেরিয়া থেকে মানব প্রােটিন somatostatin তৈরি করা হয় যা হিউম্যান ইনসুলিন নামে পরিচিত। ইস্ট ও ইনসেক্ট সেল থেকে বাণিজ্যিক ভাবে প্রােটিন উৎপাদন করা যায় ।
নিচের উদ্দীপকটি পড়ে ২৬৯ ও ২৭০ নং প্রশ্নের উত্তর দাও ৪
লােকমান সাহেব গবেষণা করে নানান প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন। এতে তিনি আকারে বড় ও আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদনে সক্ষম হলেন।
২৬৯। লােকমান সাহেবের গবেষণার সহায়ক প্রযুক্তি কোনটি? [দি,-১৬)
ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ) বায়ােমেট্রিক্স
গ) বায়াে টেকনােলজি ঘ) ন্যানাে টেকনােলজি
উত্তর-(ক) ব্যাখ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটান যায় এবং উচ্চ ফলনশীল জাতের শস্য উদ্ভাবন করা যায়। বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
. ২৭০। লােকমান সাহেবের সাফল্যে – [দি.-১৬]
i) অর্থনৈতিক উন্নয়ন হবে
ii) দেশে প্রচুর ফল ও ফুল উৎপন্ন হবে
iii) দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা: উচ্চ ফলনশীল জাতের শস্য উদ্ভাবন করার ফলে ফল ও ফুলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকেরা অর্থনৈতিক ভাবে লাভবান হবে।
নিচের উদ্দীপকটি পড়ে ২৭১ ও ২৭২ নং প্রশ্নের উত্তর দাওঃ
সােনার বাংলা প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবত গবেষণা করে নতুন জাতের ধান উৎপন্ন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের গবেষণা সংক্রান্ত যাবতীয় ডেটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিনিময় করছে। প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।
২৭১। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হচ্ছে – (ঢা.-১৬)
i) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ii) বায়ােমেট্রিক্স
iii) বায়ােইনফর্মেটিক্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটান যায় এবং প্রতিকূল পরিবেশে জীবন ধারনে সক্ষম এমন শস্য উদ্ভাবন করা যায়। বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয় এবং প্রতিষ্ঠানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও আদান প্রদান করার জন্য জন্য শক্তিশালী ডাটাবেজ তৈরি করে।
২৭২। প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবস্থায় –
i) নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে
ii) জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে।
iii) তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান কর্তৃক নতুন জাতের ধান উৎপাদন সংক্রান্ত গবেষণার তথ্য অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিনিময় করার মাধ্যমে নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে এবং জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে।
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭৩ ও ২৭৪ নং প্রশ্নের উত্তর দাওঃ-
ষ্ট্যের | BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আবিষ্কারের ফলে করা | বাংলাদেশ এখন চাল রপ্তানীকারক দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে।অথবা, উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ• হল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ বর্তমানে চাল রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিতি লাভ করছে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
২৭৩। উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি? (রা.-১৭)
(ক) বায়ােমেট্রিক্স
(খ) বায়ােইনফরমেটিক্স
(গ) ন্যানােটেকনােলজি (ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর-(ঘ) ব্যাখ্যা; DNA এর গঠন পরিবর্তন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং- এর প্রয়ােগের মাধ্যমে উদ্ভিদের বিজ্ঞি বৈশিষ্ট্যের পরিবর্তন করা যায়। রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়িয়ে শস্যের উৎপাদন বৃদ্ধি করা এবং উন্নত জাতের শস্য উদ্ভাবন করা এর একটি প্রধান লক্ষ্য। মানুষের শারীরিক বা আচরনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল বায়ােমেট্রিক্স। বায়ােইনফরমেটিক্সে জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানো টেকনােলজি।
২৭৪। উদ্দীপকের কর্মকাণ্ডে- [রা.-১৭]
i. ভূমির উর্বরতায় নেতিবাচক/বিরূপ প্রভাব পড়বে।
ii. অর্থনৈতিক উন্নয়ন হবে
iii. জীববৈচিত্রের উদ্ভব/সৃষ্টি হবে।
নিচের কোনটি সঠিক?
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর-(গ) ব্যাখ্যা: উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করার ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকেরা অর্থনৈতিক ভাবে লাভবান হবে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং রপ্তানী ক্ষেত্রেও আয় বৃদ্ধি পাবে। এছাড়া উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন প্রজাতি সৃষ্টি করা সম্ভব হবে।
ন্যানাে টেকনােলজি (Nanotechnology)
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
২৭৫। এক ন্যানাে মিটার সমান কত মিটার? [য.-১৭, কু,-১৬, ব,-১৭, RMSTU(A): 19-20]
ক) 10-6 মিটার
খ) 10-9 মিটার
গ) 10-৬ মিটার
ঘ) 10 মিটার
উত্তর-(খ) ব্যাখ্যা: ন্যানােমিটার হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র স্কেলে দৈঘ্যের পরিমাপ। এক ন্যানােমিটার হলাে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগের সমান। ১ ন্যানােমিটার = ১০-৯ মিটার।
* ২৭৬। কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের ভােগ্যপণ্য ছােট হতে থাকে?
ক) ট্রানজিস্টর প্রযুক্তি খ) বায়াে প্রযুক্তি
গ) লিকুইড ক্রিস্টাল ঘ) সেমিকন্ডাক্টর প্রযুক্তি
উত্তর-(ঘ) ব্যাখ্যা: সেমিকন্ডাক্টর প্রযুক্তির মাধ্যমে মাইক্রো টেকনােলজি বিকাশ লাভ করে। আমাদের ভােগ্যপণ্য ছােট করার প্রচেষ্টা এই প্রযুক্তির মাধ্যমে সফল হতে শুরু করে। এর পরবর্তি ধাপ হলো ন্যানােটেকনােলজি।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
২৭৭। ন্যানাে অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? (য,-১৬]
ক) মলিকুলার কম্পােনেন্ট থেকে
খ) লাজার এন্টিটি থেকে
গ) সাইনিং এর মাধ্যমে।
ঘ) প্রােগ্রামিং দ্বারা।
উত্তর-(ক) ব্যাখ্যা; আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরির প্রযুক্তি হলাে ন্যানােটেকনােলজি। এই প্রযুক্তিতে মলিকুলার কম্পােনেন্ট থেকে ছােট আকারের মজবুত ও অধিক কার্যকর পণ্য উৎপাদন করা হয়।
২৭৮। আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরির প্রযুক্তিকে বলে –
ক) কৃত্রিম বুদ্ধিমত্তা
খ) ন্যানাে টেকনােলজি
গ) ডি এন এ ম্যাপিং
ঘ) ক্রায়ােসার্জারি
উত্তর-(খ) ব্যাখ্যা: পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম এজেন্ট তৈরির বিষয়ে গবেষণা করে।বায়ােইনফরমেটিক্সে ডিএনএ ম্যাপিং সম্পর্কে গবেষণা করা হয়। অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগের মাধ্যমে চিকিৎসা করাকে ক্রায়ােসার্জারি বলে।
২৭৯। ন্যানােটেকনােলজিতে কোনাে জিনিসকে কেটে ছােট করে নির্দিষ্ট আকৃতি প্রদান করার পদ্ধতিকে বলা হয় –
ক) ম্যানিপুলেশন খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) টপ-ডাউন পদ্ধতি ঘ) ক্রায়ােসার্জারি
উত্তর-(গ) ব্যাখ্যা: ন্যানাে টেকনােলজিতে কোন বৃহৎ বস্তু থেকে ক্ষুদ্রাকৃতি করার পদ্ধতিকে টপ-ডাউন পদ্ধতি বলে। রােবটের হাত পা নাড়ানাের মাধ্যমে কোন বস্তুর অবস্থান পরিবর্তন করাকে ম্যানিপুলেশন বলা হয়। জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগের মাধ্যমে চিকিৎসা করাকে ক্রায়ােসার্জারি বলে ।
২৮০। ন্যানোে বুঝায় কোনটি? [ঢ়–১৭]
(ক) ১০-৬
(খ) ১০-৯
(গ) ১০-১২
(ঘ) ১০-১৫
উত্তর-(খ) ব্যাখ্যা: ন্যানােমিটার হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র স্কেলে দৈর্ঘ্যের পরিমাপ। এক ন্যানােমিটার হলাে এক মিটারের ‘একশত কোটি ভাগের এক ভাগের সমান। ১ ন্যানােমিটার = ১০-৯ মিটার।
২৮১। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কি? [সি,-১৭]
(ক) রােবটিক্স
(খ) বায়ােমেট্রিক্স
(গ) বায়ােইনফরমেটিক্স (ঘ) ন্যানাে টেকনােলজি
উত্তর-(ঘ) ব্যাখ্যা: খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর সিলভারের প্রলেপ দেওয়া হয় ন্যানাে টেকনােলজিতে। টেকনােলজির যে শাখায় রােবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলােচনা করা হয় তাকে রােবটিক্স বলে। বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয় ।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
২৮২। একটি চুলের প্রশস্থতা কত ন্যানােমিটার? [সি.-১৬]
(ক) দশ লক্ষ ন্যানােমিটার (খ) এক হাজার ন্যানােমিটার
(গ) এক লক্ষ ন্যানােমিটার (ঘ) একশত লক্ষ, ন্যানােমিটার
উত্তর-(গ) ব্যাখ্যা? একটি চুল হচ্ছে এক লক্ষ ন্যানােমিটার প্রশস্থ অথবা পৃথিবীর সবচেয়ে ছােট ব্যাকটেরিয়ার সাথে তুলনা করলে, সবচেয়ে ছােট ব্যাকটেরিয়ার আকার ২০০ ন্যানােমিটার। ডিএনএ ডাবল-হেলিক্স এর ব্যাসার্ধ প্রায় ২ ন্যানােমিটিার। একটি স্বর্ণের পরমাণুর আকার হচ্ছে ০.৩ ন্যানােমিটার। উল্লেখ্য যে, এক ন্যানােমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ ১ ন্যানােমিটার = 10-9 মিটার (m)।
২৮৩। আণবিক পর্যায়ে কঠিন পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? (স.সা.-১৮].
(ক) রােবটিক্স
(খ) ন্যানাে টেকনােলজি
(গ) বায়ােমেট্রিক্স
(ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর-(খ) ব্যাখ্যা: পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়। রােবােটিক্সে রোবট সম্পর্কে গবেষণ্য করা হয়। জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ ।
২৮৪। দশ ন্যানােমিটার = কত মিটার? (ব.-১৯)
(ক) 10-11
(খ) 10-10
(গ) 109
(ঘ) 10-৪
উত্তর-(ঘ) ব্যাখ্যা: ন্যানােমিটার হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র স্কেলে দৈঘ্যের পরিমাপ। এক ন্যানােমিটার হলাে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগের সমান। দশ ন্যানােমিটার = 10-৩ মিটার।
২৮৫। মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? [দি.-১৯]
(ক) বায়ােমেট্রিক্স (খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(গ) ন্যানােটেকনােলজী (ঘ) বায়ােইনফরমেটিক্স
উত্তর-(গ) ব্যাখ্যা: মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে ন্যানোটেকনােলজী বলে। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানােটেকনােলজি । মানুষকে ইউনিকভাবে সনাক্ত করার প্রযুক্তি হলাে বায়ােমেট্রিক্স । জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা যায় । বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রন্ত তথ্য ও জ্ঞান বিকশিত করার জন্য সফটওয়্যার সামগ্রী তৈরি করে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
২৮৬। “টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া
হয়”- এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ.-১৯]
(ক) বায়ােমেট্রিক্স
(খ) বায়ােইনফরমেটিক্স
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) ন্যানােটেকনােলজি
উত্তর-(ঘ) ব্যাখ্যা: ন্যানােটেকনােলজির মাধ্যমে টপ ডাউন পদ্ধতিতে
কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয় । জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ । বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ।বায়ােমেট্রিক্স পদ্ধতিতে মানুষের শারীরিক বা আচরনগত বৈশিষ্ট্যের ভিওিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায় ।
(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন
২৮৭। ন্যানাে টেকনােলজি ব্যবহৃত হয় –
i) সানস্ক্রিন তৈরি করার জন্য
ii) সৌর কোষ তৈরি করার জন্য
iii) খাদ্যের স্বাদ বৃদ্ধি করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: সানস্ক্রিনে ব্যবহৃত টিটানিয়াম ডাই-অক্সাইড, খাদ্যের স্বাদ তৈরির জন্য ব্যবহৃত ন্যানােম্যাটেরিয়াল এবং ন্যানােটেক সৌর কোষ প্রভৃতি ন্যানাে টেকনােলজিতে উৎপন্ন হয় ।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
২৮৮। ন্যানাে টেকনােলজিতে উৎপাদিত পণ্য –
i) মজবুত, টেকসই ও স্থায়ী হয়
ii) বিদ্যুৎ সাশ্রয়ী হয়
iii) অপেক্ষাকৃত সস্তা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা: ন্যানাে টিউব, ন্যানাে পার্টিকেল ইত্যাদি দ্বারা উৎপাদিত পন্য মজবুত, টেকসই ও স্থায়ী হয়। এই প্রযুক্তি প্রয়ােগের ফলে ইলেক্ট্রনিক সামগ্রী বিদ্যুৎ সাশ্রয়ী করা যায় ।।
২৮৯। ন্যানাে টেকনোেলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- (ঢা.-১৭]
i. কম্পিউটার।
ii, ক্রায়ােপ্রােব
iii. রােবট
নিচের কোনটি সঠিক?
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: ন্যানাে টেকনােলজির মাধ্যমে আকারে ছােট, নিখুঁত,মজবুত ও দীর্ঘস্থায়ী ইলেক্ট্রনিক সামগ্রী তৈরি করা যায়। মাইক্রো টেকনােলজির পরের ধাপই হল ন্যানাে টেকনােলজি। সেমিকন্ডাক্টর সংক্রান্ত প্রযুক্তির কল্যাণে এই প্রচেষ্টা সফল হয়।
(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে ২৯০ ও ২৯১ নং প্রশ্নের উত্তর দাও
নিকটস্থ দোকান থেকে নতুন উৎপাদিত কিছু ঔষধ কেনা হলাে যার দাম অপেক্ষাকৃত বেশি হলেও রােগী খুব দ্রুত আরােগ্য লাভ করল। নতুন কিছু ব্যাটারী কেনা হল যা পূর্বের চেয়ে অধিক দীর্ঘস্থায়ী হল ।
২৯০। ন্যানাে টেকনােলজির ফলে –
i) কোয়ান্টাম কম্পিউটিং বিকশিত হচ্ছে
ii) আনবিক শক্তি সহজলভ্য হয়ে যেতে পারে
iii) ন্যানাে পার্টিকেল শরীরের জন্য ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: ন্যানাে টেকনােলজি প্রয়ােগের ফলে ইলেক্ট্রনিক শিল্পে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে এবং কোয়ান্টাম কম্পিউটিং বিকশিত হচ্ছে। এ প্রযুক্তি পূর্ণ মাত্রায় বিকশিত হলে আনবিক শক্তি সহজলভ্য হয়ে যেতে পারে। তবে মানুষের শরীরের জন্য ন্যানাে পার্টিকেল ক্ষতিকর।
২৯১। উদ্দীপকে বর্ণীত ঔষধ এবং ব্যাটারি কোন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে –
ক) বায়ােমেট্রিক্সে।
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ
গ) ন্যানাে টেকনােলজিতে
ঘ) ক্রায়ােসার্জারিতে
উত্তর-(গ) ব্যাখ্যা: ন্যানাে টেকনােলজির প্রয়ােগে উৎপন্ন ঔষধ ‘স্মার্ট ড্রাগ’ নামে পরিচিত যা ব্যবহারে দ্রুত আরােগ্য লাভ করা যায়। এ প্রযুক্তিতে উৎপন্ন ব্যাটারি ও অন্যান্য সামগ্রী বেশি স্থায়ী হয় ও অধিকতর লাগান যায় ।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08)
নিচের উদ্দীপকটি পড়ে ২৯২ নং প্রশ্নের উত্তর দাও-
শ্রীঘ্রই অ্যাপল কোম্পানি বাজারের চাহিদানুযায়ী উচ্চ ক্ষমতাসম্পন্ন, দীর্ঘ্যয়ী, বিদ্যুৎ সাশ্রয়ী এবং ৩ ইঞ্চি দৈর্ঘ্য, ১.৫ ইঞ্চি প্রস্থ ও ০.১৫ ইঞ্চি পাতলা ক্ষুদ্র মােবাইল সংস্করণ Apple M-11 বাজারে আনতে চলছে।
২৯২। উদ্দীপকের মােবাইলটি তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? [মা.-১৯]
(ক) বায়ােমেট্রিক্স
(খ) ন্যানােটেকনােলজি
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(ঘ) বায়ােটেকনােলজি
উত্তর-(খ) ব্যাখ্যা: ন্যানােটেকনােলজি ব্যবহার করে উদ্দীপকের Apple M-11 মােবাইলটি তৈরি হয়েছে। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানােটেকনােলজি। বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। মানুষের শারীরিক বা আচরনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল বায়ােমেট্রিক্স। জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ ।
এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering) ন্যানাে টেকনােলজি (Nanotechnology) MCQ(ICT 1st Chapter MCQ Part-08) ছাড়াও আরো জানতে ক্লিকঃ