ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সাজেশন ( Degree 1st year suggestion 2024) প্রশ্ন ব্যাংক

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সাজেশন ( Degree 1st year suggestion 2024) প্রশ্ন ব্যাংক /১মপত্র উদ্ভিদবিজ্ঞান

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সাজেশন ( Degree 1st year suggestion 2024) প্রশ্ন ব্যাংক ও কুইজ প্রশ্নের উত্তর সহ দেওয়া হয়েছে। এটি মূলত পার্ট-১ এর উদ্ভিদবিজ্ঞান প্রশ্ন ব্যাংক ও সাজেশন।

পরীক্ষা-২০২০-2024

জাতীয় বিশ্ববিদ্যালয়
[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-০৮/০১/২০২২)]
(উদ্ভিদবিজ্ঞান-প্রথম পত্র)
বিষয় : অণুজীববিজ্ঞান, শৈবালবিজ্ঞান ছত্রাকবিজ্ঞান
(Microbiology, Phycology & Mycology)
বিষয় কোড : 113001
সময় : ৩ ঘণ্টা ৩০ মিনিট। পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও। ১x ১০ =১০

(ক) ভিরয়েডস কি?
(খ) হলােকাপিক ছত্রাক বলতে কি বুঝ?
(গ) গিল কি?
(ঘ) BGA-এর পূর্ণরূপ লিখ।
(ঙ) অগ্ৰস্থ টুপি কি?
(চ) বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য কি?
(ছ) ফায কি?
(জ) লাইকেনিন কি?
(ঝ) অ্যাস্কোকাৰ্প কি?
(ঞ) সিনােবিয়াম কি?
(ট) পিলি কি?
(ঠ) প্যারাসেক্সয়ালিটি কি?

খ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ X ৫ = ২০

২। রিকেটশিয়ার বৈশিষ্ট্য লিখ।
৩। Penicillium-এর গঠন লিখ ।
৪। Rhodophyceae শ্রেণির বৈশিষ্ট্য লিখ।
৫। মাটির উর্বরতা বৃদ্ধিতে নীলাভ-সবুজ শৈবালের গুরুত্ব লিখ।
৬। ভাইরাস ও ভিরয়েডস এর মধ্যে পার্থক্য লিখ।
৭ । জুস্পাের অ্যাপ্লানােস্পােরের মধ্যে পার্থক্য লিখ।
৮। ভাইরাসের অপকারী ভূমিকা আলােচনা কর ।
৯। 0edogonium এর ম্যাক্রান্ত্রাস ন্যান্নাড্রাস প্রজাতির মধ্যে পার্থক্য লিখ ।

গ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ X ৫ = ৫০

১০। Virus এর সংখ্যা বৃদ্ধি আলােচনা কর ।
১১। (ক) মাইকোপ্লাজমা এর বৈশিষ্ট্য লিখ ।
(খ) প্রিয়নস এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।
১২। F.F. Fritsch প্রদত্ত শৈবালের শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।
১৩। Vaucheria এর যৌন জনন চিত্রসহ বর্ণনা কর।
১৪। একটি হেটারােসিয়াস ছত্রাকের জীবনচক্র বর্ণনা কর ।
১৫। ভাইরাসের স্থানান্তরের উপায়গুলাে বর্ণনা কর।
১৬। (ক) ফলিয়ােজ লাইকেনের অন্তর্গঠন লিখ ।
(খ) Yeast এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।

১৭। টীকা লিখ (যেকোনাে দুটি) :

(ক) ডায়াটম
(খ) লুইপাস্তুর
(গ) মাইকোরাইজা
(ঘ) রেড-টাইড

অনুসরনেঃ ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সাজেশন ( Degree 1st year suggestion 2024) প্রশ্ন ব্যাংক ও কুইজ প্রশ্নের উত্তর সহ দেওয়া হয়েছে।

পরীক্ষা-২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়
[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-২৮/১১/২০১৯)]
(উদ্ভিদবিজ্ঞান-প্রথম পত্র)
বিষয় কোড : 113001
বিষয় : অণুজীববিজ্ঞান শৈবাল বিজ্ঞান এবং ছত্রাক বিজ্ঞান
(Microbiology, Phycology and Mycology)
সময় : ৩ ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও। ১x১০=১০

(ক) ML0-এর পূর্ণরূপ লিখ। (Write down the full from of MLO.)
উত্তর : MLO-এর পূর্ণরূপ হলাে- Mycoplasma Like Organism.

(খ) রিকেটশিয়া কি? (What is Rickettsia?)
উত্তর : রিকেটশিয়া অত্যন্ত ক্ষুদ্রাকৃতির এককোষী অণুজীব। অর্থাৎ রিকেটশিয়া বলতে আদিকোষী প্লিওমাফিক এবং গ্রাম নেগেটিভ এক ধরনের অণুজীবকে বুঝায়, যা কেবলমাত্র জীবন্ত পােষক কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে কিন্তু আবাদ মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে না।

(গ) N2 সংবন্ধনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of a N2 fixing bacteria.)
উত্তর : (i) Azotobacter:

(ঘ) ট্রান্সডকশন কি? (What is transduction?)
উত্তর : যে প্রক্রিয়ার ভাইরাসের মাধ্যমে কোনাে একটি ব্যাকটেরিয়া হতে জেনেটিক পদার্থ অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়ে ঐ ব্যাকটেরিয়াকে নতুন পদ্ধতির একটি ব্যাকটেরিয়াতে পরিণত করে তাকে ট্রান্সডাকশন বলে।

ঘ) কোন ছত্রাক থেকে বর্তমানে Penicillum উৎপন্ন হয়?(From which fungal species produce Penicillum now?)
উত্তর : Penicillium notatum.

চ) লাইকেন কি? (What is Lichen?)
উত্তর : একটি শৈবাল ও একটি ছত্রাকের সংমিশ্রণে গঠিত মিথােজীবী জীবদেহকে লাইকেন বলা হয়।

(ছ) অসম্পূর্ণ ছত্রাক বলতে কি বুঝ? (What do you mean by fungi imperfect?)
উত্তর : Deuteromycetes শ্রেণির ছত্রাকের যৌন জনন ঘটে না বলে উক্ত ছত্রাকদের অসম্পূর্ণ ছত্রাক বলা হয়।

(জ) Mycology-এর জনক কে? (Who is the father of Mycology?)
উত্তরঃ: Pier Antino Michell.

(ঝ) মাইলেসিয়াম কি? (What is Mycelium?)
উত্তর : ছত্রাকের দেহ যখন সূত্রাকার এবং শাখা-প্রশাখা যুক্ত হয় তখন সম্পূর্ণদেহকে সম্মিলিতভাবে মাইসেলিয়াম বলে।

(ঞ) পামেলা দশা কি? (What is pamella stage?)
উত্তর : কিছু সচল শৈবাল প্রতিকূল পরিবেশে মিউসিলেজে আবদ্ধ হয়ে নিশ্চল বিশেষ গঠন সৃষ্টি করে। এই অবস্থাকে পামেলা দশা বলে।

(ট) কনসেপ্টাকল বলতে কি বুঝ? (What do you mean by conceptacle?)
উত্তর : রিসেপ্টাকলের অভ্যন্তরে প্রােথিত ফ্লাস্কের আকৃতি বিশিষ্ট গঠনকে কনসেপ্টকল বলে।

(ঠ) কার্পোগােনিয়াম কি? (What is carpogonium?)
উত্তর : Polysiphonia-র স্ত্রী গ্যামেটোফাইটের কেন্দ্রীয় সাইফনের পার্শ্বে চার কোষবিশিষ্ট যে শাখা উৎপন্ন হয় তাকে কাপোগােনিয়াম ফিলামেন্ট বলে।

খ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ X ৫ = ২০

২। DNA ভাইরাস ও RNA ভাইরাসের মধ্যে তুলনা কর।(Differentiate between DNA virus and RNA virus.)
৩। Penicillum-এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।(Write down the economic importance of Penicillum.)
৪। Puccinia-এর টিলিওস্পােরের বর্ণনা দাও। (Describe the tiliospore of Puccinia.)
৫। সায়ানােফাইসি ও রডােফাইসির মধ্যে তুলনা কর।(Write down the differences between Cyanophyceae and Rhodophyceae.)
৬। প্রিয়নস এর বৈশিষ্ট্যগুলাে লিখ। (Write down the characteristics of prions)
৭। নীলাভ সবুজ শৈবালকে সায়ানােব্যাকটেরিয়া বলা হয় কেন? (Why blue green algae is called cyanobacteria?)
৮। চিত্রসহ মাইকোপ্লাজমার গঠন বর্ণনা কর।(Describe the structure of Mycoplasma with labelled diagram.)
৯। শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্যগুলাে লিখ। (Write down the differences between alge and fungi.)

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সাজেশন ( Degree 1st year suggestion 2023) প্রশ্ন ব্যাংক ও কুইজ প্রশ্নের উত্তর সহ দেওয়া হয়েছে।

গ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ১০ X ৫ = ৫০

১০। চিত্রসহ ব্যাকটেরিয়া কোষের গঠন বর্ণনা কর। (Describe the structure of bacterial cell with labelled diagram.)
১১। C.J Alexopoulos প্রস্তাবিত ছত্রাকের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।(Describe the classification of fungi given by C. J Alexopoulos.)
১২। Saccharomyces-এ হ্যাগ্লোডিপ্লোবায়ােনটিক জীবন চক্র চিত্রসহ বর্ণনা কর।(Describe haplodiplobiontic life cycle of saccharomyces with figure.)
১৩। শৈবালের দৈহিক গঠনের পরিসর বর্ণনা কর। (Describe the range of vegetative structure of algae.)
১৪। চিত্রসহ Oedogonium-এর ন্যান্নাড্রাস প্রজাতির যৌনজননের বর্ণনা দাও। (Give an illustrated account of the sexual reproduction in nannandrus species of Oedogonium.)
১৫। (ক) T2 ভাইরাসের গঠন বর্ণনা কর। (Describe the structure of T2 virus.)
(খ) কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর। (Discuss the role of bacteria in the agricultural field.)
১৬। (ক) Synchytrium-এর অযৌন জনন বর্ণনা কর।(Describe the asexual reproduction of Synchytrium.)
(খ) লাইকেনের পরিবেশতাত্ত্বিক গুরুত্ব লিখ।(Write down the ecological importance of Lichen.)

১৭। টীকা লিখ (যেকোনাে দুটি) ;

(ক) জীবজনি মতবাদ (Theory of Biogenesis.)
গ) ওয়াটার-রুম;(Water-bloom)
(গ) Agaricus-এর ফুটবডি;(Fruit body of Agaricus)
(ঘ) পিলি ও ফ্লাজেলা এর তুলনা।(Differences between pili and flagella.)

বিএসসি ডিগ্রি ১মশবর্ষের জন্যঃ ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সাজেশন ( Degree 1st year suggestion 2023) প্রশ্ন ব্যাংক ও কুইজ প্রশ্নের উত্তর সহ দেওয়া হয়েছে।

পরীক্ষা-২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়
[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-১৯/০৫/২০১৮)]
(উদ্ভিদবিজ্ঞান-প্রথম পত্র)
বিষয় কোড : 113001
বিষয় : অণুজীববিজ্ঞান, শৈবালবিজ্ঞান ছত্রাকবিজ্ঞান
(Microbiology, Phycology & Mycology)
সময় : ৩ ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান : ৮০

দ্রিষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক বিভাগ

১। যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও। ১X১০ = ১০

(ক) গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন?
উত্তর : Edward Jenner.

(খ) পামেলা দশা কি?
উত্তর : কিছু সচল শৈবাল প্রতিকূল পরিবেশে মিউসিলেজে আবদ্ধ হয়ে নিশ্চল বিশেষ গঠন সৃষ্টি করে। এই অবস্থাকে পামেলা দশা বলে।

(গ) ফুটবডি কি?
উত্তর : যৌন অযৌন জননের সময় হাইফিগুলাে একত্রিত হয়ে স্পাের সৃষ্টির উদ্দেশে যে নির্দিষ্ট ধরনের দেহ গঠন করে তাকে ফুটবডি বলে।

(ঘ) PPLO-এর পূর্ণরূপ লেখ।
উত্তর : Pleuro Pneumonia Like Organism.

(ঙ) বাডিং কি?
উত্তর : Saccharomyces গণের বিভিন্ন প্রজাতির ছত্রাকের অযৌন জনন যে উপায়ে হয়ে থাকে তাকে বাডিং বলে।

(চ) Rhodophyceae শ্রেণির প্রধান সঞ্চিত খাদ্যের নাম কি?
উত্তর : ফ্লোরােডিয়ান স্টার্চ।

(ছ) মানুষের অন্ত্রে বসবাসকারী একটি ব্যাক্টেরিয়ার নাম কি?
উত্তর : E.coli নামক ব্যাকটেরিয়া।

জ) ডায়াটোমাইট কি?
উত্তর : ডায়াটমীয় মৃত্তিকাকে শাবলের সাহায্যে সঞ্চিত তলানির গাদ হতে বড় বড় খন্ডে কাটা হয়। ডায়াটমীয় মৃত্তিকার এধরনের খন্ডকে ডায়াটোমাইট বলা হয়।

(ঝ) অটোসিয়াস ছত্রাক কি?
উত্তর : যেসব বাধ্যতামূলক পরজীবী ছত্রাক একটি মাত্র পােষকের দেহে জীবন চক্র সম্পন্ন করে তাকে অটোসিয়াস ছত্রাক বলে।

(ঞ) পিলিন কি?
উত্তর : পিলি যে বিশেষ রাসায়নিক উপাদান দ্বারা গঠিত তাকে পিলিন বলে।

(ট) নীল ছত্রাক কি?
উত্তর : যে সকল ছত্রাকের কলােনি সবুজ বর্ণের হয় তাদের ব্লু মােল্ড বা নীল ছত্রাক বলে।

(ঠ) ট্রাইকোম কি?
উত্তর : নীলাভ সবুজ শৈবালের কোষ একই তলে বার বার বিভাজিত হয়ে সূত্রাকার বহুকোষী দেহ গঠন করে যাদের ট্রাইকোম বলে।

খ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ x ৫=২০

২) একটি আদর্শ ব্যাক্টেরিয়ামের বাহ্যিক গঠন লেখ।
৩। Chlorophyceae শ্রেণির প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখ।
৪। ছত্রাকের অপকারী ভূমিকা লেখ
৫।
মাইকোপ্লাজমার সাধারণ বৈশিষ্ট্যসমূহ লেখ ।
৬। ভাইরাসের রাসায়নিক গঠন লেখ ।
৭। শৈবালের বিভিন্ন প্রকার যৌনজনন বর্ণনা কর।
৮। Fusarium এর অযৌন প্রজনন বর্ণনা কর।
৯। Vaucheria-তে সিনজুম্পাের তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।

গ-বিভাগ

যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ১০ X ৫ = ৫০

১০। (ক) ভিরয়েডস এর সাধারণ বৈশিষ্ট্যগুলাে লেখ।
(খ) মাইকোপ্লাজমার গঠন লেখ ।
১১। Saccharomyces এর জীবনচক্র বর্ণনা কর।
১২। শৈবালের দৈহিক গঠনের পরিসর বর্ণনা কর।
১৩। একটি পলিমরফিক ছত্রাকের নাম লেখ এবং এর জীবনচক্রে সৃষ্ট দুটি রেণুর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
১৪। ব্যাক্টেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
১৫। অণুজীববিজ্ঞানে আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর এবং লিউয়েন হুকের অবদান বর্ণনা কর।
১৬। (ক) একটি হেটারােমেরাস লাইকেনের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অংকন কর।
(খ) লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব লেখ।

১৭। টীকা লিখ (যেকোনাে দুটি) :

(ক) অন্তঃরেণু;
(খ) প্যারাসেক্সয়ালিটি
(গ) মাইকোরাইজা
(ঘ) মিথােজীবিতা।

বোটানিঃ ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সাজেশন ( Degree 1st year suggestion 2024) প্রশ্ন ব্যাংক ও কুইজ প্রশ্নের উত্তর সহ দেওয়া হয়েছে।

পরীক্ষা-২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (পাস) প্রথম বর্ষ পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-২৫/০৪/২০১৯)]
(উদ্ভিদবিজ্ঞান-প্রথম পত্র)
বিষয় কোড : 113001
বিষয় : মাইক্রোবায়ােলজি, ফাইকোলজি ও মাইকোলজি
সময় : ৪ ঘণ্টা; পূর্ণমান : ৮

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে লিখতে হবে।

ক-বিভাগ

১। নিচের যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও। ১x১০=১০

(ক) ক্যাপাসিড কী? (What is capsid?)
উত্তর : Virus কণার প্রােটিন গঠিত আবরণকে ক্যাপসিড বলে।

খ) (1) AIDS-এর পূর্ণরূপ কী? (Write the full form of AIDS)
উত্তর : AIDS এর পূর্ণরূপ— Acquired Immune Deficiency Syndrome.

(গ) RNA ভাইরাস কী? (What is RNA virus?)
উত্তর : যেসকল ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে তাকে RNA ভাইরাস বলে। যেমন- HIV, TMV

ঘ) Water-bloom কী? (What is water-bloom?)
উত্তর : স্বাদু পানির পুকুর, দীঘি, নদ-নদী, হ্রদ ইত্যাদি জলাশয়ে নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়াম বেশি থাকলে ফাইটোপ্ল্যাংকটনের আধিক্য এত বেশি হয় যে পানির উপরে নানাবর্ণের আস্তরণ পড়ে। পানির উপরে এ ধরনের আস্তরণের নামই Water bloom (ওয়াটার ব্লুম)। Water bloom (ওয়াটার ব্লুম) সৃষ্টিতে নীলাভ সবুজ শৈবালের ভূমিকা সর্বাধিক।

(ঙ) হ্যালােকাপিক ছত্রাক বলতে কী বুঝ? (What do you mean by holocarpic fungi?)
উত্তর : যেসব ছত্রাকের সমস্ত দেহ জননাঙ্গে পরিণত হয় তাকে হলােকাপিক ছত্রাক বলে।

(চ) ফাইকোবায়ােন্ট কী? (What is phycobiont?)
উত্তর : শৈবাল দেহে অবস্থিত রােগ উৎপাদনকারী এজেন্টকে ফাইকোবায়ােন্ট বলে।

(ছ) গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলে? (What is called gram positive bacteria?)
উত্তর : যেসব ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়ােলেট নামক রঞ্জক পদার্থ ও আয়ােডিন দ্বারা রঞ্জিত করার পর স্পিরিট দিয়ে ধৌত করলেও বেগুনি রঙ ধরে রাখতে পারে, তাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলা হয়। যেমন- Streptococcus sp.

(জ) রাইজােম কী? (What is rhizomorph?)
উত্তর : অনেকগুলাে হাইফা সমান্তরালে ঘনসন্নিবিষ্ট হয়ে দড়ির ন্যায় যে গঠন সৃষ্টি করে তাকে রাইজোম বলে।

(ঝ) প্যারাসেক্সয়ালিটি কী? (What is parasexuality?)
উত্তর : সাধারণত ছত্রাকের স্বাভাবিক যৌন জনন ব্যতীত ব্যাতিক্রম ধর্মী এই যৌন জননকে প্যারাসেক্সচ্যুালিটি বলা হয়।

(ঞ) অ্যাকাইনিটি কী? (What is achainity?)
উত্তর : সাধারণত অঙ্গজ কোষে খাদ্য সঞ্চিত হলে কোষগুলাে আকারে বড় হয় এবং প্রাচীর পুরু ও দৃঢ়তা লাভ করে। পরবর্তীতে এসব অঙ্গজ কোষকে অ্যাকাইনিটি বলে। যেমন-Nostoc, Ulothrix.

(ট) একটি অবায়বীয় ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of an anerobic bacteria.)
উত্তর : অবায়বীয় ব্যাকটেরিয়ার নাম Micrococcus sp.

(ঠ) Agar-agar কোন শৈবাল থেকে পাওয়া যায়? (Which algae produce Agar-agar?)
উত্তর : Gelidium, Rhodymenia ইত্যাদি।

খ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৪ X ৫ = ২০

২। রিকেটসিয়ার সাধারণ বৈশিষ্ট্যসমূহ লিখ।(Write the general characteristics of rickettsia.)
৩। ভিরয়েড ও ভাইরাসের মধ্যে পার্থক্য লিখ ।(Write down the differences between viroids and viruses.)
৪। নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা লিখ । (Write down the role of bacteria in N2 fixation.)
৫। বাসস্থান ও দৈহিক গঠনের উপর ভিত্তি করে লাইকেনের শ্রেণিবিন্যাস কর। (Classify lichen on the basis of habitat and morphology.)
৬। মাটির উর্বরতা বৃদ্ধিতে নীলাভ সবুজ শৈবালের গুরুত্ব লিখ । (Write down the salient features of Rhodophycase.)
৭। Rhodophyceae শ্রেণির প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ। (Write down the salient features of Rhodophyceae.)
৮। সংক্ষেপে শৈবালের অঙ্গজ প্রজনন বর্ণনা কর। (Desicribe the vegetative reproduction of algae in brief.)
৯) Vaucheria এর যৌন জনন বর্ণনা কর। (Describe sexual reproduction of vaucheria.)

গ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ X ৫ = ৫০

১০। একটি RNA ভাইরাস এর গঠন চিত্রসহ বর্ণনা কর। (Describe the structure of an RNA virus with figures.)

১১। ফ্লাজেলা আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর। (Classify bacteria on the basis of flagella and shapes.)

১২। Agaricus এর ফুটবডি বলতে কী বুঝ? চিত্রসহ Agaricus এর ফুটবডির বর্ণনা দাও। (What do you mean by fruit body of Agaricus? Describe the fruit body of Agaricus with diagram.)

১৩। F. E. Fritsch (1945) প্রদত্ত শৈবালের শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর। (Describe the classification of algae given by F. E. Fritsch (1946).)

১৪। (ক) 0edogonium এর ম্যাক্রাড্রাস ও ন্যানাড্রাস প্রজাতির পার্থক্য লিখ ।(Write down the differences between macrandrous and nannandrous.)
(খ) Yeast এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।(Write down the economic importance of Yeast.)

১৫। (ক) পেনিসিলিয়ামের দৈহিক গঠন বর্ণনা কর।(Describe the vegetative structure of penecillium.)

(খ) লাইকেন মিথােজীবিতার একটি প্রকৃষ্ট উদাহরণ-ব্যাখ্যা কর।(Lichen is the best example of symbiosis-Explain.)
১৬। Synchytriam এর জীবন চক্র চিত্রসহ বর্ণনা কর । (Describe the life cycle of Synchytrium with labeled diagrams.)

১৭। টীকা লিখ (যে কোনাে দুটি) (Write short notes any two)

(ক) রবার্ট কক (Robert Koch;)
খ) Puccinia এর ইউরােডিওস্পাের; (Eurodiospore of Puccinia)
(গ) ভাইরাসের ভৌত গঠন; (Physical structure of viruses;)
(ঘ)- রেড টাইড। (Red-tide.)

এই ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সাজেশন ( Degree 1st year suggestion 2023) প্রশ্ন ব্যাংক ও কুইজ প্রশ্নের উত্তর সহ দেওয়া হয়েছে। আরো জানতে ক্লিকঃ Degree Syllabus all Year

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top