তাহারেই পড়ে মনে mcq Test part-1 তাহারেই পড়ে মনে নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর বাংলা ১মপত্র

তাহারেই পড়ে মনে mcq Test part-1/ তাহারেই পড়ে মনে নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

তাহারেই পড়ে মনে mcq Test part-1 / তাহারেই পড়ে মনে নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

তাহারেই পড়ে মনে mcq Test part-1 তাহারেই পড়ে মনে নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর  বাংলা ১মপত্র

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত তাহারেই পড়ে মনে চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে ৩০টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/30
1 votes, 2 avg
0

HSC Bangla

তাহারেই পড়ে মনে mcq মডেল টেস্ট-১

এইচএসসি বাংলা ১ম পত্র(তাহারেই পড়ে মনে) এর সিলেবাসভূক্ত সকল টপিকসের MCQ Test-1
পূর্ণমানঃ ৩০ সময়, ২৫ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

শীতের পর আসে বসন্ত ঋতু। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় বাগান। আম্র মুকুলের মৌ মৌ গন্ধে ভরে ওঠে চারদিক। এ ঋতুতে বিরহীদের মন প্রিয়জনদের সান্নিধ্য খোঁজে। কেননা, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

উদ্দীপক ও আলোচ্য কবিতার মাধ্যমে প্রমাণিত হয় —

i. মানব মন ও প্রকৃতির সম্পর্ক

ii. মানব মনের ওপর প্রকৃতির প্রভাব

iii. প্রকৃতির ওপর মানব মনের প্রভাব

নিচের কোনটি সঠিক?

2 / 30

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

3 / 30

বাংলাদেশের শ্রেষ্ট মহিলা কবির নাম কী?

4 / 30

 ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়’ কবি কেন নীরব?

5 / 30

কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্নবতা নেমে আসে কেন?

6 / 30

কে কবিকে বসন্তকে বরণ করে নিতে বলেছেন?

7 / 30

শীতের পর আসে বসন্ত ঋতু। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় বাগান। আম্র মুকুলের মৌ মৌ গন্ধে ভরে ওঠে চারদিক। এ ঋতুতে বিরহীদের মন প্রিয়জনদের সান্নিধ্য খোঁজে। কেননা, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

উদ্দীপকের আবহের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য পাওয়া যায়?

 

8 / 30

 “এমন উন্মনা তুমি?” এটি কার উক্তি?

9 / 30

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন কোন মাসের উল্লেখ আছে?

 

10 / 30

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন স্মরিয়া—চরণটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

 

11 / 30

প্রকৃতিপ্রেমী আরমান আজ প্রকৃতির প্রতি উদাসীন। তার ভালোবাসার মানুষের মৃত্যুতে সে শোকাহত। তাই ঋতুরাজের শুভ আগমন তার মনে কোনো ছন্দ নিয়ে আসতে পারেনি।

 উদ্দীপকের মধ্য দিয়ে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির যে দিকটি প্রকাশ পায় —

i. স্মৃতিকাতরতা

ii. শোকসন্তপ্ত হৃদয়

iii. প্রকৃতিপ্রেম

নিচের কোনটি সঠিক?

 

12 / 30

খুকুমণি একটু ভাবুক প্রকৃতির। মাঝেমধ্যে দু–চারটি কবিতা লেখেন। বসন্ত ঋতু তাঁর খুব প্রিয়। বসন্তের নতুন ফুলে তিনি নিজেকে সাজিয়ে তোলেন। কিন্তু এ বছর তিনি ছোট ভাইয়ের মৃত্যুশোকে শোকাচ্ছন্ন। তবে তিনি এ শোকে মুহ্যমান হলেও প্রকৃতিতে ঠিকই বসন্তের আগমন ঘটেছে।

খুকুমণি ও কবি সুফিয়া কামালের বেদনাকে উপেক্ষা করে প্রকৃতিতে বসন্তের আগমনে প্রকাশ পায়—

i. প্রকৃতির রুক্ষতা

ii. মহাকালের নিষ্ঠুরতা

iii. প্রকৃতির নিয়ম

নিচের কোনটি সঠিক?

 

13 / 30

 কবিভক্ত কবিকে কীভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন?

14 / 30

“এখনো দেখনি তুমি?” এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

15 / 30

কবির নিকট বসন্তের আগমন অর্থহীন কেন?

 

 

16 / 30

প্রকৃতিপ্রেমী আরমান আজ প্রকৃতির প্রতি উদাসীন। তার ভালোবাসার মানুষের মৃত্যুতে সে শোকাহত। তাই ঋতুরাজের শুভ আগমন তার মনে কোনো ছন্দ নিয়ে আসতে পারেনি।

আগমনের সঙ্গে তুমি কার মিল খুঁজে পাও?

 

17 / 30

কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কবে মৃত্যুবরণ করেন?

18 / 30

বসন্ত কবি সুফিয়া কামালের মনে কোনো সাড়া জাগাতে পারছে না কেন?

19 / 30

‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন জাতীয় কবিতার অন্তর্গত?

20 / 30

কবি সুফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেন

21 / 30

এখনো দেখনি তুমি’—এ চরণ দ্বারা কবির কোন ভাবনাকে নির্দেশ করে?

 

22 / 30

তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলে কোনটিকে নির্দেশ করেছেন?

23 / 30

বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে?

 

 

24 / 30

অ্যালবাম খুলতে ইচ্ছে করে না এখন আর। অথচ এই অ্যালবামের ছবিই ছিল একসময় আমার অবসরের সঙ্গী। এখন সেগুলো আনন্দ নয়, বরং বেদনাই জাগায়।

উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শোকের প্রকৃতি কেমন?

 

25 / 30

 সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন মুসলমান নারীরা কীভাবে দিন কাটাত?

26 / 30

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন স্মরিয়া—চরণটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

27 / 30

খুকুমণি একটু ভাবুক প্রকৃতির। মাঝেমধ্যে দু–চারটি কবিতা লেখেন। বসন্ত ঋতু তাঁর খুব প্রিয়। বসন্তের নতুন ফুলে তিনি নিজেকে সাজিয়ে তোলেন। কিন্তু এ বছর তিনি ছোট ভাইয়ের মৃত্যুশোকে শোকাচ্ছন্ন। তবে তিনি এ শোকে মুহ্যমান হলেও প্রকৃতিতে ঠিকই বসন্তের আগমন ঘটেছে।

উদ্দীপকের আবহ তোমার পঠিত কোন রচনাকে স্পষ্ট করে?

 

28 / 30

নাহিদা বেগম প্রিয়জনের মৃত্যুতে শোকাচ্ছন্ন। প্রকৃতির কোনো সৌন্দর্য আর তাকে আকৃষ্ট করে না। শরতের যে কাশফুল দেখে একসময় তার মন আনন্দে উদ্বেলিত হয়ে উঠত, সেই কাশফুল এখন তার কাছে শুভ্র কাফনের মতো।

নাহিদা বেগমের শোকাচ্ছন্ন থাকার মাধ্যমে প্রকাশ পায় —

i. কবির প্রিয়জন হারানোর বেদনা

ii. প্রকৃতির প্রতি কবির উদাসীনতা

iii. কবির প্রতি ভক্তের আহ্বান

নিচের কোনটি সঠিক?

 

29 / 30

তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে?

30 / 30

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?

Your score is

The average score is 0%

0%

এই তাহারেই পড়ে মনে mcq Test part-1/ তাহারেই পড়ে মনে নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রস্তুতি(উত্তরসহ)

তাহারেই পড়ে মনে

১।        নিচের কোন বানানটি শুদ্ধ?
            ক. ভুষন          খ. ভূশন
            গ. ভুশন           ঘ. ভূষণ

২।       ‘কহিল সে স্নিদ্ধ আঁখি তুলি—দক্ষিণ দুয়ার গেছে খুলি?’ কবির এ উক্তির কারণ কী?
            ক. অলসতা     খ. নিস্পৃহতা
            গ. উদাসীনতা ঘ. অনাসক্ততা

৩।       ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামালের কোন ধরনের রচনা?
            ক. উপন্যাস    
            খ. কাব্য
            গ. ভ্রমণকাহিনী      
             ঘ. স্মৃতিকথা

৪। ‘মাঘের সন্ন্যাসী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
            ক. শীতকালকে
            খ. বসন্তকালকে
            গ. কবি হৃদয়কে
            ঘ. কবিভক্ত হৃদয়কে

            নিচের উদ্দীপকটি পড়ে ৫ ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            বর্ষাকাল প্রকৃতিতে এক অনিন্দ্যসুন্দর পরিবেশ তৈরি করে। চারদিকে পানির মৃদ আওয়াজ, জলের স্রোতে ময়লা-আবর্জনার পরিবেশ হয় নির্মল, মানুষের মাঝে শৌখিনতা বিরাজ করে।

৫।       উদ্দীপকে বর্ণিত ‘বর্ষাকাল’ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ঋতুর প্রতিনিধিত্ব করেছে?
            ক. হেমন্তকাল
            খ. বসন্তকাল
            গ. শীতকাল
            ঘ. বর্ষাকাল

৬।       বর্ষাকালের সঙ্গে বসন্তকালের মিল খুঁজে পাওয়া যায় যেভাবে—
            i. আনন্দ প্রদানে
            ii. মানুষের মনে সিক্ততার প্রভাবে
            iii. বিরহবোধে
            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii         খ. i ও iii
            গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৭।        ‘বিরচণ’ শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে সাধিত হয়েছে?

            ক. সমাস         খ. কারক

            গ. অনুসর্গ       ঘ. উপসর্গ

৮।       ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার আগমনের কথা বলা হয়েছে?

            ক. শীত           খ. মাঘ

            গ. ফাগুন         ঘ. চৈত্র

৯।        ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়’—চরণটিতে বর্ণিত ‘ফাগুন’ দ্বারা কী বোঝানো হয়েছে?

            ক. আগুন        খ. দ্বিগুণ

            গ. রং               ঘ. বসন্ত

১০।     ‘অর্ঘ্য বিরচন’ বলতে কী বোঝানো হয়েছে?

            ক. বাসন্তী লতা বা তার ফুলকে বোঝানো হয়েছে

            খ. প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে

            গ. কবি তাঁর ব্যথাতুর হৃদয় নিয়ে বসন্ত বরণ করেছেন

            ঘ. কবিভক্তরা পুষ্পের অর্ঘ্য দিয়ে বসন্ত ঋতুকে বরণ করেছে

১১।      নিচের কোন শব্দটি ভিন্নার্থক?

            ক. পাথার        খ. সমুদ্র

            গ. বারিধি       ঘ. বারি

১২।      যখন কবি সুফিয়া কামালের জন্ম হয়, তখন বাঙালি রমণীরা কিভাবে দিন কাটাত?

            ক. স্কুল-কলেজে পড়ে

            খ. কর্মক্ষেত্রে

            গ. স্বাধীনভাবে

            ঘ. গৃহবন্দি অবস্থায়

১৩।     কবিতায় বর্ণিত কিসের আগমনী গানের কথা বলা হয়েছে?

            ক. কাজের

            খ. কোকিলের

            গ. বসন্তের

            ঘ. দিনের

১৪।      ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’—এখানে কবির অনুভূতি—

            ক. শীতের রিক্ততায় উদ্ভাসিত হয়েছে

            খ. সন্ন্যাসীর মতো চলে গেছে

            গ. প্রকৃতির সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়েছে

            ঘ. প্রকৃতির প্রতি বিরূপতার জন্ম নিয়েছে

১৫।     ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় নিচের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়—

            i. সংলাপধর্মিতা

            ii. নাটকীয়তা

            iii. কাহিনীধর্মিতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

            খ. i ও iii

            গ. ii ও iii

            ঘ. i, ii ও iii

১৬।     ‘স্মরিয়া’ শব্দটির অর্থ কী?

            ক. স্মরণ করা

            খ. স্মরণ করে

            গ. সরে যাওয়া

            ঘ. সরে পড়া

১৭।      মাঘ মাসকে ‘সন্ন্যাসী’ বলা হয়েছে কেন?

            ক. রিক্ততার জন্য

            খ. কুয়াশার জন্য

            গ. মাঘ মাস আগমনের জন্য

            ঘ. মাঘের শেষে বসন্ত আসে সে জন্য

১৮।    সুফিয়া কামাল কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

            ক. ঢাকায়       খ. চট্টগ্রামে

            গ. খুলনায়       ঘ. সিলেটে

১৯।     সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী?

            ক. সৈয়দ নেহার হোসেন

            খ. সৈয়দ নেয়ামত হোসেন

            গ. সৈয়দ কামাল হোসেন

            ঘ. সৈয়দ নেহাল রহমান

২০।      ‘কুহেলি’ শব্দের প্রতিশব্দগুলো হলো—

            i. কুয়াশা

            ii. নির্দ্বিধায় বলা

            iii. শিশির নিমজ্জিত এলাকা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii           খ. i ও iii

            গ. ii ও iii        ঘ. i, ii ও iii

২১।      ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কার কথা মনে পড়ে?

            ক. বিগত দিনের

            খ. পিতার স্মৃতি

            গ. প্রথম স্বামীর

            ঘ. কর্মজীবনের স্মৃতি

২২।      ‘রচিয়া লহ না আজ গীতি’ চরণটি বর্ণিত ‘রচিয়া’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে—

            i. রচনা করা

            ii. সৃষ্টি করা

            iii. মুক্ত করা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii           খ. i ও iii

            গ. ii ও iii        ঘ. i, ii ও iii

            নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            বাংলা গানের জনপ্রিয় শিল্পী মনছুর, যিনি মানুষকে গান শুনিয়ে মুগ্ধ করতেন। কিন্তু হঠাৎ একমাত্র কন্যা আফসানার মৃত্যুতে তাঁর গানের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়।

২৩।     উদ্দীপকে বর্ণিত আফসানার মৃত্যু কোন কবিতার ভাবকে উল্লেখ করেছে?

            ক. সাম্যবাদী

            খ. ঐকতান

            গ. তাহারেই পড়ে মনে

            ঘ. আঠারো বছর বয়স

২৪।      উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রধান হয়ে উঠেছে—

            i. শোকানল

            ii. কষ্টানুভব

            iii. আশাহীনতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

            খ. i ও iii

            গ. ii ও iii

            ঘ. i, ii ও iii

২৫।      কবির ঋতুরাজকে উপেক্ষার কারণ—

            ক. প্রিয়জনের মৃত্যু

            খ. মানসিক ভারসাম্যহীনতা

            গ. প্রিয়জনের প্রতি অভিমান

            ঘ. সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

২৬।     ‘দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?’ চরণটিতে বর্ণিত ‘সমীর’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে—

            i. বাতাস

            ii. বায়ু

            iii. নাদ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii           খ. i ও iii

            গ. ii ও iii         ঘ. i, ii ও iii

২৭।      ‘অলখের পাথার বাহিয়া/তরী তার এসেছে কি?’ কোন কবিতার চরণ?

            ক. ঐকতান

            খ. তাহরেই পড়ে মনে

            গ. সাম্যবাদী

            ঘ. সেই অস্ত্র

২৮।     ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী—গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে!’ কোন প্রসঙ্গে বলা হয়েছে?

            ক. কবিচিত্তের বসন্ত উদাসীনতা

            খ. হৃদয়ে বেদনার কারণ উন্মোচন

            গ. কবি হৃদয়ের দুঃখকাতরতা

            ঘ. বসন্ত প্রকৃতির বর্ণনা

২৯।     বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে যেসব বিষয়ের আগমন ঘটে—

            i. কোকিলের গান

            ii. শোকাচ্ছন্ন মন

            iii. প্রকৃতির শ্যামলিমা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

            খ. i ও iii

            গ. ii ও iii

            ঘ. i, ii ও iii

৩০।     ‘এমন উন্মনা তুমি?’ এটি কার উক্তি?

            ক. কবির

            খ. কবিভক্তের

            গ. কবির স্বামীর

            ঘ. কবির ছেলের

৩১।     ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে?

            ক. বসন্ত ও শীত

            খ. গ্রীষ্ম ও বসন্ত

            গ. গ্রীষ্ম ও শীত

            ঘ. শীত বর্ষা

৩২।     ‘চাহিয়া’ শব্দটি কী ধরনের শব্দ?

            ক. সাধু           

            খ. চলিত

            গ. অতৎসম   

            ঘ. দেশি

৩৩।    ‘তবুও সময় হল শেষ, তবু হায় যেতে দিতে হল। ’

            উক্ত চরণ দুটির সঙ্গে ভাব সাদৃশ্য আছে কোন কবিতার?

            ক. তাহারেই পড়ে মনে

            খ. সেই অস্ত্র

            গ. সাম্যবাদী

            ঘ. লোক-লোকান্তর

৩৪।     কবি যেসব কারণে বসন্তকে গানের মাধ্যমে বরণ করছেন না—

            i. শোকাচ্ছন্ন

            ii. স্বামী বিয়োগ

            iii. বসন্ত ঋতুর প্রতি বিরাগভাজন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii

            খ. i ও iii

            গ. ii ও iii

            ঘ. i, ii ও iii

৩৫।     ‘তরী তার এসেছে কী?’ চরণটি কোন কবিতার অন্তর্গত?

            ক. সোনার তরী

            খ. তাহারেই পড়ে মনে

            গ. পাঞ্জেরি

            ঘ. জীবন-বন্দনা

৩৬।    ‘লভেনি’ শব্দের শিষ্ট চলিত রূপ হবে—

            i. লোভে পড়েনি

            ii. লাভ করেনি

            iii. লোভ করেনি

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii           খ. i ও iii

            গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৩৭।     ‘মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা’

            —এই উদ্দীপকের ভাবের সঙ্গে কবির ভাবের মিল কোথায়?

            ক. ওগো কবি, অভিমান করেছ কি তাই?

            খ. তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।

            গ. নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়

            ঘ. বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি—এ মোর মিনতি

৩৮।    কবি শীত ঋতুকে কী বলে অভিহিত করেছেন?

            ক. আরামের সময়

            খ. শীত হচ্ছে আনন্দে ভরা

            গ. বাতাবি নেবুর ফুল

            ঘ. মাঘের সন্ন্যাসী

            নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
            বনের আগুন পুড়েছে এই দু’চোখ
            মনে পড়ে যায় তারে
            উত্থলে উঠে শোক।

৩৯।    উদ্দীপকের ‘বনের আগুন’—‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ঋতুর রূপক?
            ক. শরৎ           খ. হেমন্ত
            গ. শীত            ঘ. বসন্ত

৪০।     কবিভক্ত কবির কাছে গান শোনার আকুতি প্রকাশ করার কারণ ছিল—
            i. মনের অভিনবত্ব
            ii. বসন্তের সূচনা
            iii. আনন্দঘন পরিবেশ
            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii
            খ. i ও iii
            গ. ii ও iii
            ঘ. i, ii ও iii

উত্তরমালা

উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. ক ৩৪. ক ৩৫. খ ৩৬. ক ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ঘ।

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top