প্রাণীর আচরণ সাজেসান্সটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য।
প্রাণীর আচরণ সাজেসান্স
জ্ঞানমূলক প্রশ্ন
১. আচরণ কী?
২. ইথােলজি কী?
৩. অভ্যন্তরীণ উদ্দীপনা কাকে বলে ?
৪. মােটিভেশন কী?
৫. রিলিজিং কি?
৬. টারমিনেটিং উদ্দীপনা কী ? [চ,বাে, ২০১৬)
৭. সহজাত আচরণ কী ?
৮, ট্যাক্সিস কী ? [দি.বাে.; য.বাে; ব.বা ২০১৯; ঢা.বাে, ২০১৭)
৯. থার্মোট্যাক্সিস কী ? [চ.বাে, ২০১৯]
১০, গ্র্যাভিট্যাক্সস কী ?
১১. দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিসকে বলে ? কুি.বাে. ২০১৯]
১২. রিওট্যাক্সিস কী ? কু.বাে, ২১৭]
১৩. ফনােট্যাক্সিস কী?
১৪. নেমিেট্যাক্সস কী ?
১৫, জটিল আচরণের সরলতম একককে কী বলে ?
১৬. মাকড়সার কোন গ্রন্থি থেকে স্ক্রেরােপ্রােটিন নির্গত হয় ?
১৭. বাৎসল্য আচরণ কী ?
১৮, পরিযান কী ?
১৯. সুপ্তকল কী?
২০. প্রতিবর্তী ক্রিয়া কী ?
২১. রিফ্লেক্স কী?
২২. স্টেরিওটাইপ ক্রিয়া কী ?
২৩. FAP কী? [সকল বাের্ড ২০১৮]
২৪. IRP কী?
২৫. শিখন কী?
২৬. Habituation কী?
২৭. ইমপ্রিনিং কী?
২৮. অ্যাস্ট্রইজম কী ?[কু.বাে, ২০১৭]
২৯. বহুরূপিতা কী?
৩০. নপসিয়াল উড্ডয়ন কী?
৩১. Queen substance কী?
৩২. সুপার সিডিওর কী?
৩৩. দলবদ্ধতা কী ?
প্রাণীর আচরণ সাজেসান্স
অনুধাবনমূলক
১. আচরণের বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর।
২. প্রাণী উদ্দীপনায় সাড়া দেয় কেন ?
৩. বায়ােলজিক্যাল রিদম বলতে কী বুঝ? (চ,বাে, ২০১৯)
৪. সাংকেতিক উদ্দীপনা বলতে কী বুঝায়?
৫. মােটিভেশন বলতে কী বুঝায়?
৬ সহজাত রিলিজিং পদ্ধতি বলতে কী বুঝায় ?
৭. আচরণ ও বংশগতির মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা কর।
৮, সহজাত আচরণের বৈশিষ্ট্যগুলাে লেখ। (দিবাে. ২০১৯)
৯. রিওট্যাক্সি ও ফটোট্যাক্সিস বলতে কী বুঝ ?
১০. স্বভাবগত চারণ বলতে কী বুঝায়?
১১. মাকড়সার জাল বুনার উদ্দেশ্য লেখ ।
১২. অপত্য লালন বলতে কী বুঝায় ?
১৩. ফ্যানিং বলতে কী বুঝায় ?
১৪. পরিযান বলতে কী বুঝায় ?
১৫, অভিপ্রয়াণের কারণগুলাে লেখ।
১৬. অনুদৈর্ঘ্য অভিপ্রয়াণ বলতে কী বুঝ ?
১৭. ওরিয়েন্টেশন বলতে কী বুঝায় ?
১৮, প্রতিবর্তী ক্রিয়ার বলতে কী বুঝায় ?[রা.বাে; দিবাে., দিবাে, ২০১৭)
১৯, প্রতিবর্তী ও সহজাত আচরণ বলতে কী বুঝায় ?
২০, সরল প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বুঝায় ?
২১. সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বুঝায়? কু.বাে, ২০১৭]
২২. হঠাৎ করে হাত আগুনের সংস্পর্শে চলে গেলে তা দ্রুত সরে আসে কেন ?
২৩. ইনসটিংক্ট বলতে কী বুঝায় ?
২৪. FAP-এর বৈশিষ্ট্য লেখ।
২৫. শিখন বলতে কী বুঝায়?
২৬. প্রেরণা বলতে কী বুঝায় ?
২৭. অনুকরণ বলতে কী বুঝায় ?
২৮. বাচ্চা হাঁস সাঁতার কাটার সময় মায়ের পিছনে চলে কেন ?
২৯. অর্জিত ও সহজাত আচরণের মধ্যে পার্থক্য কী?
৩০. মৌমাছিকে সামাজিক জীব বলা হয় কেন ? (সকল বাের্ড ২০১৮)
৩১. অ্যান্ড্রইজম বলতে কী বুঝ ? বি.বাে, ২০১৯; চ.বাে, ২০১৫]
৩২. নপসিয়াল উডডয়ন বলতে কী বুঝায় ? [ঢা.বাে, ২০১৭]
৩৩, ড্রোন ও কর্মী মৌমাছির পার্থক্য লেখ।
৩৪. ওয়াগল নৃত্য সম্পর্কে লেখ ।
৩৫. সােয়ার্মিং বলতে কী বুঝ ?
প্রাণীর আচরণ সাজেসান্স
বরিশাল বোর্ড ২০১৯
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
শীতকালে সাইবেরিয়া অঞ্চল থেকে বাংলাদেশে অনেক অতিথি পাখি আসে। এটি এক ধরনের আচরণিক বৈশিষ্ট্য।
গ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীর পরিযান প্রক্রিয়া ব্যাখ্যা কর ।
ঘ) ঘন্টা বাজিয়ে মাংস দেখালে কুকুরের জিভে জল আসে- এ আচরণটি উদ্দীপকে বর্ণিত আচরণ হতে ভিন্ন- বিশ্লেষণ কর।
চট্টগ্রাম বোর্ড ২০১৯
২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:
শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখি দেখতে গিয়ে নাফিস সেখানে গাছের ডালে কিছু মৌমাছিও দেখতে পেল যারা বিশেষ ধরনের বাসায় বসবাস করে।
গ) উদ্দীপকে প্রথম উল্লিখিত প্রাণীরা খাদ্য ও নিরাপত্তার জন্য দীর্ঘপথ পাড়ি দেয়- ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রাণীটির সামাজিক জীবন বিশ্লেষণ কর।
দিনাজপুর বোর্ড ২০১৯
৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
গ) উদ্দীপকে ‘ক’ চিত্রের পরীক্ষণটি সাপেক্ষে প্রতিবর্তী ক্রিয়ার একটি উদাহরণ- ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের চিত্র ‘খ’এর কর্ম পরার্থপরতার এক অনন্য দৃষ্টান্ত- উক্তিটির যথার্থতা প্রমাণ কর ।
যশোর বোর্ড ২০১৯
৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
রান্না করার সময় আগুনে হাত পড়ায় সীমা তার হাত দ্রুত সরিয়ে নিল। তার বােন রীমা বিজ্ঞানের ছাত্রী। ঘটনা লক্ষ্য করে বলল, “এটাও এক ধরনের আচরণ । এরূপ আচরনের আরও ঘটনা আমাদের ক্ষেত্রে ঘটে থাকে। যেমন, পায়ে কাটা বিদ্ধ হলে অতি ক্ষিপ্রতার সাথে পা সরিয়ে নেয়া, চোখে কিছু পড়লে আপনা-আপনি চোখ বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি।
গ) উদ্দীপকে উল্লিখিত আচরণের সাথে সামাজিক আচরণের তুলনা কর ।
ঘ) রীমার লক্ষ্য করা আচরণগুলাে কোন ধরনের? বিশ্লেষণ কর।
চট্টগ্রাম বোর্ড ২০১৭
৫. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক পাখিদের পরিযানের গুরুত্ব উপস্থাপনের পাশাপাশি মৌমাছি সম্পর্কে মন্তব্যে বললেন যে, অন্যান্য প্রাণীর তুলনায় তাদের সামাজিক আচরণ অনেক উন্নত।
গ) উদ্দীপকে পাখিদের উপস্থাপিত বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে দ্বিতীয় প্রাণীটি সম্পর্কে মন্তব্যটি বিশ্লেষণ কর ।
চট্টগ্রাম বোর্ড ২০১৭
৬. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
একটি প্রাণীগােষ্ঠীর সদস্যরা বিশেষ নৃত্যের মাধ্যমে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে এবং একে অন্যের উপকার সাধন করে দলবদ্ধভাবে বসবাস করে।
গ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীদের ভাববিনিময় নৃত্যের কৌশল ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের প্রাণীরা কীভাবে একে অন্যের উপকার করে তা বুঝিয়ে লিখ ।
দিনাজপুর বোর্ড ২০১৭
৭. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
পায়ে কাটা ফুটলে অতি ক্ষিপ্রতার সাথে পা সরিয়ে নেয়া,আগুনে হাত পড়লে হাত সরে আসা, চোখে কিছু পড়লে আপনা থেকেই চোখ বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি একই ধরনের আচরণ।
গ) উদ্দীপকে উল্লিখিত ঘটনাগুলাে কোন ধরনের আচরণ? ব্যাখ্যা কর।
ঘ) ঘন্টা ধ্বনির সাথে কুকুরের লালা নিঃসরণ জনিত আচরণ উদ্দীপকে উল্লিখিত আচরণের সাথে বৈসাদৃশ্যপূর্ণ-মূল্যায়ণ কর ।
ঢাকা বোর্ড ২০১৬
৮. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
রাসেলের বাবা একজন সরকারি চাকরিজীবী । চাকরিসূত্রে ওরা সরকারি কলােনিতে বসবাস করে। কলােনিতে আধুনিক জীবন ব্যবস্থার অভাব থাকলেও অভাব নেই প্রাণ প্রাচুর্যের। অভাব নেই পারস্পরিক সহযােগিতার। তার নিজেদের জীবনের ঝুকি নিয়ে অন্যদের উপকার করে।
গ) শিখন আচরণে কীভাবে উদ্দীপকে উল্লিখিত ঘটনাসমূহকে প্রভাবিত করে?
ঘ) উদ্দীপকে বর্ণিত ঘটনা প্রাণীজগতের অনেক সদস্যে পরিলক্ষিত হয়-যুক্তিসহ বুঝিয়ে লেখ ।
চট্টগ্রাম বোর্ড ২০১৬
৯. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
পুকুর পাড় দিয়ে হাঁটার সময় সজীব দেখল একটি মাছ তার মুখের ভিতরে তার বাচ্চাগুলােকে ঢুকিয়ে নিচ্ছে।
গ) উদ্দীপকে উল্লিখিত বিশেষ আচরণ ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের বিষয়টির মতাে মানবজীবনে কোনাে কিছু আছে কি?-মতামত ব্যক্ত কর ।
সিলেট বোর্ড ২০১৫
১০. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
ছােটবেলা থেকেই তমাল পাখি, গাছপালা, পতঙ্গ, প্রাণী ও প্রকৃতির প্রতি যথেষ্ট কৌতুহলী । শীতের শেষে ছুটি কাটাতে তার বাবার সাথে সে সুন্দরবন বেড়াতে গেল।সেখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, গাছপালা, পাখির বাসায় বাচ্চা পালন অর্থাৎ অপত্য লালন এবং মৌমাছির চাক দেখতে পেল।
গ) উদ্দীপকের প্রাণীটির ‘অপত্য লালন’ বিশ্লেষণ কর।
ঘ) মৌমাছি একত্রে বাস করে ঝাঁক বেঁধে সমাজবদ্ধ জীবনে ন্যায় আচরণ করে—ব্যাখ্যা কর।
যশোর বোর্ড ২০১৫
১১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :
আকিব সিলেটের হাকালুকি হাওরে বেড়াতে গিয়ে শতশত পাখি দেখতে পায়। এরা শীতকালে উত্তর গােলার্ধের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে এবং শীত শেষে নিজ দেশে ফিরে যায় । ঢাকা ফিরে আকিব দেখতে পেল কিছু লােক অনুরূপ পাখি খাঁচায় বন্দী করে বিক্রি করছে।
গ) উদ্দীপকে উল্লেখিত প্রাণীগুলাে আমাদের দেশে আসার কারণ ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লেখিত প্রাণীগুলাে সংরক্ষণে করণীয় সম্পর্কে তােমার মতামত দাও।