প্রাণীর পরিচিতিঃঘাস ফডিং সাজেসান্স

প্রাণীর পরিচিতিঃঘাস ফডিং সাজেসান্স

জ্ঞানমূলক প্রশ্ন

১. পঙ্গপাল কী?
২. ক্লাইপিয়াস কী?
৩. এন্ট্রিা কী?
৪. প্রােনােটাম কী?
৫. হিমােসিল কী?
৬. টিনিডিয়া কী?
৭. একডাইসন কী?
৮. ইউরেট কোষ কী?
৯. স্পার্মাথিকা কী?
১০. নিম্ফ কী?
১১. ওসেলি কী?[কু. বাে.২০১৯]
১২. ওমাটিডিয়াম কী? [চ.বাে.২০১৯, )
১৩. হিমােসিল কাকে বলে ? (সি.বাে.১৯; রাবাে, ২০১৯; ব.বাে, ২০১৬]
১৪. স্পাইরাকল কী ? মাে.বাে, ২০১৯; দিবাে২০১৭]
১৫. হিমােলি কী ? (সকল বাের্ড ২০১৮]
১৬, পুঞ্জাক্ষি কী ? [চ.বাে, ২০১৭; ঢা, বাে, ২০১৬)
১৭. রূপান্তর কী? [দি,বাে, ২০১৭)
১৮. হাইপােগন্যাথাস মস্তক কী ? বিবাে, ২০১৭]
১৯, স্কেলেরাইট কী ?[সি.বাে, ২০১৭]
২০. টিনিডিয়া কী ?(ঢা.বাে, ২০১৬]
২১. ডায়াপজ কী? [ঢা.বাে, ২০১৬]
২২. ঘাসফড়িংয়ের বৈজ্ঞানিক নাম লেখ। (দি.বাে, ২০১৬)

অনুধাবনমূলক প্রশ্ন

১. পতঙ্গের বৈশিষ্ট্য কী?
২. বাংলাদেশে কত প্রজাতির ঘাসফড়িং পাওয়া যায় ?
৩, ম্যান্ডিবুলেট মুখােপাঙ্গ কাকে বলে ?
৪. পালভিলাসের কাজ কী?
৫. গ্যাস্ট্রিক সিকার কাজ কী ?
৬. অ্যালারি পেশি বলতে কী বুঝ ?
৭. ওমাটিডিয়াম বলতে কী বুঝ ?
৮. ঘাসফড়িং এ ডায়াপজ ঘটে কেন ? [সি.বাে, ২০১৭]
৯. পুঞ্জাক্ষি সরলাক্ষির মধ্যে পার্থক্য কী ?
১০. হিমােসিল বলতে কী বুঝ ? চ.বাে. ২০১৯]
১১. ট্রাকিয়ালতন্ত্র বলতে কী বুঝ ? যিবাে.২০১৯]
১২. মুক্ত সংবহন বলতে কী বােঝায় ? [সি.বাে, ২০১৯, রা-বাে, ২০১৯]
১৩. হিমােলিম্ফের কাজ উল্লেখ কর। [চ.বাে. ২০১৭]
১৪. ওভিপজিটর এর কাজ লেখ । [সি.বাে, ২০১৭]
১৫. অসম্পূর্ণ রূপান্তর বলতে কী বােঝায় ? [সি.বাে,২০১৭; ঢা,বাে.২০১৬]
১৩. গিজার্ডের কাজ লেখ । [কু.বাে, ২০১৬]

বরিশাল বোর্ড ২০২১

ঘাসফড়িং এর দর্শন ইন্দ্রিয় হলাে পুঞ্জাক্ষি। এই অঙ্গের মাধ্যমে উক্ত প্রাণীটি উজ্জ্বল মৃদু আলােতে বস্তুর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠন করে। আবার জন্ম-বৃত্তান্তের ক্ষেত্রে লক্ষ করা যায় যে, উহা বারবার খােলস মােচনের মাধ্যমে পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয়।

ক. হিমােলি কী?
খ. ওভিপজিটর বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে বর্ণিত ইন্দ্রিয়ের ক্ষুদ্রতর এককের চিহ্নিত চিত্র অঙ্কন করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটি বিশ্লেষণ করাে।

যশোর বোর্ড ২০২১

সীমা পুকুর পাড়ে ঝোপঝাড়ে বিশেষ একটি প্রাণী লাফালাফি করতে দেখলাে যা দেখতে সুবজ বর্ণের, সন্ধিপদী ও ডানাযুক্ত । আলাের তারতম্যের উপর ভিত্তি করে এর দর্শন কৌশল নিয়ন্ত্রিত হয়।

ক. সিলােম কী?
খ. মুখােপাঙ্গ বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শ্বসনতন্ত্রের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের শেষােক্ত উক্তিটি বিশ্লেষণ করাে।

সিলেট বোর্ড ২০২১

পাঠ্যসূচিতে পঙ্গপাল খ্যাত প্রাণীটির চর্বণ উপযােগী মুখােপাঙ্গ তার দর্শন কৌশলও অনন্য।

ক, স্পার্মোথিকা কী?
খ. হিমােলিম্ফের উপাদান কী?
গ. উদ্দীপকের প্রাণীটির খাদ্যগ্রহণ উপাঙ্গের চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকের প্রাণীটির দর্শন কৌশল অনন্য কেন? বিশ্লেষণ করাে।

চট্টগ্রাম বোর্ড ২০২১

জাহিন তার পড়ার টেবিলে সন্ধ্যাবেলা একটি পতঙ্গ দেখতে পায় যা সন্ধিযুক্ত পায়ের সাহায্যে লাফ দিতে পারে এবং ডানার সাহায্যে উড়তেও পারে।

ক. ওমাটিডিয়াম কী?
খ. হিমােলিঙ্ক কী? ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির দর্শন এককের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকের প্রাণীটির রক্ত সংবহনতন্ত্রের সাথে তােমার রক্ত সংবহনতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ করাে।

কুমিল্লা বোর্ড ২০২১

পতঙ্গের সকল মৌ বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এবং সহজলভ্য হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে জীববিজ্ঞানের শিক্ষার্থীরা নমুনা প্রাণী হিসেবে ঘাসফড়িং সম্পর্কে অধ্যয়ণ করে থাকে। ওমাটিডিয়াম তাদের একটি গুরুত্বপূর্ণ জ্ঞানেন্দ্রীয় একক। এদের শ্বসনতন্ত্র বেশ উন্নত হওয়ায় রক্তের অক্সিজেন বহনে অক্ষমতার ঘাটতি পূরণ হয়েছে।

ক. রূপান্তর কী?
খ. টেগমিনা বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত গুরুত্বপূর্ণ এককের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করাে।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ করাে।

দিনাজপুর বোর্ড ২০২১

আরশােলাসহ সকল স্থলচল পতঙ্গ বায়ুমণ্ডল থেকে 02 গ্রহণ করে। আমাদের মতাে ফুসফুস না থাকলেও বিশেষ ধরনের সূক্ষ্মনালী ও তার শাখা-প্রশাখার মাধ্যমে এরা প্রশ্বাস-নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করে। এই নালিকাগুলাের কিছু অংশ ভিতরে বায়ুর অনুপস্থিতিতে চুপসে যায় না, তবে কিছু অংশ চুপসে যায় ।

ক. ওমাটিডিয়াম কী?
খ. অসম্পূর্ণ রূপান্তর বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ ধরনের নালিকাগুলাের গঠন বর্ণনা করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করাে।

ময়মনসিংহ বোর্ড ২০২১

সবুজ ধানক্ষেতে কিছু বাদামি বর্ণের তৃণভােজী পতঙ্গ দেখা যায়। পতঙ্গটির দর্শন-অঙ্গ অনেকগুলাে দর্শন একক নিয়ে গঠিত। এ পতঙ্গটি মৃদু উজ্জ্বল আলােতে ভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠন করে।

ক. ট্রাকিয়া কী?
খ. মুক্ত রক্ত সংবহন বলতে কী বােঝ?
গ. উদ্দীপকের প্রাণীটির দর্শন এককের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করাে।
ঘ. উদ্দীপকের শেষােক্ত উক্তিটি বিশ্লেষণ করাে।

কুমিল্লা বোর্ড ২০১৯

১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

পতঙ্গ শ্রেণির প্রাণীদের যৌগিক চোখ অসংখ্য ষড়ভুজাকার দর্শন একক এর সমষ্টি যা দু’ ধরনের প্রতিবিম্ব সৃষ্টিতে সক্ষম।

গ) উদ্দীপকে উল্লিখিত এককটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ) মানবদেহেও কি উদ্দীপকের অনুরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয়।

চট্টগ্রাম বোর্ড ২০১৯

২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে বললেন, তােমাদের পাঠ্যবইতে এমন একটি প্রাণী নিয়ে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে, যা প্রাণীজগতের সর্বাপেক্ষা বৃহৎ পর্বের অধীন।

গ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির দর্শন এককের চিহ্নিত চিত্র অঙ্কন কর ।
ঘ) আলাের তীব্রতা অনুসারে প্রাণীটির দর্শন কৌশল পরিবর্তিত হয়। বিশ্লেষণ কর।

সিলেট বোর্ড ও রাজশাহী বোর্ড ২০১৯

৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

গ) উদ্দীপকের প্রাণীটির জীবনে উল্লিখিত দশার ভূমিকা উল্লেখ কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি অনন্য কেন ? বিশ্লেষণ কর ।

প্রাণীর পরিচিতিঃঘাস ফডিং সাজেসান্স

যশোর বোর্ড ২০১৯

৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

আঁখি খেলতে যাওয়ার সময় ঘাসের উপর একটি পতঙ্গকে লাফ দিতে লক্ষ করল। বাবার কাছ থেকে এ পতঙ্গ সম্পর্কে জানতে চাইলে বাবা বললেন “এর রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির । রেচনের বর্জ্য পদার্থ পরিপাকের বর্জ্যের সাথে নিষ্কাশিত হয়। আমাদের ক্ষেত্রে রক্ত 02, পরিবহন করলেও শ্বসনে এ প্রাণীটির রক্ত তেমন কোনাে ভূমিকা রাখে না । এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র ।

গ) রেচন সম্পর্কে আঁখির বাবার উক্তিটি ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ কর।

ঢাকা বোর্ড ২০১৭

৫. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

শ্রেণিকক্ষে শিক্ষক বললেন, এক ধরনের পতঙ্গ আছে যা শস্যক্ষেত, সজির বাগানে থাকে। এদের সমান্তরাল অনেক প্রজাতি এক নিমিষেই ক্ষেতের ফসল বিনাশ করে। এ বিষয়ে জ্ঞানার্জনের জন্য প্রতীকী প্রাণী হিসাবে তােমার জীববিদ্যায় অন্তর্ভুক্ত হয়েছে ।

গ) উদ্দীপকের প্রাণীটির রক্তসংবহন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ) প্রাণীটির সুষ্ঠু রূপান্তরে হরমােনের ভূমিকা বিশ্লেষণ কর।

রাজশাহী বোর্ড ২০১৭

৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

ঘাসফড়িংয়ের দেহে অবস্থিত বিশেষ অঙ্গ শ্বাসকার্য সম্পাদন করে, যা রুই মাছের শ্বসন অঙ্গ থেকে আলাদা।

গ) উদ্দীপকে উল্লিখিত বিশেষ শ্বসন অঙ্গটির বৈশিষ্ট্য আলােচনা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রাণী দুইটির শ্বসন অঙ্গের তুলনামূলক বিশ্লেষণ কর।

যশোর বোর্ড ২০১৭

৭. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

পঙ্গপাল নামধারী পতঙ্গটির দর্শন ইন্দ্রিয় হলাে পুঞ্জাক্ষি উজ্জ্বল আলােতে প্রাণীটি শুধুমাত্র উল্লম্ব আলােক রশ্যির মাধ্যমে দর্শন সম্পন্ন করে। মৃদু আলােতে প্রাণীটি দর্শন প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লম্ব তির্যক দুই ধরনের আলােক রশ্মিই ব্যবহার করে।

গ) উদ্দীপক অনুসারে শুধুমাত্র উল্লম্ব আলােক ধারা সৃষ্ট প্রতিবিম্ব সচিত্র-ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটির ঘটনাবলি চিত্রসহ বিশ্লেষণ কর।

রাজশাহী বোর্ড ২০১৬

৮, নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে পাঠ্যসূচিভুক্ত একটি পতঙ্গের শারীরবৃত্তীয় কার্যাবলি পড়াতে গিয়ে বললেন যে, এদের রেচন অঙ্গটি অনেকগুলাে সূক্ষ্ম নালিকা দ্বারা গঠিত | দর্শন অঙ্গটি আলাের ভিন্নতার ওপর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি করতে সক্ষম।

গ) উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের প্রথম উক্তিটির গঠন বিন্যাস উল্লেখ কর।
ঘ) উদ্দীপক অনুযায়ী শিক্ষকের দ্বিতীয় উক্তিটির যথার্থতা যাচাই কর ।

কুমিল্লা বোর্ড ২০১৬

৯, নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

কৃষিবিদ সামাদ সাহেব ফসলের জন্য ক্ষতিকর একটি পােকার আলােক সংবেদী অঙ্গ দেখিয়ে বললেন, এটি স্পষ্ট অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টিকারী অসংখ্য কার্যকরী একক নিয়ে গঠিত ।

গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও ।
ঘ) উল্লিখিত
প্রতিবিম্ব তৈরির ভিন্নতা আলাের প্রাচুর্যের ওপর নির্ভর করে বিশ্লেষণ কর।

প্রাণীর পরিচিতিঃঘাস ফডিং সাজেসান্স

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top