প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা MCQ Part: 1 । অনলাইন পরীক্ষা

প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা MCQ Part: 1 । অনলাইন পরীক্ষা

প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা MCQ Part: 1 । অনলাইন পরীক্ষা

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

ফাইনাল মডেল টেস্ট

/25
0 votes, 0 avg
0

HSC Zoology

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস mcq part: 1

এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস ভূক্ত প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস  আলোকে এই মডেল টেস্টের মধ্যে ২৫ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যতখুশি ততবার এক্সাম দিতে পারবে।
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

উদ্দীপকের শেষ প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য লাইন—
i. বহিঃপরজীবী হিসেবে বাস করে
ii. রেচন অঙ্গ হলো শিখা কোষ
iii. সংবহনতন্ত্র আছে তবে শ্বসনতন্ত্র নেই
নিচের কোনটি সঠিক?

2 / 25

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বের?

3 / 25

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি—
i. পঅরীয় প্রতিসম
ii. নালিকা পদযুক্ত
iii. সামুদ্রিক
নিচের কোনটি সঠিক?

4 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

RAHIM সমুদ্র সৈকতে জেলেদের কাছে হাঙ্গর ও ইলিশ মাছ সংগ্রহ করলো

উদ্দীপকের ১ম মাছটি কোন শ্রেণিভুক্ত?

5 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

হাসান সমুদ্র সৈকতে জেলেদের কাছে হাঙ্গর ও ইলিশ মাছ সংগ্রহ করলো -

উদ্দীপকের মাছ দুটিকে পৃথক করার ভিত্তি হলো-
i. অন্তঃকঙ্কাল
ii. আবাসস্থল
iii. পুচ্ছ পাখনা
নিচের কোনটি সঠিক?

6 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

পুকুরের পাশ দিয়ে হাটার সময় রফিক সাহেব তাঁর ছেলে জিমিকে পুকুরের কিনারে একটি শামুককে দেখিয়ে বলল, পুকুরের পানিতে বিদ্যমান আরও
একটি খোলযুক্ত প্রাণী বাস করে যার দেহে মুক্তা সৃষ্টি হয়.

উদ্দীপক অনুসারে প্রদর্শিত প্রাণীটির পর্ব হলো—

 

7 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

পুকুরের পাশ দিয়ে হাটার সময় রফিক সাহেব তাঁর ছেলে জিমিকে পুকুরের কিনারে একটি শামুককে দেখিয়ে বলল, পুকুরের পানিতে বিদ্যমান আরও
একটি খোলযুক্ত প্রাণী বাস করে যার দেহে মুক্তা সৃষ্টি হয়।

উদ্দীপক অনুসারে পর্বটির বৈশিষ্ট্য হলো—

i. দেহ নরম ও অখণ্ডায়িত
ii. ম্যান্টল নামক আবরণ বিদ্যমান
iii. রেচন অঙ্গ শিখাকোষ
নিচের কোনটি সঠিক?

8 / 25

উক্ত প্রাণীটির বৈশিষ্ট্যসমূহ—

i. দেহ টিউনিক নামক আবরণে আবৃত
ii. গ্যাংলিওন উপস্থিত
iii. জীবন চক্রে ট্যাডপোল লার্ভা দশা থাকে
নিচের কোনটি সঠিক?

9 / 25

প্রাণীটি সাধারণত কী নামে পরিচিত?

10 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

শ্রেণিকক্ষে তানিয়া দু'টি প্রাণী নিয়ে পড়াশোনা করছে। যাদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এবং এদের পাখনা রশ্মি বিদ্যমান। সে আরো জানল, উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণীরই নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে।

11 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

শ্রেণিকক্ষে তানিয়া দু'টি প্রাণী নিয়ে পড়াশোনা করছে। যাদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এবং এদের পাখনা রশ্মি বিদ্যমান। সে আরো জানল, উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণীরই নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে।
 উদ্দীপকের প্রাণীটি হলো—

i. Scoliodon laticaudus
ii. Tenualosa ilisha
iii. Labeo rohita
নিচের কোনটি সঠিক?

12 / 25

নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নের উত্তর দাও:

সৈকত পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় একটি আঁইশ ও পাখনাযুক্ত এবং অন্যটি খোলকযুক্ত ও অখণ্ডায়িত প্রাণী পেলেন।
উদ্দীপকের ১ম প্রাণীটির ক্ষেত্রে কোনটি সঠিক?

সিলভারফিশ হল একটি নিশাচর পোকা সাধারণত 13-25 মিমি (0.5-1.0 ইঞ্চি) লম্বা। এর পেটের শেষভাগে টেপার হয়, এটিকে মাছের মতো চেহারা দেয়। নতুন ডিম ফুটে সাদা, তবে বয়স বাড়ার সাথে সাথে একটি ধূসর আভা এবং ধাতব চকচকে বিকশিত হয়। এটির দুটি লম্বা সারসি এবং একটি টার্মিনাল ফিলামেন্ট রয়েছে সারসির মধ্যবর্তী পেটের ডগায় । এটির দুটি ছোট যৌগিক চোখও রয়েছে , যদিও জাইজেন্টোমার অন্যান্য সদস্যরা সম্পূর্ণ চক্ষুহীন , যেমন পরিবার নিকোলেটিইডি ।

13 / 25

নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নের উত্তর দাও:

সৈকত পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় একটি আঁইশ ও পাখনাযুক্ত এবং অন্যটি খোলকযুক্ত ও অখণ্ডায়িত প্রাণী পেলেন।

উদ্দীপকের শেষোক্ত প্রাণীটি যে পর্বের অন্তর্গত—

সিলভারফিশ হল একটি নিশাচর পোকা সাধারণত 13-25 মিমি (0.5-1.0 ইঞ্চি) লম্বা। এর পেটের শেষভাগে টেপার হয়, এটিকে মাছের মতো চেহারা দেয়। নতুন ডিম ফুটে সাদা, তবে বয়স বাড়ার সাথে সাথে একটি ধূসর আভা এবং ধাতব চকচকে বিকশিত হয়। এটির দুটি লম্বা সারসি এবং একটি টার্মিনাল ফিলামেন্ট রয়েছে সারসির মধ্যবর্তী পেটের ডগায় । এটির দুটি ছোট যৌগিক চোখও রয়েছে , যদিও জাইজেন্টোমার অন্যান্য সদস্যরা সম্পূর্ণ চক্ষুহীন , যেমন পরিবার নিকোলেটিইডি ।

14 / 25

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বের?

15 / 25

প্রথম প্রাণীটি – পর্বের অন্তর্ভুক্ত।

16 / 25


উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি—
i. অ্যাসিলোমেট
ii. রেচন অঙ্গ শিখাকোষ
iii. মুক্তজীবী
নিচের কোনটি সঠিক?

17 / 25

অ্যামিবার দেহে অনুকূল পরিবেশে কয়টি পানি গহ্বর থাকে?

18 / 25

কে শ্রেণী বিন্যাসের ভিত্তি রচনা করেন?

19 / 25

Fasciola hepatica কোন শ্রেণীভূক্ত প্রাণি?

20 / 25

অ্যাসিলোমেট কোনটি?

সিলভারফিশ হল একটি নিশাচর পোকা সাধারণত 13-25 মিমি (0.5-1.0 ইঞ্চি) লম্বা। এর পেটের শেষভাগে টেপার হয়, এটিকে মাছের মতো চেহারা দেয়। নতুন ডিম ফুটে সাদা, তবে বয়স বাড়ার সাথে সাথে একটি ধূসর আভা এবং ধাতব চকচকে বিকশিত হয়। এটির দুটি লম্বা সারসি এবং একটি টার্মিনাল ফিলামেন্ট রয়েছে সারসির মধ্যবর্তী পেটের ডগায় । এটির দুটি ছোট যৌগিক চোখও রয়েছে , যদিও জাইজেন্টোমার অন্যান্য সদস্যরা সম্পূর্ণ চক্ষুহীন , যেমন পরিবার নিকোলেটিইডি ।

21 / 25

কোনটিকে মাছ বললে ভুল হবে?

সিলভারফিশ হল একটি নিশাচর পোকা সাধারণত 13-25 মিমি (0.5-1.0 ইঞ্চি) লম্বা। এর পেটের শেষভাগে টেপার হয়, এটিকে মাছের মতো চেহারা দেয়। নতুন ডিম ফুটে সাদা, তবে বয়স বাড়ার সাথে সাথে একটি ধূসর আভা এবং ধাতব চকচকে বিকশিত হয়। এটির দুটি লম্বা সারসি এবং একটি টার্মিনাল ফিলামেন্ট রয়েছে সারসির মধ্যবর্তী পেটের ডগায় । এটির দুটি ছোট যৌগিক চোখও রয়েছে , যদিও জাইজেন্টোমার অন্যান্য সদস্যরা সম্পূর্ণ চক্ষুহীন , যেমন পরিবার নিকোলেটিইডি ।

22 / 25

দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক-

23 / 25

অক্টোপাস কোন পর্বের প্রানী-

24 / 25

কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রানী-

25 / 25

Homo sapiens কোন ধরনের প্রতিসাম্য প্রাণী?

Your score is

The average score is 0%

0%

এই প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা MCQ Part: 1 । অনলাইন পরীক্ষা ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা MCQ

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top