প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ║ জীববিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq : এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের জীববিজ্ঞান ২য়পত্রের animal diversity and classification অধ্যায়ের গুরুত্ব MCQ প্রশ্ন ও সর্বশেষ বোর্ড-এর সকল প্রশ্নের উত্তরসহ এখানে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের চর্চার জন্য নিচে ১০০টি প্রশ্ন রয়েছে।
📌. ইউরােকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য— ঢা বাে ২০২১
i দেহ টিউনিক দ্বারা আবৃত
ii. পরিণত প্রাণীরা নিশ্চল।
iii. আজীবন নটোকর্ড উপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📌. কর্ডাটা পর্বভুক্ত প্রাণীর দেহে– [ববাে, ২০২১]
i. জীবনের কোনাে না কোনাে দশায় নটোকর্ড থাকে
ii. গলবিলীয় ফুলকা রন্ধ্র বিদ্যমান
iii. অপ্রকৃত সিলােম থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
📌. যে পর্বের প্রাণীতে রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত তা হলাে— চট্টগ্রাম বোর্ড ২০২১
i. Nematoda
ii. Mollusca
iii. Platyhelminthes
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📌. Aves-এর বৈশিষ্ট্য হলাে—য, বাে, ২০২১
i. উষ্ণ রক্তবিশিষ্ট
ii. দেহ লােমে আবৃত
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📌 উল্লিখিত প্রানীটি কোন পর্বের প্রানী? দিনাপুর বোর্ড 2021
ক) Mollusca
খ) Annelida
গ) Echinodermata
ঘ) platyhelminthes
📌 উল্লিখিত প্রানীটি কোন পর্বের প্রানী? দিনাপুর বোর্ড 2021
ক) Mollusca
খ) Annelida
গ) Echinodermata
ঘ) Cnidaria
📌 Sarcopterygii -শ্রেণির বৈশিষ্ট্য- কুমিল্লা বোর্ড ২০২১
ক) অন্তঃকংকাল তরুনাস্থিময়
খ) বায়ুপটকা রক্তজালক সমৃদ্ধ
গ) হেটেরোসার্কাল লেজ
ঘ) আইশ প্লাকয়েড
📌 ঝিনুক কোন পর্বের প্রানী? Dhaka board 2021
ক) Mollusca
খ) Annelida
গ) Echinodermata
ঘ) Cnidaria
📌 প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে?
ক, সিলােম
খ. ভ্রূনস্তর
গ. খণ্ডক
ঘ. নটোকর্ড
📌 কোন প্রাণীটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়?
ক. Homo sapiens
খ Hydra vulgaris
গ. Volvox
ঘ, Hemidactylus
📌 কোন প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর অনুদৈর্ঘ্যভাবে মাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায়?
ক, মানুষ
খ. হাইড্রা
গ. ভলভক্স
ঘ, তারামাছ।
📌. সিলােম কোন পর্দা দ্বারা আবৃত?
ক. পেরিকার্ডিয়াম।
খ. পেরিটোনিয়াম
গ. এপিকার্ডিয়াম
ঘ. এন্ডােকাডিয়াম
📌 প্রাণী শ্রেণিবিন্যাসের সার্বজনীন স্তর কোনটি?
ক পর্ব
খ. প্রজাতি
গ. গােত্র
ঘ. রাজ্য
📌 বর্গের অধীনে কোনটি থাকে?
ক. গােত্র
খ, গণ।
গ. শ্রেণি
ঘ, পর্ব
📌. অস্টিয়ামসমৃদ্ধ উভলিঙ্গ প্রাণী কোনটি?
ক. হাইড্রা।
খ. জেলিফিশ
গ. স্পঞ্জ
ঘ, আরশােলা।
📌. নিচের কোন প্রাণীটির গায়ে স্পিকিউল রয়েছে?
ক Scypha gelatinosum .
খ Obelia geniculata
গ. Aurelia aurita
ঘ. Fasciola hepatica
📌 Porifera পর্বের প্রাণীর লার্ভার নাম কী?
ক, প্লানুলা
খ. ট্রকোফোর
গ. প্যারেনকাইমুলা
ঘ, মিরাসিডিয়াম
📌. নিডারিয়া পর্বের প্রাণীর লার্ভা দশার নাম কী?
ক. ট্রোকোফোর
খ প্লানুলা
গ. প্যারেনকাইমুলা
ঘ. ক্যাটারপিলার
📌 কোন ধরনের প্রাণীর দেহে ‘নলের ভেতর নল’ গঠন দেখা যায়?
ক, Hydra
খ, Taenia
গ. Ascaris
ঘ, Metaphire
📌 Actinopterygii ও Sarcopterygii শ্রেণিকে একত্রে কী বলে?
ক. Osteichthyes
খ. Chondrichthyes
গ. Amphibia
ঘ Mammalia
📌 ত্রিস্তরী প্রাণী হলাে-
i.Fasciola hepatica
ii. Hydra Vulgaris
iii. Cavia porcellus
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
📌. শ্রেণিবিন্যাসের মাধ্যমে
i প্রাণী সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা যায়
ii. সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীকে শনাক্ত করা যায়
iii. প্রাণী বিলুপ্তি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📌. শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ স্তরের নিচের স্তরটি-
i. প্রাণিদেহের অঙ্গস্থানিক বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয়।
ii. এক বা একাধিক রাজ্যের প্রাণীদের সমন্বয়ে গঠিত
iii. অভিযােজনিক বিচ্ছুরণ ও অভিব্যক্তিক ধারা অনুযায়ী বিভাজিত হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📌. প্রাণিজগতের মুখ্য পর্বের অন্তর্গত হলাে—
i. ৮ টি নন-কর্ডাটা পর্ব
ii. ১ টি কর্ডাটা পর্ব
iii. ন্যূনতম ৫ হাজার প্রজাতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📌. কোন বৈশিষ্ট্য দ্বারা কম্বােজ প্রাণীদের চিহ্নিত করা যায়?
i র্যাডুলার উপস্থিতি
ii. শিখাকোষের অনুপস্থিতি
iii. দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📌.জীবনের এক পর্যায়ে গলবিলীয় ফুলকার বহন করে—
i. Duttaphrynus melanostictus
ii. Hoplobatrachus tigerinus
iii. Columba livia
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
📌. Urochordata উপপর্বের বৈশিষ্ট্য
i দেহ টিউনিক দ্বারা আবৃত
ii. পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল
iii. আজীবন নটোকর্ড উপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
নিচের উদ্দীপকটি পড়াে এবং দুটি প্রশ্নের উত্তর দাও।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীর বৈশিষ্ট্যগত সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীকুলকে শ্রেণিবিন্যস্ত করতে উদ্যোগী হন। তিনি সমগ্র প্রাণীদের Anaima ও Enaima নামক দুটি দলে ভাগ করেন।
📌. অনুচ্ছেদে উল্লিখিত প্রথম দলটিতে কোন প্রাণী পাওয়া যাবে?
ক. Columba livia
খ. Panthera tigris
গ. Tenualosa ilisha
ঘ. Metaphire posthuma
📌 দল দুটিতে বিভক্ত করার জন্য অ্যারিস্ট্যাটল যেসব বিষয়ের ওপর জোর দেন তা হল-
i মেরুদন্ড
ii রক্ত
iii পুঞ্জাক্ষি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
📌. প্রাণিবিদ্যার জনক কে? /ব, বাে, ২০২১/
ক, লিনিয়াস
খ. থিওফ্রাস্টাস।
গ. অ্যারিস্টটল
ঘ. ডারউইন
📌 কোনটির পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের? [ঢা. বো. ১৯]
(ক) রুই
(খ) লাংফিশ
(গ) টাকি
(ঘ) হাঙ্গর
সঠিক উত্তর: (ঘ) হাঙ্গর
📌সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? [ঢা. বো. ১৯]
(ক) টিকটিকি
(খ) কুমির
(গ) কচ্ছপ
(ঘ) সাপ
সঠিক উত্তর: (খ) কুমির
📌ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী? [চ. বো. ১৯]
(ক) লিনিয়াস
(খ) স্লেজেল
(গ) ল্যামার্ক
(ঘ) হ্যাক্সেলে
সঠিক উত্তর: (খ) স্লেজেল
📌 নিম্নের কোন প্রাণীতে সিউডোসিলোম দেখা যায়? [কু. বো. ১৯]
(ক) Fasciola hepatica
(খ) Taenia solium
(গ) Ascaris lumbricoides
(ঘ) Metaphire posthuma
সঠিক উত্তর: (গ) Ascaris lumbricoides
📌 কোন প্রাণীতে ৭ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়? [কু. বো. ১৯]
(ক) Myxine glutinosa
(খ) Petromyzon marinus
(গ) Scoliodon laticaudus
(ঘ) Channa punctatus
সঠিক উত্তর: (খ) Petromyzon marinus
📌 শিখাকোষ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? [ব. বো. ১৯]
(ক) Platyhelminthes
(খ) Annelida
(গ) Arthropoda
(ঘ) Echinodermata
সঠিক উত্তর: (ক) Platyhelminthes
📌 Platyhelminthes পর্বের রেচন অঙ্গের নাম কী? [দি. বো. ১৯]
(ক) নেফ্রিডিয়া
(খ) শিখা কোষ
(গ) মালপিজিয়ান নালিকা
(ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (খ) শিখা কোষ
📌 নিচের কোনটি platyhelminthes পর্বভুক্ত প্রাণী? [য. বো. ১৯]
(ক) Scypha
(খ) Fasciola
(গ) Ascaris
(ঘ) Metaphire
সঠিক উত্তর: (খ) Fasciola
📌 সিলোমযুক্ত প্রাণী কোনটি? [রা. বো. ১৯]
(ক) স্পঞ্জ
(খ) জেলি ফিস
(গ) চ্যাপ্টা কৃমি
(ঘ) তেলাপোকা
সঠিক উত্তর: (ঘ) তেলাপোকা
📌 ঝিনুক কোন পর্বের প্রাণী? [সি. বো. ১৯]
(ক) Platyhelminthes
(খ) Mollusca
(গ) Annelida
(ঘ) Echinodermata
সঠিক উত্তর: (খ) Mollusca
📌 কোন পর্বের প্রাণীতে নিডোসাইট কোষ বিদ্যমান? [মা. বো. ১৯]
(ক) Cnidaria
(খ) Nematoda
(গ) Platyhelminthes
(ঘ) Mollusca
সঠিক উত্তর: (ক) Cnidaria
📌 ল্যামপ্রের বৈশিষ্ট্য কোনটি? [মা. বো. ১৯]
(ক) লার্ভাদশা অনুপস্থিত
(খ) দেহ আঁইশ দ্বারা আবৃত
(গ) নাসিকা থলি মুখবিবরে উন্মুক্ত
(ঘ) ফুলকারন্ধ্র সাত জোড়া
সঠিক উত্তর: (ঘ) ফুলকারন্ধ্র সাত জোড়া
📌 নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? (সকল বোর্ড – ২০১৮)
(ক) Cnidaria
(খ) Platyhelminthes
(গ) Annelida
(ঘ) Mollusca
সঠিক উত্তর: (গ) Annelida
📌 Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি? (সকল বোর্ড – ২০১৮)
(ক) পানি সংবহনতন্ত্র
(খ) পুঞ্জাক্ষি
(গ) শিখাকোষ
(ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (ক) পানি সংবহনতন্ত্র
📌 কোনটি এক্টোডার্ম থেকে উদ্ভূত? (সকল বোর্ড – ২০১৮)
(ক) চোখের লেন্স
(খ) গলবিল
(গ) ট্রাকিয়া
(ঘ) ল্যারিংস
সঠিক উত্তর: (ক) চোখের লেন্স
📌 গুটি বসন্তের ভ্যাক্সিন কে আবিষ্কার করেন? (সকল বোর্ড – ২০১৮)
(ক) এডওয়ার্ড জেনার
(খ) আলেকজান্ডার ফ্লেমিং
(গ) লুই পাস্তুর
(ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর: (ক) এডওয়ার্ড জেনার
📌 “ছিদ্রাল প্রাণী” বলে পরিচিত কোন পর্বের প্রাণীরা? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) Porifera
(খ) Cnidaria
(গ) Mollusca
(ঘ) Annelida
সঠিক উত্তর: (ক) Porifera
📌 অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) Volvox
(খ) Julus
(গ) Pila
(ঘ) Hydra
সঠিক উত্তর: (ঘ) Hydra
📌 সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) লুই পাস্তুর
(খ) উইলিয়াম বেটসন
(গ) এডওয়ার্ড জেনার
(ঘ) রবার্ট এডওয়ার্ডস
সঠিক উত্তর: (গ) এডওয়ার্ড জেনার
📌 নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) Ascaris lumbricoides
(খ) Taenia solium
(গ) Metaphire posthuma
(ঘ) Julus terrestris
সঠিক উত্তর: (খ) Taenia solium
📌 Myxini শ্রেণির প্রাণীর ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি? (বরিশাল বোর্ড-২০১৭)
(ক) ১ জোড়া
(খ) ৭ জোড়া
(গ) ৫-৭ জোড়া
(ঘ) ৫-১৫ জোড়া
সঠিক উত্তর: (ঘ) ৫-১৫ জোড়া
📌 Arthropoda পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) প্যারাপোডিয়া
(খ) র্যাডুলা
(গ) হিমোসিল
(ঘ) নালিকা পদ
সঠিক উত্তর: (গ) হিমোসিল
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
📌 কোন প্রাণীটি দ্বি-অরীয় প্রতিসম? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) Metridium
(খ) Cliona
(গ) Ceoloplana (ঘ) Aurelia
সঠিক উত্তর: (গ) Ceoloplana
📌 অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) Volvox
(খ) Pila
(গ) Hydra
(ঘ) Julus
সঠিক উত্তর: (খ) Pila
📌 কলা সংগঠন মাত্রার পর্ব হলো– (যশোর বোর্ড-২০১৭)
(ক) Porifera
(খ) Cnidaria
(গ) Nematoda (ঘ) Chordata
সঠিক উত্তর: (খ) Chordata
📌 সমুদ্র তারা এর প্রতিসাম্যতা কোন ধরনের? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) দ্বিপার্শ্বীয়
(খ) গোলীয়
(গ) পঞ্চ-অরীয়
(ঘ) দ্বি-অরীয়
সঠিক উত্তর: (গ) পঞ্চ-অরীয়
📌 কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) ব্যাঙ
(খ) সাপ
(গ) কচ্ছপ
(ঘ) ডলফিন
সঠিক উত্তর: (ক) ব্যাঙ
📌 নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) রেডুলা
(খ) নেফ্রিডিয়া
(গ) ট্রকোফোর লার্ভা
(ঘ) ট্যাগমাটা
সঠিক উত্তর: (ক) রেডুলা
📌 Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) সাইক্লয়েড
(খ) প্ল্যাকয়েড
(গ) টিনয়েড
(ঘ) গ্যানয়েড
সঠিক উত্তর: (খ) প্ল্যাকয়েড
📌 নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) Cavia porcellus
(খ) Naja naja
(গ) Copsychus saularis
(ঘ) Panthera tigris
সঠিক উত্তর: (খ) Naja naja
📌 Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) দেহ অপ্রতিসম
(খ) দেহ কিউটিকল দ্বারা আবৃত
(গ) দেহ খোলক দ্বারা আবৃত
(ঘ) বহিঃকংকাল কণ্টকময়
সঠিক উত্তর: (ঘ) বহিঃকংকাল কণ্টকময়
📌 নিচের কোন পর্বের প্রাণীদের স্যুডোসিলোমেট বলা হয়? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) পরিফেরা
(খ) নিডারিয়া
(গ) নেমাটোডা
(ঘ) মোলাস্কা
সঠিক উত্তর: (গ) নেমাটোডা
📌 নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) Hydra
(খ) Taenia
(গ) Pila
(ঘ) Spongilla
সঠিক উত্তর: (ঘ) Spongilla
📌 কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) Mollusca
(খ) Annelida
(গ) Echinodermata
(ঘ) Cnidaria
সঠিক উত্তর: (গ) Echinodermata
📌 প্রতিসাম্যতা হলো- (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) তিনটি ভ্রূণ স্তরবিশিষ্ট দশা
(খ) যে কোনো তলের ভিত্তিতে প্রাণির আঙ্গিক অবস্থান
(গ) একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থা
(ঘ) প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি
সঠিক উত্তর: (খ) যে কোনো তলের ভিত্তিতে প্রাণির আঙ্গিক অবস্থান
📌 ICZN কোনটির সংক্ষিপ্ত রূপ? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) International Commission on Zoological Nomenclature
(খ) International Code of Zoological Nomenclature
(গ) International Code on Zoological Nomenclature
(ঘ) International Commission of Zoological Nomenclature
সঠিক উত্তর: (ক) International Commission on Zoological Nomenclature
📌 ‘রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ’- (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) Myxini
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii
(ঘ) Sarcopterygii
সঠিক উত্তর: (গ) Actinopterygii
📌 কোনটি Echinodermata পর্বের বৈশিষ্ট্য? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) রেচন অঙ্গ নেফ্রিডিয়া
(খ) কাঁটাযুক্ত ত্বক
(গ) হিমোসিল বিদ্যমান
(ঘ) কোয়ানোসাইট কোষ বিদ্যমান
সঠিক উত্তর: (খ) কাঁটাযুক্ত ত্বক
📌 কোনটি অপ্রতিসম প্রাণী? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) ইলিশ
(খ) তারা মাছ
(গ) হাইড্রা
(ঘ) অ্যামিবা
সঠিক উত্তর: (ঘ) অ্যামিবা
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
📌 Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) অ্যামোসিট
(খ) ট্রোকোফোর
(গ) প্যারেনকাইমুলা
(ঘ) মিরাসিডিয়াম
সঠিক উত্তর: (খ) ট্রোকোফোর
📌 Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো- (যশোর বোর্ড-২০১৬)
(ক) গ্যানয়েড আইশ
(খ) সাইক্লয়েড আইশ
(গ) হোমোসার্কাল লেজ
(ঘ) হেটেরোসার্কাল লেজ
সঠিক উত্তর: (ক) গ্যানয়েড আইশ
📌 কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক? (যশোর বোর্ড-২০১৬)
(ক) পরিফেরা
(খ) ইকাইনোডার্মাটা
(গ) অ্যানেলিডা
(ঘ) আর্থ্রোপোডা
সঠিক উত্তর: (খ) ইকাইনোডার্মাটা
📌 শ্রেণিকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলে- (যশোর বোর্ড-২০১৬)
(ক) প্রজাতি
(খ) গণ
(গ) ট্যাক্সন
(ঘ) পর্ব
সঠিক উত্তর: (গ) ট্যাক্সন
📌 কোরালস এবং জেলিফিস কোন পর্বের প্রাণী? (যশোর বোর্ড-২০১৬)
(ক) নিডারিয়া
(খ) ইকাইনোডার্মাটা
(গ) পরিফেরা
(ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (ক) নিডারিয়া
📌 কোনটি মোলাস্কার বৈশিষ্ট্য- (যশোর বোর্ড-২০১৬)
(ক) অস্টিয়া
(খ) র্যাডুলা
(গ) প্যারাপোডিয়া
(ঘ) স্পিকিউল
সঠিক উত্তর: (খ) র্যাডুলা
📌 শ্রেণিবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটি? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) Phylum
(খ) Class
(গ) Order
(ঘ) Family
সঠিক উত্তর: (ক) Phylum
📌 প্রতিসাম্যতা হলো- (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) তিনটি ভ্রূণস্তরবিশিষ্ট দশা
(খ) যেকোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান
(গ) একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থা
(ঘ) প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি
সঠিক উত্তর: (খ) যেকোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান
📌 নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) Hydra
(খ) Taenia
(গ) Pila
(ঘ) Spongilla
সঠিক উত্তর: (ঘ) Spongilla
📌 প্রাণীদের শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে?
(ক) রাদার ফোড
(খ) অ্যারিস্টটল
(গ) লিনিয়াস
(ঘ) জন রে
সঠিক উত্তর: (গ) লিনিয়াস
📌 নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর অস্টিকথিস শ্রেণিভুক্ত?
(ক) তারা মাছ
(খ) পেট্রোমাইজন
(গ) রুই মাছ
(ঘ) অ্যাসিডিয়া
সঠিক উত্তর: (গ) রুই মাছ
📌সিলেন্টেরন আছে কোন প্রাণীতে?
(ক) চিংড়ি
(খ) ব্যাঙ
(গ) হাইড্রা
(ঘ) মাছ
সঠিক উত্তর: (গ) হাইড্রা
📌 হিমোসিল পাওয়া যায়-
(ক) তেলাপোকা
(খ) ব্যাঙ
(গ) হাইড্রা
(ঘ) মাছ
সঠিক উত্তর: (ক) তেলাপোকা
📌 শিখাকোষ থাকে কোন পর্বের প্রাণীতে?
(ক) আর্থ্রোপোডা
(খ) প্লাটিহেলমিনথিস
(গ) নিডারিয়া
(ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (খ) প্লাটিহেলমিনথিস
📌 কোনটি অপ্রতিসম প্রাণী?
(ক) ইলিশ
(খ) তারা মাছ
(গ) অ্যামিবা
(ঘ) হাইড্রা
সঠিক উত্তর: (গ) অ্যামিবা
📌 কোনটি অরীয় প্রতিসম প্রাণী?
(ক) ইলিশ
(খ) তারা মাছ
(গ) অ্যামিবা
(ঘ) হাইড্রা
সঠিক উত্তর: (খ) তারা মাছ
(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন
📌 যে পর্বের প্রাণীতে রক্ত সংবহরনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত তা হলো- (কুমিল্লা বোর্ড-২০১৭)
i. Platyhelminthes
ii. Nematoda
iii. Mollusca
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
📌 Aves-এর বৈশিষ্ট্য হলো– (যশোর বোর্ড-২০১৭)
i. উষ্ণ রক্তবিশিষ্ট
ii. দেহ লোমে আবৃত
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
📌 Chordata পর্বের জন্য প্রযোজ্য হলো-
(i) জীবনের যে কোনো দশায় নটোকর্ড থাকে
(ii) জীবনের যে কোনো দশায় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে
(iii) হিমোসিল থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সকল বোর্ড – ২০১৮)
অমিত সমুদ্রসৈকত থেকে স্টারফিস ও একটি হাঙ্গর সংগ্রহ করল। রনি তাকে বলল-তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু মাছ নয়।
📌 উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত? (সকল বোর্ড – ২০১৮)
(ক) Cnidaria
(খ) Arthropoda
(গ) Echinodermata
(ঘ) Chordata
সঠিক উত্তর: (গ) Echinodermata
📌 উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বের? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) Cnidaria
(খ) Nematoda
(গ) Annelida
(ঘ) Platyhelminthes
📌 উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হলো- (সকল বোর্ড – ২০১৮)
i. শ্বসন কৌশল
ii. অন্তঃকঙ্কাল
iii. আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (ঢাকা বোর্ড-২০১৭)
📌 উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বের? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) Cnidaria
(খ) Nematoda
(গ) Annelida
(ঘ) Platyhelminthes
সঠিক উত্তর: (ঘ) Platyhelminthes
📌 উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি– (ঢাকা বোর্ড-২০১৭)
i. অ্যাসিলোমেট
ii. রেচন অঙ্গ শিখা কোষ
iii. মুক্তজীবী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (রাজশাহী বোর্ড-২০১৭)
শ্রেণিকক্ষে তানিয়া দু’টি প্রাণী নিয়ে পড়াশুনা করছে। যাদের অন্তঃকঙ্কাল অস্থি-নির্মিত এবং এদের পাখনা রশ্মি বিদ্যমান। সে আরো জানলো উক্ত প্রাণীর ন্যায় সকল প্রাণীরই নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম আছে।
📌 উদ্দীপক অনুসারে প্রাণীর বিশেষ নামের প্রবর্তক কে? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) অগাস্ট হেকেল
(খ) ক্যারোলাস লিনিয়াস
(গ) জোহান মেন্ডেল
(ঘ) ক্যাকব ক্লেইন
সঠিক উত্তর: (খ) ক্যারোলাস লিনিয়াস
📌 উদ্দীপকের প্রাণীটি হলো– (রাজশাহী বোর্ড-২০১৭)
i. Scoliodon laticaudus
ii. Tinualosa ilisha
iii. Labeo rohita
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও : (সিলেট বোর্ড-২০১৬)
রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙ্গর মাছ দেখে আনন্দিত হলো।
📌 উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো- (সিলেট বোর্ড-২০১৬)
i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
📌 উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) Sarcopterygii
(খ) Actinopterygii
(গ) Chondrichthyes
(ঘ) Cephalaspidomorphi
সঠিক উত্তর: (গ) Chondrichthyes
উপরের চিত্র থেকে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: (যশোর বোর্ড-২০১৬)
📌 Q চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়? (যশোর বোর্ড-২০১৬)
(ক) অরীয়
(খ) গোলীয়
(গ) অপ্রতিসম
(ঘ) দ্বিপার্শ্বীয়
সঠিক উত্তর: (ক) অরীয়
📌 উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো- (যশোর বোর্ড-২০১৬)
i. সন্ধিযুক্ত উপাঙ্গ
ii. শিখা কোষ
iii. পুঞ্জাক্ষি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
📌 চিত্রে চিহ্নিত ‘A’ অংশটির নাম কী? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) প্যারাইটাল পেরিটোনিয়াম
(খ) প্যারেনকাইমা
(গ) ভিসেরাল পেরিটোনিয়াম
(ঘ) হিমোসিল
সঠিক উত্তর: (খ) প্যারেনকাইমা
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও।
📌 চিত্রের প্রাণীটি কোন শ্রেণির?
(ক) Cyclostomata
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii
(ঘ) Sarcopterygii
সঠিক উত্তর: (গ) Actinopterygii
📌 উপরের চিত্র সম্পর্কে নিচের তথ্যগুলো পড়-
(i) দেহ গ্যানয়েড আঁইশ দ্বারা আবৃত।
(ii) মুখছিদ্র দেহের অগ্রপ্রান্তে অবস্থিত।
(iii) দেহ সাধারণত সাইক্লয়েড (Cycloid) অথবা টিনয়েড (Ctenoid) ধরনের আঁইশ দ্বারা আবৃত।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
প্র্যাকটিস (পর্ব-১)
১। প্রাণিবৈচিত্র্য কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২। একজন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ এর মধ্যে যে আকৃতিগত পার্থক্য দেখা যায় তা কোন ধরনের বৈচিত্র্য?
ক) বাস্তুতান্ত্রিক
খ) আন্তঃপ্রজাতিক
গ) অন্তঃপ্রজাতিক
ঘ) অবস্থানগত
৩। জীববৈচিত্র্যের মৌলিক ধাপ হল-
ক) জিনগত বৈচিত্র্য
খ) প্রজাতি বৈচিত্র্য
গ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ) অবস্থানগত বৈচিত্র্য
৪। প্রাণিবিদ্যার জনক হলেন-
ক) ক্যারোলাস লিনিয়াস
খ) রবার্ট হুক
গ) সক্রেটিস
ঘ) অ্যারিস্টটল
৫। লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীরা কোন দলের অন্তর্ভুক্ত?
ক) Anaima
খ) Enaima
গ) Inaima
ঘ) কোনটিই নয়
৬। নিচের কোন পর্বটিতে টিস্যু-অঙ্গ মাত্রার গঠন দেখা যায়?
ক) Porifera
খ) Cnidaria
গ) Platyhelminthes
ঘ) Chordata
৭। নিমারটিয়ান নামক সামুদ্রিক প্রাণিগোষ্ঠীতে কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যায়?
ক) কোষীয়
খ) কোষ-টিস্যু
গ) টিস্যু-অঙ্গ
ঘ) অঙ্গ-তন্ত্র
৮। নিচের কোনটি গিনিপিগের বৈজ্ঞানিক নাম?
ক) Cavia porcellus
খ) Columba livia
গ) Trichodina anabasi
ঘ) Fasciola hepatica
৯। বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১০। নিচের কোনটি ক্লিভেজের প্রকারভেদ নয়?
ক) অরীয়
খ) সর্পিল
গ) দ্বিঅরীয়
ঘ) দ্বিপার্শীয়
১১। ডিমের অ্যানিমেল পোলে কোনটি থাকে?
ক) কুসুম
খ) নিউক্লিয়াস
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) সাদা অংশ
১২। যে পর্বের প্রাণীতে সর্পিল ক্লিভেজ দেখা যায় তা হল-
(i) Arthropoda
(ii) Annelida
(iii) Mollusca
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
১৩। নিচের কোনটি সঠিক?
ক) মরুলা→ গ্যাস্ট্রুলা→ ব্লাস্টুলা
খ) ব্লাস্টুলা→ মরুলা→ গ্যাস্ট্রুলা
গ) মরুলা→ ব্লাস্টুলা→ গ্যাস্ট্রুলা
ঘ) গ্যাস্ট্রুলা→ মরুলা→ ব্লাস্টুলা
১৪। ত্রিভ্রূণস্তরী প্রাণী বিশিষ্ট পর্ব হল-
(i) নেমাটোডা
(ii) আর্থ্রোপোডা
(iii) কর্ডাটা
ক) ii খ) iii
গ) ii, iii ঘ) i, ii, iii
১৫। কোন ধরনের প্রাণীতে নেমাটোসিস্ট থাকে?
ক) ডিপ্লোব্লাস্টিক
খ) ট্রিপ্লোব্লাস্টিক
গ) উভয়
ঘ) কোনটিই নয়
১৬। ত্রিস্তরী প্রাণীদের দেহ গহ্বরকে কী বলা হয়?
ক) গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর
খ) সিলেন্টেরন
গ) সিলোম
ঘ) ফাঁকা স্থান
১৭। Radiolaria তে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
ক) অরীয়
খ) গোলীয়
গ) অপ্রতিসাম্য
ঘ) দ্বিঅরীয়
১৮। নিচের কোনটি অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয়?
ক) Hydra
খ) Aurelia
গ) Metridium
ঘ) Ceoloplana
১৯। খন্ডকায়নযুক্ত প্রাণীর প্রতিটি খন্ডককে বলা হয়-
ক) সোমাইট
খ) মেটামার
গ) ট্যাগমাটা
ঘ) মেটামেরিজম
২০। কোন পর্বের প্রাণীদের দেহে অঞ্চলায়ন দেখতে পাওয়া যায়?
ক) Porifera
খ) Cnidaria
গ) Arthropoda
ঘ) Chordata
২১। প্রাণিদেহের প্রান্তিকতা সাধারণত কয় ধরনের হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২২। দেহের নিচের দিকের তল হল-
ক) Ventral end
খ) Dorsal end
গ) Lateral end
ঘ) Medial end
২৩। দেহের মধ্যরেখীয় তলের সমকোণ বরাবর যে তল অবস্থান করে তা হল-
ক) Transverse plane
খ) Frontal plane
গ) Median plane
ঘ) Sagittal plane
২৪। ভ্রূণীয় কোন স্তর থেকে সিলোম সৃষ্টি হয়?
ক) এক্টোডার্ম
খ) এন্ডোডার্ম
গ) মেসোডার্ম
ঘ) কোনটিই নয়
২৫। নিচের কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট প্রাণীদের অন্তর্ভুক্ত নয়?
ক) Porifera
খ) Cnidaria
গ) Ctenophora
ঘ) Nematoda
২৬। কোন পর্বের প্রাণীদের দেহে সাইজোসিল থাকে না?
ক) অ্যানিলিডা
খ) অ্যার্থ্রোপোডা
গ) মলাস্কা
ঘ) একাইনোডার্মাটা
২৭। ভ্রূণীয় আর্কেন্টেরনের প্রাচীরে সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে যে সিলোম উৎপত্তি লাভ করে তা হল-
ক) সাইজোসিলাস সিলোম
খ) এন্টারোসিলাস সিলোম
গ) স্যুডোসিলোম
ঘ) অপ্রকৃত সিলোম
২৮। নিচের কোন প্রাণীটির দেহে কখনই নটোকর্ড থাকে না?
ক) ঘাসফড়িং
খ) অ্যাসিডিয়া
গ) ব্যাঙ
ঘ) সাপ
২৯। নটোকর্ড কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত?
(i) নমনীয়
(ii) স্থিতিস্থাপক
(iii) ছিদ্রযুক্ত
ক) i খ) ii
গ) i, ii ঘ) i, ii, iii
৩০। যেসব প্রাণীদের দেহে নির্দিষ্ট পৌষ্টিকনালি বা গহ্বর থাকে তাদেরকে বলা হয়-
ক) প্যারাজোয়া
খ) এন্টারোজোয়া
গ) প্রোটোজোয়া
ঘ) এন্টিজোয়া
৩১। নিচের কোনটি শ্রেণিবিন্যাস এর নীতির অন্তর্ভুক্ত?
ক) বৈশিষ্ট্য নির্ধারণ
খ) শনাক্তকরণ
গ) ক্যাটাগরিকরণ
ঘ) সবগুলো
৩২। শ্রেণিবিন্যাসের মূল বা ভিত্তি একক হল-
ক) গণ
খ) প্রজাতি
গ) পর্ব
ঘ) শ্রেণি
৩৩। সিম্পসন প্রবর্তিত হায়ারার্কিতে কতটি ক্যাটাগরি বা স্তর রয়েছে?
ক) ৭
খ) ৯
গ) ২১
ঘ) ৩৩
৩৪। সর্বপ্রথম কে ত্রিপদ নামকরণ করেন?
ক) শিগেল
খ) হেকেল
গ) ক্যারোলাস লিনিয়াস
গ) সিম্পসন
৩৫। দ্বিপদ নাম ছাপানোর সময় কোন অক্ষর ব্যবহার করা হয়?
ক) ল্যাটিন
খ) ইটালিক
গ) ইংরেজি
ঘ) গ্রিক
৩৬। নিচের কোনটি শ্রেণিবিন্যাসের ফলিত প্রয়োজনীয়তা নয়?
ক) অল্প সময়ে প্রাণিজগত সম্পর্কে জানা
খ) অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রানী বাছাই
গ) বন্যপ্রাণী সংরক্ষণ
ঘ) উন্নত জাতের পশুপাখি উদ্ভাবন
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
৩৭। গৌণ পর্ব মোট কতটি?
ক) ৯
খ) ৮
গ) ২৪
ঘ) ৩৩
৩৮। ননকর্ডেট প্রাণিদের বৈশিষ্ট্য হল-
(i) ফুলকা রন্ধ্র নেই
(ii) লেজ থাকে না
(iii) রক্তে হিমোগ্লোবিন নেই
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৩৯। ননকর্ডেট প্রাণিদের স্নায়ুরজ্জু-
(i) গ্রন্থিযুক্ত
(ii) পৃষ্ঠীয়
(iii) নিরেট
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৪০। পরিফেরা পর্বটির নামকরণ করেন-
ক) ক্যারোলাস লিনিয়াস
খ) ল্যামার্ক
গ) মিনট
ঘ) রবার্ট গ্র্যান্ট
৪১। নিডারিয়া পর্বের প্রাণিদের দেহপ্রাচীরে রয়েছে-
(i) এপিডার্মিস
(ii) এন্ডোডার্মিস
(iii) গ্যাস্ট্রোডার্মিস
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৪২। পরিফেরা পর্বভুক্ত প্রাণিদের দেহপ্রাচীরের ছিদ্রকে বলা হয়-
ক) অস্টিয়া
খ) স্পিকিউল
গ) অসক্যুলাম
ঘ) স্পঞ্জিন
৪৩। নিডারিয়ানদের দংশন অঙ্গাণু হল-
ক) নিডোসাইট
খ) নেমাটোসিস্ট
গ) স্টিং রে
ঘ) নিডারোসিস্ট
৪৪। বক্স জেলিফিশ কোন শ্রেণির অন্তর্গত?
ক) Hydrozoa
খ) Scyphozoa
গ) Cubozoa
ঘ) Anthozoa
৪৫। চ্যাপ্টাকৃমির দেহে অনুপস্থিত-
(i) রক্তসংবহনতন্ত্র
(ii) রেচনতন্ত্র
(iii) শ্বসনতন্ত্র
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৪৬। নেমাটোডা পর্বটির নামকরণ করেছেন-
ক) ভন সিবোল্ড
খ) জ্যাকব ক্লেন
গ) গোগেনবার
ঘ) মিনট
৪৭। ‘নলের ভিতরে নল’ ধরনের গঠন দেখা যায় কোন পর্বের প্রাণিতে?
ক) নেমাটোডা
খ) মলাস্কা
গ) অ্যানিলিডা
ঘ) পরিফেরা
৪৮। মলাস্কা পর্বের প্রাণিদের অপর নাম-
ক) ছিদ্রাল প্রাণী
খ) কম্বোজ প্রাণী
গ) সন্ধিপদী প্রাণী
ঘ) অঙ্গুরীমাল
৪৯। শামুকের দেহে কোন ধরনের সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়?
ক) মুক্ত
খ) বদ্ধ
গ) অর্ধমুক্ত
ঘ) কোনটিই নয়
৫০। অ্যানিলিডদের চলন অঙ্গ হল-
(i) সিটি
(ii) প্যারাপেডিয়া
(iii) ক্ষণপদ
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
সঠিক উত্তরঃ
১। খ; ২। গ; ৩। খ; ৪। ঘ; ৫। ক; ৬। গ; ৭। ঘ; ৮। ক; ৯। খ; ১০। গ; ১১। খ; ১২। গ; ১৩। গ; ১৪। ঘ; ১৫। ক; ১৬। গ; ১৭। খ; ১৮। ঘ; ১৯। ক; ২০। গ; ২১। ঘ; ২২। ক; ২৩। ক; ২৪। গ; ২৫। ঘ; ২৬। ঘ; ২৭। খ; ২৮। ক; ২৯। ঘ; ৩০। খ; ৩১। ঘ; ৩২। খ; ৩৩। গ; ৩৪। ক; ৩৫। খ ; ৩৬। ক ৩৭। গ ; ৩৮। ক ; ৩৯। খ ; ৪০। ঘ ; ৪১। ঘ; ৪২। ক; ৪৩। খ; ৪৪। গ; ৪৫। খ; ৪৬। গ; ৪৭। ক; ৪৮। খ; ৪৯। গ; ৫০। ক।
প্র্যাকটিস (পর্ব-২)
১। এখন পর্যন্ত শনাক্তকৃত মোট প্রাণী প্রজাতির সংখ্যা কত?
ক) ২ লক্ষ ৭০ হাজার
খ) ২ লক্ষ ৫০ হাজার
গ) ১৫ লক্ষেরও বেশি
ঘ) ১৫ লক্ষ
২। নিচের কোনটি প্রাণিবৈচিত্র্যের প্রকারভেদ নয়?
ক) জিনগত বৈচিত্র্য
খ) প্রজাতি বৈচিত্র্য
গ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ) আকৃতিগত বৈচিত্র্য
৩। উভচর প্রাণীরা নিম্নের কোন দলটির অন্তর্ভুক্ত?
ক) ডিম্বজ
খ) জরায়ুজ
গ) উভয়ই
ঘ) কোনটিই নয়
৪। নিডারিয়া পর্বভুক্ত প্রাণিদের দেহে কোন ধরনের গঠন মাত্রা দেখতে পাওয়া যায়?
ক) কোষীয়
খ) কোষ-টিস্যু
গ) টিস্যু-অঙ্গ
ঘ) অঙ্গ-তন্ত্র
৫। ভ্রূণীয় কোষের ভবিষ্যত পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ কয় ধরনের হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৬। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে বলে-
ক) ভেজিটাল পোল
খ) অ্যানিমেল পোল
গ) নর্থ পোল
ঘ) সাউথ পোল
৭। ডিপ্লোব্লাস্টিক প্রাণিদের দেহে কোনটি থাকে না?
ক) এক্টোডার্ম
খ) এন্ডোডার্ম
গ) মেসোডার্ম
ঘ) মেসোগ্লিয়া
৮। দ্বিস্তরী প্রাণিদের দেহ গহ্বরকে বলা হয়-
(i) গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর
(ii) সিলেন্টেরন
(iii) সিলোম
ক) ii খ) iii
গ) i, ii ঘ) i, iii
৯। নিচের কোনটি অপ্রতিসাম্যের উদাহরণ?
ক) সী অ্যানিমন
খ) আপেল শামুক
গ) প্রোটিস্টান জীব
ঘ) প্রজাপতি
১০। কেঁচোতে কোন ধরনের খন্ডকায়ন দেখতে পাওয়া যায়?
ক) সম খন্ডকায়ন
খ) অসম খন্ডকায়ন
গ) হেটারোনোমাস খন্ডকায়ন
ঘ) কোনটিই নয়
১১। প্রাণিদেহে সাধারণত কয় ধরনের তল দেখতে পাওয়া যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
৫) ৫
১২। অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীর পর্ব হল-
(i) Nematoda
(ii) Rotifera
(iii) Kinorhyncha
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
১৩। কোন পর্বের প্রাণিদের দেহে কোন নির্দিষ্ট পৌষ্টিকনালি বা গহ্বর থাকে না?
ক) পরিফেরা
খ) নিডারিয়া
গ) আর্থ্রোপোডা
ঘ) কর্ডাটা
১৪। সমস্ত প্রাণিজগতকে প্রোটোজোয়া ও মেটাজোয়া – এই দুইভাগে বিভক্ত করেছেন কোন বিজ্ঞানী?
ক) আর. এইচ. হুইটেকার
খ) ক্যারোলাস নিলিয়াস
গ) হেকেল
ঘ) ল্যামার্ক
১৫। নিচের কোনটি পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের অন্তর্ভুক্ত নয়?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্রোটোজোয়া
১৬। শ্রেণিবদ্ধগত একক হল-
ক) প্রজাতি
খ) ট্যাক্সন
গ) ক্যাটাগরিকরণ
ঘ) নামকরণ
১৭। ত্রিপদ নামকরণের ক্ষেত্রে তৃতীয় পদটি হল-
ক) উপপর্ব
খ) উপশ্রেণি
গ) উপগোত্র
ঘ) উপপ্রজাতি
১৮। কোন ধরনের নামের ক্ষেত্রে অগ্রাধিকার আইন পালন করতে হয়?
ক) দ্বিপদ নাম
খ) ত্রিপদ নাম
গ) প্রতিনাম
ঘ) কোনটিই নয়
১৯। Integrated Principles of Zoology পুস্তকটি রচনা করেছেন-
ক) হিকম্যান
খ) ক্যারোলাস লিনিয়াস
গ) আর্নেস্ট মেয়র
ঘ) হেকেল
২০। নিচের কোনটি অ্যানিমেলিয়া রাজ্যের শাখা নয়?
ক) মেসোজোয়া
খ) প্যারাজোয়া
গ) ইউমেটাজোয়া
ঘ) মেটাজোয়া
২১। ননকর্ডেট প্রাণিদের বৈশিষ্ট্য হল-
(i) চোখ থেকে ত্বকের উদ্ভব ঘটে
(ii) হেপাটিক পোর্টালতন্ত্র নেই
(iii) হৃৎযন্ত্র পৃষ্ঠদেশে অবস্থিত
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২২। কোন পর্বের প্রাণিদের ছিদ্রাল প্রাণী বলা হয়?
ক) পরিফেরা
খ) নিডারিয়া
গ) অ্যানিলিডা
ঘ) মলাস্কা
২৩।নিডারিয়া পর্বের প্রাণিদের দেহে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
ক) গোলীয়
খ) অরীয়
গ) দ্বিঅরীয়
ঘ) দ্বিপার্শীয়
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
২৪। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী হল-
ক) গোলকৃমি
খ) সুতাকৃমি
গ) ফিতাকৃমি
ঘ) কেঁচোকৃমি
২৫। পরিফেরা পর্বের প্রাণিতে অস্টিয়াপথে প্রবেশ করে-
(i) খাদ্য
(ii) অক্সিজেন
(iii) শুক্রাণু
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৬। ফিতাকৃমির রেচনতন্ত্র কোনটি দ্বারা গঠিত?
ক) মালপিজিয়ান নালিকা
খ) নেফ্রিডিয়া
গ) শিখা কোষ
ঘ) নেফ্রন
২৭। যৌন দ্বিরূপতা দেখা যায় কোন পর্বের প্রাণিতে?
ক) প্লাটিহেলমিনথেস
খ) নেমাটোডা
গ) অ্যানিলিডা
ঘ) একাইনোডার্মাটা
২৮। প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হল-
ক) অ্যানিলিডা
খ) মলাস্কা
গ) আর্থ্রোপোডা
ঘ) কর্ডাটা
২৯। নিচের কোনটি মুক্ত সাঁতারু লার্ভা দশা?
ক) ট্রোকোফোর
খ) অ্যাম্ফিব্লাস্টুলা
গ) প্যারেনকাইমুলা
ঘ) প্লানুলা
৩০। নেরিস কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী?
ক) নেমাটোডা
খ) মলাস্কা
গ) অ্যানিলিডা
ঘ) কর্ডাটা
৩১। সন্ধিপদী প্রানিদের রেচন অঙ্গ হল-
ক) শিখা কোষ
খ) নেফ্রিডিয়া
গ) মালপিজিয়ান নালিকা
ঘ) নেফ্রন
৩২। নিডারিয়া পর্বের প্রাণিরা হল-
(i) সমুদ্রের ফুল
(ii) পৃথিবীর রত্নভাণ্ডার
(iii) সমুদ্রের রেইন ফরেস্ট
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৩৩। নিচের কোনটি নেমাটোডা পর্বের প্রাণী?
ক) চোখকৃমি
খ) ফিতাকৃমি
গ) চ্যাপ্টাকৃমি
ঘ) যকৃতকৃমি
৩৪। মলাস্কা পর্বের প্রাণিদের রক্তে রয়েছে-
(i) হিমোগ্লোবিন
(ii) হিমোসায়ানিন
(iii) অ্যামিবোসাইট
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৩৫। অ্যানিলিডদের রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের?
ক) মুক্ত
খ) বদ্ধ
গ) অর্ধমুক্ত
ঘ) কোনটিই নয়
৩৬। প্রাণিজগতের বৃহত্তম পর্ব হল-
ক) আর্থ্রোপোডা
খ) মলাস্কা
গ) একাইনোডার্মাটা
ঘ) কর্ডাটা
৩৭। পরিফেরা পর্বের প্রাণিদের বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত প্রকোষ্ঠকে বলা হয়-
ক) অসক্যুলাম
খ) স্পিকিউল
গ) অস্টিয়া
ঘ) কোয়ানোসাইট
৩৮। নিচের কোনটি যৌন জননে সক্ষম?
ক) পলিপ
খ) মেডুসা
গ) প্লানুলা
খ) কাইমুলা
৩৯। অ্যানিলিডদের রক্তরসে থাকে-
(i) হিমোগ্লোবিন
(ii) হিমোএরিথ্রিন
(iii) হিমোসায়ানিন
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৪০। নিচের কোন প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণির অন্তর্ভুক্ত?
ক) মাকড়সা
খ) চিংড়ি
গ) শতপদী
ঘ) তেলাপোকা
৪১। একাইনোডার্মাটা পর্বের প্রাণিদের বলা হয়-
ক) ছিদ্রাল প্রাণী
খ) রোমযুক্ত প্রাণী
গ) কন্টকত্বক প্রাণী
ঘ) সন্ধিপদী প্রাণী
৪২। সাগরতারার দেহে কোন তন্ত্রটি অনুপস্থিত?
ক) শ্বসনতন্ত্র
খ) প্রজননতন্ত্র
গ) রক্ত সংবহনতন্ত্র
ঘ) পেরিহিমালতন্ত্র
৪৩। কর্ডাটা পর্বের নামকরণ করেছেন-
ক) Jacob Klein
খ) Bateson
গ) Lamarck
ঘ) Linnaeus
৪৪। কর্ডেটদের দেহে এন্ডোস্টাইল পরবর্তীতে কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়?
ক) থাইরয়েড
খ) পিটুইটারি
গ) সুপ্রারেনাল
ঘ) প্যারাথাইরয়েড
৪৫। নিচের কোনটি কর্ডাটা পর্বের উপপর্ব নয়?
ক) Urochordata
খ) Cephalochordata
গ) Vertebrata
ঘ) Mammalia
৪৬।নিচের কোনটিতে পরিণত প্রাণিতে লেজ থাকে?
ক) অ্যাসিডিয়াসিয়া
খ) থ্যালিয়েসিয়া
গ) লার্ভেসিয়া
ঘ) কোনটিই নয়
৪৭। ইউরোকর্ডেটদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৪৮। কোন পর্বের সকল সদস্যই সামুদ্রিক?
ক) আর্থ্রোপোডা
খ) মলাস্কা
গ) একাইনোডার্মাটা
ঘ) পরিফেরা
৪৯। কর্ডেটদের রক্তসংবহনতন্ত্র কোন ধরনের?
ক) মুক্ত
খ) বদ্ধ
গ) অর্ধমুক্ত
ঘ) কোনটিই নয়
৫০। ইউরোকর্ডেটদের অপর নাম-
(i) Sea Lili
(ii) Sea Squirt
(iii) Sea Star
ক) i খ) ii
গ) iii ঘ) ii, iii
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ সাজেসান্স ও বোর্ড প্রশ্নের উত্তর
সঠিক উত্তরঃ
১। গ; ২। ঘ; ৩। ক; ৪। খ; ৫। ক; ৬। ক; ৭। গ; ৮। গ; ৯। খ; ১০। ক; ১১। খ; ১২। ঘ; ১৩। ক; ১৪। গ; ১৫। ঘ; ১৬। খ; ১৭। ঘ; ১৮। গ; ১৯। ক; ২০। ঘ; ২১। গ; ২২। ক; ২৩। খ; ২৪। গ; ২৫। ঘ; ২৬। গ; ২৭। খ; ২৮। খ; ২৯। ক; ৩০। গ; ৩১। গ; ৩২। ঘ; ৩৩। ক; ৩৪। গ; ৩৫। খ; ৩৬। ক; ৩৭। ঘ; ৩৮। খ; ৩৯। ক; ৪০। ঘ; ৪১। গ; ৪২। গ; ৪৩। খ; ৪৪। ক; ৪৫। ঘ; ৪৬। গ; ৪৭। খ; ৪৮। গ; ৪৯। খ; ৫০। খ;
প্র্যাকটিস (পর্ব-৩)
১। প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে?
ক) সিলোম খ) ভ্রূণস্তর
গ) খণ্ডক ঘ) নটোকর্ড
২। প্রাণিজগতের ভিন্নতার কারণ কী?
ক) প্রজাতিগত বৈচিত্র্য খ) আচরণগত বৈচিত্র্য
গ) খাদ্যাভাসগত বৈচিত্র্য ঘ) চলাচলগত বৈচিত্র্য
৩। জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যে শাখায়—
ক) Ecology খ) Evolution
গ) Limnology ঘ) Palaeontology
৪। কোন পর্বের সব প্রাণীই সামুদ্রিক?
ক) পরিফেরা খ) ইকাইনোডার্মাটা
গ) অ্যানেলিডা ঘ) আর্থ্রোপোডা
৫। Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি?
ক) দেহ অপ্রতিসম খ) দেহ কিউটিকল দ্বারা আবৃত
গ) দেহ খোলক দ্বারা আবৃত ঘ) বহিঃকঙ্কাল কণ্টকময়
৬। কোন পর্বে পানি সংবহনতন্ত্র দেখা যায়?
ক) Cnidaria খ) Nematoda
গ) Mollusca ঘ) Echinodermata
উদ্দীপকের ভিত্তিতে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৭। উদ্দীপকের M চিহ্নিত প্রাণীতে কোন বৈশিষ্ট্য দেখা যায়?
ক) পৌষ্টিকনালি সাধারণত প্যাঁচানো, কখনো U আকারের
খ) শ্বসনতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র উপস্থিত
গ) এদের দেহ উভলিঙ্গিক
ঘ) দেহগহ্ববের ফাঁকে ফাঁকে বায়ুযুক্ত প্যারেনকাইমা কোষ বিদ্যমান
৮। উদ্দীপকের ‘N’ কোন পর্বভুক্ত প্রাণী?
ক) Cnidaria খ) Nematoda
গ) Platyhelminthes ঘ) Annelida
৯। গুীরহর শ্রেণির প্রাণীর ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি?
ক) ১ জোড়া খ) ৭ জোড়া
গ) ৫-৭ জোড়া ঘ) ৫-১৫ জোড়া
নিচের উদ্দীপটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো।
১০। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো—
i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ
চিত্রটি লক্ষ করো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১১। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক) Sarcopterygii খ) Actinopterygii
গ) Chondrichthyes ঘ) Cephalaspidomorphi
১২। ‘Q’ চিহ্নিত অংশটি ভ্রূণীয় স্তরের কোন অংশ হতে সৃষ্টি হয়?
ক) এপিমিয়ার খ) মেসোমিয়ার
গ) হাইপোমিয়ার ঘ) এন্ডোমিয়ার
১৩। ‘P’ চিহ্নিত অংশটি থেকে Verterbrata উপপর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে পরিবর্তিত হয়—
i. মেরুদণ্ড
ii. মস্তিষ্ক
iii. সুষুম্নাকাণ্ড
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শ্রেণিকক্ষে তানিয়া দুটি প্রাণী নিয়ে পড়াশোনা করছে। যাদের অন্তঃকঙ্কাল অস্থিনির্মিত এবং এদের পাখনা রশ্মি বিদ্যমান। সে আরো জানল, উক্ত প্রাণীর ন্যায় সব প্রাণীরই বৈজ্ঞানিক নাম আছে।
১৪। উদ্দীপক অনুসারে প্রাণীর বিশেষ নামের প্রবর্তক কে?
ক) অগাস্ট হেকেল খ) ক্যারোলাস লিনিয়াস
গ) জোহান মেন্ডেল ঘ) জ্যাকব ক্লেইন
১৫। উদ্দীপকের প্রাণীটি হলো—
i. Scoliodon laticaudus
ii. Tenualosa ilisha
iii. Labeo rohita
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৬। Scolinodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?
ক) সাইক্লয়েড খ) প্ল্যাকয়েড
গ) টিনয়েড ঘ) গ্যানয়েড
১৭। নিচের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?
ক) Cavia porcellus খ) Naja naja
গ) Copsychus saularis ঘ) Panthera tigeris
১৮। ‘রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ’ (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি?
ক) Myxini খ) Chondrichthyes
গ) Actinopteryes ঘ) Sarcopterygii
১৯। Aves-এর বৈশিষ্ট্য হলো—
i. দেহ পালকযুক্ত
ii. শীতল রক্তবিশিষ্ট
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২০। হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কোন শ্রেণিতে?
ক) Chondrichthyes খ) Amphibia
গ) Osteichthyes ঘ) Reptilia
২১। প্রকৃত চোয়াল ও জোড় উপাঙ্গবিহীন এবং তুরুণাস্থিময় মত্স্যগোষ্ঠী কোন শ্রেণির অন্তর্গত?
ক) Cephalaspidomorphi খ) Chondrichthyes
গ) Actinopterygii ঘ) Sarcopterygii
২২। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো—
ক) গ্যানয়েড আঁইশ খ) সাইক্লয়েড আঁইশ
গ) হোমোসার্কাল লেজ ঘ) হেটেরোসার্কাল লেজ
২৩। কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন থাকে?
ক) ব্যাঙ খ) সাপ
গ) কচ্ছপ ঘ) ডলফিন
২৪। সমুদ্র তারা এর প্রতিসাম্যতা কোন ধরনের?
ক) দ্বিপার্শ্বীয় খ) গোলীয়
গ) পঞ্চ-অরীয় ঘ) দ্বি-অরীয়
২৫। সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়?
ক) কুমির খ) টিকটিকি
গ) কচ্ছপ ঘ) সাপ
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ
Comments are closed.