প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

প্রাণীর বিভিন্নতা শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC: Medical Exam , Competitive exam এবং এইচএসসি ফাইনাল এক্সামের জন্য এই শর্ট প্রশ্ন ও উত্তর গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি

সর্বপ্রথম Porifera (পরিফেরা) পর্বটির নামকরণ করেন -Robert Grant,১৮৩৬ সালে।

প্রাচীনতম ও সরল প্রকৃতির প্রাণী – Porifera পর্বের প্রাণী।

Cnidaria (নিডারিয়া) পর্বের প্রাণীর দেহপ্রাচীর – দ্বিম্ভরী কোষযুক্ত ৰা ডিপ্লোব্লাস্টিক।

নিডারিয়ানদের দংশন অঙ্গাণু (Stinging organelles) হচ্ছে – নেমাটোসিস্ট।

সিলেন্টেরন নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে – নিডারিয়া পর্বের প্রাণীদের।

নিডারিয়া পর্বের সদস্যদের মৌলিক একক– পলিপ ও মেডুসা।

দেহতৃক সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত – প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের।

রক্তসংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত – প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের।

সুতা কৃমি বা গােল কৃমি নামে পরিচিত – Nematoda পর্বের প্রাণীগুলো ।

প্রাণীর বিভিন্নতা শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

অপ্রকৃত সিলােমেট প্রাণীর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি – নেমাটোড প্রাণীরা।

নেমাটোডা পর্বের প্রাণীরা – অ্যাডােসিলােমেট ও অখণ্ডকায়িত।

শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত – নেমাটোডা পর্বের প্রাণীদের।

প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব – Mollusca (মলাস্কা) ।

ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগাে – Mollusca পর্বের সদস্য।

হিমােসায়ানিন ও অ্যামিবােসাইট কণিকা থাকে – Mollusca পর্বের প্রাণীদের রক্তে।

Annelida পর্বের প্রাণীদের দেহ – কিউটিকলে আবৃত।

ও Annelida পর্বের প্রাণীদের চলন অঙ্গ – কাইটিনময় সিটি বা পেশল প্যারাপােডিয়া।

Annelida পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র – বদ্ধ প্রকৃতির, রক্তের বর্ণ লাল।

Arthropoda পর্বের নামকরণ করেন -Von Siebold, ১৮৪৮ সালে।

প্রাণিজগতের বৃহত্তম পর্ব – Arthropoda (আথ্রোপােডা)।

Arthropoda -র সিলােম সংক্ষিপ্ত ও অধিকাংশ দেহগহ্বর রক্তে পূর্ণ – হিমােসিল।

Arthropoda পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র – উন্মুক্ত।

ও Arthropoda পর্বের প্রাণীদের রেচন অঙ্গ – ম্যালপিজিয়ান নালিকা।

Echinodermata পর্বের নামকরণ করেন – Jacob klein,১৭৩৪ সালে।

ও Echinodermata পর্বের শনাক্তকৃত জীবের প্রজাতির সংখ্যা – ৭,৫৫০ টি।

Echinodermata প্রাণীর দেহের মৌখিক তলে – পাঁচটি অ্যাম্বুল্যাক্রাল খাদ উপস্থিত।

ও Echinodermata -র চলন অঙ্গ – টিউব ফিট।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

Hickman et al. (2008) অনুসারে প্রাণিজগতে সর্বমােট পর্ব – ৩৩টি।

প্রাণিজগতে বিদ্যমান পর্বের মধ্যে কর্ডাটা জাতীয় পর্ব – ১টি।

R.H. Whittaker জীবের -৫ রাজ্য বা জগৎ শ্রেণিবিন্যাস করেন।

সাগর পাখা বলা হয় – Cnidaria পর্বের গর্গনিয়াকে।

Platyhelminthes পর্বের প্রাণীদের বলা হয় – চ্যাপ্টাকৃমি (flat worm)।

প্রথম টি-অঙ্গ মাত্রার গঠন দেখা যায় – Platyhelminthes পর্বে।

Nematoda পর্বের নামকরণ করেন – Gegenbaur (1851)।

Nematoda পর্বের প্রাণীদের সাধারণ নাম – সুতাকৃমি বা গােলকৃমি।

গােলকৃমির লার্ভা দশার নাম – র্যাবডিটিফর্ম।

Mollusca পর্বের নামকরণ করেন – Jonston (1650)।

Annelida পর্বের নামকরণ করেন – Lamark (1809)

Annelida পর্বের প্রাণীদের বলা হয় – Ringed worms” বা অঙ্গুরিমাল।

সম্পূর্ণ খণ্ডকায়ন দেখা যায় – Annelida পর্বের প্রাণীদের।

চলন অঙ্গ সিটা বা প্যারাপােডিয়া দেখা যায় – Annelida পর্বের।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

এ. কোষীয় সংগঠন মাত্রার প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? উ: Porifera পর্বের

৫. কোষ-কলা সংগঠন মাত্রার প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? উ: Cnidaria পর্বের

৭. কলা-অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী কোন পর্নে অন্তর্ভুক্ত? উ: Platyhelminthes পর্বে

৫. কোন প্রাণীতে সর্বদা দৈহিক অপ্রতিসাম্যতা দেখা যায়? উ: Porifera (স্পঞ্জ)

প্র. প্রকৃতিতে নন-কর্ডাটা প্রাণীর সংখ্যা কত শতাংশ? উ: প্রায় 95-97%

৫. কোন পর্বের প্রাণীর সাধারণ নাম স্পঞ্জ? উ: Porifera

প্র. কোন পর্বের প্রাণীদের Zoophyta বলা হয়? উ: Porifera

প্র. অ্যাম্ফিাস্টুলা ও প্যারেনকাইমুলালার্ভা কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? উ: Porifera

প্র, নালিতন্ত্র কোন পর্বের প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য? উ: Porifera

প্র. বাথম্পঞ্জ-এর বৈজ্ঞানিক নাম কী? উ: Euspongia officinalis

প্র. Porifera পর্বের প্রাণীদেহে বিদ্যমান ছিদ্রসমূহের নাম কী? উ: অস্টিয়া

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

প্র. কোন প্রাণীতে গেমিউল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে?

উ: পরিফেরা পর্বের প্রাণীতে

প্র, মৃত মানুষের আঙ্গুল স্পঞ্জ নামে পরিচিত কোন প্রাণী? উ: Chalina oculata

Cnidaria পর্বের নামকরণ করেন কোন বিজ্ঞানী? উ: Hatschek (1888)

প্র. সামুদ্রিক জীব প্রজাতির প্রায় 25% পাওয়া যায় কোথায়?

উ: প্রবাল ও প্রবাল প্রাচীরে

কোন পর্বের প্রাণী কাইটিন ও চুন নির্মিত প্রবাল গঠন করে? উ: Cnidaria

প্র. প্রবালের প্রধান উপাদান কী? উ: কাইটিন ও চুন

প্র, সিলেন্টেরন ও নিডােব্লাস্ট পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? উ: Cnidaria

এ, জেলিফিশ ও ব্রেইন কোরাল কোন পর্বের প্রাণী? উ: Cnidaria

প্র, পলিপ ও মেডুসা দশা বিদ্যমান কোন পর্বের প্রাণীতে? উ: Cnidaria

প্র, মেটাজেনেসিস দেখা যায় কোন পর্বের প্রাণীতে? উ: Cnidaria

প্র, পর্তুগীজ যুদ্ধ মানব বলা হয় কোন প্রাণীকে? উ: Physalia physalis

প্র, ব্রেইন কোরাল বলা হয় কোন প্রাণীকে? উ: Meandrina meandrites

প্র. কোন পর্বের প্রাণীর রেচনতন্ত্রে শিখাকোষ থাকে? উ: Platyhelminthes

প্র. যকৃকৃমি ও ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? উ: Platyhelminthes

প্র. Nematoda পর্বের নামকরণ করেন কে? উ: Gagenbaur

প্র, সুতাকৃমি বা গােলকৃমি বলা হয় কোন পর্বের প্রাণীকে? উ: Nematoda

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

গুরুত্বপূর্ণ তথ্যাবলি

Chordata পর্বের নামকরণ করেন – Bateson, ১৮৮৫ সালে।

এবং Chordata পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা – ৬৮,৬২৬ টি।

Chordata -র গলবিলের নিচে – এন্ডােস্টাইল নামক অঙ্গ থাকে।

পাের্টালতন্ত্র বিদ্যমান – Chordata এর সংবহনতন্ত্রে ।

সেলুলােজ নির্মিত টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত – ইউরােকর্ডাটা এর দেহ।

Ascidiamentula, Molgula tubifera – Ascidiacea (অ্যাসিডিয়াসিয়া) শ্রেণির উদাহরণ।

Salpa maxima, Doliolumrarum – Thaliacea (থ্যালিয়েসিয়া) শ্রেণির অন্তর্গত।

Oikopleura dioica, Appendicularia -Larvacea (লার্ভেসিয়া) শ্রেণির অন্তর্গত।

Gnathostomata (ন্যাথােস্টোমাটা) শ্রেণির প্রাণীকে ভাগ করা হয় – ৭টি শ্রেণীতে।

Gnathostomata -র প্রথম শ্রেণি – Chondrichthyes.

Chondrichthyes এর অন্তঃকঙ্কাল – সম্পূর্ণ তরুণাস্থিময়।

Chondrichthyes এর পুচ্ছ পাখনা – হেটারােসার্কাল ধরনের।

Actinopterygii (অ্যাকটিনােপটেরিজি) এর পৌচ্ছিক পাখনা – হােমােসাকাল ধরনের।

পিণ্ডাকার পাখনাবিশিষ্ট মাছ বলে – Sarcopterygii শ্রেণিভুক্ত মাছকে।

Sarcopterygii এর লেজ – ডাইফিসার্কাল ধরনের।

Amphibia শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড – তিন প্রকোষ্ঠ বিশিষ্ট।

Aves শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড – চার প্রকোষ্ঠ বিশিষ্ট।

Mammalia শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড – চার প্রকোষ্ঠী।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

Cephalochordata পর্বের প্রাণীদের দেহের সামনে আবরণীয়ভাবে থাকে – ওরাল হুড

Cephalochordata -র ফুলকাগুলাে – অ্যাট্রিয়ামে উন্মুক্ত।

Vertebrata -র পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ্ব – মস্তিষ্ক ও সুষুম্মাকাণ্ড গঠন করে।

Vertebrata -র গলবিলের উভয়পাশে ফুলকার থাকে – (৫-১৫) জোড়া।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

কর্ডেটের তৃতীয় উপপর্ব হচ্ছে – Vertebrata।

Myxini (মিক্সিনি) শ্রেণিভুক্ত মাছগুলাে পরিচিত – হ্যাগফিশ নামে।

PetromyZontida (পেট্রোমাইজনটিডা) শ্রেণিভুক্ত মাছগুলাে পরিচিত – ল্যামপ্রে নামে।

ল্যামপ্রের নাসিকা থলি উন্মুক্ত হয় – মুখবিবরে।

Chordata পর্বের প্রাণীদের জীবনে কতটি মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান – ৪টি (স্নায়ুরজ্জ্ব,

নটোকর্ড, গলবিলীয় ফুলকা রন্ধ্র ও পায়ু পশ্চাৎ লেজ)।

কর্ডেটদের হৃৎপিণ্ড দেহের – অঙ্কীয়তলে।

কর্ডেটদের রক্তসংবহনতন্ত্র কোন প্রকৃতির – বন্ধ প্রকৃতির।

সােলােনােসাইট কোষ সমৃদ্ধ প্রােটোনেফ্রিডিয়া প্রধান রেচন অঙ্গ- cepalochordata

Urochordata উপপর্বের প্রাণীদের কোন অংশে নটোকর্ড থাকে – লেজে।

Ascidia-র দেহে কী লার্ভা দশা বিদ্যমান – ট্যাডপােল।

Urochordate লার্ভার রূপান্তর কীরূপ ধরনের – Retrograssive ।

মায়ােটোম নামক পেশি দেখা যায় – Cephalochordata উপপর্বের প্রাণীতে।

Cephalochordata উপপর্বের প্রাণীদের মুখছিদ্র বেষ্টিত আবরণ হলাে – ওরলিহুড।

মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ – বৃক্ক বা কিডনি।

কোন শ্রেণির মাছগুলাে হ্যাগফিশ নামে পরিচিত – Myxini।

Myxini শ্রেণির প্রাণীদের মুখপ্রান্তে উপস্থিত কর্ষিকার সংখ্যা – ১-১৫ জোড়া।

Cephalaspidomorphi শ্রেণিভুক্ত মাছগুলাের সাধারণ নাম – ল্যমিগ্রে।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্র, মানুষ কোন শ্রেণিভুক্ত প্রাণী? উ: Mammalia।

এ. কোনটি Mammalia শ্রেণির উড়তে সক্ষম প্রাণী? উ: বাদুড়।

প্র, বাংলাদেশের জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কী? উ: Panthera tigris।

প্র. Mammalia শ্রেণিভুক্ত প্রাণীদের করােটিক স্নায়ু কত জোড়া? উ: ১২ জোড়া।

প্র. সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি? উ: কচ্ছপ ।

প্র. কোন শ্রেণির পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল? উ: Sarcopterygii।

প্র. কোনটি প্রথম স্থলচর ও চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণীর শ্রেণি? উ: Amphibia |

৫. কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান? উ: ব্যাঙ।

প্র. উভচরের পশ্চাৎপদে আঙুলের সংখ্যা কতটি? উ: ৫টি।

প্র, ব্যাঙের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত? উ: ৪টি

৫. কুমিরের ত্বক কোন ধরনের আঁইশ দ্বারা আবৃত? উ: এপিডার্মাল।

প্র, কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী? উ: সাপ (Naja naja)।

প্র, গেছাে ব্যাঙের বৈজ্ঞানিক নাম কী? উ: Rana tytleri।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

প্র. Aves শ্রেণিভুক্তদের কোন পদ ডানায় রূপান্তরিত হয়? উ: অগ্রপদ।

প্র, বিবর্তনিক দিক থেকে সবচেয়ে আধুনিক কোন শ্রেণির প্রাণীরা? উ: Mammalia।

প্র. কোনটি স্তন্যপায়ীদের বক্ষ ও উদর গহ্বর কে পৃথক রাখে? উ: ডায়াফ্রাম।

প্র, সম্পূর্ণ চার প্রকোষ্ঠেবিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়? উ: কুমির।

ব, কোনটি Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য? উ: গ্যানয়েড আঁইশ।

থ, লাংফিশ কোন শ্রেণির অন্তর্ভূক্ত? উ: Sarcopterygii।

ব, জীবিত মাছের কত ভাগ Actinopterygii শ্রেণিভুক্ত? উ: ৯৬%

থ, কোনটি রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ? উ: Actinopterygii।

ব, কোনটি পিণ্ডাকার পাখনাবিশিষ্ট মাছ? উ: Sarcopterygii।

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top