প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স :আইসিটি ৫ম অধ্যায়ের নৈর্বক্তিক প্রশ্ন ও উত্তর ঃ এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি ও চর্চার জন্য এই অধ্যায়ে থাকা সম্ভাব্য সব নৈর্বক্তিক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
২০২৩ সালের আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১। মেশিন লার্নিং এপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি?
ক,Algol
খ, C++
গ, Python
ঘ. Fortran
২। প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ম স্তর কোনটি?
ক, হাই লেবেল ভাষা
খ, অ্যাসেম্বলি ভাষা
গ, মেশিন ভাষা
ঘ. ভেরি হাই লেবেল ভাষা
৩। সি ভাষার উদ্ভাবক কে?
ক,ডেনিস রিচি
খ, এফ কড
গ, বারকুইন
ঘ. স্ট্রাউস্ট্রাস
৪। উচ্চস্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি?
ক,ডিবাগার
খ, কম্পাইলার
গ, অ্যাসেম্বার
ঘ. ইন্টারপ্রেটার
৫। মধ্যম স্তরের ভাষা কোনটি?
ক,বেসিক
খ, কোবেল
গ, ফরট্রান
ঘ. সি
৬। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যেসকল প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
i. Matlab
ii. SHRDLU
iii. CSS
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭। ইন্টারপ্রেটার এর কাজ কি?
ক,ডিবাগিং করে
খ,এক লাইন করে অনুবাদ করে
গ, একসাথেই অনুবাদ করে
ঘ. একবারেই অনুবাদ করে
মীম একটি কম্পিউটার প্রোগ্রাম SQL ব্যবহার করে ইংরেজিতে ডেভোলপ করলো যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোন কম্পিউটারের উপর নির্ভরশীল নয়।
৭।উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত?
ক) হাই লেবেল ভাষা
খ) মেশিন ভাষা
গ) চতুর্থ প্রজন্ম ভাষা
ঘ)অ্যাসেম্বলি ভাষা.
৮।প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন?
i. অ্যাসেম্বলার
ii. কম্পাইলার
iii. ইন্টারপ্রেটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. প্রবাহচিত্রে প্রক্রিয়াকরণ প্রতীক কোনটি?
ক ◊ খ ▱ গ ▭ ঘ ○
১০। ডাবল টাইপ ডেটার জন্য মেমোরি প্রয়োজন/
ক) ২
খ)৪
গ)৮
ঘ) ১৬।
১১। ফ্লোট টাইপ ডেটার জন্য মেমোরি প্রয়োজন/
ক) ২
খ)৪
গ)৮
ঘ) ১৬
১২। সি ভাষায় বৈধ চলক?
ক) Roll107
খ)ab@yahoo
গ) abc ny
ঘ) abc-n
১৩। X=4 এবং y=10 হলে y%x এর মান কত হবে?
ক) ৬
খ)২.৫
গ) ২
ঘ) ৩
১৪। কোনটি রেলেশনাল অপারেটর?
ক) +
খ)==
গ) OR
ঘ) AND
১৫. ‘C’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে-
i. যোগ করা যায়
ii. পরিপূরক
iii. ভাগশেষ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬.
x = 10;
y = x *5;
y = y % 3;
উদ্দীপকে উল্লিখিত y চলকের সর্বশেষ মান কত?
ক. 0
খ. 1
গ. 2
ঘ. 3
{int a = 2, b;
b = ++a;
printf(“%d”,b); }
১৭। উদ্দীপকে ‘b’ এর মান কত?
ক. 0
খ. 1
গ. 2
ঘ. 4
১৮সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে?
ক. b = a
খ. b = a ++
গ. b = a +3
ঘ. b = a – –
অভিন্ন তথ্যাভা ওক বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও।
#include <stdio.h>
void main ()
{int i;
for (i=1; i<5; i++)
}
১৯. উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লিয়ারেশন?
ক. i = 1; খ. int i; গ. i<=5; ঘ. i++
২০. উদ্দীপকে প্রোগ্রামাটিকে for লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে
i. if — else ii. if – goto iii. do while
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
int x;
for (x = 5; x < =14; x=x + 3)
{ if (x = = 11)
break;
print f (“ICT “);
}
২১. প্রোগ্রাম রান করলে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?
ক. 2
খ. 3
গ. 4
ঘ. 5
২২. break এর পরিবর্তে continue ব্যবহার করলে “ICT” লেখা কতবার প্রদর্শিত হবে?
ক. 3
খ. 4
গ. 5
ঘ. 6
নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
# include<stdio.h>
int main ()
{
int p;
for (p=0; p<= 10; p++)
{
printf(“\n Dhaka”);
}
return 0; }
২৩. প্রোগ্রামটি রান কালে “DHAKA” শব্দটি কতবার দেখাবে?
ক ৯ খ ১০ গ ১১ ঘ ১২
২৪. প্রোগ্রামটিতে কী ধরনের পরিবর্তন আনলে “DHAKA” শব্দটি ৫ বার প্রদর্শন করবে?
ক. p = 1, p=p+2
খ. p = 0, p=p+2
গ. p = 2, p+ = 3
ঘ. p = 3, pp + 3)
নিচের উদ্দীপকটির আলোকে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
#include <stdio.h>
main ()
{ int n, i, s;
scanf(“%d”, &n);
s= 0;
for ( i = 1; i<n; i = i+1)
s=s+i ;
printf (“%d”,s);
}
২৫. প্রোগ্রামটি রান করালে এবং কীবোর্ডে 5 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে?
ক. 6
খ. 10
গ. 15
ঘ. 21
২৬, কীবোর্ডে 5 টাইপ করে ফলাফল 55 পেতে গ্রুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে?
ক. s = s* i;
খ. s=s + i * i;
গ. s=s+i*i * i;
ঘ. s = s+i * i*i* i;
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
# include <stdio.h>
int main ()
{
int sum = 0;
int i = 1;
while (i < = 8)
{
sum = sum + i;
i=i+ 1;
}
printf(“%d”,sum);
return 0;
}
২৭. প্রোগ্রামটির আউটপুট কত?
ক. 21
খ. 28
গ. 36
ঘ.55
২৮. ‘i’ এর মানের কোন পরিবর্তনে আউটপুট ’20’ হবে?
ক. i = 0, i = i +1
খ. i = 1,i=i+2
গ. i = 2, i =i+1
ঘ. i = 2, i =i+2
প্রোগ্রামের ধারণা
১.কম্পিউটারের প্রাণ কোনটি
ক, অপকোড়
খ, নেটওয়ার্ক
গ, প্রােগ্রাম।
ঘ, হার্ডওয়্যার
২. কম্পিউটার শুধু বুঝতে পারে-
i. Off ও On
ii. 0 ও 1
iii. বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
প্রােগ্রামের ভাষা
৩ কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমােরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযােগ সাধন সম্ভব?
ক. মেশিন ভাষা।
খ, হাই লেভেল ভাষা
গ. অ্যাসেম্বলি ভাষা
ঘ, চতুর্থ প্রজন্মের ভাষা।
৪ কত সালে যান্ত্রিক ভাষা চালু হয়?
ক. ১৯৩০
খ, ১৯৪০
গ. ১৯৪৫
ঘ, ১৯৬০
৫ মেশিন ভাষার সুবিধা কোনটি?
ক. প্রােগ্রাম সহজে লেখা যায়
খ, সব ধরনের মেশিনে ব্যবহার উপযােগী
গ. প্রােগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরি হয়
ঘ, প্রােগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায়।
৬ যান্ত্রিক ভাষায় প্রতিটি নির্দেশের অংশ—
ক. 2টি
খ, 3টি
গ 4টি
ঘ, 5টি
৭ সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়?
ক, অ্যাসেম্বলি ভাষা
খ, যান্ত্রিক ভাষা
গ, উচ্চস্তরের ভাষা
ঘ, অতি উচ্চস্তরের ভাষা
৮ কোন ভাষায় লিখিত প্রােগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে?
ক, মেশিন ভাষা
খ. উচ্চস্তরের ভাষা
গ, অ্যাসেম্বলি ভাষা
ঘ, চতুর্থ প্রজন্মের ভাষা
৯ কোন ভাষার লিখিত প্রােগ্রামের জন্য অনুবাদকের প্রয়ােজন হয় না?
ক, Natural
খ. Machine
গ. High Level
ঘ, Assembly
১০. মেশিন ভাষায় অনূদিত হয় কোনটি?
ক, অপারেন্ড
খ. লেবেল
গ, কমেন্ট
ঘ, অপারেশন কোড
১১. অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা?
খ, ২য়
ক. ১ম
ঘ, ৪র্থ
গ, ৩য়
১২. সাংকেতিক ভাষা কোনটি?
ক, মেশিন ভাষা
খ. অ্যাসেম্বলি ভাষা
গ, উচ্চস্তরের ভাষা
ঘ. অতি উচ্চস্তরের ভাষা
১৩. মেশিন ভাষা-
i. অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়
ii. যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
iii. তাড়াতাড়ি প্রােগ্রাম লেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. মেশিন ভাষার প্রােগ্রাম- [চ, বাে, ‘১৬]
i. সরাসরি ও দ্রুত কার্যকর হয়
ii. কম্পিউটার সংগঠন বর্ণনা করে
iii. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযােগী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. বিট, বাইট, মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে-
i. মেশিন ভাষা।
ii. মধ্যস্তরের ভাষা
iii. উচ্চস্তরের ভাষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. প্রােগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে-
i. প্রােগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়
ii. দক্ষ প্রােগ্রামার প্রয়ােজন হয়
iii. প্রােগ্রাম দ্রুত নির্বাহ হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
উচ্চস্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা (4GL)
১৭ কম্পিউটারের তৃতীয় প্রজন্মের ভাষা কেমন ছিল?
ক, অ্যাসেম্বলি ভাষা
খ, যান্ত্রিক ভাষা
গ উচ্চতর ভাষা
ঘ, স্বাভাবিক ভাষা
১৮. কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায়?
ক, PASCAL
খ COBOL
গ, C
ঘ, FORTRAN
১৯, 4GL বলতে বুঝায়-
ক, অতি উচ্চস্তরের ভাষা
খ উচ্চস্তরের ভাষা
গ, মধ্যম স্তরের ভাষা
ঘ. নিম্নস্তরের ভাষা
২০. কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
ক, BASIC
খ. PASCAL
গ, INTELLECT
ঘ CSL
২১. NOMAD কোন প্রজন্মের ভাষা?
ক, প্রথম
খ, দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ, চতুর্থ
২২. কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কোন প্রজন্মের কম্পিউটার ভাষা?
ক, দ্বিতীয়।
খ. তৃতীয়
গ, চতুর্থ
ঘ. পঞ্চম
২৩, OPS5 কোন প্রজম্মের ভাষা? কু, বাে, ‘১৯)
ক, পঞ্চম
খ. চতুর্থ
গ. তৃতীয়
ঘ. দ্বিতীয়
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
অনুবাদ প্রােগ্রাম
২৪. প্রােগ্রামের ভাষায় লেখা প্রােগ্রামকে কি বলা হয়?
ক. গন্তব্য প্রােগ্রাম।
খ. উৎস প্রােগ্রাম
গ, ভিজুয়্যাল প্রােগ্রাম।
ঘ, অনুবাদক প্রােগ্রাম
২৫. উৎস প্রােগ্রামকে একত্রে বস্তু প্রােগ্রামে রূপান্তর করে কোনটি?
ক, কম্পাইলার
গ, লিংকার
খ, ইন্টারপ্রেটার
ঘ, অ্যাসেম্বলার
২৬. অনুবাদক সফটওয়্যার কয় ধরনের?
ক ২
খ ৩
গ. ৪
ঘ ৫
২৭,C ভাষায় লেখা প্রােগ্রামকে কী বলা হয়?
ক, অ্যাসকি কোড
খ, অবজেক্ট কোড
গ, ইউনি কোড
ঘ, সাের্স কোড
২৮, মেশিনের ভাষায় রূপান্তরিত প্রােগ্রামকে বলা হয়-
ক. অ্যাসেম্বলার
খ, কপাইলার
গ, ইন্টারপ্রেটার
ঘ, অবজেক্ট প্রােগ্রাম
২৯ উৎস প্রােগ্রাম—-[?] ——-[বস্তু প্রােগ্রাম
(?) চিহ্নিত স্থানে কি হবে?
ক, কম্পাইলার
খ. ইন্টারপ্রেটার।
গ. অ্যাসেম্বলার
ঘ, লিংকার
৩০. নিচের কোনটি কম্পাইলার?
ক, সি
খ, বেসিক
গ. কিউবেসিক
ঘ. ভিজুয়াল বেসিক
৩১. C প্রােগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রােগ্রাম ব্যবহৃত হয়?
i. কম্পাইলার
ii. ইন্টারপ্রিটার
iii. অ্যাসেম্বলার।
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. ‘কম্পাইলার’ ও ‘ইন্টারপ্রেটার’ এর মধ্যে পার্থক্য রয়েছে-
i. প্রােগ্রামটি অনুবাদের ক্ষেত্রে
ii. কাজের গতির ক্ষেত্রে
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
প্রােগ্রাম তৈরির ধাপসমূহ
৩৩ প্রােগ্রাম রচনার ধাপগুলাের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক, প্রােগ্রাম ডিজাইনিং
খ. প্রােগ্রাম কোডিং
গ. সমস্যার বিশ্লেষণ
ঘ. প্রােগ্রাম টেস্টিং
৩৪. প্রােগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি?
ক, সমস্যা বিশ্লেষণ
খ, প্রােগ্রাম ডিজাইন।
গ, প্রােগ্রাম বাস্তবায়ন
ঘ. প্রােগ্রাম রক্ষণাক্ষেণ
৩৫. প্রােগ্রাম তৈরিতে প্রােগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি?
ক, সমস্যা বিশ্লেষণ
খ, প্রােগ্রাম কোডিং
গ, প্রােগ্রাম বাস্তবায়ন
ঘ, প্রােগ্রাম রক্ষণাবেক্ষণ
৩৬. প্রােগ্রাম টেস্টিং এর পূর্ববর্তী ধাপ কোনটি?
ক, সমস্যা নির্দিষ্টকরণ
খ. সমস্যা বিশ্লেষণ
গ. প্রােগ্রাম ডিজাইন
ঘ, প্রােগ্রাম কোডিং
৩৭. প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে—
i. সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
ii. অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি
iii. প্রােগ্রাম কোডিং ও ডিবাগিং
নিচের কোনটি সঠিক?
কi ও ii
খ i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও ii
৩৮. প্রােগ্রাম ডিজাইনের অন্তর্ভুক্ত কাজ হচ্ছে-
i. অ্যালগরিদম প্রণয়ন
ii. প্রবাহচিত্র তৈরি
iii, সুডােকোড তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
৩৯, প্রোগ্রাম রচনার জন্য প্রয়ােজন-
i. সমস্যা শনাক্তকরণ
ii. প্রােগ্রাম বাগ করা
iii. প্রােগ্রাম ডিবাগিং করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪০. একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল প্রােগ্রাম রচনার জন্য অত্যাবশ্যকীয় কাজ হলাে—
i. সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
ii. প্রবাহচিত্র তৈরি
iii. ডিবাগিং ও কোডিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ, ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪১. প্রােগ্রাম তৈরির ধাপে কোডিং-
i. সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত
ii. প্রােগ্রামিং ভাষার সাহায্যে করা
ii. প্রােগ্রাম তৈরির পর ভুল খোজা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ, i ও iii
গ, ii ও iii
ঘ. i, ii ও iii
৪২. প্রােগ্রামের কয় ধরনের ভুল রয়েছে?
ক. ১
খ, ২
গ. ৩
ঘ, ৪
৪৩, প্রােগ্রামে x>y এর জায়গায় x < y লিখলে কোন ধরনের ভুল হবে?
ক, লজিক্যাল
খ, রান টাইপ
গ, এক্সিকিউশন
ঘ, সিনটেক্স
৪৪. প্রােগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়?
ক. সিনট্যাক্স ভুল
খ. লজিক্যাল ভুল
গ. ডেটা ভুল
ঘ, যে কোনাে ভুল
৪৫, প্রোগ্রামে ভুল হতে পারে-
i. Data error
ii. Logical Error
iii. Syntax error
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
অ্যালগরিদম ও ফ্লোচার্ট
৪৬. অ্যালগরিদম হলাে-
ক, সিদ্ধান্তক্রম
খ. পর্যায়ক্রম
গ. চিত্ররূপ
ঘ. ডিবাগিং
৪৭. ফ্লোচার্ট কত প্রকার?
ক. 2
খ, 4
গ. 6
ঘ, ৪
৪৮. ফ্লোচার্টের মৌলিক ছাঁচ কয়টি?
ক. 2টি
খ, ৪টি
গ ৫টি
ঘ, ৬ টি
৪৯. প্রােগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?
ক. বৃত্ত
খ, সামান্তরিক
গ, আয়তক্ষেত্র
ঘ, রম্বস
◊
৫০. উপরের প্রতীকটি কোন কাজে ব্যবহার হয়?
ক, সিদ্ধান্ত গ্রহণ
খ, প্রক্রিয়াকরণ
গ, ডেটা ইনপুট
ঘ, ডেটা আউটপুট
৫১. প্রবাহচিত্রে প্রক্রিয়াকরণ প্রতীক কোনটি?
ক ◊
খ ▱
গ ▭
ঘ ○
৫২. কোনটি ফ্লোচার্টের সংযােগ প্রতীক?
ক ◊
খ ▱
গ ▭
ঘ ○
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
প্রোগ্রাম ডিজাইন মডেল
৫৩. ‘C’ এর জনক কে?
ক. Dennis Ritche
খ, Bill Gates
গ, Lady Ada Augusta
ঘ Bjrne Stroustrup
৫৪. C++ এর সমস্যাযুক্ত বৈশিষ্ট্যগুলােকে বাদ দিয়ে নিচের কোনটি ডেভলপ করা হয়েছে?
ক. BASIC
খ JAVA
গ, ORACLE
ঘ, C
৫৫. কোন ল্যাঙ্গুয়েজে প্রােগ্রাম কম্পাইলিং করা বেশ কঠিন?
ক. C
খ, C++
গ. Oracle
ঘ, Prolog
৫৬. জাভা কত সালে সূচনা করা হয়?
ক. ১৯৮০
খ. ১৯৮২
গ, ১৯৯১
ঘ, ২০০৩
৫৭. c হচ্ছে – ভাষা
i. উচ্চস্তরের প্রােগ্রামিং
ii. মধ্যম স্তরের
iii. স্ট্রাকচার্ড প্রােগ্রামিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৮, C++ কী?
ক, সাধারণ প্রােগ্রাম
খ. জেনারেল পারপাস প্রােগ্রাম
গ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রােগ্রাম
ঘ, ডেটাবেজ প্রােগ্রাম।
৫৯. ALGOL এর পূর্ণ নাম কী?
ক. Algol Language
খ. ALgorithmic Language
গ. Arithmetic Logic
ঘ. Arithmetic Language
৬০. Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহা্র করা যায়?
ক, ৮০
খ, ৬০
গ, ৪০
ঘ, ২০
৬১. FORTRAN ভাষাটি কোন কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছিল?
ক Apple
খ, IBM
গ Mark-1
ঘ, ABC
৬২. কোনটি অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? [সি, বাে, ‘১৯]
ক, BASIC
খ, HTML
গ, C
ঘ, Java
৬৩, অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রােগ্রামিং ভাষা হলো—
i. Python
ii. C++
iii. ALGOL
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬৪, অবজেক্ট ওরিয়েন্টেড প্রােগ্রামে ব্যবহার করা হয়-
i. অবজেক্ট ভিত্তিক
ii. চিত্র ভিত্তিক
iii. GUI ভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬৫. ইনহেরিটেন্স কোন প্রােগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য?
ক, স্ট্রাকচার্ড প্রােগ্রামিং
খ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রােগ্রামিং
গ, ভিজুয়াল প্রােগ্রামিং
ঘ, ইভেন্ট ড্রাইভেন প্রােগ্রামিং
৬৬, ভিজুয়্যাল প্রােগ্রামিং এর ভিত্তি কোনটি?
ক, GUI ভিত্তিক
খ, বর্ণভিত্তিক
গ, কীবাের্ড ভিত্তিক
ঘ, টেক্সট ভিত্তিক
৬৭. পলিমরফিজম নিচের কোন ভাষার বৈশিষ্ট্য?
ক, সি
খ. ভিজুয়্যাল বেসিক
গ, জাভা
ঘ, ওরাকল
৬৮. তৃতীয় প্রজন্মের ইভেন্ট ড্রাইভেন প্রােগ্রামিং ভাষা কোনটি?
ক. VB
খ, VBC
গ, BV
ঘ, BVC
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
C প্রােগ্রামিং ভাষা : প্রাথমিক ধারণা
৬৯. প্রােগ্রামার তার ইচ্ছানুযায়ী ভেরিয়েবলের
i. নাম পরিবর্তন করতে পারেন।
ii. সংযােজন করতে পারেন
iii. বিয়ােজন করতে পারে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :
জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
৭০. উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি?
ক. সঠিক হেডার ফাইল উল্লেখ না করা
খ. ইনপুটে ভগ্নাংশ সংখ্যা প্রদান করা
গ. আউটপুট ফাংশনে ভুল চলক ঘােষণা করা
ঘ, প্রয়ােজনীয় চলক ঘােষণা না করা
৭১. উদ্দীপকের ন্যায় প্রােগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়ােজন-
i. বিশেষ ডেটাবেজ প্রােগ্রামিং ভাষা জানা থাকা
ii. চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা
iii. ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ, i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭২. সরল অনুক্রমের পরিবর্তনের জন্য কী ব্যবহার করা হয়?
ক; জাম্প
খ, সরল অনুক্রম
গ, চক্র
ঘ. সিলেকশন
৭৩. সি প্রােগ্রামের ক্ষেত্রে-
i. প্রােগ্রাম কম্পাইল করার জন্য Alt+F9 কী-দ্বয় একত্রে চাপতে হবে।
ii. প্রােগ্রাম সেভ করার জন্য Alt+S কী-দ্বয় একত্রে চাপতে হবে
iii. প্রােগ্রাম রান করার জন্য Ctrl+F9 কী-দ্বয় একত্রে চাপতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭৪. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি? [ঢা, বাে, ‘১৭]
ক. main() → # include
খ. # include → main()
গ, main() → # include <>
ঘ, # include <>→ main()
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি। একাদশ-দ্বাদশ শ্রেণি
ডেটা টাইপ : ধ্রুবক, চলক, রাশিমালা, কী-ওয়ার্ড
৭৫. সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়?
ক, ক্যারেক্টার।
খ. ইন্টিজার
গ. রিয়াল।
ঘ, ডাবল।
৭৬, “সি” ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের?
ক, ৮
খ, ১৬
গ. ৩২
ঘ, ৬৪
৭৭. C প্রােগ্রামিং ভাষায় long integer চলক মেমােরিতে কত বাইট জায়গা নেয়? [কু, বাে, ‘১৬]
ক, ২ বাইট
খ. ৪ বাইট
গ, ৮ বাইট
ঘ, ১৬ বাইট
৭৮. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
ক, 128
খ, 255
গ. 256
ঘ, 512
৭৯, Char টাইপ ডেটা মান সীমাবদ্ধ-
ক 0- 127
খ 0 – 128
গ. 0 – 255
ঘ. 0 – 156
৮০. float type চলকর জন্য মেমােরিতে কত বাইট জায়গায় প্রয়ােজন হয়?
ক, 1
খ. 2
গ. 4
ঘ, ৪
৮১. সি ভাষায় float ডেটা টাইপ কত বিটের?
ক. 16
খ, 32
গ, 48
ঘ, 64
৮২. হেক্সাডেসিমেল integer Read করতে নিচের কোন Codeটি দিতে হবে?
ক, %
খ, %h
গ, %x
ঘ, %d
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
৮৩. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?
ক, %d
খ %f
গ, %lf
ঘ, %s
৮৪. ফ্লোটিং ডেটার ফরমেট স্পেসিফায়ার কোনটি?
ক. %d
খ, %f
গ. %c
ঘ, %s
প্রােগ্রামিং ভাষা
৮৫. পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়-
ক, a
খ, b
গ, v
ঘ, r
৮৬. সি-ভাষার ধ্রুবক ঘােষণা করার নিয়ম হলাে-
i. const float pi =3.1416;
ii. float pi = 3.1416;
iii. #define pi 3.1416
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮৭. কোনটি সি ভাষায় বৈধ চলক?
ক. main
খ. chair
গ. my & Rol
ঘ. My_Roll
৮৮, সি-ভাষার চলকগুলাে লক্ষ কর-
i. student_name
ii. student name
iii. student @ name
নিচের কোনটি সঠিক?
ক. i
খ, iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৮৯, C ভাষায় সঠিক চলক কোনটি?
ক. st_name
খ $ stname
গ Istname
ঘ, 1st name
৯০. নিচের কোনটি সঠিক চলক?
ক. 1 test
খ. test 1
গ test @ 1
ঘ, test_1
৯১. নিচের কোনটি সঠিক?
ক. int number-1
খ, int number 1
গ int 1 number
ঘ, intnumber_1
৯২. %d’ কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে?
ক. integer
খ, character
গ, string
ঘ, floating
৯৩, “%f কাজ করে।
i. ইন্টিজার
ii. ফ্লোট
iii. রিয়েল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
৯৪, ‘সি’ ভাষার এক্সপ্রেশন x = pow (3, 2) + (5% 2) + 3. X এর মান কত?
ক, 10
খ. 11
গ. 12
ঘ, 13
৯৫. Y= p2x +2/3-এর সমতুল্য সি এক্সপ্রেশন-
i. Y = (pow (p, 2)) * x + 2/3
ii. Y = (pow (2, p)) * x + 2/3
i. Y= p * p*x + 2/3
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯৬. সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের?
ক. 2
খ, 3
গ, 5
ঘ, 6
৯৭. সি ভাষায় && কে কোন ধরনের অপারেটর বলা হয়?
ক. Arithmetic
খ, Rf.lation
গ. Logical
ঘ, Assignment
৯৮. কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন?
ক) !
খ) ║
গ, &&
ঘ. =
৯৯. কোনটি সম্পর্কযুক্ত অপারেটর?
ক, +
খ. > =
গ AND
ঘ <<
নিচের উদ্দীপকটি পড় ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর
X = 100;
এবং X/ = 5;
এবং X = X% 10;
১০০, X-এর মান কত?
ক, 0
খ, 2
গ. 10
ঘ, 20
১০১, উদ্দীপকে ব্যবহুত অপারেটর হচ্ছে—
i. Arithmetic
ii. Assignment
iii. Logical
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০২. কোনটি সি-ভাষায় ব্যবহৃত কী-ওয়ার্ড?
ক. ing
খ. for
গ. select
ঘ, href
১০৩. নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়?
ক break
খ. if
গ, else
ঘ, function
১০৪. সি প্রােগ্রামিং ভাষায় switch কি?
ক, ভ্যারিয়েবল।
খ, ফাংশন
গ, কী-ওয়ার্ড
ঘ, অপারেন্ড
১০৫. নিচের কোনটি কী ওয়ার্ডের উদাহরণ?
ক. long, int, scanf
খ, short, cos, void
গ. for, li.ne, w.hile
ঘ. return, goto, break
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
লুপ স্টেটমেন্ট
১০৬, সি ভাষায় লুপ নিয়ন্ত্রণের স্টেটমেন্ট হচ্ছে-
i. for
ii. w.hile
iii. if the.n
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ, i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
main ()
{ int a, b;
b = 50;
a = b% 25;
printf(“%d”, a);
১০৭. প্রােগ্রামটির আউটপুট কত?
ক, 0
খ. 2
গ. 25
ঘ, 50
১০৮. উদ্দীপকের ব্যবহৃত প্রােগ্রামিং ভাষাটি হচ্ছে-
i. General-purpose language
ii. Mid-level language
iii. Case sensitive language
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০৯, for (i= 1; i <= 5; i++)
{if (i == 3) continue;
printf (“HSC Exam”);
}
উদ্দীপকের প্রােগ্রামটিতে “HSC Exam” কতবার প্রদর্শিত হবে?
ক. 1
খ, 2
গ, 4
ঘ, 5
উদ্দীপকটি পড়ে ১১০নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
#include <conio.h>
int main ()
{ int i, k;
i = 8;
k = i ++;
printf(“i and k: %d%d”, i, k);
getch();
}
১১০. উদ্দীপকের প্রােগ্রামটির আউটপুট কোনটি?
ক. 10 9
খ, 9 10
গ. 9 8
ঘ, 8 9
নিচের উদ্দীপকটি পড় ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও :
main ()
{
int n;
scanf(“%d”, &n);
printf(“%d”, sqrt (n))
}
১১১. উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি?
ক. Primary
খ. User defined
গ. Derived
ঘ. Empty
১১২. উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি?
i. stdio.h
ii. conio.h
iii. math.h
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
main()
{ float r;
printf (“Enter your GPA”);
scanf(“%d”, & r);
}
১১৩. প্রােগ্রামে ডিক্লেয়ার r কী?
ক, ভেরিয়েবল
খ, ধ্রুবক
গ. কী ওয়ার্ড
ঘ. স্টেটমেন্ট
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
প্রােগ্রামিং ভাষা
১১৪. প্রােগ্রামে উল্লিখিত %d এর পরিবর্তে ব্যবহার করা যায়-
i. %2f
ii. %f
iii. %r
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ, i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১৫ ও ১১৬ নং প্রশ্নের
উত্তর দাও :
#include <stdio.h>
main()
{ int a = 3, b;
b = + + a;
printf(“%d”, b);
}
১১৫. প্রােগ্রাম রান করলে printf () ফাংশনে b এর মান কত হবে?
ক. 3
খ, 4
গ. 5
ঘ 6
১১৬. অতিরিক্ত লাইন না লিখে প্রােগ্রাম রান করলে printf () ফাংশনে b এর মান ৪ হবে কী পরিবর্তন করলে?
ক, b= a ++
খ, b = a —
গ, b = a – 5
ঘ b= a +5
নিচের উদ্দীপকটি পড় এবং ১১৭ ও ১১৮ নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
main()
{ int a = 3, b;
b = 2*a;
printf (“%d”, b);
}
১১৭, প্রােগ্রাম রান করলে b এর মান কত হবে?
ক. 3
খ. 4
গ, 5
ঘ. 6
১১৮. প্রােগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে যখন –
i, b = a ++;
ii. b = a —
iii, b + = a
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ, i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও :
for (c = 2; c<= 10; c = c + 2)
{printf (“ICT”);
if (c = = 6)
break; }
১১৯, ICT লেখটি কতবার প্রদর্শিত হবে?
ক. 1
খ. 2
গ. 3
ঘ, 5
১২০. If শর্তটি বাদ দিলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?
ক. 1
খ. 2
গ. 3
ঘ, 5
১২১. # include <stdio.h>
main ()
{ int x;
for (x = 5; x <= 10; x++)
printf (“%d”, x);
if (x == 6)
break;
}
}
121 প্রােগ্রামটির আউটপুট কোনটি?
ক. 5
খ, 56
গ. 5789
ঘ, 6789
নিচের উদ্দীপকটি পড় এবং ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও :
for (i=1;i<= 10; i = i+ 2)
{
printf (“ICT”);
if (i = = 7)
break;
}
১২২. উদ্দীপকের আলােকে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?
ক. 1
খ, 2
গ. 3
ঘ, 4
১২৩, if শর্তটি বাদ দিলে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?
ক. 3
খ, 5
গ, 7
ঘ, 9
১২৪, for (i= 2; i<= 10; i = + 2) এর printf(“%d”, i) ধারা কোনটি?
ক) 1 2 3 4 5 6 7 8 9 10 খ 2 4 6 8 10
গ 13 579 ঘ 1 2 3 4 5 6 7 8 9 10
১২৫, #include <stdio.h>
main ( )
{ int i;
for (i=1;i<= 10; i + = 2)
{ printf (“%d”, i); }
}
প্রােগ্রামটির আউটপুট কোনটি?
ক. 12345678910
খ 123456789
গ, 13579
ঘ, 246810
১২৬,
for (i = 1; i<8; i+ = 2)
printf(“%d”, i);
কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?
ক. 12 3 4 5 6 7
খ, 135 7
গ. 24 6 8
ঘ, 123456 7 8
নিচের উদ্দীপকটি অনুসারে ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
main()
{ int a, s = 0;
for (a = 1; a <= 5; a + +)
S = S + a;
printf (“%d”, s);
}
১২৭. প্রােগ্রামটির আউটপুট কত?
ক.1
খ. 5
গ. 10
ঘ, 15
১২৮, “a” এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে?
ক. a = 1, a = a + 2
খ, a = 2, a = a + 1
গ, a = 2, a = a +2
ঘ. a = 0, a = a +1
১২৯, ++p এর সমতুল্য মান কোনটি?
ক. p = p+ 2
খ. p =p-2
গ. p = p +1
ঘ, p = p-1
উদ্দীপকটি পড়ে ১৩০ ও ১৩১ নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
main ()
{ int i, s = 0;
for (i= 1;i<= 6; i++)
{ s =s + i;}
{
printf(“%d”, s);
}
১৩০, প্রােগ্রামটির আউটপুট কত?
ক, 6
খ. 15
গ, 19
ঘ. 21
১৩১. “i” এর মানের কী পরিবর্তন আউটপুট ১২ হবে-
ক. i = 0, i = i + 1
খ. i = 1,i=i+ 2
গ. i = 2, i =i+1
ঘ. i = 2, i = i+2
নিচের উদ্দীপকের আলােকে ১৩২ ও ১৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
#include <conio.h>
void main()
{ int n, i, s;
scanf(“%d”, &n);
S = 0
for (i = 1; i <= n; i++);
s=s+i;
printf (“%d”, s);
getch ();
}
১৩২. প্রােগ্রামটি রান করালে এবং কী বাের্ডে 10 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে?
ক. 25
খ. 30
গ. 55
ঘ. 165
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
১৩৩. 10 সংখ্যাটি ঠিক রেখে ফলাফল 385 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে?
ক. s = s*i
খ. s = s + i*i
গ. s = s +i*i*i
ঘ, s = s + i*i*i *i
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩৪ ও ১৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
#include <conio.h>
main ()
{ int a, b, c:
printf (“Enter Value: “);
scanf(“%d%d%d”, &a, &b, &c);
c = a + b;
printf(“nc = %d”, c);
getch();
}
১৩৪. উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে
i. c এর মান প্রদর্শন করবে
ii. যােগফল প্রদর্শন করবে
iii. a ও b এর মান প্রদর্শন করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩৫, উদ্দীপকে প্রােগ্রামের আউটপুটে ভগ্নাংশ মান পেতে হলে-
i. ডেটা টাইপ পরিবর্তন করতে হবে
ii. ফরমেট স্পেসিফায়ার পরিবর্তন করতে হবে
iii. ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩৬. তিনটি পূর্ণসংখ্যা (a, b, c) কী-বাের্ডের দ্বারা ইনপুট নেয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি?
ক. scanf (“%d, %d, %d”, &a, &b, &c)
খ, scanf (“%d %d %d”, &a, &b, &c)
গ. scanf (“%d, % %d d d”, &a, &b, &c)
ঘ. scanf (“% d % d, % d”, a, b, c)
১৩৭, সি-ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি?
ক. main ()
খ. printf ()
গ, scanf()
ঘ, getch ()
১৩৮, একটি করে ক্যারেক্টার প্রদর্শন করার জন্য C-প্রােগ্রামে নিচের কোন কমান্ডটি দিতে হয়?
ক. gets ()
খ. putchar ()
গ. puts ()
ঘ, getch ()
১৩৯, একাধিক শব্দ লেখার জন্য C-প্রােগ্রামে নিচের কোন কমান্ডটি দিতে হয়?
ক. puts ()
খ. putchar ()
গ. gets ()
ঘ. getchar ()
১৪০, “Hello world” লেখাটি ৫ বার প্রদর্শনের ক্ষেত্রে C স্টেটমেন্ট হলাে –
i. for (n = 1; n< 6; n + +)
printf (“Hello World!”)
ii. n=3; do {printf (“Hello World!”)
n++;
} while (n<= ৪);
iii. n=5; while (n<10)
{printf (“Hello World!”);
n #;}
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪১. C-প্রােগ্রামে লুপ স্টেটমেন্ট-
i. for loop
ii. wh.ile-loop
iii. do-w.hile-lo.op
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪২ ও ১৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
#include <stdio.h>
main()
{ int m ;
printf (“Enter your marks”);
scanf(“%d”, &m);
printf (“%d”, &m);
}
১৪২. উদ্দীপকে m এর জন্য কত বাইট জায়গা প্রয়ােজন?
ক. 1
খ, 2
গ. 4
ঘ, ৪
১৪৩. উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল?
ক. int m.
খ. printf(“Enter your marks”);
গ, scanf (%d”, &m)
ঘ. printf(“%d, ” &m);
.
অ্যারে
১৪৪. সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক, ফাংশন
খ, পয়েন্টার
গ, স্ট্রাকচার
ঘ. অ্যারে।
১৪৫. নিচের কোনটি দ্বি-মাত্রিক অ্যারের উদাহরণ? (রা, বাে, ‘১৭]
ক. mark [5, 6]
খ. mark (5, 6)
গ. mark [5] [6]
ঘ, mark (5) (6)
প্রোগ্রামিং ভাষা MCQ সাজেশান্স
ফাংশন
১৪৬. বড় বড় প্রােগ্রামকে ছােট ছােট অংশে ভাগ করার পদ্ধতিকে কী বলে?
ক, অরে।
খ, পয়েন্টার।
গ লুপ
ঘ, ফাংশন
১৪৭. printf() এর সাহায্যে ডেটা কোথায় পাঠান হয়?
ক. ইনপুট মান ইনপুট মাধ্যমে
খ. আউটপুট মান আউটপুট মাধ্যমে
গ. ইনপুট মান আউটপুট মাধ্যমে
ঘ. আউটপুট মান ইনপুট মাধ্যমে
১৪৮. কোনটি সি ভাষার ফাংশন? (ঢা. বাে, ‘১৬]
ক. int
খ, stdio.h
গ. printf
ঘ, for
১৪৯. লাইব্রেরি ফাংশনের getch () এর হেডার ফাইল,
ক. stdio.h
খ. math.h
গ. conio.h
ঘ. graphics.h
১৫০. লাইব্রেরী ফাংশন হচ্ছে—
i. পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু
ii. এক ধরনের বিশেষ স্টেটমেন্ট
iii. শুধুমাত্র গাণিতিক কার্যে ব্যবহারযােগ্য নির্দেশ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫১. C ভাষায় লাইব্রেরি ফাংশন হলাে-
i. printf ()
ii. scanf()
iii. add ()
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ, i, ii ও iii
১৫২. আউটপুট স্টেটমেন্ট হলাে—
i. printf ()
ii. gets ()
iii. puts()
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫৩. সি ভাষার হেডার ফাইল হচ্ছে –
i. প্রােগ্রামের আবশ্যকীয় অংশ
ii. ডেটাটাইপ ধারণকারী ফাইল।
iii. ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫৪. হেডার ফাইল হলাে-
i. stdio.h
ii. math.h
iii. printf.h.
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii