প্ল্যান্ট প্যাথোলজি প্রশ্নব্যাংক ও সাজেশন  Plant Pathology Question Bank অনার্স ৩য়বর্ষ

প্ল্যান্ট প্যাথোলজি প্রশ্নব্যাংক ও সাজেশন /  Plant Pathology Question Bank / অনার্স ৩য়বর্ষ

প্ল্যান্ট প্যাথোলজি প্রশ্নব্যাংক ও সাজেশন /  Plant Pathology Question Bank / অনার্স ৩য়বর্ষ

তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।

তাই তোমরা যারা ২০২৩ সালের(পরীক্ষা- ২০২২) পরীক্ষার্থী তাদের জন্য ২০২০ এবং ২০১৮ প্রশ্ন অনুসরণ করলেই তোমরা অনেক কমন পাবে।

আরো পড়ুনঃ

আমি তোমাদের বোঝার সুবিধার্থে ২০২৩ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি।

পরীক্ষা- ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০২০
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Plant Pathology
কোর্স কোড : ২৩৩০০৯

বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ

১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও-

(ক) আধুনিক উদ্ভিদ রোগতত্ত্বের জনক কে?
খ) প্রকৃত পরজীবিতা কী?
গ) সংক্রামক রোগ কী?
ঘ) রোগচক্র বলতে কী বুঝ?
(ঙ) বিকল্প পোষক কী?

(চ). ডাইনির ঝাটা কী?
(ছ) ওভার সামারিং ও ওভার উইন্টারিং বলতে কী বুঝ?
(জ) ফাঁদ শস্য কাকে বলে?
(ঝ) প্যাথোটক্সিন কী?

(ঞ) নন-সিস্টেমিক ছত্রাকবারক কী?
(ট) দুটি তাম্রঘটিত ছত্রাকবারকের নাম লেখ।
(ঠ) আখের লালপচা রোগের দায়ী প্যাথোজেনের নাম লেখ।

খ-বিভাগ

২।ফাইটোটক্সিন ও প্যাথোটক্সিনের মধ্যে পার্থক্য লেখ।
৩। কার্যকারিতার ভিত্তিতে ছত্রাকবারকের শ্রেণিবিন্যাস কর।
৪।কোনো অজানা রোগ শনাক্তকরণের ক্ষেত্রে ককের স্বীকার্যসমূহ বর্ণনা কর।
৫। উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণে রোগ লক্ষণের ভূমিকা লেখ।

৬। উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণে উদ্ভিদ সঙ্গনিরোধ বিধির ভূমিকা লেখ।
৭।উদ্ভিদ পরজীবী কীভাবে বিস্তার লাভ করে বর্ণনা কর।
৮। নিম্নোক্ত রোগসমূহের রোগজীবাণুর নাম লেখ ও রোগ লক্ষণ বর্ণনা কর : (i) ঢলে পড়া; (ii) শিরা স্বচ্ছতা।
৯। বীজ রোগতত্ত্বের পরিসর বর্ণনা কর।

গ-বিভাগ

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-

১০। কারণ, আক্রান্ত অংশ ও উৎসের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর।
১১। (ক) পোষক সুনির্দিষ্ট ও পোষক অনির্দিষ্ট টক্সিন এর পার্থক্য লেখ।
(খ) উদ্ভিদ রোগ সৃষ্টিতে টক্সিনের ভূমিকা লেখ।

১২। পেনিট্রেশন কী? উদ্ভিদ রোগ সৃষ্টিতে ছত্রাকের পোষক কোষে পেনিট্রেশনের ধাপগুলো বর্ণনা কর।
১৩। (ক) উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের মূলনীতিগুলো উল্লেখ কর।
(খ) জীবজ পদ্ধতিতে উদ্ভিদের রোগ দমনের পদ্ধতি বর্ণনা কর।

১৪। বীজ শোধন ও মাটি শোধনের জন্য ছত্রাকবারক প্রয়োগের পদ্ধতিগুলো বর্ণনা কর।
১৫। ছত্রাক কর্তৃক সৃষ্ট উদ্ভিদ রোগের লক্ষণগুলো উদাহরণসহ লেখ।

১৬। নিম্নলিখিত উদ্ভিদ রোগসমূহের রোগজীবাণুর নাম, লক্ষণ ও দমন পদ্ধতি লেখ।
(ক) লেবুর ক্যাঙ্কার রোগ;
(খ) ধানের টুংরো রোগ।

১৭। টিকা লেখ (যেকোনো দুটি) : (ক) নেক্রোটিক লক্ষণ

(খ) বোঁদো মিশ্রণ
(গ) পরজীবীতা ও প্যাথোজেনিসিটি

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-

ডি: স: রেনেস্


এই প্ল্যান্ট প্যাথোলজি প্রশ্নব্যাংক ও সাজেশন /  Plant Pathology Question Bank / অনার্স ৩য়বর্ষ ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page

Scroll to Top