ফাইটোপ্ল্যাংকটন ও লাইকেন সাজেশন(Phytoplankton and Lichen suggestion)

ফাইটোপ্ল্যাংকটন ও লাইকেন সাজেশন(Phytoplankton and Lichen suggestion)

ফাইটোপ্ল্যাংকটন ও লাইকেন সাজেশন(Phytoplankton and Lichen suggestion) ঃ JSC, SSC, HSC, Bsc. Degree , Honours, Masters সহ সকল স্তরের জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর, বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেওয়া হয়েছে। বিশেষ করে বিএসসি বোটানি নন মেজর ১ম বর্ষ অনার্সের শিক্ষার্থীরা সাজেশন বোটানি হিসেবে এই আর্টিকেলটি ভালোভাবে অনুসরণ করতে পারে।

অনুশীলনী-২: একাদশ পরিচ্ছেদ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন ও উত্তরসমূহ

ক বিভাগ

প্রশ্ন-১ । ফাইটোপ্লাঙ্কটনের সংজ্ঞা দাও।
উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ যারা পানির উপরের স্তরে ভাসমান বা নিলম্বিতভাবে অবস্থান করে এবং পানির ঢেউ বা স্রোতের টানে একস্থান থেকে অন্যস্থানে বাহিত হয় তাদেরকে ফাইটোপ্লাঙ্কটন বলে।

প্রশ্ন-২ । লােহিত স্রোত (Red tide) সৃষ্টি করে এমন দু’টি ফাইটোপ্লাঙ্কটনের নাম লিখ।
উত্তর : লােহিত স্রোত সৃষ্টিকারী ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে- Gymnodinium breve, Goniaulux catenella।

প্রশ্ন-৩ | মিঠাপানি এবং লােনাপানি উভয় পরিবেশে জন্মে এরূপ দু’টি ফাইটোপ্লাঙ্কটনের গণের নাম লিখ।
উত্তর : Melosira, Diatoma, Ceratium স্বাদুপানি ও লােনাপানিতে জন্মে।

প্রশ্ন-৪ t প্লাঙ্কটন শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : Victor Hensen (1987) সর্বপ্রথম Plankton শব্দটি ব্যবহার করেন।

৫। ফাইটোপ্লাঙ্কটন সাধারণত পানির উপরিতল থেকে কত গভীরতা পর্যন্ত বসবাস করে ?
উত্তর : পানির উপরিতল থেকে ৫০ মিটার গভীরতা পর্যন্ত, তবে ১৫ মিটার পর্যন্ত অধিক ফাইটোপ্লাঙ্কটন জন্মে।

প্রশ্ন-৬ ৷ স্টোকস সূত্র (Stokes law) কী ?
উত্তর: স্টোক্স সূত্র ‘ডুবে যাওয়ার গতি একটি ধ্রুবকে পরিণত হয় যখন বেগ বর্ধক শক্তি (মাধ্যাকর্ষণ) বেগ খর্বাকার শক্তির সমান হয়।

প্রশ্ন-৭ । বিশেষ ঋতুতে লােহিত সাগরের পানি রক্তের ন্যায় লাল বর্ণ ধারণের কারণ কী ?
উত্তর : Trichodesmium erythraeum নামক শৈবালের কারণে।

৮। সমুদ্রের চারণভূমি (Pastures of sea) বলা হয় কাকে?
উত্তর : ফাইটোপ্লাঙ্কটনকে সমুদ্রের ‘চারণ ভূমি’ বলা হয়।

প্রশ্ন-৯ 1 মিঠাপানিতে ওয়াটার রুম সৃষ্টিকারী দু’টি ফাইটোপ্লাঙ্কটনের গণের নাম লিখ।
উত্তর : Microcystis, Euglena, Chlorella i

প্রশ্ন-১০ । পৃথিবীর মােট অক্সিজেনের কতভাগ ফাইটোপ্লাঙ্কটন থেকে আসে ?
উত্তর; ৬০-৭০% অক্সিজেন ফাইটোপ্লাঙ্কটন থেকে আসে।

প্রশ্ন-১১ ॥ দুটি সামুদ্রিক প্লাঙ্কটনের গণের নাম লিখ।
উত্তর। : Gymnodinium, Chaefoceros

প্রশ্ন-১২ | একটি ন্যানােপ্লাঙ্কটনের নাম লিখ।
উত্তর : Chlorella।

প্রশ্ন-১৩ | একটি রিও বা নদীর ফাইটোপ্লাঙ্কটনের নাম লিখ ।
উত্তর : Aulacosira একটি রিও প্লাঙ্কটন।

প্রশ্ন-১৪ । মেরােপ্লাঙ্কটন কী? উদাহরণ দাও।
উত্তর : জীবন চক্রের কোন নির্দিষ্ট সময় যারা কেবল প্লাঙ্কটন হিসেবে অতিবাহিত করে তাদেরকে মেরােপ্লাঙ্কটন বলা হয়। যেমন- Ulothrix।

প্রশ্ন-১৫। টাইকোপ্লাঙ্কটন কী? উদাহরণ দাও।
উত্তর ; টাইকোপ্লাঙ্ক হলাে যে সমস্ত ফাইকোপ্লাঙ্কটন সাধারণত অবলম্বনের সাথে আবদ্ধ হয়ে বসবাস করে, তবে কোন কারণে অবলম্বন থেকে মুক্ত হলে প্লাঙ্কটন হিসেবে জীবন-যাপন করে। যেমন— Sargassum ।

প্রশ্ন-১৬। অ্যালােজেনিক প্লাঙ্কটন কী ?
উত্তর : যে সমস্ত ফাইটোপ্লাঙ্কটন ভিন্ন স্থান থেকে আগমন করে তাদেরকে অ্যালােপ্লাঙ্কটন বলে। যেমন- Eonialook, Closterium।

প্রশ্ন-১৭ ॥ মৎস্য চাষে ব্যবহৃত হয় এরূপ দুটি ফাইটোপ্লাঙ্কটনের গণের নাম লিখ।
উত্তর। : Pediastrum, Scenedesmus মৎস্য চাষে ব্যবহৃত হয়।

প্রশ্ন-১৮। কোন ফাইটোপ্লাঙ্কটারকে ‘ভবিষ্যতের সেরা খাদ্য বলা হয়েছে ?
উত্তর : Spirulina কে ভবিষ্যতের সেরা খাদ্য বলা হয়

প্রশ্ন-১৯। আলাের অনুপস্থিতিতে মৃতজীবী হিসেবে বেঁচে থাকতে পারে এরূপ একটি ফাইটোপ্লাঙ্কটনের গণের নাম লিখ।
: Gymnodinium

প্রশ্ন-২০! সমুদ্রে কোন দুটি শ্রেণির শৈবালে ফাইটোপ্লাঙ্কটন হিসেবে সবচেয়ে বেশি দেখা যায় ?
উত্তর।: Bacillariophyceae (Diatoms), Chrysophyceae (Dinoflagellates)

প্লাকটনঃ ফাইটোপ্ল্যাংকটন ও লাইকেন সাজেশন(Phytoplankton and Lichen suggestion)

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন

১। ফাইটোপ্লাংকটন কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ ।
২। ফাইটোপ্লাংকটনের ভেসে থাকার কৌশল বর্ণনা কর ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। ফাইটোপ্লাংকটনের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
২। ফাইটোপ্লাংকটনের অর্থনৈতিক গুরুত্ব লেখ ।

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০৩
১। ফাইটোপ্ল্যাংকটন এর সংজ্ঞা দাও। ফাইটোপ্ল্যাংকটনের শ্রেণিবিন্যাস কর।

পরীক্ষা-২০০৫
২। ফাইটোপ্লাংকটনের অর্থনৈতিক গুরুত্ব লিখ।

পরীক্ষা-২০০৬
ফাইটোপ্ল্যাংকটনের সংজ্ঞা দাও। উদাহরণসহ ফাইটোপ্ল্যাংকটনের শ্রেণিবিন্যাস কর ।
ফাইটোপ্ল্যাংকটনের অর্থনৈতিক গুরুত্ব লেখ।

পরীক্ষা-২০০৮
৫। ফাইটোপ্ল্যাংকটনের সংজ্ঞা দাও। উপযুক্ত উদাহরণসহ ফাইটোপ্ল্যাঙ্কটনের শ্রেণিবিন্যাস কর।

পৰীক্ষা-২০০৯
৬। ফাইটোপ্লাংকটনের অর্থনৈতিক গুরুত্ব লেখ।

পরীক্ষা-২০১০
(ক) সংক্ষিপ্ত প্রশ্ন : রিপ্ল্যাংকটন বলতে কী বুঝ ?
(খ) ফাইটোপ্ল্যাংকটন বলতে কী বুঝায় ? ফাইটোপ্লাংকটনের বৈশিষ্ট্য উল্লেখ কর এবং এর শ্রেণিবিন্যাস কর।
ফাইটোপ্লাংকটনের গুরুত্ব লেখ।

পরীক্ষা-২০১১
(ক) সংক্ষিপ্ত প্রশ্ন : ফাইটোপ্ল্যাংকটন কী ?

পরীক্ষা-২০১২
৯। (ক) ফাইটোপ্লাংকটনের বৈশিষ্ট্য লেখ।
(খ) আকারের উপর ভিত্তি করে ফাইটোপ্ল্যাংকটনের শ্রেণিবিন্যাস কর।

পরীক্ষা-২০১৪
১০। ফাইটোপ্লাঙ্কটন কী ? আকৃতি ও বাসস্থানের উপর ভিত্তি করে ফাইটোপ্লাঙ্কটনের শ্রেণিবিন্যাস কর।

ফাইটোপ্লাকটনঃ ফাইটোপ্ল্যাংকটন ও লাইকেন সাজেশন(Phytoplankton and Lichen suggestion)

লাইকেন

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

ক-বিভাগ

১: লাইকেন কী ?
শৈবাল ও ছত্রাকের সংমিশ্রণে গঠিত মৃতজীবী জীবদেহকে লাইকেন বলে ?

২। লাইকেনকে Two in one বলা হয় কেন?
কারণ এতে একটি শৈবাল ও একটি ছত্রাক থাকে। অর্থাৎ এটি দ্বৈতদেহী।

৩। Saxicoles লাইফেন কারা ?
পাথরের উপর যে সকল লাইকেন জন্মায় তাদেরকে Saxicoles বলে।

৪। Corticoles লাইকেন কারা ?
গাছের বাকলের উপর যে সকল লাইকেন জন্মায় তাদেরকে Corticoles বলে। এরা গাছের প্রায় ১০০ ফুট উচ্চতায় জন্মাতে পারে। অনেক সময় এরা অন্যান্য উদ্ভিদ যেমন— মস, শৈবাল ইত্যাদি জন্মাতে বাধা প্রদান করে। কোন কোন লাইকেন একেবারে স্যাতসেঁতে ছায়াযুক্ত পরিবেশে মরা কাঠের উপর জন্মায়।

৫। শৈবাল কিভাবে বিন্যস্ত তার উপর লাইকেন এর শ্রেণিবিন্যাস কর।
দেহে শৈবাল কিভাবে বিন্যস্ত তার উপর ভিত্তি করে Lichen কে দু’ভাগে ভাগ করা যায়। যথা:(i) Homoeomerous- এই প্রকার Lichen-এ থ্যালাস ব্যাপিয়া শৈবাল সমভাবে বিন্যস্ত থাকে।
যেমন: Collema, Laptogium
(ii) Heteomerous : এই প্রকার Lichen- এ থ্যালাস এর উর্ব কর্টেক্সের নিচে এক বিশেষ অঞ্চলে শৈবাল বিন্যস্ত থাকে। উদাহরণ: Parmella, Usnea ইত্যাদি।

৬। আবদ্ধকারী বস্তুর উপর ভিত্তি করে লাইকেন এর শ্রেণিবিন্যাস কর।
লাইকেন কোন বস্তুর উপর আবদ্ধ আছে তার উপর ভিত্তি করে নিম্নলিখিতভাবে শ্রেণীবিভাগ করা যায় যথা :
i) Saxicoles -এ সকল লাইকেন পাথর ও পাথর জাতীয় বস্তুর উপর জন্মে থাকে।
(ii) Corticoles- এ সকল লাইকেন গাছের বাকলের উপর জন্মে থাকে। উষ্ণ ও নাতিশীতােষ্ণ প্রধান অঞ্চলের আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ স্থানেও জন্মে থাকে।

প্রশ্ন-৭ : শৈবালের প্রকৃতির উপর ভিত্তি করে লাইকেন এর শ্রেণিবিন্যাস কর।
উত্তর : লাইকেন-এ কোন ধরনের শৈবাল বিদ্যমান তার উপর ভিত্তি করে একে নিন্মরূপে বিভক্ত করা যায়-
(i) Chlorophycophilous- যে লাইকেনে সবুজ শৈবাল বিদ্যমান।
(i) Cyanophy cophilous-এ লাইকেনে নীলাভ-সবুজ শৈবাল বিদ্যমান।
(iii) Diphycophilous- যে লাইকেনে সবুজ শৈবাল ও নীলাভ সবুজ শৈবাল উভয়েই বিদ্যমান.

৮। Crustose lichen কারা?
উত্তর : এটি চ্যাপ্টা, ক্ষুদ্র এবং নির্ভরশীল বস্তুর গাছের বাকল, পর্বতগাত্র, পাথর ইত্যাদি সাথে অত্যন্ত নিবিড়ভাবে সংযুক্ত থাকে। যেমন : Graphis, Scripta

প্রশ্ন-৯ ; Foliose Lichen কারা?
এরা বিষমপৃষ্ঠ পাতার ন্যায় । কিনারা খণ্ডিত বিখণ্ডিত এবং আবদ্ধকারী বস্তুর সাথে সংঘবদ্ধ না থেকে উপরের দিকে বেঁকে যায়। এর নিম্নাংশ হতে Rhizine নামক Rhizoid এর ন্যায় এক ধরনের অঙ্গজ সৃষ্টি হয়, যা দ্বারা উহারা নির্ভরশীল বস্তুর সাথে আবদ্ধ থাকে। যেমন— Pelligera, Xanthoria

প্রশ্ন-১০ : Fruticose Lichen কারা?
এরা চ্যাপ্টা ফিতার ন্যায় বা দণ্ডের ন্যায় এবং শাখা-প্রশাখা বিশিষ্ট। এরা গােড়ার দিক দিয়ে নির্ভরশীল বস্তুর সাথে আবদ্ধ থাকে যা কোন কোন ক্ষেত্রে চাকতির ন্যায় হয়। যেমন- Cladonia, Usnea

প্রশ্ন-১১ : Reindeer mosses Lichen কারী?
উত্তর ; মেরু প্রদেশের তুন্দ্রা অঞ্চলে যে সকল প্রাণী বসবাস করে তাদের মধ্যে রেনডিয়ার (Reindee) এবং করবাে (Corbou) খাদ্য হিসেবে লাইকেনকেই ব্যবহার করে থাকে। তাদের খাদ্যের 50-60% লাইকেন থ্যালাস। যে সকল লাইকেনকে ঐ প্রাণীসমূহ ব্যবহার করে তাদের সাধারণভাবে Reindeer mosses বলা হয় । এদের মধ্যে তিনটি ভিন্ন গণভুক্ত লাইকেন রয়েছে-যথাক্রমে Cladina sp., Cladonia sp. এবং Cetraria sp., উল্লেখযােগ্য।

প্রশ্ন-১২ : ‘Dog Lichen’ Lichen কারা?
Pettigera লাইকেনের পাউডার কালাে মরিচ ও দুধের সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেয়া হত এক সময় যাদের পাগলা কুকুর কামড়াতাে। এদের ‘Dog Lichen’ ঔষধ বলা হয়।

ফাইটোপ্ল্যাংকটন ও লাইকেন সাজেশন(Phytoplankton and Lichen suggestion)

ক-বিভাগ

প্রশ্ন-১৩ : Orcein dye (রঞ্জক পদার্থ) কোন লাইকেন থেকে পাওয়া যায়?
উত্তর : Orcein dye feqia franca Rocella tinctorea, Umbilicaria pustulata, Orchrolechia tartarea উল্লেখযােগ্য।

প্রশ্ন-১৪ : অ্যালার্জি সৃষ্টিকারী Lichen কারা?
উত্তর : ১৯৬৫ খ্রিস্টাব্দে কানাড়াতে লাইকেন সৃষ্ট অ্যালার্জির সন্ধান মেলে। এদের নাম দেয়া হয়েছিল ‘Cedar Poisoning’। কয়েকটি প্রজাতির লাইকেন যেমন- Alectoria, Usnea, Evernia এগুলাে ডার্মাটাইটিস অ্যালার্জি (Dermatitis allergy) ঘটায়।

প্রশ্ন-১৫ : রেইনডিয়ার মস কি?
উত্তর। : পাহাড়ের ঢালে বসবাসকারী লাইকেনের ঘন আস্তরণ।

প্রশ্ন-১৬ : শয়তানের দাড়ি বলা হয় কোন লাইকেনকে?
উত্তর • Fruticose Lichen.

প্রশ্ন-১৭ : ছত্রাক সদস্যের শ্রেণীর উপর ভিত্তি করে লাইকেন কত প্রকার?
দু’প্রকার। যথা: (ক) অ্যাসকোলাইকেন-অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক; (খ) ব্যাসিডিওলাইকেন-ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক।

প্রশ্ন-১৮ অ্যালকোহল ও বিয়ার তৈরির জন্য ব্যবহৃত হয় কোন লাইকেন?
Usnea Ramalina.

প্রশ্ন-১৯ : লাইকেন অংশগ্রহণকারী কয়েকটি নীলাভ সবুজ শৈবালের নাম লিখ।
উত্তর : Nostoc; Gtococapsa; Rivularia; Stigonema. সবুজ শৈবাল Trebouxia.

প্রশ্ন-২০: : বরফবাসী লাইকেনের নাম।
উত্তর : Cladonia rangifera.

প্রশ্ন-২১ : লাইকেনে অংশগ্রহণকারী ছত্রাককে কি বলে?
উত্তর : Mycobiont.

প্রশ্ন-২২ : লাইকেনে অংশগ্রহণকারী শৈবালকে কি বলে?
উত্তর : Phycobiont.

প্রশ্ন-২৩ : অন্তর্গঠনের ভিত্তিতে লাইকেন কত প্রকার?
উত্তর : দু’প্রকার। (ক) হেমােমােরাস- শৈবাল ছত্রাকের বিস্তৃতি সমান নয়। শৈবাল থ্যালাসের একটি বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ।

প্রশ্ন-২৪ : আচিল ও অর্সেইন নামক রঞ্জক পাওয়া যায় কি থেকে?
উত্তর : Rocella tinctoria.

প্রশ্ন-২৫ : কাজবেয়ার নামক নীল রং পাওয়া যায় কোন লাইকেন থেকে?
উত্তর : Rocella tinetoria.

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। লাইকেন কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
২। লাইকেনের স্বভাব ও বাসস্থান বর্ণনা কর।
৩। কাস্টোর, ফোলিওজ এবং ফুটিকোষ লাইকেনের পার্থক্য লেখ।
৪। অ্যাসকোলাইকেন বেসিডিও লাইকেনের মধ্যে পার্থক্য লেখ।
৫। লাইকেন ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখ।
৬। লাইকেনের ক্ষতিকর গুণাবলিগুলাে লেখ ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। লাইকেনের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
২। লাইকেনের বিভিন্ন ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন বর্ণনা কর।
৩। লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০২
১। টীকা লিখ— (ক) লাইকেন।

পরীক্ষা-২০০৩
২। (ক) লাইকেন কী? লাইকেনের গুরুত্ব আলােচনা কর ।

পরীক্ষা-২০০৫
৩। টীকা লিখ—(ক) লাইকেন।

গ-বিভাগ : রচনামূলক প্র

পরীক্ষা-২০০৬
৪ (ক) লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব লিখ ।

পরীক্ষা-২০০৭
৫। টীকা লিখ— (ক) লাইকেন-এর অর্থনৈতিক গুরুত্ব ।

পরীক্ষা-২০০৮
(ক) লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ কর।

পরীক্ষা-২০০৯
৭। (ক) লাইকেনের বৈশিষ্ট্য লিখ ।

পরীক্ষা-২০১০

৮। একটি হেটারােমেরাস লাইকেনের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র দাও। (উত্তর সংকেত :৩.৪],

পরীক্ষা-২০১১
৯। (ক) সংক্ষিপ্ত প্রশ্ন :
i) বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লাইকেন কত প্রকার? নাম লিখ।
(খ) লাইকেনের বৈশিষ্ট্য উল্লেখ কর ।

পরীক্ষা-২০১২
১০। (ক) সংক্ষিপ্ত প্রশ্ন : লাইকেন কী ? উদাহরণ দাও।

পরীক্ষা-২০১৩
১। (ট) লাইকেনের শৈবাল সদস্যের সাধারণ নাম কী?

পরীক্ষা-২০১৪
১। (ট) লাইকেন ও ছত্রাকের মধ্যে পার্থক্য লিখ।

এই ফাইটোপ্ল্যাংকটন ও লাইকেন সাজেশন(Phytoplankton and Lichen suggestion) ছাড়াও আরো জানতে ক্লিকঃ

Comments are closed.

You cannot copy content of this page

Scroll to Top