মলিকুলার বায়োলজি ও বায়োইনফরমেটিক্স প্রশ্নব্যাংক / Molecular Biology and Bioinformatics Question Bank / Suggestion / Botany 4th Year / Honoursঃ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স কোর্স সার্টিফিকেট পরীক্ষা(উদ্ভিদবিজ্ঞান ) দিবে তারা বিগত সালে আসা প্রশ্ন অনুসরণ করলে কমন পাবে।
পরীক্ষা-২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০২০
বিএসসি অনার্স ৪র্থ বর্ষ
বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Molecular Biology and Bioinformatics
কোর্স কোড : 243011 পূর্ণমান : ৮০
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
(ক) আণবিক জীববিজ্ঞানের পথিকৃত কে? [Who is the pioneer of ‘Molecular Biology’?]
উত্তরঃ Warren Weaver of the Rockefeller
(খ) লিংকার DNA কী? [What is linker DNA?]
উত্তর : পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওজোম যে DNA বেসজোড়সমূহ দ্বারা যুক্ত থাকে, তাকে লিংকার DNA বলা হয়। লিংকারে সাধারণত ১০-৮০টি বেসজোেড় অবস্থান করে, তবে কদাচিৎ কমবেশি হতে পারে।
(গ) অ্যামিনোঅ্যাসিলেশন-এর সংজ্ঞা দাও। [Give the definition of aminoacylation.]
(ঘ) প্রোটিন কী? [What is protein?]
উত্তর 😕 উত্তর : অ্যামাইনো এসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে জটিল জৈব রাসায়নিক যৌগ গঠিত হয় তাকে প্রোটিন বলে ।
(ঙ) রেপ্লিজোম কী? [What is replisome?]
উত্তর : রেপ্লিজোম হলো DNA প্রতিলিপনের সময় কতকগুলো গুরুত্বপূর্ণ এনজাইম ও প্রোটিন সমন্বয়ে গঠিত একটি জটিল আণবিক যান্ত্রিক গঠন।
(চ) মিউটাজেন কী? [What is mutagen?]
উত্তর : জীবের মিউটেশন ঘটাতে সক্ষম এজন্টসমূহকে মিউটাজেন বলা হয়।
(ছ) ট্রান্সক্রিপশন বলতে কী বুঝ? (What do you mean by transcription?
উত্তর : জিন (DNA) থেকে RNA সৃষ্টির প্রক্রিয়াকে প্রতিরূপণ বা ট্রান্সক্রিপশন (Transcription) বলে। এ প্রক্রিয়ায় DNA এর নিউক্লিওটাইড ক্রমে আবদ্ধ জিনের বার্তা RNA এর পরিপূরক নিউক্লিওটাইড ক্রমে গমন করে।
(জ) রেস্ট্রিকশন এনজাইম ককী? (What is restriction enzyme?
উত্তর : যে এনজাইম দিয়ে DNA অণুর কোনো নির্দিষ্ট অংশ কর্তন করা হয় তাকে রেস্ট্রিকশন এনজাইম (Restriction .enzyme) বলে। অর্থাৎ, যে সকল enzyme DNA অণুর নির্দিষ্ট Base কে কর্তন করতে সক্ষম তাকে Restriction enzyme বলে। জীন প্রকৌশলে এই এনজাইম ব্যাপক ব্যবহৃত হয়। রিকম্বিনেন্ট DNA তৈরিতে প্লাজমিডকে কর্তন করার সময় রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়।
(ঝ) জিনোম সিকুয়েন্সিং কী? (What is genome sequencing?
উত্তর : কোনো জীবের জিনোমে নাইট্রোজেন ক্ষারকগুলো কিভাবে সজ্জিত থেকে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তা নির্ণয় করার পদ্ধতিকে জিনোম সিকুয়েন্সিং বলে।
(ঞ) বায়োইনফরমেটিক্স কী? [What is Bioinformatics?]
উত্তর : জীবের Computer base তথ্য ভাণ্ডারকে Bioinformatics বলে।
ট) পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলতে কী বুঝ? [What do you mean by post transcriptional modification?]
উত্তর : DNA থেকে ট্রান্সক্রিপশনাল প্রক্রিয়ায় Pre-mRNA তৈরি হওয়ার পর পরবর্তীতে mature mRNA তৈরি হতে যে সমস্ত modification হয় তাকে post transcriptional modification বলে।
(ঠ) FASTA কী? [What is FASTA?]
উত্তর : FASTA এক প্রকার Soft core package যার মাধ্যমে প্রাপ্ত DNA অণুক্রম বা প্রোটিন অণুক্রম সম্পর্কিত তথ্য উপাত্ত একত্রীকরণ বা Alignment করা হয় ।
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
২। আণবিক জীববিজ্ঞানের গুরুত্ব লেখ। [Write down the importance of molecular Biology.]
৩। কী কী কারণে DNA ক্ষতিগ্রস্ত হয়? [What are the causes of the damage of DNA?]
৪। “সেন্ট্রাল ডগমা’ ধারণাটি ব্যাখ্যা কর। [Explain the concept of Central Dogma’? ]
৫। ইউক্রোমাটিন ও হিটারোক্রোমাটিনের পার্থক্য লেখ। [Differentiate between euchromation and heterochromation.]
৬। কৌলিক সংকেতের বৈশিষ্ট্য লেখ। [Write down the properties of genetic code.]
৭। আদি ও প্রকৃত কোষের সূচনা কোডন সম্পর্কে লেখ। [Write about the initiation codon in prokaryotic and eukaryotic cell.]
৮। DNA রেপ্লিকেশনের গুরুত্ব ব্যাখ্যা কর। [Explain the significance of DNA replication.]
৯। DNA ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কে তোমার ধারণা লেখ। [Write down your concept about DNA fingerprinting.]
গ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
১০। জৈবিক তথ্যের ভান্ডার বলতে কী বুঝ? DNA এর ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা কর। [What do you mean by store of biological information? Describe the physical and chemical structure of DNA.]
১১। আদিকোষী জীবে জিন প্রকাশ নিয়ন্ত্রণে Trytophan operon concept’ মডেলটি বিশদভাবে ব্যাখ্যা কর। [Explain in detail the ‘Tryptophan operon concept’ model of regulation of gene expressic. in prokaryotic organism.]
১২। ক্ষতিগ্রস্ত DNA মেরামতের প্রয়োজন হয় কেন? ক্ষতিগ্রস্ত DNA অণুর ‘Post-replication recombination’ মেরামত পদ্ধতি ব্যাখ্যা কর। [Why damaged DNA repair is required? Explain the method for the repair of damaged DNA molecules following the Post-replication recombination’ repair mechanism.]
১৩। DNA এর অর্ধ-রক্ষণশীল অণুলিপনের আণবিক কৌশল বর্ণনা কর। [Describe the molecular mechanism of semi-conservative replication of DNA.]
১৪। জেনেটিক কোড কী? জেনেটিক কোডের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
[What is genetic code? Discuss the different characteristics of genetics code]
১৫। পয়েন্ট মিউটেশন কী? জৈব-রাসায়নিক মিউটেন্ট পৃথকীকরণ কৌশল বর্ণনা কর । [What is point mutation? Describe the technique of isolation of bio-chemical mutants?]
১৬। প্রোটিন জৈব-সংশ্লেষণের ট্রান্সলেশন ধাপটি সংক্ষেপে বর্ণনা কর। [Describe briefly the translation in protein bio-synthesis.]
১৭। পিসিআর ব্যবহারের মাধ্যমে সরাসরি DNA অনুক্রম নির্ণয় পদ্ধতি বর্ণনা কর। [Describe the procedure of direct DNA sequencing using PCR.]
মলিকুলার বায়োলজি ও বায়োইনফরমেটিক্স প্রশ্নব্যাংক / Molecular Biology and Bioinformatics Question Bank / Suggestion / Botany 4th Year / Honours
পরীক্ষা-২০১৯
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৯
বিএসসি অনার্স ৪র্থ বর্ষ
বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : (Molecular Biology and Bioinformatics)
কোর্স কোড : 243011 সময় : ৪ ঘণ্টা
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
(ক) ম্যাক্রোমলিকুলগুলোর নাম লেখ। [Write down the name of macromolecules.]
উত্তর : বৃহদাণু বা ম্যাক্রোমলিকুলগুলো হলো- DNA, RNA, প্রোটিন, নিউক্লিক এসিড ইত্যাদি।
(খ) নিউক্লিওটাইড কী? [What is nucleotide?]
উত্তর : পিউরিন বা পিরিমিডিন ক্ষারক এবং সাথে পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ বা ডি-অক্সিরাইবোজ শর্করার সাথে ফসফেট গ্রুপের এক জটিল যৌগকে নিউক্লিওটাইড (Nucleotide) বলে।
(গ) এন্টিকোডন কী? [What is anticodon?]
উত্তর : tRNA অণুর গঠনাকৃতির ভাঁজে ভাঁজে অবস্থিত একটি সুনির্দিষ্ট স্থায়ী ত্রিপদী নিউক্লিউটাইড অনুক্রম যা mRNA অণুর একটি ত্রিপদী কোডনের পরপূরক হিসেবে কাজ করে তাকে অ্যান্টিকোডন (Auticodon) বলে ।
(ঘ) স্প্লিট জিন কী? [What is split gene?
উত্তর : জীনের যে অংশটুকু অর্থকরণ করবে সেটুকু যখন মধ্যবর্তী অর্থহীন অনুক্রম দ্বারা বিভেদিত থাকে তখন তাকে স্প্লিট জীন (Split gene) বলে ।
(ঙ) সিস্ট্রোন কী? {What is cistron?]
উত্তর : জিনের কার্যগত একককে সিস্ট্রোন বলে। সাধারণ অর্থে সিস্ট্রোনকেই জিন বলা হয়।
(চ) প্লাজমিড কী? [What is plasmid?]
উত্তর : একটি অণুজীবে প্রধানত DNA ছাড়াও ছোট আকারের এক বা একাধিক চক্রকারে DNA উপস্থিত থাকতে পারে। এ চক্রকার DNA অণুকে প্লাজমিড বলা হয়।
(ছ) পেপটাইড বন্ধন কী? (What is peptide bond? ]
উত্তর : প্রোটিন গঠনকারী দুটি অ্যামাইনো এসিডের একটির -COOH মূলক এবং অন্যটির – NH মূলক যুক্ত হয়ে যে বন্ধন গঠিত হয় তাকে পেপটাইড বন্ধন বলে।
(জ) অপেরন কী? [What is operon?]
উত্তর : দুই বা ততোধিক ধারাবাহিকভাবে সজ্জিত জীন যা একটি পরিচালনাকারী ও একটি দমনকারী এর সমন্বয় সাধন করে ও নিয়ন্ত্রিত হয় এই প্রক্রিয়াকে ওপেরন (Operon) বলে।
(ঝ) RNA স্পাইসিং কী? (What is RNA splicing?
উত্তর : RNA অণু থেকে intron অংশ কেটে ফেলে (splicing) exon অংশ পুনঃজোড়া লাগানো পদ্ধতিকে RNA স্প্লিসিং বলে।
(ঞ) পয়েন্ট মিউটেশনের সংজ্ঞা দাও। |Give the definition of point mutation.]
উত্তর : DNA এর অন্তর্গত একটি Nucleotide এর পরিবর্তন ঘটলে তাকে Point mutation বলে।
(ট) পলিজোম কী? (What is polysome ?
উত্তর : সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তোর মালার মত অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বা পলিজোম বলা হয় ।
(ঠ) DNA ফিঙ্গারপ্রিন্ট কী? | What is DNA fingerprint?
উত্তর : প্রতিটি মানুষের নিউক্লিওটাইড এর সিকুয়েন্স আলাদা আলাদা, এ সকল বেস সিকুয়েন্স বিশ্লেষণ করে বিশেষ পদ্ধতিতে এক্সরে ফিল্মে ছবি নিলে প্রতিটি মানুষের DNA স্বতন্ত্র প্যাটার্ন পাওয়া যায়। একে DNA Fingerprinting or DNA profiling বলে।
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও
২।প্রকৃত কোষের Pre-mRNA অণুর ক্যাপ অংশ সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর। [Describe the formation of cap portion of Pre-mRNA molecule in eukaryotic cell.]
৩। অণুজীবের উপর নাইট্রাস এসিড (HNO3) প্রয়োগ করলে DNA তে কী ধরনের পরিবর্তন হবে? ব্যাখ্যা কর। [Explain the change in DNA when nitrous acid (HNO,) is applied on micro-organism.]
৪। জিন প্রকাশ নিয়ন্ত্রণে উদ্দীপক ও রোধক প্রণালির মধ্যে পার্থক্য লেখ। [Differentiate between inducible and repressible system in regulation of gene expression.]
৫। কোড ডিকশনারি বর্ণনা কর। [Describe the code dictionary.]
৬। উৎসসহ চারটি রেস্ট্রিকশন এনজাইমের নাম লেখ। [Write down four names of restriction enzyme with source.]
৭। চারগ্রাফের সূত্রটি ব্যাখ্যা কর। [Explain the Chargrafi’s law.]
৮। ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য লেখ। [Differentiate between transcription and translation.]
৯। বায়োইনফরমেটিক্স ডাটাবেজ বলতে কী বুঝ? [What do you mean by bioinformatics database?]
মলিকুলার বায়োলজি ও বায়োইনফরমেটিক্স প্রশ্নব্যাংক / Molecular Biology and Bioinformatics Question Bank / Suggestion / Botany 4th Year / Honours
গ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও—
১০। পরীক্ষণের দ্বারা প্রমাণ কর DNA-ই হচ্ছে বংশগতি উপাদানের ভিত্তি। [DNA the basis of heredity-Prove it with experimental evidence.]
১১। উদাহরণসহ মিউটেশনের শ্রেণিবিন্যাস কর। [Classify mutation with example.]
১২। রেপ্লিকেশন কাকে বলে? DNA রেপ্লিকেশনের কৌশল বর্ণনা কর । [What is replication? Describe the mechanism of DNA replication.]
১৩। ক্ষতিগ্রস্ত DNA অণুর ফটোরিএ্যাকটিভেশন ও এক্সিশেন মেরামত পদ্ধতি বর্ণনা কর। [Describe the repair method of damaged DNA molecules following photoreactivation and excision repa
১৪। আদিকোষ জিন প্রকাশ নিয়ন্ত্রণে ‘ল্যাক অপেরন’ ব্যাখ্যা কর। [Explain ‘Lac operorn’ in the control of gene expression in prokaryotic cell.]
১৫। RNA অণুসূত্রের ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা কর। [Describe the physical and chemical structure of RNA molecule.]
১৬। জিন মিউটেশনের আণবিক ভিত্তি ব্যাখ্যা কর। [Explain the molecular basis of gene mutation.]
১৭। টীকা লেখ (যেকোনো দুটি) : [Write short notes (any two) :
(ক) tRNA এর গঠন, [Structure of tRNA]
(খ) বায়োইনফরম্যাটিক্স এর প্রয়োগ [Application of bioinformatics.]
(গ) mRNA স্লাইসিং । [m RNA splicing.]
মলিকুলার বায়োলজি ও বায়োইনফরমেটিক্স প্রশ্নব্যাংক / Molecular Biology and Bioinformatics Question Bank / Suggestion / Botany 4th Year / Honours
পরীক্ষা-২০১৮
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০১৮
বিএসসি অনার্স ৪র্থ বর্ষ
বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Molecular Biology and Bioinformatics
কোর্স কোড: 243011
সময় : ৪ ঘণ্টা পূর্ণমান : ৮০
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র ও উদাহরণ দাও।]
ক-বিভাগ
১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও
(ক) স্প্লিট জিন কী? [What is split gene?]
উত্তর : জীনের যে অংশটুকু অর্থকরণ করবে সেটুকু যখন মধ্যবর্তী অর্থহীন অনুক্রম দ্বারা বিভেদিত থাকে তখন তাকে স্প্লিট জীন (Split gene) বলে।
(খ) এভোনিউক্লিয়েজ কী? (What is endonuclease?]
উত্তর : নিউক্লিক এসিড অণু শৃঙ্খলের মধ্যবর্তী বা অন্তর্বর্তী কোনো স্থানের ফসফোডাই-এস্টার বন্ধনীর মুক্ত করে অণু খণ্ডের সৃষ্টি করে এরূপ এনজাইম হলো এন্ডোনিউক্লিয়েজ (Endonuclease)। এ এনজাইমের সহায়তার DNA সূত্র দুটির মধ্যবর্তী H বন্ডসমূহ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিচ্ছিন্ন অংশকে ফর্ক বা Y-এর মত দেখায়।
(গ) ইন্টারফেরন বলতে কী বুঝ? [What do you mean by interferon?
উত্তর : ইন্টারফেরন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিনের একটি গ্রুপ যাদের আণবিক ওজন ২০,০০০-৩০,০০০ ডাল্টন। এ প্রোটিন দেহ কোষকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। ভাইরাসের বিরুদ্ধে এটি সর্বাপেক্ষা প্রতিরক্ষাকারী বস্তু।
(ঘ) সেন্সর জিন কী? (What is sensore gene?
উত্তর : এ জিনটি প্রথমে পরিবেশের প্রভাবকের (হরমোন, প্রোটিন ইত্যাদির) প্রভাবে কার্যকর (Switching) হয় এবং Integrator জিনকে প্রতিরূপনে সাহায্য করে।
(ঙ) বায়োইনফরমেটিক্স-এর পথিকৃৎ কে? (Who is pioneer of bioinformatics?]
উত্তর : বায়োইনফরম্যটিক্স-এর পথিকৃত হলেন Dr. Margaret Belle (Oakley) Dayhoff (March 11, 1925 February 5, 1983)
(চ) ল্যাগিং স্ট্যান্ড কী? (What is lagging stand?
উত্তর : ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড RNA-প্রাইমারের 3′ OH প্রান্তে ডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়। এভাবে একটি পুরাতন সূত্রকে ছাঁচ (Templete) হিসাবে ব্যবহার করে একটি একটি করে নিউক্লওটাইড যুক্ত হয়ে DNA সূত্র অবিরত ভাবে ৫ – ৩ দিকে বৃদ্ধি পেতে থাকে। এ সূত্রকে অগ্রগামী সূত্র (Leading strand) বলে।
ছ) সিস্টোন কী? | What is cistron
উত্তর : জিনের কার্যগত একককে সিস্ট্রোন বলে। সাধারণ অর্থে সিস্ট্রোনকেই জিন বলা হয়।।
(জ) চারগ্রাফ সূত্রটি লেখ। [Write down Chargraff law.)
উত্তর : Chargaff-এর সূত্র মতে, DNA অণুতে যতগুলো এডেনিন (A) ততগুলো থাইমিন (T) থাকবে এবং যতগুলো সাইটোসিন (C) থাকবে ততগুলো গুয়ানিন (G) থাকবে। অর্থাৎ, ‘A’-এর সমানুপাত ‘T” এবং ‘C’-সমানুপাত ‘G’ হবে। এছাড়া এ সূত্রের আর একটি অন্তর্নিহিত নিয়ম হচ্ছে DNA অণুতে পিউরিন ক্ষারকের যোগফল এবং পিরিমিডিন ক্ষারকের যোগফল পরস্পর সমান হবে। অর্থাৎ, A T = 1; C G = I এবং A+ G = C + T হবে। সুতরাং DNA অণুতে অবস্থিত নিউক্লিওটাইডের উক্ত সম্পর্ক বা যোগসূত্রকে Chargaff-এর নামানুসারে Chargaff’s Rule বা Chargaff-এর সূত্র বলে ।
ঝ) প্রোমোটার কী? (What is promoter?
উত্তর : অনুলিপন (transcription) সূচনা করতে DNA অণুসূত্রের যেখানে RNA Pol সংযুক্ত হয় তাকে প্রোমোটার বা Promoter বলে।
(ঞ) বায়োলজিক্যাল তথ্য কী? | What is biological information?
উত্তর : জীব শোষণের বিভিন্ন তথ্য বা information কে জৈবিক তথ্য বা Biological information বলে। যেমন— জেনেটিক কোড ।
(ট) হাউজ কিপিং জিন বলতে কী বুঝ? | What do you mean by house keeping gene?
উত্তর : যে সকল অত্যবশ্যকীয় জিন সাধারণত মৌলিক কোষের ফাংশন রক্ষণাবেক্ষণের জ্য প্রয়োজন হয় এবং স্বাভাবিক এবং শারীরবৃত্তীয় পথের অবস্থার অধীনে একটি জীবের সব কোষ প্রকাশ করে তাকে গ্রহ পরিচালিকা জিন বা Housekeeping Gene বলা হয়।
(ঠ) FASTA কী? | What is FASTA?]
উত্তর : FATA এক প্রকার Soft-core package যার মাধ্যমে প্রাপ্ত DNA অনুক্রম বা প্রোটিন অনুক্রম সম্পর্কিত তথ্য উপাত্ত অকত্রীকরণ বা Alignment করা হয়।
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
২। ‘সেন্ট্রাল ডগমা’ ধারণাটি কে প্রদান করেন? ধারণাটি ব্যাখ্যা কর। [Who gave the concept of ‘central dogma? Explain it.]
৩। SOS পদ্ধতিতে DNA মেরামত কৌশল বর্ণনা কর। [Describe the repair mechanism of DNA by SOS method.]
৪। স্বতঃস্ফূর্ত ও কৃত্রিম মিউটেশন বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। [What do you mean by spontaneous and induce mutation? Explain it.]
৫। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলতে কী বুঝ? [What do you mean by post transcriptional modification?]
৬। “অস্থিতি অনুকল্প” এর ব্যাখ্যা দাও। [Explain Wooble hypothesis.]
৭। জিন প্রকাশ নিয়ন্ত্রণের গুরুত্ব ব্যাখ্যা কর। [Explain the significance of regulation of gene expression.]
৮। DNA অনুলিপনে গুরুত্বপূর্ণ চারটি এনজাইমের বর্ণনা দাও। [Describe four important enzymes involved in DNA replication.]
৯। অপরাধবিজ্ঞানে DNA ফিঙ্গারপ্রিন্টিং কৌশলের ব্যবহার সম্পর্কে লেখ।[Write down the uses of DNA fingerprinting technology in forensic science.]
গ-বিভাগ
১০। DNA অনুক্রম নির্ণয়ে সাউদার্ন ব্লটিং পদ্ধতি বর্ণনা কর। [Describe the method of southern blotting to detect DNA sequencing.]
১১। প্রোটিন সংশ্লেষণে mRNA, rRNA ও RNA-এর ভূমিকা লেখ। [Write down the role of mRNA, rRNA and tRNA in protein synthesis.]
১২। রেস্ট্রিকশন এনজাইম কী? এদের প্রকারভেদ ও ব্যাবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা কর। [What is restriction enzyme? Discuss their classifications and application.]
১৩। ক্ষতিগ্রস্ত DNA অণু মেরামতের জন্য রেপ্লিকেশন-পরবর্তী রিকম্বিনেশন মেরামত পদ্ধতি বর্ণনা কর।[Describe the method for the repair of damaged DNA molecules of post-replication recombination repair.]
১৪। (ক) DNA-এর রাসায়নিক গঠন বর্ণনা কর। [Describe the chemical structure of DNA.]
(খ) DNA ও RNA-এর মধ্যে পার্থক্য লেখ। [Write down difference between DNA and RNA.]
১৫। জিন প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ট্রিপটোফেন অপেরন মডেলটি বর্ণনা কর। [Describe the tryptophen operon model for the regulation of gene expression.]
১৬। আদি কোষী জীবে rRNA-এর ট্রান্সক্রিপশন-পরবর্তী পরিবর্তনসমূহ বর্ণনা কর। [Describe the post-transcriptional modification of rRNA in the prokaryotic organisms.]
১৭। (ক) বায়োইনফরমেটিক্স এর পরিধি বর্ণনা কর। [Describe the scope of bioinformatics.] (খ) কোড ডিকসনারি বলতে কী বুঝ? [What do you mean by code dictionary ?]
এই মলিকুলার বায়োলজি ও বায়োইনফরমেটিক্স প্রশ্নব্যাংক / Molecular Biology and Bioinformatics Question Bank / Suggestion / Botany 4th Year / Honours ছাড়াও আরো জানুন