মানব শরীরতত্ত্বঃ শ্বসন ও শ্বাসক্রিয়া

মানব শরীরতত্ত্বঃ শ্বসন ও শ্বাসক্রিয়া সাজেসান্স

মানব শরীরতত্ত্বঃ শ্বসন ও শ্বাসক্রিয়া সাজেসান্সটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য। তাই তোমারা এই অধ্যায়ের প্রশ্নসমূহ অনুসরণ করো যা তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে।

Human Physiology: Respiration and Breathing

মানব শরীরতত্ত্বঃ শ্বসন ও শ্বাসক্রিয়া সাজেসান্স

জ্ঞানমূলক প্রশ্ন

১. শ্বসন কী? [চ.বাে, ২০১৫]
২. ডায়াফ্রাম কী ? বি.বাে. ২০১৯; দি.বাে, ২০১৭]
৩. পুরা কী?
৪. এপিগ্নটিস কী ? (সকল বাের্ড ২০১৮]
৫. ভেস্টিবিউল কী?
৬. ব্রঙ্কাস কী?
৭. গ্লটিস কী?
৮. ব্রঙ্কিওল কী?
৯. অ্যালভিওলার নালি কী?
১০. সম্মুখ নাসারন্ধ্র কী?
১১. পশ্চাৎ নাসারন্ধ্র কী?
১২. শ্বসন পথ কী?
১৩. কোয়ানি কী?
১৪. ডায়াফ্রাম কী?
১৫. সাইনাস কী?
১৬. শ্বসনের রাসায়নিক বিক্রিয়াটি লেখাে ?
১৭. বহিঃশ্বসন কী?
১৮. সাইনুসাইটিস কী ? [ঢা.বাে, ২০১৭; দি.বাে. ২০১৭; কু.বাে, ২০১৭]
১৯. শ্বাসরঞ্জক কী?
২০. ওটাইটিস মিডিয়া কী?
২১. ক্লোরাইড স্থানান্তর কী ?
২২. CO, হিমােগ্লোবিন সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে ?
২৩. ১ গ্রাম হিমােগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হলে কী পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
২৪. অ্যালভিওলাস কী ? [ব,বাে, ২০১৯; য.বাে.২০১৭; কু.বাে, ২০১৭]
২৫. সারফ্যাকট্যান্ট কী ? ব বাে, ২০১৭]
২৬. সেরাস ফুইড কী?
২৭. COPD কী ?
২৮, প্লিউরা কী ?
২৯, এমফাইসেমা কী ?
৩০. পুরােসি কী?

মানব শরীরতত্ত্বঃ শ্বসন ও শ্বাসক্রিয়া সাজেসান্স

জ্ঞানমূলক প্রশ্ন

১. সারফেকট্যান্ট বলতে কী বােঝায় ?
২. বহিঃশ্বসন অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য লেখাে। [চ,বাে, ২০১৫]
৩, ট্রাকিয়া বলতে কী বােঝায় ?
8. নাসা গহ্বর বলতে কী বােঝায় ?
৫. শ্বসন প্রক্রিয়ায় এপিগ্নটিস কীভাবে সাহায্যে করে ?
৬. ডায়াফ্রামের বৈশিষ্ট্য ব্যাখ্যা করাে ।
৭. ভেস্টিবিউল বলতে কী বােঝায় ?
৮. ব্রঙ্কাইটিস বলতে কী বােঝায় ?
৯, অ্যালভিওলাস বলতে কী বুঝ ?
১০. সারফেকট্যান্ট কেন ক্ষরণ হয় ?কু.বাে. ২০১৯]
১১. শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়ােজন হয় কেন ?
১২. রক্ত সংবহনের সাথে শ্বসনের সম্পর্ক ব্যাখ্যা করাে ?
১৩. শ্বসন প্রক্রিয়ায় হিমােগ্লোবিন গুরুত্বপূর্ণ কেন ?
১৪. শ্বাসরঞ্জক বলতে কী বােঝায় ?
১৫. ওটাইটিস মিডিয়া বলতে কী বুঝ ?
১৬. শ্বসনে হিমােগ্লোবিনের ভূমিকা লেখাে।
১৭. সাইনুসাইটিস বলতে কী বােঝায় ? বি.বাে. ২০১৯)
১৮. হিমােগ্লোবিন শ্বাসরঞ্জক হিসেবে কাজ করে কেন ?
১৯. মানবদেহে অক্সিজেন পরিবহনের মায়ােগ্লোবিন ভূমিকা ব্যাখ্যা করাে।
২০. শ্বাসরঞ্জকের গঠন ব্যাখ্যা করাে।
২১. এমফাইসেমাকে কেন শ্বসন জটিলতা বলা হয় ?
২২. শ্বাসকার্য বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয় কেন ?
২৩. প্লুরেসি বলতে কী বুঝ?
২৪. প্রশ্বাস বলতে কী বুঝ?
২৫. প্রশ্বাস নিঃশ্বাস গুরুত্বপূর্ণ কেন ?
২৬. কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থা বলতে কী বােঝায় ?

মানব শরীরতত্ত্বঃ শ্বসন ও শ্বাসক্রিয়া সাজেসান্স

বরিশাল বোর্ড ২০১৯

১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

আমাদের শরীরের বক্ষ গহবরের উভয় পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠবিশিষ্ট দু’টি অঙ্গ আছে যাতে 0, ও CO2 গ্যাস দুটির বিনিময় ঘটে।

গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা কর।
উদ্দীপকের উল্লিখিত দ্বিতীয় গ্যাসটির পরিবহন কৌশল বিশ্লেষণ কর ।

মাদরাশা বোর্ড ২০১৯

২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

মানব শরীরতত্ত্বঃ শ্বসন ও শ্বাসক্রিয়া

গ) A চিহ্নিত অংশটির বিবরণ দাও।
ঘ) চিত্র M ও চিত্র N-এর এরূপ অবস্থার কারণ তুলনামূলক বিশ্লেষণ কর।

চট্টগ্রাম বোর্ড ২০১৭

৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

মানবদেহের বক্ষগহ্বরে দুটি বায়ুপূর্ণ থলি রয়েছে। প্রতিটি থলি অসংখ্য বায়ু কুঠুরীতে বিভক্ত। এরা বিশেষ কৌশলে সংকোচিত প্রসারিত (ভেন্টিলেশন) হয় ।

গ) উদ্দীপকে উল্লিখিত একটি বায়ু কুঠুরীর গঠন বর্ণনা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত ভেন্টিলেশন কৌশলটি ব্যাখ্যা কর ।

সিলেট বোর্ড ২০১৭

৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

মানবদেহে রক্তের মাধ্যমে 0, CO, এর পরিবহন ঘটে। একইভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত অন্য একটি প্রাণীতে কতগুলাে সূক্ষ্মনালিকা এবং তাদের শাখা-প্রশাখার মাধ্যমে 02 ও CO2 এর পরিবর্তন ঘটে ।

গ) উদ্দীপকে উল্লিখিত ২য় প্রাণীটির শ্বসন অঙ্গের বর্ণনা দাও ।
ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শ্বসন কৌশল কি একই রকম ? যুক্তিসহ বুঝিয়ে লিখ ।

ঢাকা বোর্ড ২০১৬

৫. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

“সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরােক্ষ ক্ষতি বেশি করে। এতে অধূমপায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়।”

গ) উল্লিখিত উপাদান আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বর্ণনা কর ।
ঘ) উদ্দীপকের উক্তির যথার্থতা মূল্যায়ন কর ।

রাজশাহী বোর্ড ২০১৫

৬. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

মানব শরীরতত্ত্বঃ শ্বসন ও শ্বাসক্রিয়া

গ) চিত্রে প্রদর্শিত তন্ত্রটির ক্ষুদ্রতম এককের গঠন ও কাজ ব্যাখ্যা কর।
ঘ) উপরের চিত্রের ‘A’ চিহ্নিত অংশে সংক্রমণ হলে যে সমস্যা দেখা যায় তা প্রতিকারের উপায় বর্ণনা কর।

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top