মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ: জীববিজ্ঞান ২য়পত্র (অধ্যায় – ৩: মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ)
১. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
ক) লালাগ্রন্থি
খ) যকৃত
গ) অগ্ল্যাশয়
ঘ) পিটুইটারি
সঠিক উত্তর: (খ)
২. ভগ্ন্যাশয়ের অংশগুলো হলো-
i. মস্তক
ii. দেহ
iii. লেজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. পাকস্থলীর প্রাচীরে কোন কোষটি HCI নি:সৃত করে?
ক) মিউকাস কোষ
খ) পেপটিক কোষ
গ) প্যারাইটাল কোষ
ঘ) কার্ডিয়াক কোষ
সঠিক উত্তর: (গ)
৪. সিগময়েড কোলন কোথায় দেখা যায়?
ক) ডিওডেনামে
খ) মলাশয়ে
গ) ক্ষুদ্রান্তে
ঘ) বৃহদান্ত্রে
সঠিক উত্তর: (ঘ)
৫.কোন হরমোনটি পাচক রস নি:সরণ নিয়ন্ত্রণ করে?
ক) থাইরক্ষিন
খ) গ্যাসট্রিন
গ) ইনসুলিন
ঘ) ইস্টোজেন
সঠিক উত্তর: (খ)
৬.মন্টোজ পরিপাক শেষে কীসে পরিণত হয়?
ক) ফ্রুক্টোজ
খ) গ্লুকোজ
গ) ডেক্রট্রিন
ঘ) টায়ালিন
সঠিক উত্তর: (খ)
৭.লালারসে কোন এনজাইমটি পাওয়া যায়?
ক) টায়ালিন
খ) পেপসিন
গ) রেনিন
ঘ) জিলেটিনেজ
সঠিক উত্তর: (ক)
৮.কোনটি দুধকে তাঞ্চিত করে?
ক) লাইপেজ
খ) সুক্রোজ
গ) চায়লিন
ঘ) কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: (ঘ)
৯. পাকমন্ডের অম্লীয় অবস্থা দূরীভূত করণে সহায়তা করে-
i. মিউকাস রস
ii. অগ্ন্যাশয় রস
iii. পিত্তরস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০.বিলিভার্ডিন সৃস্টি হয় কোথায়?
ক) পাকস্থলীতে
খ) অগ্ন্যাশয়ে
গ) বৃক্কে
ঘ) যকৃতে
সঠিক উত্তর: (ঘ)
১১.উত্তম ব্যায়াম হলো-
i. ভোরে হাঁটা
ii. সাইকেল চালানো
iii. সাঁতার কাটা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২.লোবিউলে থাকে অসংখ্য-
i. পিত্তনালি
ii. রক্তনালি
iii. যোজকনালি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩.পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে?
ক) সেরোসা
খ) মাসকিউলারিস মিউকোসা
গ) সাব-মিউকোসা
ঘ) মিউকোসা
সঠিক উত্তর: (ঘ)
১৪.স্নেহ পদার্থ সঞ্চিত থাকে-
i. চাপড়ার নিচে
ii. পাকস্থলিতে
iii. যকৃতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫.মুখগহ্বরে সম্পন্ন হয়-
i. খাদ্য পরিপাক
ii. খাদ্য চর্বন
iii. খাদ্য গলাধ:করণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬.নিস্ক্রিয় অঙ্গ কোনটি?
ক) সিকাম
খ) কোলন
গ) মলাশয়
ঘ) অ্যাপেনডিক্স
সঠিক উত্তর: (ঘ)
১৭.ভিলাই কোথায় দেখা যায়?
ক) পাকস্থলীতে
খ) যকৃতে
গ) ক্ষুদ্রান্ত্রে
ঘ) বৃহদান্ত্রে
সঠিক উত্তর: (গ)
১৮.পাকস্থলীর যে অংশে অন্ননালি উস্মুক্ত হয় তা হলো-
ক) ঢান্ডাস
খ) কার্ডিয়া
গ) বড় বাঁক
ঘ) ছোট বাঁক
সঠিক উত্তর: (খ)
১৯.স্থূলতার কারণে সৃষ্ট একটি বিশেষ অস্বাভাবিকতা-
ক) করোনারি হার্ট ডিজিজ
খ) রক্তশূন্যতা
গ) রেনাল ফেইলিওর
ঘ) হাঁপানি
সঠিক উত্তর: (ক)
২০.টায়ালিন স্টার্চকে ভেঙে কিসে পরিণত করে?
ক) লাইপেজ
খ) ট্রিপসিনে
গ) মল্টোজ
ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (গ)
২১.মানুষের মুখবিবরে কয়জোড়া লালাগ্রন্থি থাকে?
ক) তিন জোড়া
খ) চার জোড়া
গ) পাঁচ জোড়া
ঘ) দুই জোড়া
সঠিক উত্তর: (ক)
২২.খাবার থেকে প্রাপ্ত অ্যামাইনো এসিডে পাওয়া যায়-
i. গ্লিসারল
ii. অ্যালবুমিন
iii. গ্লোবিউলিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩.ক্ষুদ্রান্ত্রকে কয়টি অংশে ভাগ করা হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
২৪.অগ্ন্যাশয় হতে নি:সৃত এনজাইমসমূহ অগ্ন্যাশয়নালির মাধ্যমে কোথায় প্রবেশ করে?
ক) ক্ষুদ্রান্তে
খ) ডিওডেনামে
গ) বৃহদান্ত্র
ঘ) পিত্তাশয়ে
সঠিক উত্তর: (খ)
২৫.অঙ্গাণুটিকে জীবন সমুদ্রের কেন্দ্রে কী থাকে?
ক) হৃৎপিন্ড
খ) অগ্ন্যাশয়
গ) যকৃত
ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (গ)
মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ
২৬.মাছ, মাংস জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম হলো-
i. কোলাজিনেজ
ii. ট্রাইপেপটাইডেজ
iii. ফসফোলাইপেজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭.দেহের কোথায় অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস?
ক) ফুসফুসে
খ) যকৃতে
গ) অগ্ন্যাশয়ে
ঘ) ইলিয়ামে
সঠিক উত্তর: (গ)
২৮.কোনটির কার্যক্রমের ফলে কোলনে কয়েক ধরনের ভিটামিন ও গ্যাস তৈরি হয়?
ক) মিউকাস রস
খ) ব্যাকটেরিয়া
গ) অ্যাপেনডিক্স
ঘ) গোলকৃমি
সঠিক উত্তর: (খ)
২৯.প্রাপ্তবয়স্কদের প্রত্যেক চোয়ালে কয়টি দাঁত থাকে?
ক) ১৭টি
খ) ১৮টি
গ) ১৬টি
ঘ) ২০টি
সঠিক উত্তর: (গ)
৩০.Pancreozymin-এর অপর নাম কী?
ক) সিক্রেটিন
খ) গ্যাস্ট্রিন
গ) কোলেসিক্টোকাইনিন
ঘ) ইনসুলিন
সঠিক উত্তর: (গ)
৩১.যকৃতে কত দিন জীবনকালের লোহিত কণিকার ভাঙ্গন ঘটে?
ক) ৭৫
খ) ৮০
গ) ১২০
ঘ) ১৮০
সঠিক উত্তর: (গ)
৩২.অন্ননালি ও পাকস্থলীর সংযোগস্থলের পেশিবলয়কে কী বলা হয়?
ক) কার্ডিয়াক ছিদ্র
খ) ফান্ডাস
গ) কার্ডিয়াক স্ফিংটার
ঘ) কার্ডিয়াক পাকস্থলী
সঠিক উত্তর: (গ)
৩৩.ক্ষুদ্রান্ত্রের ভিলাই অবস্থান করে-
i. মিউকোসা স্তরে
ii. জেজুনাম অংশে
iii. ইলিয়াম অংশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪.যকৃত সহযোগিতা করে-
i. লোহিত কণিকা ভাঙনে
ii. কোষ ভাঙনে
iii. হিমোগ্লোবিন ভাঙনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫.বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটি?
ক) ক্ষুদ্রান্ত
খ) বৃহদন্ত্র
গ) যকৃত
ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (ঘ)
৩৬.শর্করা বিপাককারী এনজাইম কোনটি?
ক) লাইপেজ
খ) পেপসিন
গ) এমাইলেজ
ঘ) রেনিন
সঠিক উত্তর: (গ)
৩৭.আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে-
ক) এনজাইম
খ) HCI
গ) গ্যাস্ট্রিক হরমোন
ঘ) কাইম
সঠিক উত্তর: (গ)
৩৮.লালারসে কত ভাগ ইলেকট্রোলাইট ও প্রোটিন থাকে?
ক) ১ ভাগ
খ) ১.৫ ভাগ
গ) ০.৫ ভাগ
ঘ) ০.২ ভাগ
সঠিক উত্তর: (গ)
৩৯.যেসব কোষ থেকে লালারস ক্ষরিত হয়-
i. সেরাস কোষ
ii. যকৃত কোষ
iii. মিউকাস কোষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০.আন্ত্রিক পর্ব কোথায় সংঘটিত হয়?
ক) বৃহদন্ত্রে
খ) পাকস্থলীতে
গ) ক্ষুদ্রান্তে
ঘ) যকৃতে
সঠিক উত্তর: (গ)
৪১.যকৃতকে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়। এর-
i. গঠন ত্রিকোণাকার
ii. চারটি অসম্পূর্ণ খন্ড রয়েছে
iii. বাম খন্ডটি সবচেয়ে বড়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২.চর্বিকে ফ্যাটি এসিডে পরিণত করে কোনটি?
ক) ইনসুলিন
খ) ট্রিপসিন
গ) লাইপেজ
ঘ) মল্টোজ
সঠিক উত্তর: (গ)
৪৩.কোনটি পানিতে দ্রবণীয় বটিামিন?
ক) A
খ) D
গ) C
ঘ) K
সঠিক উত্তর: (গ)
৪৪.অতিরিক্ত মেদের কারণে কত ভাগ পুরুষের ডায়াবেটিস হয়?
ক) ৬০ ভাগ
খ) ৬৪ ভাগ
গ) ৭০ ভাগ
ঘ) ৭৫ ভাগ
সঠিক উত্তর: (খ)
৪৫.সায়েম যে খাবার গ্রহণ করলো তার বেশিরভাগই ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়-
i. গ্লুকোজ হিসেবে
ii. গ্যালাকটোজ হিসেবে
iii. ফ্লুক্টোজ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬.যকৃতে RBC-এর হিমোগ্লোবিন ভেঙে সৃষ্টি হয়-
i. বিলিরুবিন
ii. বিলিভার্ডিন
iii. এরাইথ্রোসাইট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭.পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হতে পারে-
i. পানি
ii. খনিজ লবণ
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৮.অ্যাসিনাস কোথায় দেখা যায়?
ক) পাকস্থলীতে
খ) ক্ষুদ্রান্ত্রে
গ) বৃক্কে
ঘ) অগ্ন্যাশয়ে
সঠিক উত্তর: (ঘ)
৪৯.গ্যাস্ট্রিক রস নি:সিরণের ধাপসমূহ হলো-
i. সেফালিক পর্যায়
ii. গ্যাস্ট্রিক পর্যায়
iii. আন্ত্রিক পর্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০.লালারসে কী এনজাইম পাওয়া যায়?
ক) লাইপেজ
খ) ট্রিপসিন
গ) টায়ালিন
ঘ) মল্টেোজ
সঠিক উত্তর: (গ)
মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ
৫১.যকৃতের অসুখ হিসেবে কোনটি দেখা দেয়?
ক) পেট ব্যথা
খ) বমি
গ) জন্ডিস
ঘ) মাথাঘোরা
সঠিক উত্তর: (গ)
৫২.পাকরসে কত ভাগ পানি থাকে?
ক) ৯৫ ভাগ
খ) ৯৯.৪৫ ভাগ
গ) ৯৮.২ ভাগ
ঘ) ০০.২ ভাগ
সঠিক উত্তর: (খ)
৫৩.আমাদের দেহের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনরূপে সঞ্চিত থাকে দেহের কোন অংশে?
ক) অগ্ন্যাশয়ে
খ) যকৃতে
গ) বৃহদন্ত্রে
ঘ) ক্ষুদ্রান্ত্রে
সঠিক উত্তর: (গ)
৫৪.এনটোরিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে কোনটিকে?
ক) হৃদপেশি
খ) পৌষ্টিকনালি
গ) ফুসফুস
ঘ) অনৈচ্ছিক পেশি
সঠিক উত্তর: (খ)
৫৫.বৃহদান্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত?
ক) পাঁচটি
খ) সাতটি
গ) ছয়টি
ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
৫৬.পাকস্থলীর দুর্বল পেরিস্টালটিক সংকোচনমূলক ঢেউকে কী বলা হয়?
ক) মিশ্রণ ঢেউ
খ) তড়িৎ ঢেউ
গ) ক্রমপ্রসারণ ঢেউ
ঘ) প্রচলন ঢেউ
সঠিক উত্তর: (ক)
৫৭.শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজম রূপান্তরকে কী বলে?
ক) পরিপাক
খ) শোষণ
গ) শ্বসন
ঘ) আত্তীকরণ
সঠিক উত্তর: (ঘ)
৫৮.লালাগ্রন্থি নি:সৃত রসের প্রকৃতি হলো এটি-
i. গন্ধ ও স্বাদবিহীন
ii. স্বচ্ছ ও সামান্য অম্লীয়
iii. পিচ্ছিল তরল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫৯.বৃহদন্ত্রের প্রধান কাজ হলো-
i. ফসফোলিপিড জাতীয় খাদ্য পরিপাক করা
ii. পাকমন্ড হতে অবশিষ্ট পানি ও আয়ন শোষণ করা
iii. মল নিষ্কাশিত না হওয়া পর্যন্ত ধারণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬০.পাকস্থলীতে বেসিক ইলেকট্রিক্যাল রিদম-
i. পরিপাক নালির গাত্র হতে সৃষ্টি হয়
ii. স্বত:স্ফূর্তভাবে প্রবাহিত হয়
iii. মিশ্রণ ঢেউ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬১.নিচের কোনটি পরিস্যাকারাইড?
ক) স্টার্চ
খ) সুক্রোজ
গ) ল্যাকটোজ
ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (ক)
৬২.অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটি?
ক) বৃক্ক
খ) যক্রত
গ) পাকস্থলী
ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর: (ঘ)
৬৩.মানুষের আবেগ নিয়ন্ত্রণে অন্যতম ভূমিকা পালন করে কোনটি?
ক) ব্রেইন স্টেম
খ) অ্যামিগডালা
গ) সেরেবেলাম
ঘ) মেডুলা অবলংগাটা
সঠিক উত্তর: (খ)
৬৪.স্থুলতা প্রতিরোধের প্রধান ব্যবস্থা কোনটি?
ক) বেশি ঘুমানো
খ) তেলযুক্ত খাবার খাওয়া
গ) সুষম খাবার পরিমিত মাত্রায় খাওয়া
ঘ) ব্যায়াম করা
সঠিক উত্তর: (গ)
৬৫.ক্ষুদ্রান্ত্র সাধারণত কোন প্রক্রিয়ায় আয়ন শোষণ করে?
ক) অভিস্রবণ
খ) সক্রিয় পরিবহণ
গ) ব্যাপন
ঘ) নিষ্ক্রিয় পরিবহন
সঠিক উত্তর: (খ)
৬৬.মলাশয়ে উন্মুক্ত হয় কোনটি?
ক) নিম্নগামী কোলন
খ) অণুপ্রস্থ কোলন
গ) সিগময়েড কোলন
ঘ) সিকাম
সঠিক উত্তর: (গ)
৬৭.রাজনের বয়স ২৫ বছর। তার কতটি কর্তন দাঁত রয়েছে?
ক) ২
খ) ৪
গ) ৬
ঘ) ৮
সঠিক উত্তর: (ঘ)
৬৮.কোনটি বিপাকীয় শক্তিকে প্রভাবিত করে?
ক) লিউকেমিয়া
খ) গাট ফ্লোরা
গ) স্থূলতা
ঘ) হাঁপানি
সঠিক উত্তর: (খ)
৬৯.যকৃত কতটি অসম্পূর্ণ খন্ড নিয়ে গঠিত?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
সঠিক উত্তর: (গ)
৭০.কোনো পরিপাক ও শোষণ ক্রিয়া সম্পন্নকারী তন্ত্রসমূহ হলো-
i. রেচনতন্ত্র
ii. পৌষ্টিকতন্ত্র
iii. পরিপাকতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭১.Oranic Laboratory কাকে বলে?
ক) অগ্ন্যাশয়কে
খ) পাকস্থলীকে
গ) যকৃতকে
ঘ) বৃক্ককে
সঠিক উত্তর: (গ)
৭২.রহিম সাহেব একজন স্কূলকায় মানুষ। তার স্থূলতার জন্য যেসব রোগের প্রকোপ বেড়ে যেতে পারে সেগুলো হলো-
i. হৃদরোগ
ii. ডায়াবেটিস
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩.কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়?
ক) বৃক্কে
খ) অগ্ন্যাশয়ে
গ) বৃহদন্ত্রে
ঘ) যকৃতে
সঠিক উত্তর: (ঘ)
৭৪.নিচের কোনটি জটিল শর্করা?
ক) লিমিট ডেক্সট্রিন
খ) মলটেোট্রায়োজ
গ) মন্টাজ
ঘ) স্টার্চ
সঠিক উত্তর: (ঘ)
মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ
৭৫.অগ্ন্যাশয় কোষগুলোর মধ্যে রয়েছে-
i. বায়ুথলি
ii. রক্তানালি
iii. অগ্ন্যাশয় নালি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৬.চর্বণ প্রক্রিয়ার সাথে জড়িত-
i. চর্বণ প্রতিবর্তী ক্রিয়া
ii. হাইপোথ্যালামাস
iii. অ্যামিগডালা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭.পরিপাক ও শোষণ কার প্রধান কাজ?
ক) যকৃতের
খ) পাকস্থলীর
গ) ক্ষুদ্রান্ত্রের
ঘ) বৃহদন্ত্রের
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
আমরা প্রতিদিন খাদ্য হিসেবে মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম, শিমের বিচি গ্রহণ করে থাকি। এসব খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধি ও দেহ গঠনে সহায়তা করে।
৭৮.উল্লিখিত খাদ্যগুলোর প্রধান উপাদান কী?
ক) অ্যালবুনিন ও গ্লোবিউলিন
খ) কোলাজেন ও জিলাটিন
গ) ট্রিপসিন ও মিউসিন
ঘ) কেসিন ও অ্যালবুমিন
সঠিক উত্তর: (ক)
৭৯. অগ্ন্যাশয় রস এসব খাদ্যকে পরিণত করে-
i. পলিপেপটাইডে
ii. প্যারাকেসিনে
iii. অ্যামাইনো এসিডে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ
১। বৃহদন্ত্রের অংশ নয় কোনটি?
(ক) কোলন
(খ) ইলিয়াম
(গ) মলাশয়
(ঘ) সিকাম
২। একজন প্রাপ্ত বযস্ক মানুষের খাদ্য তালিকায় কী পরিমাণ ভিটামিন থাকা উচিত?
(ক) ৫.৫-৫.৬ গ্রাম
(খ) ১০০-১৫০ গ্রাম
(গ) ৪১৫-৬০০ গ্রাম
(ঘ) ৫৫০-৫৬০ গ্রাম
৩। পানির প্রধান কাজ-
i. কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা
ii. রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো
iii. প্রোটোপ্লাজমকে সজীব রাখা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪। কোন খাদ্য উপাদানটি দেহের ক্ষয়পূরণ করে?
(ক) স্নেহদ্রব্য
(খ) ভিটামিন
(গ) আমিষ
(ঘ) শর্করা
৫। আমিষজাতীয় খাদ্য পরিপাকের ফলে কোন দ্রব্যটি উৎপন্ন হয়?
(ক) ফ্যাটি এসিড
(খ) অ্যামাইনো এসিড
(গ) গ্লুকোজ
(ঘ) গ্লিসারল
৬। কত দিনের মধ্যে জিহ্বার স্বাদকুঁড়ি নষ্ট হয় ও প্রতিস্থাপিত হয়?
(ক) ৬-৮ দিন
(খ) ১০-১২ দিন
(গ) ১২-১৫ দিন
(ঘ) ৫-১০ দিন
৭। মানুষের মুখগহ্বরে কতটি লালাগ্রন্থি অবস্থিত?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৬ টি
৮। নিচের কোনটি প্রতি চোয়ালের অর্ধাংশের সঠিক ডেন্টাল ফর্মুলা?
(ক) I2C2P2M3
(খ) I2C1P2M3
(গ) I2C2P2M2
(ঘ) I2C1P2M2
৯। লালারসে কোন এনজাইমটি থাকে?
(ক) ইলাস্টেজ
(খ) পেপসিন
(গ) টায়ালিন
(ঘ) সেলুলেজ
১০। পাকস্থলির কোন অংশে স্ফিংক্টার থাকে?
(ক) কার্ডিয়া
(খ) ফানডাস
(গ) পাইলোরাস
(ঘ) ক+গ
১১। পাকস্থলি থেকে শর্করাবিশ্লেষী কোন এনজাইম নিঃসৃত হয়?
(ক) পেপসিন
(খ) লাইপেজ
(গ) রেনিন
(ঘ) কোনটিই নয়
১২। কোন অংশটি ক্ষুদ্রান্ত্রের তিন-পঞ্চমাংশ গঠন করে?
(ক) ইলিয়াম
(খ) সিকাম
(গ) ডিওডেনাম
(ঘ) জেজুনাম
১৩। ক্ষুদ্রান্ত্রের ব্রুনার্স গ্রন্থি থেকে কী তৈরি হয়?
(ক) পিত্তরস
(খ) বাইকার্বনেট
(গ) মিউকাস
(ঘ) আন্ত্রিক রস
১৪। নিচের কোনটি পৌষ্টিকনালির অংশ নয়?
(ক) সিগময়েড
(খ) পাইলোরাস
(গ) অগ্ন্যাশয়
(ঘ) মুখছিদ্র
১৫। লালারসের পিএইচ কত?
(ক) ৬.০-৭.৮
(খ) ৬.২-৭.৪
(গ) ৭.০-৮.৪
(ঘ) ৬.৪-৭.৮
১৬। লালারসে কোন ইম্যুনোগ্লোব্যুলিন থাকে?
(ক) ইম্যুনোগ্লোব্যুলিন G
(খ) ইম্যুনোগ্লোব্যুলিন A
(গ) ইম্যুনোগ্লোব্যুলিন M
(ঘ) ইম্যুনোগ্লোব্যুলিন E
১৭। হিমের লৌহ অংশটি কী হিসেবে যকৃতে জমা থাকে?
(ক) ফেরিটিন
(খ) ট্রান্সফেরিন
(গ) ফেরাস
(ঘ) ফেরিক এসিড
১৮। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো এসিড থেকে কোন গ্রুপের অপসারণ ঘটে?
(ক) ফসফেট গ্রুপ
(খ) বাইকার্বনেট গ্রুপ
(গ) কার্বক্সিল গ্রুপ
(ঘ) অ্যামিনো গ্রুপ
১৯। কোন প্রক্রিয়ায় গ্লিসারল গ্লুকোজে পরিণত হয়?
(ক) গ্লাইকোজেনেসিস
(খ) গ্লাইকোজেনোলাইসিস
(গ) গ্লুকোনিওজেনেসিস
(ঘ) গ্লাইকোলাইসিস
২০। যকৃতের বিপাকীয় কার্যাবলির অন্তর্ভুক্ত-
i. লোহিত রক্ত কণিকার উৎপাদন ও ভাঙ্গন
ii. কোলেস্টেরল উৎপাদন
iii. টক্সিন অপসারণ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২১। পিত্তরসের কোন উপাদানটি পেরিস্ট্যালসিস চলন বৃদ্ধি করে?
(ক) পিত্তলবণ
(খ) পিত্তরঞ্জক
(গ) অজৈব লবণ
(ঘ) পানি
২২। গ্লুকাগন হরমোনের কাজ কোনটি?
(ক) রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করা
(খ) রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা
(গ) রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করা
(ঘ) রক্তে কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করা
২৩। পাকস্থলি কোন ধরনের এপিথেলিয়ামে আবৃত থাকে?
(ক) কলামনার
(খ) স্কোয়ামাস
(গ) স্ট্র্যাটিফাইড
(ঘ) কিউবয়ডাল
২৪। গ্যাস্ট্রিক ইনট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয় কোন কোষ থেকে?
(ক) জাইমোজেনিক কোষ
(খ) অক্সিনটিক কোষ
(গ) আর্জেনটাফাইন কোষ
(ঘ) পেপটিক কোষ
২৫। সাক্কাস ইন্টেরিকাস কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
(ক) গ্যাস্ট্রিক গ্রন্থি
(খ) আন্ত্রিক গ্রন্থি
(গ) লালাগ্রন্থি
(ঘ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
২৬। কোলেসিস্টোকাইনিন হরমোনটি-
i. পাইলোরিক স্ফিংক্টারের পেশিকে সংকুচিত করে
ii. পাকস্থলি শূন্য হতে বাঁধা দেয়
iii. গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাঁধা দেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৭। ইলিয়ামের প্রাচীর থেকে কোন হরমোন ক্ষরিত হয়?
(ক) এন্টারোগ্যাস্ট্রোন
(খ) সোমাটোস্ট্যাটিন
(গ) পেপটাইড YY
(ঘ) এন্টারোক্রাইনিন
২৮। নিচের কোনটি স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম?
(ক) টায়ালিন
(খ) লেসিথিনেজ
(গ) কাইমোট্রিপসিন
(ঘ) কোলাজিনেজ
২৯। নিচের কোনটি পাকরসের প্রোটিন পরিপাককারী এনজাইম?
(ক) ট্রিপসিন
(খ) ডাইপেপটাইডেজ
(গ) জিলেটিনেজ
(ঘ) ফসফোলাইপেজ
৩০। নিউক্লিক এসিড পরিপাককারী এনজাইম হল-
i. নিউক্লিওসাইডেজ
ii. নিউক্লিয়েডেস
iii. নিউক্লিওটাইডেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ
৩১। নিচের কোনটি সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয়?
(ক) সুক্রোজ
(খ) এল-অ্যামিনো এসিড
(গ) ডি-অ্যামিনো এসিড
(ঘ) ক+গ
৩২। নিচের কোনটি স্থূলতার কারণ নয়?
(ক) গর্ভাবস্থা
(খ) জিনগত
(গ) ব্যায়াম
(ঘ) আবেগ
৩৩। খাদ্যদ্রব্য গলাধঃকরণের সময় কোন অংশটি শ্বাসরন্ধ্রকে আবৃত করে রাখে?
(ক) জিহ্বা
(খ) এপিগ্লটিস
(গ) গলবিল
(ঘ) কোমল তালু
৩৪। আলজিহ্বা কোনটি দ্বারা গঠিত?
(ক) স্থিতিস্থাপক তরুণাস্থি
(খ) শ্লেষ্মাস্তর
(গ) শ্বেততন্তুময় তরুণাস্থি
(ঘ) ক+খ
৩৫। অধিকাংশ তৃণভোজী প্রাণীর ক্ষেত্রে সেলুলোজ কোথায় পরিপাক হয়?
(ক) মুখগহ্বরে
(খ) সিকামে
(গ) কোলনে
(ঘ) অন্ননালিতে
৩৬। মসৃণ পেশির কয়টি স্তর নিয়ে পাকস্থলি গঠিত হয়?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
৩৭। পাকস্থলিতে কোন জাতীয় খাদ্যের কোন পরিবর্তন ঘটে না?
(ক) আমিষ
(খ) স্নেহদ্রব্য
(গ) শর্করা
(ঘ) প্রোটিন
৩৮। কোনটির কারণে অন্ত্রের অভ্যন্তরে ক্ষারীয় মাধ্যম তৈরি হয়?
(ক) পিত্তরস
(খ) লালারস
(গ) অগ্ন্যাশয় রস
(ঘ) আন্ত্রিক রস
৩৯। লালারসে কোন প্রোটিনটি পাওয়া যায়?
(ক) টায়ালিন
(খ) লাইসোজাইম
(গ) বাইকার্বনেট
(ঘ) মিউসিন
৪০। অগ্ন্যাশয়ের কোন অংশটি বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে?
(ক) লোবিউল
(খ) অ্যাসিনাস
(গ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
(ঘ) ক+
১। খ | ১১। ঘ | ২১। ক | ৩১। খ |
২। ক | ১২। ক | ২২। খ | ৩২। গ |
৩। খ | ১৩। গ | ২৩। ক | ৩৩। খ |
৪। গ | ১৪। গ | ২৪। গ | ৩৪। ঘ |
৫। খ | ১৫। খ | ২৫। খ | ৩৫। খ |
৬। ঘ | ১৬। খ | ২৬। ক | ৩৬। খ |
৭। ঘ | ১৭। ক | ২৭। গ | ৩৭। গ |
৮। খ | ১৮। ঘ | ২৮। খ | ৩৮। ক |
৯। গ | ১৯। গ | ২৯। গ | ৩৯। ঘ |
১০। ঘ | ২০। ঘ | ৩০। ঘ | ৪০। ঘ |
মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ
১। কোন খাদ্য উপাদানটি পরিপাকের প্রয়োজন হয় না?
(ক) আমিষ
(খ) খনিজ লবণ
(গ) স্নেহদ্রব্য
(ঘ) শর্করা
২। নিচের কোনটি লাইপোলাইটিক এনজাইম?
(ক) কাইমোট্রিপসিন
(খ) ফসফোলাইপেজ
(গ) টায়ালিন
(ঘ) অ্যামাইলেজ
৩। মানুষের পৌষ্টিকনালি কত মিটার লম্বা?
(ক) ৮-১০ মিটার
(খ) ১২-১৫ মিটার
(গ) ২৫ মিটার
(ঘ) ২৭-২৮ মিটার
৪। জিহ্বার-
i. অগ্রপ্রান্ত মিষ্টি স্বাদ গ্রহণ করে
ii. পশ্চাৎভাগের দুপাশ অম্ল স্বাদ গ্রহণ করে
iii. পেছন দিক নোনা স্বাদ গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। একজন সুস্থ মানুষ প্রতিদিন কী পরিমাণ লালা ক্ষরণ করে?
(ক) ৫০০-৬০০ মিলিলিটার
(খ) ৮০০-১০০০ মিলিলিটার
(গ) ১২০০-১৫০০ মিলিলিটার
(ঘ) ২০০০-২৫০০ মিলিলিটার
৬। মুখগহ্বরে কোন জাতীয় খাদ্যের কোন রাসায়নিক পরিবর্তন ঘটে না?
(ক) শর্করা
(খ) আমিষ
(গ) স্নেহ
(ঘ) খ+গ
৭। পাকস্থলীর কোন অংশে অন্ননালি উন্মুক্ত হয়?
(ক) পাইলোরাস
(খ) কার্ডিয়া
(গ) বড় বাঁক
(ঘ) ফানডাস
৮। নিচের কোনটি নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম?
(ক) পেপসিন
(খ) ট্রিপসিন
(গ) প্রোরেনিন
(ঘ) লাইপেজ
৯। পাকস্থলি প্রাচীর নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না কারণ-
i. মিউকাস আবরণে আবৃত থাকে
ii. কোষের এন্টিএনজাইম প্রাচীরস্থ কোষের উপর কাজ করতে দেয় না
iii. এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়?
(ক) ইলিয়াম
(খ) সিকাম
(গ) জেজুনাম
(ঘ) ডিওডেনাম
১১। ল্যাক্টেজ এনজাইম দুধের ল্যাক্টোজকে ভেঙ্গে কীসে পরিণত করে?
(ক) গ্লুকোজ+ফ্রুক্টোজ
(খ) গ্যালাকটোজ+মল্টোজ
(গ) গ্লুকোজ+গ্যালাকটোজ
(ঘ) মল্টোজ+গ্লুকোজ
১২। নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন কোনটির প্রভাবে কাইমোট্রিপসিনে পরিণত হয়?
(ক) হাইড্রোক্লোরিক এসিড
(খ) এন্টারোকাইনেজ
(গ) পিত্তরস
(ঘ) ট্রিপসিন
১৩। পিত্তলবণ হল-
i. সোডিয়াম টরোকোলেট
ii. সোডিয়াম গ্লাইকোকোলেট
iii. সোডিয়াম কার্বনেট
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৪। মানবদেহে কয় ধরনের পৌষ্টিকগ্রন্থি বিদ্যমান?
(ক) দুই
(খ) তিন
(গ) পাঁচ
(ঘ) ছয়
১৫। কোনটি স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে?
(ক) বাইকার্বনেট
(খ) ক্লোরাইড
(গ) সালফাইড
(ঘ) ফসফেট
১৬। কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি?
(ক) যকৃত
(খ) লালাগ্রন্থি
(গ) পিটুইটারি গ্রন্থি
(ঘ) আন্ত্রিক গ্রন্থি
১৭। অগ্ন্যাশয় কোন ধরনের গ্রন্থি?
(ক) অন্তঃক্ষরা গ্রন্থি
(খ) বহিঃক্ষরা গ্রন্থি
(গ) মিশ্র গ্রন্থি
(ঘ) কোনটিই নয়
১৮। কোনটি আইলেটস অব ল্যাংগ্যারহ্যান্স এর কোষ নয়?
(ক) আলফা কোষ
(খ) গামা কোষ
(গ) সিগমা কোষ
(ঘ) ডেল্টা কোষ
১৯। গ্যাস্ট্রিক গ্রন্থি-
i. এক ধরনের নলাকার গ্রন্থি
ii. তিন ধরনের কোষ নিয়ে গঠিত
iii. গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২০। কোন কোষ থেকে গ্যাস্ট্রিক ইনট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয়?
(ক) মিউকাস কোষ
(খ) প্যারাইটাল কোষ
(গ) জাইমোজেনিক কোষ
(ঘ) আর্জেনটাফাইন কোষ
২১। কোন গ্রন্থির অপর নাম ক্রিপ্ট অব লিবারক্যুন?
(ক) গ্যাস্ট্রিক গ্রন্থি
(খ) আন্ত্রিক গ্রন্থি
(গ) লালাগ্রন্থি
(ঘ) অগ্ন্যাশয়
২২। নিচের কোন শর্করাটি সক্রিয় শোষণের মাধ্যমে ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়?
(ক) সুক্রোজ
(খ) ল্যাকটোজ
(গ) গ্যালাকটোজ
(ঘ) ফ্রুক্টোজ
২৩। কোন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্রান্ত্রে পানি শোষিত হয়?
(ক) ব্যাপন
(খ) সক্রিয় শোষণ
(গ) অভিস্রবণ
(ঘ) নিষ্ক্রিয় শোষণ
২৪। কোন ব্যক্তির বিএমআই ২৭ হলে, তিনি কোন শ্রেণির অন্তর্ভুক্ত হবেন?
(ক) স্বাভাবিক ওজন
(খ) ১ম শ্রেণির স্থুলতা
(গ) ২য় শ্রেণির স্থুলতা
(ঘ) অতিরিক্ত ওজন
২৫। নিচের কোনটি পৌষ্টিক নালির অংশ নয়?
(ক) মুখছিদ্র
(খ) গলবিল
(গ) শ্বাসনালি
(ঘ) মলাশয়
২৬। একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের সুষম খাদ্যের তালিকায় কী পরিমাণ আমিষ থাকা উচিত?
(ক) ৫০-৬০ গ্রাম
(খ) ১০০-১৫০ গ্রাম
(গ) ৪০০-৫০০ গ্রাম
(ঘ) ৫৫-৮০ গ্রাম
২৭। সবচেয়ে বড় লালাগ্রন্থি কোনটি?
(ক) প্যারোটিড
(খ) সাবলিঙ্গুয়াল
(গ) সাব-ম্যান্ডিবুলার
(ঘ) সাব-ম্যাক্সিলারি
২৮। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়-
i. অ্যামাইনো এসিড থেকে
ii. গ্লাইকোজেন থেকে
iii. গ্লিসারল থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ
২৯। পিত্তরস কোথায় থেকে উৎপন্ন হয়?
(ক) পিত্তথলি
(খ) অগ্ন্যাশয়
(গ) যকৃত
(ঘ) গল ব্লাডার
৩০। পৌষ্টিকনালিতে জটিল খাদ্য পরিপাকের ধাপের অন্তর্ভুক্ত হল-
i. পৌষ্টিকনালিতে খাদ্যের সঞ্চালন
ii. পরিপাককৃত খাদ্য ও পানি পরিশোষণ
iii. বর্জ্যপদার্থ নিষ্কাশন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩১। জিহ্বার স্বাদকুঁড়ির আকৃতি কীরূপ?
(ক) গোলাকার
(খ) ফ্লাস্ক আকৃতির
(গ) শিম বীজের মতো
(ঘ) নাশপাতি আকৃতির
৩২। প্রতি চোয়ালের অর্ধাংশে কতটি ক্যানাইন দাঁত থাকে?
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
৩৩। পাকস্থলির দৈর্ঘ্য কত?
(ক) ১০ সেন্টিমিটার
(খ) ২০ সেন্টিমিটার
(গ) ২৫ সেন্টিমিটার
(ঘ) ৩০ সেন্টিমিটার
৩৪। নিচের কোনটি দুগ্ধ আমিষ?
(ক) রেনিন
(খ) কেসিন
(গ) পেপসিন
(ঘ) প্রোটিওজ
৩৫। ক্ষুদ্রান্ত্রের কোন কোষ থেকে মিউকাস তৈরি হয়?
(ক) জি কোষ
(খ) চীফ কোষ
(গ) এম কোষ
(ঘ) গবলেট কোষ
৩৬। পিত্তলবণের সাহায্যে স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করাকে বলে-
i. অবদ্রবণ
ii. ইমালসিফিকেশন
iii. কোয়াগুলেশন
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i, ii
(ঘ) i, iii
৩৭। যকৃত কোনটি সঞ্চয় করে?
(ক) রক্ত
(খ) গ্লাইকোজেন
(গ) ভিটামিন
(ঘ) সবগুলো
৩৮। কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়?
(ক) আন্ত্রিক হরমোন
(খ) ইনসুলিন
(গ) টেস্টোস্টেরন
(ঘ) অ্যাড্রেনাল হরমোন
৩৯। পিত্তরস কোন ধরনের তরল?
(ক) অম্লীয়
(খ) ক্ষারীয়
(গ) নিরপেক্ষ
(ঘ) কোনটিই নয়
৪০। গ্যাস্ট্রিক জুস ক্ষরণের স্নায়বিক পর্যায়ের উদ্দীপনা কোন স্নায়ুর মাধ্যমে পাকস্থলিতে পৌঁছাবে?
(ক) ট্রাইজেমিনাল স্নায়ু
(খ) ভ্যাগাস স্নায়ু
(গ) হাইপোগ্লোসাল স্নায়ু
(ঘ) অ্যাবডুসেন্স স্নায়ু
১। খ | ১১। গ | ২১। খ | ৩১। খ |
২। খ | ১২। ঘ | ২২। গ | ৩২। ক |
৩। ক | ১৩। ক | ২৩। গ | ৩৩। গ |
৪। ক | ১৪। গ | ২৪। ঘ | ৩৪। খ |
৫। গ | ১৫। খ | ২৫। গ | ৩৫। ঘ |
৬। ঘ | ১৬। ক | ২৬। খ | ৩৬। গ |
৭। খ | ১৭। গ | ২৭। ক | ৩৭। ঘ |
৮। গ | ১৮। গ | ২৮। খ | ৩৮। গ |
৯। ঘ | ১৯। খ | ২৯। গ | ৩৯। খ |
১০। খ | ২০। ঘ | ৩০। ঘ | ৪০। খ |
মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ MCQ