মানব শারীরতত্ত্ব রক্ত ও সংবহন MCQ

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ (জীববিজ্ঞান ২য়পত্র (অধ্যায় – ৪: মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন)

১। রক্তের আপেক্ষিক গুরুত্ব-
(ক) পানির চেয়ে কম
(খ) পানির চেয়ে বেশি
(গ) পানির সমান
(ঘ) পানির চেয়ে অনেক কম

২। টিস্যুর অধিকাংশ কার্বনডাইঅক্সাইড রক্তরসে কী রূপে দ্রবীভূত থাকে?
(ক) কার্বনমনোঅক্সাইড
(খ) কার্বক্সিলিক এসিড
(গ) বাইকার্বনেট
(ঘ) কার্বনেট

৩। নিচের কোনটি গ্র্যানুলোসাইট?
(ক) নিউট্রোফিল
(খ) লিম্ফোসাইট
(গ) অণুচক্রিকা
(ঘ) মনোসাইট

৪। নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) রক্তের পিএইচ ৭.৩৫-৭.৪৫
(খ) রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু
(গ) রক্তের তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস
(ঘ) রক্তের আপেক্ষিক গুরুত্ব ১.০৬৫

৫। প্রতি ১০০ মিলিলিটার রক্তে প্রায় কত গ্রাম হিমোগ্লোবিন থাকে?
(ক) ১২ গ্রাম
(খ) ১৬ গ্রাম
(গ) ২০ গ্রাম
(ঘ) ২৪ গ্রাম

৬। লোহিত রক্তকণিকার কঠিন পদার্থের মধ্যে প্রায় কত শতাংশ হিমোগ্লোবিন?
(ক) ৩০-৪০%
(খ) ৫০%
(গ) ৬০-৭০%
(ঘ) ৯০%

৭। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় কী পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকে?
(ক) ৫-৮ হাজার
(খ) ১০-১২ হাজার
(গ) ১২-১৫ হাজার
(ঘ) ২০ হাজার

৮। লিম্ফোসাইট-
i. দুই প্রকার
ii. হিস্টামিন নিঃসরণ করে
iii. অ্যান্টিবডি তৈরি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৯। কোনটি রক্তের হেপারিনকে অকেজো করে দেয়?
(ক) ফাইব্রিনোজেন
(খ) ক্যালসিয়াম
(গ) প্রোথ্রমবিন
(ঘ) থ্রম্বোপ্লাসটিন

১০। মানুষে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় কত?
(ক) ২-৩ মিনিট
(খ) ৪-৫ মিনিট
(গ) ৭-৮ মিনিট
(ঘ) ৮-১০ মিনিট

১১। নিচের কোনটি ল্যাবাইল ক্লটিং ফ্যাক্টর?
(ক) ফ্যাক্টর VIII
(খ) ফ্যাক্টর IX
(গ) ফ্যাক্টর V
(ঘ) ফ্যাক্টর III

১২। লসিকার কোষ উপাদান কোনটি?
(ক) মনোসাইট
(খ) বেসোফিল
(গ) লিম্ফোসাইট
(ঘ) নিউট্রোফিল

১৩। হৃদপিন্ডের সুঁচালো শীর্ষদেশ নিচের দিকে কত তম পাঁজরের ফাঁকে অবস্থান করে?
(ক) দ্বিতীয়
(খ) পঞ্চম
(গ) ষষ্ঠ
(ঘ) দশম

১৪। পেরিকার্ডিয়ামের বাইরের দিকে কোন স্তর থাকে?
(ক) সেরাস স্তর
(খ) ভিসেরাল স্তর
(গ) ফাইব্রাস স্তর
(ঘ) প্যারাইটাল স্তর

১৫। সুপিরিয়র ভেনাকোভা কোথায় উন্মুক্ত হয়?
(ক) ডান অ্যাট্রিয়ামে
(খ) ডান ভেন্ট্রিকলে
(গ) বাম অ্যাট্রিয়ামে
(ঘ) বাম ভেন্ট্রিকলে

১৬। কোন পরীক্ষার সাহায্যে দেখা হয় যে হৃদপিন্ডের রক্তনালিতে কোন ব্লক আছে কি না?
(ক) ইসিজি
(খ) এমআরআই
(গ) এক্স-রে
(ঘ) এনজিওগ্রাম

১৭। কোনটি রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে?
(ক) নিম্নচাপ ব্যারোরিসেপ্টর
(খ) উচ্চচাপ ব্যারোরিসেপ্টর
(গ) আয়তন রিসেপ্টর
(ঘ) ক+গ

১৮। সিস্টেমিক সংবহনের সময়কাল কত?
(ক) ১০-১৫ সেকেন্ড
(খ) ২৫-৩০ সেকেন্ড
(গ) ৫০-৬০ সেকেন্ড
(ঘ) ৫ মিনিট

১৯। বাম অ্যাট্রিয়ামে মোট কতটি পালমোনারি শিরা প্রবেশ করে?
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি

২০। হার্ট অ্যাটাকের লক্ষণ হল-
i. বুকে অস্বস্তি
ii. ঘন ঘন নিঃশ্বাস-প্রশ্বাস
iii. বমি বমি ভাব
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২১। নিচের কোনটি প্রাকৃতিক পেসমেকার?
(ক) অ্যাট্রিও-ভেন্টিকুলার নোড
(খ) সাইনো-অ্যাট্রিয়াল নোড
(গ) বান্ডল অব হিজ
(ঘ) বাম ভেন্ট্রিকল

২২। ত্রি-প্রকোষ্ঠ পেসমেকার কোথায় বিদ্যুৎ তরঙ্গ বহন করে না?
(ক) ডান অ্যাট্রিয়াম
(খ) ডান ভেন্ট্রিকল
(গ) বাম অ্যাট্রিয়াম
(ঘ) বাম ভেন্ট্রিকল

২৩। সাধারণত কত সময়ের মধ্যে বাইপাস কার্যক্রম সম্পন্ন হয়?
(ক) ৩-৫ ঘন্টা
(খ) ৭-৮ ঘন্টা
(গ) ১০-১২ ঘন্টা
(ঘ) ১৮-২০ ঘন্টা

২৪। মানবদেহের প্রতি কিউবিক মিলিমিটার রক্তে কী পরিমাণ অণুচক্রিকা থাকে?
(ক) এক থেকে দেড় লক্ষ
(খ) আড়াই থেকে পাঁচ লক্ষ
(গ) পাঁচ থেকে ছয় লক্ষ
(ঘ) সাত থেকে আট লক্ষ

২৫। লিশম্যান রঞ্জকে কোনটির দানাগুলো নীল বর্ণ ধারণ করে?
(ক) বেসোফিল
(খ) নিউট্রোফিল
(গ) ইওসিনোফিল
(ঘ) মনোসাইট

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

সঠিক উত্তরঃ

১। খ১১। গ২১। খ
২। গ১২। গ২২। গ
৩। ক১৩। খ২৩। ক
৪। গ১৪। গ২৪। খ
৫। খ১৫। ক২৫। ক
৬। ঘ১৬। ঘ
৭। ক১৭। ঘ
৮। খ১৮। খ
৯। ঘ১৯। ঘ
১০। খ২০। ঘ

১। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কী পরিমাণ রক্ত থাকে?
(ক) ৩-৪ লিটার
(খ) ৪-৫ লিটার
(গ) ৫-৬ লিটার
(ঘ) ৭-৮ লিটার

২। কোনটির আধিক্যের কারণে রক্ত লাল দেখায়?
(ক) লিউকোসাইট
(খ) ইওসিনোফিল
(গ) থ্রম্বোসাইট
(ঘ) এরিথ্রোসাইট

৩। নিচের কোনটি রক্তরসের অজৈব উপাদান?
(ক) অ্যালবুমিন
(খ) ক্যালসিয়াম
(গ) ইউরিয়া
(ঘ) গ্লুকোজ

৪। মানুষের পরিণত লোহিত রক্তকণিকা-
i. দ্বি-অবতল
ii. চাকতির মতো
iii. নিউক্লিয়াসযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা ৬৫ লাখের বেশি হলে তাকে কী বলে?(ক) অ্যানেমিয়া
(খ) লিউকেমিয়া
(গ) পলিসাইথেমিয়া
(ঘ) থ্রম্বোপেনিয়া

৬। লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়?
(ক) যকৃত
(খ) অস্থিমজ্জা
(গ) প্লীহা
(ঘ) ক+গ

৭। শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত?
(ক) ৫০০ঃ১
(খ) ১ঃ৭০০
(গ) ৭০০ঃ১
(ঘ) ১ঃ৫০০

৮। নিচের কোনটি দানাবিহীন শ্বেত রক্ত কণিকা?
(ক) নিউট্রোফিল
(খ) মনোসাইট
(গ) বেসোফিল
(ঘ) ইওসিনোফিল

৯। অণুচক্রিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে-
i. কার্বন কণা
ii. ইমিউন কমপ্লেক্স
iii. ভাইরাস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১০। ফ্যাক্টর-XII হল-
(ক) স্টুয়ার্ট ফ্যাক্টর
(খ) হ্যাগম্যান ফ্যাক্টর
(গ) ক্রিস্টমাস ফ্যাক্টর
(ঘ) স্টেবল ফ্যাক্টর

১১। লিম্ফ নোড কোথায় বেশি থাকে?
(ক) গ্রীবা
(খ) কুঁচকি
(গ) বগল
(ঘ) উপরের সবগুলো

১২। লোহিত রক্তকণিকার আয়ু কত দিন?
(ক) ১-১৫ দিন
(খ) ১২০ দিন
(গ) ৫-১০ দিন
(ঘ) ৯০ দিন

১৩। স্ত্রীলোকের হৃদপিন্ডের ওজন প্রায় কত গ্রাম?
(ক) ১০০ গ্রাম
(খ) ২০০ গ্রাম
(গ) ৩০০ গ্রাম
(ঘ) ৫০০ গ্রাম

১৪। হৃদপিন্ড-
i. লালচে-খয়েরী রংয়ের
ii. ত্রিকোণা মোচার মতো
iii. এর চওড়া ঊর্ধ্বমুখী অংশটি এপেক্স
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৫। হৃদপিন্ডের কোন স্তর হৃৎ-কপাটিকাগুলো ঢেকে রাখে?
(ক) মায়োকার্ডিয়াম
(খ) এন্ডোকার্ডিয়াম
(গ) এপিকার্ডিয়াম
(ঘ) কোনটিই নয়

১৬। করোনারি সাইনাস ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
(ক) অ্যাওর্টিক কপাটিকা
(খ) থিবেসিয়ান কপাটিকা
(গ) ইউস্টেশিয়ান কপাটিকা
(ঘ) পালমোনারি কপাটিকা

১৭। মানুষের হৃদপিন্ডে-
i. চারটি প্রকোষ্ঠ থাকে
ii. সাইনাস ভেনোসাস নেই
iii. একচক্রী সংবহন ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৮। হৃৎপিন্ডের প্রকোষ্ঠগুলোর প্রসারণকে কী বলে?
(ক) ডায়াস্টোল
(খ) সিস্টোল
(গ) ডায়ানামিক
(ঘ) হার্টবিট

১৯। ভেন্ট্রিকলের সিস্টোলের সময়কাল কত?
(ক) ০.১ সেকেন্ড
(খ) ০.৩ সেকেন্ড
(গ) ০.৫ সেকেন্ড
(ঘ) ০.৭ সেকেন্ড

২০। স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিন্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করলে কত তাপমাত্রার লবণ দ্রবণে রেখে দিতে হয়?
(ক) ৩৫ ডিগ্রি সেলসিয়াস
(খ) ৩৬ ডিগ্রি সেলসিয়াস
(গ) ৩৭ ডিগ্রি সেলসিয়াস
(ঘ) ৩৯ ডিগ্রি সেলসিয়াস

২১। হৃৎপিন্ডের জাংশনাল টিস্যু হল-
i. অ্যাট্রিও-ভেন্টিকুলার নোড
ii. পারকিঞ্জি তন্তু
iii. বান্ডল অব হিজ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২২। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত?
(ক) ৭০-৮০ mmHg
(খ) ৮০-১২০ mmHg
(গ) ১১০-১২০ mmHg
(ঘ) ১২০-১৪০ mmHg

২৩। কোন সংবহন প্রক্রিয়ায় হৃৎপিন্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হয়?
(ক) পালমোনারি
(খ) করোনারি
(গ) সিস্টেমিক
(ঘ) পোর্টাল

২৪। অ্যানজাইনার লক্ষণ হল-
(ক) স্টার্ণামের পেছনে বুকে ব্যথা হওয়া
(খ) বুকে আড়ষ্টভাব সৃষ্টি হওয়া
(গ) ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেওয়া
(ঘ) উপরের সবগুলো

২৫। হৃৎপিন্ড যখন দেহের চাহিদা অনুযায়ী রক্তের যোগান দিতে পারে না তখন এ অবস্থাকে কী বলে?
(ক) হার্ট অ্যাটাক
(খ) মায়োকার্ডিয়াল ইনফার্কশন
(গ) হার্ট ফেইলিউর
(ঘ) অ্যানজাইনা পেকটোরিস

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

সঠিক উত্তরঃ

১। গ১১। ঘ২১। ঘ
২। ঘ১২। খ২২। গ
৩। খ১৩। খ২৩। খ
৪। ক১৪। ক২৪। ঘ
৫। গ১৫। খ২৫। গ
৬। ঘ১৬। খ
৭। খ১৭। ক
৮। খ১৮। ক
৯। ঘ১৯। খ
১০। খ২০। গ

১। মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা প্রদান করেন?
(ক) ওয়াল্টার ফ্লেমিং
(খ) উইলিয়াম হার্ভে
(গ) রবার্ট ব্রাউন
(ঘ) উইলিয়াম কেরি

২। রক্ত সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
(ক) বর্ণ লাল
(খ) লবণাক্ত
(গ) স্বচ্ছ
(ঘ) চটচটে

৩। প্লাজমায় পানির পরিমাণ কত?
(ক) ৮-১০%
(খ) ৩০-৪০%
(গ) ৯০-৯২%
(ঘ) ৯৮-৯৯%

৪। রক্তরসে কোন নাইট্রোজেনঘটিত রেচন পদার্থটি থাকে?
(ক) ক্রিয়েটিনিন
(খ) বিলিরুবিন
(গ) গ্লোবিউলিন
(ঘ) কোলেস্টেরল

৫। রক্তরসের কাজ-
i. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা
ii. হরমোন ও এনজাইম পরিবহন করা
iii. অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৬। রক্তকণিকা প্রধানত কয় প্রকার?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) ৫ প্রকার

৭। শিশুর দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কী পরিমাণ লোহিত রক্ত কণিকা থাকে?
(ক) ৪৫ লাখ
(খ) ৫০ লাখ
(গ) ৬০-৭০ লাখ
(ঘ) ৮০-৯০ লাখ

৮। লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
(ক) লিউকোপোয়েসিস
(খ) ফ্যাগোসাইটোসিস
(গ) থ্রম্বোপোয়েসিস
(ঘ) এরিথ্রোপোয়েসিস

৯। কোন রক্তকণিকাকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়?
(ক) শ্বেত রক্তকণিকা
(খ) অণুচক্রিকা
(গ) লোহিত রক্তকণিকা
(ঘ) থ্রম্বোসাইট

১০। নিউট্রোফিল এর-
i. সাইটোপ্লাজম দানাযুক্ত
ii. ব্যাস ১০-১২ মাইক্রোমিটার
iii. নিউক্লিয়াস ২-৭ খন্ডকযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১১। কোনটি হেপারিন উৎপন্ন করে?
(ক) মনোসাইট
(খ) নিউট্রোফিল
(গ) বেসোফিল
(ঘ) লিম্ফোসাইট

১২। অণুচক্রিকার গড় আয়ু প্রায় কত দিন?
(ক) ১০-১২ দিন
(খ) ৫-১০ দিন
(গ) ১২-২০ দিন
(ঘ) ১-১৫ দিন

১৩। তৃতীয় ক্লটিং ফ্যাক্টর কোনটি?
(ক) থ্রম্বোপ্লাস্টিন
(খ) ফাইব্রিনোজেন
(গ) ক্যালসিয়াম
(ঘ) প্রোথ্রম্বিন

১৪। কোন ধরনের খাবার বেশি খেলে লসিকা দুধের মতো সাদা দেখায়?
(ক) শর্করাযুক্ত
(খ) প্রোটিনযুক্ত
(গ) চর্বিযুক্ত
(ঘ) ফাইবারযুক্ত

১৫। নিচের কোনটি লসিকা পর্ব?
(ক) টনসিল
(খ) অ্যাডেনয়েড
(গ) প্লীহা
(ঘ) উপরের সবগুলো

১৬। হৃদপিন্ডের অবস্থান-
i. বক্ষগহ্বরে
ii. মধ্যচ্ছদার নিচে
iii. দুই ফুসফুসের মাঝে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৭। হৃদপিন্ডের আবরণীর নাম কী?
(ক) পেরিটোনিয়াম
(খ) পেরিনিউরাল
(গ) পেরিকার্ডিয়াম
(ঘ) প্লুরা

১৮। ডান অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ছিদ্রপথে কোন কপাটিকা থাকে?
(ক) বাইকাসপিড
(খ) ট্রাইকাসপিড
(গ) সেমিলুনার
(ঘ) মাইট্রাল

১৯। কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেইলিউর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়?
(ক) EET
(খ) MRI
(গ) ECG
(ঘ) BNP

২০। কার্ডিয়াক চক্রের কোন ধাপে ‘ডাব’ সদৃশ শব্দ উৎপন্ন হয়?
(ক) ভেন্ট্রিকলের সিস্টোল
(খ) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
(গ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
(ঘ) অ্যাট্রিয়ামের সিস্টোল

২১। মানবদেহে কয় প্রক্রিয়ায় রক্তসংবহন সংঘটিত হয়?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

২২। হার্ট অ্যাটাকের অপর নাম কী?
(ক) অ্যানজাইনা পেকটোরিস
(খ) মায়োকার্ডিয়াল ইনফার্কশন
(গ) হার্ট ফেইলিউর
(ঘ) করোনারি অ্যাথেরোমা

২৩। কোন ধরনের এনজিওপ্লাস্টি বর্তমানে বেশি প্রচলিত?
(ক) লেজার এনজিওপ্লাস্টি
(খ) অ্যাথেরেকটমি
(গ) করোনারি স্টেন্টিং এনজিওপ্লাস্টি
(ঘ) বেলুন এনজিওপ্লাস্টি

২৪। লোহিত রক্তকণিকার কাজ হল-
i. রক্তের সান্দ্রতা রক্ষা করা
ii. রক্তে বিলিরুবিন উৎপন্ন করা
iii. সামান্য পরিমাণ CO2 পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৫। কোনটির নিউক্লিয়াস ঘোড়ার ক্ষুরের মত দেখায়?
(ক) মনোসাইট
(খ) থ্রম্বোসাইট
(গ) লিম্ফোসাইট
(ঘ) নিউট্রোফিল

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

১। খ১১। গ২১। গ
২। গ১২। খ২২। খ
৩। গ১৩। ক২৩। গ
৪। ক১৪। গ২৪। ঘ
৫। ক১৫। ঘ২৫। ক
৬। খ১৬। খ
৭। গ১৭। গ
৮। ঘ১৮। খ
৯। ক১৯। ঘ
১০। ঘ২০। গ

জীববিজ্ঞান ২য়পত্র

অধ্যায় – ৪: মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন

১. কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে?
  ক) নিউট্রোফিল
খ) বেসোফিল
  গ) ইওসিনোফিল
ঘ) লিম্ফোসাইটসঠিক উত্তর: (ঘ)

২. লিউকোসাইটের গড় আয়ুস্কাল কত?
 ক) ১-১৫ দিন
খ) ৫-৭ দিন
গ) ৭-১৫ দিন
ঘ) ১০-১২ দিন
সঠিক উত্তর: (ক)

৩. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?
   ক) বৃক্ক
খ) অগ্ন্যাশয়
   গ) প্লীহা 
ঘ) পাকস্থলী
সঠিক উত্তর: (গ)

৪. রক্ত কতটি উপাদানের সমন্বয়ে গঠিত?

   ক) ২

 খ) ৩

 গ)  ৪

 ঘ) ৫

  সঠিক উত্তর: (ক)

৫.

ওপেন হার্ট সার্জারির সময়-

i. হৃৎপিন্ড উন্মুক্ত রাখা হয়

ii. রোগীর রক্ত ভিন্ন পথে চালনা করা হয়

iii. হৃৎপিন্ডে রক্তের গতি আবদ্ধ থাকে

নিচের কোনটি সঠিক?

   ক) i ও            খ) i ও iii

   গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৬. কত সালে প্রথম ওপেন হার্ট সার্জারি করা হয়?

 ক) ১৮৯৫

 খ)  ১৮৯৮

 গ) ১৯০৫

 ঘ) ১৯১২

  সঠিক উত্তর: (ক)

৭.মানবদেহে প্রতি সেকেন্ডে কত মিলিয়ন লোহিত কণিকা সৃষ্টি হয়?

 ক)  ১ মিলিয়ন

 খ) ২ মিলিয়ন

 গ) ৪ মিলিয়ন

 ঘ) ৫ মিলিয়ন

  সঠিক উত্তর: (খ)

৮.সিরাম কী?

 ক) রক্তরস

 খ) রক্তকণিকা

 গ) রক্ত জালক

 ঘ) ক্যালসিয়াম আয়ন

  সঠিক উত্তর: (ক)

৯.পুরুষের ক্ষেত্রে করোনারি বাইপাসের ঝুঁকি দেখা যায় কখন?

 ক) ৪৫ বছরের কম

 খ) ৪৫ বছরের বেশি

 গ) ৬৫ বছরের কম

 ঘ) ৬৫ বছরের বেশি

  সঠিক উত্তর: (খ)

১০.শ্বেতকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে?

 ক) অটোলাইসিস

 খ) অভিস্রবণ

 গ) ফ্যাগোসাইটোসিস

 ঘ) পিনোসাইটোসিস

  সঠিক উত্তর: (গ)

১১.

রক্তের ক্ষুদ্রতম কণিকাসমূহ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ভক্ষণ করে-

i. কার্বন কণা

ii. ইমিউন কমপ্লেক্স

iii. ব্যাকটেরিয়া

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii

 খ) i ও iii

 গ) ii ও iii

 ঘ) i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২.

ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে-

i. ইওসিনোফিল

ii. নিউট্রোফিল

iii. মনোসাইট

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii

 খ) i ও iii

 গ) ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩.

অ্যানজাইনার লক্ষণ হলো-                     

i. কাঁধ ও বাহু ভারী হয়ে আসে

ii. মাথা ঝিমঝিম করা

iii. বুক ও ঊর্ধ্ববাহুতে ব্যথা

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪.

হার্ট অ্যাটাকের সাধারণ উপসর্গ কোনটি?

 ক) চোয়াল ও পিঠ ব্যথা

 খ) অবিরাম কাশি

 গ) শীত ঘাম হওয়া

 ঘ) উদরে পানি জমা

  সঠিক উত্তর: (গ)

১৫.লিম্ফোসাইটের জীবনকাল কত?

 ক) ১০-১২ ঘন্টা

 খ) ১-২ মাস

 গ) ১ মাস-১ বছর

 ঘ) ৪-৮ ঘন্টা

  সঠিক উত্তর: (গ)

১৬.

রক্ত গ্রুপিংয়ের জন্য দায়ী কোনটি?

 ক) অ্যান্টিজেন

 খ) অ্যান্টিবডি

 গ) হিমোগ্লোবিন

 ঘ) হিমোসাইট

  সঠিক উত্তর: (ক)

১৭.আকৃতিগতভাবে অ্যাগ্রানুলোসাইট কত প্রকার?

 ক) দুই

 খ) তিন

 গ) চার

 ঘ) পাঁচ

  সঠিক উত্তর: (ক)

১৮.ইওসিনোফিলের কাজ কোনটি?

 ক) হেপারিন তৈরি

 খ) জমাট রক্ত দ্রবীভূত করা

 গ) অণুজীব ধ্বংস

 ঘ) রক্ত তঞ্চন

  সঠিক উত্তর: (খ)

১৯.

লসিকার শতকরা কত অংশ পানি?

 ক) ৮৮%

 খ) ৯২%

 গ) ৯৪%

 ঘ) ৯৮%

  সঠিক উত্তর: (গ)

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

২০.

মানবদেহের পাম্পযন্ত্র হিসেবে পরিচিত কোনটি?

 ক) 

ফুসফুস

 খ) 

হৃৎপিন্ড

 গ) 

পেসমেকার

 ঘ) 

শ্বসনতন্ত্র

  সঠিক উত্তর: (খ)

২১.

কোষের বর্জ্য অপসারণ করে কোন সংবহন?

 ক) 

রেনাল সংবহন

 খ) 

করোনারি সংবহন

 গ) 

পালমোনারি সংবহন

 ঘ) 

সিস্টেমিক সংবহন

  সঠিক উত্তর: (ঘ)

২২.

অণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে?

 ক) 

মনোসাইট

 খ) 

লিম্ফোসাইট

 গ) 

নিউট্রোফিল

 ঘ) 

ইওসিনোফিল

  সঠিক উত্তর: (খ)

২৩.

নিচের কোনটি থেকে পার্কিনজি তন্তু গঠিত হয়?

 ক) 

SA নোড

 খ) 

পার্কিনজি তন্তু

 গ) 

বান্ডল অব হিজ

 ঘ) 

সুপিরিয়র ভেনাক্যাভা

  সঠিক উত্তর: (ক)

২৪.

মেডুলা অবলংগাটা তথ্য প্রেরণ করে-

i. হৃৎপেশিতে

ii. কার্ডিয়াক পেসমেকারে

iii. শিরায়

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.

হৃৎপিন্ডের কোন স্তরে চর্বি লেগে থাকে?

 ক) 

এপিকার্ডিয়াম

 খ) 

মায়োকার্ডিয়াম

 গ) 

এন্ডোকার্ডিয়াম

 ঘ) 

পেরিকার্ডিয়াম

  সঠিক উত্তর: (ক)

২৬.

চাহিদা অনুযায় রক্তের যোগান না দিলে কোনটি ঘটে?

 ক) 

বুকে ব্যথা

 খ) 

হার্ট অ্যাটাক

 গ) 

হার্ট ফেইলিউর

 ঘ) 

প্ল্যুরাইসি

  সঠিক উত্তর: (গ)

২৭.

অণুচক্রিকার গড় আয়ুস্কাল কত?

 ক) 

৫-৬ দিন

 খ) 

৬-৭ দিন

 গ) 

৫-১০ দিন

 ঘ) 

১০-১২ দিন

  সঠিক উত্তর: (গ)

২৮.

রক্ত জমাট বাঁধতে সাহায্য করে-

i. ফাইব্রিন

ii. থ্রম্বোপ্লাস্টিন

iii. হেপারিন

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯.

লসিকা কোনটি সরবরাহ করে?

 ক) 

অক্সিজেন

 খ) 

পানি

 গ) 

নাইট্রোজেন

 ঘ) 

কার্বন ডাই-অক্সাইড

  সঠিক উত্তর: (ক)

৩০.

লোহিত কণিকার তারতম্য ঘটে কখন?

 ক) 

ব্যায়াম ও গর্ভাবস্থায়

 খ) 

অসুস্থ অবস্থায়

 গ) 

বার্ধক্যে

 ঘ) 

ঘুমন্ত অবস্থায়

  সঠিক উত্তর: (ক)

৩১.

কোনটি রক্তরসের অজৈব উপাদান?

 ক) 

তামা

 খ) 

ইউরিয়া

 গ) 

অ্যামোনিয়া

 ঘ) 

ইউরিক এসিড

  সঠিক উত্তর: (ক)

৩২.

অণুচক্রিকার অপর নাম কী?

 ক) 

প্রেইটলেট

 খ) 

লিউকোসাইড

 গ) 

ইরাইথ্রোসাইট

 ঘ) 

হেপারিন

  সঠিক উত্তর: (ক)

৩৩.

রক্ত তঞ্চনকারী উপাদান-

i. হিপারিন

ii. ক্যালসিয়াম

iii. অনুচক্রিকা

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৪.

বিশুদ্ধ রক্ত পরিবহন করে কোনটি?

 ক) 

হৃৎপিন্ড

 খ) 

ফুসফুস

 গ) 

ধমনি

 ঘ) 

শিরা

  সঠিক উত্তর: (গ)

৩৫.

মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?

 ক) 

৫-৮টি

 খ) 

৫-৮শ

 গ) 

৫-৮ হাজার

 ঘ) 

৫-৮ লক্ষ

  সঠিক উত্তর: (গ)

৩৬.

মানুষের জন্মের ২০ বছর বয়স পর্যন্ত কোথা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?

 ক) 

লিউকোব্লাস্ট

 খ) 

হিমোসাইটোব্লাস্ট

 গ) 

ওডোন্টব্লাস্ট

 ঘ) 

লিম্ফোব্লাস্ট

  সঠিক উত্তর: (গ)

৩৭.

হৃৎপিন্ডের মধ্যবর্তী পেশিস্তরটির ক্ষেত্রে সঠিক-

i. এটি দৃঢ় প্রকৃতির

ii. এটি হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণে ভূমিকা রাখে

iii. এটি হৃৎপিন্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮.

মানুষের রক্তে কয় ধরনের রক্তকণিকা দেখা যায়?

 ক) 

 খ) 

 গ) 

 ঘ) 

  সঠিক উত্তর: (খ)

৩৯.

আয়তন রিসিপ্টার এর অবস্থান কোথায়?

 ক) 

পালমোনারি রক্তবাহিকা

 খ) 

পালমোনারি ধমনি

 গ) 

বাম অ্যাট্রিয়াম

 ঘ) 

বাম ভেন্ট্রিকল

  সঠিক উত্তর: (ক)

৪০.

রক্তে pH এর মাত্রা কত?

 ক) 

৬.৫০-৭.৪৫

 খ) 

৬.৩০-৭.৪৫

 গ) 

৭.৩৫-৭.৪৫

 ঘ) 

৭.২৫-৭.৪৫

  সঠিক উত্তর: (গ)

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

৪১.

৪০ বছর বয়স্ক একজন পুরুষের দেহে লোহিত কণিকার সংখ্যা কত?

 ক) 

৪০ লক্ষ

 খ) 

৫০ লক্ষ

 গ) 

৬০ লক্ষ

 ঘ) 

৭০ লক্ষ

  সঠিক উত্তর: (খ)

৪২.

যকৃত থেকে রক্ত কোনটির মাধ্যমে হৃৎপিন্ডে ফিরে আসে?

 ক) 

ধমনি

 খ) 

শিরা

 গ) 

হেপাটিক শিরা

 ঘ) 

পালমোনারি শিরা

  সঠিক উত্তর: (গ)

৪৩.

কোনটি রক্ত তঞ্চন রোধ করে?

 ক) 

ট্রিফোন

 খ) 

হেপারিন

 গ) 

বেসোফিল

 ঘ) 

সেরাটোনিন

  সঠিক উত্তর: (খ)

৪৪.

রক্ত জমাট বাঁধতে কতটি ফ্যাক্টর অংশগ্রহণ করে?

 ক) 

৭টি

 খ) 

৯টি

 গ) 

১৩টি

 ঘ) 

১৫টি

  সঠিক উত্তর: (গ)

৪৫.

হৃৎপিন্ড কোন ঝিল্লি দ্বারা আবৃত থাকে?

 ক) 

পেরিকার্ডয়াম

 খ) 

মায়োকার্ডিয়াম

 গ) 

এপিকার্ডিয়াম

 ঘ) 

প্লুরা

  সঠিক উত্তর: (ক)

৪৬.

ইউরিক অ্যাসিড নিচের কোনটিতে থাকে?

 ক) 

রক্তরসে

 খ) 

লোহিত কণিকায়

 গ) 

শ্বেত কণিকায়

 ঘ) 

অনুচক্রিকায়

  সঠিক উত্তর: (ক)

৪৭.

কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংসে সাহায্য করে কোনটি?

 ক) 

বেসোফিল

 খ) 

ইওসিনোফিল

 গ) 

নিউট্রোফিল

 ঘ) 

মনোসাইট

  সঠিক উত্তর: (খ)

৪৮.

কার্ডিয়াক চক্র কয়টি ধাপে সম্পন্ন হয়?

 ক) 

২টি

 খ) 

৩টি

 গ) 

৪টি

 ঘ) 

৫টি

  সঠিক উত্তর: (গ)

৪৯.

কোনটি রক্তের পরিমাণ নির্ণয়ে কার্যকরী ভূমিকা রাখে?

 ক) 

ধমনির ব্যারোরিসিপ্টার

 খ) 

আয়তন রিসিপ্টার

 গ) 

আয়তন রিসিপ্টার

 ঘ) 

চাপ রিসিপ্টার

  সঠিক উত্তর: (খ)

৫০.

লিম্ফোসাইটের উৎপত্তি কোথায়?

 ক) 

বৃক্ত

 খ) 

লসিকা গ্রন্থি

 গ) 

ংকৃত

 ঘ) 

অগ্ন্যাশয়

  সঠিক উত্তর: (খ)

৫১.

ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক কোনটি?

 ক) 

রক্তরস

 খ) 

লোহিত রক্তকণিকা

 গ) 

শ্বেত রক্তকণিকা

 ঘ) 

অণুচক্রিকা

  সঠিক উত্তর: (গ)

৫২.

যেসব হরমোনের ক্রিয়া হৃদস্পন্দনের হার বাড়ায় সেগুলো হলো-

i. প্রোল্যাকটিন

ii. এড্রিনালিন

iii. থাইরক্সিন

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৩.

ভ্রূণীয় অবস্থায় X তৈরি হয়-

i. যকৃতে

ii. কশেরুকায়

iii. থাইমাসে

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৫৪.

পেসমেকারের কাজ কোনটি?

 ক) 

রক্ত সংবহন করে

 খ) 

হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে

 গ) 

হৃৎপিন্ডকে আবৃত করে রাখে

 ঘ) 

রক্তচাপ নিয়ন্ত্রণ করে

  সঠিক উত্তর: (খ)

৫৫.

কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত CO2 যুক্ত রক্ত নিচের কোনটির মধ্য দিয়ে যকৃতে প্রবাহিত হয়?

 ক) 

হেপাটিকা শিরা

 খ) 

আন্ত্রিক শিরা

 গ) 

হেপাটিক পোর্টাল শিরা

 ঘ) 

রেনাল শিরা

  সঠিক উত্তর: (গ)

৫৬.

শিশুদের হার্টবিট প্রতি মিনিটে কতবার হয়?

 ক) 

৬০-৮০বার

 খ) 

৭০-৯০বার

 গ) 

৯০-১২০বার

 ঘ) 

১০০-১৪০বার

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.

ল্যুমেন কতভাগ সংকীর্ণ হলে রক্ত প্রবাহ কমে যায়?

 ক) 

৫০-৭০%

 খ) 

৬০-৮০%

 গ) 

৮০-৯০%

 ঘ) 

৯০-১১০%

  সঠিক উত্তর: (ক)

৫৮.

হৃৎপিন্ডের ওপরের প্রকোষ্ঠ কোনটি?

 ক) 

বাম ভেন্ট্রিকল

 খ) 

ডান ভেন্ট্রিকল

 গ) 

বাম অ্যান্ট্রিয়াম

 ঘ) 

ডান অ্যান্ট্রিয়াম

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.

স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কতবার হৃদস্পন্দন হয়?

 ক) 

৬০ বার

 খ) 

৬৫ বার

 গ) 

৭০ বার

 ঘ) 

৭৫ বার

  সঠিক উত্তর: (ঘ)

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

৬০.

কোন রাসায়নিক পদার্থ রক্তপাত হ্রাস করে?

 ক) 

সেফালিন

 খ) 

ট্রিফোন

 গ) 

সেরাটোনিন

 ঘ) 

হেপারিন

  সঠিক উত্তর: (গ)

৬১.

হৃৎপিন্ড এবং মস্তিস্কের মধ্যে সংঘটিত সংবহন কোনটি?

 ক) 

রেনাল সংবহন

 খ) 

সেরিব্রাল সংবহন

 গ) 

করোনারি সংবহন

 ঘ) 

পোর্টাল সংবহন

  সঠিক উত্তর: (খ)

৬২.

SAN এর পূর্ণরূপ কী?

 ক) 

Sion-Atrial Node

 খ) 

Sino-Atriam Node

 গ) 

Sino-Action Node

 ঘ) 

Sino-Action Potential Node

  সঠিক উত্তর: (ক)

৬৩.

কোন প্রকোষ্ঠ থেকে ফুসফুসীয় ধ্মনি উৎপন্ন হয়?

 ক) 

বাম অলিন্দ

 খ) 

ডান অলিন্দ

 গ) 

বাম নিলয়

 ঘ) 

ডান নিলয়

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.

অলিন্দের সিস্টোলের সময়-

i. সেমিলুনার কপাটিকা বন্ধ থাকে

ii. অলিন্দদ্বয় প্রসারিত হয়

iii. বাম অলিন্দ থেকে O2 যুক্ত রক্ত বাম নিলয়ে আসে

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৫.

মানব রক্ত সংবহনের ক্ষেত্রে কোন অঙ্গটি ভূমিকা পালন করে?

 ক) 

ফুসফুস

 খ) 

যকৃত

 গ) 

অগ্ন্যাশয়

 ঘ) 

হৃৎপিন্ড

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.

করোনারি ধমনির প্রাচীরে কোন রক্তকণিকা জমা হয়ে রক্ত প্রবাহে বাধা দেয়?

 ক) 

মনোসাইট

 খ) 

লিউকোসাইট

 গ) 

থ্রম্বোসাইট

 ঘ) 

এরিথ্রোসাইট

  সঠিক উত্তর: (খ)

৬৭.

কস্টোকন্ট্রাইটিস ব্যথার লক্ষণ কোনটি?

 ক) 

বুকে তীব্র ব্যথা

 খ) 

প্ল্যুরাল যন্ত্রণা

 গ) 

কাশি দেওয়া কষ্টকর

 ঘ) 

দীর্ঘকালীন বুক ব্যথা

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.

যেসব ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা হয়-

i. হৃৎপিন্ডের জন্মগত ক্রটি

ii. হৃৎপিন্ডের কপাটিকা মেরামত

iii. স্ট্রোক হলে

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৯.

পূর্ণবয়স্ক পুরুষের হৃৎপিন্ডের ওজন কত?

 ক) 

২০০-২৭৫ গ্রাম

 খ) 

২৫০-৩০০ গ্রাম

 গ) 

৩০০-৩২৫ গ্রাম

 ঘ) 

৩৫০-৪০০ গ্রাম

  সঠিক উত্তর: (খ)

৭০.

রক্ত চলাচলের সময় রক্তের চাপ আকিষ্কার করেন কোন বিজ্ঞানী?

 ক) 

ক্যারোলাস লিনিয়াস

 খ) 

উইসিয়াম হার্ভে

 গ) 

ল্যামার্ক

 ঘ) 

স্টিফেন হেলস

  সঠিক উত্তর: (ঘ)

৭১.

সংরক্ষিত ছন্দ নিয়ামক বলা হয় কাকে?

 ক) 

SA নোড

 খ) 

AV নোড

 গ) 

পারকিনজি তন্তু

 ঘ) 

হিজের বান্ডল

  সঠিক উত্তর: (খ)

৭২.

হেপাটিক পোর্টাল শিরা কোথায় প্রবেশ করে?

 ক) 

বৃক্কে

 খ) 

যকৃতে

 গ) 

অগ্ন্যাশয়ে

 ঘ) 

পিত্তথলিতে

  সঠিক উত্তর: (খ)

৭৩.

পিত্তরঞ্জক পদার্থসমূহ হলো-

i. অ্যাগ্লুটিনিন

ii. বিলিরুবিন

iii. বিলিভারডিন

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৪.

হৃৎপিন্ড কোন ধরনের ঝিল্লি দ্বারা আবৃত?

 ক) 

পেরিকার্ডিয়াম

 খ) 

এপিকার্ডিয়াম

 গ) 

মায়োকার্ডিয়াম

 ঘ) 

এন্ডোকার্ডিয়াম

  সঠিক উত্তর: (ক)

৭৫.

লোহিত কণিকার প্রোটিন অংশ ভেঙ্গে কীসে পরিনত হয়?

 ক) 

পেপটোনে

 খ) 

পলিপেপটাইডে

 গ) 

ডাইপেপটাইডে

 ঘ) 

অ্যামাইনো অ্যাসিডে

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.

হার্ট ফেইলিউরের চিকিৎসার ক্ষেত্রে কোনটি কার্যকর?

 ক) 

পেসমেকার সংস্থাপন

 খ) 

ওপেনহার্ট সার্জারি

 গ) 

বাইপাস সার্জারি

 ঘ) 

অ্যানজিওপ্লাস্টি

  সঠিক উত্তর: (ক)

৭৭.

স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, কারণ-

i. রক্ত প্রচন্ড গতিতে অবিরাম প্রবাহমান থাকায়

ii. রক্তে অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর হেপারিন থাকায়

iii. সক্রিয় কোয়াগুলেন্ট ফ্যাক্টরগুলোকে যকৃত কর্তৃক সর্বদা অপসারণ হওয়ায়

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.

রক্তের কাজ হলো-

i. খাদ্যবস্তু পরিবহন

ii. তাপসাম্যতা রক্ষা

iii. pH নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

 ক) 

i ও ii

 খ) 

i ও iii

 গ) 

ii ও iii

 ঘ) 

i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কী?
 ক) ব্যারোমিটার
 খ)  ন্যানোমিটার
 গ) স্ফিগমোম্যানোমিটার
 ঘ) থার্মোমিটার
  সঠিক উত্তর: (গ)

৮০. পালমোনারি সংবহনের ক্ষেত্রে রক্ত ডান নিলয় থেকে কোথায় প্রবেশ করে?
 ক) বাম নিলয়ে
 খ) ফুসফুসে
 গ) বাম অলেন্দে
 ঘ) ডান অলিন্দে
  সঠিক উত্তর: (খ)

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
তিশার বাবা ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত। একদিন হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা, দম বন্ধ হওয়া এবং অতিরিক্ত ঘাম হওয়ায় তিশা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করে তিশাকে বললেন তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে।

৮১.উদ্দীপকে বর্ণিত রোগটির ক্ষেত্রে কোন চিকিৎসাটি ফলপ্রসু?
 ক)  বাইপাস সার্জারি
 খ) ওপেনহার্ট সার্জারি
 গ) বেলুন অ্যানিওপ্লাস্টি
 ঘ)  পেসমেকার সংস্থাপন
  সঠিক উত্তর: (ক)

৮২. তিশার বাবার ক্ষেত্রে ডাক্তার যে পরীক্ষাগুলো করিয়েছিলেন-
i. ইলেকট্রোকার্ডিওগ্রাম
ii. চেস্ট রেডিওগ্রাফ
iii. ইকোকার্ডিওগ্রাফি
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i ও iii
 গ) ii ও iii
 ঘ) i, ii ও iii
  সঠিক উত্তর: (ঘ)

৮৩.সমস্যাটি এড়াতে তিশার বাবকে-
i. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে
ii. অলস জীবনযাপন করতে হবে
iii. নিয়মিত শরীর চর্চা করতে হবে
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii
 খ) i ও iii
 গ) ii ও iii

মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন MCQ

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top