রক্ত ও সঞ্চালন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৪র্থ অধ্যায়) রক্ত ও সঞ্চালন জ্ঞানমূলক সাজেশন এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন ও অনুশীলন হিসেবে দেওয়া হয়েছে।
রক্ত
প্রশ্ন ১। রক্ত কী? [ব. বো. ‘২১; য. বো, ‘১৬]
উত্তর : রক্ত হলো এক ধরনের লাল বর্ণের সামান্য ক্ষারীয় তরল যোজক কলা।
প্রশ্ন ২। রক্ত কণিকা কী?
উত্তর : রক্তে ভাসমান বিভিন্ন প্রকার কোষকে রক্ত কণিকা বলা হয় ।
প্রশ্ন ৩। আণুবীক্ষণিক সৈনিক কাকে বলে?
উত্তর : শ্বেত রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় মানদেহে প্রবেশকৃত জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ করে বিধায় শ্বেত রক্ত কণিকাকে আনুবীক্ষণিক সৈনিক বলে।
প্রশ্ন ৪। রক্তের pH মান কত?
উত্তর : রক্তের pH মাত্রা 7.35-7.45
প্রশ্ন ৫। পলিসাইথেমিয়া কী?
উত্তর : প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা ৬৫ লক্ষের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে।
রক্ত জমাট বাঁধা
প্রশ্ন ৬। রক্ত তঞ্চন কী? (ঢা. বো. ১৫)
উত্তর : যে প্রক্রিয়ায় রক্ত তার তারল্যতা হারিয়ে অর্ধ তরল পিণ্ড বা ক্লটে পরিণত হয় তাই রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা।
প্রশ্ন ৭। হেপারিন কী?
উত্তর : হেপারিন বেসোফিল হতে নিঃসৃত এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ যা রক্তনালিতে রক্ত জমাট বাঁধতে দেয় না।
প্রশ্ন ৮। ফাইব্রিন কী?
উত্তর : ফাইব্রিন এক ধরনের জালক যাতে রক্তকণিকা আটকে রক্তপাত বন্ধ হয়ে যায়।
প্রশ্ন ৯। রক্ত তঞ্চনে কতটি ফ্যাক্টর অংশগ্রহণ করে?
উত্তর : রক্ত তঞ্জনে ১৩টি ফ্যাক্টর অংশগ্রহণ করে।
লসিকা
প্রশ্ন ১০। লসিকা কী?
উত্তর : লসিকা হচ্ছে দেহের টিস্যু রস। দেহের সমস্ত টিস্যু রক্তপূর্ণ কৈশিক জালিকায় বেষ্টিত থাকে। রক্তের কিছু উপাদান’ কৈশিক জালিকায় প্রাচীর ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে। এ উপাদানগুলোকে সম্মিলিতভাবে লসিকা বলে।
প্রশ্ন ১১। লসিকাতন্ত্র কী?
উত্তর : যে তন্ত্রের মাধ্যমে সমগ্রদেহে লসিকা রস প্রবাহিত হয় তাই লসিকা তন্ত্র ।
রক্ত ও সঞ্চালন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৪র্থ অধ্যায়) রক্ত ও সঞ্চালন জ্ঞানমূলক সাজেশন
প্রশ্ন ১২। লিম্ফ কী?
উত্তর : লসিকানালির মধ্যে যে রূপান্তরিত কলারস থাকে তাকে লসিকা বা লিম্ফ বলে।
মানুষের হৃৎপিণ্ডের গঠন
প্রশ্ন ১৩। কলামনি কার্নি কী? [রা. বো, ‘১৭]
উত্তর : নিলয় প্রাচীরের অন্তর্গাত্র হতে কতকগুলো মাংসল পেশি নিলয় প্রকোষ্ঠে অভিক্ষেপিত অবস্থায় থাকে। এদের কলামনি কার্নি বলে ।
প্রশ্ন ১৪। এন্ডোকার্ডিয়াম কাকে বলে?
উত্তর : এন্ডোকার্ডিয়াম হলো যোজক টিস্যু নির্মিত হৃদপ্রাচীরের অন্তঃস্থ যা হৃদকপাটিকাসমূহকে ঢেকে রাখে।
প্রশ্ন ১৫। SAN কী?
উত্তর : SAN হলো Sino Atrial Node যা মানবদেহে প্রাকৃতিক পেসমেকার।
হার্টবিট-কার্ডিয়াক চক্র
প্রশ্ন ১৬ ৷ কার্ডিয়াক চক্র কী? [ক. বো. ২১]
উত্তর : হৃৎপিণ্ডের প্রতি স্পন্দন সৃষ্টি করতে সিস্টোল ও ডায়াস্টোল এর যে চক্রাকার ঘটনাবলি অনুসৃত হয় তাই কার্ডিয়াক চক্র।
প্রশ্ন ১৭। পার্কিনজি তন্তু কী?
উত্তর : বাণ্ডল অব হিজ থেকে যে তন্তু গঠিত হয় এবং আন্তঃনিলয় প্রাচীর থেকে সরাসরি প্যাপিলারি পেশিতে ওপরে নিলয়ের পার্শ্বপ্রাচীরে বিস্তৃত হয় তাই পারকিনজি তন্তু।
প্রশ্ন ১৮। হৃদপেশি কাকে বলে?
উত্তর : হৃৎপিণ্ডের প্রাচীর যে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত তাদের হৃদপেশি বলে।
রক্তচাপ ও ব্যারোরিসিপ্টার
প্রশ্ন ১৯। ব্যারোরিসেপ্টর কাকে বলে? [রা. বো, ‘২১]
উত্তর : মানুষের রক্ত বাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ুপ্রান্ত থাকে এ সংবেদী স্নায়ু প্রান্তকে ব্যারোরিসেপ্টর বলে।
প্রশ্ন ২০। রক্তচাপ কী? (ঢা. বো, ‘১৯: দি, বো, ‘২১)
উত্তর : রক্ত রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্ত বাহিকার প্রাচীরে (প্রধানত ধমনির প্রাচীরে) যে পার্শ্বীয় চাপ প্রয়োগ করে তাই রক্তচাপ।
প্রশ্ন ২১। সিস্টোল কী? [য বো, ‘১৯]
উত্তর : হৃৎপিণ্ডের সংকোচনই হলো সিস্টোল।
প্রশ্ন ২২। ব্যারোরিসেপ্টর কী? [ঢা, বো, ‘১৬; য, ‘বো, ‘১৯]
উত্তর : ব্যারোরিসেপ্টর হচ্ছে মানুষের রক্তবাহিকায় অবস্থিত চাপ সংবেদী স্নায়ুপ্রান্ত।
প্রশ্ন ২৩। ব্যারোরিফ্লেক্স কী? [সি. বো. ১৭]
উত্তর : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রক্তনালি ও হৃৎপিণ্ড পরিচালনার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করার পদ্ধতিই হলো ব্যারোরিফ্লেক্স।
রক্ত ও সঞ্চালন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৪র্থ অধ্যায়) রক্ত ও সঞ্চালন জ্ঞানমূলক সাজেশন
প্রশ্ন ২৪। হার্টবিট কী? [ব, ৰো, ‘১৬]
উত্তর : হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার হৃদস্পন্দন বা হার্টবিট প্রসারণই হচ্ছে হার্টবিট.
মানবদেহের রক্ত সংবহনতন্ত্র
প্রশ্ন ২৫। করোনারি সংবহন কাকে বলে? (কু, বো, ‘২১)
উত্তর : যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের নিজস্ব পেশিতে অর্থাৎ হৃৎপিণ্ডের প্রাচীরে সংবাহিত হয় তাকে করোনারি সংবহন বলে।
প্রশ্ন ২৬। পালমোনারি সংবহন কী? [দি. বো, ‘১৯, ‘১৬]
উত্তর : যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে তাই পালমোনারি সংবহন ।
হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিউর
প্রশ্ন ২৭। অ্যানজাইনা কী? [ঢা. বো, ‘২১; কু, বো, ‘১৯]
উত্তর : অ্যানজাইনা হলো এক প্রকার হৃৎপিণ্ডজনিত বুক ব্যথা। হৃদপেশি যখন O2 সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন এ ব্যথা অনুভূত হয়।
শ্বপ্রশ্ন ২৮। অ্যারিথমিয়া কী?
উত্তর : অ্যারিথমিয়া হলো অস্বাভাবিক স্পন্দন অর্থাৎ হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে ধীর লয় বা দ্রুত গতিসম্পন্ন কিংবা অনিয়ত হওয়া।
প্রশ্ন ২৯। কার্ডিয়াক অ্যারিথমিয়াসিস কী?
উত্তর : হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে মন্থর বা দ্রুত গতিসম্পন্ন কিংবা অনিয়মিত হলে অর্থাৎ অস্বাভাবিক হৃদস্পন্দন হলে তাকে কার্ডিয়াক অ্যারিথমিয়াসিস বলে।
পেসমেকার ও ওপেন হার্ট সার্জারি
প্রশ্ন ৩০। পেসমেকার কী? [চ. বো. ‘২১; দি. বো, ‘২১ ‘১৫]
উত্তর : মানুষের হৃৎপিণ্ডে অবস্থিত সাইনোঅ্যাট্রিয়াল নোড বিশেষ ধরনের কার্ডিয়াক পেশিগুচ্ছ দ্বারা গঠিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃদস্পন্দন সৃষ্টি করে। সেটি হলো পেসমেকার।
প্রশ্ন ৩১। কৃত্রিম পেসমেকার কী?
উত্তর : কৃত্রিম পেসমেকার একটি বিশেষ ধরনের যন্ত্র, যা একটি লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও শীর্ষে সেন্সরযুক্ত কতকগুলো তার বা লিড নিয়ে গঠিত।
করোনারি বাইপাস ও এনজিওপ্লাস্ট
প্রশ্ন ৩২। এনজিওপ্লাস্টি কী? [কু. বো. ‘১৭]
উত্তর : বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেনযুক্ত বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিই হচ্ছে এনজিওপ্লাস্টি।
প্রশ্ন ৩৩। আর্টারিওস্ক্লেরোসিস কী?
উত্তর : ধমনির প্রাচীরের এন্ডোথেলিয়ামে হলদে চর্বি জমে শক্ত হয়ে চুনময় পদার্থে পরিণত হয়। এ প্রক্রিয়াকে আর্টারিওস্ক্লেরোসিস বলে।
প্রশ্ন ৩৪। মায়োজেনিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এ ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে।
এই রক্ত ও সঞ্চালন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৪র্থ অধ্যায়) রক্ত ও সঞ্চালন জ্ঞানমূলক সাজেশন ছাড়াও আরো জানতে ক্লিকঃ