রাসায়নিক পরিবর্তন নোট ।রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক ।রাসায়নিক পরিবর্তন mcq। রাসায়নিক পরিবর্তন সৃজনশীল প্রশ্ন সাজেশন (pdf)। রসায়ন ১মপত্র ৪র্থ অধ্যায়

রাসায়নিক পরিবর্তন নোট ।রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক ।রাসায়নিক পরিবর্তন mcq। রাসায়নিক পরিবর্তন সৃজনশীল প্রশ্ন সাজেশন (pdf)। রসায়ন ১মপত্র ৪র্থ অধ্যায়

রাসায়নিক পরিবর্তন নোট ।রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক ।রাসায়নিক পরিবর্তন mcq। রাসায়নিক পরিবর্তন সৃজনশীল প্রশ্ন সাজেশন (pdf)। রসায়ন ১মপত্র ৪র্থ অধ্যায়: এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের রসায়ন ১মপত্রের ৪র্থ অধ্যার রাসায়নিক পরিবর্তন এর সবধরনের সাজেশন এখানে একসাথে সন্নিবেশিত করা হয়েছে।

রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পাঠ রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কমিস্ট্রি 

প্রশ্ন ১। গ্রিন কেমিস্ট্রি কী?
উত্তর : রসায়নের যে শাখার কোনো রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই ও নিরাপদ পরিবেশবান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে গ্রিন কেমিস্ট্রি বলে। 

প্রশ্ন ২। বিক্রিয়ার হার কী? 
উত্তর : একক সময়ে বিক্রিয়ার উৎপাদ গঠন অথবা বিক্রিয়ক হ্রাসের পরিমাণকে বিক্রিয়ার হার বলে। 

প্রশ্ন ৩। বিক্রিয়ার ক্রম কি? 
উত্তর : কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতিবেগ বিক্রিয়কের যে সব মোলার ঘনমাত্রার সমানুপাতিক তাদের সমষ্টিকে ঐ বিক্রিয়ার ক্রম বলে। 

Read more:

পাঠ। বিক্রিয়ার দিক-একমুখী ও উভমুখী বিক্রিয়া 

প্রশ্ন ৪। একমুখী ও উভমুখী বিক্রিয়া কী? 
উত্তর : কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয় তখন সে বিক্রিয়াটিকে একমুখী বিক্রিয়া বলে। যেসব রাসায়নিক বিক্রিয়া কোনো নির্দিষ্ট অবস্থায় একই সাথে সম্মুখদিক ও পশ্চাৎদিক হতে সংঘটিত হয় সেসব বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হয় । 

প্রশ্ন ৫। ল্যাপলাসের সূত্রটি লেখ। 
উত্তর : ল্যাপলাসের সূত্রটি হলো- কোনো বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটার সময়ও ঐ একই পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, তবে চিহ্ন বিপরীত হয়। 

পাঠ। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা 

প্রশ্ন ৬। রাসায়নিক সাম্যাবস্থা কী? 
উত্তর : রাসায়নিক সাম্যাবস্থা হলো এমন একটি অবস্থা যখন কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়া বা অগ্রবর্তী বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎবর্তী বা বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হয়। 

প্রশ্ন ৭। সমসত্ত্ব সাম্যাবস্থা কী? 
উত্তর : যে সাম্যাবস্থায় কোন উভমুখী বিক্রিয়ায় সবকটি বিক্রিয়ক ও উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ত্ব সাম্যাবস্থা বলে। পাঠ। সাম্যাবস্থার গতিশীলতা 

৮। প্রভাবক কাকে বলে? 
উত্তর : যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাদেরকে কি বলে। 

প্রশ্ন ৯। প্রভাবক বিষ কী? 
উত্তর : যেসব পদার্থের উপস্থিতির কারণে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয় এমনকি বন্ধও হয়ে যায় তাদেরকে প্রভাবক বিষ বলে। 

প্রশ্ন ১০। অটো প্রভাবক কাকে বলে? 
উত্তর : যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়াজাত যেকোনো একটি উপাদান প্রভাবক হিসেবে বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে তবে সেই বিক্রিয়াজাত পদার্থকে অটো প্রভাবক বলে । 

প্রশ্ন ১১। ঋণাত্মক প্রভাবক কাকে বলে? উত্তর : যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে, তাকে ঋণাত্মক প্রভাবক বলে।

প্রশ্ন ১২। সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়ার গতিশীলতা কী? উত্তর : রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় যদিও বিক্রিয়ক ও উৎপাদসমূহের পরিমাণ পরিবর্তিত হয় না তথাপি সম্মুখ বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়া সমগতিতে চলতে থাকে। এ অবস্থাকে সাম্যাবস্থায় উভমুখী বিক্রিয়ার গতিশীলতা বলে। 

পাঠ। লা-শাতেলিয়ারের নীতি 

প্রশ্ন ১৩। লা-শাতেলিয়ার নীতিটি বিবৃত কর। 

উত্তর : লা-শাতেলিয়ার নীতিটি হলো- যেসব নিয়ামকের (তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা) উপর কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভরশীল তাদের যে কোনো এক বা একাধিক নিয়ামকের পরিবর্তন ঘটলে সাম্যাবস্থার অবস্থান ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত হয় যাতে এসব নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। 

পাঠ বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব 

প্রশ্ন ১৪। প্রভাবক কাকে বলে? 

উত্তর : যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রভাবক বলে। 

প্রশ্ন ১৫। প্রভাবক সহায়ক কাকে বলে? 

উত্তর : যেসব পদার্থের উপস্থিতির কারণে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায় তাদেরকে প্রভাবক সহায়ক বলে । 

প্রশ্ন ১৬। ঋণাত্মক প্রভাবক কাকে বলে? 

উত্তর : যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে, তাকে ঋণাত্মক প্রভাবক বলে। 

পাঠ) ভর-ক্রিয়া সূত্র 

প্রশ্ন ১৭। ভরক্রিয়া সূত্রটি লিখ। 

উত্তর : ভরক্রিয়া সূত্রটি হলো- নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক। 

প্রশ্ন ১৮। মোলার সাম্যধ্রুবক কাকে বলে? 

উত্তর : কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় ভর-ক্রিয়ার সূত্র মতে বিক্রিয়ক ও উৎপাদের সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করে প্রাপ্ত সাম্যধ্রুবককে মোলার সাম্যধ্রুবক বলা হয়। 

পাঠ) পানির আয়নিক গুণফল (K.), এসিডের বিযোজন ধ্রুবক (K) এবং ক্ষারের বিযোজন ধ্রুবক (ka) 

প্রশ্ন ১৯। pK, কীভ 

উত্তর : Ky-এর ঋণাত্মক লগারিদমকে বলা হয় pK।

পাঠ। বিযোজন ধ্রুবক ও এসিড ও ক্ষারের তীব্রতা প্রশ্ন

২০। এসিডের বিয়োজন ধ্রুবক কী? উত্তর : প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ঐ এসিডের বিযোজন ধ্রুবক বলে । 

প্রশ্ন ২১। ক্ষারকের বিয়োজন ধ্রুবক কী? 

উত্তর : প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো ক্ষারকের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে, তাকে ঐ ক্ষারকের বিয়োজন ধ্রুবক বলে । 

পাঠ। pH ও pH স্কেল 

প্রশ্ন ২২। pH এর সংজ্ঞা লিখ । 

উত্তর : কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে। 

প্রশ্ন ২৩। মানুষের রক্তের pH কত? উত্তর : মানুষের রক্তের pH হলো 7.4। পাঠ। বাফার দ্রবণ ও বাফার দ্রবণ প্রস্তুতি 

প্রশ্ন ২৪। বাফার দ্রবণ কী? 

উত্তর : যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষারকের দ্রবণ যোগ করার পরও দ্রবণের pH এর মান অপরিবর্থিত থাকে, তাকে বাফার দ্রবণ বলে । 

প্রশ্ন ২৫। অম্লীয় বাফার দ্রবণ কী? 

উত্তর : একটি মৃদু এসিড দ্রবণের সাথে ঐ এসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে দ্রবীভূত করলে উৎপন্ন বাফার দ্রবণকে অম্লীয় বাফার দ্রবণ বলে। 

প্রশ্ন ২৬। বাফার ক্ষমতা কাকে বলে? 

উত্তর : বাফার দ্রবণের একক pH পরিবর্তনের জন্য কোনো তীব্র ক্ষারকের যতটুকু ঐ দ্রবণে যোগ করতে হয়, তাকে বাফার ক্ষমতা বলে। 

পাঠ। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল 

প্রশ্ন ২৭। বাফার ক্রিয়া কী? 

উত্তর : কোনো দ্রবণের সামান্য পরিমাণ এসিড বা ক্ষারক যোগ করলে সে দ্রবণের pH পরিবর্তনে বাধা দেওয়ার ক্রিয়াকৌশল বা প্রক্রিয়াকে বাফার ক্রিয়া বলে। 

প্রশ্ন ২৮। হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটি লিখ। উত্তর : হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটি হচ্ছে

[লবণ] pH = pKa + log [অম্ল] ‘ 

রাসায়নিক পরিবর্তন অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

এখানে পিডিএফ আকারে সর্বশেষ সাজেশন এর আলোকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। তাই তোমরা অনুসরণ করতে পারো।

রাসায়নিক পরিবর্তন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে পিডিএফ আকারে সর্বশেষ সাজেশন এর আলোকে সৃজনশীল প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। তাই তোমরা অনুসরণ করতে পারো।

রাসায়নিক পরিবর্তন MCQ প্রশ্ন ও উত্তর

এখানে পিডিএফ আকারে সর্বশেষ সাজেশন এর আলোকে MCQ প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। তাই তোমরা অনুসরণ করতে পারো।

এই রাসায়নিক পরিবর্তন নোট ।রাসায়নিক পরিবর্তন জ্ঞানমূলক ।রাসায়নিক পরিবর্তন mcq। রাসায়নিক পরিবর্তন সৃজনশীল প্রশ্ন সাজেশন (pdf)। রসায়ন ১মপত্র ৪র্থ অধ্যায় ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top