রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part -05): প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের আইসিটি ১ম অধ্যায়ের MCQ উত্তর ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। যার ফলে তোমরা অ্যাডমিশন টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিবে তা এই পোষ্টের মাধ্যমে নিতে পারবে।এই পার্ট-৬ তে ২৪ টি নৈর্ব্যক্তিক দেওয়া হয়েছে।
রােবটিকস (Robotics)
(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন।
১৬২। রােবটিক্সের জনক কে?
ক), যােসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার (Joseph Frederick Engelberger)
খ) ক্যারেল ক্যাপেক (Karel Capek)
গ) আইজ্যাক অ্যাসিমভ (Isaac Asimov)
ঘ) অ্যালান টুরিং (Alan Turing)
উওর-(ক) ব্যাখ্যা: ১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যােসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার (Joseph Frederick Engelberger) এবং ঐ একই দেশের উদ্যোক্তা ও উদ্ভাবক জর্জ চার্লস ডেভল (George Charles Devol) মিলে সর্বপ্রথম ইউনিমেট (Unimate) নামে শিল্পে ব্যবহার উপযােগী রােবট উদ্ভাবন করেন।পরবর্তীতে এঙ্গেলবার্গার ইউনিমেশন (Uningtion) নামে বিশ্বের প্রথম রােবট কোম্পানী প্রতিষ্ঠা করেন এবং এই প্রযুক্তি, বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই জন্য যােসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রােবটিক্সের জনক বলা হয়। ক্যারেল ক্যাপেক (Karel Capck) একজন চেক (Czech) লেখক যিনি ১৯২১ সালে Rossumovi Univerzani Roboti (ইংরেজিতে Rossum’s Universal Robots) নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম ‘robota (ইংরেজিতে robot) শব্দের পরিচয় করেন। আইজ্যাক অ্যাসিমভ রােবট, সাইন্স-ফিকশন ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয়। আমেরিকান লেখক এবং বায়ােকেমিস্ট্রির অধ্যাপক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের জনক হলেন বৃটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং যার পুরাে নাম Alan Mathison Turing।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05)
১৬৩। সর্বপ্রথম ‘robot’ শব্দের পরিচয় করেন কে?
ক) ফ্রেডরিক এঙ্গেলবার্গার (Joseph Frederick Engelberger)
খ) ক্যারেল ক্যাপেক (Karel Capek)
গ) জন ম্যাককার্থি (John McCarthy)
ঘ) আইজ্যাক অ্যাসিমভ (Isaac Asimov)
উত্তর-(খ) ব্যাখ্যাঃ ক্যারেল ক্যাপেক (Karel Capek) একজন চেক। (Czech) comes TT Rossumovi Univerzálni Roboti (ইংরেজিতে Rossum’s Universal Robots) নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম ‘robota (ইংরেজিতে robot) শব্দের পরিচয় করেন। ১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যােসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার (Joseph Frederick Engelberger) এবং ঐ একই দেশের উদ্যোক্তা ও উদ্ভাবক জর্জ চার্লস ডেভল (George Charles [Devol) মিলে সর্বপ্রথম ইউনিমেট (Unimate) নামে শিল্পে ব্যবহার উপযােগী রােবট উদ্ভাবন করেন।
পরবর্তীতে এঙ্গেলবার্গার ইউনিমেশন (Unimation) নামে বিশ্বের প্রথম রােবট কোম্পানী প্রতিষ্ঠা করেন এবং এই প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জন্য যােসেফ, ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রােবটিক্সের জনক বলা হয়। ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের MIT এর অধ্যাপক জন ম্যাককার্থি (John McCarthy) কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence) শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন।আইজ্যাক অ্যাসিমভ রােবট, সাইন্স-ফিকশন ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় আমেরিকান লেখক এবং বায়ােকেমিস্ট্রির অধ্যাপক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের জনক হলেন বৃটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং যার পুরাে নাম Alan Mathison Turing ।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-06)
১৬৪। অ্যাকচুয়েটর হল রােবটের –
(ক) পাওয়ার সিস্টেম
(খ) হাত পা নাড়ানাের ব্যবস্থা
(গ) অনুভূতি প্রকাশের ব্যবস্থা
(ঘ) কোনােটিই নয়
উত্তর-(খ) ব্যাখ্যা: রােবটের বিভিন্ন অঙ্গ যেমন-হাত, পা ইত্যাদি নাড়ানাের জন্য বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হল অ্যাকচুয়েটর। ব্যাটারীর সাহায্যে রােবটুকে পাওয়ার দেওয়ার ব্যবস্থা হল পাওয়ার সিস্টেম। সেন্সরের মাধ্যমে রােবটে মানুষের মত অনুভূতি তৈরি করা হয়।
১৬৫। রােবটকে কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রণ করার প্রােগ্রাম সংরক্ষিত থাকে-
(ক) অ্যাকচুয়েটরে
(খ) প্রসেসরে
(গ) সেন্সরে
(ঘ) বডিতে
উত্তর-(খ) ব্যাখ্যা: রােবটে এক বা একাধিক প্রসেসর থাকে যাতে প্রােগ্রাম সংরক্ষিত থাকে। রােবটের চলাচল ও কর্মকান্ড সহ সব কিছু এই প্রােগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। অ্যাকচুয়েটর হল বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি রােবটের হাত পা নাড়ানর ব্যবস্থা। সেন্সিং হল রােবটে মানুষের মত অনুভূতি তৈরি করার ব্যবস্থা। চাকা এবং স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি যুক্ত করে রােবটের বডি তৈরি করা হয়।
১৬৬। রােবটিক্স কি? কি,-১৬)
(ক) রােবট বিজ্ঞান
(খ) রােবটের ক্রিয়ানীতি
(গ) শিল্পে ব্যবহৃত রােবট
(ঘ) রােবট তৈরিতে ব্যবহৃত ভাষা
উত্তর-(ক) ব্যাখ্যা: বিজ্ঞানের যে শাখায় রােবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে গবেষনা করা হয় তাকে রােবটিক্স বলা হয়।
১৬৭। চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির মধ্যে আছে? [RU{B); | 9.20]
ক) বায়ােইনফরমেটিক্স
খ) রােবটিক্স
গ) ইনফরমেটিক্স
ঘ) বায়ােমেট্রিক্স।
উত্তর-(খ) ব্যাখ্যর রােবটের প্রসেসরে প্রােগ্রামিং এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়ােগ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে রােবট নিজে থেকে সিদ্ধান্ত নিতে সক্ষম। বায়ােমেট্রিক্স ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে। বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। ন্যানাে টেকনােলজি আণবিক স্কেলে ক্ষুদ্র ডিভাইস তৈরির কাজ করে।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05)
১৬৮। রােবট কোন কাজে ব্যবহার করা হয়?
(ক) প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে
(খ) স্বাধীনভাবে জটিল সিদ্ধান্ত গ্রহণ করার কাজে
(গ) মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করতে
(ঘ) মানুষের বিকল্প হিসাবে বিপদজনক ও জটিল কাজে।
উত্তর-(ঘ) ব্যাখ্যা রােবট মানুষের তৈরি, মানুষের দেওয়া নির্দেশ অনুসারে বিপদজনক ও জটিল ধরনের কাজ করতে পারে। মানুষের সাহায্য ব্যতীত রােবট প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না ।
১৬৯। মানুষের সুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? [ঢা.-১৭]
(ক) রােবটিক্স
(খ) ভার্চুয়াল রিয়েলিটি
(গ) ন্যানােটেকনােলজি
(ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা
উত্তর-(ক) ব্যাখ্যা: রােবট ব্যবহারের মাধ্যমে মানুষের পক্ষে শ্রমসাধ্য, বিপজ্জনক ও ঝুকিপূর্ণ কাজগুলাে সহজে করা সম্ভব হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটিতে কৃত্রিম ত্রিমাত্রিক জগৎ তৈরি করা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম এজেন্ট তৈরির বিষয়ে গবেষনা করে।
১৭০। কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়? [মা.-১৬: চ-১৭]
(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(খ) ন্যানাে টেকনােলজি
(গ) রােবটিক্স
(ঘ) বায়ােইনফরমেটিক্স
উত্তর-(গ) ব্যাখ্যা: রােবটের বিভিন্ন অঙ্গ নাড়ানাের জন্য বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হল অ্যাকচুয়েটর। জিনের গঠন সংক্রান্ত গবেষণা,এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। বায়ােইনফর্মেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে.
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05)
১৭১। মানব শরীরের সাথে সদৃশ রেখে যে সকল রােবট তৈরি করা হয় তাদেরকে বলে-
ক) হিউমেনওয়েড (Humanoid)
খ) অ্যানড্রয়েড (Androids)
গ) মুরাতা বয় (Murata)
ঘ) আজুমা হিকারি (Azuma hikari)
উত্তর-(ক) ব্যাখ্যা: মানব শরীরের সাথে সদৃশ রেখে যে সকল রােবট তৈরি করা হয় তাদেরকে মানব-সদৃশ রােবট বা হিউমেনওয়েড (Humarjoid) বলে। মানুষ দু’পায়ে চলাচল করে; তার একটি মাথা,ধড় দুটি হাত ইত্যাদির সাথে সামঞ্জস্য ও সদৃশ রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়ােগে হিউমেনওয়েড তৈরি করা হয়। অ্যানড্রয়েড একটি মানব-সদৃশ রােবট বা হিউমেনয়েড যা সাধারণত সিনেমা বা সাইন্স ফিকশন গল্পে দেখা যায়। জাপানের মুরতা কোম্পানির “মুরাতা বয় (Murata)” মানব সদৃশ রােবট যা দক্ষতার সাথে বাইসাইকেল চালাতে পারে । জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান ভিনকু (Vinclu) আজুমা হিকারি (Azurma nikari) নামে একটি একটি ভার্চুয়্যাল হােম রােবট তৈরি করেছেন যার অবস্থান Gatebox নামক ইলেকট্রনিক ডিভাইসের অভ্যন্তরে ।
৭২। নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বেশি বাণিজ্যিক বা শিল্প রােবট তৈরি করেছে?
(ক) ফানুক (FANUC)
(খ) ইয়াসকাওয়া (Yaskawa)
(গ) বােস্টন ডাইনামিকস্ (Boston Dynamics)
(ঘ) আইরােবট (iRobot)
উত্তর-(ক) ব্যাখ্যাঃ ফানুক আমেরিকার একটি প্রতিষ্ঠান যা ছােট-বড় সকল স্বয়ংক্রিয় রােবট ও রােবটিক যন্ত্রাংশ প্রস্তুত করে। এটি শিল্প ক্ষেত্রে প্রায় ৪০০০০০ অধিক রােবট তৈরি ও স্থাপন করেছে।বাণিজ্যিক বা শিল্প ক্ষেত্রে এটিই সবাের্ড সংখ্যার রােবট তৈরি করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াসকাওয়া, বােস্টন ডাইনামিকস ও আইরােবট রােবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05)
১৭৩। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে?
(ক) ভার্চুয়াল রিয়ালিটি
(খ) ন্যানােটেকনােলজি
(গ) রােবট
(ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর-(গ) ব্যাখ্যা: রােবট একটি যান্ত্রিক কিংবা কাল্পনিক, কৃত্রিম কার্যসম্পাদক। রােবট সাধারণত একটি ইলেক্ট্রো-যান্ত্রিক ব্যবস্থা। ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপনে রােবট সফলভাবে সম্পন্ন করে। জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। ন্যানােটেকনােলজি আণবিক স্কেলে ক্ষুদ্র ডিভাইস তৈরির কাজ করে। ভার্চুয়াল রিয়েলিটিতে কৃত্রিম ত্রিমাত্রিক জগৎ তৈরি করা হয়।
১৭৪। কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রী কোণ পর্যন্ত ঘােরানাে যায়? [রা.-১৯].
ক) ৮০°
(খ) ১৮০°
(গ) ২৭০°
(ঘ) ৩৬০°
উত্তর-(ঘ) ব্যাখ্যা: রােবট মানুষের চোখের মত ক্যমেরা দিয়ে সামনে ও পিছনে দেখতে পারে,যান্ত্রিক পায়ের সাহায্যে চলাফেরা করতে পারে। কাজের প্রয়ােজনে রােবটকে ৩৬০° কোণ পর্যন্ত ঘােরানাে যায় ।
(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন
১৭৫। নিচের যে ক্ষেত্রে রােবট ব্যবহৃত হয় –
i) কল কারখানায়।
ii) মহাকাশ গবেষণায়
iii) চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: কল কারখানায় রােবট অত্যন্ত নিখুঁত ও ক্লান্তিহীন ভাবে কাজ করতে সক্ষম। মহাকাশে ও বিভিন্ন গ্রহে অনুসন্ধান ও তথ্য প্রেরণের জন্য রােবট যান ব্যবহৃত হয়। সার্জারির ক্ষেত্রে রােবটকে সফল ভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05)
১৭৬। রােবটিক্সের ক্ষেত্রে প্রযােজ্য — [য,-১৬)
i) হার্ডওয়্যার
ii) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
| iii) নতুন গবেষণা পরিচালনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা: বিভিন্ন উন্নত প্রযুক্তি সম্পন্ন হার্ডওয়্যারের সমন্বয়ে রােবট তৈরি হয়। এতে কাজ করার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রয়ােগ করা হয় ।
১৭৭। রােবট ব্যবহৃত হয়- (রা.-১৭]
i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অভ্যন্তরীণ কাজে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর-(খ) ব্যাখ্যা: ঘর পরিস্কার করা, চা বানানাে, নির্দিষ্ট সময়ে ডেকে দেওয়া সহ গৃহস্থালীর বিভিন্ন কাজ করার জন্য রােবট ব্যবহার করা হচ্ছে। খনির অভ্যন্তরে শ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে রােবটকে সফল ভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে।
(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড় ও ১৭৮ ও ১৭৯ নম্বর প্রশ্নর উত্তর দাও ?
রাশিয়ায় চেরনােবিল পারমাণবিক দুর্ঘটনার পর পারমাণবিক বর্জ্য সরানাে একটি চ্যালেঞ্জ হয়ে পড়েছিল। কারণ একজন শ্রমিকের পক্ষে সর্বোচ্চ ছয় মিনিটের বেশি কাজ করতে পারা সম্ভব ছিল না।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-06)
১৭৮। শ্রমিকদের তেজস্ক্রিয়তার হাত থেকে বাঁচানাের জন্য নিচের কোনটি ব্যবহার করা যেত?
ক)রোবট
(খ) দূর নিয়ন্ত্রিত যন্ত্র
(গ) ন্যানাে প্রযুক্তি
(ঘ) বায়ােমেট্রিক্স
উত্তর-(ক) ব্যাখ্যা: ঝুকিপূর্ণ কাজে মানুষের পরিবর্তে রােবট ব্যবহার করা সম্ভব যেহেতু এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে সক্ষম। বায়ােমেট্রিক্স প্রযুক্তি কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করে। ন্যানাে টেকনােলজি আণবিক স্কেলে ক্ষুদ্র ডিভাইস তৈরির কাজ করে।
১৭৯। রােবট একটি –
i) অত্যন্ত দ্রুত ও ক্লান্তিহীন যন্ত্র।
ii) যে কোন সূক্ষ কাজ অত্যন্ত নিখুঁত ভাবে করতে পারে।
iii) এটি তৈরি করা ব্যয়বহুল ও শ্রমসাধ্য ব্যাপার।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যাঃ রোবট কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা যার ক্লান্তির অনুভূতি নেই এবং নির্ভুল ভাবে দ্রুত কাজ করতে পারে। রােবট তৈরি করা একটি অত্যন্ত ব্যয়বহুল এবং পরিশ্রম সাধ্য কাজ।
নিচের উদ্দীপকটি পড় ও ১৮০ ও ১৮১ নম্বর প্রশ্নর উত্তর দাও ?
রিনির বাবা একজন প্রকৌশলী। তিনি বিদেশ থেকে গৃহস্থালীর কাজে সক্ষম এমন একটি রােবট নিয়ে আসলেন। রােবটটি নিখুঁত ভাবে ঘুরে ঘুরে ঘরের সব কোনা পরিস্কার করতে পারে। তার বাবা রােবটটিতে কিছু পরিবর্তন করতেই সেটি ঘরের বাইরে পাহারার কাজে নিযুক্ত হল।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05)
১৮০। রােবটটির কি পরিবর্তন করার ফলে এটি পাহারাদার রােবটে পরিণত হয়েছে?
(ক) প্রােগ্রাম
(খ) গঠন
(গ) ম্যানিপুলেশন
(ঘ) লােকোমােসান
উত্তর-(ক) ব্যাখ্য]; প্রসেসরে সংরক্ষিত প্রােগ্রামের দ্বারা রােবট পরিচালিত হয়। প্রােগ্রামে পরিবর্তন করার ফলে এটির কাজ পরিবর্তিত হয়েছে। ম্যানিপুলেশন ও লােকোমােসান হল নড়াচড়া ও বস্তুর স্থান পরিবর্তন করা সংক্রান্ত প্রযুক্তি।
১৮১। রােবটটি চারদিকে ঘুরে ঘুরে নিখুঁত ভাবে পরিস্কার করতে পারে, কারন —
i) মানুষের চোখের ন্যায় ক্যামেরা রয়েছে
ii) যান্ত্রিক পা রয়েছে।
iii) ৩৬০° ঘুরতে পারার ব্যবস্থা রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: বােৰট মানুষের চোখের মত ক্যামেরা দিয়ে সামনে ও পিছনে দেখতে পারে, ৩৬০° কোনে ঘুরতে পারে এবং যান্ত্রিক পায়ের সাহায্যে চলাফেরা করতে পারে। এ কারনেই রােবটটি প্রতিটি কোনা থেকে ময়লা পরিস্কার করতে পারে।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05)
নিচের উদ্দীপকটি পড় ও ১৮২ ও ১৮৩ নম্বর প্রশ্নর উত্তর দাওঃ
ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন ধরে গবেষণা এমন একটি যন্ত্র নির্মাণ করেন যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে ও ভিডিও করে পাঠাতে পারে।
১৮২। শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন? মা,-১৬]
(ক) রােবােটিক্স
(খ) বায়ােমেট্রিক্স
(গ) ন্যানােটেকনােলজি
(ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর-(ক) ব্যাখ্যা: রােবােটিক্স প্রযুক্তিতে রােবটকে চলাফেরা করার এবং মানুষের মত করে কাজ করার সক্ষমতা দিয়ে তৈরি করা হয়। বায়ােমেট্রিক্স প্রযুক্তি কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করে। ন্যানাে টেকনােলজি আণবিক স্কেলৈ ক্ষুদ্র ডিভাইস তৈরির কাজ করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জীব বিজ্ঞানের তথ্য নিয়ে কাজ করা হয়।
১৮৩। শামীমের যন্ত্রটি ব্যবহার করা যায় –মা,-১৬]
i) শিল্প কারখানায়
ii) চিকিৎসা ক্ষেত্রে
iii) গৃহ ব্যবস্থাপনায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: শিল্প কারখানার শ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ন কাজ গুলাে রােবট সফল ভাবে সম্পন্ন করতে পারে। জটিল সাজারির ক্ষেত্রে রােবটকে সফল ভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। গৃহস্থালীর বিভিন্ন কাজ করার জন্য রােবট ব্যবহার করা হচ্ছে।
নিচের উদ্দীপকটি পড়ে ১৮৪ ও ১৮৫ নং প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধন কালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সােফিয়া নামে একটি যন্ত্র মানবের কথােপকথন হয়।
রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05)
১৮৪। উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত রয়েছে? (মা,-১৮)
(ক) ন্যানােটেকনােলজি
(খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(গ) রােবটিক্স
(ঘ) বায়ােইনফরমেটিক্স
উত্তর-(গ) ব্যাখ্যা: বিভিন্ন উন্নত প্রযুক্তি সম্পন্ন হার্ডওয়্যারের সমন্বয়ে রােবট তৈরি হয়। রােবােটিক্স প্রযুক্তিতে রােবটকে চলাফেরা করার এবং মানুষের মত করে কাজ করার সক্ষমতা দিয়ে তৈরি করা হয়।বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে। জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। ন্যানাে টেকনােলজি আণবিক স্কেলে ক্ষুদ্র ডিভাইস তৈরির কাজ করে। [মা.-১৮]
১৮৫। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে-
(ক) শিশুদের বুদ্ধি বিকাশ ঘটবে
(খ) মানুষের কর্মস্পৃহা বাড়বে
(গ) মানবিক মূল্যবােধ বৃদ্ধি পাবে
(ঘ) শিল্প কারখানার ব্যয় কমবে।
উত্তর-(ঘ) ব্যাখ্যা: শিল্প কারখানায় শ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ গুলাে রােবট সফলভাবে সম্পন্ন করে। এজন্য ঝুঁকিপূর্ণ কাজে মানুষের পরিবর্তে রােবট ব্যবহার করা হয়।
এই রােবটিকস (Robotics) MCQ(ICT 1st Chapter MCQ Part-05) ছাড়াও আরো জানতে ক্লিকঃ