রেইনকোট গল্পের mcq Test part-1 রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর বাংলা ১মপত্র

রেইনকোট গল্পের mcq Test part-1/ রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

রেইনকোট গল্পের mcq Test part-1/ রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

বাংলা ১মপত্র সকল অধ্যায় নৈর্ব্যক্তিক

রেইনকোট গল্পের mcq Test part-1/ রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত রেইনকোট চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে ৩০টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/30
3 votes, 4 avg
1

HSC Bangla

রেইনকোট গল্পের mcq মডেল টেস্ট-১

এইচএসসি বাংলা ১ম পত্র(রেইনকোট) এর সিলেবাসভূক্ত সকল টপিকসের MCQ Test-1
পূর্ণমানঃ ৩0 সময়, ২৫মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

 মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে?

2 / 30

আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে জন্মগ্রহণ করেন?

3 / 30

 ‘দোজখের ওম’ আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা?

4 / 30

রেইনকোট’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?

5 / 30

‘রেইনকোট’ গল্পে কে বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার?

6 / 30

‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থটির লেখক কে?

7 / 30

নুরুল হুদার বেঁটেখাটো শরীরটাকে মিলিটারিরা কী করে?

8 / 30

আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন?

9 / 30

বর্তমানে ইসহাককে কী বলে চালিয়ে দেওয়া যায়?

10 / 30

 ‘স্টেনগানওয়ালা ছোকরার দল’ বলতে কাদের বোঝানো হয়েছে?

11 / 30

. আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন?

12 / 30

‘সব ভেস্তে দিল’__ এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?

13 / 30

 আখতারুজ্জামান ইলিয়াস কত সালে ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?

14 / 30

প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে?

15 / 30

 নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না?

16 / 30

আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন

17 / 30

‘রেইনকোট’ গল্পে কোন অঞ্চলের কাহিনি বিধৃত?

18 / 30

সপাৎ সপাৎ চাবুকের বাড়িকে নুরুল হুদার কেমন মনে হচ্ছে?

19 / 30

 আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোটগল্প কয়টি?

20 / 30

আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি?

21 / 30

‘রেইনকোট’ গল্পের কথক কে?

22 / 30

আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি?

23 / 30

‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে?

24 / 30

কত বছরের কন্যা বিছানায় বসে বসেই হাততালি দেয়?

25 / 30

‘তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও।’ এখানে আসমার কী প্রকাশ পায়?

26 / 30

মিসক্রিয়ান্টদের ঠিকানা বলে দেওয়ার কথায় নুরুল হুদাকে মিলিটারিরা কী খাওয়ায়?

27 / 30

 ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটি কার?

28 / 30

আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?

29 / 30

বাদলার সকালে কে প্রবলভাবে দরজায় কড়া নেড়েছিল?

30 / 30

‘রেইনকোট’ গল্পের ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে

Your score is

The average score is 66%

0%

এই রেইনকোট গল্পের mcq Test part-1/ রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রস্তুতি(উত্তরসহ)

রেইনকোট গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে জন্মগ্রহণ করেন?

ক) ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি

খ) ১৯৫০ খ্রিষ্টাব্দের ১০ মে

গ) ১৯৫২ খ্রিষ্টাব্দের ১৭ মে

ঘ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল

উত্তরঃ ক) ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি

২. আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ কোনটি?

ক) খোঁয়ারি

খ) চিলেকোঠার সেপাই

গ) বৌ-ঠাকুরানীর হাট

ঘ) নন্দিত নরকে

উত্তরঃ ক) খোঁয়ারি

৩. আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক) মরিচা গ্রামে

খ) চুরুলিয়া গ্রামে

গ) গোটিয়া গ্রামে

ঘ) শংকরপাশা গ্রামে

উত্তরঃ গ) গোটিয়া গ্রামে

৪. আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোটগল্প কয়টি?

ক) ২৬টি

খ) ২৮টি

গ) ৩০টি

ঘ) ৩২টি

উত্তরঃ খ) ২৮টি

৫. আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন?

ক) হাসপাতালে

খ) দাদার বাড়িতে

গ) অনাথ আশ্রমে

ঘ) মামার বাড়িতে

উত্তরঃ ঘ) মামার বাড়িতে

রেইনকোট গল্পের mcq Test part-1/ রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৬. রেইনকোট’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?

ক) বৃষ্টি থেকে আত্মরক্ষা

খ) তথ্য উদ্ঘাটন

গ) মুক্তিযোদ্ধার জবানবন্দি

ঘ) রহস্য উন্মোচন

উত্তরঃ খ) তথ্য উদ্ঘাটন

৭. আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন?

ক) প্রাবন্ধিক

খ) কথাসাহিত্যিক

গ) সাংবাদিক

ঘ) ঔপন্যাসিক

উত্তরঃ খ) কথাসাহিত্যিক

৮. ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটি কার?

ক) নুরুল হুদার

খ) নুরুল হুদার শ্যালকের

গ) নুরুল হুদার ভাইয়ের

ঘ) নুরুল হুদার প্রতিবেশীর

উত্তরঃ খ) নুরুল হুদার শ্যালকের

৯. আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি?

ক) সভ্যতার সংকট

খ) সংস্কৃতি কথা

গ) সংস্কৃতির ভাঙা সেতু

ঘ) শিক্ষা মনুষ্যত্ব

উত্তরঃ গ) সংস্কৃতির ভাঙা সেতু

১০. ‘তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও।’ এখানে আসমার কী প্রকাশ পায়?

ক) অনুরোধ

খ) আবেগ

গ) ভালোবাসা

ঘ) সহানুভূতি

উত্তরঃ গ) ভালোবাসা

১১. আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি?

ক) ৩ টি  খ) ৫ টি

গ) ৭ টি  ঘ) ৯ টি

উত্তরঃ খ) ৫ টি

১২. নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না?

ক) ছদ্মবেশী কুলিদের

খ) মিন্টুর

গ) প্রিন্সিপালের

ঘ) আবদুস সাত্তার মৃধার

উত্তরঃ খ) মিন্টুর

রেইনকোট গল্পের mcq Test part-1/ রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

১৩. ‘স্টেনগানওয়ালা ছোকরার দল’ বলতে কাদের বোঝানো হয়েছে?

ক) মিলিটারি

খ) হানাদার বাহিনী

গ) মুক্তিবাহিনী

ঘ) রাজাকার বাহিনী

উত্তরঃ গ) মুক্তিবাহিনী

১৪. কত বছরের কন্যা বিছানায় বসে বসেই হাততালি দেয়?

ক) এক  খ) দুই

গ) আড়াই ঘ) পাঁচ

উত্তরঃ গ) আড়াই

১৫. ‘দোজখের ওম’ আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা?

ক) উপন্যাস  খ) প্রবন্ধ

গ) গল্পগ্রন্থ  ঘ) নাটক

উত্তরঃ গ) গল্পগ্রন্থ

১৬. ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে?

ক) শওকত ওসমান

খ) আখতারুজ্জামান ইলিয়াসের

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) হাসান আজিজুল হক

উত্তরঃ খ) আখতারুজ্জামান ইলিয়াসের

১৭. আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন?

ক. নাসিরউদ্দীন স্বর্ণপদক

খ. একুশে পদক

গ. বাংলা একাডেমি

ঘ. মুক্তধারা পুরস্কার

উত্তরঃ গ. বাংলা একাডেমি

১৮. আখতারুজ্জামান ইলিয়াস কত সালে ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?

ক. ১৯৮৯ সালে

খ. ১৯৮২ সালে

গ. ১৯৭১ সালে

ঘ. ১৯৭৭ সালে

উত্তরঃ খ. ১৯৮২ সালে

১৯. প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে?

ক. কলেজের পুকুর পাড়ের উত্তর দিকে

খ. কলেজের বাগানের দক্ষিণ পাশে

গ. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে

ঘ. কলেজের ক্লাবের দেয়াল ঘেঁষে দক্ষিণ দিকে

উত্তরঃ গ. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে

রেইনকোট গল্পের mcq Test part-1/ রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

২০. মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে?

ক. পিওনের বাসার সাথে

খ. প্রিন্সিপালের কোয়ার্টারের

গ. কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী কোয়ার্টারের সাথে

ঘ. কলেজ হোস্টেল সুপারের কোয়ার্টারের সাথে

উত্তরঃ খ. প্রিন্সিপালের কোয়ার্টারের

উত্তরঃ-

১ : ক); ২ : ক); ৩ : গ); ৪ : খ); ৫ : ঘ); ৬ : খ); ৭ : খ); ৮ : খ); ৯ : গ); ১০ : গ); ১১ : খ); ১২ : খ); ১৩ : গ); ১৪ : গ); ১৫ : গ); ১৬ : খ); ১৭ : গ); ১৮ : খ); ১৯ : গ); ২০ : খ);

রেইনকোট গল্পের mcq Test part-1/ রেইনকোট গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

You cannot copy content of this page

Scroll to Top