শৈবাল ও ছত্রাক MCQ ┃ Algae and Fungi MCQ: জীববিজ্ঞান ১মপত্র (অধ্যায় – ৫: শৈবাল ও ছত্রাক)
১. ছত্রাকের যৌন জনন কী ধরনের?
ক) উগ্যামাস খ) আইসোগ্যামাস
গ) অ্যানাইসোগ্যামাস ঘ) বিষমগ্যামি
সঠিক উত্তর: (ক)
২. Ulothrix এর জাইগোটটি হতে কতটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়?
ক) ৪-৩২ টি খ) ৪-১৬ টি
গ) ৪-১৮ টি ঘ) ৪-১০ টি
সঠিক উত্তর: (খ)
৩. কোন শৈবালের দেহ পাতার ন্যায়?
ক) Ulva খ) Ulothrix
গ) Sargassum ঘ) Chara
সঠিক উত্তর: (ক)
৪. ফ্লাজেলাবিহীন প্রাচীর দিয়ে আবৃত স্পোরকে কী বলে?
ক) অ্যাপ্লানোরস্পোর খ)হিপনোস্পোর
গ) অটোস্পোর ঘ) অ্যান্ডোস্পোর
সঠিক উত্তর: (ক)
৫.কোনটি শৈবালের সঞ্চিত খাদ্য?
ক) কার্বোহাইড্রেট খ) প্রোটিন
গ) সেলুলোজ ঘ) স্টার্চ
সঠিক উত্তর: (ক)
৬.দাদ রোগের লক্ষণ হলো –
i. চামড়ায় লাল ফুসকুড়ি
ii. আক্রান্ত স্থান লম্বাটে
iii. ক্ষতের সুনির্দিষ্ট প্রান্ত সীমা থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭.হলোকার্পিক ছত্রাকের উদাহরণ হলো –
ক) Yeast খ) Ulothrix
গ) Agaricus ঘ) Aspergillus
সঠিক উত্তর: (ক)
৮.দাদ ছত্রাক সংক্রমিত করে –
i. শরীর, উরু ও কুকচিতে
ii. পায়ের পাতা, মাথার খুলি ও নখকে
iii. হৃৎপিন্ড, ফুসফুস ও মুখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯.বাডিং প্রক্রিয়ায় বংশবৃদ্ধির সময় ছত্রাকের মাতৃকোষের নিউক্লিয়াসটি কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়?
ক) মিয়োসিস খ) দ্বিবিভাজন
গ) অ্যামাইটোসিস ঘ) মাইটোসিস
সঠিক উত্তর: (ঘ)
১০.নিচের কোনটি সমাঙ্গদেহী শৈবাল?
ক) Ulothrix খ) Chara
গ) Fucus ঘ) Ulva
সঠিক উত্তর: (ঘ)
১১.ঈস্ট ব্যবহার করে নিচের কোনটি তৈরি করা হয়?
ক) মিষ্টি খ) দই
গ) পাউরুটি ঘ) পনির
সঠিক উত্তর: (গ)
১২.ছত্রাকের দেহ কী দ্বারা গঠিত?
ক) মাইসেলিয়াম খ) লিপোপ্রোটিন
গ) লিপিড ঘ) প্রোটিন
সঠিক উত্তর: (ক)
১৩.ছত্রাকের গ্যামেটাঞ্জিয়াম কোনটি?
ক) যৌন জননাঙ্গ খ) মাইসেলিয়াম
গ) ফ্রুটবডি ঘ) হাইফি
সঠিক উত্তর: (ক)
১৪.পাহাড় গাত্র, প্রস্তরখন্ডে বসবাসকারী শৈবালকে কী বলে?
ক) হাইড্রোফাইট খ) লিথোফাইট
গ) হলোফাইট ঘ) থ্যালোফাইট
সঠিক উত্তর: (খ)
শৈবাল ও ছত্রাক MCQ ┃ Algae and Fungi MCQ
১৫.কোনটির দেহ প্রস্থপ্রাচীর যুক্ত মাইসেলিয়াম দ্বারা গঠিত?
ক) Rhizopus খ) Agaricus
গ) Phytophthora ঘ) Penicillium
সঠিক উত্তর: (খ)
১৬.সম প্রকৃতির দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে সৃষ্ট জননকে কী বলে?
ক) উগ্যামাস খ) অ্যানাইসোগ্যামাস
গ) সমগ্যামাস ঘ) আইসোগ্যামাস
সঠিক উত্তর: (ঘ)
১৭.ফ্রুটবডির উপরের অংশকে কী বলে?
ক) রাইজোমর্ফ খ) স্টাইপ
গ) পাইলিয়াস ঘ) গিল
সঠিক উত্তর: (গ)
১৮. শৈবালে সংঘটিত দ্বিবিভাজন –
i. অঙ্গজ জনন প্রক্রিয়া
ii. এককোষী শৈবালে ঘটে
iii. অযৌন জনন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯.Agaricus – এর বায়বীয় অংশকে কী বলে?
ক) পাইলিয়াস খ) মাইসেলিয়াম
গ) ব্যাসিডিওকার্প ঘ) ল্যামিলা
সঠিক উত্তর: (গ)
২০.নিম্নশ্রেণির ছত্রাকের কোষ প্রাচীরে –
i. সেলুলোজ যুক্ত থাকে
ii. সেলুলোজের সাথে কাইটিন যুক্ত থাকে
iii. কাইটিনের সাথে প্রোটিন যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১.ছত্রাকের দেহ –
i. শাথান্বিত
ii. দন্ডাকার
iii. বহুকোষী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২২.Chlorella তে কোন ধরনের জনন দেখা যায়?
ক) খন্ডায়ন খ) মুকুলোদগম
গ) হরমোগোনিয়া ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (ঘ)
২৩.কোনটি এককোষী নিশ্চল শৈবাল?
ক) Pediastrum খ) Englena
গ) Chlorococcus ঘ) Hydrodictyon
সঠিক উত্তর: (গ)
২৪.শৈবালের কোষে থাকে –
i. ক্লোরোফিল
ii. রঞ্জক পদার্থ
iii. পরিবহন টিস্যু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫.কোনটি দ্বারা ছত্রাক খাদ্য শোষণ করে?
ক) রাইজোম খ) মূল
গ)থ্যালাস ঘ) মাইসেলিয়াম
সঠিক উত্তর: (ঘ)
২৬.কোন ধরনের পরিবেশে হিপ্নোস্পোর উৎপন্ন হয়?
ক) জলীয় পরিবেশ খ) আর্দ্র পরিবেশ
গ) দীর্ঘ শুষ্ক পরিবেশ ঘ) বিষাক্ত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
২৭.Agaricus কি ধরনের ছত্রাক?
ক) মৃতজীবী খ) পরজীবী
গ) পরভোজী ঘ) মিথোজীবী
সঠিক উত্তর: (ক)
২৮.শৈবালের সঞ্চিত খাদ্য কী জাতীয়?
ক) স্টার্চ খ) লিপিড
গ) প্রোটিন ঘ) সেলুলোজ
সঠিক উত্তর: (ক)
২৯.Ulothrix শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরূপ?
ক) অর্ধচন্দ্রাকার খ) গোলাকার
গ) পিপাকৃতির ঘ) গার্ডলাকৃতির
সঠিক উত্তর: (ঘ)
৩০.Ulothrix এর জনন কোষের বিভক্ত প্রতি খন্ড প্রোটোপ্লাস্ট কী তৈরি করে?
ক) দু ফ্লাজেলা বিশিষ্ট জনন কোষ
খ) নতুন Ulothrix এর সূত্রক
গ) নতুন দেহ কোষ
ঘ) ফ্লাজেলাবিহীন জননকোষ
সঠিক উত্তর: (ক)
৩১.ছত্রাকের দেহ সম্পূর্ণ জননাঙ্গে পরিণত হলে তাকে কী বলে?
ক) ইউকার্পিক খ) হলোকার্পিক
গ) হেটারোকার্পিক ঘ) হোমোকার্পিক
সঠিক উত্তর: (খ)
শৈবাল ও ছত্রাক MCQ ┃ Algae and Fungi MCQ
৩২.মূল, কান্ড ও পাতা দেখা যায় –
i. Sargassum-এ
ii. Voucheria-এ
iii. Polysiphonia-এ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৩.ছত্রাকের যৌন জনন প্রক্রিয়ায় –
i. কনিডিওফোর কনিডিয়া ধারণ করে
ii. দুটি বিপরীতধর্মী জননকোষ দেখা যায়
iii. জননকোষে জননাঙ্গ বা নিউক্লিয়াসের মিলন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪.কোন ধরনের শৈবালে যৌন জনন অনুপস্থিত?
ক) রডোফাইটা খ) ব্যাসিলারিওফাইটা
গ) নীলাভ-সবুজ শৈবাল ঘ) বাদামি শৈবাল
সঠিক উত্তর: (গ)
৩৫.ছত্রাকের কোষের প্রধান সঞ্চিত পদার্থ কী?
ক) গ্লুকোজ খ) গ্লাইকোজেন
গ) গ্লাইকোলাজ ঘ) প্রোটিন
সঠিক উত্তর: (খ)
৩৬.কোষঝিল্লির ক্ষুদ্র পকেটের মতো ভাঁজ হওয়াকে কী বলে?
ক) লোমোজোম খ) ট্যাপেটাম
গ) ক্লোরোপ্লাস্টি ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ক)
৩৭.Ulothrix কোন ধরনের শৈবাল?
ক) শাখান্বিত সূত্রাকার খ) অশাখ সূত্রাকার
গ) অলীক শাখাযুক্ত ঘ) অশাখ কলোনিয়াল
সঠিক উত্তর: (খ)
৩৮.শৈবালের কোষ প্রাচীরে বিদ্যমান থাকে –
i. সেলুলোজ
ii. পেকটিন
iii. লিপিড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯.ফ্ল্যাজেলাযুক্ত স্পোরকে বলে –
ক) জুস্পোর খ)অ্যাপ্লানোস্পোর
গ) হিপনোস্পোর ঘ) অটোস্পোর
সঠিক উত্তর: (ক)
৪০.Ulothrix – এর চলরেণু মুক্ত হওয়ার কতদিন পর্যন্ত সাঁতার কাটার পর স্থির হয়?
ক) ১-৩ খ) ১-৭ গ) ৫-১০ ঘ) ১০-১৫
সঠিক উত্তর: (খ)
৪১.Agaricus – এর প্লাজমোগ্যামির পর সেকেন্ডারি মাইসেলিয়ামের হাইফিগুলো একত্রে রশির মতো (পাকানো) যে গঠন সৃষ্টি করে তাকে কী বলে?
ক) রাইজোমর্ফ খ) রাইজয়েড
গ) বেসিডিওকার্প ঘ) স্টাইপ
সঠিক উত্তর: (ক)
৪২.ভক্ষণযোগ্য ছত্রাক কোনটি?
ক) Agaricus bisporus
খ) Puccinia graministtiticii
গ) Synchytrium endobioticum
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৪৩.উদ্ভিদের গাত্রে জন্মানো লাইকেনের নাম কী?
ক) ব্যাকটেরিয়া খ) মস
গ) লাইকেন ঘ) ভাইরাস
সঠিক উত্তর: (গ)
৪৪.নিম্নের কোনটি এককোষী নিশ্চল শৈবারের উদাহরণ?
ক) Vaucheria খ) Chlamydomonas
গ) Euglena ঘ) Chlorella
সঠিক উত্তর: (ঘ)
৪৫.মিউসিলেজ জমা হয়ে যে কলোনির সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) সচল কলোনিয়াল খ) নিশ্চল কলোনিয়াল
গ) ডেনড্রয়েড ঘ) হেটারোট্রিকাস শৈবাল
সঠিক উত্তর: (গ)
৪৬.ছত্রাকের মুকুলোদগম প্রক্রিয়ায় –
i. নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় খন্ডিত হয়
ii. যান্ত্রিক আঘাত প্রাপ্ত হয়ে অনুসূত্রে খন্ডিত হয়
iii. মুকুল অভ্যন্তরে অপত্য নিউক্লিয়াসে প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৭.শৈবাল ও ছত্রাকের মিথোজীবিতাকে কী বলে?
ক) লাইকেন খ) মৃতভোজী
গ) পরজীবিতা ঘ) অন্তবাসী
সঠিক উত্তর: (ক)
৪৮.কোনটি শৈবালের দেহের রঞ্জক পদার্থ?
ক) ক্লোরোফিল খ) মাইটোকন্ড্রিয়া
গ) গলজিবস্তু ঘ) নিউক্লিয়াস
সঠিক উত্তর: (ক)
৪৯.শৈবালের দেহকোষ প্রচুর খাদ্য সঞ্চয় করে যে রেণুতে পরিণত হয় তার নাম কী?
ক) অচল রেণু খ) সচল রেণু
গ) স্বয়ংক্রিয় রেণু ঘ) টি
সঠিক উত্তর: (ঘ)
শৈবাল ও ছত্রাক MCQ ┃ Algae and Fungi MCQ
৫০.একাধিক ফ্লাজেলাযুক্ত অযৌন রেণুকে কী বলে?
ক) চলরেণু খ) অচল রেণু
গ) হিপ্রোস্পোর ঘ) অটোস্পোর
সঠিক উত্তর: (ক)
৫১.Nostoc -এ নিচের কোন ধরনের অঙ্গজ জনন হয়?
ক) দ্বিবিভাজন খ) হরমোগোনিয়া
গ) মুকুলোদগম ঘ) টিউবার
সঠিক উত্তর: (খ)
৫২.Ulothrix শৈবালটির কোষে –
i. শর্করা পাওয়া যায়
ii. শ্বেতসার পাওয়া যায়
iii. লিপিড পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৩.আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?
ক) ১% বোর্দো মিশ্রণ খ) ১% ইউরিয়া
গ) ৩% সোডিয়াম ঘ) ৩% নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
৫৪.Agaricus এর দড়ির মতো হাইফার অংশকে বলে –
ক) রাইজয়েড খ) স্টাইপ
গ) রাইজোমর্ফ ঘ) পাইলিয়াস
সঠিক উত্তর: (গ)
৫৫.শৈবালের জনুক্রমের অবস্থান কেমন?
ক) সুস্পষ্ট খ) অস্পষ্ট
গ) ঝাপসা ঘ) অনুপস্থিত
সঠিক উত্তর: (ক)
৫৬.ছত্রাকের এক একটি অনুসূত্রকে কী বলে?
ক) হোল্ডফাস্ট খ) মাইসেলিয়াম
গ) হাইফি ঘ) সিনোসাইট
সঠিক উত্তর: (গ)
৫৭.Agaricus এর দেহের প্রস্থপ্রাচীরযুক্ত মাইসেলিয়াম কোষগুলো –
i. ছোট, স্বচ্ছ ও একাধিক নিউক্লিয়াসযুক্ত
ii. অদানাদার সাইটোপ্লাজমযুক্ত
iii. সাইটোপ্লাজমে প্রচুর গহবর থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৮.Agaricus এর ফ্রুটবডিকে কী বলে?
ক) অ্যাসকোকার্ফ খ) সিডিওকার্প
গ) স্পোরোফোর ঘ) বেসিডিয়াম
সঠিক উত্তর: (খ)
৫৯.Ulothrix শৈবারের ম্যাক্রো ও মাইক্রোচলরেণুতে অবস্থিত ফ্লাজেলার সংখ্যা যথাক্রমে –
ক) একটি ও দুইটি খ) দুইটি ও একটি
গ) দুইটি ও চারটি ঘ) চারটি ও দুইটি
সঠিক উত্তর: (ঘ)
৬০.প্রাইমোডিয়াম ইউট্রিকল কোথায় থাকে?
ক) প্লাজমামেমব্রেন খ) সাইটোপ্লাজম
গ) ক্লোরোপ্লাস্ট ঘ) কেন্দ্রীয় গহবর
সঠিক উত্তর: (খ)
৬১.প্রাথমিক পর্যায়ে আলুর বিলম্বিত ধ্বসা রোগের লক্ষণ গাছের কোন অংশে দেখা যায়?
ক) উপরি অংশে খ) টিউবারে
গ) পাতায় ঘ) কান্ডে
সঠিক উত্তর: (ক)
৬২.প্যারাফাইসিস কোথায় দেখা যায়?
ক) ফ্রুটবডি খ) পাইলিয়াস
গ) ব্যাসিডিয়াম ঘ) ব্যাসিডিওকার্প
সঠিক উত্তর: (গ)
৬৩.কোন শৈবালের দেহ মূল, কান্ড ও পাতার ন্যায় অংশে বিভক্ত?
ক) Ulva খ) Volvox
গ) Polysiphonia ঘ) Spirogyra
সঠিক উত্তর: (গ)
৬৪.নখে দাদ হলে কি প্রয়োগ করা উচিত?
ক) আয়োডিন খ) টিনচার আয়োডিন
গ) গ্রাইসোফুলভিন ঘ) বেস্টমেন্ট
সঠিক উত্তর: (খ)
৬৫.ছত্রাকের হাইফার ব্যবধায়ক খন্ডগুলোকে কী বলে?
ক) ক্লামাইডোরেণু খ) কনিডিয়া
গ) অয়ডিয়াম ঘ) বেসিডিয়াম
সঠিক উত্তর: (গ)
শৈবাল ও ছত্রাক MCQ ┃ Algae and Fungi MCQ
৬৬.Agaricus – এর ফ্রুটবডির নিচে বৃন্তের ন্যায় অংশকে কী বলে?
ক) স্টাইপ খ) পাইলিয়াস
গ) বেসিডিওকার্প ঘ) অ্যানুলাস
সঠিক উত্তর: (ক)
৬৭.শৈবালের উগ্যামাসে –
i. আকৃতি ও চরিত্রগতভাবে পৃথক দুটি গ্যামেট উৎপন্ন হয়
ii. সচল শুক্রাণু ও অচল ডিম্বাণু উৎপন্ন হয়
iii. সম প্রকৃতির গ্যামেট উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৮.পাহাড়ের ঢালে বসবাসকারী লাইকেনের ঘন আস্তরণকে কী বলে?
ক) রেইনডিয়ার মস খ) প্রবাল মস
গ) ব্রাকিস মস ঘ) তুন্দ্রা মস
সঠিক উত্তর: (ক)
৬৯.ছত্রাকের সঞ্চিত খাবার কী?
ক) স্টার্চ খ) প্রোটিন
গ) গ্লাইকোজেন ঘ) লিপিড
সঠিক উত্তর: (গ)
৭০.দেহ লম্বা, পাতার ন্যায় কোন শৈবাল?
ক) Volvox খ) Chlorella
গ) Ulva ঘ) Chara
সঠিক উত্তর: (গ)
৭১.পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক কোনটি থেকে প্রস্তুত করা হয়?
ক) Agaricus খ) Spirulina
গ) Penicillium ঘ) Rhizopus
সঠিক উত্তর: (গ)
৭২.আলুর বিলম্বিত ধ্বসা রোগের কারণ কোন ছত্রাক?
ক) Agaricus bisporus খ) Rhizopus
গ) Phytophthora infestans ঘ) Mucor
সঠিক উত্তর: (গ)
৭৩.হাইফি বিদ্যমান –
i. ছত্রাকে
ii. ছত্রাক মাইসেলিয়ামে
iii. ভাইরাসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৪.লাইকেন নামক জীবগোষ্ঠীতে কোন ধরনের জীবের সহাবস্থান দেখা যায়?
ক) শৈবাল ও ছত্রাক খ) মস ও ছত্রাক
গ) শৈবাল ও মস ঘ) মস ও ফার্ন
সঠিক উত্তর: (ক)
৭৫.নীলাভ-সবুজ শৈবালের দেহের কোন অংশটি খন্ডিত হয়ে সচল খন্ড তৈরি হয়?
ক) ট্রাইকোম খ) হেটারোসিস্ট
গ) দেহকোষ ঘ) অ্যাকিনিটি
সঠিক উত্তর: (ক)
৭৬.খাদ্য হিসেবে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। মাশরুমে –
i. প্রোটিনের মান প্রাণীজ প্রোটিনের চেয়ে অনেক বেশি
ii. ক্যালরি কম কিন্তু খনিজ লবণে সমৃদ্ধ
iii. প্রচুর ওষুধি গুণাগুণ পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৭.কোন শৈবারের দেহ পাতার ন্যায়?
ক) Ulva খ) Ulothrix
গ) Sargassum ঘ) Chara
সঠিক উত্তর: (ক)
৭৮.ছত্রাকের ব্যবহার রয়েছে –
i. আচার, চাটনী, জুস তৈরিতে
ii. পাউরুটি তৈরিতে
iii. চোলাই মদ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৯.Fairy ring হলো –
ক) ফ্রুটিং বডির আরেক নাম
খ) ফ্রুটিং বডির একটা অংশ
গ) অনেকগুলো মাশরুমের বৃত্তাকার অবস্থান
ঘ) ছত্রাকের জীবনচক্র
সঠিক উত্তর: (গ)
শৈবাল ও ছত্রাক MCQ ┃ Algae and Fungi MCQ
৮০.হিপ্নোস্পোর দ্বারা বংশবিস্তার করে –
i. Pediastrum গণের শৈবাল
ii. Ulothrix গণের শৈবাল
iii. Sphaerella গণের শৈবাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮১.কোন ছত্রাকের আক্রমণে মানুষের মাথায় টাক পড়ে?
ক) Microsporum খ) Mucor
গ) Saprolegnia ঘ) Crassa
সঠিক উত্তর: (ক)
৮২.শৈবালের কোষে কোন পদার্থের উপস্থিতির কারণে হলুদ বাদামী বর্ণ ধারণ করেন?
ক) ফাইকোসায়ানিন খ) ফিউকোজ্যান্থিন
গ) ফিওফাইসিন ঘ) ফাইকোএরিথ্রিন
সঠিক উত্তর: (খ)
৮৩.সিনোবিয়াম কী?
ক) জননাঙ্গ খ) সচল কলোনি
গ) পুষ্টিপ্রক্রিয়া ঘ) দেহকোষ
সঠিক উত্তর: (খ)
৮৪.ক্যারিওগ্যামী হলো –
i. ছত্রাকের যৌন জননের দ্বিতীয় দশা
ii. দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মিলন প্রক্রিয়া
iii. সাইটোপ্লাজমের মিলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৫.উগ্যামির প্রধান বৈশিষ্ট্য –
i. এতে ক্ষুদ্র সচল পুংজনন কোষ থাকে
ii. এতে অচল স্ত্রীজনন কোষ থাকে
iii. এতে অচল পুংজনন কোষ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৬.কোনটির সাহায্যে Ulothrix এর অযৌন জনন সম্পন্ন করে?
ক) চলরেণু খ) অচলরেণু
গ) হিপ্নোস্পোর ঘ) অ্যাকিনিটি
সঠিক উত্তর: (ক)
৮৭.ধানের পাতার বাদামি রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কী?
ক) Helminthosporium
খ) H. sigmoideum
গ) Puccinia gramineae
ঘ) Synchytrium endobioticum
সঠিক উত্তর: (ক)
শৈবাল ও ছত্রাক MCQ ┃ Algae and Fungi MCQ