সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।

সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

প্রশ্ন ১। সুভা দিনে কয়বার গোয়ালঘরে যেত?
উত্তর : সুভা দিনে নিয়মিত তিনবার গোয়ালঘরে যেত।

প্রশ্ন ২। সুভা কখন নদীতীরে এসে বসে? 
উত্তর : সুভা অবসর পেলে নদীতীরে এসে বসে।

প্রশ্ন ৩। সুভার বাবার নাম কী? 
উত্তর : সুভার বাবার নাম বাণীকণ্ঠ। 

প্রশ্ন ৪। প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন? 
উত্তর : ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত। 

প্রশ্ন ৫। সুভা কার কাছে মুক্তির আনন্দ পায়? 
উত্তর : সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়। 

প্রশ্ন ৬। ‘সুভা’ গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর : ‘সুভা’ গল্পে একমাত্র প্রতাপ সুভার মর্যাদা বুঝত।

প্রশ্ন ৭। সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?
উত্তর : জন্ম থেকে সুভা কথা বলতে পারত না বলে সুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিলেন।

প্রশ্ন ৮। ‘কিশলয়’ অর্থ কী? 
উত্তর : ‘কিশলয়’ অর্থ গাছের নতুন পাতা। 

প্রশ্ন ৯। সুভা দুই বাহুতে ধরণিকে এবং কাকে ধরে রাখতে চায়? 
উত্তর : সুভা দুই বাহুতে ধরণিকে এবং প্রকাণ্ড মূক মানবতাকে ধরে রাখতে চায়। 

প্রশ্ন ১২। সুভা জলকুমারী হলে কী করত?
উত্তর : সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। 

প্রশ্ন ১০। ‘সুভা’ গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে? 
উত্তর : ‘সুভা’ গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। 

প্রশ্ন ১১। প্রতাপের প্রধান শখ কী? 
উত্তর : প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা। 

Read More:

Leave a Comment

You cannot copy content of this page

Scroll to Top