সুভা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর MCQ এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।
সুভা গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ
১. সুভাষিণী নামটি সার্থক হয়নি কেন? সুভা-
ক। প্রতিবন্ধী বলে
খ। বিকলাঙ্গ বলে
গ। নির্বাক বলে
ঘ। বুদ্ধি প্রতিবন্ধী বলে
২. সুভা কখন বের হয়ে চিরপরিচিত নদীতটে লুটিয়ে পড়ল?
ক। কৃষ্ণদ্বাদশীর রাতে
খ। পূর্ণিমা রাতে
গ। শুক্লাদ্বাদশীর রাতে
ঘ। অন্ধকার রাতে
৩. সুভা মুক্তির আনন্দ পায় কার কাছে?
ক। সর্বশী ও পাগুলি
খ। প্রতাপ
গ। রুদ্র মহাকাশ
ঘ। নির্বাক প্রকৃতি
৪. বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শােবার ঘরে কী খাচ্ছিল?
ক। পান
খ। তামাক
গ। ভাত
ঘ। জলখাবার।
৫. ‘শেষের কবিতা’ কোন প্রকৃতির রচনা?
ক। কাব্যগ্রন্থ
খ। উপন্যাস
গ। প্রবন্ধ
ঘ। ছােটগল্প
৬. “কী, রে, সু, তাের নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস?” উক্তিটিতে প্রকাশ পেয়েছে?
ক। আদর
খ। সহমর্মিতা
গ। ঘৃণা
ঘ। তিরষ্কার
৭. প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরা প্রধান শখ ছিল কেন?
ক। সহজে সময় কাটানাের জন্য
খ। মানসিক প্রশান্তির জন্য
গ। বন্ধুদের সংস্পর্শে থাকার জন্য
ঘ। আত্মতৃপ্তির জন্য
৮. সুভা দুহাত বাড়িয়ে বলতে চায় তুমি আমাকে যাইতে দিয়াে নামা, – কোন দিনের ঘটনা?
ক। কলিকাতা যাওয়ার দিন
খ। শুক্কাদ্বাদশীর রাত্রি
গ। পূর্ণিমা রাত্রি
ঘ। বিয়ের দিন
৯. মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে কাকে?
ক। দুর্গাকল
খ। সুকেশেনীকে
গ। সুভাকে
ঘ। সুকেশেনীকে
১০. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
অথবা, কোনটি রবীন্দ্রনাথ রচিত উপন্যাস?
ক। চিত্রা
খ। বলাকা
গ। শেষের কবিতা
ঘ। ডাকঘর
১১. মধ্যাহ্নে মাঝিরা কোথায় যেত?
ক। ঘুমাতে
খ। খাবার খেতে
গ। মাছ ধরতে
ঘ। বিশ্রাম নিতে
১২. সুভার গা চাটত কে?
ক। সর্বশী
খ। পাঙ্গুলি
গ।। বিড়াল
ঘ। ছাগল
১৩. কাদের মধ্যে সমভাষা ছিল না?
ক। কাঙালী ও অভাগী
খ। কাঙালী ও অধর
গ। সুভা ও প্রতাপ
ঘ। সুভা ও সর্বশী
১৪. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?
ক। বিচিত্র প্রবন্ধ
খ। অরণ্যক
গ। পদ্মরাগ
ঘ। যুগ্মবাণী
১৫. ‘সুভা’ গল্পের শেষাংশে নদীতটে সুভার লুটিয়ে পড়া কী নির্দেশ করে?
ক। প্রতাপের প্রতি অভিমান
খ। বাণীকন্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ
গ। আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা
ঘ। আত্মাহুতি দেওয়ার আকক্ষা
১৬. সুভার বড় কয়টি বােন ছিল?
ক। একটি
খ। দুইটি
গ। তিনটি
ঘ। চারটি
১৭. ‘বিজন মূর্তি –বলতে কী বােঝায়?
ক। দূরবর্তী স্থান
খ। গভীর অরণ্য
গ। নির্জন অবস্থা
ঘ। থমথমেভাব।
১৮. ‘গৃহস্থ ঘরের মেয়েটির মত এই উপমা দ্বারা কী বােঝানাে হয়েছে?
ক। সুভাদের গ্রামের নদীটির উপকারিতা
খ। সুভাদের গ্রামের নদীটির সৌন্দর্য
গ। সুভাদের গ্রামের নদীটির কর্মক্ষমতা।
ঘ। সুভাদের গ্রামের নদীটির স্বল্প দৈর্ঘ্য
১৯. সুভা’ গল্পের পটভূমি-
ক। বাকপ্রতিবন্ধী কিশােরীর জীবন ব্যবস্থা
খ। প্রতিবন্ধী শিশুর প্রতি ভালােবাসা
গ। প্রতিবন্ধীদের কষ্ট
ঘ। প্রতিবন্ধীদের প্রকৃতিপ্রেম
২০. সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝতে পারিতেছে না। এর কারণ কী?
ক। শারীরিক প্রতিবন্ধকতা
খ। নব যৌবনে পদার্পণ
গ। আত্মসম্মানবােধের অভাব
ঘ। সুশিক্ষার অভাব
[ সঠিক উত্তর ]
১.গ ২.গ ৩.ঘ ৪.খ ৫.খ ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.গ ১১.খ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.খ
Read More: