হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা) : প্রিয় এইচএসসি বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তোমাদের জীববিজ্ঞান ২য় পত্রের প্রানীর পরিচিতিঃ হাইড্রার অংশ থেকে সর্বশেষ বোর্ড প্রশ্ন সম্বলিত MCQ উত্তরসহ এখানে দেওয়া হয়েছে। যে কোন পরীক্ষার জন্য এইটি তোমাদের সাজেশন হিসেবে অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই নৈর্বক্তিকগুলো মনোযোগ সহকারে পড়বে।
হাইড্রা
১. Hidra-র কোন কোষটি কেবলমাত্র বহিঃস্তরে বিদ্যমান?
ক) নিডােব্লাস্ট কোষ
খ) স্নায়ু কোষ
গ) গ্রন্থি কোষ
ঘ) ক্ষণপদীয় কোষ
২। নিম্নের কোনটি পেনিট্যান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য?
ক সূত্রক কাঁটাযুক্ত
ঋ আঠালাে রস ক্ষরণ করে
গ) শীর্ষদেশ বন্ধ
(ঘ) বাট প্রশস্থ
» তথ্য/ব্যাখ্যা : Hydra-এর চার নেমাটোসিস্টের মধ্যে পেনিট্র্যান্ট বৃহত্তম। এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত ও বাট প্রশস্ত। এর ভিতরে হিপনােটক্সিন নামক বিষাক্ত তরল থাকে।
৩। হাইড্রার দেহের কোন অংশে মেসােগ্লিয়ার পুরুত্ব সবচেয়ে বেশি?
ক কর্ষিকা
(খ) দেহকাণ্ড
গ) পদচাকতি
ঘ) বহিঃত্বক
8. ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি?
ক) কোনাে শ্যাফট থাকে না
খ) বার্ব ও বার্বিউল উপস্থিত
গ) সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা বিদ্যমান
ঘ) সূত্রকের অগ্রভাগ বন্ধ
» তথ্য/ব্যাখ্যা : ভলভেন্ট অপেক্ষাকৃত ছােট, সূত্রকটি খাটো, মােটা,স্থিতিস্থাপক, কাঁটাবিহীন, যার শীর্ষপ্রান্ত বদ্ধ । ব্যবহারের পূর্বে বা বিশ্রামরত অবস্থায় সূত্ৰকটা কর্কের স্কুর মতাে প্যাচানাে অবস্থায় থলির ভিতর অবস্থান করে।
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
৫. একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কী হয়? বি, বাে, ‘১৭।
ক দেহে পরিপাক হয়
খ দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়
গ পুনরায় কর্মক্ষম হয়
ঘ) অন্যকোষে পরিবর্তিত হয়
* তথ্য/ব্যাখ্যা : নেমাটোসিস্টের সূত্রক একবার নিক্ষিপ্ত হলে তাকে আর নিডােসাইটে ফিরিয়ে আনা যায় না, অন্যান্য খাদ্যবস্তুর সাথে হজম হয়ে যায় । ৪৮ ঘণ্টার মধ্যে নতুন নিডােসাইট সৃষ্টির মাধ্যমে ব্যবহৃত নিডােসাইট প্রতিস্থাপিত হয়।
৬। Hydra-এর দৈহিক কাঠামাে গঠনে সহায়তা করে-
ক নিডােসাইট
খ মেসােগ্লিয়াঘ
গ) পুষ্টিকোষ
ঘ পেশি আবরণী কোষ
৭. কোনটি Hydra র গ্যাস্ট্রোডার্মিসে থাকে না? |
ক নিডােসাইট
(খ) স্নায়ু কোষ
ক গ) সংবেদী কোষ
(ঘ) গ্রন্থি কোষ
৮। কোন বিজ্ঞানী সর্বপ্রথম Hydra-র পুনরুৎপত্তির ক্ষমতার কথা উল্লেখ করেন?
ক) ল্যামার্ক
(খ) হেকেল।
গ ট্রেম্বলে
ঘ ভাইজম্যান
৯ কোনটি হাইড্রার দেহে দেখা যায়?
ক মেসােগ্লিয়া
(খ) হিমােসিল
গ) স্লেরাইট
(ঘ) মায়ােফাইব্রিল
» তথ্য/ব্যাখ্যা : Hydra-এর দেহে মেসােগ্রিয়া দেখা যায়, এটি কোনাে কোষস্তর নয়, একে সংযােগকারী স্তর বলা হয়।
১০. কোনটি হাইদ্রার দুই কোষস্তরের ভিত্তিরূপে কাজ করে?
ক) নেমাটোসিস্ট
খ) মেসােগ্লিয়া
গ) হাইপােস্টোম
খ) পদচাকতি
১১. হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়?
ক) হাইপােস্টোমে
খ) কর্ষিকায়
গ) সিলেন্টেরনে
(ঘ) গ্যাস্ট্রোডার্মিসে
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
১২. স্টিনােটিল নেমাটোসিস্টে থাকে-
i. সর্পিলাকার বার্বিউল
ii. তীক্ষ্ণ বার্ব
iii. হিপনােটক্সিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩, হাইড্রার এশ্বিকোষ পাওয়া যায়-
i. বহিঃত্বকে
ii. মেসােগ্নিয়ায়
iii. অন্তঃত্বকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি দেখ এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
১৪. উদ্দীপকে ‘A’ চিহ্নিত অংশের নাম হলাে –
ক) সংবেদী কোষ
খ) ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষ
গ) ক্ষণপদযুক্ত পুষ্টি কোষ
ঘ) গ্রন্থি কোষ
১৫. উদ্দীপকের ‘A’ ও ‘B’ অংশের কাজ হলাে –
i. দেহ সংকোচন-প্রসারণে অংশ নেয়া
ii. খাদ্যকণা গ্রহণ ও পরিপাক করা
iii. শ্বসন ও রেচনে অংশগ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ও ii ও iii
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
হাইড্রার অভ্যন্তরীণ গঠন
১৬. হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে?
ক ভলভেন্ট
(খ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
গ) পেনিট্র্যান্ট
(ঘ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
* তথ্য/ব্যাখ্যা : হাইড্রার পেনিট্র্যান্ট বা স্টিনােটিল নেমাটোসিস্ট থেকে হিপনােটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ নিঃসৃত হয়। এটি রাসায়নিকভাবে প্রােটিন ও ফেনল সমন্বয়ে গঠিত ।
১৭, কোন কোষের কারণে Hydra কে অমর প্রাণী বলা হয়?
ক নিডােসাইট
পেশি আবরণী
গ) জনন কোষ।
(ঘ) ইন্টারস্টিশিয়াল
» তথ্য/ব্যাখ্যা ; Hydra-র পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত এপিডার্মিস থেকে আগত বিশেষ ধরনের গােল বা ত্রিকোণাকৃতির কোষ হলাে ইন্টারস্টিশিয়াল কোষ। এটি এন্ডােডার্মিসের প্রয়ােজনে যেকোনাে কোষ গঠন করতে পারে। যার কারণে Hydra – কে অমর প্রাণী বলে।
১৮. সবচেয়ে বড় নেমাটোসিস্ট কোনটি?
ক) ভলভেন্ট
খ) স্টিনােটিল।
গ) স্ট্রেপ্টোলাইন গ্লুটিন্যান্ট
ঘ) স্টেরিওলাইন গ্লুটিন্যান্ট
১৯, নিডােসাইট কোষ কোথায় পাওয়া যায়?
ক) হাইড্রা
খ) Taenia
গ) Copsychus
ঘ) Panthera
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
২০. কোন ধরনের নেমাটোসিস্টের সূত্ৰক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত?
ক) পেনিট্র্যান্ট
খ) ভলভেন্ট
গ) স্ট্রেপ্টোলাইন গ্লুটিন্যান্ট
ঘ) স্টেরিওলাইন গ্লুটিন্যান্ট
২১, হিপনােটক্সিন কোনটিতে থাকে?
(ক) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
খ) স্টিনােটিল
গ) ভলভেন্ট
ঘ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
২২। নেমাটোসিস্টের মধ্যে কোনটি বন্ধ শীর্ষযুক্ত?
ক) স্টিনােটিল
খ) ভলভেন্ট।
গ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
ঘ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
২৩। Hydra-র কোন কোষ বুদবুদ তৈরি করে?
(ক) ইন্টারস্টিশিয়াল কোষ
খ) এপিডার্মিসের গ্রন্থিকোষ
গ) সংবেদী কোষ
ঘ) এন্ডােডার্মিসের গ্রন্থিকোষ
২৪. কত ঘন্টার মধ্যে নতুন নিডােসাইট কোষ উৎপন্ন হয়?
ক) ২৪ ঘন্টা
খ) ৪৮ ঘন্টা
গ) ৭২ ঘন্টা
ঘ) ৮০ ঘন্টা
২৫. হাইড্রার নিডােসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? [ঢা, বাে, ‘১৫]
(ক) দেহকাণ্ডে
খ) কর্ষিকায়
গ) হাইপােস্টোমে
ঘ) পদচাকতিতে
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
২৬. আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট –
ক) স্টিনােটিল
খ) ভলভেন্ট।
গ) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
ঘ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
২৭, Hydra-র কোন কোষটি শুধুমাত্র এপিডার্মিসে থাকে?
(ক) জনন
খ) সংবেদী
গ) গ্রন্থি
(ঘ) কোনটি নয়
২৮, হাইড্রায় মুকুল তৈরি করে কোন কোষটি?
ক) পুষ্টি কোষ।
খ) নিডােসাইট কোষ
গ) জনন কোষ
(ঘ) ইন্টারস্টিশিয়াল কোষ
তথ্য/ব্যাখ্যা : মুকুলােদগম প্রক্রিয়ার শুরুতে Hydrq-এর দেহের মধ্যাংশ বা নিম্নাংশের এপিড়র্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি ক্ষুদ্র স্ফীত অংশের সৃষ্টি করে। এটি ক্রমশ বড় হয়ে ফাপা, নলাকার মুকুল-এ পরিণত হয়।
২৯. হিপনােটক্সিনের রাসায়নিক উপাদানগুলাে কী কী? –
ক) প্রােটিন ও লিপিড
খ) ফেনল ও প্রােটিন।
গ) ফেনল ও লিপিড
(ঘ) লিপিড ও এসিড
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
৩০, হাইড্রার এপিডার্মিসে কোন কোষটি দেখা যায় না?
ক) সংবেদী।
(খ) গ্রন্থি।
গ) কোয়ানােসাইট
(ঘ) জনন
৩১ Hydra খাদ্য পরিপাককারী এনজাইম নিঃসৃত হয় কোন কোষ থেকে?
ক পেশি আবরণী কোষ।
খ) ইন্টারস্টিশিয়াল কোষ
গ) সংবেদী কোষ
ঘ) গ্রন্থি কোষ।
৩২. হাইড্রার পরিপাকে অংশ নেয়। (ব, ‘১৯; সি, বাে, ‘১৯)
i. ফ্লাজেলীয় কোষ।
ii. ক্ষণপদীয় কোষ
ii, গ্রন্থি কোষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও ii
৩৩. হাইড্রার বহিঃত্বকের গ্রন্থি কোষ সাহায্য করে [রা, বো, ‘১৬]
i. ভাসতে
ii, খাদ্য গলধঃকরণে
iii. খাদ্য পরিপাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
» তথ্য/ব্যাখ্যা ; Hydra-এর বহিঃত্বকের গ্রন্থিকোষগুলাে বুদবুদ সৃষ্টি করে Hydra-কে ভাসতে সাহায্য করে, ক্ষণপদ সৃষ্টি করে চলনে অংশগ্রহণ করে, মুখছিদ্রের গ্রন্থিকোষের ক্ষরণ ঘটিয়ে খাদ্য, গলাধঃকরণে সাহায্য করে।
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
৩৪. নিডােব্লাস্ট কোষ গঠিত হয়-
i নিডােসিল
ii. নিমাটোসিস্ট
iii. পেশিতন্তু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের চিত্র থেকে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
.
৩৫। চিত্রে B চিহ্নিত অংশটির নাম কি?
ক পেশি সূত্র
খ)ল্যাসো
গ) প্যাঁচানো সূত্রক
ঘ) বার্বিউল
৩৬. চিত্রে A চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলো—
1. প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক
ii. ট্রিগারের মতাে কাজ করে
iii. অপারকুলাম খুলতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) iও ii
(খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের চিত্র দুটি লক্ষ কর এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
৩৭. চিহ্নিত ‘x’ এর নাম কী?
ক) পেনিট্ট্যান্ট
(খ) ভলভেন্ট
গ) স্ট্রেপ্টোলিন
ঘ) স্টিনোটিল
৩৮, চিত্রের X ও Y এর মধ্যে সাদৃশ্য হলাে—
i . চলনে সাহায্য করে।
ii. শিকার করতে সাহায্য করে
iii. কোনাে বস্তুর সাথে আটকে থাকতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
খ ii ও iii
গ) i ও iii
(ঘ) i, ii ও iii
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া
৩৯, হাইড্রার কর্ষিকা ও হাইপােস্টোমে নিচের কোন কোষটি বেশি দেখা যায়?
ক) গ্রন্থি
খ) সংবেদী
গ) নিডােসাইট
(ঘ) ইন্টারস্টিশিয়াল
৪০. নিচের কোনটি ভলভেন্টের কাজ?
ক শিকারকে জড়িয়ে ধরা
খ) শিকারকে অবশ করা
গ) চলনে সহায়তা করা
ঘ) খাদ্য গ্রহণে সহায়তা করা
8১. নিডােসাইট কোষ অনুপস্থিত
i. এপিডার্মিসে
ii. পদতলে।
iii. এন্ডােডার্মিসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ ii ও iii
গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৪২. Hydra-র উভয় স্তরে বিদ্যমান কোষ হলাে—
i, নিডােসাইট কোষ
ii. ইন্টারস্টিশিয়াল কোষ
iii. সংবেদী কোষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ ii ও iii
গ) i ও iii
(ঘ) i, ii ও iii
» তথ্য/ব্যাখ্যা : Hydra’র উভয় স্তরে বিদ্যমান কোষ হলাে— পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ুকোষ, সংবেদী কোষ ও গ্রন্থিকোষ ।
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও :
৪৩. উদ্দীপকের কোষস্তরের কাজ হলাে—
i আঘাত হতে দেহকে রক্ষা করা।
ii, দেহের ক্ষতস্থান পূরণ করা
iii. বহিঃকোষীয় পরিপাকে অংশ নেওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
গ) i ও iii
(ঘ) i, ii ও iii
88. চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত?
ক) সংবেদী কোষ
খ) নিডােসাইট
খ) জনন কোষ
(ঘ) স্নায়ুকোষ।
তথ্য/ব্যাখ্যা : Hydra র বহিঃত্বকের কোষসমূহ হলাে- পেশি-আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ুকোষ, সংবেদী কোষ, গ্রন্থিকোষ, জননকোষ এবং নিডোসাইট।
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
হাইড্রার চলন
৪৫. হাইড্রার ধীর গতির চলন কোনটি?
ক) লুপিং
খ গ্লাইডিং
গ) সমারসল্টিং
ঘ) গ্লাইডিং
৪৬. লম্বা দুরুত্ব অতিক্রমের জন্য হাইড্রা যে চলন পদ্ধতি ব্যবহার করে-
ক) সমারসল্টিং
খ) হাঁটা
গ) সাঁতার
ঘ) লুপিং
8৭. কোন প্রক্রিয়ায় হাইড্রা দুত চলে?
(ক) গ্লাইডিং
খ) সুইমিং
গ) লুপিং
ঘ) সমারসন্টিং
৪৮.Hydra ডিগবাজী চলনের ক্ষেত্রে-
ক কম দূরত্ব অতিক্রম করে
খ) একবার লুপ গঠন করে।
গ) দু’বার লুপ গঠন করে।
ঘ) কর্ষিকা কখনও উত্তোলন করে না।
৪৯, লুপিং চলনের বৈশিষ্ট্য হচ্ছে –
i. প্রতি চলনে একবার লুপ গঠিত হয়
ii. পদচাকতি সর্বদা ভূমি সংলগ্ন থাকে
iii. চলন মুন্থর গতির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i, ii ও iii
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
নিচের উদ্দীপকের আলােকে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :
উদ্দীপকের অঙ্গটির নাম কী?
ক) Volvent
খ) Streptoline glutinant
গ) Stenotile
ঘ) Stereoline glutinant
৫১. উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য –
i.বার্বিউল উপস্থিত
ii. হিপ্লোটক্সিন ক্ষরণ করে
iii. বাট প্রশস্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
হাইড্রার জনন।
৫২. হাইড্রার যৌন জননের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
ক) স্পার্মাটোগােনিয়া » স্পার্মাটিড → স্পার্মাটোসাইট → শুক্রাণু
খ) প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়
গ) পরিণত ডিম্বাণুর চারদিকে কাইটিনের আবরণী থাকে
ঘ) স্ব-নিষেক ঘটে
৫৩, Hydra-এর যৌন জনন ঘটে সাধারণত কোন সময়ে?
ক) গ্রীষ্মকাল
খ) বর্ষাকাল
গ) শীতকাল
ঘ) শরতকাল
৫৪, হাইড্রার পুনরুৎপত্তিতে সহায়তা করে।
ত) সংবেদী কোষ
খ) নিডােসাইড
গ) ইন্টারস্টিশিয়াল কোষ
ঘ) স্নায়ু কোষ
৫৫. কোন প্রাণী অযৌন ও যৌন দু’ভাবেই প্রজনন সম্পন্ন করে?
ক) হাইড্রা
খ) রুই মাছ
গ) ঘাস ফড়িং
ঘ) মৌমাছি
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
৫৬. Hydra-এর ক্ষেত্রে সঠিক ক্রম নিচের কোনটি?
ক) ব্লাস্টুলা → মরুলা → সিস্ট → হাইড্রলা
(খ) মরুলা → গ্যাস্টুলা → সিস্ট → হাইড্রুলা
গ) হাইডুলা → সিস্ট → ব্লাস্টুলা → হাইডুলা
ঘ) হাইডুলা — ব্লাস্টুলা → গ্যাস্টুলা → মরুলা
৫৭. হাইড্রার পরিস্ফুটনে আর্কেনটেরন সৃষ্টি হয় কোন দশায়?
ক) ব্লাস্টুলা
(খ) জাইগােট
গ) গ্যাস্টুলা
ঘ) মরুলা
নিচের চিত্র হতে ৫৮ ও ৫৯নং প্রশ্নের উত্তর দাও :
৫৮, ‘D’ চিহ্নিত অংশের নাম কী?
ক মুকুল।
খ) ডিম্বাশয়
গ) শুক্রাশয়
ঘ) নেমাটোসিস্ট ব্যাটারি
৫৯। ‘D’ এর ক্ষেত্রে প্রযােজ্য –
1. শরৎকালে সৃষ্টি হয়
ii. ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনে সৃষ্ট
iii. পােলার বডি গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i, ii ও iii
হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা)
মিথােজীবিতা
৬০. কোনটি মিথােজীবি প্রজাতি?
ক) Hydra vulgaris
খ) Hydra oligactis
গ) Hydra gangetica
ঘ) Chlorohydra viridissima
৬১, মিথােজীবী হাইড্রা শৈবাল থেকে কী গ্রহণ করে?
ক) CO2
(খ) O2
গ) N2
ঘ) H2O
৬২. শৈবাল হাইড্রার কোথায় আশ্রয় নেয়?
(ক) এপিডার্মাল পেশি আবরণী কোষ
(খ) এপিডার্মাল ইন্টারস্টিশিয়াল কোষ
গ) গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী
ঘ) গ্যাস্ট্রোডার্মাল ইন্টারস্টিশিয়াল কোষ
৬৩, মিথােজীবিতার উদাহরণ-
i. Chlorohydra zooplankton
ii. Zooplankton
iii. Zoochlorella
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i, ii ও iii
৬৪. মিথােজীবিতায় Hydra-র প্রাপ্ত সুবিধা –
i. শর্করা
ii. অক্সিজেন
iii. CO2
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)i, ii ও iii
এই হাইড্রা MCQ সাজেশন ┃ Hydra MCQ suggestion( প্রানীর পরিচিতিঃ হাইড্রা) ছাড়াও আরো জানতে ক্লিকঃ