হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ১০ম একতরফা দাখিলা পদ্ধতি     থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ১০ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
i. ধারে পণ্য বিক্রয়ের ফলে
ii. ধারে সেবা প্রদানের ফলে
iii. অর্থ ধার দেওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?

2 / 30

অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরি যোগফল পুরাতন সঞ্চিতি অপেক্ষা কম হলে তার স্থানান্তর জাবেদা দাখিলা কী হবে?

3 / 30

প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কেন?

4 / 30

অনাদায়ী পাওনার ধার্য না করা হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

5 / 30

সাধারণত প্রাপ্যসমূহ কত প্রকার?

6 / 30

প্রাপ্য আয় সমন্বয় করা হলে-
i. আয় বৃদ্ধি পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক

7 / 30

প্রাপ্য নোট বাট্টাকরণ করা যায়-
i. দালালের মাধ্যমে
ii. দেনাদারের মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

8 / 30

প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

9 / 30

নতুন কুঋণ ৫,০০০ টাকা বাদ দেওয়ার পর নতুন কুঋণ সঞ্চিতি ৫% সমন্বয়ের পর ২% বাট্টা সঞ্চিতির পরিমাণ যদি ২০০ টাকা হয় তাহলে প্রারম্ভিক প্রাপ্ত হিসাব কত টাকা ছিল?

10 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

11 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে কী হয়?

12 / 30

কোনটি কন্ট্রা সম্পত্তি?

13 / 30

০১/০১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, ৩১/১২/২০১৩ তারিখে ৪০,০০০ টাকা, ২০১৩ সালে প্রাপ্য হিসাব হতে আদায় ৩৫,০০০ টাকা, ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

14 / 30

 কুঋণ প্রভিশন কী?

15 / 30

জনাব জামাল ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করে ৬ মাসের জন্য ২৫০ টাকা সুদ প্রদান করেন। এক্ষেত্রে সুদের হার কত?

16 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

17 / 30

সাধারণত কতদিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়?

18 / 30

প্রাপ্য হিসাব কখন মূল্যায়ন করা হয়?

19 / 30

প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

20 / 30

কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

21 / 30

৪ মাস মেয়াদি ৩০,০০০ টাকার একটি সুদবিহীন প্রাপ্য নোট ১০% হারে ব্যাংকে বাট্টা করা হলো। এক্ষেত্রে নিট প্রাপ্তির পরিমাণ কত টাকা?

22 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?  (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

23 / 30

অনাদায়ি পাওনা সঞ্চিতি হলো-
i. সম্ভাব্য ক্ষতি
ii. ভবিষ্যৎ ব্যবস্থা
iii. প্রতি সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

24 / 30

অনাদায়ি পাওনা ধার্য করা না হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iiiনিচের কোনটি সঠিক?

25 / 30

প্রাপ্য নোট বাট্টা করে কোন পক্ষ?

26 / 30

অনাদায়ি দেনা সৃষ্টির ফলে-
i সম্পদ হ্রাস পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

27 / 30

অনাদায়ি পাওনা আদায় হলে-
i. প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে
ii. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে
iii. নগদান হিসাব ডেবিট করতে হবে

নিচের কোনটি সঠিক?

28 / 30

অবলােপনকৃত অনাদায়ি পাওনা আদায়-
i. প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে
ii. প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব বৃদ্ধি করে
iiii. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

29 / 30

প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাকে কী বলে?

30 / 30

কার দ্বারা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-১০: একতরফা দাখিলা পদ্ধতি 

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর 

১। কীসের ওপর ভিত্তি করে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়?

ক. নামিক হিসাব   

খ. সম্পত্তি

গ. দায়      

ঘ. মূলধন✓

২। প্রত্যেক মাসের শেষ তারিখে ৪০০টাকা করে উত্তোলন করা হলো।উত্তোলনের ওপর সুদের হার ১০% হলে উত্তোলনের সুদের পরিমাণ কত?

ক. ২০০ টাকা   

খ. ২২০ টাকা✓

গ. ২৪০ টাকা   

ঘ. ৪৮০ টাকা

৩। কারবারে মালিক প্রতি তিন মাস পর পর ৩,০০০ টাকা; ১০% হার সুদে উত্তোলন করলে বার্ষিক উত্তোলনের সুদ কত হবে?

ক. ১৫০ টাকা   

খ. ৩০০ টাকা

গ. ৪৫০ টাকা✓ 

ঘ. ৯০০ টাকা

৪। সমাপনী মূলধন ৩,৭০০ টাকা, নিট ক্ষতি ১০,০০০ টাকা ও উত্তোলন ১,৩০০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত টাকা?

ক. ৫,০০০   

খ. ১০,০০০

গ. ১৫,০০০✓   

ঘ. ২০,০০০

৫। মালিক প্রতি ৩ মাস পর পর ১,৫০০ টাকা উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত টাকা হবে?

ক.২২৫ টাকা✓   

খ. ২৫০ টাকা

গ. ২৭৫ টাকা   

ঘ. ৩২৫ টাকা

৬। একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয়?

ক. মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়া হয়

খ. নিট আয় থেকে নিট ব্যয় বাদ দেওয়া হয়

গ. সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দেওয়া হয়✓

ঘ. মোট সম্পদ থেকে মোট দায় বাদ দেওয়া হয়

৭। প্রত্যেক মাসের প্রথমে উত্তোলন করলে কত মাসের উত্তোলনের সুদ ধরতে হবে?

ক. ৫   

খ. ৫.৫  

গ. ৬.৫✓  

ঘ. ৬

৮। জনাব শরীফের কারবারে যন্ত্রপাতির মূল্য ৫০,০০০ টাকা, প্রাপ্য বিল ৫,০০০ টাকা, পাওনাদার ৮,০০০ টাকা, ব্যাংক ঋণ ১২,০০০ টাকা, পুঞ্জীভূত অবচয় ৫,০০০ টাকা। কারবার-এর মূলধনের পরিমাণ কত টাকা?

ক. ৩০,০০০ টাকা✓   

খ. ৩৫,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা   

ঘ. ৫৫,০০০ টাকা

৯। প্রতি ৩ মাস অন্তর উত্তোলন করা হলে উত্তোলনের সুদ নির্ণয়ের কত মাসের সুদ গণনায় আনতে হবে?

ক. ৬.৫ মাসের   

খ. ৬ মাসের

গ. ১.৫ মাসের✓   

ঘ. ২.৫ মাসের

১০। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি ঘটে?

ক. লেনদেনের উভয় পক্ষের হিসাব রাখা হয়

খ. লেনদেনের এক পক্ষের হিসাব রাখা হয়✓

গ. গুরুত্বপূর্ন লেনদেনসমূহ হিসাবভূক্ত করা হয়

ঘ. নামিক হিসাবসমূহ হিসাবভূক্ত করা হয়

১১। মালিক ১ মাস অন্তর অন্তর উত্তোলন করলে কত মাসের সুদ ধার্য করবে?

ক. ২½ মাস      

খ. ৩½ মাস✓

গ. ৩ মাস   

ঘ. ২ মাস

১২। একতরফা দাখিলাতে ক্রয়-বিক্রয় হিসাবের পরিবর্তে কোন বিবরণী প্রস্তুত করা হয়?

ক. তথ্য সংক্রান্ত বিবরণী

খ. আর্থিক অবস্থার বিবরণী

গ. লাভ-লোকসান বিবরণী✓

ঘ. সমাপনী বিবরণী

১৩। প্রতিমাসের শুরুতে উত্তোলনের পরিমাণ ১,০০০ টাকা। ৫% হারে বছরে সুদ কত?

ক. ২৭৫ টাকা   

খ. ৩০০ টাকা

গ. ৩২৫ টাকা✓   

ঘ. ৬০০ টাকা

১৪। একতরফা দাখিলা কোন পদ্ধতি?

ক. পূর্ণাঙ্গ পদ্ধতি

খ. অসম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি✓

গ. আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি

ঘ. নির্ভরশীল পদ্ধতি

১৫। একতরফা দাখিলা পদ্ধতিতে নিচের কোন জাতীয় হিসাব পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করা হয়?

ক. ব্যক্তিবাচক হিসাব✓   

খ. সম্পত্তি বাচক হিসাব

গ. নামিক হিসাব      

ঘ. দায় হিসাব

১৬। প্রতি মাসের শেষে উত্তোলন করলে মাসিক উত্তোলনের ওপর কত বছরের সুদ ধার্য করতে হবে?

ক. ১১   

খ. ৬.৫  

গ. ৬   

ঘ. ৫.৫✓

১৭। সমাপনী আসবাবপত্র ৮০,০০০ টাকা। বছরের মাঝামাঝি সময়ে ৭,০০০ টাকার আসবাপত্র বিক্রয় করা হয়েছে। প্রারম্ভিক আসবাবপত্র বিক্রয় করা হয়েছে। প্রারম্ভিক আসবাবপত্র কত?

ক. ৮৭,০০০ টাকা✓   

খ. ৭৩,০০০ টাকা

গ. ৭,০০০ টাকা    

ঘ. ৮০,০০০ টাকা

১৮। একতরফা দাখিলা পদ্ধতিতে নিচের কোনটি তৈরি করা হয়?

ক. বিশদ আয় বিবরণী   

খ. লাভ-লোকসান বিবরণী✓

গ. মালিকানা স্বত্ব বিবরণী   

ঘ. নগদ প্রবাহ বিবরণী

১৯। প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ৯০,০০০ টাকা, উত্তোলনের সুদ ৫,০০০ টাকা এবং বিনিয়োগের বকেয়া সুদ ২,০০০ টাকা হলে নিট মুনাফার পরিমাণ কত টাকা?

ক. ২০,০০০ টাকা   

খ. ২২,০০০ টাকা

গ. ২৫,০০০ টাকা   

ঘ. ২৭,০০০ টাকা✓

২০। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন ধরনের হিসাব অনুপস্থিত থাকে?

ক. সম্পত্তিবাচক   

খ. ব্যক্তিবাচক

গ. দায়বাচক   

ঘ. নামিক হিসাব✓

২১। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি প্রস্তুত করা অসম্ভব?

ক. ক্রয় বই   

খ. রেওয়ামিল✓

গ. বিক্রয় বই  

ঘ. নগদান বই

২২। প্রারম্ভিক মূলধন ১০,০০০ টাকা, সমাপনী মূলধন ৫০,০০০ টাকা, বছরের মাঝামাঝি সময়ে অতিরিক্ত মূলধন আনয়ন ১০,০০০ টাকা, মূলধনের ওপর ১০% সুদ হলে নিট লাভ বা ক্ষতি কত?

ক. ১৮,৫০০ টাকা   

খ. ২৮,৫০০ টাকা✓

গ. ৩৮,৫০০ টাকা   

ঘ. ৪৮,৫০০ টাকা

২৩। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবসমূহ দেখানো হয়-

i. ব্যক্তিগত

ii. নামিক

iii. সম্পত্তিবাচক

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৪। একতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের সঠিক লাভ-ক্ষতি নিরূপন সম্ভব নয়-

i. শুধু ব্যক্তিবাচক এবং সম্পত্তি বাচক হিসাব রাখা হয়

ii. শুধু সম্পত্তি বাচক হিসাব রাখা হয়

iii. নামিক হিসাব রাখা হয় না

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৫। একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না-

i. ক্রয় হিসাব

ii. বেতন হিসাব

iii. দেনাদার হিসাব

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii✓   (খ) i ও iii

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

২৬। বৈষয়িক বিবরণী হলো-

i. একটি বিবরণী

ii. একটি তালিকা

iii. অস্থায়ী হিসাব

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii✓   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

২৭। একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয়-

i. দেনাদার হিসাব

ii. পাওনাদার হিসাব

iii. নগদান হিসাব

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii✓

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।

মি. দীপু একজন খুচরা ব্যবসায়ী। তার কারবারের প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, সমাপনী মূলধন ৩,০০,০০০ টাকা, ১০% বন্ধকি ঋণ ১০,০০০ টাক এবং উত্তোলনের পরিমাণ ছিল ২০,০০০ টাকা।

২৮। ব্যবসায়ের নিট লাভ কত টাকা হবে?

ক. ৬৯,০০০✓   

খ. ৭০,০০০

গ. ৭১,০০০   

ঘ. ৭২,০০০

২৯। উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করা হলে, সুদের পরিমাণ কত টাকা হবে?

ক. ২,০০০   

খ. ১,০০০✓   

গ. ৫০০   

ঘ. ১,৫০০

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব রায়হানের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ৯০,০০০ টাকা, সমাপনী মূলধন ১,৬০,০০০ টাকা, নীট লাভ ৫০,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ ৩০,০০০ টাকা।

৩০। রায়হানের অতিরিক্ত মূলধনের পরিমাণ কত?

ক. ১০,০০০   

খ. ২০,০০০

গ. ৫০,০০০✓   

ঘ. ৭০,০০০

৩১। রায়হানের অতিরিক্ত মূলধন প্রদান করার কারণে তার কারবারে-

i. নিট লাভ ১,০০,০০০ টাকা বৃদ্ধি পাবে

ii. নিট লাভ ৫০,০০০ টাকা হ্রাস পাবে

iii. কারবারে দায় ৫০,০০০ টাকা হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?

(ক) i   (খ) ii✓

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন-উত্তর 

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০১

জনাব আব্দুস সবুর একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। ২০১৭ সালে তার অবস্থা নিম্নরুপ ছিল : [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

হিসাবের নাম১ জানুয়ারি, ২০১৭ (টাকা)৩১ ডিসেম্বর ২০১৭ (টাকা)
প্রাপ্য হিসাবকলকব্জা১২% বিনিয়োগ (০১-০৯-২০১৭)প্রদেয় হিসাবমজুত পণ্যআসবাবপত্র১৫% ব্যাংক ঋণ (০১-০৫-২০১৭)নগদ তহবিলপ্রাপ্য বিল১২,০০০৪০,০০০–৮,০০০৭,০০০–২০,০০০৪,০০০৫,০০০২০,০০০৪০,০০০২০,০০০১৫,৫০০১২,০০০১০,০০০–১০,০০০৪,০০০

জনাব আব্দুস সবুর প্রতি মাসে কারবার থেকে ২,০০০ টাকা করে নগদ এবং ১৩,০০০ টাকা মূল্যের পণ্য নিজ প্রয়োজনে উত্তোলন করেছেন। প্রদেয় হিসাবের উপর ২% বাট্টা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তিনি আসবাবপত্রের উপর ১০% অবচয় ও প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং মূলধনের উপর ২½% হারে সুদ ধার্য করার সিদ্ধান্ত নিয়েছেন।

ক) বিনিয়োগের সুদ এবং ব্যাংক ঋণের সুদ নির্ণয় কর।

খ) প্ররম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় কর।

গ) নিট আয় ৫৩,৩১০ টাকা ধরে বৈষয়িক বিবরণী তৈরি কর।

উত্তর: ক) বিনিয়োগের সুদ ৮০০ টাকা এবং ব্যাংক ঋণের সুদ ২,০০০ টাকা; খ) প্রারম্ভিক মূলধন ৬০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৮০,৫০০ টাকা; গ) বৈষয়িক বিবরণীর যোগফল ১,১৫,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন| সৃজনশীল প্রশ্ন: ০২

জনাব ইব্রাহিম মিয়া তার হিসাবের বই দু’তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের মূলধন ছিল ১,০০,০০০ টাকা। ৩১-১২-২০১৭ তারিখে তার ব্যবসায়ের অবস্থা ছিল নিম্নরুপ: [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

হিসাবের নামটাকা
মজুত পণ্যনগদ তহবিলপ্রাপ্য হিসাব১০% বিনিয়োগ (০১-০৭-২০১৭)আসবাবপত্রপ্রদেয় হিসাব৫% ব্যাংক ঋণ (০১-০৪-২০১৭)২০,০০০৪০,০০০২০,০০০৫০,০০০৬০,০০০২০,০০০৩০,০০০

অন্যান্য তথ্যাবলি:

জনাব ইব্রাহিম অর্থ দিয়ে কারবারের জন্য ৫০,০০০ টাকায় একটি কম্পিউটার ক্রয় করেন। প্রাপ্য হিসাবের উপর ২,০০০ টাকা অনাদায়ী হিসাবে গণ্য করতে হবে। জনাব ইব্রাহিম প্রতি মাসে ব্যবসায় হতে ২৫০ টাকা করে নগদ উত্তেলন করেন। তাছাড়া তিনি উক্ত বছরে মোট ১,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন।

ক) সমাপনী মূলধন নির্ণয় কর।

খ) লাভ-লোকসান বিবৃতি তৈরি কর।

গ) বৈষয়িক বিবৃতি তৈরি কর।

উত্তর: ক) সমাপনী মূলধন ১,৯০,০০০ টাকা; খ) নিট মুনাফা ৪৩,৮৭৫ টাকা; গ) বৈষয়িক বিবৃতির যোগফল ২,৪০,৫০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৩

জনাব নাসির একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের হিসাব যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন না। তার ব্যবসায়ের তথ্যগুলো নিম্নরূপ: [ঢা.বো. ২০১৭]

দায় ও সম্পদসমূহ১-১-১৪, টাকা৩১-১২-১৪, টাকা
নগদ তহবিল১,৫০০২,০০০
বিবিধ দেনাদার৮,০০০১২,০০০
বিবিধ পাওনাদার১২,০০০১০,০০০
আসবাবপত্র১৫,০০০
কলকব্জা২০,০০০
দালান কোঠা৩০,০০০৩০,০০০

জনাব নাসির বছরে ব্যবসায় হতে নগদ ১০,০০০ টাকা ও ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন।

অন্যান্য তথ্যাবলি ঃ- (১) দেনাদারের ১,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।

(২) মূলধনের উপর ১০% হারে সুদ ধরতে হবে।

(ক) নিট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর। (খ) প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় কর।

(গ) ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের মোট সম্পদের পরিমাণ নির্ণয় কর।

উত্তর: (ক) নিট উত্তোলনের পরিমাণ ১৫,০০০ টাকা; (খ) প্রারম্ভিক মূলধন ৬২,৫০০ টাকা ও সমাপনী মূলধন ৬৯,০০০ টাকা; (গ) মোট সম্পদ ৭৭,৪৫০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৪

সাকিব তার হিসাবের বই একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায়ের মূলধন ছিল ৬০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা নিম্নরূপ; [রা.বো. ২০১৭]

বিবরণটাকা
নগদ তহবিল২০,০০০
ব্যাংক জমা৫০,০০০
প্রাপ্য হিসাব৪০,০০০
১০% বিনিয়োগ৫০,০০০
প্রদেয় হিসাব২৫,০০০
৬% ব্যাংক ঋণ২০,০০০
মজুদ পণ্য১৫,০০০
আসবাবপত্র৭০,০০০

উক্ত বছরে জনাব সাকিব নগদ ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার পণ্যদ্রব্য নিজ প্রয়োজনে উত্তোলন করেন।

অন্যান্য তথ্যাবলিঃ- (১) ক্যাশ বক্স হতে চুরি হয়েছে ১৫,০০০ টাকা। কিন্তু হিসাবভুক্ত হয়নি।

(২) প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য কর।

(৩) মূলধনের উপর ১০% সুদ ধার্য কর।

করণীয়ঃ- (ক) সমাপনী মূলধন নির্ণয় কর।

(খ) লাভ-লোকসান বিবরণী তৈরি কর (সমাপনী মূলধন ১,৯০,০০০ টাকা ধরে)।

(গ) নিট আয় ১,৫১,৬০০ টাকা ধরে বৈষয়িক বিবরণী তৈরি কর।

উত্তর: (ক) সমাপনী মূলধন ২,০০,০০০ টাকা; (খ) নিট মুনাফা ১,২৮,৯০০ টাকা; (গ) বৈষয়িক বিবরণীর যোগফল ২,৪৩,৮০০ টাকা এবং অনিশ্চিত হিসাব (সম্পদ পাশে) ১২,৭০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০৫

মিসেস তাসলিম জাহান একজন খুচরা ব্যবসায়ী। তিনি তাঁর হিসাবপত্র যথাযথ ভাবে সংরক্ষণ করেন না। তাঁর কারবারের অবস্থা নিম্নরূপ; [চ.বো. ২০১৭]

সম্পদ ও দায়সমূহ১-১-১৬, টাকা৩১-১২-১৬, টাকা
আসবাবপত্র৪০,০০০৫৫,০০০
হাতে নগদ১২,০০০২০,০০০
মজুদ পণ্য৩০,০০০৩৫,০০০
১২% বিনিয়োগ (১-৭-১৫)৪০,০০০
বিবিদ দেনাদার৭০,০০০৫৫,০০০
বিবিদ পাওনাদার৪৫,০০০৩২,০০০

মিসেস তসলিম জাহান ১ এপ্রিল মোট ১২,০০০ টাকা নগদ উত্তোলন করেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে কারবারের জন্য একটি কম্পিউটার কিনলেন ৬০,০০০ টাকা দিয়ে। নতুন আসবাবপত্র কেনা হয়েছে ১-৯-১৬ তারিখে।

অন্যান্য তথ্যাবলিঃ- (১) মিঃ আজম আলী একজন এই কারবারের দেনাদার। তার কাছে পাওনা ৩,০০০ টাকা আর পাওয়া যাবে না। তাছাড়াও অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ ১০% রাখতে হবে।

(২) মূলধন ও উত্তোলনের ওপর যথাক্রমে ১০% ও ৫% হারে সুদ ধার্য করতে হবে।

(৩) আসবাবপত্রের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।

করণীয়ঃ-(ক) আসবাবপত্রের ওপর অবচয়ের পরিমাণ নির্ণয় কর।

(খ) প্রারম্ভিক ও সমাপনি মূলধন যথাক্রমে ১,৪৭,০০০ টাকা ও ২,৩৩,০০০ টাকা ধরে সমাপ্ত বছরের লাভ-লোকসান বিবরণী প্রস্তুত কর।

(গ) মিসেস তসলিম জাহানের মোট সম্পদের বিবরণী তৈরি কর।

উত্তর: (ক) আসবাবপত্রের মোট অবচয় ৪,৫০০ টাকা; (খ) নিট মুনাফা ১৫,৮৫০ টাকা; (গ) মোট সম্পদের পরিমাণ ২,৫৭,১০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ১০ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top