হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ১ম অধ্যায় হিসাবের বইসমূহ থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ২য় অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

কিসের ভিত্তিতে ক্রয় ও বিক্রয়ের জাবেদা প্রস্তুত করা হয়?

2 / 30

সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শুণ্য হবে?

3 / 30

খতিয়ানের চলমান জের ছকের প্রধান সুবিধা কী?

4 / 30

২/১০, নিট ৩০ দ্বারা বোঝায়-
i. ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ২% বাট্টা পাওয়া যাবে
ii. ২ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ১০% বাট্টা পাওয়া যাবে
iii. ৩০ দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ
নিচের কোনটি সঠিক?

5 / 30

 মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা না হলে কোন হিসাবখাত ডেবিট হবে?

6 / 30

প্রধান ক্যাশিয়ার হতে খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান কোন ধরনের লেনদেন?

7 / 30

কন্ট্রা সম্পদ হলো-
i. অবচয় সঞ্চিতি
ii. অনাদায়ী পাওনা সঞ্চিতি
iii. বন্ডের অবহার
নিচের কোনটি সঠিক?

8 / 30

জনাব সাব্বির চুড়ান্ত হিসাব প্রস্তুতে বিবিধ পাওনাদাররের উপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণ করেন। তার হিসাব বহিতে ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখের স্বত্বাধিকার ও দায়ের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরুপ:
মূলধন ৮০,০০০ টাকা, সঞ্চিতি ২০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০ টাকা, বিবিধ পাওনাদার ৩০,০০০ টাকা

পাওনাদারদের ওপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণের কারণে তার ব্যবসায়ের চুড়ান্ত হিসাবে-
i. নিট লাভের বৃদ্ধি ঘটবে
ii. সম্পত্তি বৃদ্ধি পাবে
iii. দায় কম প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

9 / 30

ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয়?

10 / 30

নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?

11 / 30

দেনালিপি কার নিকট প্রেরণ করা হয়?

12 / 30

তাইজুলের নিকট হতে ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত?

13 / 30

বাংলাদেশ কত সালে ভ্যাট চালু হয়?

14 / 30

ক্যামেমোর মূলকপি কাকে দেয়া হয়?

15 / 30

আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে কোনটি করা হয়?

16 / 30

তালিকা মূল্যের ওপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে কী বলে?

17 / 30

খতিয়ান বহির দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে কী বলে?

18 / 30

ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটির প্রয়োজন হয়?

19 / 30

ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলে দু’ঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
i. ডেবিট পাশে নগদের ঘরে
ii. ক্রেডিট পাশে নগদের ঘরে
iii. ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে

নিচের কোনটি সঠিক?

20 / 30

 দু-তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে-
i. লেনদেনের পুর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব
ii. লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে
iii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব
নিচের কোনটি সঠিক?

21 / 30

বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের জন্য প্রচলন হয়েছে-
i. নগদ প্রাপ্তি জাবেদা
ii. নগদ প্রদান জাবেদা
iii. নগদ আয়-ব্যয় জাবেদা
নিচের কোনটি সঠিক?

22 / 30

লেনদেনের বৈশিষ্ট্য হলো-
i. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
ii. সর্বদা দৃশ্যমান
iii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
নিচের কোনটি সঠিক?

23 / 30

বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?

24 / 30

প্রাপ্য হিসাব সৃষ্টি হয়-
i. ধারে পণ্য বিক্রয় হতে
ii. বাকিতে সেবা প্রদানের মাধ্যমে
iii. প্রাপ্য সুদ হতে
নিচের কোনটি সঠিক?

25 / 30

 ১০% বাট্টায় ৫০০ টাকা বাট্টা বাদে অবশিষ্ট টাকা পরিশোধ করা হলো। পরিশোধিত টাকার পরিমান কত?

26 / 30

জাবেদাকে কী বলা হয়?

27 / 30

ব্যাক্তিবাচক হিসাব হতে পাওয়া যায়-
i. মোট দেনাদারের পরিমাণ
ii. মোট নগদের পরিমাণ
iii. মোট পাওনাদারের পরিমাণ
নিচের কোনটি সঠিক?

28 / 30

মেসার্স হিমু ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারী তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% কারবারি বাট্টায় ক্রয় করেন। দশ দিন পর উক্ত মালের মূল্যর অর্ধেক ১০% নগদ বাট্টায় পরিশোধ করেন।

অবশিষ্ট অর্থেক যদি বাট্টায় পরিশোধ করা না যায় তাহলে-
i. প্রত্যক্ষ পরিচালনা আয় কমবে
ii. পরোক্ষ পরিচালনা আয় কমবে
iii. সম্পত্তির পরিমান কমবে
নিচের কোনটি সঠিক?

29 / 30

পাওনাদারকে ১,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৮৫০ টাকা প্রদান করা হলো। বাকি ১৫০ টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে?

30 / 30

মালিকানা স্বত্ব বৃদ্ধির কারণ কী?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-০২: হিসাবের বইসমূহ

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের জন্য কোন হিসাব ডেবিট করা হয়?

ক. ক্রয় হিসাব

খ. মজুদ পণ্য হিসাব✓

গ. পণ্য দ্রব্য হিসাব

ঘ. সরবরাহকারী হিসাব

২। প্রধান ক্যাশিয়ার হতে খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান কোন ধরনের লেনদেন?

ক. বহিঃলেনদেন

খ. মুনাফা জাতীয় লেনদেন

গ. আন্তঃলেনদেন✓

ঘ. মূলধন জাতীয় লেনদেন

৩। খতিয়ানের চলমান জের ছকের প্রধান সুবিধা কী?

ক. নির্দিষ্ট সময় পর হিসাবের উদ্বৃত্ত জানা যায়

খ. প্রতিনিয়ত প্রতিটি হিসাবের উদ্বৃত্ত জানা যায়✓

গ. প্রতিনিয়ত সম্পদ ও দায়ের উদ্বৃত্ত জানা যায়

ঘ. নির্দিষ্ট সময় পর আয়-ব্যয়ের উদ্বৃত্ত জানা যায়

৪। ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয়?

ক. ক্রয় ফেরতের সময়

খ. বিক্রয় ফেরতের সময়✓

গ. ধারে বিক্রয়ের সময়

ঘ. ধারে ক্রয়ের সময়

৫। দেনালিপি কার নিকট প্রেরণ করা হয়?

ক. ক্রেতার নিকট   

খ. বিক্রেতার নিকট✓

গ. মালিকের নিকট   

ঘ. কর্মচারীর নিকট

৬। বাংলাদেশ কত সালে ভ্যাট চালু হয়?

ক. ১৯৯০ সালে   

খ. ১৯৯১ সালে✓

গ. ১৯৯২ সালে   

ঘ. ১৯৯৪ সালে

৭। ১০% বাট্টায় ৫০০ টাকা বাট্টা বাদে অবশিষ্ট টাকা পরিশোধ করা হলো। পরিশোধিত টাকার পরিমান কত?

ক. ৫০০   

খ. ৪,৫০০✓

গ. ৫,০০০   

ঘ. ৫,৫০০

৮। মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা না হলে কোন হিসাবখাত ডেবিট হবে?

ক. অনুপার্জিত আয়   

খ. অগ্রিম আয়

গ. ব্যাংক হিসাব✓   

ঘ. প্রাপ্য হিসাব

৯। পাওনাদারকে ১,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৮৫০ টাকা প্রদান করা হলো। বাকি ১৫০ টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে?

ক. সম্পদ হিসাব   

খ. দায় হিসাব

গ. আয় হিসাব✓   

ঘ. ব্যয় হিসাব

১০। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটির প্রয়োজন হয়?

ক. ডেবিট ভাউচার   

খ. ক্রেডিট ভাউচার

গ. ডেবিট নোট✓   

ঘ. ক্রেডিট নোট

১১। ক্রেডিট কখন হয়?

ক. সম্পদ ও দায় উভয় হ্রাস পেলে

খ. সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পেলে✓

গ. সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পেলে

ঘ. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পেলে

১২। বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?

ক. কম্পিউটার   

খ. পণ্য ক্রয়✓

গ. যন্ত্রপাতি   

ঘ. অফিস সরঞ্জাম

১৩। হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?

ক. সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান

খ. লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান✓

গ. বকেয়া ধারণা ও আয়-ব্যয় সংযোগ ধারণা

ঘ. লেনদেন শনাক্তকরণ,সমন্বয় জাবেদা, খতিয়ান

১৪। তাইজুলের নিকট হতে ১০% বাট্টায় পাওয়া গেল ৫,৪০০ টাকা। বাট্টার পরিমাণ কত?

ক. ৫৪০   

খ. ৬০০✓  

গ. ৫,৪০০   

ঘ. ৬,০০০

১৫। ক্যামেমোর মূলকপি কাকে দেয়া হয়?

ক. মধ্যস্থকারীকে  

 খ. বিক্রেতাকে

গ. ক্রেতাকে✓   

ঘ. বাহককে

১৬। সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শুণ্য হবে?

ক.বকেয়া বেতন   

খ. অগ্রিম ভাড়া

গ. বিমা প্রিমিয়াম✓  

ঘ. পুঞ্জীভূত অবচয়

১৭। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ একঘরা নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয় কোথায়?

ক. ডেবিট দিকে   

খ. ডেবিট ও ক্রেডিট উভয় দিকে

গ. ক্রেডিট দিকে  

ঘ. ডেবিট ক্রেডিট কোনো দিকে নয়✓

১৮। খতিয়ান বহির দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে কী বলে?

ক. সমষ্টিকরণ  

খ. লিটিবদ্ধকরণ

গ. জের নির্ণয় করণ✓

ঘ. স্থান্তরকরণ

১৯। কিসের ভিত্তিতে ক্রয় ও বিক্রয়ের জাবেদা প্রস্তুত করা হয়?

ক. ডেবিট নোট  

খ. ক্রেডিট নোট

গ. ভাউচার   

ঘ. চালান✓

২০। লেনদেনকে কেন জাবেদাভূক্ত করা হয়?

ক. আইনের বাধ্যবধকতা

খ. স্থায়ী সংরক্ষণের জন্য✓

গ. সঠিক হিসাব সংরক্ষণের জন্য

ঘ. ভবিষ্যৎ রেফারেন্স হিসাবে ব্যবহারের জন্য

২১। অগ্রিম ভাড়া পাওয়া গেলে ডেবিট হবে কোন হিসাবটি?

ক. অগ্রিম ভাড়া  

খ. ভাড়া✓

গ. নগদান

ঘ. দেয় ভাড়া

২২। জাবেদাকে কী ধরনের বই বলা যায়?

ক. মাসিক   

খ. বাৎসরিক

গ. সাপ্তাহিক   

ঘ. দৈনিক✓

২৩। নগদান বই সংরক্ষণে কোন খাতটি পরস্পর বিরোধী চরিত্র বহন করে?

ক. আয়    

খ. ব্যয়      

গ. বাট্টা✓  

ঘ. কমিশন

২৪। পোস্ট কার্ড ক্রয় খুচরা নগদান বইয়ে লিপিবদ্ধর ক্ষেত্রে শিরোনাম কী হবে?

ক. যাতায়াত   

খ. ডাক ও তার✓

গ. বিবিধ   

ঘ. মনিহারি

২৫। প্রাপ্য হিসাব সৃষ্টি হয়-

i. ধারে পণ্য বিক্রয় হতে

ii. বাকিতে সেবা প্রদানের মাধ্যমে

iii. প্রাপ্য সুদ হতে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii✓     (খ) i ও iii

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

২৬। বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের জন্য প্রচলন হয়েছে-

i. নগদ প্রাপ্তি জাবেদা

ii. নগদ প্রদান জাবেদা

iii. নগদ আয়-ব্যয় জাবেদা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii✓      (খ) i ও iii

(গ) ii ও iii      (ঘ) i, ii ও iii

২৭। দু-তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে-

i. লেনদেনের পুর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব

ii. লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে

iii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii      (খ) i ও iii

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii✓

২৮। কন্ট্রা সম্পদ হলো-

i. অবচয় সঞ্চিতি

ii. অনাদায়ী পাওনা সঞ্চিতি

iii. বন্ডের অবহার

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii✓     (খ) i ও iii

(গ) ii ও iii    (ঘ) র ii ও iii

২৯। ২/১০, নিট ৩০ দ্বারা বোঝায়-

i. ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ২% বাট্টা পাওয়া যাবে

ii. ২ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ১০% বাট্টা পাওয়া যাবে

iii. ৩০ দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii      (খ) i ও iii✓

(গ) ii ও iii    (ঘ) র ii ও iii

৩০। ব্যাক্তিবাচক হিসাব হতে পাওয়া যায়-

i. মোট দেনাদারের পরিমাণ

ii. মোট নগদের পরিমাণ

iii. মোট পাওনাদারের পরিমাণ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii      (খ) i ও iii✓

(গ) ii ও iii    (ঘ) র ii ও iii

৩১। লেনদেনের বৈশিষ্ট্য হলো-

i. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র

ii. সর্বদা দৃশ্যমান

iii. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii      (খ) i ও iii✓

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও।

মেসার্স হিমু ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারী তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% কারবারি বাট্টায় ক্রয় করেন। দশ দিন পর উক্ত মালের মূল্যর অর্ধেক ১০% নগদ বাট্টায় পরিশোধ করেন।

৩২। মেসার্স হিমু ট্রেডার্সের হিসাবভূক্ত বাট্টার পরিমাণ কত?

ক. ৪,৫০০ টাকা✓   

খ. ৬,৫০০ টাকা

গ. ৭,৬০০ টাকা   

ঘ. ৩,০০০ টাকা

৩৩। অবশিষ্ট অর্থেক যদি বাট্টায় পরিশোধ করা না যায় তাহলে-

i. প্রত্যক্ষ পরিচালনা আয় কমবে

ii. পরোক্ষ পরিচালনা আয় কমবে

iii. সম্পত্তির পরিমান কমবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii  (খ) i ও iii

(গ) ii ও iii✓  (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব সাব্বির চুড়ান্ত হিসাব প্রস্তুতে বিবিধ পাওনাদাররের উপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণ করেন। তার হিসাব বহিতে ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখের স্বত্বাধিকার ও দায়ের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরুপ:

মূলধন ৮০,০০০ টাকা, সঞ্চিতি ২০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০ টাকা, বিবিধ পাওনাদার ৩০,০০০ টাকা।

৩৪। উক্ত তারিখে জনাব সাব্বিরের বহির্দায়ের পরিমাণ কত টাকা?

ক. ১,৪০,০০০

খ. ১,৩০,০০০

গ. ৬০,০০০    

ঘ. ৪০,০০০✓

৩৫। পাওনাদারদের ওপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণের কারণে তার ব্যবসায়ের চুড়ান্ত হিসাবে-

i. নিট লাভের বৃদ্ধি ঘটবে

ii. সম্পত্তি বৃদ্ধি পাবে

iii. দায় কম প্রদর্শিত হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii  (খ) i ও iii✓

(গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-০২: হিসাবের বইসমূহ

সৃজনশীল প্রশ্ন-উত্তর

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ০১

২০১৭ সালের ১ নভেম্বর তারিখে জনাব সাজেদুর রহমান নগদ ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিন্মরুপ:

নভে.২ ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো ২০,০০০ টাকা।

”     ৬ বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো ৩৫,০০০ টাকা।

”     ৮ রিজুর নিকট মাল বিক্রয় করা হলো ৩০,০০০ টাকা। ভ্যাট চার্জ করা হলো ১৫%।

”     ১০ সমিহ রহমানের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো ৪৫,০০০ টাকা। ভ্যাট চার্জ করা হলো ১৫%।

”     ১৩ তনুর নিকট হতে কর্জ নেওয়া হলো ১০,০০০ টাকা।

”     ১৫ তনুর কর্জ পরিশোধ করা হলো।

”     ১৭ চেকে আসবাবপত্র বিক্রয় করা হলো ৫,০০০ টাকা।

”     ২০ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা।

”     ২৪ আয়কর প্রদান করা হলো ৩,০০০ টাকা।

”     ২৬ সেভিংস সার্টিফিকেট ক্রয় ২০,০০০ টাকা।

”     ৩০ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৭,০০০ টাকা।

ক. মোট ভ্যাটের পরিমাণ কত?

খ. ১৭, ২৪, ২৬ এবং ৩০ তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণীবিভাগ দেখাও।

গ. ১০, ১৩, ১৫ এবং ২০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

উত্তর: ক) মোট ভ্যাটের পরিমাণ ১১,২৫০ টাকা; গ) জাবেদার যোগফল ৭২,২৫০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ০২

নিম্নলিখিত লেনদেনগুলো ২০১৭ সালের এপ্রিল মাসে সাবিনা অ্যান্ড সন্স এর ব্যবসায় হতে নেওয়া হয়েছে:

[ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

২০১৭

এপ্রিল১ প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্ধৃত্ত যথাক্রমে ২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা।

  ”     ৫ নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ১২,০০০ টাকা।

  ”     ৭ আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা। এর মূল্য বাবদ নগদে ১০,০০০ টাকা এবং অবশিষ্ট ১০,০০০ টাকা চেক মারফত প্রদত্ত হলো।

  ”     ৮ ধারে বিক্রয় ৫,০০০ টাকা।

 ”    ১০ বেতন ৮,৮০০ টাকা নগদে এবং বিমাসেলামি ২,৪০০ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হলো।

  ”    ১৩ মকলেস ট্রেডার্স-এর নিকট হতে ১৬,০০০ টাকা নগদে পাওয়া গেল।

  ”    ১৫ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তেলন ১২,০০০ টাকা।

  ”    ১৮ পুরাতন আসবাব পত্র বিক্রয় করে ৬,০০০ টাকা পাওয়া গেল।

  ”    ২১ ব্যাংকে ৪,৮০০ টাকা জমা দেওয়া হলো।

  ”    ২৪ জীবন বীমার প্রিমিয়াম প্রদান ৯,০০০ টাকা।

  ”    ২৫ নিপা অ্যান্ড সন্স-এর নিকট হতে ২,৮০০ টাকার একখানা চেক প্রাপ্ত হয়ে তখনই চেকখানি ব্যাংক থেকে ৩,২০০ টাকা উত্তোলন।

  ”    ৩০ ব্যাংক উদ্ধৃত্তের টাকা নগদে উত্তোলন করা হলো।

ক. ব্যাংক হতে মোট উত্তোলনের পরিমাণ কত? (৩০ এপ্রিল দেখানোর প্রয়োজন নেই)

খ. একখানি দু’ঘরা নগদান বই তৈরি কর।

গ. বিক্রয় হিসাব ও উত্তোলন হিসাব তৈরি কর।

উত্তর: ক) ব্যাংক হতে মোট উত্তোলনের পরিমাণ ১৫,২০০ টাকা; খ) হাতে নগদ ৮০,৬০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

২০১৭ সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড কোং নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করল:

[ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

জুন.২  নিপা বিপণি, সুনামগঞ্জ হতে ক্রয়: প্রতি জোড়া ৫০০ টাকা  দরে ২০০ জোড়া তাঁতের শাড়ি। কারবারি বাট্টা ১০%।

          পরিবহন খরচ ১,০০০ টাকা এবং বিমাসেলামি ৩০০ টাকা। চালান নং ৩০১। [শর্ত ৩/১০,নিট ২০]

”    ২৮ বঁধুয়া ক্লথ স্টোরস, রাজশাহী হতে ক্রয়: প্রতিটি ৫,০০০ টাকা দরে ৫০ টি জামদানি শাড়ি। প্রতিটি ৭,০০০ টাকা দরে ২০০ খানা রুমাল। 

          কারবারি বাট্টা ১৫%। প্যকিং খরচ ১,০০০ টাকা। কুলি ও গাড়িভাড়া ২,০০০ টাকা। চালান নং ৩০২। [শর্ত ৩/১৫ নিট ৩০]

ক. মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।

খ. ক্রয় জাবেদা তৈরি কর।

গ. প্রয়োজনীয় খতিয়ান হিসাব তৈরি কর।

উত্তর: ক) মোট কারবারি বাট্টার পরিমাণ ৬৪,৭৫০ টাকা; খ) ক্রয় জাবেদার যোগফল ৪,০৪,৫৫০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

জনাব রহিম মিয়া ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরুপ:

[রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

জানু.৩ মাসিক ১২,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হলো।

”    ৮ নগদে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।

”    ১৫ ধারে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

”    ২০ আলমের নিকট পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা

”    ২৫ নিজস্ব তহবিল থেকে রহিম মিয়া জীবন বিমার প্রিমিয়াম প্রদান করেন ৫০০ টাকা।

”    ৩০ কর্মচারীর বেতন প্রদান ১২,০০০ টাকা।

ক. যে সকল ঘটনা লেনদেন নয় এমন ঘটনার মোট টাকার পরিমাণ গণনাসহ নির্ণয় কর।

খ. যে সকল ঘটনা লেনদেন, সেগুলোর হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেনীবিন্যাস করে দেখাও।

গ. চলমান জের ছকে নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত কর।

উত্তর: ক) লেনদেন নয় এমন ঘটনার মোট টাকার পরিমাণ ১২,৫০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ০৫

প্যরাগন ট্রেডার্স- এর ২০১৭ সালের মার্চ মাসের লেনদেনগুলো ছিল নিম্নরুপ:  [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

২০১৭

মার্চ.    ১ নগদ উদ্ধৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা।

  ”    ৩ নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।

  ”     ৫ ব্যাংকে জমা দেওয়া হলো ৩০,০০০ টাকা।

  ”     ৮ এমদাদকে তার দেনার ৫% বাট্টা বাদে ৯,৫০০ টাকা চেকে পরিশোধ করা হলো।

  ”    ১০ নগদ উত্তোলন ২,০০০ টাকা এবং পণ্য উত্তোলন ৫০০ টাকা।

  ”    ১৫ আসবাবপত্রের উপর ১,৫০০ টাকা অবচয় ধার্য করতে হবে।

  ”    ২০ নগদে কম্পিউটার ক্রয় ৪০,০০০ টাকা।

  ”    ২৫ নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

  ”    ২৭ আলী ট্রেডার্সকে পরিশোধ ৮,৫০০ টাকা এবং এ  প্রেক্ষিতে বাট্টা প্রাপ্তি ৫০০ টাকা।

  ”    ৩০ কারবার থেকে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান ২০০ টাকা।

ক. প্যারাগন ট্রেডার্স এর যে সকল লেনদেন নগদান বইয়ের অন্তভর্’ক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও।

খ. মার্চ ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত যে সকল লেনদেন নগদান বইয়ের অন্তর্ভূক্ত হবে সেগুলো নিয়ে একটি তিনঘরা তৈরি কর। 

গ. মার্চ ২০ থেকে ৩০ তারিখের লেনদেনের সাহায্যে প্যারাগন ট্রেডার্সের নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।

উত্তর: (ক) জাবেদার যোগফল ২,০০০ টাকা; খ) হাতে নগদ ১৮,০০০ টাকা; ব্যাংক জমা ৫০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ৫০০ টাকা; গ) নগদ প্রদান জাবেদার যোগফল: ক্রয় ১০,০০০ টাকা; অন্যান্য হিসাব ৪০,২০০ টাকা; প্রদেয় হিসাব ৯,০০০ টাকা; ক্রয় বাট্টা ৫০০ টাকা এবং নগদ ৫৮,৭০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ০৬

২০১৬ সালে মে মাসে জনাব সাকিবের ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলি নিম্নরূপ; [ঢা.বো. ২০১৭]

মে ১ তিনি নগদ ৫০,০০০ টাকা ও ৮০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।

” ৬ চেকে পণ্য ক্রয় ২,০০০ টাকা।

” ৮ ২% বাট্টায় নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।

” ১০ বেতন প্রদান ৮,০০০ টাকা। 

” ১২ আশরাফুলের নিকট পাওনা ৪০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩৯,২০০ টাকা পাওয়া গেল।

” ১৫ ব্যাংকে জমা দেয়া হল ১০,০০০ টাকা। 

” ২০ আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা। 

” ২৫ সুদ পাওয়া গেল ২,০০০ টাকা। 

” ২৮ আলমের ২০,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৮০০ টাকা প্রদান করা হল।

(ক) মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় কর।

(খ) উপর্যুক্ত লেনদেনগুলি দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।    

(গ) উপর্যুক্ত লেনদেনগুলি দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।

উত্তর: (ক) মোট নগদ বাট্টার পরিমাণ ১,০০০ টাকা; (খ) নগদ প্রাপ্তি জাবেদার যোগফল ১,৯৬,৫০০ টাকা; (গ) নগদ প্রদান জাবেদার যোগফল ৫০,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ০৭

জনাব মাশরাফি বিন মর্তুজার ব্যবসায়ে ২০১৫ সালে জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলি সংঘটিত হয়েছিল;

[ঢা.বো. ২০১৭]

জুন ১ নগদ তহবিল ৭০,০০০ টাকা ও ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত ৮০,০০০ টাকা।

” ২ চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ ৫০০ টাকা।

” ৫ জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ ১,০০০ টাকা।

” ৮ ব্যাংকে জমা দেয়া হল ৫,০০০ টাকা।

” ১০ ব্যাংক দ্বারা প্রদেয় বিলের অর্থ পরিশোধ ৩,০০০ টাকা।

” ১১ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ২০,০০০ টাকা।

” ১২ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা।

” ১৫ ব্যাংক চার্জ ১০০ টাকা।

” ২৫ ৩% বাট্টা বাদ দেওয়ার পর মিনার নিকট হতে পাওয়া গেল ৫,০০০ টাকা।

” ৩০ নগদ উদ্বৃত্তের ৫০০ টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেয়া হলো।

(ক) ২৫ তারিখের লেনদেন দ্বারা বাট্টা তৈরি কর।

(খ) ২, ৫, ৮ ও ১০ তারিখের লেনদেনগুলির জাবেদা দেখাও।    

(গ) ৫ ও ২৫ তারিখের লেনদেন বাদে অন্যান্য লেনদেনগুলি দ্বারা একটি দু’ঘরা নগদান বই প্রস্তুত কর।

উত্তর: (ক) বাট্টার পরিমাণ ১৫৫ টাকা; (খ) জাবেদার যোগফল ৯,৫০০ টাকা; (গ) নগদ জমা ৫০০ টাকা ও ব্যাংক জমা ১,৬৫,৯০০ টাকা

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ০৮

নিম্নলিখিত লেনদেনগুলি ২০১৫ সালের জুলাই মাসে রায়হান এন্ড কোং এর ব্যবসায় হতে নেয়া হয়েছে;

[রা.বো. ২০১৭]

জুলাই.১ প্রারম্ভিক নগদ তহবিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।

” ৪ বেলার নিকট হতে ১২,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১১,৭০০ টাকা পাওয়া গেল।

” ৯ নগদে বিক্রয় ১৫,০০০ টাকা।

” ১২ নগদে পণ্য ক্রয় ৬,০০০ টাকা।

” ১৭ ব্যাংক জমা ৩০,০০০ টাকা।

” ২০ নগদে যন্ত্রপাতি বিক্রয় ২০,০০০ টাকা।

” ২৫ রফিককে তার পাওনা ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,০০০ টাকার চেক দেয়া হল।

” ২৭ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৪,০০০ টাকা।

” ২৯ চেকে সুদ প্রাপ্তি ৭,০০০ টাকা।

” ৩০ ধারে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।

(ক) ২৭ ও ৩০ জুলাইয়ের লেনদেন দুটির জাবেদা দাও।

(খ) ১, ১২, ১৭ ও ২৫ জুলাইয়ের লেনদেনগুলি নিয়ে তিনঘরা নগদান বই তৈরি কর।

(গ) ৪, ৯, ২০ ও ২৯ জুলাইয়ের লেনদেনগুলি নগদপ্রাপ্তি জাবেদা তৈরি কর।

উত্তর: (ক) জাবেদার যোগফল ১৪,০০০ টাকা; (খ) নগদ উদ্বৃত্ত ৪,০০০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ৩১,০০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ১,০০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ০৯

রবি ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। ২০১৬ সালের এপ্রিল মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেনগুলি নিম্নরূপ;

[রা.বো. ২০১৭]

এপ্রিল.১ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি ৭০০ টাকা।

” ৩ কাগজ ক্রয় ১০০ টাকা।

” ৬ বাসভাড়া ২০ টাকা।

” ১০ টেলিগ্রাম খরচ ৫০ টাকা।

” ১৫ বাকিতে আসবাবপত্র ক্রয় ৬০০ টাকা।

” ২২ ডাক খরচ ১৪০ টাকা।

” ২৪ নাস্তা খরচ ৬০ টাকা।

২৫ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ ২০০ টাকা।

” ৩০ কাগজ ও কলম ক্রয় ৮০ টাকা।

(ক) খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলির পরিমাণ নির্ণয় কর।

(খ) অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি কর।

(গ) খুচরা খরচগুলির জন্য সংশ্লিষ্ট খতিয়ান তৈরি কর।

উত্তর: (ক) খুচরা নগদান বহির্ভূত লেনদেনের পরিমাণ ৮০০ টাকা; (খ) খুচরা নগদানের জের ২৫০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ১০

মি. সৈকত একজন ব্যবসায়ী। তাঁর হিসাবপত্রের আলোকে ২০১৬ সালের জুন মাসের লেনদেন গুলোর কয়েকটি নির্বাচন করা হয়েছে। হিসাবচক্রের মৌলিক ধাপ প্রমাণের জন্য নির্বাচিত লেনদেন গুলো নিম্নরূপ;

[চ.বো. ২০১৭]

জুন. ১ নগদে মূলধন সংযোজন ৩,০০,০০০ টাকা।

” ৬ মালক্রয় বাকিতে ১,৬০,০০০ টাকা।

” ১২ মাল বিক্রয় বাকিতে ২,০০,০০০ টাকা।

” ২৫ অফিস ভাড়া চেকের মাধ্যমে পরিশোধ ৩০,০০০ টাকা।

(ক) মি. সৈকত এর উল্লিখিত লেনদেন গুলোর জাবেদা দেখাও।

(খ) ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সংশ্লিষ্ট হিসাবগুলোর খতিয়ান উদ্বৃত্ত দেখাও।

(গ) ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল উপস্থাপন কর।

উত্তর: (ক) জাবেদার যোগফল ৬,৯০,০০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ৬,৯০,০০০ টাকা। 

জনাব রেজোয়ান চৌধুরি এর হিসাব বই হতে ক্রয় সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ; [চ.বো. ২০১৭]

এপ্রিল৯ কুন্তল ব্রাদার্স নোয়াখালী এর নিকট হতে প্রতিটি ৫০০ টাকা করে ৩০০ টি শাড়ি ক্রয়। কারবারি বাট্টা ১০%, চালান নং-১০।

” ১৩ লালন ক্লথ স্টোর, কুমারখালী, কুষ্টিয়া এর নিকট হতে প্রতিটি ৭০ টাকা করে ৫০০ পিস তোয়ালে। কারবারি বাট্টা ৮%, চালান নং-১৮।

” ২৪ সুরভী ক্লথ হাউজ, বরিশাল এর নিকট হতে প্রতিটি পিস লুঙ্গী ২০৫ টাকা করে ২০০ পিস লুঙ্গী ক্রয়। কারবারি বাট্টা ৫%, চালান নং-২০।

(ক) ক্রয় বাবদ মোট বাট্টার পরিমাণ নির্ণয় কর।

(খ) উপরোক্ত তথ্যাবলির আলোকে জনাব রেজোয়ান চৌধুরীর ক্রয় জাবেদা প্রস্তুত কর।

(গ) জনাব রেজোয়ান চৌধুরীর ক্রয় জাবেদাভুক্ত খাতসমূহের সাধারণ খতিয়ান দেখাও।

উত্তর: (ক) ক্রয় বাবদ মোট বাট্টা ২০,৩০০ টাকা; (খ) ক্রয় জাবেদার যোগফল ২,১৪,৭০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

মেসার্স অলক ট্রেডার্স এর ২০১৬ সালের জুলাই মাসের হিসাবের বই থেকে নিম্নলিখিত লেনদেনগুলো নেওয়া হল;

[চ.বো. ২০১৭]

জুলাই.১ নগদ তহবিল ৪৫,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২৫,০০০ টাকা।

” ৫ নগদ বিক্রয় ৯০,০০০ টাকা।

” ১২ ব্যাংকে জমা দেওয়া হল ৭,০০০ টাকা।

” ১৫ ৩২,০০০ টাকার একজন দেনাদারের কাছ থেকে পূর্ণ নিষ্পত্তিতে ৩১,৫০০ টাকার একখানা চেক পাওয়া গেল এবং ঐ চেকখানা সংগে সংগে ব্যাংকে জমা দেওয়া হল।

১৮ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ২২,০০০ টাকা এবং প্রদেয় বিল পরিশোধ করা হল ৯,০০০ টাকা।

২০ ব্যাংক জমাতিরিক্তের সুদ বাবদ পরিশোধ ১২৫ টাকা।

৩১ নগদ উদ্বৃত্তের ২,৫০০ টাকা হাতে রেখে বাদবাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হল।

(ক) ৫ তারিখের দফাটি অবলম্বন করে একটি ক্যাশ মেমোর নমুনা তৈরি কর।

(খ) ১২, ১৫, ১৮ এবং ২০ তারিখের লেনদেন কয়টি জাবেদা দাখিলা দাও।

(গ) ১, ১২, ১৫ এবং ৩১ তারিখের লেনদেন কয়টির আলোকে একঘরা তিনঘরা নগদান বই তৈরি কর।

উত্তর: (খ) জাবেদার যোগফল ৭০,১২৫ টাকা; (গ) নগদ উদ্বৃত্ত ২,৫০০ টাকা, ব্যাংক জমা ৪৯,০০০ টাকা এবং প্রদত্ত বাট্টা ৫০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

জনাব সাজিদ ২,০০,০০০ টাকা নগদ, ২০,০০০ টাকার যন্ত্রপাতি ও ৪০,০০০ টাকার বই নিয়ে ১ জানুয়ারি ২০১৬ তারিখে আইন ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসে তাঁর লেনদেনগুলো নিম্নরূপ;

[কু.বো. ২০১৭]

জানু: ২ দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন বাবদ ২,০০০ টাকা।

” ৫ মক্কেলকে আইন সেবা প্রদানে নগদে ২৫,০০০ ও ধারে ২০,০০০০ টাকা।

” ১০ চেম্বারের ভাড়া প্রদান ১০,০০০ টাকা।

” ১৫ চেম্বারের জন্য ধারে সাপ্লাইস ক্রয় ৫,০০০ টাকা।

” ১৮ জানুয়ারি ৫ তারিখে প্রদত্ত সেবার বিপরীতে ৪০% নগদ আদায় ও বাট্টা মঞ্জুর ২%।

” ৩১ উপযোগ বিল পরিশোধ ২,০০০ টাকা।

(ক) জনাব সাজিদের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।

(খ) জানুয়ারি ৫, ১৫, ১৮ ও ৩১ তারিখের লেনদেন গুলোর জন্য জাবেদা দাখিলা দাও।

(গ) জানুয়ারি ৩১ তারিখে সমাপ্ত মাসের জন্য জনাব সাজিদের আয় বিবরণী তৈরি কর।

উত্তর: (ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ ২,৬০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৬০,০০০ টাকা; (গ) নিট লাভ ৩০,৮৪০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ১৪

২০১৬ সালের জুলাই মাসে অনিকের ব্যবসায় নিম্নলিখিত লেনদেন গুলো সম্পাদিত হয়;

[কু.বো. ২০১৭]

জুলাই১ প্রারম্ভিক উদ্বৃত্ত: নগদ ২০,০০০ টাকা, ব্যাংক (ক্রেডিট) ১০,০০০ টাকা।

” ৫ পণ্য ক্রয়: নগদ ৪,০০০ টাকা, ধারে ৭,০০০ টাকা এবং চেকের মাধ্যমে ১০,০০০ টাকা।

” ১০ পণ্য বিক্রয়: নগদ ২৫,০০০ টাকা, প্রাপ্য বিলের মাধ্যমে ৭,০০০ টাকা ও ধারে ২০,০০০ টাকা।

” ১৫ দেনাদার কর্তৃক ২% বাট্টা বাদ দিয়ে সরাসরি ব্যাংক জমা ২৪,২৫০ টাকা।

” ১৮ ব্যাংকে জমা প্রদান ২৫,০০০ টাকা।

” ২০ পাওনাদার বাদলকে তাঁর পাওনা ৯,০০০ টাকা ৩% বাট্টা সাপেক্ষে পরিশোধ করা হল।

২৫ ৫% কারবারি বাট্টায় মজিদের নিকট থেকে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।

” ৩১ ব্যাংক চার্য ও ব্যাংক জমাতিরিক্তের সুদ যথাক্রমে ২০০ টাকা ও ৫০০ টাকা।

(ক) নগদান বইতে আসবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় কর।

(খ) ১০, ১৫, ২০ এবং ৩১ তারিখের লেনদেন গুলোর জন্য জাবেদা দাখিলা দাও।

(গ) উপর্যুক্ত লেনদেন গুলোর সমন্বয় একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।

উত্তর: (ক) নগদান বইতে আসবে না এমন লেনদেনের পরিমাণ ৪৩,৫০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৮৬,৪৪৫ টাকা; (গ) নগদ উদ্বৃত্ত ৭,২৭০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ২৮,৫৫০ টাকা, প্রদত্ত বাট্টা ৪৯৫ টাকা এবং প্রাপ্ত বাট্টা ২৭০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ১৫

১ জানুয়ারি ২০১৬ ইং তারিখে জনাব সুমন্ত আসলামের হিসাব বই থেকে নিম্নোক্ত ঘটনাগুলো নেওয়া হয়েছে;

[সি.বো. ২০১৭]

জানু:১ জনাব সুমন্ত আসলাম নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ব্যাংক থেকে ৬০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন।

” ৫ ৪০,০০০ টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়।

” ১০ পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা (৬০% নগদ এবং ৪০% চেকে)।

” ১৫ মালিকের বড় মেয়ের জীবন বীমার প্রিমিয়াম বাবদ পরিশোধ ১০,০০০ টাকা।

” ২০ ১০,০০০ টাকা বেতনের একজন কর্মচারীকে নিয়োগ দিলেন।

” ৩০ আসবাবপত্রের বার্ষিক ১০% অবচয় ধার্য করা হল।

” ৩১ ফেব্রু.য়ারি ১০ তারিখে ২০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান।

(ক) লেনদেন নয় এমন ঘটনা গুলো চিহ্নিত কর।

(খ) ১, ৫, ১০ এবং ৩০ তারিখের লেনদেন গুলোর জাবেদা লিখ।

(গ) নগদান হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত কর।

উত্তর: (ক) লেনদেন নয় এমন ঘটনার আর্থিক পরিমাণ ৩০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ২,৬০,২৫০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ১৬

জনাব রাউফ ঢাকার কারওয়ান বাজারের একজন পাইকারী ব্যবসায়ী। তিনি ২০১৬ সালের ১ মার্চ তারিখে নগদ ১০,০০,০০০ টাকা এবং ব্যাংক থেকে ২০,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মার্চ মাসে তার ব্যবসায়ে সম্পাদিত লেনদেন গুলো নিম্নরূপ;

[সি.বো. ২০১৭]

মার্চ ৩ তানিশা ট্রেডার্সের নিকট হতে ধারে পণ্য ক্রয়  ৫,০০,০০০ টাকা।

” ৮ সাফিন ট্রেডার্সের নিকট ধারে পণ্য বিক্রয় ৩,৫০,০০০ টাকা।

” ১২ নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা।

” ১৬ নিম্নমানের জন্য সাফিন ট্রেডার্স ২০,০০০ টাকার পণ্য ফেরত পাঠায়।

” ২০ নগদে পণ্য বিক্রয় ৬,০০,০০০ টাকা।

” ২৫ তানিশা ট্রেডার্সকে ২% বাট্টা সাপেক্ষে অর্ধেক টাকা পরিশোধ।

” ২৮ ৩% বাট্টার বিনিময়ে সাফিন ট্রেডার্স থেকে সম্পূর্ণ টাকা পাওয়া গেল।

” ৩০ ব্যাংক হতে উত্তোলন ৫০,০০০ টাকা।

(ক) জনাব রাউফের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।

(খ) মার্চ মাসের ৩, ৮, ২৫ ও ২৮ তারিখের লেনদেন গুলোর জাবেদা দাখিল দাও।

(গ) জনাব রাউফ এর নগদান বই প্রস্তুত কর।

উত্তর: (ক) প্রারম্ভিক মূলধন ১০,০০,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১৪,৩০,০০০ টাকা; (গ) নগদ জমা ৩৫,৭৫,১০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ২,৫০,০০০ টাকা, প্রাপ্ত বাট্টা ৫,০০০ টাকা এবং প্রদত্ত বাট্টা ৯,৯০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ১৭

মি. আবরার এর ২০১৬ সালের জানুয়ারি মাসে সম্পাদিত লেনদেন গুলো ছিল নিম্নরূপ; [সি.বো. ২০১৭]

জানু:১ প্রারম্ভিক নগদ তহবিল ১২,৫০০ টাকা এবং প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা।

” ৭ তারিয়া এন্টারপ্রাইজ এর নিকট হতে নগদ ২০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার চেক পাওয়া গেল। চেকটি সাথে সাথে ব্যাংকে জমা দেয়া হলো।

” ১২ বাকিতে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা।

” ১৫ অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা।

” ২০ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৪,০০০ টাকা।

” ২৫ রাফি ব্রাদার্স এর নিকট ৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করে নগদে ১০,০০০ টাকা এবং চেকে ৩০,০০০ টাকা প্রাপ্তি।

” ৩০ কর্মচারীদের বেতন পরিশোধ ৫,০০০ টাকা।

” ৩১ ২০,০০০ টাকা নগদ ব্যালেন্স সংরক্ষণ করতে হবে।

(ক) জানুয়ারি ৩০ তারিখের লেনদেনের ভিত্তিতে ডেবিট ভাউচার তৈরি কর।

(খ) নগদান বইতে নিপিবদ্ধ হবে না এমন লেনদেন গুলোর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর।

(গ) দু’ঘরা নগদান বই প্রস্তুত কর।

উত্তর: (খ) জাবেদার যোগফল ৭০,০০০ টাকা; (গ) নগদ জমা ২০,০০০ টাকা এবং ব্যাংক জমা ১,০৮,২০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ১৮

২০১৬ সালের এপ্রিল মাসে সাকিব এন্ড সন্স এর লেনদেন গুলো নিম্নরূপ;

[ব.বো. ২০১৭]

এপ্রিল১ নগদ তহবিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমা  (ক্রে:) ৬,০০০ টাকা।

” ২ সেলিমের নিকট পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

৫ রহিমের নিকট ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে নগদ ১৩,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান।

” ১২ নগদে ২৫,০০০ টাকার পণ্য বিক্রয় এবং মালিক ৫,০০০ টাকা উত্তোলন করলেন।

” ১৫ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ২,৫০০ টাকা এবং অফিস প্রয়োজনে ১,০০০ টাকা উত্তোলিত হলো।

” ২২ প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।

” ২৮ নগদে বেতন প্রদান ১,০০০ টাকা এবং চেকে ভাড়া প্রদান ৩,০০০ টাকা।

” ৩০ সমাপনী  নগদ  উদ্বৃত্তের ১,০০০ টাকা হাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেয়া হলো।

(ক) কোন কোন লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তা চিহ্নিত কর।

(খ) উপর্যুক্ত তথ্যের আলোকে একটি দু-ঘরা নগদান বই তৈরিকর।

(গ) ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত কর।

উত্তর: (ক) মোট ১৫,০০০ টাকার লেনদেন অন্তর্ভুক্ত হবে না; (খ) নগদ জমা ১,০০০ টাকা এবং ব্যাংক জমা ২৬,৫০০ টাকা; (গ) ক্রয় হিসাবের জের ৩০,০০০ টাকা (ডেবিট) এবং বিক্রয় হিসাবের জের ৩০,০০০ টাকা (ক্রেডিট)। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ১৯

২০১৬ সালের জুলাই মাসে সাজিদ ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলি নেয়া হয়েছে

[ব.বো. ২০১৭]

জুলাই১ ৮০,০০০টাকা মূলধন নিয়ে ব্যবসাশুরু করলেন।

” ৫ পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল ৩০,০০০ টাকা। (২০১০ সালের জুলাই, ০৫ উক্ত কম্পিউটারটি  ৫০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল। বার্ষিক অবচয়ের পরিমাণ ১০%)

” ১৫ ফাহিম এন্ড কোং এর নিকট থেকে ৫% বাট্টা বাদ দেয়ার পর পূর্ণনিষ্পত্তি বাবদ চেক পাওয়া গেল ২৩,৭৫০ টাকা।

” ২১ নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।

” ২৮ ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ নেয়া হলো ৫,০০০ টাকা।

” ৩১ অকেজো কাগজ বিক্রয় ২০০ টাকা।

(ক) বাট্টা খরচের পরিমাণ নির্ণয় কর।

(খ) নগদ প্রাপ্তি জাবেদা তৈরি কর।

(গ) কম্পিউটার বিক্রয়জনিত লাভ বা ক্ষতি গণনাসহ দেখাও।

উত্তর: (ক) বাট্টা খরচের পরিমাণ ১,২৫০ টাকা; (খ) নগদ প্রাপ্তি জাবেদার যোগফল ১,৫০,২০০ টাকা; (গ) বিক্রয়জনিত লাভ ১০,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২০

২০১৬ সালের জুন মাসে তুহিন এন্ড ব্রাদার্স নিম্নলিখিত পণ্য বাকীতে ক্রয় করেছেন;

[দি.বো. ২০১৭]

জুন ৪ সিলেটের ঝুমুর ট্রেডার্সের নিকট হতে ক্রয়;

৩০০ কেজি চা প্রতিকেজি ১০০ টাকা দরে। প্যাকিং ও পরিবহন খরচ ৪০০ টাকা। কারবারি বাট্টা ১০%, চালান নং-৭।

” ১৪ রাজশাহীর মোহিনী ট্রেডার্সের নিকট হতে ক্রয়;

৩০০ পাউন্ড গুঁড়া দুধ প্রতি পাউন্ড ১০০ টাকা দরে। প্যাকিং খরচ ২০০ টাকা। কারবারি বাট্টা ১০%, চালান নং-১০।

” ২০ চট্টগ্রামের রুহি ট্রেডার্সের নিকট হতে ক্রয়;

২০০ কেজি চিনি প্রতিকেজি ৭০ টাকা দরে। প্যাকিং খরচ ২০০ টাকা। কারবারি বাট্টা ১০%, চালান নং- ১৫।

” ৩০ খুলনার নবাব ট্রেডার্সের নিকট হতে ক্রয়;

২০০ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ৯০ টাকা দরে। কারবারি বাট্টা ১০% চালান নং-২০। ক্রেতাকে ক্রয় মূল্যের উপর ১৫% ভ্যাট প্রদান করতে হয়।

(ক) প্রদত্ত ভ্যাটের পরিমাণ নির্ণয় কর।

(খ) উপরোক্ত লেনদেনগুলো তুহীন এন্ড ব্রাদার্সের ক্রয় বইতে লিপিবদ্ধ কর।

(গ) উপরোক্ত লেনদেন গুলো হতে প্রয়োজনীয় সহকারী খতিয়ান তৈরি কর।

উত্তর: (ক) প্রদত্ত ভ্যাটের পরিমাণ ২,৪৩০ টাকা; (খ) ক্রয় জাবেদার যোগফল ৮৬,০৩০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২১

মি. রুহুল আমিন ২০১৬ সালে ১ জানুয়ারি তারিখে নগদ ৬০,০০০ টাকা, ১০,০০০ টাকার পণ্য এবং ১০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেন গুলো সুসম্পন্ন হয়েছে;

[দি.বো. ২০১৭]

জানু:৪ ব্যাংকে জমা দেওয়া হল ১০,০০০

” ৭ কারবারের জন্য আসবাবপত্র ক্রয় করা হল ১৫,০০০।

” ১২ ব্যাংক হতে ঋণ নেওয়া হল ৩০,০০০।

” ১৪ আসাদের নিকট হতে মাল ক্রয় ১০,০০০।

” ১৬ নগদে পণ্য বিক্রয় ৪০,০০০।

” ২০ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৪,০০০।

” ২২ প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় ২০,০০০।

” ২৮ ২,০০০ টাকা সুদসহ ব্যাংক ঋণ পরিশোধিত হয়।

” ৩০ ব্যাংক হতে উত্তোলন করা হয় ১০,০০০।

(ক) যে সমস্ত দফা নগদান বহিতে যাবে না তার পরিমাণ কত?

(খ)১, ২০, ২২ ও ২৮ তারিখের লেনদেন গুলো জাবেদাভুক্ত কর।

(গ) নগদান বই তৈরি কর।

উত্তর: (ক) নগদান বইতে যাবে না ৫৪,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১,৩৬,০০০ টাকা; (গ) নগদ জমা ৮৩,০০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২২

২০১৬ সালের জুলাই মাসে সান কোম্পানির সংঘটিত লেনদেন গুলো নিম্নরূপ;

[য.বো. ২০১৭]

জুলাই১ প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে ৬০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা।

” ৩ তাজুল ইসলামের নিকট হতে ১০% বাট্টায় ৬,০০০ টাকার পণ্য নগদে ক্রয়।

” ৫ নগদে মাল বিক্রয় করা হল ১০,০০০ টাকা।

” ১০ ব্যাংকে নগদ জমা দেয়া হল ২০,০০০ টাকা।

” ১৬ ধারে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

” ২০ ব্যবসায়ে মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন ৫,০০০ টাকা।

” ২৪ মির্জা স্টোর্স হতে ৩,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ২,৮০০ টাকা প্রাপ্তি।

” ২৬ আসবাবপত্র অবচয় ধরা হল ১,০০০ টাকা।

” ২৮ চেক মারফত ১৫,০০০ টাকা শাকিলকে পরিশোধ করে ৩০০ টাকা বাট্টা পাওয়া গেল।

” ৩০ বেতন নগদে ১২,০০০ টাকা এবং ভাড়া চেকে পরিশোধ ৬,০০০ টাকা।

(ক) যে লেনদেন গুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিল দেখাও।

(খ) উপর্যুক্ত তথ্যাবলির আলোকে তিনঘরা নগদান বই তৈরি কর।

(গ) উপর্যুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।

উত্তর: (ক) জাবেদার যোগফল ১১,০০০ টাকা; (খ) নগদ উদ্বৃত্ত ৪০,৪০০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ৩৯,০০০ টাকা, প্রদত্ত বাট্টা ২০০ এবং প্রাপ্ত বাট্টা ৩০০ টাকা; (গ) নগদ প্রাপ্তি জাবেদার মোট ডেবিট (১৭,৮০০+২০০)=১৮,০০০ টাকা এবং মোট ক্রেডিট (১০,০০০+৩,০০০+৫,০০০)=১৮,০০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২৩

২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে জনাব শিবলী নগদ ২০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি ৪০,০০০ টাকা এবং তার বন্ধু সাকিবের নিকট হতে ১০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেন গুলো সম্পাদিত হয়েছিল; [য.বো. ২০১৭]

জানু:৫ ব্যক্তিগত প্রয়োজনে নগদে উত্তোলন ২,০০০ টাকা।

” ৮ চেক মারফত তার ছেলের স্কুলের ফি প্রদান ১,০০০ টাকা।

” ১০ নতুন যন্ত্রপাতি ক্রয় ১৫,০০০ টাকা।

” ১৬ মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হল ৫,০০০ টাকা।

” ১৮ চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় প্রদান ৪,০০০ টাকা।

(ক) মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর।

(খ) উপর্যুক্ত নগদ লেনদেন গুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর।

(গ) উপর্যুক্ত লেনদেন গুলো হতে নগদান হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত কর।

উত্তর: (ক) মোট উত্তোলনের পরিমাণ ৮,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৮৭,০০০ টাকা; (গ) নগদান হিসাবের জের ৮,০০০ টাকা ডেবিট এবং যন্ত্রপাতি হিসাবের জের ৫৯,০০০ টাকা ডেবিট।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২৪

মেসার্স আদীবা ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। ২০১৫ সালের এপ্রিল মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেন গুলো নিম্নরূপ;  [ঢা.বো. ২০১৬]

এপ্রিল১ খুচরা নগদ উদ্বৃত্ত প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি

” ২ প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ

” ৫ কাগজ ক্রয়

” ৮ রিকশা ভাড়া

” ৯ বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়

” ১০ ইন্টারনেট ব্যয়

” ১২ বাসা ভাড়া প্রদান

” ১৪ পুরাতন খবরের কাগজ বিক্রয়

” ১৮ ডাক খরচ প্রদান

” ২২ মনিহারি খরচ প্রদান

” ২৭ পুরাতন আসবাবপত্র বিক্রয়

” ২৯ পিয়নকে বখশিশ প্রদান

(ক) খুচরা নগদান বহির্ভূত লেনদেন গুলো চিহ্নিত কর।

(খ) একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি কর।

(গ) অগ্রদত্ত ব্যয় সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব সমূহ প্রস্তুত কর।

উত্তর: (খ) খুচরা নগদ উদ্বৃত্ত ৪১০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২৫

২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে মি. রতন ২০,০০০ টাকা নগদ এবং ২৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ঐ মাসে অন্যান্য লেনদেন গুলো হলো;

[রা.বো. ২০১৬]

জানু.৪ রহিমের নিকট নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।

” ১০ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ ৫০০ টাকা।

” ১২ সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো ৩,০০০ টাকা।

” ১৫ চেক মারফত পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।

” ২০ ব্যাংক হতে উত্তোলন করা হলো ২,০০০ টাকা।

” ২৮ মুনাফাবিহীন পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।

(ক) মি. রতনের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।

(খ) জানুয়ারি ৪, ১০, ১৫, ও ২০ তারিখের লেনদেন গুলোর জাবেদা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

(গ) মি. রতনের ব্যবসায়ের বিক্রয় হিসাব এবং ব্যাংক হিসাব প্রস্তুত কর।

উত্তর: (ক) প্রারম্ভিক মূলধন ৪৫,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১৭,৫০০ টাকা; (গ) বিক্রয় হিসাবের জের ১২,০০০ টাকা (ক্রেডিট) এবং ব্যাংক হিসাবের জের ৬,০০০ টাকা (ডেবিট)। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২৬

বাবুল ট্রেডার্সের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ ৬০০ টাকা। ২০১৫ সালের জুন মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল ৪৫০ টাকা। জুলাই মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচ গুলো নিম্নরূপ;

[রা.বো. ২০১৬]

জুলাই১ প্রধান ক্যাশিয়ার নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি।

” ৩ কাগজ ও কলম ক্রয় ৫ টাকা।

” ২০ মনিহারি দ্রব্য ক্রয় ৭০ টাকা।

” ২৫ টেলিগ্রাম বাবদ ব্যয় ৮০ টাকা।

” ২৮ বাস ভাড়া প্রদান ৬০ টাকা।

(ক) প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কর।

(খ) অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি প্রস্তুত কর।

(গ) জুলাই ৩, ৯, ১৫ ও ২৫ তারিখের লেনদেন গুলোর জাবেদা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

উত্তর: (ক) প্রারম্ভিক খুচরা নগদ তহবিল ১৫০ টাকা; (খ) খুচরা নগদ উদ্বৃত্ত ২৫০ টাকা; (গ) জাবেদার যোগফল ১৯০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২৭

জনাব সম্রাট এর ২০১৫ সালের লেনদেন গুলো নিম্নরূপ;

[চ.বো. ২০১৬]

জানু.১ নগদ ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন।

” ৫ মাসিক ১০,০০০ টাকা বেতনে একজন কর্মচারি নিয়োগ দিলেন।

” ১০ ধারে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।

” ১৫ নগদ পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।

” ২০ নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান ৫০০ টাকা।

” ২৫ নগদে পণ্য বিক্রয় ৯০,০০০ টাকা।

” ৩০ কর্মচারীর বেতন প্রদান ১০,০০০ টাকা।

(ক) লেনদেন নয় এমন ঘটনা গুলো উল্লেখ কর।

(খ) ১, ১০, ১৫, ২৫ তারিখের লেনদেন গুলো জাবেদাভুক্ত কর।

(গ) ক্রয় হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত করো।

উত্তর: (খ) জাবেদার যোগফল ২,১৫,০০০ টাকা; (গ) ক্রয় হিসাবের জের ৪৫,০০০ টাকা (ডেবিট) এবং নগদান হিসাবের জের ১,০৫,০০০ টাকা (ডেবিট)।    

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২৮

২০১৫ সালের ১লা জানুয়ারি মিঃ মর্তুজার নগদ ও ব্যাংক উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা (ক্রেঃ)। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন গুলো নিম্নরূপ;

[চ.বো. ২০১৬]

জানু.১ নগদে পণ্য ক্রয় ৪০,০০০ টাকা।

” ৪ নগদে পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা।

” ৮ মারুফার কাছ থেকে পণ্য ক্রয় ৭০,০০০ টাকা।

” ১২ শচীনের কাছ থেকে ২৫,০০০ টাকার চেক পেয়ে তখনই ব্যাংকে জমা।

” ১৬ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫০০ টাকা।

” ২০ মারুফার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তাকে ৬৯,০০০ টাকা প্রদান করা হল।

” ২৪ নগদে বেতন প্রদান ৫,০০০ টাকা, চেকে ভাড়া প্রদান ৪,০০০ টাকা।

” ২৮ ব্যাংক থেকে উত্তোলন ১,০০০ টাকা।

(ক) অনগদ লেনদেন গুলো উল্লেখ কর।

(খ) ১ থেকে ২০ তারিখের লেনদেন দ্বারা নগদান বই তৈরি কর।  

(গ) ৪, ১২, ২৪ এবং ২৮ তারিখের লেনদেন দ্বারা জাবেদা তৈরি কর।

উত্তর: (ক) অনগদ লেনদেনের পরিমাণ ৬,০০০ টাকা; (খ) নগদ উদ্বৃত্ত ২১,০০০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত (ক্রেডিট) ৫,০০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ১,০০০ টাকা; (গ) জাবেদার যোগফল ১,১৫,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ২৯

২০১৫ সালের জুন মাসে সুবাত ট্রেডার্সের লেনদেনসমূহ নিম্নরূপ:

[কু.বো. ২০১৬]

জুন ১ ১,০০,০০০ টাকা নগদ; ২,৫০,০০০ টাকার সরঞ্জাম ও ১,৮০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।

” ৭ আলাপি কোং-এর নিকট বিক্রয় ৭০,০০০ টাকা। কারবারি বাট্টা ১০%। চালান নং-১০০।

” ১০ গোলাপি কোং-এর নিকট ২/১০, ঘ/৩০ শর্তে বিক্রয় ৮০,০০০ টাকা। চালান নং-১০১।

” ১৫ শেফালী কোং-এর নিকট ধারে বিক্রয় ৫০,০০০ টাকা। শর্ত ১/৫, ঘ/১০। চালান নং-১০২

” ১৭ আলাপী কোং-এর নিকট হতে ৩% বাট্টায় সমুদয় অর্থ পাওয়া গেল।

” ১৮ নগদে পণ্য বিক্রয় ৩,০০,০০০ টাকা।

” ২০ গোলাপী কোং-এর নিকট হতে পূর্ণ নিষ্পত্তিতে সমুদয় অর্থ পাওয়া গেল।

” ২৪ শেফালী কোং-এর নিকট প্রাপ্য পাওনা অর্ধেক পাওয়া গেল।

” ৩০ লভ্যাংশ প্রাপ্তি ১০,০০০ টাকা।

(ক) জুন ১ তারিখের আর্থিক ঘটনাসমূহ ব্যাখ্যাসহ সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর।

(খ) নিম্নোক্ত কলামসমূহ ব্যবহার করে একটি ‘নগদ প্রাপ্তি জাবেদা’ প্রস্তুত কর। কলামসমূহ; নগদান হিসাব-ডে.; বিক্রয় বাট্টা-ডে.; বিক্রয় হিসাব-ক্রে.; প্রাপ্য হিসাব-ক্রে.; অন্যান্য হিসাব-ক্রে.।

(গ) একটি একঘরা ‘বিক্রয় জাবেদা’ প্রস্তুত কর।

উত্তর: (ক) জাবেদার যোগফল ৫,৩০,০০০ টাকা; (খ) নগদ প্রাপ্তি জাবেদার যোগফল ৫,৭৮,০০০ টাকা; (গ) বিক্রয় জাবেদার যোগফল ১,৯৩,০০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ৩০

মেসার্স রূপসা ট্রেডার্সের এপ্রিল ২০১৫ মাসের খুচরা নগদান সংক্রান্ত লেনদেন গুলো নিম্নরূপ;

[কু.বো. ২০১৬]

এপ্রিল১ খুচরা নগদ উদ্বৃত্ত ২৫০ টাকা

” ১ খুচরা নগদ উদ্বৃত্ত প্রধান ক্যাশিয়ার থেকে পূর্ববর্তী মাসের ব্যয় বাবদ প্রাপ্তি ৫০০ টাকা

” ২ প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ ১,২৫০ টাকা 

” ৬ কাগজ ও কলম ক্রয় ১১৫ টাকা

” ৯ রিকশা ভাড়া প্রদান ৫০ টাকা

” ১২ ধারে অফিস সরঞ্জাম ক্রয় ১,৩৭৫ টাকা

” ১৪ ইন্টারনেট বাবদ ব্যয় ১০০ টাকা

” ১৮ বাসা ভাড়া পরিশোধ ৪০ টাকা

” ২১ পুরাতন খবরের কাগজ বিক্রয় ২৮০ টাকা

” ২৩ ডাক খরচ প্রদান ৪৫ টাকা

” ২৫ মনিহারি দ্রব্যাদি ক্রয় ৬৫ টাকা

” ২৮ পুরাতন আসবাবপত্র বিক্রয় ৬৮০ টাকা

” ৩০ পিয়নকে বখশিশ প্রদান ৫০ টাকা

(ক) খুচরা নগদান বহির্ভূত লেনদেন গুলো লিপিবদ্ধ কর।

(খ) অগ্রদত্ত পদ্ধতিতে একটি খুচরা নগদান বহি প্রস্তুত কর।

(গ) অগ্রদত্ত ব্যয় সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব গুলো প্রস্তুত কর।

উত্তর: (খ) খুচরা নগদ উদ্বৃত্ত ২৮৫ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ৩১

মি. আমিন ১ জানুয়ারি, ২০১৫ তারিখে নগদ ৭৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেন গুলো নিম্নরূপ;

[ব.বো. ২০১৬]

জানু.৩ পণ্য ক্রয় করা হলো ২৫,০০০ টাকা, যার ১২,০০০ টাকা নগদে এবং অবশিষ্টাংশ ধারে।

” ৪ আসবাবপত্র ক্রয় ৭,০০০ টাকা।

” ৬ ভাড়া দেওয়া হলো ৯,০০০ টাকা, যার ১/৩ অংশ ব্যক্তিগত ব্যবহারের জন্য।

” ৮ জামালের নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল ১,৩০০ টাকা।

” ১১ রাকিবের নিকট থেকে পণ্য ক্রয় ৯,৬০০ টাকা।

” ১৬ ৪,২০০ টাকার প্রদেয় নোট নগদে পরিশোধ করা হয়।

” ১৯ আলিমের নিকট পণ্য বিক্রয় করা হয় ৫,৩০০ টাকা।

” ২ নগদে কর্মচারীদের বেতন দেওয়া হলো ৫,০০০ টাকা এবং 

” ৫ চেক দ্বারা বিজ্ঞাপন বিল দেওয়া হলো ৯০০ টাকা।

(ক) জানুয়ারি মাসের মোট ক্রয়ের পরিমাণ দেখাও।    

(খ) নগদান বই-এ লিপিবদ্ধ হবে না এরূপ লেনদেন গুলো জাবেদাভুক্ত কর।

(গ) উল্লিখিত লেনদেন গুলো দ্বারা একখানা দু’ঘরা নগদান বই প্রস্তুত কর।

উত্তর: (ক) জানুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ ৩৪,৬০০ টাকা; (খ) জাবেদার যোগফল ২৯,২০০ টাকা; (গ) নগদ উদ্বৃত্ত ৩৭,৮০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৯০০ টাকা। 

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ৩২

২০১৫ সালের জনাব আমিনুল ইসলাম বুলবুলের হিসাব বই থেকে কিছু সংখ্যক লেনদেন নিচে উপস্থাপন করা হলো;

[দি.বো. ২০১৬]

মে ১ নগদ উদ্বৃত্ত ২৬,৫০০ টাকা এবং ব্যাংক জমা ৯০,০০০ টাকা।

” ৪ ২০,০০০ টাকার পণ্য ৫% বাট্টায় নগদে ক্রয় করা হলো।

” ৭ ব্যাংক থেকে উত্তোলন ৩,০০০ টাকা।

” ৯ ০০৬১ নং চেক দ্বারা ১,৫০০ টাকা বিজ্ঞাপন ব্যয় বাবদ পরিশোধ করা হলো।

” ১০ রফিকের নিকট থেকে ১/১০, হ/৩০ শর্তে ৮,০০০ টাকার পণ্য ক্রয়।

” ১২ আকরাম খানের পাওনা ১,৮০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ১,৭৫০ টাকার চেক প্রদান। চেক নং ০০৬২।

” ১৫ দুর্জয়কে ৫% বাট্টা মঞ্জুর করে তার নিকট থেকে ২,৮৫০ টাকার চেক পাওয়া গেল।

” ১৮ রফিকের পাওনা চেক দ্বারা পরিশোধ করা হলো। চেক নং ০০৬৩।

” ২৮ বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো ৩০০ টাকা।

(ক) ক্রয় খতিয়ান তৈরি কর।

(খ) একটি তিনঘরা নগদান বই তৈরি কর।

(গ) নগদ প্রদান জাবেদা তৈরি কর।

উত্তর: (ক) ক্রয় হিসাবের উদ্বৃত্ত ২৬,৭০০ টাকা (ডেবিট); (খ) নগদ উদ্বৃত্ত ১০,৫০০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ৭৮,৭৬০ টাকা, প্রদত্ত বাট্টা ১৫০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ২১০ টাকা; (গ) নগদ প্রদান জাবেদার যোগফল ৩০,৩০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ৩৩

আদিলা ট্রেডার্সের ২০১৫ সালের জানুয়ারি মাসের নিচের লেনদেন গুলো সংঘটিত হয়;

[য.বো. ২০১৬]

জানু.১ হাতে নগদ ৫৫,০০০ টাকা; ব্যাংক জমা (ডেবিট) ১৫,০০০ টাকা।

” ৪ ব্যাংকে জমা দেওয়া হলো ৬,০০০ টাকা।

” ৮ তামিমের নিকট হতে ৫% বাট্টা বাদে ৩,৮০০ টাকা চেকে পাওয়া গেল।

” ২২ কম্পিউটার ক্রয় ১০,০০০ টাকা।

” ২৮ রিটুকে ১০% বাট্টা বাদে ৪,৫০০ টাকার চেক প্রদান করা হলো।

” ২৯ বাড়িভাড়া প্রদান করা হলে ১০,০০০ টাকা (বাড়িটির অর্ধেকে মালিক নিজে বসবাস করে)

” ৩১ সমাপনী উদ্বৃত্তের ২,৮০০ টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।

(ক) জানুয়ারি ২০ তারিখের লেনদেনের সাহায্যে একটি ডেবিট ভাউচার তৈরি কর।

(খ) ১৩, ২০, ২২ ও ২৯ তারিখের লেনদেনের সাহায্যে একখানি নগদ প্রদান জাবেদা তৈরি কর।

(গ) ০১, ০৪, ০৮, ২৮ ও ৩১ তারিখের লেনদেনের সাহায্যে একখানি তিনঘরা নগদান বহি তৈরি কর।

উত্তর: (খ) নগদ প্রদান জাবেদার যোগফল ৩৬,৩১৬ টাকা; (গ) নগদ জমা ২,৮০০ টাকা, ব্যাংক জমা ৬৬,৫০০ টাকা, প্রদত্ত বাট্টা ২০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ৫০০ টাকা। 

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

জনাব নাসির ১ জুলাই, ২০১৪ তারিখে নগদ ৬,০০০ টাকা ও ১৭,০০০ টাকা ব্যাংকে জমা নিয়ে ব্যবসা শুরু করেন। ঐ মাসের নির্বাচিত কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ;

[ঢা.বো. ২০১৫] 

জুলাই৬ ৩০,০০০ টাকা মূল্যের পণ্য ৫% বাট্টায় নগদে বিক্রয়। 

” ১২ শিক্ষানবিস সেলমী বাবদ ৭০০ টাকা পাওয়া গেল।

” ২৪ মমিনুলের নিকট পাওনা ১৪,০০০ টাকা ২% বাট্টায় ১৩,৭২০ টাকার একটি চেক প্রাপ্তি।

” ২৮ ব্যাংক থেকে টাকা উত্তোলন ৫,০০০ টাকা।

(ক) কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।

(খ) নগদ প্রাপ্তির জাবেদা তৈরী কর।

(গ) একটি তিনঘরা নগদান বই তৈরী কর।

উত্তর: (ক) কারবারি বাট্টার পরিমাণ ১,৫০০ টাকা; (খ) নগদ প্রাপ্তি জাবেদার যোগফল ৬৬,২০০ টাকা; (গ) নগদ জমা ৪০,২০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ২৫,৭২০ টাকা এবং প্রদত্ত বাট্টা ২৮০ টাকা। 

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

মেসার্স রহিম এন্ড কোং-নিম্নের লেনদেন গুলো ২০১৪ সালের জানুয়ারী মাসে সংঘটিত হয়েছে;

[রা.বো. ২০১৫]

জানু.১ নগদ তহবিল ২২,০০০ টাকা। ব্যাংক ব্যালেন্স (জমাতিরিক্ত) ৬,০০০ টাকা।

” ৪ পণ্য বিক্রয় বাবদ নগদ ৮,৫০০ টাকা এবং চেকে ১২,৫০০ টাকা পাওয়া গেল। চেকখানি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হল।

” ৬ ব্যাংক জমা দেওয়া হল ১৫,০০০ টাকা।

” ৮ নগদে আসবাবপত্র ক্রয় ৩,২০০ টাকা।

” ১০ কর্মচারীদের মজুরী প্রদান ১,৫০০ টাকা।

” ১৫ চেকে পণ্য ক্রয় ২,৫০০ টাকা।

” ২০ রাফাকে চেকে প্রদান ৪,৪৫০ টাকা এবং বাট্টা মঞ্জুর ৫০ টাকা।

” ২২ অফিসের প্রয়োজনে উত্তোলন ১০,০০০ টাকা।

” ২৫ ৫০০ টাকায় প্রাপ্য নোট ৪৯০ টাকায় বাট্টা করা হলো।

” ২৮ ২৫ তারিখের প্রাপ্য বিলখানি অমর্যাদাকৃত হল।

” ৩০ ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হলো ২০০ টাকা।

” ৩১ সমাপনী উদ্বৃত্তের ৫,০০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হল।

(ক) উক্ত লেনদেন গুলির মধ্যে কন্ট্রা নথি গুলো বিহ্নিত করো।

(খ) ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো।   

(গ) মেসার্স রহিম এন্ড কোং-এর তিনঘরা নগদান বহি তৈরী করো।

উত্তর: (খ) ক্রয় হিসাবের জের ২,৫০০ টাকা (ডেবিট) ও বিক্রয় হিসাবের জের ২১,০০০ টাকা (ক্রেডিট); (গ) নগদ তহবিল ৫,০০০ টাকা; ব্যাংক জমা ২০,১৪০ টাকা; প্রদত্ত বাট্টা ১০ টাকা ও প্রাপ্ত বাট্টা ৫০ টাকা। 

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

মেসার্স তামিম ট্রেডার্সের নিম্নের লেনদেন গুলোর ২০১৪ সালের মার্চ মাসে সংঘটিত হয়েছে;

[চ.বো. ২০১৫]

মার্চ ১ হাতে নগদ ৪০,০০০ টাকা ও ব্যাংক জমা ২৫,০০০ টাকা।

” ৫ বিক্রয় ৪০,০০০ টাকা যার ৫০% নগদে।

” ১০ ব্যাংক হতে অফিস প্রয়োজনে ১০,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা উত্তোলন।

” ১২ কাগজ ও কালি ক্রয় ১০০ টাকা।

” ১৭ অতিরিক্ত মূলধন আনা হল ২০,০০০ টাকা।

” ১৮ ব্যাংকে জমা দেয়া হলো ১৫,০০০ টাকা।

” ২০ টেলিফোন বিল পরিশোধ ২০০ টাকা।

” ২২ বাসা ভাড়া প্রদান ৫০ টাকা।

” ২৫ সাব্বিরের নিকট হতে ১০,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা পাওয়া গেল।

” ২৮ আপ্যায়ন খরচ ১০০ টাকা।

” ৩০ নগদে আসবাবপত্র বিক্রয় ২০,০০০ টাকা।

(ক) বিপরিত দাখিলার পরিমাণ নির্ণয় করো।

(খ) ৫, ১৭, ২৫ ও ৩০ তারিখের লেনদেন গুলো নিয়ে নগদ প্রাপ্তি জাবেদা তৈরী করো।

(গ) ১, ১০ ও ১৮ তারিখের লেনদেন গুলো নিয়ে উপযুক্ত ছকবিশিষ্ট নগদান বই তৈরী করো।

উত্তর: (ক) বিপরীত দাখিলার পরিমাণ ২৫,০০০ টাকা; (খ) নগদ প্রাপ্তি জাবেদার যোগফল ৭০,০০০ টাকা; (গ) নগদ তহবিল ৩৫,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২৫,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০২ | সৃজনশীল প্রশ্ন: ৩৭

মিঃ শিহাব ২০১৪ সালের ১ মার্চ তারিখে হাতে নগদ ২০,০০০ টাকা, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ৫,৭০০ টাকা ছিল। উক্ত মাসে তার লেনদেন গুলো নিম্নরূপ;

[কু.বো. ২০১৫]

মার্চ ২ নগদে বিক্রয় ১২,০০০ টাকা। যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেয়া হল।

” ৪ মিসেস শান্তার পাওনা ৬,০০০ টাকা ৫% বাট্টায় ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হলো।

” ৫ দেনাদার ফাহিমের নিকট হতে ১০,০০০ টাকা পাওনার ২% বাট্টায় ৪,৮০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকখানি ঐ দিনেই ব্যাংকে জমা দেয়া হল।

” ২৪ তামিমের নিকট হতে ২৫০ টাকা বাট্টায় ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হল।

” ৩০ তামিমকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হল।

(ক) নগদান বইতে আন্তর্ভুক্ত হবে না এমন দফা গুলো চিহ্নিত করো।

(খ) ৪, ৫, ১৫ ও ২০ তারিখের লেনদেনের জাবেদা দাখিলা দেখাও।  

(গ) একখানি তিনঘরা নগদান বহি তৈরী করো।

উত্তর: (খ) জাবেদার যোগফল ৪৫,২৫০ টাকা; (গ) হাতে নগদ ২০,৯৫০ টাকা, ব্যাংক জমা ২,৪৫০ টাকা, প্রদত্ত বাট্টা ২০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ৫৫০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

মেসার্স শাহীন ট্রেডার্সের নিম্নের লেনদেন গুলো ২০১৪ সালের মার্চ মাসে সংঘটিত হয়েছিলঃ-

[সি.বো. ২০১৫]

মার্চ ১ নগদ তহবিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৫,৫০০ টাকা।

” ৪ পণ্য ক্রয় নগদে ১৫,০০০ টাকা এবং বাকীতে ২০,০০০ টাকা।

” ৭ তৃষার নিকট হতে ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকার দু’টি চেক পাওয়া গেল।

” ১০ পণ্য বিক্রয় নগদে ২৫,০০০ টাকা এবং বাকীতে ৩৫,০০০ টাকা।

” ১৮ বিলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো ৮,০০০ টাকা।

” ২৫ ব্যাংক কর্তৃক ৯,০০০ টাকার একটি প্রাপ্য বিল আদায় হলো এবং ৬,০০০ টাকার একটি প্রদেয় বিল পরিশোধ হলো।

” ২৭ করিমের নিকট হতে ১০,০০০ টাকা মূল্যের পণ্য ১০% বাট্টায় ক্রয় করা হলো।

” ৩০ দেনাদারের নিকট হতে ১২,০০০ টাকার একটি চেক পাওয়া গেল।

(ক) মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।

(খ) নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এরূপ লেনদেন গুলো জাবেদাভুক্ত করো।

(গ) মেসার্স শাহীন ট্রেডার্সের দু’ঘরা নগদান বই তৈরী করো।

উত্তর: (ক) মোট ক্রয়ের পরিমাণ ৫২,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৭২,০০০ টাকা; (গ) হাতে নগদ ৫০,০০০ টাকা এবং ব্যাংকে জমা ১৬,৫০০ টাকা।       

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

২০১৪ সালের এপ্রিল মাসে মেসার্স সোনালী এন্টারপ্রাইজের ব্যবসায়ে সংঘটিত লেনদেন গুলো নিম্নরূপ; [ব.বো. ২০১৫]

এপ্রিল১ মালিক ৫০,০০০ টাকা ব্যবসায়ে অতিরিক্ত বিনিয়োগ করেন।

” ৫ নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

” ৬ নগদ বিক্রয় ২০,০০০ টাকা।

” ১২ বিজ্ঞাপন খরচ প্রদান ৫,০০০ টাকা।

” ১৬ সিমলার নিকট পাওনা ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৪,৭৫০ টাকা নগদে পাওয়া গেল।

” ১৮ ইমনের নিকট দেনা ১২,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১২,৪০০ টাকা নগদে প্রদত্ত হলো।

” ২২ আশরাফের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় ৪০,০০০ টাকা (৫০% নগদে ও ৫০% ধারে)।

” ২৬ শিহাবের নিকট ধারে বিক্রয়বাবদ প্রাপ্য ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৯,৫৫০ টাকা পাওয়া গেল।

” ২৮ সুদ পাওয়া গেল ৩,০০০ টাকা।

” ৩০ সাদমানের নিকট দেনা ১৭,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৭,২৫০ টাকা প্রদত্ত হল।

(ক) নগদ প্রাপ্তি ও ও প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না, এমন লেনদেনের সাধারণ জাবেদা দেখাও।  

(খ) উপরোক্ত লেনদেন গুলো দ্বারা একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো।  

(গ) উপরোক্ত লেনদেন গুলো দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো।

উত্তর: (ক) জাবেদার যোগফল ২০,০০০ টাকা; (খ) নগদ প্রাপ্তি জাবেদার যোগফল ১,০৮,০০০ টাকা; (গ) নগদ প্রদান জাবেদার যোগফল ৬৫,০০০ টাকা।  

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

২০১৪ সালের জনাব মুশফিকের হিসাব বই থেকে নিম্নের ঘটনা গুলো নেওয়া হয়েছে; [য.বো. ২০১৫]

জানু.১ জনাব মুশফিক ২০,০০০ টাকা নগদ ও ৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে  ব্যবসা আরম্ভ করেন।

” ৩ ৫,০০০ টাকা মূল্যের মাল ধারে ক্রয় করেন।

” ৯ ১৫,০০০ টাকা বেতনে একজন কর্মচারীকে নিয়োগ দিলেন।

” ১৫ নগদে মাল বিক্রয় ১৭,০০০ টাকা।

” ২০ ব্যক্তিগত হিসাব থেকে আয়কর প্রদান ৪,০০০ টাকা।

” ২৫ মজুরি প্রদান করেন ১,৫০০ টাকা।

(ক) লেনদেন নয় এমন হিসাব গুলো চিহ্নিত করো।    

(খ) ১, ৩, ১৫ এবং ২৫ তারিখের লেনদেন গুলোর জাবেদা লিখ।

(গ) ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো।

উত্তর: (খ) জাবেদার যোগফল ৪৮,৫০০ টাকা; (গ) ক্রয় হিসাবের জের ৫,০০০ টাকা (ডেবিট), বিক্রয় হিসাবের জের ১৭,০০০ (ক্রেডিট)। 

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

১লা ফেব্রু.য়ারি ২০১৪ তারিখে জনাব রশিদের নগদ জমার উদ্বৃত্ত ১০,০০০ টাকা এবং ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত ৮,০০০ টাকা, তার অন্যান্য লেনদেন গুলো নিম্নরূপ;

[য.বো.২০১৫]

ফেব্রু.২ নগদে ১৫,০০০ টাকার মাল বিক্রয় করা হলো।

” ৫ রহিমের নিকট হতে মাল ক্রয় ১০,০০০ টাকা।

” ৮ করিমের নিকট হতে চেক পাওয়া গেল ৭,০০০ টাকা এবং সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হইল। 

” ১০ নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।

” ১২ ব্যাংক জমা দেওয়া হল ১৪,০০০ টাকা।

” ১৪ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৩,০০০ টাকা।

” ২৩ রহিমের পাওনা পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা প্রদান করা হলো।

” ২৫ বেতন প্রদান ৩,০০০ টাকা এবং চেকে ভাড়া প্রদান ৪,০০০ টাকা।

” ২৭ কামালের নিকট প্রাপ্য ৯,০০০ টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে ৮,৭০০ টাকা পাওয়া গেল।

” ২৮ ব্যাংক থেকে উত্তোলন করা হলো ৪,০০০ টাকা।

(ক) অনগদ লেনদেনের পরিমাণ গণনাসহ নির্ণয় করো।

(খ) ১ থেকে ২৭ তারিখের তথ্য গুলোর দ্বারা একটি নগদান বই তৈরি করো।

(গ) ৮, ১০, ১২ এবং ১৪ তারিখের লেনদেন গুলির জাবেদা কর।

উত্তর: (ক) অনগদ লেনদেনের পরিমাণ ৩,৮০০ টাকা; (খ) নগদ উদ্বৃত্ত ২,৮০০ টাকা (ক্রেডিট), ব্যাংক জমার উদ্বৃত্ত ৯,০০০ টাকা, প্রদত্ত বাট্টা ৩০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ৫০০ টাকা; (গ) জাবেদার যোগফল ৩৪,০০০ টাকা

হিসাববিজ্ঞান ১মপত্র ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page

Scroll to Top