হিসাববিজ্ঞান ১মপত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ৫ম অধ্যায় হিসাববিজ্ঞানের নীতিমালা থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।
এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।
এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৫ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।
Read more:
এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।
পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।
পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।
মডেল টেস্ট-2
এই হিসাববিজ্ঞান ১মপত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন
বিশেষ দ্রষ্টব্যঃ
তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট ।
এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।
আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-
হিসাববিজ্ঞান ১মপত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন
অধ্যায়-০৫: হিসাববিজ্ঞানের নীতিমালা
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
১। ব্যবসায়িক কর্মকান্ড অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলবে-এটি কোন ধারণার মধ্যে অন্তর্ভূক্ত?
ক. ব্যবসায়িক সত্ত্বা
খ. হিসাবকাল
গ. চলমান প্রতিষ্ঠান ধারণা✓
ঘ. দ্বৈত সত্তা
২। দু’তরফা দাখিলা পদ্ধতি স্বীকৃত?
ক. IAS
খ. FASB
গ. AICPA
ঘ. GAAP✓
৩। কোন নীতি অনুযায়ী উদ্বর্তপত্রের দায় ও সম্পত্তিকে চলতি ও দীর্ঘমেয়াদি হিসাবে ভাগ করে দেখানো হয়?
ক. পূর্ণ প্রকাশ নীতি
খ. হিসাবকাল ধারণা
গ. চলমান প্রতিষ্ঠান ধারণা✓
ঘ. রক্ষণশীলতার ধারণা
৪। ব্যবসায় প্রতিষ্ঠানের কোন স্থায়ী সম্পত্তির মূল্য আর্থিক অবস্থার বিবরণীতে বর্তমান মূল্যে না লিখে ক্রয় মূল্যে লিখা হয় কোন ধারণা অনুসারে?
ক. ব্যবসায়িক সত্তা ধারণা
খ. আদায়করণ ধারণা
গ. ঐতিহাসিক মূল্য✓
ঘ. কোনটিই নয়
৫। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কোন মূল্য দেখানো হয়?
ক. বিক্রয়মূল্য
খ. নিট আদায়যোগ্য মূল্য✓
গ. মোট আদায়যোগ্য মূল্যে
ঘ. লিখিত মূল্যে
৬। কোন ধারণাকে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা বলে অভিহিত করা হয়?
ক. আর্থিক মূল্যনীতি
খ. সত্তামূলক ধারণা✓
গ. দ্বৈতসত্তা ধারণা
ঘ. রক্ষণশীলতা নীতি
৭। হিসাববিজ্ঞানের কোন সীমাবদ্ধতার দরুণ সম্ভাব্য সম্পদ ও আয় বৃদ্ধি গণ্য করা হয় না?
ক. মিলকরণ নীতি
খ. বস্তুনিষ্ঠতা
গ. রক্ষণশীলতা✓
ঘ. আর্থিক মূল্য
৮। আর্থিক বিবরণী বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় কোন নীতি অনুযায়ী?
ক. ক্রয়মূল্য নীতি
খ. মিলকরণ নীতি
গ. পূর্ণ প্রকাশ নীতি✓
ঘ. সামঞ্জস্যতার নীতি
৯। জনাব শামীম একজন চাটার্ড একাউন্ট্যান্ট। তার এ পেশাভিত্তিক কার্যক্রম নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নাম কী?
ক. CDA
খ. FASB
গ. ICAB✓
ঘ. GAAP
১০। সমন্বয় নীতির কাজ কোনটি?
ক. সম্পত্তির সাথে দায়ের সমন্বয়
খ. সম্পত্তির সাথে মূলধনের সমন্বয়
গ. ক্রয়ের সাথে বিক্রয়ের সমন্বয়
ঘ. আয়ের সাথে ব্যয়ের সমন্বয়✓
১১। কোন নীতি অনুযায়ী অগ্রিম ব্যয়কে সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয়?
ক. ব্যবসায় গত্ত¡া ধারণা
খ. চলমান প্রতিষ্ঠান ধারণা✓
গ. হিসাবকাল ধারণা
ঘ. রক্ষণশীলতা ধারণা
১২। IAS-এর বর্তমান নাম কি?
ক. IAS
খ. IFRS✓
গ. AICPA
ঘ. FASB
১৩। GAAP প্রচলন করে কোন সংস্থা?
ক. IAS
খ. FASB✓
গ. AICPA
ঘ. GAAP
১৪। পূর্ববর্তী হিসাবকালের আয়কে চলতি হিসাবকালের আয় বিবেচনা করা যায় না কোন নীতি অনুযায়ী?
ক. রাজস্ব স্বীকৃতি✓
খ. মিলকরণ
গ. বস্তুনিষ্ঠতা
ঘ. সামঞ্জস্যতা
১৫। কোন ধারণার ভিত্তিতে হিসাবচক্রের পুনরাবৃত্তি ঘটে?
ক. হিসাবকাল ধারণা
খ. চলমান ব্যবসায় ধারণা✓
গ. ঐতিহাসিক মূল্য ধারণা
ঘ. সমাঞ্জস্যতা ধারণা
১৬। মিককরণ নীতি হিসাববিজ্ঞানের কোন ক্ষেত্রে নির্দেশনা দেয়?
ক. খরচের ক্ষেত্রে✓
খ. আয়ের ক্ষেত্রে
গ. দায়ের ক্ষেত্রে
ঘ. সম্পদের ক্ষেত্রে
১৭। হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়?
ক. হিসাবকাল✓
খ. চলমান প্রতিষ্ঠান
গ. ব্যবসায় সত্তা
ঘ. অর্থের একক পরিমাণ
১৮। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে হিসাবকাল শেষে আয়-ব্যয় হিসাবগুলো বন্ধ করা হয়?
ক. মলিকরণ নীতি
খ. হিসাবকাল ধারণা✓
গ. পূর্ণ প্রকাশ নীতি
ঘ. রক্ষণশীল প্রথা
১৯। ICAB হিসাববিজ্ঞানের যে সমস্থ নীতি প্রবর্তন ও বাস্তবায়ন করে তার সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. IAS
খ. FASB
গ. AICPA
ঘ. BAS✓
২০। IASC কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭২
খ. ১৯৭৩✓
গ. ১৯৭৭
ঘ. ১৯৮০
২১। কোন নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে হয়?
ক. পূর্ণ প্রকাশ নীতি✓
খ. সামঞ্জস্যতার নীতি
গ. বকেয়া নীতি
ঘ. বস্তুনিষ্ঠার নীতি
২২। সঠিক বিবরণ হচ্ছে-
i. ICAB প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৩
ii. ICMAB প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৭
iii. FASB কর্তৃক GAAP প্রতিষ্ঠা পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii✓
২৩। মিলকরণ ধারণা হল-
i. প্রকৃত আয়ের বিপক্ষে প্রকৃত খরচ উপস্থাপন করে নিট মুনাফা নির্ণয়
ii. প্রকৃত খরচের বিপক্ষে প্রকৃত আয়ের উপস্থাপন না করে নিট ক্ষতি নির্ণয়
iii. আনুমানিক আয়ের বিপক্ষে প্রকৃত খরচ উপস্থাপন করে মোট মুনাফা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
(ক) i✓(খ) ii
(গ) iii(ঘ) i, ii ও iii
২৪। হিসাববিজ্ঞান নীতির সীমাবদ্ধতা-
i. সম্পদ জাতীয় হিসাবের জের
ii. আয় জাতীয় হিসাবের জের
iii. ব্যয় জাতীয় হিসাবের জের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ✓(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
২৫। হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা হলো-
i. আদায়করণ নীতি
ii. সামঞ্জস্যনীতি
iii. লভ্যাংশ নীতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
২৬। হিসাববিজ্ঞান নীতিমালার উদ্দেশ্য-
i. হিসাবের সমাঞ্জস্যতা রক্ষা করা
ii. সকল পর্যায়ে হিসাবের সমতা আনা
iii. হিসাবের মান প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii✓
►নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
লিপি ব্রাদার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের হিসাব বই থেকে প্রাপ্ত তথ্য নিম্নরুপ:
বিবরণ ক্রয়মূল্য(টাকা) বাজারমূল্য(টাকা)
মেশিন ২০,০০০ ৩০,০০০
বিনিয়োগ ৪০,০০০ ৩০,০০০
মজুদ পণ্য ৬০,০০০ ৭০,০০০
২৭। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মেশিনের মূল্য ২০,০০০ টাকা লিপিবদ্ধ করতে হবে?
ক. আদায়করণ
খ. রক্ষণশীলতার
গ. ঐতিহাসিক ব্যয় ✓
ঘ. পূর্ণ প্রকাশ
২৮। রক্ষণশীলতার নীতি অনুযায়ী মজুদ পণ্যের মূল্য কত টাকা লিপিবদ্ধ করা হবে?
ক. ৫০,০০০
খ. ৬০,০০০✓
গ. ৭০,০০০
ঘ. ৮০,০০০
২৯। আর্থিক অবস্থার বিবরণীতে বিনিয়োগের মূল্য কত টাকা দেখাতে হবে?
ক. ৩০,০০০✓
খ. ৪০,০০০
গ. ৫০,০০০
ঘ. ৬০,০০০
►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।
সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা কিন্তু বাজারে নতুন প্রযুক্তির পণ্য আসায় সমাপনী মজুদ পণ্যের মূল্য ১০,০০০ টাকা হ্রাস পায়। আবার ৫০,০০০ টাকায় ক্রীত শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়ে ৬০,০০০ টাকায় উপনীত হয়।
৩০। উর্দ্বৃত্তপত্রে সমাপনী মজুদের মূল্য কত টাকা প্রদর্শিত হবে?
ক. ১০,০০০ টাকা
খ. ৪০,০০০ টাকা✓
গ. ৫০,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
সৃজনশীল প্রশ্ন-উত্তর
প্রাপ্য হিসাবের ধারণা
প্রাপ্য শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে পাওনার পরিমাণকে বুঝায়। এটি সাধারণত প্রতিষ্ঠান কর্তৃক ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। এসব প্রাপ্য হিসাব ব্যবসায়ের স্বাভাবিক কার্যাবলির কারণেই হয়ে থাকে। এর দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দাবীকে বুঝায় যা পরবর্তী যে কোনো সময় নগদে আদায় করা হবে। প্রাপ্য হিসাব আদায়কাল বিভিন্ন মেয়াদি হয় যেমন ৩০ দিন, ৬০ দিন ইত্যাদি।
উদাহরণস্বরূপ রীতা ট্রেডার্স ৫০,০০০ টাকায় পণ্য নেত্র ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করল। নেত্র ট্রেডার্স ৬০ দিন পরে এ ক্রীত পণ্যের পাওনা অর্থ পরিশোধ করবে মর্মে নিশ্চয়তা দিল। এক্ষেত্রে রীতা ট্রেডার্স এর প্রাপ্য হিসাবে টাকার পরিমাণ হবে ৫০,০০০ টাকা। এ প্রাপ্য হিসাবের টাকা রীতা ট্রেডার্স, নেত্র ট্রেডার্স এর নিকট থেকে ২ মাস পরে নগদে আদায় করবে
হিসাববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়
এককথায় : অবশেষে বলা যায় যে, ধারে পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা যখন বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের জন্য যে মৌখিক প্রতিশ্রুতি দেয়, তখন তাকে প্রাপ্য হিসাব বলে।
প্রাপ্য হিসাবের প্রকারভেদ: প্রাপ্য হিসাবকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় :
প্রাপ্য হিসাব : প্রাপ্য হিসাব হলো ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের প্রেক্ষিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ। এ ধরণের প্রাপ্য হিসাবের আদায় মেয়াদ বিভিন্ন মেয়াদী হয়ে থাকে। প্রাপ্য হিসাব এর টাকা সাধারণত ৩০ থেকে ৬০ দিনের মধ্যে আদায় করা যাবে বলে ধরে নেয়া হয়। প্রাপ্য হিসাবের উদাহরণস্বরূপ বলা যায় আফনানের নিকট ধারে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। এখানে ধারে বিক্রয় বাবদ আফনানের নিকট পাওনা ৫০,০০০ টাকা প্রাপ্য হিসাব।
প্রাপ্য নোট : সাধারণত ধারে পণ্য বিক্রয় বা সেবাদানের মাধ্যমে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। এ সমস্ত প্রাপ্য হিসাবের বিপরীতে পাওনা টাকা পরিশোধের জন্য আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতিকে প্রাপ্য নোট বলে। যেমন-সাকিবের নিকট ধারে পণ্য বিক্রয়ের জন্য ৩ মাস মেয়াদি ২০,০০০ টাকার প্রাপ্য নোট পাওয়া গেল। এ প্রাপ্য নোট ব্যবসায়িক পণ্য ক্রয়-বিক্রয়ের বাইরেও বিভিন্ন কারণে এ ধরনের নোট সৃষ্টি হতে পারে।
এটি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের শর্তহীন লিখিত অঙ্গীকারনামা। প্রাপ্য নোটের আদায় মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন বা তদুর্ধ্ব সময়ের জন্য হয়ে থাকে। প্রাপ্য নোটের ধারক মেয়াদ পূর্তির পূর্বে প্রয়োজন হলে ব্যাংক থেকে প্রাপ্য নোট বাট্টাকরণের মাধ্যমে নগদ টাকা সংগ্রহ করতে পারে।
অন্যান্য প্রাপ্য হিসাব : অন্যান্য প্রাপ্যসমূহের মধ্যে সকল প্রকার অকারবারি প্রাপ্য অন্তর্ভুক্ত থাকে। যেমন : প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণকে প্রদত্ত ঋণ, কর্মচারীগণকে প্রদত্ত অগ্রিম ইত্যাদি অন্যান্য প্রাপ্য হিসাবের উদাহরণ। এগুলো স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম দ্বারা সৃষ্টি হয় না বলে এদেরকে আলাদা দফা হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়।
যেমন-
ক. ধারে পণ্য বিক্রয় করা হলো ৪০,০০০ টাকা (প্রাপ্য হিসাব)
খ. সেবা প্রদানের পণ্য ২০,০০০ টাকায় একটি নোট পাওয়া গেলো )প্রাপ্য নোট)
গ. কর্মচারীদেরকে প্রদত্ত অগ্রিম ১,৫০০ টাকা (অন্যান্য প্রাপ্য হিসাব)
প্রাপ্য হিসাবসমূহের সাথে সম্পর্কিত বিষয়সমূহ
১. প্রাপ্য হিসাবসমূহের শনাক্তকরণ : ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের ফলেই প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। যখন পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে পণ্য ক্রেতার নিকট হস্তান্তরিত হয়, তখনই প্রাপ্য হিসাবসমূহ লিপিবদ্ধকরণের জন্য চিহ্নিত করতে হয়।
২. প্রাপ্য হিসাবসমূহের পরিমাণ নির্ধারণ : প্রথমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাবসমূহকে সঠিকভাবে এবং সঠিক পরিমাণ শনাক্ত করতে হবে। পরবর্তী পদক্ষেপ হলো প্রাপ্য হিসাবকে আর্থিক বিবরণীতে দেখানো হবে।
৩. প্রাপ্য হিসাবসমূহের অবসায়ন : ব্যক্তি বা কারবার প্রতিষ্ঠান কর্তৃক নগদে পণ্য ক্রয় করে বাকীতে পণ্য বিক্রয় করার কার্যই মূলত প্রাপ্য হিসাবের উৎপত্তি। এটি বিভিন্ন মেয়াদি হয়ে থাকে। সাধারণত প্রাপ্য হিসাবসমূহের নিকট হতে অর্থ আদায় করতে বেশ কয়েক মাস সময় লেগে যায়। অনেক সময় কোম্পানিসমূহ নগদ অর্থের অত্যধিক প্রয়োজনের লক্ষ্যে প্রাপ্য হিসাবসমূই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিকট বিক্রি করে দেয়।
হিসাববিজ্ঞান ১মপত্র ৫ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন